25/07/2019
তোমার রেজাল্ট অনুসারে কোন কোন ভার্সিটিতে কোন কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবা তার সর্বশেষ আপডেটেট পোস্ট দেখে নাও : ( সর্বশেষ আপডেট : ২৫/৭/২০১৯)
★ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় আবেদন করতে কত পয়েন্ট লাগেঃ-
★ ঢাকা বিশ্ববিদ্যালয়:
ক ইউনিটে (বিজ্ঞান) এসএসসি এবং এইচএসসি তে আলাদাভাবে কমপক্ষে ৩.৫ করে টোটাল ৮.০০ পেলেই এপ্লাই করতে পারবা। খ ইউনিটের (আর্টস) ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি তে আলাদাভাবে ৩.০০ করে টোটাল ৭.০০ পেতে হবে এবং গ ইউনিটের ক্ষেত্রে (ব্যবসায় শিক্ষা) এসএসসি ও এইচএসসি তে আলাদাভাবে ৩.৫ করে টোটাল ৭.৫ পেতে হবে।
আর ঘ ইউনিটে আবেদনের ক্ষেত্রে নিজ নিজ ইউনিটের জিপিএ ই প্রযোজ্য হবে।
চ ইউনিটে আবেদনের ক্ষেত্রে মোট জিপিএ ৬.৫০ এবং আলাদাভাবে SSC ও HSC তে কমপক্ষে ৩.০০ করে থাকতে হবে৷
ঢাবিতে নিজ নিজ ইউনিটে এপ্লাই এর জন্য সাব্জেক্ট ভিত্তিক কোন শর্ত নেই। তবে ডি ইউনিটের ক্ষেত্রে HSC তে ইংরেজিতে বা কোনো সাবজেক্ট এ B গ্রেডের নিচে থাকলে এপ্লাই করা যাবে না।
SSC HSC total GPA(৪র্থ বিষয় সহ)
Unit:
A – 3.50 3.50 8.00
B – 3.00 3.00 7.00
C – 3.50 3.50 7.50
D – (নিজ বিভাগের জিপিএ। তবে কোন সাবজেক্টে B গ্রেডের নিচে পেলে হবেনা )
E – 3.00 3.00 6.50
★ জগন্নাথ বিশ্ববিদ্যালয়:
SSC - HSC total GPA with 4th sub:
A ( বিজ্ঞান) – 3.00 3.00 8.00
B ( মানবিক) – 3.00 3.00 7.50
C ( ব্যবসায় শিক্ষা) – 3.00 3.0 8.00
চারুকলা – 2.50 2.50 7.00 ( HSC তে বাংলা + English এ কমপক্ষে B গ্রেড থাকতে হবে
★ সরকারী মেডিকেল কলেজ:
SSC HSC total GPA with 4th sub: 9:00 ( HSC তে Biology তে A- থাকতে হবে)
★ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়:
SSC - HSC total GPA with 4th sub:
A (গাণিতিক ও পদার্থবিষয়ক)–
3.50 3.50 7.50(CSE=8.50)
B (সমাজ বিজ্ঞান অনুষদ)–
3.50 3.50 7.00 (science=7.50)
C (কলা ও মানবিক)– 3.00 3.00
6.00 (science+ ব্যবসায় শিক্ষা =7.00)
C1 ( নাটক ও চারুকলা) - 3.00 3.00 6.00
D (জীববিজ্ঞান)– 3.50 3.50 8.00
E (বিজনেস স্টাডিজ)– 3.50 3.50 7.00
(science=7.50)
F (আইন)– 3.50 3.50 8.00
G (IBA)– 4.00 4.00 8.00(science=8.50)
H (IT)– 3.50 3.50 8.00
I ( বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য) -
3.0 3.0 7.0 ( মানবিক)
3.0 3.0 7.5 ( বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা)
মানবিক শাখা থেকে SSC ও HSC এর মোট জিপিএ কমপক্ষে ৬.০০ এবং আলাদাভাবে ৩ করে থাকলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের C ইউনিট ও C1 ইউনিটে আবেদন করতে পারবে । আর মোট জিপিএ ৭.০০ এবং আলাদাভাবে ৩.৫ থাকলে আবেদন করতে পারবে B , C , C1 , E , I ইউনিট অর্থাৎ এই ৫ ইউনিটে ।
ব্যবসায় শিক্ষা শাখা থেকে মোট জিপিএ কমপক্ষে ৬.০০ এবং আলাদাভাবে ৩.০ থাকলে আবেদন করতে পারবা C1 ইউনিটে । আর মোট জিপিএ কমপক্ষে ৭.০০ এবং আলাদাভাবে ৩.০ থাকলে আবেদন করতে পারবা C এবং C1 ইউনিটে । আর মোট জিপিএ কমপক্ষে ৭.০০ এবং আলাদাভাবে ৩.৫০ থাকলে আবেদন করতে পারবা B, C, C1, E ইউনিটে ।
বিজ্ঞান বিভাগ থেকে মোট জিপিএ কমপক্ষে ৭.৫০ এবং আলাদাভাবে ৩.৫ থাকলে আবেদন করতে পারবা A, B , C , C1 , I ইউনিটে ।
D, H ইউনিটে আবেদন করতে মোট জিপিএ ৮.০০ লাগবে কমপক্ষে।
উল্লেখ্য , জাবিতে ৪র্থ বিষয় সহ জিপিএ হিসাব করা হয় ।
জাবির প্রশ্নপদ্ধতি সকল বিশ্ববিদ্যালয় থেকে আলাদা। জাবির প্রশ্নপদ্ধতি বুঝতে সংগ্রহ করো " Climax " প্রশ্নব্যাংক।
★ রাজশাহী বিশ্ববিদ্যালয়:
বিজ্ঞান- 3.50 3.50 8.00
বানিজ্য- 3.50 3.50 7.50
মানবিক- 3.00 3.00 7.50
রাবির জন্য ফলো করো " বরেন্দ্র "।
★ খুলনা বিশ্ববিদ্যালয়:
A ইউনিট ====
১. বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল
২. জীববিজ্ঞান স্কুল
=> এইচএসসি ২০১৮/২০১৯ সালে উত্তীর্ণ হতে হবে
=> এসএসসি তে ন্যূনতম ৪.৫ এবং এইচএসসি তে ন্যূনতম ৪.৫ পেতে হবে
=> SET স্কুল এর জন্যঃ গণিতে-৪.০, রসায়নে-৪.০, পদার্থবিজ্ঞানে-৪.০ ও ইংরেজীতে-৩.০ পেতে হবে
=> জীববিজ্ঞান স্কুল এর জন্যঃ জীববিজ্ঞানে-৪.০, গণিতে-৪.০, রসায়নে-৪.০, পদার্থবিজ্ঞানে-৪.০ ও ইংরেজীতে-৩.০ পেতে হবে
B ইউনিট ====
১. আইন স্কুল
২. কলা ও মানবিক স্কুল
৩. সমাজ বিজ্ঞান স্কুল
৪. চারুকলা ইন্সিটিউট
৫. শিক্ষা ও গবেষণা ইন্সিটিউট
_________________________________________________
=> আইন স্কুল এর জন্যঃ এসএসসি তে + এইচএসসি তে ন্যূনতম মোট ৯.০০ পেতে হবে ( HSC ইংরেজি তে কমপক্ষে ৩.৫০ )
=> কলা ও মানবিক স্কুল এর জন্যঃ এসএসসি তে কমপক্ষে ৪.০০ + এইচএসসি তে কমপক্ষে ৪.০০ পেতে হবে
* ইংরেজি তে ভর্তি হতে HSC ইংরেজি তে কমপক্ষে
৩.৫০
* বাংলা তে ভর্তি হতে HSC বাংলা তে কমপক্ষে
৩.৫০
=> সমাজ বিজ্ঞান স্কুল এর জন্যঃ এসএসসি তে কমপক্ষে ৪.০০ + এইচএসসি তে কমপক্ষে ৪.০০ পেতে হবে ( HSC ইংরেজি তে কমপক্ষে ৩.০০ )
=>চারুকলা ইন্সিটিউট এর জন্যঃ এসএসসি তে কমপক্ষে ৩.২৫ + এইচএসসি তে কমপক্ষে ৩.২৫ পেতে হবে
=>শিক্ষা ও গবেষণা ইন্সিটিউট এর জন্যঃ এসএসসি তে কমপক্ষে ৪.০০ + এইচএসসি তে কমপক্ষে ৪.০০ পেতে হবে ( HSC ইংরেজি তে কমপক্ষে ৩.০০ )
C ইউনিট ====
১. ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল
_________________________________________________
=> এইচএসসি ২০১৮/২০১৯ সালে উত্তীর্ণ হতে হবে
=> এসএসসি তে কমপক্ষে ৪.০০ + এইচএসসি তে কমপক্ষে ৪.০০ পেতে হবে ( HSC ইংরেজি তে কমপক্ষে ৩.০০ )
★ চট্রগ্রাম বিশ্ববিদ্যালঃ
*চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার নূন্যতম যোগ্যতাঃ
A ইউনিটঃ (বিজ্ঞান) - SSC ও HSC তে আলাদাভাবে কমপক্ষে 3.25 করে থাকতে হবে এবং মোট জিপিএ কমপক্ষে ৭.০০ হতে হবে।
B ইউনিটঃ (মানবিক) - SSC ও HSC তে আলাদাভাবে কমপক্ষে 2.50 করে থাকতে হবে এবং মোট জিপিএ কমপক্ষে 6.00 হতে হবে।
(বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীদের 6.50 লাগবে ও আলাদাভাবে ৩ লাগবে)
C ইউনিটঃ (ব্যবসায়) - SSC ও HSC তে আলাদাভাবে কমপক্ষে 3.50 করে থাকতে হবে এবং মোট জিপিএ কমপক্ষে 7.50 হতে হবে।
D ইউনিটঃ( সম্মিলিত)6.50 আলাদাভাবে 3.00 সব গ্রুপ
B1 ( চারুকলা,সংগীত,নাট্যকলা)ঃ B ইউনিটের ন্যায়
D1 ( স্পোর্টস সাইন্স) ঃ 6.00 আলাদাভাবে ২.৫০
চবিতে বিগত বছরের প্রশ্ন থেকে প্রশ্ন কমন পড়ে। চবির বিগত বছরের প্রশ্নের জন্য ফলো করো " চট্টলা "।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের D ইউনিটে ২০ নাম্বার বিশ্লেষণ দক্ষতা ( IQ) থেকে থাকে৷ এর জন্য " ছায়ামঞ্চ IQ SUMMIT " বইটি ফলো করতে হবে।
★ বরিশাল বিশ্ববিদ্যালয়:
with 4th sub:
SSC - ও HSC উভয়। মোট GPA
A( বিজ্ঞান) – 3.00 3.00 7.00
B ( মানবিক) – 2.50 2.50 6.00
C ( ব্যবসায়) – 2.50 2.50 6.00
★ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়:
SSC - HSC total GPA with 4th sub:
A ইউনিট ( কলা ও মানবিকী অনুষদ)
A মানবিক - 3.00 3.00 6.50
A বিজ্ঞান - 3.50 3.00 7.00
A ব্যবসায় - 3.00 3.00 6.50
B unit ( সামাজিক বিজ্ঞান অনুষদ)
B মানবিক - 3.50 3.00 7.00
B বিজ্ঞান – 3.50 3.50 7.50
B ব্যবসায় - 3.50 3.50 7.50
C ( BBA)
C মানবিক - 3.00 3.50 7.00
C বিজ্ঞান – 3.50 3.50 7.50
C ব্যবসায় - 3.00 3.50 7.00
D,E,F ( science)
D বিজ্ঞান – 3.50 3.50 7.50
E বিজ্ঞান– 3.50 3.50 7.50
F মানবিক - 3.50 3.00 7.00
F বিজ্ঞান – 3.50 3.50 7.50
F ব্যবসায় - 3.50 3.00 7.00
★ ইসলামী বিশ্ববিদ্যালয়ঃ
SSC - ও HSC total GPA with 4th sub:
A, B ইউনিট ( মানবিক ও বিভাগ পরিবর্তন)
– মানবিক 3. 00 3.00 6.50
বিজ্ঞান – 3.25 3.25 7.00
ব্যবসায় – 3.25 3.25 6.75
C ইউনিট ( BBA) - 3.25 3.25 6.75 ( মানবিক ও ব্যবসায় শিক্ষা)
3.50 3.50 7.25 ( SCIENCE)
D ইউনিট ( বিজ্ঞান শাখা) 3.50 3.50 7.50
সকল বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন এক বইয়েই পেতে সংগ্রহ করো " ইউনিক ভার্সিটি সলুশন "।
★ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ ইউনিটে আবেদনের যোগ্যতাঃ
★ AL ইউনিটঃ ( কলা অনুষদ)
১. মানবিকের শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতাঃ এস.এস.সি ও এইচ.এস.সি তে কমপক্ষেঃ ৩.৫০ সহ টোটাল ৭.৫০ থাকতে হবে।
২.কমার্স ও বিজ্ঞান এর শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতাঃ
এসএসসি ও এইচএসসি তে কমপক্ষে ৩.৫০সহ টোটাল ৮.০০ থাকতে হবে।
ইংরেজীতে ভর্তির ক্ষেত্রেঃ
এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষাতেই ইংরেজীতে ৪.০০ থাকতে হবে।
ভর্তি পরীক্ষায় ইংরেজীতে কমপক্ষে ৪৫ নম্বরের মধ্যে ১৮ নাম্বার পেতে হবে।
★ AP ইউনিটঃ ( চারুকলা)
১. মানবিকের ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতাঃ এস.এস.সি ও এইচ.এস.সি তে কমপক্ষেঃ ৩.৫০ সহ টোটাল ৭.০০ থাকতে হবে।
২.বিজ্ঞান এর শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতাঃ
এসএসসি ও এইচএসসি তে কমপক্ষে ৩.৫০সহ টোটাল ৭.৫০ থাকতে হবে।
ব্যবহারিক পরীক্ষায় ৫০ এর মধ্যে কমপক্ষে ২৫ পেতে হবে।
B ইউনিটঃ ( বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ)
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি তে কমপক্ষে ৩.৫০ সহ টোটাল ৭.৫০ থাকতে হবে।
C ইউনিটঃ (ব্যবসায় প্রশাসন অনুষদ)
উভয় পরীক্ষাতেই ৩.০০ সহ সাইন্সের স্টুডেন্টদের টোটাল ৭.৫০।
এবং কমার্স, আর্টসের স্টুডেন্টদের টোটাল ৭.০০ থাকতে হবে।
ভর্তি পরীক্ষায় ইংরেজীতে ২৫ এর মধ্যে কমপক্ষে ৮ পেতে হবে।
D ইউনিটঃ (সমাজ বিজ্ঞান অনুষদ)
সাইন্সের স্টুডেন্টদের উভয় পরীক্ষাতে ৩.৫০ সহ টোটাল ৮.০০ থাকতে হবে।
কমার্সের স্টুডেন্টদের উভয় পরীক্ষাতে ৩.৭৫ সহ টোটাল ৮.০০ থাকতে হবে।
আর্টসের স্টুডেন্টদের উভয় পরীক্ষাতে ৩.৫০ সহ টোটাল ৭.৫০ থাকতে হবে।
ভর্তি পরীক্ষায় ইংরেজীতে অবশ্যই ৩০ এর মধ্যে ১২ পেতে হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটে IQ থেকে প্রশ্ন করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে IQ থেকে থাকে ৮ নাম্বার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের D ইউনিটে IQ থেকে থাকে ২০ নাম্বার। ঢাবির IBA তে IQ থেকে থাকে ২০ নাম্বার ( Analytical ability). এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয় সহ আরো কিছু বিশ্ববিদ্যালয়ে IQ থেকে প্রশ্ন করা হয়। এটা নিয়ে চিন্তার কিছু নেই, ভর্তি পরীক্ষার IQ এর জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও বেস্ট IQ বই " ছায়ামঞ্চ IQ SUMMIT " সংগ্রহ করে ফেলো।
" ছায়ামঞ্চ IQ SUMMIT " বইটি পড়লে IQ নিয়ে আর কোন টেনশন করতে হবে না। এই বইটি পড়লেই সকল বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের IQ এর প্রিপারেশন কমপ্লিট। দাম মাত্র - ১০০ টাকা
★ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ঃ
SSC ও HSC total with 4th sub:
Aবিজ্ঞান - 3.00 3.00 -6.50
B মানবিক– 3.00 3.00 -6.00
C ব্যবসায়– 3.00 3.00 -6.00
★ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ ( SUST)
A ইউনিট ( মানবিক, ব্যবসা ও বিভাগ পরিবর্তন) : 3.00 3.00 6.50
B ইউনিট ( বিজ্ঞান) : 3.00 3.00 7.00 ( HSC তে MATH এ A-)
★ হাজী মোঃ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুরঃ
SSC + HSC = 6.50 লাগবে। তবে SSC বা HSC এর
যেকোনোটিতে 3.00 এর নিচের
জিপিএ গ্রহণযোগ্য হবে নাহ। G ইউনিট এর ক্ষেত্রে শুধুমাত্র মানবিক এর জন্য 6.00 ও প্রত্যেকটিতে 2.75 লাগবে। Agriculture, Fisheries, DVM অনুষদের ক্ষেত্র(অর্থাৎ A ইউনিট) এর ক্ষেত্রে চতুর্থ বিষয়ে নূন্যতম C গ্রেড লাগবে।
★ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ
(মানবিক: ৪র্থ সহ- ৩.০০ ৩.০০ ৬.০০),
(ব্যবসায়ে: ৪র্থ সহ -৩.০০ ৩.০০ ৬.০০),
(বিজ্ঞান: ৪র্থ সহ-৩.০০ ৩.০০ ৬.০০)
★ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ
A,B ( SCIENCE) - 3.5 3.5 7.50
C ( SCIENCE) - 3.00 3.00 7.00
D ( ALL) - TOTAL 7.00
E ( ALL) - 3.0 3.0 6.5
F ( BBA) - 3.5 3.5 7.5
★ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:
(মানবিক: ২.৫০ ২.৫০ -৫.৫০),
(ব্যবসায়ে:২.৫০ ২.৫০ -৬.০০ ,
(বিজ্ঞান: ৩.০০ ৩.০০ -৬.৫০
বিভাগ পরিবর্তন - ২.৫ ২.৫ ৬.০০
★ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:
৪র্থবিষয় বাদে- ৩.০০ ৩.০০ ৬.৫০
সকল বিশ্ববিদ্যালয়ের বাংলার জন্য ফলো করবা " বাংলা প্রান্তর "। ইংরেজির জন্য " ছায়ামঞ্চ Competitive English ".
Vocabulary এর জন্য " ছায়ামঞ্চ Admission Vocabulary ".
★ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়:
(A এবং I ইউনিটে ভর্তি ইচ্ছুক বিজ্ঞান বিভাগ থেকে আগত ছাত্র-ছাত্রীদের এসএসসি ও এইচএসসি চতুর্থ বিষয়সহ জিপিএ ৭.০০ থাকতে হবে। ( তবে এসএসসি/এইচএসসিতে প্রতিটায় আলাদা আলাদা ভাবে ৩.০০ থাকতে হবে।)
✔গ)অন্যান্য ইউনিটের ক্ষেত্রেঃ
➡i.বিজ্ঞান বিভাগ থেকে আগত ছাত্র-ছাত্রীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।
➡ii.মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে আগত ছাত্র-ছাত্রীদেরএসএসসি/সমমান ও এইচএসসি/সমমান চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৬.০০ থাকতে হবে।
★ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:
A ইউনিটে আবেদনের জন্য SSC এবং HSC উভয়
পরীক্ষায় সমষ্টিগতভাবে নূন্যতম জিপিএ ৮.০ পেতে হবে।
আলাদা আলাদা SSC ও HSC তে ৩.৫ থাকা লাগবে।HSC
তে পদার্থ,রসায়ন,গনিতে/জীববিজ্ঞান এ ৩.৫ থাকা লাগবে।
→B ইউনিট এ মানবিক ও ব্যবসা শিক্ষা
শাখা SSC এবং HSC উভয় পরীক্ষায় সমষ্টিগতভাবে
নূন্যতম জিপিএ ৭.০ পেতে হবে।আলাদা আলাদা SSC ও
HSC তে ৩.০ থাকা লাগবে।
→বিজ্ঞান শাখার জন্য SSC ও HSC পরীক্ষায় সমষ্টিগত
জিপিএ ৭.৫ পেতে হবে।আলাদা আলাদা SSC ও HSC তে
৩.৫ থাকা লাগবে।
ব্যবসায় শিক্ষা বিভাগের স্টুডেন্টরা অবশ্যই অবশ্যই " ছায়ামঞ্চ Business Studies " বইটা ফলো করবা। এক বইয়েই হিসাববিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ / ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, মার্কেটিং ও ফিন্যান্স রয়েছে। MCQ + WRITTEN সম্বলিত অসাধারণ একটা বই। বইয়ের দাম মাত্র - ২৫০ টাকা।
★ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, সিরাজগঞ্জ - এর ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য :
#আবেদনের যোগ্যতা :
মানবিক ও বাণিজ্য বিভাগের : এসএসসি+ এইচএসসি =৬.০০
বিজ্ঞান বিভাগের : এসএসসি+ এইচএসসি =৬.৫০
#ইঞ্জিনিয়ারিং_রিকয়্যারমেন্ট
অনেকেই দেখছি রেজাল্ট এর পর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোতে এক্সাম দেবার জন্য রিকয়্যারমেন্ট আসবে কিনা সেটা নিয়ে বেশ সন্দেহে আছো।তাদের বলবো পয়েন্ট মোটামুটি ২৩ থাকলে বুয়েটে এক্সাম দিতে পারার পসিবিলিটি আছে।তবুও ২৩.৫ ও চাইতে পারে।আর ২৩.৫ টাই সেফ জোন।আর কুয়েট চুয়েট রুয়েট এর জন্য বলবো এবার ১৮.৫ চাইতে পারে।সো যাদের ১৮.৫ আছে ঠান্ডা মাথায় প্রিপারেশন নিতে থাকো।
বুয়েট - ২২.৫ (Physics +Chemistry +MATH+Bangla+English)
কুয়েট - ১৮(p+c+m+e)
চুয়েট - ১৭.৫(p+c+m+e)
রুয়েট - ১৮(p+c+m+e)
★ BUTex:
*মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রতিটিতে সর্বনিম্ন জিপিএ ৪.৫ থাকতে হবে এবং সেই সাথে পদার্থবিজ্ঞান, রসায়ন,উচ্চতর গনিত,ইংরেজীতে মোট ২০ পয়েন্টের মধ্যে সর্বনিম্ন ১৮ পয়েন্ট পেতে হবে।
উপরে উল্লেখিত কোনো বিষয়ে ৪ এর নিচে থাকলে আবেদন করতে পারবে না।