Technical School and College, Meherpur

The Official page of Technical School and College, Meherpur

Operating as usual

14/09/2023
05/08/2023

সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ্‌ মেহেরপুর থেকে যে সকল ছাত্র/ছাত্রী এইচ এস সি (ভোকেশনাল) পাশ করেছো তারা China TVET Scholarship প্রোগ্রামে চীনে গমন করে ডিপ্লোমা/বি এস সি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ নিতে আগামী ০৭/০৮/২০২৩ তারিখের মর্ধে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ্‌ মেহেরপুরের অধ্যক্ষ স্যারের সাথে যোগাযোগ করবে।

Photos from Technical School and College, Meherpur's post 28/07/2023

SSC Result 2023

No. of Students:
Examinee: 261,
Appeared: 261,
Passed: 195,
Percentage of Pass: 74.71,
GPA-5: 7

Dress Making: PASSED=44; NOT PASSED=18; GPA5=3;
Farm Machinery: PASSED=52; NOT PASSED=12; GPA5=1;
Welding and Fabrication: PASSED=51; NOT PASSED=15; GPA5=1;
General Electrical Works: PASSED=48; NOT PASSED=21; GPA5=2

Photos from Technical School and College, Meherpur's post 28/11/2022

SSC Result 2022

Meherpur Govt. Technical School And College
Examinee: 325, Appeared: 325, Passed: 313, Percentage of Pass: 96.31, GPA 5: 1

Dress Making: PASSED=75; NOT PASSED=2; GPA5=1;
Farm Machinery: PASSED=80; NOT PASSED=3;
Welding and Fabrication: PASSED=74; NOT PASSED=6;
General Electrical Works: PASSED=84; NOT PASSED=1

30/08/2022

এইচএসসি ব্যাচ ২০২২। ব্যবহারিক ক্লাস!

21/08/2021

2016

18/06/2021

মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রাক্তন ক্রাফট ইন্সট্রাকটর (ফার্ম) শহিদুল ইসলাম স্যার আজ সকালে ইন্তেকাল করেছেন।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

11/01/2021

ভর্তি চলছে, ভর্তি চলছে!

19/12/2020

মেহেরপুর টেকনিক্যাল স্কুল ও কলেজে উপস্থিত মোঃ রেজাউল করিম, অধ্যক্ষ টেকনিক্যাল স্কুল ও কলেজ, কুষ্টিয়া , মোঃ আইয়ুব আলী, অধ্যক্ষ টেকনিক্যাল স্কুল ও কলেজ, মাগুরা এবং মোঃ খলিলুর রহমান,অধ্যক্ষ, ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল ও কলেজ।

- Monarul Islam

Photos from Technical School and College, Meherpur's post 30/10/2020

৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ১ম স্থান অর্জন।

20/09/2020

মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এ দশম শ্রেণি তে ভর্তি চলছে ।

ভর্তির শেষ তারিখ : ২৬/০৯/২০ খ্রি: ।

শিউর ক্যাস এর মাধ্যমে টাকা জমা দিতে হবে । শিউর ক্যাসের কি-ওয়ার্ড mgtsc এবং ষ্টুডেন্ট আই ডি= নবম শ্রেণির রেজি: নম্বর । ছাত্রদের জন্য ভর্তি ফি ১৪২৭ টাকা এবং ছাত্রীদের জন্য ফি ১৩০৭ টাকা ।

চাইলে যে কোনো কম্পিউটারের দোকান থেকে ভর্তি হওয়া যাবে।

05/08/2020

আগামী ৯ আগস্ট থে‌কে একাদশ শ্রেণির ভ‌র্তি কার্যক্রম শুরু হবে।
আগ্রহী ছাত্র/ছাত্রী‌দেরকে এসএসসি মার্কশীট ও এক ক‌পি ছ‌বিসহ একা‌ডে‌মিক শাখায় যোগা‌যোগ করার জন‌্য বলা হল ।

বিস্তারিত জানতে একাডেমিক শাখায় যোগাযোগ করুন।

22/07/2020

প্রাণের শহর মেহেরপুরে কি তাহলে নতুন কোন ই-কমার্স ওয়েবসাইট চালু হচ্ছে?

বর্তমান সময়ে আমরা অনেকেই অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করি। এমনকি কারো কারো ক্ষেত্রে অনলাইনে অর্থাত ই-কমার্স এর মাধ্যমে পন্য কেনাটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। অনলাইনে কোন পন্য দেখে সেটা অর্ডার দিয়ে দিলে নির্দিষ্ট সময়ে তা বাসাতে পৌছে যায়, যা আমাদের জন্য সময় এবং কষ্ট দুইটাই বাঁচায় তাই অনলাইনে শপিং বা ইকমার্স সাইট আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় একটা বিষয়।

কিন্তু এটাও ঠিক বাংলাদেশে এখনও পর্যন্ত অনলাইন শপিং সেরকম জনপ্রিয় হয়ে ওঠেনি, বাংলাদেশের অনলাইন জনসংখ্যার তুলনায় খুব কম মানুষ আছে যারা অনলাইনে শপিং করে বা করতে চায়। তার কারণ হলো, অনলাইনে শপ বা ইকমার্স সাইট গুলো সঠিক ভাবে তাদের সার্ভিস দিতে পারছে না বা দিচ্ছে না। অনেক সমস্যার সম্মুক্ষিণ হতে হচ্ছে ক্রেতাদের। কেউ ভুল পন্য পাচ্ছে, কেউ দাম নিয়ে সমস্যায় পড়ছে, আবার কেউবা সঠিক পন্যটা খুজেই পাচ্ছে না। সব মিলিয়ে ই-কমার্স সাইট-এর একটি খারাপ ভাবমূর্তি প্রকাশ পেয়েছে যেটা অত্যান্ত দুঃখজনক।

ঢাকাতে দৈনন্দিন অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, যার কারণে ঢাকাতে বসবাসকারী মানুষেরা তাদের নিজ জেলা শহরে বা গ্রামে আসলে অনেক কিছুর অভাব অনুভব করে। সেই অভাবের মধ্যে অন্যতম হচ্ছে একটা ইকমার্স সাইট যেখান থেকে প্রয়োজন মত কোন পন্য কেনা যাবে। ঢাকা থেকে যেসব ইকমার্স পরিচালিত হয় যারা সারা দেশে ডেলিভারী করে তাদের পন্য পাঠাতে অনেক সময় লেগে যায় এবং ডেলিভারি চার্জ বেশী পড়ে। আবার এমন অনেক পন্য আছে যেগুলো ঢাকা থেকে অর্ডার দিয়ে নিয়ে আসাও সম্ভব নয়। কেমন হয় যদি আপনার প্রাণের শহর মেহেরপুরে একটা ইকমার্স সাইট থাকে যাদের কার্যক্রম মেহেরপুরের জন্য হবে, মেহেরপুরের মানুষের জন্য হবে। আপনিও কি এই অভাবটি অনুভব করেন?

তাহলে মাত্র ২ মিনিট সময় ব্যায় করে আপনি এই সার্ভেতে অংশ নিতে পারেন যেখানে আপনাকে ই-কমার্স বা অনলাইন শপিং সম্পর্কে কিছু সাধারণ প্রশ্ন করা হবে। আপনার এই অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি সঠিক ও মানসম্পন্ন ইকমার্স সেবা মেহেরপুরে প্রতিষ্ঠা করতে পারবো বলে আশা করি। তাই আপনার মতামত আমাদের একান্ত কাম্য।

নিচের গুগল ফরম লিংকটি ওপেন করে জরিপটিতে অংশ নিন।
https://bit.ly/eCommerceMeherpur

08/07/2020
Photos from Technical School and College, Meherpur's post 03/07/2020

The beauty of our campus

Photos from Technical School and College, Meherpur's post 17/03/2020

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী-তে শ্রদ্ধাঞ্জলি অর্পণ।

Photos from Technical School and College, Meherpur's post 03/02/2020
02/02/2020

এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহনকারী সকল পরীক্ষার্থীদের প্রতি রইলো শুভকামনা।

Photos from Technical School and College, Meherpur's post 28/01/2020

পিঠা উৎসব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মেহেরপুর। আমাদের আছে মৌসুমি সন্দেশ, চিকেন উইথ ভেজিটেবল মোমো, মুগ পাকন,পাটি সাপটা, শাহী মনহারা, ভাপা রোল, ভাজা পুলি, মুগ পুলি, সুজির মাল পোয়া, ইত্যাদি।

- islam

05/01/2020

মেহেরপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ-এ একাদশ ও দ্বাদশ শ্রেণির ফরম ফিল-আপ চলছে ।

শেষ তারিখ ১৩ জানুয়ারী, ২০২০ ।

Timeline Photos 19/07/2019
17/07/2019

HSC Result 2019

Institution: Technical School And College
No. of Students:
Appeared: 130,
Passed: 100,
Percentage of Pass: 76.92,
GPA 5: 0

Electrical Works and Maintenance: PASSED=23; NOT PASSED=6;
Clothing and Garments Finishing: PASSED=25; NOT PASSED=11;
Agro Machinery: PASSED=26; NOT PASSED=6;
Welding and Fabrication: PASSED=26; NOT PASSED=7

17/07/2019

এইচএসসি পরীক্ষায় কারিগরী বোর্ডে পাশের হার ৮২.৬২ শতাংশ ।

17/07/2019

এইচএসসিতে ১০ বোর্ডে পাসের হার ৭৩.৯৩ শতাংশ।

- প্রথম আলো

মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বার্ষিকী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুর 14/04/2019

মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বার্ষিকী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুর মেহেরপুর নিউজ, ১৩ এপ্রিল: মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বার্ষিকী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীত.....

31/03/2019

"এইচ এস সি ও সমমানের পরীক্ষার্থীদের
জন্য শুভকামনা রইলো"

সেই সাথে সবার জন্য সতর্কতাঃ

"প্রশ্নফাঁস কে না বলি"

আগামী ০১/০৪/২০১৯ খ্রি: তারিখ হতে
এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত
হবে। এ উপলক্ষ্যে ছাত্রছাত্রী,
অবিভাবক ও সচেতন নাগরিকদের
কাছে বিনয়ের সাথে কিছু কথা ও
অনুরোধঃ

১. প্রশ্নপত্র কোনভাবেই ফাঁস হওয়ায়
সুযোগ নাই। Competent Authority সেভাবেই
ব্যবস্থা নিয়েছেন।

২. সামাজিক যোগাযোগ মাধ্যম বা
জনপ্রিয় চ্যাট ইঞ্জিনগুলোর পাবলিক
বা ক্লোজড গ্রুপে যারা প্রশ্ন সরবারহ
করবে বলে চটকদার বিজ্ঞাপন দিচ্ছে,
সেগুলো ভুয়া! ইতোমধ্যে সেই সব ভুয়া
এন্টিটি বা কন্টেন্ট গুলোর বিরুদ্ধে
আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গত কয়েকদিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনী কয়েকজন ভুয়া প্রশ্নফাঁস
কারীদের ধরেছে।

৩. এইসব গ্রুপ এর তৎপরতা অনুসরণ করা হচ্ছে,
তাই সাধারন ছাত্র ছাত্রী কেউ বা
অবিভাবক এই সব গ্রুপে ঢু মেরে অযথাই
ফুটপ্রিন্ট রাখবেন না। এতে আইনী
ঝামেলায় জড়িয়ে পরতে পারেন।

৪. পরীক্ষা হল গুলোতে বিভিন্ন
প্রতিরোধমূলক ব্যবস্থা থাকবে, যাতে
হলে গিয়েও কেউ বিশেষ ডিভাইস
দিয়ে জালিয়াতি করতে না পারে।
এবং তা করলে কর্তৃপক্ষ ব্যবস্থা নিবে।

৫. অভ্যাসগত ও সন্দেহভাজন প্রশ্নপত্র
জালিয়াতদের নিবিড়ভাবে অনুসরণ
করা হচ্ছে। এদের সাথে যোগাযোগ
করে অপরাধী হবার ঝুঁকি নিবেন না।

৬. ঢাকা মেট্রোপলিটন পুলিশের
সাইবার ইউনিট ও ডিবির কয়েকটি টিম
ভুয়া প্রশ্নপত্র জালিয়াতদের ধরার জন্য
বিশেষ অভিযান চালাচ্ছে ।

৭. অবিভাবকদের কাছে উদাত্ত আহবান,
ছোট বাচ্চাদের অনৈতিক কাজে
টেনে আনবেন না, কারন এরাই ভবিষ্যৎ।
দেশের এই মনন ও বিবেক দের সুস্থ ও
ন্যায়বোধের সাথে রাখুন।

৮. ভবিষ্যৎ জাতি গঠনে আজ সবাই
স্টেইকহোল্ডার। আসুন প্রশ্নপত্র
জালিয়াতি কে 'না' বলি।

৯. সর্বপরি যে কোন তথ্য জানানোর
থাকলে, অনুগ্রহ করে কানেক্টেড
থাকুনঃ
ফোনঃ ০১৭৬৯৬৯১৫২২, ০১৭৬৯৬৯১৫১৩,
০১৭৬৯৬৯১৫০৮,০১৭৬৯৬৯১৫০৯
Email: [email protected]

19/07/2018

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ।

সারাদেশে গড় পাসের হার ৬৬.৬৪, সারাদেশে জিপিএ-৫ পেয়েছেন ২৯ হাজার ২৬২ জন ।
কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৭৫.৫ শতাংশ ।

পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল সংগ্রহ করতে পারবে।

আটটি সাধারণ শিক্ষাবোর্ডের এইসএসসি পরীক্ষার্থী মোবাইলের মাধ্যমে ফল পেতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ই-মেইলে ফল জানিয়ে দেয়া হবে।

06/05/2018

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, সারাদেশে পাসের হার ৭৭.৭৭।
কারিগরী বোর্ডের পাসের হার ৭১.৯৬।

দুপুর ২টার পর ওয়েবসাইটে রেজাল্ট পাওয়া যাবে ।

ওয়েবসাইট লিংকঃ www.educationboardresults.gov.bd

01/05/2018

Meherpur - মেহেরপুর

আমাদের প্রিয় জেলা মেহেরপুরকে নিয়ে অনেক সুন্দর একটি ভিডিও ।
কত সুন্দর আমাদের প্রিয় মেহেরপুর জেলা, নিজে দেখুন, জানুন এবং শেয়ার করে সারা বিশ্বের মানুষের তুলে ধরুন ।

01/04/2018

সকল এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা রইলো। :)🎓

31/03/2018

সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মেহেরপুর -এ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ২য় ও ৪র্থ পর্ব সমাপনী পরীক্ষা/২০১৮ এর ফরম পূরন চলিতেছে । নিজ নিজ বোর্ড রোলের অনুকুলে প্রয়োজনীয় ফি এর টাকা অবশ্যই শিউর ক্যাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আগামী ০৩/০৪/২০১৮ ইং তারিখের মধ্যে পরিশোধ করার জন্য অনুরোধ করা হইল ।

21/02/2018

বিনম্র শ্রদ্ধা সকল মহান ভাষা শহীদদের প্রতি।

03/02/2018

Campus 😍

20/07/2017

#বৃত্তি
২০১৬ সালের JSC/ SSC ও HSC পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীরা মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ: ২০ আগষ্ট ২০১৭। অনলাইনে ফরম পেতে ভিজিট করুন-
http://www.mblbd.com/home/scholarship

যা লাগবে:
ক) আবেদনকারীর পিতা অথবা বৈধ অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের সত্যয়িত ফটোকপি।
খ) সংশ্লিষ্ট পরীক্ষার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট/মার্কশিটের ফটোকপি স্কুল/ কলেজ/ বিশ্ববিদ্যালয়ের প্রধান/বিভাগীয় প্রধান অথবা মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর শাখা প্রধান কর্তৃক সত্যায়িত হতে হবে।
গ) সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসা পত্রের সত্যায়িত ফটোকপি।
ঘ) বিশেষ দক্ষতা হিসেবে নাচ, গান, অভিনয়, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, যন্ত্র সংঙ্গীত ও বিতর্ক কে বিবেচনা করা হবে এবং পুরস্কার/সনদ (বিগত ২ বছরের মধ্যে) প্রাপ্ত হইলে তা সত্যায়িত করে দিতে হবে । এর বাহিরে অন্য কিছু বিশেষ দক্ষতা হিসেবে বিবেচনা করা হবে না।
ঙ) সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের চাকুরীরত কর্মচারীরা তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত বাৎসরিক আয়ের সনদপত্র এবং অন্যান্যদের ইউনিয়ন পরিষদ/ওয়ার্ড কমিশনার কর্তৃক সত্যায়িত পরিবারের আয়ের সনদপত্র।
চ) আবেদনকারী অথবা তার অভিভাবকের ব্যাংক হিসাবের বিবরণী (সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপক কর্তৃক সত্যায়িত)।
(যদি থাকে)

দ্রষ্টব্যঃ
প্রদত্ত তথ্য অসম্পূর্ণ/ ভুল/ অসত্য হলে আবেদন পত্রটি সরাসরি বাতিল বলে গণ্য হবে।

যোগাযোগের জন্য প্রদেয় ফোন নম্বরটি অবশ্যই সচল থাকতে হবে।

বৃত্তি প্রদানের ক্ষেত্রে ব্যাংকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

22/05/2017

মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এ ২০১৭-১৮ সেশনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তির ফরম অন লাইনে ২২/৫/২০১৭ ইং হইতে পুরন করা যাবে।

ট্রেড:
১। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং।
২। মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিং।

14/05/2017

"ভর্তি চলছে" "ভর্তি চলছে " "ভর্তি চলছে "

সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, মেহেরপুরে এইচ. এস. সি.(ভোকেশনাল) একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইন এ ফরম পুরন চলছে। ট্রেড সমুহ নিম্নরুপ:

১.ক্লোদিং এন্ড গার্মেন্টস ফিনিশিং
২. ওয়েল্ডিং এন্ড ফের্বিকেশন।
৩. এগ্রোমেশিনারি।
৪. ইলেক্ট্রিক্যাল ওয়ার্কস এন্ড মেইন্টেনেন্স।

22/04/2017

Meherpur - মেহেরপুর

মুজিবনগরকে নিয়ে দিপ্ত টিভির একটি অসাধারন প্রতিবেদন ।
নিজে দেখুন, ইতিহাস সম্পর্কে জানুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন ।

14/04/2017

"সকলকে নববর্ষের শুভেচ্ছা"

Photo Courtesy: Monarul Islam

Want your school to be the top-listed School/college in Kushtia?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Assembly

Location

Category

Telephone

Address


Meherpur/Kushtia Highway
Kushtia
7100

Opening Hours

Monday 07:00 - 17:00
Tuesday 07:00 - 17:00
Wednesday 07:00 - 17:00
Thursday 07:00 - 17:00
Saturday 07:00 - 17:00
Sunday 07:00 - 16:00
Other Schools in Kushtia (show all)
Vẽ Tranh Chân Dung Truyền Thần Vẽ Tranh Chân Dung Truyền Thần
RCRC Street
Kushtia, 7000

DPD Islam Dakhil Madrasa DPD Islam Dakhil Madrasa
Kushtia

Educational institute

Proceed School & College Proceed School & College
Bheramara
Kushtia, 7040

It's a sister concern of Proceed Education Family. The school is well decorated.

Tadilul Ummah Academy Tadilul Ummah Academy
Islamic University
Kushtia, 7003

অনলাইনের মাধ্যমে কুরআন ও সুন্নাহ শিক্ষার বিশ্বস্ত প্রতিষ্ঠান।

Kushtia TTC - Electrical Trade Kushtia TTC - Electrical Trade
Chourhash
Kushtia, 7000

Mohishkundi High School, SSC Batch-2003 Mohishkundi High School, SSC Batch-2003
Mohishkundi
Kushtia, 7052

SSC Batch-2003

Learn with SUNAN Learn with SUNAN
Daulatpur Road
Kushtia, 7050

Learn wirh Sunan. And have fun.

Projonmo Model School Projonmo Model School
Dangmorka Bazar, Bagoan Road, Daulatpur
Kushtia, 7052

We are here to provide quality education. Now we have PRE-KG, KG, ONE, TWO, THREE, FOUR, FIVE & SIX.

Munshi Tofazzel Hosen-Rezia Khatun Model Madrasah adrasah Munshi Tofazzel Hosen-Rezia Khatun Model Madrasah adrasah
Kushtia, 7000

পবিত্র কুর'আন ও সহীহ হাদীসের আলোকে পরিচালিত, একটি যুগোপযোগী মানসম্মত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান।

Sholodag Secondary School Sholodag Secondary School
Sholodag Secondary School
Kushtia, 7040

Ok