একটি গাছ ও গরুর গল্প
(গল্পে গল্লে উদ্ভিদ ও প্রাণীর পার্থক্য)
Kids' Pedagogy Care
You may also like
�This is an online platform where your kids' can learn spoken English, Science & Math with pedagogy.
Operating as usual
জারিনের গল্পের বাস্তব চিত্র
with correct pronunciation
Tangram with Ariba
Tangram session with Zarin
Topic: How to make
I am with Zareen.
Conversation with rayeem at Leaning Care Lab.
*তুলনা*
বিষয়ঃ প্রাথমিক গণিত,শ্রেণিঃ প্রথম
Conversation with Ariba@
🌷🌷❤️❤️❤️❤️🌷🌷
Ariba is just 4+
*Pray for Ariba*
প্রাইমারী পরীক্ষায় এখান থেকে বাংলা অংশের অনেক প্রশ্ন থাকবে :-
#বাংলা_ব্যাকরণে_সংখ্যা
১। ভাষার রীতি – ২ টি (সাধু ও চলিত)
২। সারা পৃথিবীতে ভাষা প্রচলিত আছে – ৩৫০০ (প্রায়)
৩। ভাষার মৌলিক অংশ – ৪ টি
৪। ভাষার আলোচ্য বিষয় – ৪টি
৫। বাংলা ভাষায় ধ্বনি – ২ প্রকার (স্বর ধ্বনি ও ব্যঞ্জণ ধ্বনি)
৬। বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে – ৫০টি
৭। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ – ১১ টি
৮। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ – ৩৯টি
৯। বাংলা বর্ণমালায় মৌলিক স্বরবর্ণ – ৭টি
১০। বাংলা বর্ণমালায় মাত্রা বিহীন বর্ণ – ১০ টি
১১। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ – ৮টি
১২। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণ – ৩২ টি
১৩। বাংলা ধ্বনির মতো বর্ণ – দুই প্রকার। ১. স্বরবর্ণ, ২. ব্যঞ্জনবর্ণ।
১৪। স্বরবর্ণের ‘কার’ চিহ্ন – ১০টি
১৫। কার চিহ্ন নেই এমন স্বরবর্ণ – ১ টি (অ)
১৬। বাংলা বর্ণমালায় যৌগিক স্বজ্ঞাপক বর্ণ – ২ টি (ঐ এবং ঔ)
১৭। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা – ২৫ টি
১৮। মাত্রাহীন স্বরবর্ণ – ৪ টি (এ, ঐ, ও, ঔ)
১৯। মাত্রাহীন ব্যঞ্জণবর্ণ – ৬ টি
২০। অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ – ১ টি (ঋ)
২১। অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জণবর্ণ – ৭টি
২২। শিশ ধ্বনি বা উষ্ণ ধ্বনি – ৪টি
২৩। স্পর্শ ধ্বনি – ২৫ টি
২৪। কন্ঠ ধ্বনি বা জিহবামূলীয় ধ্বনি – ৫ টি (ক, খ, গ, ঘ, ঙ)
২৫। তালব্য ধ্বনি – ৫ টি (চ, ছ, জ, ঝ, ঞ)
২৬। মূর্ধন্য ধ্বনি – ৫ টি (ট, ঠ, ড, ঢ, ণ)
২৭। দন্ত ধ্বনি – ৫ টি (ত, থ, দ, ধ, ন)
২৮। পার্শ্বিক ধ্বনি – ১ টি (ল)
২৯। নাসিক্য ধ্বনি – ৫ টি (ঙ, ঞ, ণ, ন, ম)
৩০। অন্তঃস্থ ধ্বনি – ৪ টি (য, র, ল, ব)
৩১। তাড়নজাত ধ্বনি – ২টি (ড়, ঢ়)
৩২। কম্পনজাত ধ্বনি – ১ টি (র)
৩৩। পরাশ্রায়ী ব্যঞ্জণবর্ণ – ৩ টি
৩৪। বাংলা সন্ধি প্রধানত – ২ প্রকার স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি
৩৫। তৎসম সন্ধি/সংস্কৃত সন্ধি – ৩ প্রকার । যথা: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি।
৩৬। ক্রমবাচক সংখ্যা – ৪ প্রকার
৩৭। কারক কত প্রকার? = ৬ প্রকার । কর্তৃকারক, কর্মকারক, করণ, অপাদান, সম্প্রদান, অধিকরণ ।
৩৮। সমাস সাধারণত কত প্রকার? = ৬ প্রকার । দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ীভাব, দ্বিগু, বহুব্রিহি ।
৩৯। বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাস ৪ প্রকার । যথা: অব্যয়ীভাব, তৎপুরুষীয়, দ্বন্দ্বমূলক, বহুব্রিহিমূলক ।
৪১। বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলো – ২ ভাগে বিভক্ত যথা: স্বরধ্বনি (১১টি) , ব্যঞ্জনধ্বনি (৩৯) ।
৪২। ণ -ত্ব বিধানের নিয়ম = ৪ টি ।
৪৩। লিঙ্গ কত প্রকার = ৪ প্রকার । (পুং লিঙ্গ, স্ত্রী লিঙ্গ, উভয় লিঙ্গ ও ক্লীব লিঙ্গ)
৪৪। বচন কত প্রকার? = ২ প্রকার । যথা: একবচন, বহু বচন
৪৫। উপসর্গ কত প্রকার = ৩ প্রকার । খাঁটি বাংলা (২১), তৎসম (২০) ও বিদেশি)
৪৬। প্রত্যয় কত প্রকার? = ২ প্রকার । ধাতুপ্রত্যয় বা কৃৎপ্রত্যয় ও তদ্ধিত প্রত্যয় ।
৪৭। দ্বিরুক্তি কত প্রকার? = ৩ প্রকার । শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার দ্বিরুক্তি ।
৪৮। বিভক্তি কত টি? = ৭টি ।
৪৯। সমাসের প্রতীতি কয়টি? = ৫টি । যথা: সমস্তপদ , পূর্বপদ , পরপদ , ব্যাসবাক্য ও সমস্যমান পদ ।
৫০। বাক্য প্রধানত কত প্রকার? = ৩ প্রকার । সরল, জটিল বা মিশ্র, যৌগিক ।
৫১। বাক্যের অংশ ২টি > উদ্দেশ্য ও বিধেয়;
৫২। বাক্যের গুণ ৩টি: আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা।
৫৩। অর্থ অনুসারে বাক্য কত প্রকার? ৫ প্রকার
৫৪। উৎপত্তিগত ভাবে শব্দ কত প্রকার? = ৫ প্রকার । তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি ।
৫৫। গঠনগত ভাবে শব্দ কত প্রকার? = ২ প্রকার। মৌলিক ও সাধিত ।
৫৬। অর্থগত ভাবে শব্দ কত প্রকার? = ৩ প্রকার । যৌগিক, রুঢ়, যোগরুঢ়
৫৭। কতটি উপায়ে শব্দ গঠন করা যায়? = ৮টি ।
৫৮। পদ প্রধানত কত প্রকার? = ২ প্রকার । যথা: নামপদ ও ক্রিয়াপদ ।
৫৯। নামপদ কত প্রকার? = ৪ প্রকার (বিশেষ্য, বিশেষণ, অব্যয়, সর্বনাম)
৬০। অব্যয় কত প্রকার? = ৪ প্রকার । (যথা: সমুচ্চয়ী বা সম্বন্ধবাচক, অনন্বয়ী, অনুসর্গ, অনুকার অব্যয়)
৬১ । যতিচিহ্ন কয়টি? = ১২ টি ।
৬২। অক্ষর কত প্রকার? = ২ প্রকার । মুক্তাক্ষর ও বদ্ধাক্ষর
৬৩। বাংলা ছন্দ কত প্রকার? = ৩ প্রকার । যথা: অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত
৬৪। ব্যাকরণে অলঙ্গকার কত প্রকার? = ২ প্রকার । যথা: শব্দালঙ্কার, অর্থালঙ্কার ।
৬৫। ক্রিয়ার কাল কত প্রকার? = ৩ প্রকার । বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল
৬৬। ক্রিয়ার ভাব কত প্রকার? = ৪ প্রকার । নির্দেশক, সাপেক্ষ, আকাঙ্ক্ষা, অনুজ্ঞা
৬৭। সংখ্যাবাচক শব্দ কত প্রকার? = ৪ প্রকার । যথা: অঙ্ক বাচক,পরিমাণবাচক, ক্রমবাচক, তারিখ বাচক ।
৬৮। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া পদ কত প্রকার? = ২ প্রকার । যথা: সমাপিকা ও অসমাপিকা ।
৬৯। বাক্যের অর্থ গঠনের বিচার করে ক্রিয়া পদকে কয় ভাগে ভাগ করা হয়? = ২ প্রকার । সকর্মক, অকর্মক ।
৭০। সর্বনাম কত প্রকার? ১০ প্রকার
৭১। উক্তি কত প্রকার? ২ প্রকার (প্রত্যক্ষ উক্তি ও পরোক্ষ উক্তি)
৭২। বিশেষণ পদ কত প্রকার? ২ প্রকার
৭৩। ভাব বিশেষণ কত প্রকার? ৪ প্রকার (ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, অব্যয়ের বিশেষণ, বাক্যের বিশেষণ)
৭৪। বাচ্য কত প্রকার? ৩ প্রকার (কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য)
৭৫। বাংলা ভাষায় ধাতুর গণ কয়টি? ২০ টি
#বাংলা_ব্যাকরণের_মৌলিক_কিছু_প্রশ্ন
১। ভাষার মূল উপকরণ বাক্য।
২। ভাষার মূল উপাদান ধ্বনি।
৩। ভাষার মৌলিক উপাদান শব্দ।
৪। বাক্যের ক্ষুদ্রতম একক/মৌলিক উপাদান শব্দ।
৫। ধ্বনিকেশব্দের ক্ষুদ্রতম একক বলা হয়।
৬। শব্দকে বাক্যের প্রাণ বলা হয় ।
৭। উপসর্গ পদের আগে বসে, আর প্রত্যয় পদের পরে বসে ।
৮। উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে ।
৯। যে ৪টি উপসর্গ বাংলা, তৎসম উভয় ক্ষেত্রেই রয়েছে আ, সু, নি , বি।
১০। অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয় বলে। এরা স্বাধীন পদ রুপে ও শব্দ বিভক্তির ন্যায় ব্যবহৃত হতে পারে।
১১। বিভক্তিহীন নাম শব্দ বলে প্রাতিপাদিক বা নাম প্রকৃতি ।
১২। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে ।
১৩। ক্রিয়াপদের মূলকে ধাতু বলে ।
১৪। বাক্যে অপরিহার্য ক্রিয়াপদ ।
১৫। সন্ধির সুবিধা ২টি ১. উচ্চারণ সহজ ২. ধ্বনিগত মাধুর্য স্থাপন সম্পাদন ।
১৬। ভাষার অপপ্রয়োগ ঘটে মূলত ৩টি কারণে । ১. উচ্চারণগত, ২ শব্দগঠনজনিত ৩. শব্দের অর্থগত
১৭। খাঁটি বাংলা শব্দে বিসর্গের ব্যবহার নাই ।
১৮। তৎসম শব্দে ণ-ত্ব ও ষ-ত্ব বিধান খাটে না ।
১৯। সমাসবদ্ধ শব্দে ণ-ত্ব ও ষ-ত্ব বিধান খাটে না ।
২০। সমাস ভাষাকে সংক্ষেপ করে ।
২১। সমাসের রীতি সংস্কৃত থেকে আগত।
২২। ব্যাকরণ শব্দটি সংস্কৃত থেকে আগত।
২৩। শব্দের অন্ত্য বর্ণের পূর্ব বর্ণ কে উপধা বলে ।
২৪। সমন্ধ পদ, তারিখ লিখতে, ঠিকানা লিখতে পদের পর কমা বসাতে হয়।
২৫। বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বাচ্য বলে।
৫০টি Wh questions
✪ What – কি?
✪ Whom – কাকে?
✪ When – কখন?
✪ Which – কোনটি?
✪ What else – আর কি?
✪ Who else – আর কে?
✪ When else – আর কখন?
✪ Where else – আর কোথায়?
✪ How – কিভাবে?
✪ How long – কতক্ষণ?
✪ How far – কত দূর?
✪ How often – কত সময় পর?
✪ How fast – কত দ্রুত?
✪ How dare – কোন সাহসে?
✪ How fare – কত ভাড়া?
✪ How quickly – কত দ্রুত?
✪ How about-কেমন হয়?
✪ How come-কিভাবে?
✪ How much – কি পরিমাণ? (গননা করা যায় না)
✪ How many – কতগুলো? (গননা করা যায়)
✪ How on earth- কিভাবে (বিরক্ত প্রকাশার্থে)
✪ Why on earth- কেন যে? (বিরক্ত প্রকাশার্থে)
✪ When on earth- কোন সময়?(বিরক্ত প্রকাশার্থে)
✪ Where on the earth- কোথায় যে গেল (বিরক্ত প্রকাশার্থে)
✪ Where – কোথায়?
✪ How else – আর কিভাবে?
✪ Which else – আর কোনটি?
✪ Whatever else – আর যাই হোক না কেন?
✪ How could you- কিভাবে তুমি?
✪ How old – কত বয়স?
✪ How much longer – আর কতক্ষণ?
✪ How many times-কতবার?
✪ How peaceful! – কি শান্ত!
✪ How else – আর কিভাবে?
✪ How genius you are! – কত মেধাবী তুমি!
✪ How have you been? – তুমি কেমন ছিলে?
✪ What about- কি হয়?
✪ What about you? - তোমার কি খবর?
✪ What about Mina?-মিনার কি হল?
✪ What time- কোন সময়?
✪ What type of- কি ধরনের?
✪ What kind of – কি ধরনের?
✪ What sort of - কি ধরনের?
✪ What sort of proposal is it?- এটা কি ধরনের প্রস্তাব?
✪ What colour- কি ধরনের রং?
✪ Which one- কোনটা?
✪ Which ones-কোনগুলো?
✪ Why- কেন?
✪ Why not- কেন নয়?
✪ Why did he fail?- সে কেন ব্যর্থ হয়েছিল?
✪ From whom- কার কাছ থেকে
✪ Where do you study?- তুমি কোথায় পড়াশোনা কর?
✪ Where does he go? - সে কোথায় যায়?
✪ Whom are you thinking? -তুমি কার কথা ভাবছ?
✪ Whom are you talking to?- তুমি কার সাথে কথা বলছ?
✪ Who – কে?
✪ Who are calling you? -তোমাকে কে ডাকছে?
আপনি যদি সত্যিই ইংরেজিতে খুব দক্ষ হতে চান তাহলে এখনই এই গ্রূপে জয়েন করুন. Learn to Speak English Fluently । ইনশাআল্লাহ আপনি Success হবেন !
Please make words by adding -en before the word.
Example- Enjoy.
Teach your kids about human body parts....
📷Start please ---- শুরু করুন
📷Keep going--- চলতে থাকো
📷Never give up----হাল ছেড়ো না
📷Don't be afraid----ভয় পেয়ো না
📷Don't break mind --- নিরাশ হয়ো না
📷Don't be upset --- হতাশ হয়ো না
📷Don’t be disappointed ---নিরাশ হবেন না।
📷Don’t waste time ---- সময় নষ্ট করো না।
📷Don't hesitate -------সংকোচ করো না
📷Don't be impractical----দৈর্য্য হারাবে না
📷Do your best----সাধ্যমত চেষ্টা কর
📷Don’t worry unnecessarily-- অযথা চিন্তা করো না।
📷Don’t talk too much---বেশী কথা বলো না।
📷Never lose patience--কখনো ধৈর্য্য হারিয়ে ফেলো না।
📷Keep yourself positive --নিজেকে পজেটিব রাখ।
📷Stay strong ------ শক্ত হও
📷Nothing is impossible-- কোনো কিছুই অসম্ভব নয়
📷Concentrate on work-----কাজে মনোযোগ দাও।
📷Work properly---ভালোভাবে কাজ করো।
📷You will be successful in a day--একদিন না একদিন তুমি সফলতা লাভ করবে
ঘরে বসে Spoken English - Munzereen Shahid ঘরে বসে Spoken English
Hi Guys
Assalamualikum ..
I'm gonna start a online learning platform for Kids ( Grade 1 to5 students) in Math,Science and English.Please like this page "Kids' Pedagogy Care" . Please stay with me with your best wishes and prayer.
Thanking by
AKA
Instructor( General).
Primary Teachers Training Institute.
নির্দেশনা দিতে চমৎকার কয়টি Sentence :-
★Try it yourself ____ নিজে চেষ্টা কর।
★ Don't worry ____ চিন্তা করো না।
★ Unquestionable ____ প্রশ্নই ওঠে না।
★ Try to understand ____ একটু বুজতে চেষ্টা কর।
★ That's not a bad idea ___ কথাটা মন্দ না।
★ Nothing special ___ বিশেষ কিছু না।
★ Not at all ____ আদৌ নয়।
★ Dont be disappointed ____ হতাশ হবেন না।
★ Don't give up ____ হাল ছেড়ে দিবেন না।
★ Don't hesitate ____ সংকোচ করবেন না।
★ Answer to the point ___ ঠিক ঠিক উওর দাও।
★ Come to the point ___ মূল বিষয়ে আসো।
★ That will be great ___ ব্যাপার টা দারুন হবে।
★ That will be very nice ___ ওটা হলে খুব ভালো হয়।
★ Don't loss your temper ___ মাথা গরম করো না।
★ Don't talk nonsense ___ বাজে কথা বলো না।
★ You can go ___ আপনি যেতে পারেন।
★ See you again ___ পরে দেখা হবে।
★ Talk to you later ___ পরে কথা হবে।
★ Don't gab ___ বকবক করো না।
★ Don't get mad ____ পাগলামি করো না।
★ Don't be afraid ____ ভয় পেয়ো না।
★ Not satisfactory ____ সন্তোষজনক নয়।
★ Keep quiet ____ শান্ত হও।
★ Let's get started ___ চলো শুরু করি।
( collected)
ইংরেজিতে প্রশ্ন করা শিখুন
When will you go - তুমি কখন যাবে?
When do you go - তুমি কখন যাও?
When did you go - তুমি কখন গিয়েছিলে?
Why will you go - তুমি কেন যাবে?
Why do you go - তুমি কেন যাও?
Why did you go - তুমি কেন গিয়েছিলে?
Where will you go - তুমি কোথায় যাবে?
Where do you go - তুমি কোথায় যাও?
Where did you go - তুমি কোথায় গিয়েছিলে?
How will you go - তুমি কিভাবে যাবে?
How do you go - তুমি কিভাবে যাও?
How did you go - তুমি কিভাবে গিয়েছিলে?
With whom will you go - তুমি কার সাথে যাবে?
With whom do you go - তুমি কার সাথে যাও?
With whom did you go -তুমি কার সাথে গিয়েছিলে?
After whom will you go - তুমি কার পরে যাবে?
After whom do you go - তুমি কার পরে যাও?
After whom did you go - তুমি কার পরে গিয়েছিলে?
To whom will you go - তুমি কার কাছে যাবে?
To whom do you go - তুমি কার কাছে যাও?
To whom did you go - তুমি কার কাছে গিয়েছিলে?
For whom will you go - তুমি কার জন্য যাবে?
For whom do you go - তুমি কার জন্য যাও?
For whom did you go - তুমি কার জন্য গিয়েছিলে?
Without whom will you go - কাকে ছাড়া যাবে?
Without whom do you go - কাকে ছাড়া যাও?
Without whom did you go-কাকে ছাড়া গিয়েছিলে?
For what will you go - তুমি কিসের জন্য যাবে?
For what do you go - তুমি কিসের জন্য যাও?
For what did you go - তুমি কিসের জন্য গিয়েছিলে?
আশা করি বুঝতে পেরেছেন, কত সহজে
Will , do , did , এ শব্দগুলো পরিবর্তন করে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন করা যায়। বেশি বেশি প্র্যাকটিস করুন।
( collected)
Make Sentence With...
1. I am supposed to......
2. I used to....
3. I am having problem....
4.I like to have...
5.I am having....
6. How come.....
Do এর কিছু মজার ব্যবহার
He knows you. ( সে তোমাকে চেনে।)
He does know you.
(আরে তােমাকে সে চেনে। বাংলায় 'আরে' বলে যে জোরটি দেয়া ইংরেজিতে does ব্যবহার করে সেই রূপ জোর দেয়া হল।) ...
Ram : You did not go there. (তুমি ওখানে যাওনি।)
Sham : Did go there (আরে আমি গিয়েছিলাম।)
লক্ষ্য করো I went there বললে শুধু শ্যাম যে গিয়েছিল তাই বােঝান হত, কিন্তু did
ব্যবহার করাতে ভাব খানা এমন হচ্ছে যেতােমার ধারণা ঠিক নয়, আমি গিয়েছিলামই।
Biva : He didn't say so, did he? ( সে তো একথা বলেনি। তাই না? )
Eva : He did say. (সে ত বলেছিল।) ।
You think that I did not go there, but I did go.
(তুমি ভাবছ আমি সেখানে যাইনি, কিন্তু আমি ঠিকই গিয়েছিলাম।)
Come with me (আমার সাথে এস।)
Do come with me. (এসো না আমার সাথে ।)
Help me. (আমাকে সাহায্য কর।)
Do help me. (কর-ইনা একটু সাহায্য।)
Come here (এদিকে এস।)
Do come here. (আরে এদিকে আসো না। অর্থাৎ দেরি করছ কেন, চলে এস । )
Isn't it interesting?
Now it's your turn .
Do give it a try. ( আরে একবার চেষ্টা করে দেখো না। ) ( Collected)
Make Sentence with
1. I need to......
2. I have to......
3. I am to........
4. I must..........
Use of Modals
Important uses of "S"
♦Time-(সময়)- Times-(বার)
♦New-(নতুন)-News-(খবর)
♦Food-(খাদ্য)-Foods-(খাবারের তালিকা)
♦Wood-(কাঠ)-Woods-(বন)
♦Good-(ভাল)-Goods-(পন্য)
♦Crop-(শস্য)-Crops-(শস্যের প্রকারভেদ)
♦Manner-(পদ্ধতি) -Manners-(আচার আচরন)
♦Custom-(প্রথা)-Customs-(শুল্ক)
♦Return-(ফিরে দেখা)-Returns-(বিবরণী)
♦colour-( রং)-Colours-(পতাকা)
♦Iron-( লোহা)-Irons-(লোহার শিকল)
♦Sand-(বালি)-Sands-(মরুভূমি)
♦Arm-(বাহু)-Arms-(অস্ত্র)
♦Corn-(ভুট্রা)-Corns-(পায়ের শিকল)
♦Water-(পানি)- Waters-(জলাশয়)
♦Beside- (পাশে)-Besides-(তাছাড়া)
♦Corps-(সৈন্যদল)-Corpse-(মৃতদেহ)
♦Sometime-(একদা)-Sometimes-(মাঝেমাঝে)
🌍পড়ে Ok লিখে যাবেন।
ইংরেজিতে অনর্গল কথা বলতে নিচের ৬৬ টি Structures জানা খুবই গুরুত্বপূর্ণ। অনেকদিন ধরে এগুলো একসাথে করার চেষ্টা করেছি। আশা করি উপকৃত হবেন।
★RULE:1
কোনো কিছু প্রয়োজন বুঝাতে,
আমরা need to use করব।
sub+need to+verb1
I need to learn English.
আমার ইংরেজি শিখা প্রয়োজন।
I need to buy a book.
আমার একটি বই কিনা প্রয়োজন।
I need to help him.
আমার তাকে সাহায্য করা প্রয়োজন।
I need to do the work.
আমার কাজটি করা প্রয়োজন।
★RULE:2
☞I am having a hard time+ ing যুক্ত verb(কোন কিছু করতে সমস্যা হচ্ছে)
1.I am having a hard time understanding my friends.( আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে )
2.I am having a hard time downloading songs.( আমার গান গুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে)
3..I am having a hard time answering your questions.( তোমার প্রশ্নগুলির উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে)।
Similarly, I am having a hard time understanding the rules. I am having a hard time browsing internet.
★ RULE:3
☞There is something wrong with + noun.( কোন কিছুতে সমস্যা হয়েছে)
1. There is something wrong with computer.(আমার কম্পিউটার এ সমস্যা হয়েছে)
2. There is something wrong with my mobile.(আমার মোবাইলে সমস্যা হয়েছে)
3. There is something wrong with my certificate.(আমার সার্টিফিকেট এ সমস্যা হয়েছে)
4.There is something wrong with my Television.(আমার টেলিভিশন এ সমস্যা হয়েছে)
★Rules:4
☞I have decided to+ verb...(কোন কিছুর সিদ্ধান্ত নিয়েছি)
1.I have decided to learn English.( আমি ইংরেজী শেখার সিদ্ধান্ত নিয়েছি)
2. I have decided to change myself.(আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি)
3.I have decided to work hard.(আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি)
4.I have decided to help the poor.(আমি গরীবদের কে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি)
5.I have decided to change my bad habits.(আমি আমার খারাপ অভ্যাসগুলি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি)
★RUlE:5
☞I am trying to + verb.(কোন কিছু করার চেষ্টা করতেছি) যেমন,
1. I am trying to learn English.( আমি ইংরেজী শিখতে চেষ্টা করতেছি)
2. I am trying to do something.(আমি কিছু করার চেষ্টা করতেছি)
3. I am trying to help the street children.( আমি পথশিশু দের সাহায্য করতে চেষ্টা করতেছি)
4. I am trying to clean my room.(আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করতেছি)
5.I am trying to motivate him.(আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছি)
★RULE:6
☞I have heard that +.....(আমি শুনেছি যে.....)
1.I have heard that you learn English.(আমি শুনেছি তুমি ইংরেজী শিখ)
2.I have heard that English Group is very useful for learners.(আমি শুনেছি ইংলিশ গ্রুপ শিক্ষার্থী দের জন্য উপকারী)
3.I have heard that he is very talented.(আমি শুনেছি সে খুব মেধাবী)
4.I have heard that you work hard.(আমি শুনেছি তুমি কঠোর কাজ কর)
5.I have heard that you study well.(আমি শুনেছি তুমি ভালভাবে পড়াশুনা কর)
6.I have heard that you like traditional foods.(আমি শুনেছি তুমি traditional খাবার পছন্দ কর)
7.I have heard that you waste your time.(আমি শুনেছি তুমি তোমার সময় অপচয় কর)
★RULE:7
No need - দরকার নেই।
Structure : No need to + verb + obj.
No need to tell.- বলার দরকার নাই।
No need to wait.- অপেক্ষা করার দরকার নাই।
No need to write. -লেখার দরকার নাই।
No need to stand.- দাঁড়ানোর দরকার নাই।
No need to sit.- বসার দরকার নাই।
No need to go.- যাওয়ার দরকার নাই।
No need to eat.- খাওয়ার দরকার নাই।
No need to learn.- শেখার দরকার নাই।
No need to cook.- রান্না করার দরকার নাই।
No need to work.- কাজ করার দরকার নাই।
No need to believe. - বিশ্বাস করার দরকার নাই।
No need to waste time.- সময় অপচয় করার দরকার নাই।
No need to stop.- বন্ধ করার দরকার নাই।
★RULE:8
How often দিয়ে বাক্য গঠনঃ-
=> How often will you do? - তুমি কতবার করবে?
=> How often do you exercise? - তুমি কতদিন পর পর ব্যায়াম কর।
=> How often do you visit your parents? - তুমি কতদিন পর পর তোমার মা-বাবার সাথে দেখা কর?
=> How often do you change your password? - তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন কর?
=> How often do you need facial? - কতদিন পর পর তোমার ফেসিয়াল করা প্রয়োজন হয়?
=> How often do you visit the library? কতদিন পরপর তুমি লাইব্রেরী পরিদর্শন কর?
=> How often do you go to doctor for checkup? - তুমি চেকআপের জন্য কতদিন পর পর ডাক্তারের কাছে যাও?
=> How often do you log in to Facebook account?
কতদিন পর পর তুমি ফেসবুক একাউন্টে লগইন কর?
✅ Conversation
A. How often do you use the computer?
(কতদিন পরপর তুমি কম্পিউটার ব্যবহার কর?)
B. Every day. I can’t think anymore without computer.
(প্রত্যেকদিন. আমি কম্পিউটার ছাড়া কোনকিছু চিন্তাও করতে পারি না)
A. How often do you take physical exercise? (তুমি কতদিন পর পর শরীরচর্চা কর?)
B. Every day. I keep myself fit by doing this. (প্রতিদিন। এর মাধ্যমে আমি নিজেকে ফিট রাখি)
★RULE:9
I will be able to -আমি পারবো
* আমি করতে পারবো - I will be able to do
* আমি আসতে পারবো - I will be able to come
* আমি যেতে পারবো - I will be able to go
* আমি আসতে পারবো না - I won’t be able to come
* আমি যেতে পারবো না - I won’t be able to go
* আমি কাজটি করতে পারবো - I will be able to do the work
আমি কাজটি করতে পারবো না - I won’t be able to do the work
* তুমি কি করতে পারবে? - will you be able to do?
* তুমি কি করতে পারবে না? - Won’t you be able to do?
* রুবি আসতে পারবে - Rubi will be able to come
* রুবি আসতে পারবে না - Rubi won’t be able to come
* রুবি কি আসতে পারবে না? - Won’t Rubi be able to come?
* আমি করতে সক্ষম হয়েছি - I have been able to do
★RULE:10
SHOULD HAVE=থাকা উচিত
আপনার শালীনতা থাকা উচিত
You should have modesty
তোমার একটি গাড়ি থাকা উচিত
You should have a car
তোমার প্রাপ্তবয়স্কদের প্রতি শ্রদ্ধা থাকা উচিত
You should have respect for adults
শিক্ষদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত
We should have respect for teacher.
পড়াশোনায় তোমার মনোযোগ থাকা উচিত
You should have attention for study
★RULE:11
AS+ADJECTIVE +AS
As bright as day( দিনের মতো উজ্জ্বল)
As black as coal( কয়লার মতো কালো)
As hard as iron( লোহার মতো শক্ত)
As cold as ice( বরফের মতো ঠান্ডা)
As brave as lion( সিংহের মতো সাহসী)
As strong as tiger( বাঘের মতো শক্তিশালী)
As pure as flower (ফুলের মতো পবিত্র)
As clear as day( দিনের মতো পরিষ্কার)
★RULE:12
Therevis no difficulty in + verb+ing
1.There is no difficulty inTalking
-কথা বলায় কোন সমস্যা নেই
2.There is no difficulty in searching
-খোজায় কোন সমস্যা নেই
3.There is no difficulty in reserving
-সংরক্ষণ করায় কোন সমস্যা নেই
4.There is no difficulty in flowering
- ফুল তোলায় কোন সমস্যা নেই
5.There is no difficulty in saving
রক্ষা করায় কোন সমস্যা নেই
6.There is no difficulty in cooking
রান্না করায় কোন সমস্যা নেই
7.There is no difficulty in describing
বর্ননা করায় কোন সমস্যা নেই
8.There is no difficulty in checking
পরিক্ষা করায় কোন সমস্যা নেই
★RULE:13
I like the way + sub + verb
1. I like the way you talk
আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি।
2. I like the way you walk
আমি তোমার হাটার ধরন পছন্দ করি।
3. I like the way he loves
আমি তার ভালোবাসার তরিকা পছন্দ করি।
4. I like the way they fight
আমি তাদের মারামারির পদ্ধতি পছন্দ করি।
5. I like the way you play football
আমি তোমার ফুটবল খেলার কৌশল পছন্দ করি।
তার লেখার ধরনটা আমার ভালো লাগে।
I like the way she writes.
তার খেলার ধরনটা আমার ভালো লাগে।
I like the way he plays.
তার শেখানোর ধরনটা আমার ভালো লাগে।
I like the way he teaches.
নেগেটিভ করতে হলে 'don't' যুক্ত করতে হবে।
তার লেখার ধরনটা আমার ভালো লাগে না।
I don't like the way she writes.
তার খেলার ধরনটা আমার ভালো লাগে না।
I don't like the way he plays.
তার শেখানোর ধরনটা আমার ভালো লাগে না।
I don't like the way he teaches.
★RULE:14
Would you mind এর সঠিক ব্যবহার। আপনি যদি ভদ্রভাবে কাউকে কোন সুপারিশ করতে চান, তখন ব্যবহার করবেন …
👉Would you mind + Verb+ing….?
Or,
👉Would you please + verb…...?
আপনি কি একটু সরে বসবেন ?
👉Would you mind moving aside please?
👉Would you please move aside please.
আমাকে কিছু টাকা ধার দিবেন কি ?
👉Would you mind lending me some money?
👉Would you please lend me some money ?
আপনার নামটা বলবেন কি ?
👉Would you mind telling me your name?
👉Would you please tell me your name.?
★RULE:15
There এর ব্যাবহার(থাকা অর্থে)
1.সেখানে একটি গাড়ি আছে
=there is a car.
2. সেখানে 20 টা গাড়ি আছে।
=there are twenty cars.
3.সেখানে কোনো গাড়ি নেই।
=There is no car.
4. সেখানে একটি গাড়ি ছিল
=there was a car.
5. সেখানে 20টা গাড়ি ছিল।
=there were Twenty cars.
6. সেখানে কোন গাড়ি ছিল না।
=there was no car.
have,has,had-থাকা
7. তার একটা গাড়ি আছে।
=he has a car.
8. তাদের কোনো গাড়ি নেই
=they have no car.
9. তার একটি গাড়ি ছিল।
=he had a car.
10. তার কোন গাড়ি ছিল না
=he had no car.
11. আমার একটি গাড়ি হবে।
=i will have a car.
12. মিনার গাড়ি হবে না।
=mina will have no car.
★RULE:16
সম্ভাবনা বেশি হলে would ব্যবহার হয়, কম হলে May, Might..
I would go to Dhaka next month.
আগামি মাসে আমি ঢাকা যেতে পারি
I would go to London next yr.
আগামি বছর আমি লন্ডন যেতে পারি
I would do this work.
আমি এই কাজটি করতে পারি.
i would drink tea at night.
আমি রাত্রে চা খেতে পারি.
Today I would play football.
আজ আমি ফুটবল খেলতে পারি।
★RULE:17
Supposed to + am, is, are, was, were = কথা আছে/ কথা ছিল
আমার ঢাকা যাওয়ার কথা ছিল।
I was supposed to go to Dhaka.
আমার কলমটি কেনার কথা আছে।
I am supposed to buy this pen.
তার বাজারে আসার কথা আছে
He is supposed to come to market
তাদের ফুটবল খেলার কথা আছে
They are supposed to play football
★RULE:18
Don't be upset- মন খারাপ করিও না
মন খারাপ করিও না তুমি একটি সুন্দর মেয়েকে বিয়ে করবে।
Don't be upset you will marry a beautiful girl.
মন খারাপ করিও না তুমি একটি সুন্দর ছেলেকে বিয়ে করবে।
Don't be upset you will marry a handsome boy.
হতাশ হইও না তুমি একদিন খারাপ সময় কাটিয়ে উঠবে।
Don't be upset you will overcome bad time one day.
হতাশ হইও না তোমার জীবন উজ্জ্বল হবে।
Don't be upset you will shine in life.
হতাশ হইও না তুমি একটি ভালো চাকরি পাবে
Don't be upset you will get a good job.
★RULE:19
It’s bad to + verb- এটা----খারাপ
It is bad to say.... এটা বলা খারাপ।
It is bad to see.... এটা দেখা খারাপ।
It is bad to listen.... এটা শুনা খারাপ।
★RULE:20
Something to + verb( কিছু---আছে)
Something to do.... কিছু করার আছে।
Something to say.... কিছু বলার আছে।
Something to eat....কিছু খাওয়ার আছে।
★RULE:21
Let's notএর ব্যবহার
Let's not do it....চলো আমরা এটা না করি
Let's not see it.... চলো আমরা এটা না দেখি।
Let's not eat it.... চলো আমরা এটা না খাই।
Let's not watch television....চলো টিভি না দেখি
★RULE:22
It is time to + verb- এখন সময়
It is time to eat.... এখন খাওয়ার সময় হয়েছে।
It is time to go.... এখন যাওয়ার সময় হয়েছে।
It is time to recite.... এখন তেলাওয়াতের সময় হয়েছে।
★RULE:23
How else এর ব্যবহার- আর কিভাবে
★How else shall i love you?
আর কিভাবে আমি তোমায় ভালোবাসবো?
★How else shall i tell you?
আর কিভাবে আমি তোমায় বলবো?
★How else shall i make you undrestand?
আর কিভাবে আমি তোমায় বুঝাবো?
★How else shall i miss you?
আর কিভাবে আমি তোমায় মিস করবো?
★RULE:24
could এর ব্যবহার।
আমি হাটতে পারতাম।
I could walk.
তুমি কাজটি করতে পারতে।
You could do the work.
সাধারণত কাউকে ভদ্রতার সহিত কোনো প্রশ্ন করতে বা সৌজন্য প্রকাশে could এর ব্যবহার হয়, তবে বাক্যগুলি সাধারণত প্রশ্নবোধক হয়,
যেমন, Could you please tell me the time?
দয়া করে সময়টা আমাকে বলতে পারবেন?
Could you lend me your book?
আপনার বইটি কি আমায় ধার দিতে পারবেন?
Could you come to my home.
আপনি আমার বাড়িতে আসতে পারবেন কি?
Could you help me with some money?
আপনি আমায় কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারবেন কি?
★RULE:25
That’s why-এ কারণেই
✪ That’s why you need to do the job. - এ কারণেই তোমার চাকরিটি করা প্রয়োজন।
✪ That’s why he has gone to market. - এ কারণেই সে বাজারে গিয়েছে।
✪ That’s why people admire you. - এ কারণেই লোকজন আপনাকে সম্মান করে।
✪ That’s why I always try to help others. - এ কারণেই আমি সর্বদা অন্যকে সাহায্য করার চেষ্টা করি।
✪ That’s why you fail to understand. - এ কারণেই তুমি বুঝতে ব্যর্থ হও।
✪ That’s why she smiles after seeing you. - এ কারণেই তোমাকে দেখার পর সে হাসে।
✪ That’s why you need to secure your home. - এ কারণেই তোমার বাড়ির নিরাপত্তা বিধান করা দরকার।
✪ That’s why you’ve got the promotion. - এ কারণেই তুমি পদোন্নতি পেয়েছো।
★RULE:26
Nothing makes sense
( কোন কিছু ভাল না লাগা বুঝাতে)
Nothing makes sense without you.
তুমি ছাড়া কোন কিছু ভালো লাগে না।
Nothing makes sense without reading.
পড়া ছাড়া কোন কিছু ভালো লাগে না।
Nothing makes sense without sleeping -ঘুমানো ছাড়া কোনো কিছু ভালো লাগে না।
★RULE:27
Structure : It is high time + subject + verb এর past from + extension.
এখনই আমার ইংরেজিতে কথা বলার উপযুক্ত সময়।
It is high time I spoke English.
এখনই আমাদের ইংরেজি শেখার উপযুক্ত সময়।
It is high time we learnt English.
এখনই তোমার সেখানে যাওয়ার উপযুক্ত সময়।
It is high time you went there.
এখনই তোমার ধূমপান পরিত্যাগ করার উপযুক্ত সময়।
It is high time you gave up smoking.
এখনই তোমার আমার সাথে দেখা করার উপযুক্ত সময়।
It is high time you met me.
এখনই তোমার ঐ ছেলেকে ভুলে যাওয়ার উপযুক্ত সময়।
It is high time you forgot that boy.
এখনই আমাদের গরিবদের সাহায্য করার উপযুক্ত সময় ।
It is high time we helped the poor.
★RULE:28
কেউ কোন কিছু করতে পারদর্শী বা দক্ষ অর্থে "Good at"এর ব্যবহার।
affirmative sentence : Subject + am/ is/are/was/were+ good at +noun/verb+ing+extension.
সে ইংরেজিতে পারদর্শী।
He is good at English.
এক সময় আমি সাঁতার কাটায় দক্ষ ছিলাম।
Once I was good at swimming.
সে ইংরেজিতে কথা বলায় পারদর্শী।
He is good at speaking in English.
তারা ক্রিকেট খেলায় দক্ষ।
They are good at playing cricket.
সে মেয়েদের সাথে কথা বলায় পারদর্শী।
She is good at talking to girls .
ছেলেটি ছবি আঁকায় পারদর্শী ।
The boy is good at drawing.
সে মেয়েদের সাথে কথা বলায় পারদর্শী ছিল।
He was good at talking to girls.
★RULE:29
Like এর ব্যবহার
I like.
আমি পছন্দ করি.
I like her.
আমি তাকে পছন্দ করি.
I like you.
আমি তোমাকে পছন্দ করি.
I like to read book.
আমি বই পড়তে পছন্দ করি.
I like my parents.
আমি আমার বাবা-মা কে পছন্দ করি
I like my teacher.
আমি আমার শিক্ষককে পছন্দ করি.
I like honest person.
আমি সৎ ব্যক্তিকে পছন্দ করি.
★RULE:30
I don’t know how to+ verb এর ব্যাবহার।
I don't know.
আমি জানিনা।
I don't know how to play.
আমি জানিনা কি ভাবে খেলতে হয়.
I don't know how to read.
আমি জানিনা কি ভাবে পড়তে হয়.
I don't know how to learn.
আমি জানিনা কি ভাবে শিখতে হয়.
I don't know how to dream.
আমি জানিনা কি ভাবে সপ্ন দেখতে হয়.
★RULE:31
If I were you, I would + (verb)- কল্পনা অর্থে, আমি যদি তোমার যায়গায় থাকতাম।
✪ If I were you, I would enjoy my vacation.
আমি যদি তোমার স্থানে থাকতাম, তবে আমার ছুটি উপভোগ করতাম।
✪ If I were you, I would continue working until it is done.
আমি তোমার স্থানে থাকলে কাজটি শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতাম।
✪ If I were you, I would answer the question."
আমি তোমার স্থানে হলে প্রশ্নটির উত্তর দিতাম।
✪ If I were you, I would help the poor.
আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে গরিবদেরকে সাহায্য করতাম।
✪ If I were you, I would travel to Switzerland.
আমি তোমার স্থলে হলে, সুইজারল্যা- ভ্রমন করতাম ।
✪ If I were you, I would make my parents happy.
আমি যদি তোমার স্থানে থাকতাম, তাহলে আমার পিতামাতাকে খুশি রাখতাম।
✪ If I were you, I would try to solve the problem.
আমি যদি তোমার স্থানে থাকতাম, তাহলে সমস্যাটির সমাধানের চেষ্টা করতাম।
✪ If I were you, I wouldn’t go there.
আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে আমি সেখানে যেতাম না।
✪ If I were you, I would fight for my country.
আমি যদি তোমার স্থানে থাকতাম, তাহলে আমি আমার দেশের জন্য যুদ্ধ করতাম।
★RULE:32
There's no need to ...........
............ কোন দরকার নেই।
চিন্তিত হওয়ার কোন দরকার নেই।
= There's no need to be worried.
হতাস হওয়ার কোন দরকার নেই।
= There's no need to be upset .
ফিরে যাওয়ার কোন দরকার নেই।
= There's no need to go back .
তাকে ডাকার কোন দরকার নেই।
= There's no need to call him .
মিথ্যা বলার কোন দরকার নেই।
= There's no need to tell lies .
★RULE:33
I feel like + verb + ing(আমার ইচ্ছে হচ্ছে)
I feel like eating ( আমার খেতে ইচ্ছে করছে)
I feel like sleeping( আমার ঘুমাতে ইচ্ছে করছে)
I feel like reading ( আমার পড়তে ইচ্ছে করছে)
I feel like gossiping ( আমার আড্ডা দিতে ইচ্ছে করছে)
I feel like travelling ( আমার ঘুরতে ইচ্ছে করছে)
I feel like playing ( আমার খেলতে ইচ্ছে করছে)
I feel like dancing( আমার নাচতে ইচ্ছে করছে)
l feel like writing ( আমার লিখতে ইচ্ছে করছে)
RULE:34
It is time to + verb(এখন সময়)
এখন শিখার সময়
It's time to learn
এখন যাওয়ার সময়
It's time to go
এখন বাড়িতে থাকার সময়
It's time to stay at home
★RULE:35
I would like এর ব্যবহার (ইচ্ছে অর্থে)
✪ আমি যেতে চাই - I would like to go.
✪ আমি তার সাথে দেখা করতে চাই - I would like to meet him.
✪ আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই - I would like to thank you.
✪ আমি কেনাকাটা করতে চাই I would like to shop
✪ আমি নিজেকে ব্যাখা করতে চাই - I would like to explain myself.
✪ আমি একজন শিক্ষক হতে চাই - I would like to become a teacher.
✪ আমি আপনাকে প্রায়ই দেখতে চাই - I would like to see you more often.
✪ আমি ম্যানেজারের সাথে দেখা করতে চাই - I would like to meet the manager.
✪ আমি অনুশীলন করতে চাই - I would like to practice.
✪ আমি একটি রান্নার প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করতে চাই - I would like to compete in a cooking contest.
✪ আমি একজন ডাক্তার হতে চাই I would like to become a Doctor.
✪ আমি সর্বশক্তিমান আল্লাহর সৃষ্টিজগত সম্পর্কে আরো জানতে চাই
I would like to know more about the creation of Almighty Allah.
★RULE:36
Use of "Having"
ভাত খাওয়ার পর আমি কলেজে যাব।
Having eaten rice, I'll go to College.
গোসল করার পর আমি বিছানায় যাব।
Having taken shower, I will go to my bed.
আমাদের কাজটি শেষ হওয়ার পর আমরা ক্রিকেট খেলব।
Having Finished our work, we will play cricket.
পরাশোনা শেষে আমি একটি চাকরি করার চেষ্টা করবো।
Having completed my study, I'll try for job.
বাজারে যাওয়ার পর আমি কিছু বই কিনব।
Having gone to market, I'll buy some books.
★RULE:37
✪ There is/are - আছে
There is a mosque in this village- এই গ্রামে একটি মসজিদ আছে।
There are deer in this jungle- এই বনে হরিণ আছে।
✪ There was/were - ছিলো
There was a pen on table - টেবিলের উপর একটা কলম ছিলো
✪ There will be - হবে
✪ There will have - থাকবে
✪ There can be - থাকতে পারে
There can be a mistake here- এখানে একটি ভুল থাকতে পারে
✪ There could be - থাকতে পারতো
✪ There may be - হতে পারে
There may be a crocodile in this river- এই নদীতে কুমির থাকতে পারে।
✪ There must be - নিশ্চয়ই হবে
✪ There may not be - থাকতে নাও পারে
There may not be people on the street-
রাস্তায় এখন মানুষ নাও থাকতে পারে।
✪ There must have been - নিশ্চয়ই ছিলো
There must have been an umbrella inside my bag- আমার ব্যাগে নিশ্চয়ই একটি ছাতা ছিলো
✪ There should be - থাকা উচিত
There should be a school in this village- এই গ্রামে একটি স্কুল থাকা উচিত
✪ There should not be - থাকা উচিত না
There should not be any mistakes in the letter- পত্রটিতে কোন ভুল থাকা উচিত না।
✪ There should have been - থাকা উচিত ছিলো
There should have been a mosque in this village -এই গ্রামে একটা মসজিদ থাকা উচিত ছিলো।
✪ There could have been - থাকতে পারবে।
✪ There seems to be - আছে বলে মনে হয়।
There seems to be snakes in the river- এই নদীতে সাপ আছে বলে মনে হয়
★RULE:38
I know=আমি জানি
who are you=তুমি কে?
I know who you are=আমি জানি তুমি কে
I know what's happening in you mind=তোমার মনে কি ঘটতেছে আমি তা জানি।
I know how he has been successful in his life=আমি জানি সে কিভাবে সে তার জীবনে সফল হয়েছে।
I know how beautiful place the sajek valley is!= আমি জানি সাজেক ভ্যালি কতইনা সুন্দর জায়গাগ!
★RULE:39
Now we will talk about time.
How to say the time. let's get started..
(বাকি থাকলে to হবে আর বেজে গেলে past হবে)
এখন পাঁচটা বাজে=It is five o'clock.
এখন সাড়ে পাঁচটা=It is half fast five.
এখন সোয়া পাঁচটা=It is quarter past five.
এখন পোনে পাঁচটা=It is quarter to five.
এখন চারটা বাজতে পাঁচ মিনিট বাকি=It is five minutes to four.
এখন চারটা বেজে পাঁচ মিনিট=It is five minutes past four.
এখন প্রায় নয়টা বাজে=It is about nine o'clock.
★RULE:40
How could you + verb…?
How could you pass the exam? (তুমি কিভাবে পরীক্ষায় পাস করেছিলে?)
How could you give up smoking? (তুমি কিভাবে ধুমপান ত্যাগ করতে পেরেছিলে?)
How could you win the game?(তুমি কিভাবে খেলায় জিতেছিলে?)
★RULE:41
Uses of that's why
That's what I'm saying.
👉এটাই আমি বলছি।
That's what I mean.
👉এটাই আমি বুঝাতে চেয়েছি।
👉এটাই আমাদের দরকার।
That's what we need.
👉এটাই আমি চাচ্ছিলাম।
That's what I want.
That's what I thought.
👉আমি এটাই ভেবেছিলাম।
👉আমি এটাই বলছিলাম।
That's what I was saying.
👉সে আমাকে এটাই বলেছিল।
That's what he told me.
👉এটাই আমাকে পাগল করে তোলে।
That's what make me crazy.
👉এটাই আমি জানতে চাই।
That's what I would like to know.
👉এটাই আমি দেখতে পছন্দ করি।
That's what I like to see.
👉একারণেই আমার দেরি হয়েছে
That’s why I was late.
👉এ কারণেই তিনি এতটা সফল।
That's why he is so successful.
👉একারণেই সে হতাশ।
Thats why she is disappointed.
👉একারণেই সে সব সময় কান্না করে।
That's why She's crying all the time.
★RULE:42
ইংরেজিতে জন্মদিনের শুভেচ্ছা (Birthday greetings)
🌸 Happy birthday to you. (তোমাকে শুভ জন্মদিন)
🌸 Many many happy returns of this day. (এই দিন বার বার ফিরে আসুক)
🌸 Have a lovely birthday! (তোমার জন্মদিনটি আনন্দদায়ক হোক)
🌸 May Allah give peace & happiness of this day. (আল্লাহ্ এই দিনে শান্তি ও সুখ দান করুন।)
🌸 Wishing you a happy and cheerful birthday. (আপনাকে সুখি এবং আনন্দময় জন্মদিনের শুভেচ্ছা জানাই।)
🌸 May your day be filled with great moments. (আপনার দিনটি দুর্দান্ত মুহুর্তময় হোক।)
🌸 Wishing you many years of joy and love. (তোমার জন্য বহু বছরের আনন্দ এবং ভালোবাসা রইল।)
🌸 You deserve all the happiness. (সকল সুখ আপনার প্রাপ্য।)
🌸 I wish you have a wonderful time on this Day. (এই দিনটি আপনার খুব সুন্দর কাটুক এই আমার প্রত্যাশা।)
🌸 I hope this birthday brings you many facilities. (আমি আশা করি এই জন্মদিন আপনাকে অনেক সুজোগ এনে দেবে।)
★RULE:43
Dare এর ব্যবহার;
How dare you?
তুমার সাহস কত?
How dare you say so?
তুমি কোন সাহসে বল?
How dare you do this?
তুমি কোন সাহসে এটা করলে?
How dare you go outside?
তুমি কোন সাহসে বাহিরে গেলে?
কোন কিছুতে বা কোন কিছু করতে অভ্যস্ত বুঝালে Used to ব্যবহার করতে হয়।
Structure : Subject +person অনুযায়ী am/is/are/was/were + used to + noun/verb1+ ing+ extension.
★RULE:44
Used to এর ব্যবহার
লোকটি চায়ে অভ্যস্ত।
The man is used to tea.
আমি শহর জীবনে অভ্যস্ত ।
I am used to city life.
আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত।
I am used to speaking in English.
আমি চা খেতে অভ্যস্ত।
I am used to taking tea.
সে মোটরসাইকেল চালাতে অভ্যস্ত ছিল।
He was used to riding motorcycles.
আমি জীবন সম্পর্কে কথা বলতে অভ্যস্ত ছিলাম।
I was used to talking about life.
লোকটি ধুমপানে অভ্যস্ত।
The man is used to smoking.
সে সকালে হাঁটতে অভ্যস্ত।
She is used to walking in the morning.
তারা ফুটবল খেলায় অভ্যস্ত।
They are used to playing football .
আমি তোমার সাথে কথা বলতে অভ্যস্ত নয়।
I am not used to talking to you.
ইংরেজি শিখতে তোমার অভ্যস্ত হওয়া উচিত।
You should be used to learning English.
আমার বন্ধু সংবাদপত্র পড়তে অভ্যস্ত।
My friend is used to reading newspapers.
আমি আমার জীবনকে ভালবাসতে অভ্যস্ত।
I am used to loving my life.
★RULE:45
I am being able- আমি পারছি
আমি ইংরেজিতে কথা বলতে পারছি।
I am being able to speak English.
সে মোটরসাইকেল চালাতে পারছে।
He is being able to ride a motorcycle.
পা ভাঙ্গা ছেলেটি দৌড়াতে পারছে।
The boy with broken leg is being able to run.
আমি ইংরেজিতে প্যারাগ্রাফ লিখতে পারছি।
I am being able to write paragraphs in English.
তারা ফুটবল খেলতে পারছে।
They are being able to play football.
আমি অংকটি করতে পারছি।
I am being able to do the sum.
★RULE:46
Get down to--দেরি না করে শুরু কর।
দেরি না করে ইংরেজি শেখা শুরু কর।
Get down to learn English.
দেরি না করে খাওয়া শুরু কর।
Get down to eat.
দেরি না লিখা শুরু কর।
Get down to write.
দেরি না করে লিখা আরম্ভ কর।
Get down to write.
দেরি না করে গান করা আরম্ভ কর।
Get down to sing.
★RULE:47
ইংরেজিতে কিভাবে উৎসাহিত করবেন……….
✪ Good job – সাবাশ!
✪ Keep going - চলতে থাকো
✪ Don’t be afraid - ভয় পেয়ো না
✪ Never Give up - হাল ছেড়ো না
✪ That’s a good effort - এটা একটা ভালো প্রচেষ্টা
✪ There is nothing to fear - ভয়ের কোন কারন নেই
✪ I’m so proud of you - আমি তোমার জন্য গর্বিত
✪ Believe in yourself - নিজের ওপর বিশ্বাস রাখ
✪ Nothing is impossible – কোন কিছুই অসম্ভব নয়।
✪ Don’t get nervous - ঘাবড়াবে না
✪ Stay strong - শক্ত হও
✪ I’m behind you absolutely - আমি তোমার পেছনে সম্পূর্ণভাবে আছি
✪ Rest assured - নিশ্চিন্তে থাকুন
✪ Don’t hesitate - সংকোচ করবে না
✪ Do your best - সাধ্যমতো চেষ্টা করো
✪ Don’t worry - চিন্তা করো না
✪ It doesn’t matter - এটা কোন ব্যাপার না
✪ That’s a real improvement - এটা বাস্তবে উন্নতি হচ্ছে
✪ Come on, you can do it - শোন, তুমি এটা করতে পারবে
✪ যদি তোমার ধৈর্য্য থাকে তবে সফল হবে
If you have the patience, so you will be succeed.
★RULE:48
কোন কিছু করতে বাধ্য হওয়া বোঝালে Compelled to +v1 বসে।
আমি ইংরেজি শিখতে বাধ্য।
I am compelled to learn English.
সে সেখানে যেতে বাধ্য ছিল।
He was compelled to go there.
সে বইটি পড়তে বাধ্য হয়েছে।
He has been compelled to read the book.
সে পরীক্ষায় পাশ করার জন্য ইংরেজি শিখতে বাধ্য হয়েছে ।
He has been compelled to learn English to pass the exam.
তুমি আমার সাথে কথা বলতে বাধ্য হবে।
You will be compelled to talk to me.
সে জীবনের জন্য কঠোর পরিশ্রম করতে বাধ্য হয়েছে।
He has been compelled to wark hard for life.
তোমাদের ইংরেজি শিখার জন্য কঠোর পরিশ্রম করতে বাধ্য থাকা উচিত।
You should be compelled to work hard to learn English.
★RULE:49
There's nothing(মত...কিছুই নেই)
1. There's nothing you can proof = প্রমান করার মত তোমার কাছে কিছুই নেই।
2. There's nothing we can arrange = সাজিয়ে রাখার মত আমাদের কাছে কিছুই নেই।
3. There’s nothing you can appreciate = তুমি প্রসংশা করার মত কিছুই খুজে পাবে না।
4. There’s nothing he can allocate = তার কাছে বন্টন করার মত কিছুই নেই।
5. There’s nothing the scenery can allure = প্রলুব্ধ করার মত দৃশ্যটিতে কিছুই নেই।
★RULE:50
How about + verb(ing) + extension-কেমন হয়।
How about learning computer?
কম্পিউটার শিখলে কেমন হয়?
How about reading newspaper?
পত্রিকা পড়লে কেমন হয়?
How about going home?
বাড়ি গেলে কেমন হয়?
How about learning english?
ইংরেজি শিখলে কেমন হয়?
★RULE:51
বাংলা শব্দের শেষে -তে প্রত্যয় থাকলে ইংরেজী করতে হলে তার আগে to যোগ করতে হয়। যেমন
Eat= খাওয়া, to eat= খাইতে
go = যাওয়া, to go = যাইতে
খাইতে আসো = Come to eat.
গুমাইতে যাও= Go to sleep.
........
★RULE:52
বাংলায় শব্দের শেষে -মান, কিংবা -অন্ত থাকলে ইংরেজি করার সময় তার সাথে ing যুক্ত হয়।
যেমন:-
ঘুমন্ত বালক= Sleeping boy.
চলন্ত ট্রেন= Moving Train.
উড়ন্ত পাখি= Flying Bird.
............
★RULE:53
বাংলা শব্দের শেষে যদি-- ইয়া-প্রত্যয় থাকে তবে ইংরেজী করার সময়
Having been+ V.P.P করতে হয়।
যেমন
পদত্যাগ করিয়া - Having been Resigned.
নির্বাচিত হইয়া -Having been elected.
শিক্ষিত হইয়া- Having been educated.
.....................
★RULE:54
কোন কিছু ইচ্ছে হচ্ছে বা ইচ্ছে করছে প্রকাশ করতে চাইলে নিম্নরূপ হবে । Feel like+ V+ing
আমার চা পান করতে ইচ্ছে হচ্ছে=
I feel like drinking tea.
আমার ঘুমাইতে ইচ্ছে করছে =
I feel like sleeping.
আমার পড়তে ইচ্ছে হচ্ছে না=
I don't feel like reading.
.....................
★RULE:55 বাংলা বাক্যে যদি "কিনা" টাইপের ভঙ্গি থাকে তাহলে ইংরেজী তে কিনার পরিবর্তে If ব্যবহার করতে হয়।
যেমন সে গিয়েছিলো কিনা/ আমি জানি না = I don't know if he went.
জানি না আমাকে তোমার মনে পড়ে কিনা, কিন্তু তুমি সবসময় আছো আমার কল্পনায় = I don't know if you recall me, but you are always in my contemplation.
★RULE:56
প্রতীক্ষায় আছি/অপেক্ষার প্রহর গুনছি - এই ধরনে ভঙ্গিতে বাক্য থাকলে তখন নিম্নরূপ হবে।
Looking forward to+ verb+ ing
যেমন:-
তোমার সাথে দেখা করার প্রতীক্ষায়
আছি - I am looking forward to meeting you.
আমি বাড়ি যাওয়ার অপেক্ষার প্রহর গুনছি- I am looking forward to going home.
.......
★RULE :57
কিছু করতে গিয়ে ও করতে পারেনি এমন বুঝাতে,,,
sub+ couldn't about to + verb 1 + obj.
I couldn't about to tell you.
আমি তোমাকে বলতে গিয়ে ও বলতে পারিনি।
I couldn't about to forget you.
আমি তোমাকে ভুলতে গিয়ে ও ভুলতে পারিনি।
I couldn't about to tell the truth.
আমি সত্যটা বলতে গিয়ে ও বলতে পারিনি।
He couldn't about to come.
সে আসতে চেয়েও আসতে পারেনি।
★RULE:58
I know +how to +v1
1. I know how to swim.
= আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়।
2. I know how to cook.
= আমি জানি কিভাবে রান্না করতে হয়।
3. I know how to speak English.
= আমি জানি কিভাবে ইংরেজি বলতে হয়।
★RULE:59
Do you know how to(তুমি কি জানো কিভাবে......?)
1. Do you know how to recite Holy Quran= তুমি কি জানো কিভাবে কুরআন তিলাওয়াত করতে হয়?
2. Do you know how to respect others?=তুমি কি জানো কিভাবে অন্যদের সম্মান করতে হয়।
3. Do you know how to talk Sweetly?= তুমি কি জানো কিভাবে সুমধুর ভাবে কথা বলতে হয়।
4. Do you know how to speak in English? তুমি কি জানো কিভাবে ইংরেজি তে কথা বলতে হয়?
5. Do you know how to play football?
তুমি কি জানো কিভাবে ফুটবল খেলতে হয়?
★60
Having a lot of fun= আনন্দ পাচ্ছি /মজা পাচ্ছি।
আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি=
I am having a lot of fun learning English.
আমি গরিবদের সাহায্য করে অনেক আনন্দ পাচ্ছি=I am having a lot of fun helping the poor.
আমরা গল্প করে অনেক মজা পাচ্ছি=
We are having a lot of fun gossiping.
আমি এই বইটি পড়ে অনেক মজা পাচ্ছি=
I am having a lot of fun reading this book.
তারা মিরাজের সাথে কথা বলে অনেক মজা পাচ্ছে=They are having a lot of fun talking to Miraj.
★61
Yet to -- এখনো করা হয়নি।
আমি এখনো তাকে প্রপোজ করিনি।
I am yet to propose her.
আমার এখনো বাজারে যাওয়া হয়নি।
I am yet to go to market.
ইউসুফ এখনো আসেনি।
Yousuf is yet to come.
তারা এখনো শুরু করেনি।
They are yet to start.
আমরা এখনো চাঁদপুরে যাইনি।
We are yet to go to Chandpur.
★62
Did দিয়ে বাক্য তৈরি
তুমি কি ইংরেজি শিখে ছিলে?
Did you learn English?
গতকাল তুমি ইংরেজি প্রাকটিস করেছিলে?
Did you practice English yesterday?
তুমি কি কলেজে গিয়েছিলে?
Dis you go to College?
তারা কি গতরাতে টিভি দেখেছিলো?
Did they watch television last night?
তুহিন কি মাদ্রাসায় এসেছিলো?
Did Tuhin come to Madrasah?
নুসরাত কি গরিবদের সাহায্য করেছিলো?
Did Nusrat help the poor?
★63
Cannot + resist + ing = আমি আর পারছি না।
ইংরেজি না শিখে আর পারছি না।
I cannot resist learning English.
তোমাকে না ভালবেসে আর পারছি না।
I cannot resist loving you.
আম্মুর সাথে কথা না বলে আর পারছি না।
I cannot resist talking to my Mom.
ফ্যান না চালিয়ে আর থাকতে পারছি না।
I cannot resist turning on the fan.
ঠান্ডা পানি না খেয়ে আর থাকতে পারছি না।
I cannot resist drinking cold water.
স্পোকেন রুলস শিখতে মিরাজ ভাইকে ফলো না করে আর পারছি না।
I cannot resist following Miraj Bhai to learn spoken rules.
★64
It is no use+ ing( আসলে কোন লাভ নেই)
সময় অপচয় করে আসলে কোন লাভ নেই।
It is no use wasting time.
এখন ঘুমিয়ে আসলে কোন লাভ নেই।
It’s no use sleeping now.
বইটা কিনে আসলে কোন লাভ নেই।
It is no use buying the book.
মানুষের সাথে খারাপ ব্যবহার করে আসলে লাভ নাই।
It is no use misbehaving with people.
নামায ছাড়িয়া আসলে লাভ নেই
It is no good relinquishing prayer.
★ 65
Likely to= সম্ভাবনা আছে
আমাদের ঢাকা যাওয়ার সম্ভাবণা আছে= We are likely to go to Dhaka.
তুমি ও আমি বিকেলে ইংরেজি প্রাকটিস করার সম্ভাবনা আছে=I and you are likely to practice english in the afternoon.
তাদের আজকে পুকুরে মাছ ধরার সম্ভাবনা আছে=Today they are likely to catch fish in the pond.
এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে= It is likely to rain here.
সে সকালে বাজারে যাওয়ার সম্ভাবণা আছে= He is likely to go to market in the morning.
★66
Fond of= পছন্দ করি।
আমি ভ্রমণ করতে পছন্দ করি।
I am fond of traveling.
আমি কোরআন তেলাওয়াত করতে পছন্দ করি। I am fond of reciting Quran.
আমি মাছ ধরতে পছন্দ করি।
I am fond of catching fish.
সে পত্রিকা পড়তে পছন্দ করে।
She is fond of reading newspapers.
তারা ঘুরতে পছন্দ করে।
They are fond of roaming around.
রিমি গল্প বলতে পছন্দ করে।
Rimi is fond of telling stories.
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Telephone
Website
Address
Kushtia Sadar
Kushtia
7100
Lutful Haque Lane, Peyaratola Kushtia
Kushtia, 7000
This is best student hostel in Kushtia.
Boalia High School, Daulatpur
Kushtia, 7050
Boalia Secondary School. Established in the 1994. Located in the village of Boalia in Daulatpur upaz
Keramot Ali Leane, Kalisongkarpur
Kushtia, 7000
This is a private nursing Institute at Kushtia. Bangladesh Nursing & Midwifery Council Approved here Diploma in Nursing science and midwifery course is running from 2016-2017 session.
কুষ্টিয়া জিলা স্কুলের পশ্চিম পাশের গলি।
Kushtia, 7000
"A good teacher is like a candle – it consumes itself to light the way for others"Mustafa Ataturk.
Rabindra Maitree University Kushtia
Kushtia, 7000
রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ই.ই.ই শিক্ষার্থী
Kumarkhali
Kushtia, 7010
𝘼𝙨 𝙨𝙖𝙡𝙖𝙢𝙪𝙖𝙡𝙖𝙞 𝙠𝙪𝙢.𝙈𝙮 𝙣𝙖𝙢𝙚 𝙞𝙨 𝙈𝙖𝙛𝙞𝙪𝙧 𝙍𝙖𝙝𝙢𝙖𝙣 𝙎𝙝𝙖𝙝𝙤𝙨.𝙄 𝙖𝙢 𝙛𝙧𝙤𝙢 𝙠𝙪𝙨𝙝𝙩𝙞𝙖.
Kushtia, 7020
mahiyas-method Mahiya's-method learn easy method of learning spoken english