সঠিক উত্তর কোনটি?
1 Topic Learning
Nearby schools & colleges
https://goo. gl/maps/A6rnBEB8v6NziQN 66
Kushtia-Jhinaidah Highway
Islamic University
Islamic University
Every day, learn and practice one word, one chapter, and one topic. Stay with 1 topic learning.
One topic of learning is a different religious educational platform. one topic learning basic topic 1 chapter, 1 word, 1 topic to know and learn every day. one topic learning page and YouTube channel BCS preparation, admission, job preparation, bank job, speaking, vocabulary word, general knowledge education and competitive will help you in many educational subjects with time. You can fin
Operating as usual
আগামী ১৭ এবং ১৮ই ফেব্রুয়ারি, ২০২৩ এ বাংলাদেশ পুলিশের সার্জেন্ট নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে! ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই ফিজিক্যাল টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উক্ত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
পরীক্ষার্থীদের জন্য কিছু স্মর্তব্য বিষয়:
(১) লেখার উপস্থাপনের উপরেও পরীক্ষায় মার্কস অনেকাংশে পার্থক্য গড়ে তুলতে পারে।
খাতায় লেখার শুরুতেই বুঝিয়ে দিন আপনি অন্যদের থেকে ব্যতিক্রম।
যেমন: বর্তমান রাশিয়া ইউক্রেন সংকট সংক্রান্ত প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। সুতরাং আপনি উক্ত প্রশ্নের শুরুটা এভাবে করতে পারেন যে, "If we don't end war, war will end us.
----H. G. Wells
অর্থাৎ আমরা যদি যুদ্ধ না থামাই, তাহলে যুদ্ধই আমাদের থামিয়ে দিবে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কোন একটি সাবপয়েন্টেও উপর্যুক্ত কোটেশনটি ব্যবহার করতে পারেন।
জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশে পরিণত করতে, মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন অভিযাত্রায় একের পর এক লক্ষ্য অর্জনে যেন- কবিগুরুর ভাষায় বলতে হয়, "আলোর নৌকা ভাসিয়ে দিয়েছেন আকাশপানে।" (বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত যেকোন পজেটিভ ভূমিকায় এটি দিয়ে শুরু করতে পারেন। হতে পারে তা- পদ্মা সেতু, মেট্রোরেল, স্মার্ট বাংলাদেশসহ প্রভৃতি)
মুক্তিযুদ্ধ বা জাতির জনক বঙ্গবন্ধু সংক্রান্ত লেখার শুরুতেই "If blood is the price of independence, then Bangladesh has paid the highest price in history" - London Times(1971) এটা দিয়ে শুরু করতে পারেন।
এভাবে সহজ কিছু উদ্ধৃতি মাথার মধ্যে রাখুন যা আপনাকে অন্যের থেকে এগিয়ে দিবে।
(২) ডাটা ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, বাংলাদেশ ব্যাংক, বিবিএস রিপোর্ট, প্রথম আলো বা জনকন্ঠ পত্রিকার রেফারেন্সসহ প্রভৃতি সোর্সের নাম উল্লেখ করতে পারেন। কিছুটা অনুমান নির্ভর ডাটা হলেও তা এমনভাবে উপস্থাপন করুন যেন তা পরীক্ষকের দৃষ্টিতে সত্যস্বরূপ প্রতীয়মান হয় (প্রায় উল্লেখ করবেন তখন)।
(৩) অবশ্যই উদ্ধৃতি বা ডাটা নীল রঙের কলম দ্বারা লিখতে হবে যেন তা পরীক্ষকের চোখ এড়িয়ে না যায়!
(৩) ব্লু ইকোনমি, সমুদ্র সীমা সমস্যা, বাংলাদেশ-মিয়ানমার সংকট, ট্রানজিট, সিরিয়া/ফিলিস্তিন সংকট, ইউক্রেন সংকট, শ্রীলঙ্কা সংকট, রোহিঙ্গা ইস্যু, নিউ নরমালসহ প্রভৃতি বিষয় লেখার সময় ম্যাপ একে দেওয়ার চেষ্টা করবেন।
(৪) গণিত পরীক্ষায় ফুল মার্কস পাওয়ার টার্গেট রেখে এগিয়ে যান, এখানেও বড় পার্থক্য গড়ে দিবে! প্রিভিয়াস প্রশ্ন সল্যুশন করে তা বিশ্লেষণ পূর্বক সেই ধরণের ম্যাথের চ্যাপ্টার আগে শেষ করুন। (অবশ্যই কোশ্চেন প্যাটার্নে এসআই নিয়োগ-২০২১ প্রিফারেবল)
(৫) প্রতিদিন বাগধারা, এক কথায় প্রকাশ, appropriate preposition, idioms and phrase মুখস্থ করার চেষ্টা করুন।
(৬) বাংলা/ ইংরেজিতে পত্র লেখার ফরমেটটি আয়ত্ত্ব করুন।
(৭) সময় কম সাপেক্ষে সময় নষ্ট না করে প্রথমেই প্রিভিয়াস কোশ্চেন গুলো সলিউশন করুন।
(৮) সর্বোপরি পারলে সকাল-সন্ধ্যা লাইব্রেরি/রিডিং রুমে ডুবে থাকুন।
পুলিশ সার্জেন্ট পরীক্ষা পদে অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর জন্য শুভকামনা রইলো...
শুভেচ্ছান্তে:
মিঠুন বৈরাগী
প্রভাষক
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
(সাবেক পুলিশ উপ-পরিদর্শক, ৩৬ তম ব্যাচ)
# # বাংলাদেশ রেলওয়ে বেসরকারি শাখায় জরুরী ভিত্তিতে এটিএস পদে(পুরুষ) নিয়োগ চলছে # #
➤পদের নামঃ এটিএস( ট্রেনের সহকারী সুপারভাইজার)
বা টিকিট চেকার
➤পদের সংখ্যাঃ 27 জন।
➤শিক্ষাগত যোগ্যতাঃ সর্বনিম্ন এসএসসি/সমমান।
➤বয়সসীমাঃ ১৮-৩৫ বছর।
➤বেতনঃ (৯২০০ + ৩% কমিশন +যাতায়াত ভাতা, হাজিরা বোনাস, জরিমানা সংগ্রহের উপর কমিশন)=প্রায় ১৫০০০-১৬০০০ টাকা।
যোগাযোগ -01889353142
➤কাজের ধরণঃ- ফুল টাইম
➤কাজের পদ্ধতিঃ-শর্ট রুটে ২দিন ডিউটি, ১দিন ছুটি
লং রুটে তিনদিন ডিউটি একদিন ছুটি
(মাসে ১৮ থেকে ২০ দিন ডিউটি)।
☞দায়িত্বসমূহঃ
১। ট্রেনের ভিতরে যাত্রীদের টিকেট চেক করা।
২। টিকেট বিহীন যাত্রীদের কাছ থেকে টিকেটের মূল্য অথবা সমপরিমাণ জরিমানা সংগ্রহ করা।
৩। দায়িত্বরত অবস্থায় সার্বিক বিষয় তদারকি করা।
✪সুযোগ-সুবিধাঃ
১। থাকা ফ্রি পাবেন বেসরকারি রেলওয়ের কর্তৃপক্ষ থেকে।
২। থাকার পাশাপাশি স্বল্পমূল্যে খাবার সুব্যাবস্থা রয়েছে।
৩। মূল বেতনের পাশাপাশি উৎসব ভাতা, চিকিৎসা ভাতা,যাতায়াত ভাতা ও হাজিরা বোনাস সহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে।
৪। কর্মদক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে বেতন বৃদ্ধি সহ পদোন্নতির সুযোগ রয়েছে।
৫/ পড়াশোনার সুযোগ আছে।
বিস্তারিত জানতে এবং আবেদনের জন্য সরাসরি যোগাযোগ করুনঃ DeshSafety Force Private Limited অথবা ইনবক্স এ আপনার পুরো ডিটেইলস পাঠিয়ে দিন।
যশোর বাস টার্মিনাল শংকর পুর ছোটনের মোড়
মোবাইলঃ 01889353142
01602894420
In-Sha-Allah 🥰
2022
1 Topic Learning
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Contact the school
Telephone
Address
Islamic University Kushtia
Kushtia
7003
Bheramara
Kushtia, 7040
It's a sister concern of Proceed Education Family. The school is well decorated.
Islamic University
Kushtia, 7003
অনলাইনের মাধ্যমে কুরআন ও সুন্নাহ শিক্ষার বিশ্বস্ত প্রতিষ্ঠান।
Lutful Haque Lane, Peyaratola Kushtia
Kushtia, 7000
This is best student hostel in Kushtia.
Boalia High School, Daulatpur
Kushtia, 7050
Boalia Secondary School. Established in the 1994. Located in the village of Boalia in Daulatpur upaz