
JR Creation
We are here make your dream accomplished.

ভর্তি চলছে ভর্তি চলছে
শিক্ষানীড় H.S.C (মানবিক) স্পেশাল প্রাইভেট প্রোগ্রাম এ ভর্তি চলছে।
✅একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা ইংরেজি আইসিটি সহ মানবিক বিভাগের সকল বিষয় যত্নসহকারে পড়ানো হয়।
✅আমাদের রয়েছে যশোর বোর্ডের স্পেশাল লেকচার শীট।
✅এছাড়াও প্রতিটি ব্যাচে সাপ্তাহিক মডেল টেস্ট পরিক্ষা ও ক্লাস পরিক্ষা নেওয়া হয়।
✅দুর্বল ও পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আমরা এক্সট্রা ক্লাসের ব্যাবস্থা করে থাকি।
@শিক্ষানীড় কুষ্টিয়া।
পৌড় কবরস্থানের সামনে, পিয়ারাতলা কুষ্টিয়া।
আইসিটি ক্লাস নিচ্ছেন আমাদের দক্ষ শিক্ষক Md. Hridoy Ali. শিক্ষানীড়।
একাদশ দ্বাদশ শ্রেণির সেরা সহায়ক প্রতিষ্ঠান।

আপনি কি মানবিক বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষায় অংশগ্রহণ করতে চান?
কিন্তু ভাবছেন যে আপনি কোথায় পড়বেন?
কিভাবে পড়া শুরু করবেন?
কি কি বই পড়ব?
আমি কি চান্স পাব?
আমার তো এস এস সি তে ভালো রেজাল্ট নাই!!!
আমার ইংরেজিতে দুর্বলতা রয়েছে,,,,
বাংলা ব্যাকরণ একেবারেই মাথায় আসে না,,,,
এখন কি করি???
ভাই
তাহলে আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি,,,,
প্রথমত আমাদের দেশের মানুষ উপদেশ দিতে সবাই জানে,,,,।
কিন্তু হাত ধরে কেউ রাস্তা পার করে দেওয়ার দায়িত্ব নেয় না।
তাই আপনার প্রয়োজন হাত ধরার অর্থাৎ ব্যাসিক কে আগে মজবুত করার তারপর কিছু বই পড়ার,,,।
আপনার ব্যাসিক মজবুত থাকলে এডমিশন সিরিজের বই অটোমেটিক ৬০% জানা থাকে।
ধরুন পাড়ার তথাকথিত মেধাবী ভার্সিটি পড়ুয়া বড় ভাইয়ের কথায় অমুক/ তমুক নামকরা কোচিং এ ভর্তি হলেন। (শুভকামনা আমার দিক থেকে)
কিন্তু বলেন তো আপনি কি আপনার জায়গা থেকে তাল মেলাতে পারবেন।
শিক্ষক আসবে লেকচার দিবে চলে যাবে। আর ওদিকে আপনার সিলেবাস বুঝতে বুঝতেই জীবনের সবচেয়ে মূল্যবান সময় চলে যাবে।
তাহলে ভাবুন এবার চোখ বন্ধ করে।
আগে কি চাই ব্যাসিক না ১০০/২০০ জনের মাঝে বসে স্যারের ওয়াজ শ্রবণ করা?
হ্যা তোমার সিজিপিএ কম,,,,
তাই তোমাকেই বলছি তুমি চান্স পাবে,,,
যদি তুমি দক্ষ একজন শিক্ষকের সহচার্য পাও।
যে তোমাকে হাতে কলমে তোমার ভিত্তি মজবুত করে দিবে।
বাংলা ইংরেজি তে দক্ষ হতে মাত্র একটি মাস সময়ই যথেষ্ট যদি তোমার ইচ্ছাশক্তি কে শিক্ষকের পরামর্শ অনুযায়ী চালিত করতে পারো।
লজ্জা ভয় ভীতি আর ভুল সিদ্ধান্ত আমাদেরকে প্রতিনিয়ত ধ্বংস করে দেয়।
আমরা শুধু ভাবি অমুক তমুক কি করল।
একবারো কি ভাবি নিজের ভালোর জন্য কি করতে হবে?
হ্যা এখনই সময় নিজেকে নিয়ে ভাবার কারন এডমিশন তোমার জীবনের পট পরিবর্তনে ভুমিকা রাখবে।
তোমাদের সার্বিক সমস্যা ও সমাধানকে মাথায় নিয়ে ইসলামি বিশ্ববিদ্যালয়ের একঝাঁক মেধাবী ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত হতে যাচ্ছে এডমিশন সহায়ক প্রাইভেট প্রোগ্রাম।
বি:দ্র: ৫ দিন পর্যন্ত ফ্রি ক্লাসের ব্যাবস্থা আছে।
এছাড়াও যেকোনো ধরনের সহায়তা করা হবে।
যোগাযোগ MD Alamgir Hossain
Rubayeat Labib
এছাড়াও ০১৭৭৩৭১৮১৮৫
এই শব্দগুলো জানা আবশ্যক
⭕ ফলে = As a result
⭕ ফলস্বরূপ = Consequent, Consequences
⭕ ফলশ্রুতিতে = As a result
⭕ অন্যদিকে = On the contrary
⭕ অপরদিকে = On the other hand
⭕ পর্যন্ত = Till
⭕ যতক্ষণ পর্যন্ত = As long as
⭕ যতক্ষণ পর্যন্ত না = Until
⭕ উপড়ে = Above
⭕ উপর দিয়ে = Over
⭕ সত্ত্বেও = In spite of, Despite, Notwithstanding
⭕ তথাপি = Yet
⭕ এখনও= Still
⭕ নচেৎ = Or
⭕ নতুবা , নয় = Nor
⭕ নইলে = Otherwise
⭕ কারনে / নিমিত্তে = Due to/In order that
⭕ উদ্দেশ্য/লক্ষ্যে = In order to
⭕ এই জন্য = For this/that is for
⭕ যেহেতু = As / Since/ Now that
⭕ সেহেতু = so
⭕ যদিও = Although/Though
⭕ এমনকি = Even though
⭕ যখন = When/While
⭕ যখনই = Wherever
⭕ যদি না = Unless
⭕ যাতে না = Least
⭕ যাই হোক/যদিও = However
⭕ যাই হোক না কেন = Whatever
⭕ যে = That
⭕ এতই যে = So that
⭕ অধিকন্তু = Moreover
⭕ সাথে = With/Along with
⭕ যথার্থভাবে = Accordingly
⭕ অনুরুপভাবে = Similarly
⭕ উদাহরণ = For example
⭕ দৃষ্টান্ত = For instance
⭕ প্রথমত = Firstly
⭕ দ্বিতীয়ত = Secondly
⭕ চূড়ান্তভাবে = Finally
⭕ সর্বোপরি = Above all
নবম দশম শ্রেণির সাধারণ গণিত। অধ্যায় ২.১।
তালিকা পদ্ধতিতে সেট নির্নয়।
#হৃদয় স্যার
পরিসংখ্যান বিভাগ (ইবি)
Might as well= না করে উপায় নেই 🌿
🕳️I might as well work. = আমার কাজ ছাড়া উপায় নেই।
🕳️ I might as well love you. = আমার তোমাকে ভালোবাসা ছারা উপায় নেই।
🕳️I might as well learn English. = আমার ইংরেজি শেখা ছারা উপায় নেই।
🕳️I might as well see you. = তোমাকে দেখা ছারা উপায় নে
🕳️I might as well Teach you. = তোমাকে শেখানো ছারা উপায় নেই।
Now it's your turn to make a new sentence 🙂
রাফির স্কেটিং ব্লগ এর প্রথম দিনের প্রথম ইন্ট্রো,,,,
Rafi Us San
Fishing with classic technique at Goray river, Kushtia 😊
🔰Preposition_Class:
সহজ ভাবে বুঝে শিখলে সব সহজ।
📌On Friday, I usually play soccer.
- শুক্রবারে, আমি সাধারণত ফুটবল খেলি।
কার সাথে খেলেন? with my friends.
কখন খেলেন? বিকেল ৫ টার আশে পাশে।
বাক্যটা এবার লম্বা হলো- পুরো বাক্যটি:
📌On Friday, I usually play soccer with my friends around 5pm. আপনি - On Friday কে কানে ধরে টেনে এনে শেষে বসালেও সমস্যা নাই-
📌I usually play soccer with my friends around 5pm on Friday.
তাহলে এ বাক্যে: On, arround সময় দেখালো।
এবার যদি বলি,
👉৩দিন পর ফুটবল খেলবো। তাহলে,
After three days, I will attend a soccer match.
👉৩ দিনের মধ্যে আমি তোমার টাকা ফিরিয়ে দেবো।
- I will teturn your money within three days.
👉জুলাই মাসের ২২ তারিখ আমি LIAB অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। - I was present at the meeting of Language Instructors’ Association of Bangladesh (LIAB) on the 22th of July.
JR Creation Juwel Rana Daily English Learning
আগামীকাল থেকে এইচ এস সি পরিক্ষা ২০২৩ শুরু।
সকল পরিক্ষার্থীদের জন্য রইল শুভকামনা🥰
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
হাসপাতাল মোড়, কুষ্টিয়া।
Kushtia
7000