
Proceed School & College
It's a sister concern of Proceed Education Family. The school is well decorated.


৫ মিনিটে একাদশ শ্রেণীর ভর্তি অনলাইন আবেদন করুন । XI Admission 2024 ৫ মিনিটে একাদশ শ্রেণীর ভর্তি অনলাইন আবেদন করুন । XI Admission 2024ICT Class 8 Chapter-3 -1https://youtu.be/a-DGUwR_j1kICT Class 9/10 chapter-1 -1h...

Alhamdulillah
Proceed School & College
S.S.C Results 2024
100% Passed
Hat-trick 100% Passed (2022,2023 & 2024)
Total Examine :11
Golden A+: 1
General A+: 2
G.P.A (4.0-4.94): 6(A)
G.P.A (3.94): 1
G.P.A (3.44): 1
আলহামদুলিল্লাহ
আমাদের বিদ্যালয় থেকে প্রথম এস.এস.সি পরিক্ষায় অংশগ্রহণ করে ২০২২ সালে। আল্লাহর রহমতে পর পর ৩ বার এস.এস.সি পরিক্ষায় অংশগ্রহণ করে ৩ বারই
১০০% পাশ। এইবারের পরিক্ষার্থীদের মধ্যে অনেক দূর্বল পরিক্ষার্থী ছিলো, আল্লাহর রহমতে ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে সকলে ভালোভাবে পাশ করেছে।

Proceed School & College
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর বিজয়ী ছাত্র-ছাত্রী,অভিভাবক,শিক্ষক ও কর্মচারী

Proceed এর শিক্ষা সফর মানেই বিনোদন.....

এস.এস.সি. পরিক্ষা ২০২৪ এর বিদায়

আজ ১ জানুয়ারি ২০২৪ রোজ রবিবার প্রোসিড স্কুল এণ্ড কলেজে বই উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সসম্মানিত পরিচালকগণ সহ শিক্ষক /শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবক মণ্ডলী।।।

Proceed School & College
Prize giving ceremony.......
proceededf.com

সকলের কাছে আমার স্বপ্ন Proceed School & College এর জন্য দোয়া চাই। আজ আমার স্বপ্নের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী।
Happy Birthday
To
Proceed School & College

SSC Exam Schedule 2024

বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত ডিসপ্লের পুরষ্কার গ্রহণ করছেন প্রোসিড স্কুল এণ্ড কলেজ এর সম্মানিত পরিচালক জনাব মোঃ সাজেদুল ইসলাম তুহিন স্যার।

Proceed School & College এর পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা

#ভর্তি_চলছে!! #ভর্তি_চলছে!!
প্রোসিড স্কুল এণ্ড কলেজ (প্লে থেকে ৯ম শ্রেণি পর্যন্ত) ভর্তি চলছে!
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ফ্রী ক্লাস চলছে
(রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার) সকাল ১০ টা।
"মেধাবীদের সংস্পর্শে মেধার বিকাশ"
স্কুল হোক শিক্ষার একমাত্র কেন্দ্র বিন্দু
------------------------------
চেষ্টা ও সফলতার প্রোসিড স্কুল এণ্ড কলেজ।।
✅ বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিশু কিশোরদের টিকে থাকার জন্য প্রয়োজন যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হওয়া। পরিপূর্ণ শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সোনালী ভবিষ্যত গড়ার স্বপ্নকে বাস্তবে রূপদানের প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে প্রোসিড স্কুল এণ্ড কলেজ ।
✅ শিক্ষা জগতে তরুণদের জয় করার মতো সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে আন্তর্জাতিক মানে সৃজনশীল মেধা বিকাশের সকল কার্যক্রম আয়োজন করেছে আমাদের স্কুল।
✅ একটি শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে সুনির্দিষ্ট কার্যক্রম, যুগোপযোগী পাঠ পরিকল্পনা, সফল হওয়ার জন্য বিজ্ঞানভিত্তিক নিয়ম-কানুন, যোগ্য শিক্ষকমণ্ডলী এবং উপযুক্ত শিক্ষাদান পদ্ধতির সমন্বয়ে গঠিত একটি শিক্ষাবান্ধব পরিবেশ। আমরা বিনয়ের সাথে দাবি করছি আমাদের স্কুলে এসব কিছুর সমন্বয় ঘটানো সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে সাধারন শিক্ষার পাশাপাশি পবিত্র কোর আন মাজিদ শুদ্ধভাবে নামাজ শিক্ষা, কম্পিউটার শিক্ষা, সাংস্কৃতিক কর্মসূচি, বিতর্ক প্রতিযোগিতা, English Spoken ও খেলাধুলাসহ নানাবিধ শিক্ষা। সচেতন ও আত্মবিশ্বাসী জাতি গঠনের অঙ্গীকার নিয়ে একটি যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠানের মডেল হিসেবে গড়ে তোলা এবং এর সুনাম রক্ষাকল্পে কর্তৃপক্ষসহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ সর্বদা দায়িত্ব সচেতন ও সংকল্পবদ্ধ। যে কোন শিক্ষার্থীর জন্য এটি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।
⭕ শিক্ষার পরিবেশ:
শিক্ষা গ্রহণ ও শিক্ষা প্রদানের ক্ষেত্রে শিক্ষার উপযুক্ত পরিবেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের পড়ালেখার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের রয়েছে কোলাহলমুক্ত শিক্ষাবান্ধব খোলামেলা পরিবেশ ও সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা। এছাড়াও রয়েছে প্রতি শাখায় সর্বোচ্চ ২৫ জন শিক্ষার্থীদের আসন বিন্যাস । ফলে নিরিবিলি ও কোলাহলমুক্ত পরিবেশে শিক্ষার্থীরা পাঠগ্রহণের সুবিধা পায়।
⭕ ডায়েরির ব্যবহার:
শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীকে স্কুল ডায়েরি প্রদান করা হয়। ডায়েরিতে শিক্ষার্থী প্রতিদিনের নির্ধারিত পাঠ লিপিবদ্ধ করবে এবং শিক্ষকের নিকট থেকে উপস্থিতির স্বাক্ষর দিতে শিক্ষকগণও শিক্ষার্থীদের পড়ালেখার উন্নতি-অবনতি বিষয়ে ডায়েরিতে প্রয়োজনীয় মতামত দিয়ে থাকেন-১…। ফলে অভিভাবক শিক্ষার্থীর Class Performance সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করবেন।
⭕ শ্রেণি কার্যক্রম:
অত্র স্কুল শ্রেণি কার্যক্রমকে সর্বাধিক গুরুত্ব প্রদান করে। এ লক্ষ্যে শিক্ষাবর্ষের শুরুতে প্রদেয় একাডেমিক ক্যালেন্ডার যথাযথ অনুসরণ করা হয়। কোর্সের পরিধি ও শিক্ষার্থীদের ধারণ ক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে প্রতিটি ক্লাসের সময়সীমা নির্ধারণ করা হয়। ক্লাসের শতকরা ৯০ ভাগ পড়া শিখিয়ে দেয়া হয়। শিক্ষকগণ প্রতিটি বিষয়ই শিক্ষার্থীদের উপযোগী করে ক্লাসে বুঝিয়ে দেন। এরপরও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের Back Up ক্লাসের মাধ্যমে অগ্রসর করার ব্যবস্থা করা হয়।
⭕ ব্যবহারিক ক্লাস:
শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা দেয়ার জন্য প্রোসিড স্কুল এন্ড কলেজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিজ্ঞান শাখার- পদার্থ বিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীব বিজ্ঞান বিষয়ে নিয়মিত ব্যবহারিক ক্লাস দেয়া হয়।
⭕ পরীক্ষা পদ্ধতি:
শিক্ষার্থীদের মেধা মূল্যায়নের জন্য অভ্যন্তরীণ বিভিন্ন পরীক্ষা গ্রহণ করা হয়। প্রতিটি পরীক্ষাই অত্যন্ত কঠোর শৃঙ্খলায় অনুষ্ঠিত হয়। পরীক্ষাসমূহ:
🟥 শ্রেণি পরীক্ষা (CT)
🟥 মিডটার্ম পরীক্ষা (MT)
🟥 সেমিস্টার পরীক্ষা (ST)
একনজরে প্রোসিড স্কুল এণ্ড কলেজ , ভেড়ামারা ::
১। অভিজ্ঞ, মেধাবী ও নিবেদিত শিক্ষক-শিক্ষিকা দ্বারা Participatory Method-এ শিক্ষাদান।
২। Feedback ক্লাসের মাধ্যমে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের অগ্রসর করা।
৩। নিয়মিত Class Test, Weekly Test, Monthly Test, Semester & Model Test এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন।
৪। Speakig hour ও English Language এর উপর সর্বোচ্চ গুরুত্ব প্রদান।
৫। ক্লাসের পড়া ক্লাসেই শিখানো এবং দূর্বল ছাত্র-ছাত্রীদের পৃথক পরিচর্যা।
৬। ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের উপর বিশেষ গুরুত্ব প্রদান।
৭। শিক্ষকদের মাধ্যমে হাতের সুন্দর লেখা অনুশীলন, বানান ও উচ্চারণ শিখানোর পাশাপাশি দ্রুত লিখনে অভ্যস্ত করণে নিয়মিত প্রশিক্ষণ।
৮। নিয়মিত অভিভাবক সমাবেশ ও Home Visit কার্যক্রম।
৯। আরবী লেখা ও নূরানী পদ্ধতিতে পবিত্র কোরআন শিক্ষা।
১০। দূরবর্তী ছাত্র-ছাত্রীদের জন্য পরিবহন ব্যবস্থা।
১১। I P ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক ক্লাস মনিটরিং ব্যবস্থা
১২। মাল্টিমিডিয়া ক্লাসরুম ও সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা
১৩। শিক্ষক-ছাত্র অনুপাত ২ : ২০/২৫
১৪। ছাত্র-ছাত্রীদের আলাদা ভবন ও ক্যাম্পাস , সুন্দর ও মনোরম পরিবেশ।
১৫। পবিত্র কোরআন মাজিদ,ইংরেজী ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষার সু-ব্যবস্থা।
১৬। গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি ব্যবস্থা।
১৭। অভিভাবকদের বসার সু-ব্যবস্থা।
১৮। অমনোযোগী শিক্ষার্থীদের মনোবৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষা দান।
১৯। জাতীয় দিবস পালন,বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা/বনভোজন/মিলাদ মাহফিল/নবীনবরণ/ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সহ ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে বিভিন্ন শিক্ষামূলক বিনোদনের ব্যবস্থা।
২০। দেশের প্রথম সারির স্কুল সমূহের অনুরূপ যুগোপযোগী সিলেবাস অনুযায়ী পাঠদান।
২১। বিশুদ্ধ ঠান্ডা পানির ব্যবস্থা।
২২। ৫ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণীতে স্পেশাল ক্লাসের ব্যবস্থা।
২৩। ছাত্র-ছাত্রীদের জন্য স্কুলের ডায়রী, যার মধ্য ছাত্র-ছাত্রী এবং অভিভাবকের জন্য আলাদা ভাবে স্কুলের সকল নীতি মালা দেওয়া আছে।
২৪। ক্লাস শুরুর ১০ মিনিট আগে ক্লাসে প্রবেশ এবং কোরআন তিলাওয়াত ও জাতীয় সঙ্গীত, শপথ বাক্য পাঠ করে দৈনিন্দিন কার্যক্রম শুরু করা হয়।
২৫। বিদ্যালয়ের কালচারাল ক্লাস, (নাটক, আবৃত্তি, ড্রইং, হামদ-নাত, কনভারসেশন, বিতর্ক প্রতিযোগীতা) ইত্যাদির সু-ব্যবস্থা।
২৬। বিদ্যালয়ে কোন শিক্ষার্থী অনুপস্থিত থাকলে ফোনের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করা হয়।
২৭। শিক্ষার্থীদের পবিত্র কোরআন মাজিদ এবং শুদ্ধভাবে নামাজ শিক্ষার ব্যবস্থা।
২৮। প্রত্যেক মডেল পরীক্ষায় মেধাতালিকা অনু্যায়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরষ্কার দেওয়া হয়।
২৯। বিদ্যালয়ের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক গেটে সিকিউরিটি গার্ড এর ব্যবস্থা রিয়েছে।
৩০। বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন আনা ও ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ।
৩১। শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা, আচার-আচারণ, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, জেন্ডার সচেতনতা বিষয় গুলোতে অধিক দৃষ্টি প্রদর্শন করাই বিদ্যালয়ের মুখ্য বৈশিষ্ট্য।
(একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক শিক্ষার অঙ্গীকার নিয়ে আমাদের অগ্রযাত্রা)
↪️ আপনার সন্তানকে কোথাও ভর্তি করানোর পূর্বে আমাদের ক্যাম্পাস একবার পরিদর্শন করুন।
🈴 ক্যাম্পাস-০১:
প্রোসিড স্কুল এণ্ড কলেজ, চাররাস্তার মোড়,ভেড়ামারা, কুষ্টিয়া।
🈴 ক্যাম্পাস-০২:
প্রোসিড স্কুল এণ্ড কলেজ, চাররাস্তার মোড়,ভেড়ামারা, কুষ্টিয়া।
মোবাইল নম্বর :-
01770315821
proceededf.com
Proceed Theme song

৫ম শ্রেণির ছাত্র - ছাত্রীদের Proceed School & College মাধ্যমিক শাখার জন্য দোয়া ও শুভ কামনা রইলো।
Everyone

প্রোসিড শিক্ষা পরিবারের একটি অঙ্গ প্রতিষ্ঠান Proceed School & College এর আয়োজনে ভেড়ামারা,মিরপুর ও দৌলতপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়র প্রাধান ও সহকারি শিক্ষকগণের সাথে অত্র প্রতিষ্ঠানের পরিচালকদের নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে আলোচনাসভা।

Happy class ending party-2023(Class -5)
প্রোসিড শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের জন্য দোয়া ও শুভ কামনা রইলো সব সময়।
প্রোসিড স্কুল এণ্ড কলেজ
Everyone
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Bheramara
Kushtia
7040