11/08/2022
নামঃ সুজন মন্ডল
ডিপার্টমেন্ট ঃ ইতিহাস
সেশন ঃ২০২০-২০২১
প্রিয়তম
তোমার নামটা যেমন সুন্দর তার থেকে তুমি বেশি সুন্দর। ❤️
তোমাকে দেখার পর আমার মনে হইছে পৃথিবীতে তোমার থেকে সুন্দর আর কিছু হতে পারে না।। প্রথমে আমি তোমার ফেসবুকে ছবি দেখি।তুমি এত সুন্দর কেন। তোমার সুন্দর চোখের চাহনি আমি কিছুতেই ভুলতে পারি না।একদিন তোমাকে আমি স্বচক্ষে দেখেছি।তার পর কলেজ বন্ধ হয়ে গেলে তোমাকে আর দেখতে পাইলাম না প্রিয়। কিন্তু সব সময় তোমার কথা মনে পরে। মেসেনজারে যখন দেখি তোমার নামের পাশে সবুজ বাতি জ্বলে তখন আমি বার বার তোমার প্রোফাইল ই এ যায় মনে হয় একটু এসএমএস করি।কিন্তু তোমাকে কি বলবো।কি বলার জন্য এসএমএস করবো এটা ভেবে আর এসএমএস করা হয় না।
আমার তোমাকে দেখার পর থেকে খুব ইচ্ছে তোমার সাথে ক্যাম্পাসে বসে ঝালমুড়ি খাব।জানি হয়তো এই স্বপ্নটা স্বপ্নই থেকে যেতে পারে যদি তুমি না চাও।
প্রিয়তম জীবনে কখনো কাউকে নিয়ে কিছু লিখিনি।তাই হয়তো আমার মনের কথাগুলো সাজিয়ে লিখতে পারলাম না।
আমি অধির আগ্রহে বসে থাকলাম কবে তুমি আমাকে ঝালমুড়ি খাওয়ার নিমন্ত্রণ পাঠাবে সেই অপেক্ষায়।
সেইদিন আমার মনের কথাগুলো সাজিয়ে বলার চেষ্টা করবো।❤️
ইশ্বর তোমার মঙ্গল করুন।সব সময় হাসিখুশি থাকো।
21/06/2022
Tasnim Rahman
Department:-Bangla
Batch-20-21
জীবনের এমন একটা সময় পার করতেছি যেখানে সবসময় আমার চোখে মুখে 'I'm not interested' ভাসে,.!
কাউকে ইম্প্রেস করার তাড়না নাই। কাউকে পছন্দ করলে বলার ইচ্ছা নাই। ভালোবাসলে প্রকাশের ইচ্ছা নাই...! তবুও এতকিছুর পরেও আপনাকে নিয়ে লিখতে বসলাম।
রুদ্র গোস্বামী তার অভিশাপ কবিতায় বলেছিলেন, "অভিশাপ দিয়েছে গায়েঁর লোক, তোর সাথে আমার ভালোবাসা হোক।"
কবিতাটা আরো অনেক বছর আগে পড়েছিলাম। তখন অবশ্য কবিতাটার আগা-মাথা কিছুই বুঝি নি। প্রেম, ভালোবাসা বা ভালোলাগা এই ব্যাপারগুলো নিয়ে ভাবতাম না। এসব তখন অনেক হাস্যকর মনে হতো। কিন্তু আপনাকে দেখার পর থেকেই কেন জানি একটু একটু করে আমার এই বিষয়গুলোতে ধারনা বদলেছে।আপনাকে অনেক দেখেছি কিন্তু এখন আপনাকে না দেখেও সব সময় দেখি, যে দিক তাকাই শুধু আপনি 😎 আপনার মুখ থেকেই যখন আপনার রিলেশনের কথা শুনেছি প্রথমে হতবিম্ব হয়ে ছিলাম। যাইহোক আপনার মাঝে আমার এক অন্যরকম ভালো লাগা কাজ করে। শুনেছি 'ভালো লাগা' শব্দটা অনেক আপেক্ষিক। এটা পিথাগোরাসের উপপাদ্য নয় যে প্রমাণ করতে হবে। এটা রবীন্দ্রনাথের শেষের কবিতার মতো, উপলব্ধি করতে হয়। আমিও তাই কখনও প্রমাণের সান্নিধ্য হব না। জয় গোস্বামী তার মেগবালিকার জন্য রুপকথা লিখেছিলেন। আমি হয়তো আপনার জন্য রুপকথা লিখতে পারব না। আপনার প্রতি আমার ভাল লাগার প্রমানও দিতে পারব না। কিন্তু এক বৃষ্টি ভেজা পড়ন্ত বিকেলে আপনার সাথে উদ্যানে বসে এক কাপ চা খাওয়া ই যেতে পারে। আপনাকে নিয়ে লিখতে গেলে হয়তো অনেক লিখা যাইতো এবং হয়তো আরো অনেক কিছুই বলা যাবে। কাজী নজরুলের কবিতার ভাষায় বলতে চাই.... "তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠীন।"
আপনি করে লিখতে আর ইচ্ছা করতেছে না তুমি করে না হয় শেষ লেখা টুক শেষ করি 🖤
তুমি আমার সেই পূর্ণতা শত অপূর্ণ অনুভবের।তুমি আমার নির্জন বিশালাকার অনিকেত প্রান্তরের একখানা বটবৃক্ষের প্রশান্তির ছায়া।তুমি সাগরপাড়ে মাথা উঁচিয়ে উঠা অজ্ঞাতনামা চরের একচালা ঘরের বন্ধ জানালা।তুমি আমার অবিচ্ছিন্ন চিন্তাধারায় অতিবাহিত ধূসর সময়। তুমি আমার আনমনে চেপে রাখা আলিসান দুঃখ বিলাস।তুমি আমার চিন্তা চেতনার অমনিবাসের একচ্ছত্র হেলেন।
আমি তোমার কথার বুলির ছন্দে ছন্দপতন হওয়া এক বোহেমিয়ান।
আমি তোমার প্রেমের টানে পূর্বজন্মের কথা স্মরণ হওয়া জাতিস্মর। আমি তোমার পরশে জুড়িয়ে যাওয়া সুমাত্রার জ্বলন্ত লাভা।আমি তোমার কাছে বার বার আসতে চাওয়া হার না মানা কিং রবার্ট।
আমি জানি তুমি আমায় খুজবে এবং তোমার প্রতি আরালে যে ছায়ার মতো থাকে সেই মানুষটাই তো আমি,,
তুমি চাইলে হাজার মানুষের মাঝে আমাকে খুজে নিতে পারো
🖤
ভালো থেকো সব সময় ❤️
18/06/2022
প্রিয় কিংকর
ডিপার্টমেন্ট:-গনিত
তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিনই তোমার প্রেমে পড়েছি।তোমাকে ক্লাসে দেখলেই অামার হার্টবিট বেড়ে যায়। অনেক ভাল লেগে গেছে তোমায়।
তোমার ইনোসেন্ট মুখ,ভ্রু যুগল,গোলাপী ঠোঁট, চোখ দুটো,কেনো এতো সরল?তোমার মুখের সামনে ছড়ানো চুলের স্টাইল (ইশ!!!!) কেন এত সুন্দর।
আমিও না,এরকম সরল আর ক্লিয়ার কাট টাইপ।
তোমার মত কাওকে খুজছি।
জানিনা আগামী ভেলেন্টাইন্স ডে হয়তো আমাদের দুজনার হবে। কি বল?
তুমি শরৎচন্দ্রের গল্প গুলোর নায়কদের মতই সহজ-সরল, জানো? অনেক ভালবাসি তোমায় ।মন তো কেড়েইছো, পাহারা দিতে কি পারবেনা?" ইতি, তোমার ওপর ক্রাশড এক #নিরীহ_বালিকা