তাকওয়া অর্জনের ৭ উপায় |MASUM BIN ABDUL AZIZ|POWERFUL REMINDER
আমার দ্বীন
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আমার দ্বীন, Education & Learning, Khagrachhari.
সমকামিতা ও ট্রান্সজেন্ডারবাদ,মানব ধ্বংসের নীলনকশা | MASUM BIN ABDUL AZIZ | SAVE YOURSELF
পহেলা বৈশাখ, শিরকে লিপ্ত এক প্রজন্ম । MASUM BIN ABDUL AZIZ । SAVE YOURSELF
৪ টি কাজ শেষ না করে রাতে ঘুমাবে না । MASUM BIN ABDUL AZIZ ।
অন্তরের জীবন ও মরণ | MASUM BIN ABDUL AZIZ | POWERFUL REMINDER
বেশি কথা বলা জাহান্নামী হওয়ার কারণ | MASUM BIN ABDUL AZIZ | POWERFUL REMINDER
গীবত ও পরনিন্দাকারী মহাপাপী | MASUM BIN ABDUL AZIZ | REMINDER
দোয়া কবুল না হওয়ার ৫ কারণ | MASUM BIN ABDUL AZIZ | REMINDER
কেমন হবে আমার কবরের প্রথম প্রহর | মাসুম বিন আব্দুল আযিয | আলমে বরযখ ও কবরের জীবন
সুদখোরের ভয়ানক পরিণতি || মাসুম বিন আব্দুল আযিয || রিমাইন্ডার
সুদের পরিচয় ও ভয়াবহতা || MASUM BIN ABDUL AZIZ || REMINDER
সাহরীর মাসআলা || MASUM BIN ABDUL AZIZ || REMINDER
চোখের যিনা এক ভয়ংকর পাপ || MASUM BIN ABDUL AZIZ || POWERFUL REMINDER

#সুন্দর_মৃত্যুর_জন্য_৬_টি_আমল
আখেরাতের কল্যাণে জীবন অতিবাহিত করাই হলো বুদ্ধিমানের কাজ। এতেই সুন্দর ও উত্তম মৃত্যু নসিব হয়। অর্জিত হয় প্রকৃত সফলতা। আর যদি পাপাচার করতে করতেই মৃত্যু উপস্থিত হয়, তাহলে তার সুন্দর মৃত্যু নসিব হয় না। মৃত্যুর ফেতনা থেকে বেচে থাকা তার পক্ষে স্বভাবতই সহজ হয় না। কারণ সে তো জীবন কাটিয়েছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে।
আর মৃত্যু কার,কোথায়, কখন হবে সেটা মহান আল্লাহ তাআলা ছাড়া কেউই জানে না। যেমনটা তিনি নিজেই বলেছেন।
اِنَّ اللّٰهَ عِنۡدَهٗ عِلۡمُ السَّاعَۃِ ۚ وَ یُنَزِّلُ الۡغَیۡثَ ۚ وَ یَعۡلَمُ مَا فِی الۡاَرۡحَامِ وَ مَا تَدۡرِیۡ نَفۡسٌ مَّاذَا تَکۡسِبُ غَدًا وَ مَا تَدۡرِیۡ نَفۡسٌۢ بِاَیِّ اَرۡضٍ تَمُوۡتُ اِنَّ اللّٰهَ عَلِیۡمٌ خَبِیۡرٌ
কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর নিকটই আছে, তিনিই বৃষ্টি বর্ষণ করেন, জরায়ুতে কী আছে তা তিনিই জানেন। কেউ জানে না আগামীকাল সে কী অর্জন করবে, কেউ জানে না কোন্ জায়গায় সে মরবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্বাধিক অবহিত। - সূরা লোকমান : ৩১
তবে আমরা আলোচনা করবো এমন ছয়টি বিষয় যা সুন্দর মৃত্যুর বিশেষ আমল হিসেবে পরিচিত, ইনশাআল্লাহ।
প্রথম আমল: কোনো পাপকাজ সংঘটিত হলে দ্রুত আল্লাহর কাছে তাওবা করা। আল্লাহ তাআলা বলেন,
وَّ اسۡتَغۡفِرِ اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ کَانَ غَفُوۡرًا رَّحِیۡمًا
আর আল্লাহর নিকট ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। - সূরা নিসা : ১০৬
দ্বিতীয় আমল: আল্লাহর কাছে সর্বোত্তম মৃত্যুর জন্য দোয়া করা। যেমনটা হযরত ইউসুফ আ. করেছিলেন,
رَبِّ قَدۡ اٰتَیۡتَنِیۡ مِنَ الۡمُلۡکِ وَ عَلَّمۡتَنِیۡ مِنۡ تَاۡوِیۡلِ الۡاَحَادِیۡثِ ۚ فَاطِرَ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ ۟ اَنۡتَ وَلِیّٖ فِی الدُّنۡیَا وَ الۡاٰخِرَۃِ ۚ تَوَفَّنِیۡ مُسۡلِمًا وَّ اَلۡحِقۡنِیۡ بِالصّٰلِحِیۡنَ
হে আমার প্রতিপালক! তুমি আমাকে রাজত্ব দান করেছ, আর আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিখিয়েছ। আসমান যমীনের সৃষ্টিকর্তা! তুমিই দুনিয়ায় আর আখেরাতে আমার অভিভাবক, তুমি মুসলিম অবস্থায় আমার মৃত্যু দান করো এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো। - সূরা ইউসুফ : ১০১
তৃতীয় আমল: দ্বীনের ওপর অবিচল থাকা। আল্লাহ তাআলা বলেন,
الَّذِیۡنَ قَالُوۡا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسۡتَقَامُوۡا تَتَنَزَّلُ عَلَیۡهِمُ الۡمَلٰٓئِکَۃُ اَلَّا تَخَافُوۡا وَ لَا تَحۡزَنُوۡا وَ اَبۡشِرُوۡا بِالۡجَنَّۃِ الَّتِیۡ کُنۡتُمۡ تُوۡعَدُوۡنَ
যারা বলেঃ আমাদের রাব্ব আল্লাহ! অতঃপর অবিচল থাকে, তাদের নিকট অবতীর্ণ হয় মালাইকা (ফেরেশতা) এবং বলেঃ তোমরা ভীত হয়োনা, চিন্তিত হয়োনা এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও। - সূরা হা-মীম সাজদাহ : ৩০
চতুর্থ আমল: আল্লাহ তাআলা সম্পর্কে ভালো ধারণা পোষণ করা।
জাবির ইবনু ’আব্দুল্লাহ রা. সূত্রে বর্ণিত। তিনি বলেন,
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ قَبْلَ مَوْتِهِ بِثَلَاثٍ: قَالَ: لَا يَمُوتُ أَحَدُكُمْ إِلَّا وَهُوَ يُحْسِنُ الظَّنَّ بِاللَّهِ
আমি রাসূলুললাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তার মৃত্যুর তিন দিন পূর্বে বলতে শুনেছি, তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা পোষণ না করে মৃত্যু বরণ না করে। - আবু দাউদ: ৩১১৩
পঞ্চম আমল: তাকওয়া বা খোদাভীতি অর্জন করা। মহান আল্লাহ বলেন,
یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِنۡ تَتَّقُوا اللّٰهَ یَجۡعَلۡ لَّکُمۡ فُرۡقَانًا وَّ یُکَفِّرۡ عَنۡکُمۡ سَیِّاٰتِکُمۡ وَ یَغۡفِرۡ لَکُمۡ وَ اللّٰهُ ذُو الۡفَضۡلِ الۡعَظِیۡمِ
ওহে ঈমানদারগণ! তোমরা যদি আল্লাহকে ভয় কর তাহলে তিনি তোমাদেরকে ভাল ও মন্দের মধ্যে পার্থক্য করার শক্তি প্রদান করবেন, তোমাদের দোষ-ত্রুটি দূর করে দিবেন, তোমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ বড়ই অনুগ্রহশীল। - সুরা আনফাল: ২৯
ষষ্ঠ আমল: বেশি বেশি মৃত্যুর চিন্তা করা এবং দীর্ঘ জীবনের আশা পরিত্যাগ করা। আল্লাহ তাআলা বলেন,
کُلُّ نَفۡسٍ ذَآئِقَۃُ الۡمَوۡتِ ؕ وَ اِنَّمَا تُوَفَّوۡنَ اُجُوۡرَکُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ ؕ فَمَنۡ زُحۡزِحَ عَنِ النَّارِ وَ اُدۡخِلَ الۡجَنَّۃَ فَقَدۡ فَازَ ؕ وَ مَا الۡحَیٰوۃُ الدُّنۡیَاۤ اِلَّا مَتَاعُ الۡغُرُوۡرِ
প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর অবশ্যই কিয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে-ই সফলতা পাবে। আর দুনিয়ার জীবন শুধু ধোঁকার সামগ্রী। - সুরা ইমরান: ১৮৫
পরিশেষে রাসুলুল্লাহর ভাষায় মহান মালিক আল্লাহ আযযা ওয়া জাল্লার কাছে দোয়া করে নিচ্ছি।
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي وَأَعُوذُ بِكَ مِنَ الْغَرَقِ وَالْحَرَقِ وَالْهَرَمِ وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا
হে আল্লাহ! আমি আপনার কাছে চাপা পড়ে মৃত্যুবরণ হতে আশ্রয় চাই, আশ্রয় চাই গহ্বরে পতিত হয়ে মৃত্যুবরণ হতে, আমি আপনার নিকট হতে আশ্রয় চাই পানিতে ডুবে ও আগুনে পুড়ে মৃত্যুবরণ হতে এবং অতি বার্ধক্য হতে। আমি আপনার কাছে আশ্রয় চাই মৃত্যুকালে শয়তানের প্রভাব হতে, আমি আশ্রয় চাই আপনার পথে জিহাদ থেকে পলায়নপর অবস্থায় মৃত্যুবরণ করা হতে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই বিষাক্ত প্রাণীর দংশনে মৃত্যুবরণ হতে। - আবু দাউদ: ১৫৫২
-----------------------
#সুন্দর_মৃত্যুর_জন্য_৬_টি_আমল
#মাসুম_বিন_আব্দুল_আযিয #সুন্দর_মৃত্যুর_জন্য_৬_টি_আমল #রিমাইন্ডার #গোপন_নেক_আমল_দ্বীনে_দৃঢ়তার_পরিচায়ক #অন্ততের_কঠোরতা
সুন্দর মৃত্যুর জন্য ৬ টি আমল || MASUM BIN ABDUL AZIZ || POWERFUL REMINDER
গোপন নেক আমল দ্বীনে দৃঢ়তার পরিচায়ক || MASUM BIN ABDUL AZIZ || POWERFUL REMINDER
________________________________
#গোপন_নেক_আমল_দ্বীনে_দৃঢ়তার_পরিচায়ক
#রিমাইন্ডার #মাসুম_বিন_আব্দুল_আযিয #অন্ততের_কঠোরতা
গোপন গুনাহ কত জঘন্যতম ভয়াবহ || MASUM BIN ABDUL AZIZ || POWERFUL REMINDER
________________________________
#গোপন_গুনাহ_কত_জঘন্যতম_ভয়াবহ
Masum Bin Abdul Aziz #রিমাইন্ডার #মাসুম_বিন_আব্দুল_আযিয #অন্ততের_কঠোরতা
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Website
Address
Khagrachhari