Hilo Sere English

Hilo Sere English

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hilo Sere English, Education & Learning, Babuchara, Khagrachhari.

আমরা ইংরেজি শেখাই এবং পাশাপাশি ছাত্রছাত্রী ও অসহায় মানুষদের সাহায্য করি, যেন তারা ভালোভাবে জীবন গড়ে তুলতে পারে।
আপনাদের নিরন্তর ভালোবাসা ও সহযোগিতাকে সঙ্গী করে আমরা আরও অনেক দূর যেতে চাই। শিক্ষা ও সহমর্মিতার এই যাত্রায় আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি🙏

30/05/2025

🌧️ সর্বজনসাধারণের জন্য সতর্ক বার্তা:

⚠️ ভারি বৃষ্টিপাতের কারণে সতর্ক থাকুন!
🔹 প্রবল বর্ষণের ফলে জলাবদ্ধতা ও বন্যার আশঙ্কা রয়েছে।
🔹 ভূমিধসের ঝুঁকি থাকায় পাহাড়ি এলাকায় বসবাসকারীরা সতর্ক থাকুন।
🔹 অতিরিক্ত পানি প্রবাহের কারণে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হতে পারে।

🛑 যা করণীয়:
✔️ নিরাপদ আশ্রয়ে থাকুন ও প্রয়োজনীয় খাবার ও পানীয় সংগ্রহ করুন।
✔️ অনলাইনে আবহাওয়া আপডেট অনুসরণ করুন এবং সরকারি নির্দেশনা মেনে চলুন।
✔️ অপ্রয়োজনীয় বাহিরে যাওয়া এড়িয়ে চলুন এবং শিশু ও প্রবীণদের নিরাপত্তা নিশ্চিত করুন।

10/05/2025

একসময় যাদেরকে ছাড়া চলতো না, আজ তাদের সঙ্গে কোনো কথা হয় না।
ভুল বোঝাবুঝি নয়, হয়তো সময়ই বদলে দিয়েছে সব।
তবুও মনে পড়ে… খুব করে মনে পড়ে_______!!!

10/05/2025

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আজকের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। সময় একবার চলে গেলে আর ফেরত আসে না। তাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও। অলসতা নয়, কাজই হোক তোমার অভ্যাস।
শুধু সার্টিফিকেট পেলেই হবে না, দরকার গুণগত শিক্ষা। শেখা মানে শুধু মুখস্থ নয়, বরং বোঝা, প্রশ্ন করা, আর শেখা বিষয়কে কাজে লাগানো।
এখনকার যুগে ইংরেজি জানা অনেক দরকার। পড়াশোনা, চাকরি, কিংবা যোগাযোগ__ সব জায়গায় ইংরেজি লাগে। ভয় নয়, প্রতিদিন একটু একটু করে শেখো, চর্চা করো তবেই পারবে।

📣 আর যদি ইংরেজি শেখার আগ্রহ থাকে, তাহলে Hilo Sere English- আছে সবসময় তোমাদেরই পাশে।
সময়কে মূল্য দাও, ভালোভাবে শিখো, আর ইংরেজিকে বন্ধু বানাও — সাফল্য তোমারই হবে।

10/05/2025

🌍 ইংরেজি শেখা সময়ের দাবি!
📌যারা সময়ের গুরুত্ব বুঝে তাদের সন্তানদের ইংরেজি শেখাচ্ছেন__ "হিলো সেরে ইংলিশ" এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা!
আপনারা আপনার সন্তানকে একটি আলোকিত ভবিষ্যতের পথ খুলে দিচ্ছেন।💖🌺

যারা এখনো সন্তানদের ইংরেজি শেখাতে উদ্যোগ নেননি__এখনই উপযুক্ত সময়!

📌ইংরেজি কেন শেখাবেন❓

✅ উচ্চশিক্ষা ও স্কলারশিপের সুযোগ
✅ চাকরি ও ভালো ক্যারিয়ারের সম্ভাবনা
✅ আত্মবিশ্বাস ও স্মার্টনেস
✅ পৃথিবীর সঙ্গে যোগাযোগ সহজ

একটি ভাষা বদলে দিতে পারে একটি জীবনের গতিপথ।
"হিলো সেরে ইংলিশ" আপনার সন্তানের ভাষাগত ভবিষ্যৎ গড়তে পাশে আছে সবসময়।

আমাদের ঠিকানা : বাবুছড়া, নুও বাজার, দিঘীনালা উপজেলা, খাগড়াছড়ি।
📞 যোগাযোগ: 01617555728

Photos from Hilo Sere English's post 10/05/2025

📌নিখোঁজ সংবাদ | চট্টগ্রামে মেয়েটিকে কেউ জোর করে কোথাও নিয়ে গেছে |

রুনা চাকমা (বয়স ২৪) নামের এক তরুণী গত ৭ মে ২০২৫, বুধবার দুপুরে চাকরির উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিল। তার ডিউটি ছিল দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত।

কিন্তু সেই রাতের পর থেকে সে আর বাসায় ফেরেনি। খোঁজ নিয়ে জানা গেছে, যেই ফ্যাক্টরিতে সে কাজ করত, সেদিন সেখানে সে উপস্থিতই ছিল না__উপস্থিতির খাতায় তার নাম নেই।

মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কিন্তু এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে, তাকে কেউ জোর করে কোথাও নিয়ে গেছে।

নাম: রুনা চাকমা
পিতা: তন্তু চাকমা | মাতা: গুল্পনি চাকমা
গ্রাম: হারাঙ্গি | থানা: কাউখালী | জেলা: রাঙামাটি

যদি কেউ তাকে কোথাও দেখে থাকেন বা কোনো তথ্য জানা থাকে, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে:

📞 যোগাযোগ: 01575511778 (রুনার বড় ভাই)

🙏 সবাইকে অনুরোধ, দয়া করে পোস্টটি শেয়ার করুন।
একটি শেয়ারও অনেক সাহায্য করতে পারে।

Source: Komonika Changma

#নিখোঁজ #রুনা_চাকমা #রাঙামাটি

09/05/2025

ইংরেজি শেখা একটা যাত্রা__ভুল করবো, শিখবো, আবার বলবো। একদিন ঠিক বলবো। সেই দিনটা আর বেশি দূরে না! তোমরা এখনও শেখার পথে, কিন্তু থেমে নেই। Because slow progress is better than no progress. এগিয়ে চল, সাহস রেখে!💝💝🌺

09/05/2025

A short documentary of Babuchara Boi-Sa-Bi Fair Inauguration Ceremony 2025 in Dighinala, Khagrachhari. Inaugurated by the Chief of the Chakma Circle Barrister Debashish Roy, Chittagong Hill Track, Bangladesh.

09/05/2025

Fluency drill to improve English level.

09/05/2025

দিদি একজন সংগ্রামী মা এবং অসাধারণ পরিশ্রমী মানুষ।
উনার সততার মাধ্যমে উপার্জনের কাজটিকে আমি আন্তরিক শ্রদ্ধা জানাই। আমাদের পাহাড়ে হয়তো তিনিই প্রথম এই কাজের সূচনা করেছেন। এটা নিঃসন্দেহে সাহসিকতার একটি দৃষ্টান্ত।
তবে যদি ভবিষ্যতে আরও স্বাস্থ্যসম্মত কোনো খাবার বা উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়া যায়, তাহলে তা আমাদের সমাজের জন্য আরও ইতিবাচক প্রভাব ফেলবে।
আমার দৃঢ় বিশ্বাস, দিদি ভবিষ্যতে একটি সফল ও অনুকরণীয় উদ্যোগের প্রতীক হয়ে উঠবেন।

শুভকামনা দিদি! 💝💝

07/05/2025

২০১৯ সালে এক দল গবেষক প্রেডিকশন করেছেন ২০২৫ সালে ভারত - পাকিস্তানের মধ্যে পারমাণবিক যু*দ্ধ হবে। তবেই কি সেটি হতে চলেছে? এটি ভয়া বহ হতে যাচ্ছে। সত্যিই খুব খারাপ লাগছে🥺🥺








07/05/2025

ভারত-পাকিস্তানের মধ্যে এটি কি হতে যাচ্ছে?🥺 দেশের মধ্যেও শান্তি নাই আর পুরো বিশ্বেও শান্তি নাই।

07/05/2025

বাড়িতে রান্না করার জন্য লাকড়ি নাই- তাই জঙ্গলে গিয়ে খুঁজে নিয়ে আসলাম। ছেলেদের বলবো, যারা বাড়িতে থাকেন__ অবসর সময় পেলে এগুলো জঙ্গলে গিয়ে সংগ্রহ করে নিয়ে আসবেন। মায়েদের, বোনদের বা স্ত্রীদের রান্না করার জন্য অনেক উপকার হয়। বিশেষ করে যাদের বাড়িতে গ্যাসের চুলা ব্যবহার হয়না তাদের বলছি, ধন্যবাদ!

Want your school to be the top-listed School/college in Khagrachhari?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Babuchara
Khagrachhari
4420