
Bright Future - একাডেমিক & এডমিশন কেয়ার
Bright Future Education is an ideal guiding platform for the Secondary and Higher Secondary level.
Operating as usual

আজকের পরীক্ষা

মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমাদের যা যা করণীয় ও বর্জনীয়, একনজরে দেখে নাও।
❤️ সবার জন্য শুভকামনা রইলো।💖

আপনার লাইফ চেঞ্জ করতে কয়টা বই পড়া উচিৎ?
খুব বেশি না।
কেবল একটা ভালো নন-ফিকশন বইও আপনার জীবন বদলে দিতে পারে।
একটা বই। শুধু একটা। সেই বইয়ের প্রতিটা পাতায় এমন কিছু লুকিয়ে থাকতে পারে যা আপনার চিন্তার জগৎকে উল্টে পাল্টে দিতে পারে, আপনাকে নতুন করে ভাবতে শিখাতে পারে।
আমরা শিক্ষা প্রতিষ্ঠানে অনেক কিছু শিখি, কিন্তু সেই শিক্ষার সবটাই কি কাজে লাগে? একটা ভালো বই আপনার ৪ বছরের প্রাতিষ্ঠানিক পড়াশোনাকেও হার মানিয়ে দিতে পারে।
কিন্তু সমস্যাটা কোথায় জানেন?
জগতে বইয়ের সংখ্যা এত বেশি যে সঠিক বই বাছাই করাটা কঠিন। আবার ভালো বই যদি হাতে পেয়ে যানও, কিন্তু সেটা পড়ার পর ভুলে যান—তাহলে লাভ কী?
ভালো বইয়ের আসল রহস্য কী?
ভালো বই একবার নয়, বারবার পড়তে হয়। প্রতিবার পড়ার সময় নতুন কিছু শেখা যায়। আর শেখাটাকে যদি বাস্তবে কাজে লাগান, তখনই বইয়ের শিক্ষা আপনার জীবনে সত্যিকার অর্থে প্রভাব ফেলবে।
তাহলে কী বই পড়বেন?
আমি এখানে এমন কিছু বইয়ের তালিকা দিচ্ছি যা আপনার জীবন বদলে দিতে পারে। এই বইগুলো শুধুমাত্র পড়ার জন্য নয়, বুঝে বুঝে পড়ে বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য।
আপনার মাইন্ডসেট ঠিক করার জন্যঃ
১. Letter from the Stoic - Seneca
২. The Four Agreements - Don Miguel Ruiz
৩. 12 Rules for Life - Jordan B. Peterson
৪. Mindset - Carol S. Dweck
৫. The Alchemist - Paulo Coelho
৬. 7 Habits of Highly Effective People - Stephen R. Covey
আপনার হেলথ ঠিক রাখার জন্যঃ
৭. Outlive - Peter Attia
৮. Ikigai - Héctor García & Francesc Miralles
আর্থিক বুদ্ধিমত্তার জন্যঃ
৯. The Psychology of Money - Morgan Housel
১০. I Will Teach You to Be Rich - Ramit Sethi
১১. How to Get Rich - Felix Dennis
১২. Rich Dad Poor Dad - Robert Kiyosaki
১৩. Think and Grow Rich - Napoleon Hill
১৪. Economics in One Lesson - Henry Hazlitt
১৫. Tax-Free Wealth - Tom Wheelwright
১৬. What Every Real Estate Investor Needs to Know About Cash Flow - Frank Gallinelli
স্কীল ডেভেলপমেন্টের জন্যঃ
১৭. Traction - Gino Wickman
১৮. The Goal - Eliyahu M. Goldratt
১৯. $100M Offers - Alex Hormozi
20. Deep Work - Cal Newport
২১. The Compound Affects - Darren Hardy
২২. Atomic Habits - James Clear
মার্কেটিং বিষয়কঃ
২৩. $100M Leads - Alex Hormozi
২৪. Ogilvy on Advertising - David Ogilvy
একটা কথা সবসময় মনে রাখবেন—
জীবনে সফল হতে গেলে হাজার হাজার বই পড়া লাগবে না। কয়েকটা ভালো বই আর সেগুলোর শিক্ষা কাজে লাগালেই যথেষ্ট।
আজই শুরু করুন পড়া।
Collected

প্যারাগন মডেল স্কুল এন্ড কলেজ

PMSC

৫০% ছাড়ে ভর্তি চলছে!!
প্রিয় ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থী 🎱
👉সুন্দর জীবন গড়তে হলে সঠিক গাইডলাইন সর্বাধিক গুরুত্ব বহন করে। আমরা তোমাদের সুন্দর ভবিষ্যতের অংশীদার হয়ে তোমাদের জীবনকে সফলতার স্বর্ণশিখরে নিয়ে যেতে চাই🫶🫶
🌏 কিছুদিনের মধ্যেই তুমি তোমার জীবনের একটি নতুন অধ্যায়ে পদার্পণ করতে যাচ্ছো। এই সময়ে নিয়মিত ভালো অভ্যাস তৈরি করা এবং সঠিকভাবে পড়ালেখার চর্চা করাই ভবিষ্যতের ভিত্তি গড়তে সহায়তা করে। সিলেবাস অনুসরণ করে শিক্ষাবর্ষের প্রথম থেকেই পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করা উচিত। সেজন্য এখন থেকেই সময়ের সাথে তাল মিলিয়ে সময় বুঝে এবং গভীরভাবে বই পড়ার অভ্যাস গড়ে তোলাটাই গুরুত্বপূর্ণ।
💥 তাই সামগ্রিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে একঝাঁক অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী এবং সময়োপযোগী স্মার্ট সব সেবার সমন্বয়ে ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ব্রাইট ফিউচার একাডেমিক এন্ড এডমিশন কেয়ার আয়োজন করতে যাচ্ছে “একাডেমিক প্রোগ্রাম-২০২৫”💥
🌟 কোর্স এ যা যা থাকছে:
▪️সপ্তাহে ৬ দিন ক্লাস কার্যক্রম ও ১ দিন পরীক্ষা কার্যক্রম
▪️মাসিক মূল্যায়নের ভিত্তিতে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহমূলক
বৃত্তি প্রদান।
▪️অটো এসএমএস এর মাধ্যমে হাজিরা নিশ্চিত ও রেজাল্ট প্রদান।
▪️দুর্বল শিক্ষার্থীদের কাউন্সেলিং।
ভর্তি ফি- ২,০০০/-
🔥 ৩১শে জানুয়ারির মধ্যে ভর্তিতে থাকছে ৫০% ছাড়!!!
🌞 মাসিক বেতন-
▪️৬ষ্ঠ শ্রেনি- ১,৫০০/-
▪️৭ম শ্রেনি- ১,৭০০/-
▪️৮ম শ্রেনি- ২,০০০/-
▪️৯ম শ্রেনি-
বিজ্ঞান শাখা- ৩,০০০/-
মানবিক শাখা- ২,৫০০/-
ব্যবসায় শাখা- ২,৫০০/-
▪️১০ম শ্রেনি-
বিজ্ঞান শাখা- ৩,০০০/-
মানবিক শাখা- ২,৫০০/-
ব্যবসায় শাখা- ২,৫০০/-
🌻 সুতরাং আর দেরি না করে আজই চলে আসুন এবং নিজের আসনটি নিশ্চিত করুন।
🏠 শ্যামপুর বড়ইতলা শাখা:
শ্যামপুর বড়ইতলা (রেলওয়ে স্টেশন), কদমতলী, ঢাকা-১২০৪
☎️ +8801963945004
🏠 জুরাইন শাখা:
জুরাইন নতুন রাস্তা (মাজার গেইট), কদমতলী, ঢাকা-১২০৪
☎️ +8801518751449

নতুন ব্যাচে ভর্তি চলছে।

আলহামদুলিল্লাহ।
আমাদের দশম শ্রেনির ব্যাচ পূর্ণ হয়ে গেছে।
পরবর্তী ব্যাচে ভর্তি চলছে।

যে সকল শিক্ষার্থীরা এই পোষ্টটি শেয়ার করেছিলা, এবং যাদের কমেন্ট ২০+ পরেছে এবং লাইক ১০+ , পরেছে, তারা তাদের প্রোফাইলের পোষ্টটি শেয়ার করার অনুরোধ করছি।
[ আমরা অলরেডি কারো কারো এর সমপরিমাণ কমেন্ট দেখেছি,তাই এরকম লাইক,কমেন্ট হলে আমাদের সাথে পোষ্ট লিঙ্কটি শেয়ার করার অনুরোধ করছি, যাহাতে ১ম, ২য়, ৩য় সিলেকশনে সুবিধা হয় ]
কারো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করার অনুরোধ করছি এবং দু:খ প্রকাশ করছি সিলেকশনের সময়টি লেইট হওয়ার জন্য।
ধন্যবাদ...
https://www.facebook.com/100076197082425/posts/589021100314454/?app=fbl
ভর্তি মেলা..........!! ভর্তি মেলা..........!! ভর্তি মেলা..........!!
Paragon Model School & College এর ভর্তি মেলায় আপনি আমন্ত্রিত! 🎉
আমরা গর্বের সঙ্গে আয়োজন করছি একটি বিশেষ অভিভাবক মত বিনিময় সভা, যেখানে আমরা একসাথে আমাদের স্বপ্ন ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলবো। এই সভায় আপনি জানতে পারবেন আমাদের স্কুলের শিক্ষাদান পদ্ধতি, লক্ষ্য এবং নীতিমালা সম্পর্কে বিস্তারিত। আমাদের লক্ষ্য শুধু শিক্ষার্থীদের শিক্ষিত করা নয়, বরং তাদের প্রকৃত "Global Citizen" হিসেবে গড়ে তোলা।
আপনার সকল প্রশ্ন ও পরামর্শকে আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবো এবং আপনাদের সাথে সরাসরি আলাপচারিতার মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ গঠনে সহায়তা করবো।
🎒 একই দিনে থাকছে ভর্তি ফর্ম বিতরণের সুযোগ!
যারা আমাদের পরিবারের নতুন সদস্য হতে চান, তারা এই দিনেই ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন।
ইভেন্টের তারিখ ও সময়:
📅 ১০ ই নভেম্বর, ২০২৪, সকাল ১০ ঘটিকায়
স্থান:
📍 স্থান: শ্যামপুর বড়ইতলা, সিএনজি স্ট্যান্ড, কদমতলী, ঢাকা-১২০৪।
মোবাইল: ০১৭১৭৩৬৫৯১৯
আমাদের সাথে এই দিনটিকে স্মরণীয় করে তুলুন! আপনার উপস্থিতি আমাদের জন্য অনুপ্রেরণা, আর আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের সন্তানদের একটি আলোকিত ভবিষ্যৎ দিতে।
আমরা অপেক্ষায় আছি আপনাদের সাথে এই বিশেষ দিনটি কাটানোর জন্য! ❤️
ধন্যবাদান্তে,
প্যারাগন মডেল স্কুল এন্ড কলেজ

Memories with BFAC Family

...Notice...
আলহামদুলিল্লাহ নতুন বছরে আমাদের তিনটি নিউ ব্যাচ শুরু হতে যাচ্ছে।
৮ম শ্রেণি - ১৫ ই জানুয়ারি
বিকাল ৩ টায়
৯ম শ্রেণি
বিকাল ৪ টায়
১০ শ্রেণি
বিকাল ৩ টায়
আলাদা আলাদা দক্ষ শিক্ষকের মাধ্যমে সম্পূর্ণ কোর্স নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা হবে ইনশাআল্লাহ ।
কিছু দিনের মধ্যেই Class 6 & Class 7 এর নতুন ব্যাচ শুরু করা হবে।
তোমাদের ছোট ভাই-বোন থাকলে, অতি সত্তর অফিসে যোগাযোগ করার অনুরোধ রইলো।
অফিস খোলা থাকছে প্রতিদিন
সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
যোগাযোগ-
Shympur Branch-
01963945004
Jurain Branch-
01518751449

ধন্যবাদ সকল অভিভাবকদের।।।।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
শ্যামপুর বড়ইতলা, কদমতলী, ঢাকা-১২০৪
Jurain
1236