EACCH

EACCH

Share

Generation and Dissemination of Knowledge on Environment and Climate Change I Community Engagement I Leadership I Innovation

Operating as usual

03/09/2024

Md. Monoar Hossain Munna, a dedicated B.Sc. Ag. (Hons.) student at Patuakhali Science and Technology University (PSTU) in Potuakhali, Bangladesh, is set to participate in the prestigious UNICEF training program, "Youth Advocacy Champion: Strengthening and Supporting Young People-Led Advocacy in South Asia." This interactive training will be held in Kathmandu, Nepal, from September 2–6, 2024.

As an elegant Campus Ambassador for the Environment and Climate Change Hub (EACCH), Mr. Munna’s commitment to climate change, environmental issues, and leadership is truly inspiring. We are excited to see him bring his passion and dedication to this important platform.

Wishing you all the best, Mr. Munna! 🌍✨

31/08/2024

🎉 Exciting News! 🎉

We're thrilled to announce the inauguration of our EACCH Campus Ambassadors and EACCH Young Researchers for 2024-2025! 🌟 This year, we’re welcoming 11 outstanding youth from 10 universities across Bangladesh who will be making their mark as both campus ambassadors and young researchers. After an intense selection process from over 200 applicants, these remarkable students have earned their spots at EACCH.

Join us in celebrating their achievement and wishing them all the best as they embark on their journey to advance research in environmental issues, climate change, disaster management, and more. 🌍🌱

Here’s to a fantastic year ahead with these future leaders! 🚀🔬

Photos from EACCH's post 30/08/2024

Flood response activities in Cumilla.

29/08/2024

🌍 Since day one, Environment and Climate Change Hub (EACCH) has stood with flood-affected communities. In Bholain village, Cumilla, we extend heartfelt thanks to Mr. Moshiur Rahman and students from Raipura Govt. College, Narsingdi, for their invaluable support. Together, we distributed 1000 food bags to those in need. Special thanks to Shibbir Ahmed Tashfik for his local community coordination. Let’s continue working hard to alleviate the struggles of our flood-affected neighbors. 🙏

Photos from EACCH's post 29/08/2024

পাইকগাছার বন্যার্তদের সাথে কাজ করে এসে,
ভেবেছিলাম এসেই পরেরদিন লিখে সবার সাথে শেয়ার করবো, কিন্তু শরীর আর দিচ্ছিলো না। তাহলে বলি,

প্রথমত, মানুষের কষ্ট আর দিনযাপনের যে সীমাহীন দূর্ভোগ, তা বন্যা কবলিত এলাকায় না গেলে বুঝবেন না। পাইকগাছার নদীর পাড়ে ওয়াপদা বলে যে জায়গাটা সবাই জানে, ওইখানে প্রায় ৫৬ ঘর পরিবার নিয়ে আছে। এদের সবার বাড়িই বলা যায় এ বন্যার সময় থাকা অনুপোযোগী। কারো কারো প্রায় পুরো ঘরটায় পানির নিচে, কারো মাটির ঘর ভেংগে পরেছে। কিন্তু বেশ কিছু পরিবার এখনো যার যার বাড়িতে অবস্থান করছে, তাদের ঘরগুলো হয়তো একটু উচুতে বা ইটের। তাই বলে যে তারা ভালো আছে, তা না। আমার মনে হয়েছে, তারা বেশি কষ্টে আছে-এ কথাটায় একটু পরে আসছি।

এরপর ভালো লাগার যে ব্যাপারটা, প্রচুর ত্রাণ ইতিমধ্যে সেখানে গেছে, অনেক মানুষ দিনরাত কাজ করে যাচ্ছে। সুপেন্দু আর দুর্জয় নামের যে দুইজন ছেলের সাহায্যে আমরা কাজ করেছি, আমি তাদের স্যালুট জানাই। দুর্জয় ছেলেটা আমার সাথে সাথে বুক-গলা সমান পানি নেমে নেমে কাজ করে গেছে। মাত্র এইচ এস সি তে পড়ে ছেলেটা, কি কাজের স্পৃহা!

যারা ত্রাণ নিয়ে যাচ্ছে, অনেককেই দেখেছি নদীর পাড়ে গিয়ে নৌকা থামিয়ে ত্রাণ দিয়ে চলে আসতে। হয়তো এক এক জন করে নিয়ে গেছে আবার অন্য নৌকা দেখলাম স্থানীয় কোন একজনকে ৮০-৯০ প্যাকেট বুঝায় দিয়ে গেলো, যেনো সবাইকে দেয়া হয়। এটা আরেকটা ভুল। এটার কারণে দুইটা সমস্যা হচ্ছেঃ (১) ওয়াপদা বা বাধের উপর যারা আছেন, শুধু তারাই পাচ্ছেন, ভেতরে অনেক পরিবার আটকে আছে, তারা পাচ্ছেন না, (২) একজনকে যখন বিতরণের কাজ দেয়া হচ্ছে, সেখানে অসম বন্টন হচ্ছে।

বিদ্যালয়, কলেজ-তথা সেল্টারগুলোতে যারা আশ্রয় নিয়েছে, তারা সাহায্য পাচ্ছে, কিন্তু যারা গ্রামের ভেতরে ভেতরে ঘরবাড়িতে আটকে আছে বা লজ্জায় কারো কাছে চাইতে ও পারছে না-তারা বড় ঝামেলায় পরছে। আমি, এমরান, সাব্বির আর দুর্জয় প্রায় বুক সমান পানি পার হয়ে যখন একটা বাড়িতে পৌছায়, দেখি যে একজন মহিলা দরজ়ায় দাঁড়িয়ে আছে, তার একটা হাতে প্লাষ্টার। আসার সময় দুর্জয় বলছিলো, “স্যার, এই একটা বাড়িতে ত্রাণ দিতে পারার পর মনে হয়েছে, আমরা আসলেই ত্রাণ দিয়েছি”। যারা যাচ্ছেন বা যাবেন, যেখানেই যান, স্থানীয় লোকজনের সাহায্যে একটু ভেতরে ভেতরে গিয়ে দিয়ে আসতে পারলে ভালো হয়। এমরানের বাক্যে, এটাই তো এই কাজের সার্থকতা।

আপনি যখন কাজে যাবেন, আপনাকে একটু ঝুকি নিতে হবে, তাই নিজেকে সেভাবে প্রস্তুত রাখাটা দরকার। নৌকা থেকে নামতে গিয়ে, সবাই ভিজে যায়, তারপর ও পানি পার হয়ে হয়ে সবাই কাজ করে গেছে। এইযে কথাগুলা, এগুলা শুনতে যতটা সহজ, বাস্তব তার থেকে ও অনেক কঠিন। আপনি জানবেন না, কোথায় রাস্তা ভেঙ্গে গর্ত হয়ে গেছে, পা টিপে টিপে আগাবেন, যেহেতু ইলেক্ট্রিসিটি নাই-সন্ধ্যার পর গোটা এলাকা অন্ধকার। মোবাইলের আলোই আপনার ভরসা। রাস্তা ভেঙ্গে, পিচ উঠে গিয়ে এক বাজে অবস্থা, আপনাকে খালি পায়ে হাটতে হবে, পা ছিলে যাবে, ব্যাথা করবে, এরপরেও আপনাকে ৫-৬ কিলোমিটার বা তার থেকে বেশি পানির উপর দিয়ে হেটে যেতে হবে।

আমি এমন ও দেখলাম, শুধু ১৮০ প্যাকেট নৌকা থেকে নেমে কাদামাটি পথ পার হয়ে আরেকটা নৌকায় তুলা লাগবে দেখে, একটা ত্রাণবাহী নৌকা পাড়ে নামে নাই। আবার এটাও দেখলাম, দায়সাড়া গোছের ভাবে নদীর পাড়ে মানুষদের ডেকে দিয়ে চলে গেছে। কিন্তু আমি এটাও দেখলাম, কত কষ্ট করে ছেলেরা পিছলে পথে মাথায় বা কাধে করে প্যাকেট নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গাতে গেছে, কিভাবে না খেয়ে বা ব্যাথায় পেয়ে ও চুপ করে থেকে কাজ করে গেছে। আমি আরো দেখলাম কিভাবে কত হাসিমুখে মানুষের পাশে দাড়িয়েছে বা স্থানীয়ে মানুষজন আমাদের পাশে দাড়িয়েছে। আমাকে আন্দদিত করে যখন দেখি, ত্রাণ দিতে যাওয়া সবাই ভিন্ন ভিন্ন এলাকা থেকে আসলেও সবাই কিভাবে যেন ভাইবোন হয়ে এক পাল্লায় চলে আসে, কি সুন্দর দৃশ্য! ক্ষুধা, ক্লান্তি, শারিরীক কষ্ট তখন আর লাগে না।

কিছু অন্যরকম অভিজ্ঞতার কথা বলি,
কোথাও কোথাও নারীপুরুষরা নিজে থেকে কাজে সাহায্য করেছে। কিন্তু কষ্ট লেগেছে কিছু কিছু জায়গায় যখন তার বিনিময়ে টাকা চেয়েছে। আমি বলছিনা সবাই। এছাড়াও সত্যি বলতে এখনো কোথাও কোথাও নিজের লোকদের দেয়া বা ধর্মীয় ব্যাপারটা এখনো আমরা দেখেছি। এ ব্যাপারগুলা যেন ঝামেলায় রুপান্তরিত না হয়, সেদিকে খেয়াল করে ঠান্ডা মাথায় কাজ করে যেতে পারলে-সবাই সমান ভাবে সবকিছু পাবে।

আমার বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে, সবার একসাথে কাজের মধ্য দিয়ে আবার জেগে উঠবে। এর থেকে সুন্দর কিছু নাই। এর থেকে ভালো কিছু নাই।

-মোঃ আরিফ চৌধুরী
এক্সিকিউটিভ কোওর্ডিনেটর, এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ হাব।

24/08/2024

"বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসুন"
সাম্প্রতিক বন্যায় ফেনী,নোয়াখালী,কুমিল্লা সহ পার্শ্ববর্তী এলাকা মারাত্মক ভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে।এমতাবস্থায় মানবিক সাহা্য্যের জন্যে সকলে এগিয়ে আসুন।

বিকাশ:
01724619440- Sabbir
01533180684- Nishat
01736414172- Shadia

নগদ:
01518648069- Sabbir

রকেট:
01724619440- Sabbir

ব্যাংক:
Name: Sabbir Hossain
Account Number: 7017330758057
Dutch Bangla Agent Bank.

সার্বিক সহযোগিতায় : Environment and Climate Change Hub (EACCH)

24/08/2024

Md. Arif Chowdhury, Executive Coordinator of the Environment and Climate Change Hub, represented Bangladesh at the Climate Change Adaptation Summit 2024 in Nairobi.

In his plenary session, he highlighted crucial ecosystem restoration issues from a Bangladeshi perspective. He also discussed the issue regarding role of policymakers, communities, and youth.

23/08/2024

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ। প্রয়োজনীয় সহযোগিতার জন্য যোগাযোগ করুন জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা,

জেলা পুলিশ, নোয়াখালী
+8801320111898

জেলা পুলিশ, লক্ষ্মীপুর
+8801320112898

জেলা পুলিশ, ফেনী
+8801320113898

জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া
+880 1320-115898

জেলা পুলিশ, কুমিল্লা
+880 1320-114898

জেলা পুলিশ, চাঁদপুর
+880 13 2011 6898

জেলা পুলিশ, রাঙ্গামাটি
+8801320109898

জেলা পুলিশ, বান্দরবান
+8801320110898

জেলা পুলিশ, খাগড়াছড়ি
+8801320110398

জেলা পুলিশ, চট্টগ্রাম
+8801320108398

জেলা পুলিশ, কক্সবাজার
+8801320109398

জেলা পুলিশ, মৌলভীবাজার
+880 1320-120698

জেলা পুলিশ, হবিগঞ্জ
+880 1320-119698

Photos from EACCH's post 23/08/2024

এক নজরে নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাস

সোর্স: বন্যা তথ্য কেন্দ্র

22/08/2024

ফেনীর চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতি সম্পর্কে জরুরি যোগাযোগের জন্য ফেনীর এনডিসি, সেনা ও নৌবাহিনীর ফোন নম্বর দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার সই করা এক বিজ্ঞপ্তিতে এসব ফোন নম্বর দেওয়া হয়।

এতে বলা হয়েছে, ফেনীর বন্যা পরিস্থিতি সম্পর্কে প্রয়োজনে ফেনীর এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ (+8801713187304), সেনাবাহিনীর মেজর ফাহিম (+8801769333192) ও নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সাইফুলের (+8801769754103) সঙ্গে যোগাযোগ করা যাবে।

22/08/2024

ঘোষণা:
সম্পূর্ণ বিনা খরচে আমরা হেলিকপ্টার দিয়ে উদ্ধার করতে প্রস্তুত আছি। ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। শুধুমাত্র আবহাওয়া পরিস্থিতি একটু উন্নতি হলেই আমরা ফেনীর উদ্দেশ্যে রওয়ানা দিবো। এক্ষেত্রে আমাদের কিছু তথ্য দিয়ে সহযোগিতা করুন:
১, যেই ছাদে কোনো তার অথবা গাছপালা নেই, হেলিকপ্টার অবতরণ করতে পারে এমন ভবনের গুগল লোকেশন দিন।
২, ছাদের ছবি ও ভিডিও দিন।
৩, ওই ভবনে কতজন আটকা আছেন, সেই তালিকা দিন। (কতজন পুরুষ, কতজন মহিলা এবং কতজন শিশু বিস্তারিত তথ্য দিন)
৪, আটকেপড়াদের মধ্যে মোবাইল বুঝেন এবং দায়িত্ববান এমন কেউ থাকলে তার নাম্বার দিন।
৫, ছাদে কোনো লাল কাপড় টানিয়ে দিন। (যাতে আমরা উপর থেকে দেখে বুঝতে পারি)

নোট: যেহেতু এই জরুরী মুহূর্তে নিরাপত্তার জন্য কোনো পুলিশ বা আমাদের প্রটোকল টিম হেলিকপ্টার অবতরণ স্থানে পাঠানো সম্ভব না, তাই এখন আপনাদের থেকেই আমরা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছি। কোনো ভাবেই নিরাপত্তা বিঘ্নিত করা যাবেনা। তাহলে আপনার একার কারণে আমাদের উদ্ধার অভিযান বন্ধ হয়ে যাবে। আশাকরি আপনারা আমাদের সহযোগিতা করবেন।

শুধুমাত্র হোয়াটসঅ্যাপে উপরের তথ্য দিন। এছাড়া কেউ অহেতুক কল দিবেন না এই মুহূর্তে প্লিজ:
+8801849920409
+8801797577533

আল্লাহ সবাইকে নিরাপদ রাখুক। আমিন

সোর্স: প্রবাসীর হেলিকপ্টার

22/08/2024

বাংলাদেশ সেনাবাহিনী বন্যা নিয়ন্ত্রণ টিম:

১। নোয়াখালী
০১৭৬৯-৩৩১৫১৯
০১৭৬৯-৩৩১৫২০
২। চাঁদপুর
০১৮১৫-৪৪০৫৪৩
০১৫৬৮-৭৩৪৯৭৬
৩। ফেনী
০১৭৬৯-৩৩৫৪৬১
০১৭৬৯-৩৩৫৪৩৪
৪। লক্ষীপুর
০১৭২১-৮২১০৯৬
০১৭০৮৭৬২১১০
৫। কুমিল্লা
০১৩৩৪-৬১৬১৫৯
০১৩৩৪-৬১৬১৬০

ত্রাণ এর চেয়ে মানুষ বাচানোই এখন বেশি জরুরী।

22/08/2024

বন্যাকবলিত এলাকার উদ্ধারকাজ বিষয়ে সেবা গ্রহণের জন্য

22/08/2024

বন্যার্তদের সহায়তায় যোগাযোগের নম্বর

22/08/2024

বন্যাদুর্গত কারো নৌকা স্পিড বোট প্রয়োজন হলে যোগাযোগ করুন। এছাড়া কোথাও উদ্ধারের প্রয়োজন হলেও তথ্য দিয়ে সহযোগিতা করুন।

🔴 জরুরি প্রয়োজনে কল করুন (স্পিড বোট বা অন্য যেকোনো কিছু)

★UNO PARSHURAM- 01713187316
★UNO FULGAZI:- 01713186315
★SENA BAHINI:- 01769335461, 01769335434
★RESCUE TEAM ARFAT-01836-889812
★স্পিড বোট,ছাগলনাইয়া -০১৬৩৭১১৯৩৯০(ফয়সাল)
★JASHED - 01818521000
★JOYNAL - 01818746542
★SHOWRAB SHAKIL- 01843-720516
★MIZAN- 01609430285
★SAIKAT- 01831588759
ছাগলনাইয়া 01644364349
ছাগলনাইয়া 01615414520
মোঃফোরকান -01818738984
আরাফাত হোসেন-01829260044
নাদের চৌধুরী -01690-028474
মীর হোসাইন হৃদয় -01875-149204
মাহেদী হাসান -01766-046785
জিয়াউর রহমান ফারুকী 01820746314(ফুলগাজী)
আবদুর রহমান -01887954818(ফুলগাজী)
আসাদুল ইসলাম -01402933308(পরশুরাম)
ওমর ফারুক -01822789872(ছাগলনাইয়া)
মেহেদী হাসান -01865445795(ছাগলনাইয়া)

Want your school to be the top-listed School/college in Jessore?

Click here to claim your Sponsored Listing.

Environment and Climate Change Hub

This platform is working to build the young generation with excellent research skills and other associated personal improvement qualities. Also, this hub is performing as a knowledge-sharing site, where youth from different countries are engaged regarding the environment, climate change, disaster management, and other related fields.

Videos (show all)

🌍 Since day one, Environment and Climate Change Hub (EACCH) has stood with flood-affected communities. In Bholain villag...
"Research and Study Talk"- Higher Study in the USA: Communication and Journalism
During our visit to Batiaghata Upazila in Khulna district, Bangladesh, we met Sivaji, who has been engaged in agricultur...
Dr. Mashrekur Rahman, Incoming Postdoctoral Scholar, Sustainable Agricultural Research Systems Unit, United States Depar...
🌍🌱 Let's hear from Nishat Otosy Islam, a final-year student from the Department of Climate and Disaster Management at Ja...
World Environment Day 2024It is time to take collective actions all over world. Like the young people in Bangladesh, you...
World Environment Day 2024Ananna Deb, Programme Assistant  Population, planning & research from UNFPA-Bangladesh shared ...
World Environment Day 2024Mr. Nazmul Nahid, a Business Development Manager by profession believed that by restoring our ...
World Environment Day 2024
Higher Study in the USA: Prospects of ‘Social Work'
Scenarios of water extend detected from Radar Imagery just after the Cyclone Remal passed through the coastal regions of...

Location

Website

Address


Jessore