সুপ্রিয় অভিভাবক,
১) বিরূপ আবহাওয়ার জন্য Aponjon Model Academy আপাতত বন্ধ থাকছে।
২) বাচ্চাকে বাইরে না বের করতে চেষ্টা করবেন।
৩) বাচ্চাকে গরম রাখুন এবং কোনোভাবে ঠান্ডা লাগাবেন না।
৪) দিনে একবার কুসুম গরম পানিতে গোসল করাবেন। গোসল বন্ধ করবেন না।
৫) পর্যাপ্ত পানি খাওয়াতে ভুলবেন না।
৬) প্রচুর ভিটামিন সি বা টক জাতীয় ফলমূল খাওয়াবেন।
৭) বাচ্চার কোনোরকম পেট ব্যথা যেন আমাশয়ে রূপান্তরিত না হয়– এই বিষয়টি গুরুত্বের সঙ্গে খেয়াল রাখবেন।
৮) সমস্ত পরিবার সাবধানে থাকবেন। কোনোরকম ঠাণ্ডা লাগতে দেবেন না।
৯) সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে অসহায় ব্যক্তিদের জন্য দোয়া এবং যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। শীঘ্রই আবার দেখা হবে ইন শা আল্লাহ। ততক্ষণ পর্যন্ত ফি আমানিল্লাহ।
Aponjon Model Academy
Aponjon Model Academy
Operating as usual
দানবীর হাজী মোঃ মহসীন মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি ২০২২ পরীক্ষার্থীসহ সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা।
এসএসসিতে এবার যশোর শিক্ষা বোর্ডে ১ লাখ ৭০ হাজার ৩৭৭ পরীক্ষার্থী।
যশোর বোর্ডের শিক্ষার্থী'দের জন্য শুভ কামনা।
আগামীকাল ০৯ আগস্ট ২০২২ তারিখ পবিত্র "আশুরা" উপলক্ষ্যে একাডেমির সার্বিক কার্যক্রম বন্ধ থাকবে এবং ১০ আগস্ট ২০২২ তারিখ থেকে সার্বিক কার্যক্রম চলমান থাকবে।
পবিত্র রমজান মাসে শুক্রবার ও শনিবার বিদ্যালয় বন্ধ থাকবে।(প্রধান শিক্ষক) আপনজন মডেল একাডেমী, মুরলী, যশোর।
আগামী ০৫ জানুয়ারী-২০২২ ইং রোজ বুধবার ১১ নং রামনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষ্যে আপনজন মডেল একাডেমী, আপনজন কম্পিউটার একাডেমী ও শিওর সাকসেস কোচিং সেন্টারের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
তবে শুধু মাত্র বিশেষ ব্যবস্থায় অফিসিয়াল কার্যক্রম (ভর্তি) চালু থাকবে।
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হলো : কৃতকার্য ও অকৃতকার্য সকল কেই অভিনন্দন, যারা অকৃতকার্য হয়েছো তোমরা আগামী বার জিপিএ ৫ পাবে এই আশা রাখি আর যারা কৃতকার্য হয়েছো তারা, জীবনে ষফলতার পাশাপাশি দেশ ও জাতির কল্যানে কাজ করে যাবে এই প্রতাশ্যা তোমাদের কাছে, আপনজন মডেল একাডেমী থেকে তোমাদের স্যার মোঃ মোকাররম হোসেন।
জাতি গঠনে শিশু শিক্ষা
আপনজন মডেল একাডেমী, মুড়লী মোড়, পূর্ব পাড়া (মাস্টার পাড়া) তে জরুরী ভিত্তিতে প্রে থেকে পঞ্চম শ্রেনীর পাঠদানের জন্য ও দ্বিতীয় থেকে দশম শ্রেনী পর্যন্ত কোচিং ক্লাস নেওয়ার জন্য কিছু সংখক শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে-যোগাযোগ-01711324691 (বেতন আলোচনা সাপেক্ষে)
নারী অধিকার প্রতিষ্ঠায় বেগম রোকেয়া পদক -২০২১ এ চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন যশোর জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আগামী ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস ও বেগম রোকেয়া পদক ২০২১ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ওই দিন সকাল ১০ টায় গণভবন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠানে যোগ দেবেন।
অভিনন্দন অর্চনা দিদি।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Website
Address
Muruli
Jessore
7400
Terokhada Khulna
Jessore
Arnob's Pro learning is a page about education .it provides students Educational tips and tricks ,Ex
Arabpur Dighirpar, Sadar, Jashore
Jessore, 7400
"তানযীমুল উম্মাহ" কুরআন ও সুন্নাহভিত্?
Village/Matikumra, Post/Matikumra
Jessore, 7400
Educational Institutation.
Jessore, Khulna
Jessore, 7400
This is Freelancer Sohel. I am Web Designer and Digital Marketing Expert. I am working on Upwork, Fiver, and Out of Marketplace. If You Want to be a Professional Freelancer Stay tuned to my page.
Enaurpur Road
Jessore, 7440
Improving the quality of education by conducting online classes.
Vola Tank Road
Jessore, 7400
Naba Kishalay School, Jashore নব কিশলয় স্কুল,যশোর
Jashore University Of Science And Technology, Shadhinota Sharak
Jessore, JASHORE-7408
This is the official page of BCS Preparation.📖📚📈 Here, you will get the best preparation