
অথবা যোগাযোগ
01850 920 331
Page of Jamia
Operating as usual
অথবা যোগাযোগ
01850 920 331
Alhamdulillah
ইবতিদাইয়্যাহ তে দুই জন বিত্তি পেয়েছে।
ধলপুর নারিকেল বাগান তা'লিমুল কুরআন ওয়াস সুন্নাহ্ বালিকা মাদরাসার জন্য একজন আলেমা শিক্ষকা প্রয়োজন।
হাফেজা হলে অগ্রাধিকার পাবে।
🔖 মাদরাসা সম্পূর্ন অনাবাসিক।
🔖 ক্লাস ১শিফট সকাল ৭/৮টা থেকে দুপুর পর্যন্ত
🔖 ২য় শিফট মাগরিবের পর থেকে ইশা পর্যন্ত।
🔖 বিবাহিত হলে স্বামীর রাত্রিযাপনের সুজুগ থাকবে।
বিস্তারিত জানতে প্রথম কমেন্ট দেখুন!
ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টারে অবস্থিত দারুল উলুম খলাপাড়া হাফিজিয়া মাদ্রাসায় এই মুহূর্তে একজন হাফেজ সাহেব আবশ্যক।
বেতন-ভাতা আলোচনা সাপেক্ষ।
(সর্বনিম্ন আট হাজার থেকে সর্বোচ্চ পনের হাজার টাকা পর্যন্ত)
মাদ্রাসায় বর্তমান ছাত্র সঙ্কট তাই উস্তাদের সঙ্গে ছাত্র থাকলে অগ্রাধিকার পাবেন।
যোগাযোগ- 01924-867450
আসুন ম্যাসেজটি বেশি বেশি শেয়ার করে নেকের কাজে শরিক হই।
যোগযোগ:
0192-486 7450 (মুদিরুল জমিআ)
01850-920331
01601-920331
যে সকল তালিবে ইলম ভাইয়েরা ঢাকায় ভর্তির জন্য এসে পেরেশানিতে আছেন, তাদের জন্য সুখবর!
আহলান সাহলান!
জামি’আতুল ইহসান ঢাকা।
যোগাযোগ:
+8801924867450
+8801886608021
আলহমদুলিল্লাহ!
জামিয়ার নাহবেমীর জামাতের ছাত্রদের ঈর্ষণীয় রেজাল্ট।
এ‘লান........
https://www.facebook.com/1701169850102695/posts/3243589232527408/?app=fbl
কিতাব বিভাগের জন্য শিক্ষক নিয়োগের প্রথমিক নির্বাচন সম্পন্ন । দয়া করে কেউ কিতাব বিভাগে খেদমত এর জন্য নতুন করে যোগাযোগ করবেন না।
জামি’আতুল ইহসান ঢাকা
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
নিম্নোক্ত পদে শিক্ষক আবশ্যক:
📌 ইফতার নেগরান আবশ্যক
🎓📝 শিক্ষাগতা যোগ্যতা:
ইফতা ও দাওরায়ে হাদীসে কমপক্ষে জাঃ জিঃ হতে
হবে। ( মুমতাজ এবং তাখাসসুস ফিল আদব পড়ুয়া হলে অগ্রাধিকার পাবে।)
উল্লেখ্য যে, এখানে ছাত্রদের ফাতওয়া দেখার জন্য পৃথক মুশরিফ রয়েছে। নেগরানের কাজ হবে ছাত্রদেরকে পড়া-শুনায় ব্যস্ত রাখা। কিতাব বিভাগেও তার দরস থাকবে।
💡💎 অভিজ্ঞতা: অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে ।
📌হিফজ বিভাগে ১জন।
🎓📝 শিক্ষাগতা যোগ্যতা
১। হিফজের পাশাপাশি হুফ্ফাজের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে।
২। দাওরায়ে হাদীস পাশ
ও মশক করানোর উপর পারদর্শী হলে
অগ্রাধিকার।
💡💎 অভিজ্ঞতা;
১। অভিজ্ঞতা থাকতে হবে।
২। হদর তেলাওয়াতের উপর দক্ষ হতে হবে।
৩। বিবাহিত হতে হবে।
📢 আগ্রহী প্রার্থীগণ প্রয়োজনীয় সনদপত্র সহ সরাসরি মাদ্রাসায় উপস্থিত হওয়ার অনুরোধ করা হল।
🗓️ সাক্ষাতের তারিখ: ২১ ই রমাদান/ ১৭ এপ্রিল ২০২২ ইং রোজ শনবার এবং এই তারিখে নিয়োগ গ্রহণ সম্পন্ন না হওয়ার প্রেক্ষিতে পরবর্তি সাক্ষাত ৭ই শাওয়াল/৯ ই মে ২০২২ ইং রোজ সোমবার।
🔖বেতন ও অন্যান্য সুবিধা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।
(মান সম্মত হবে ইনশাআল্লাহ)
🛣️🛤️ যাতায়াত:
সায়দাবাদ জনপদ মোড় (গোল চত্বর সংলগ্ন) বাইতুল আবরার জামে মসজিদের পাশে, কমর উদ্দিন সরদার মসজিদের উপরে।
☎️ যোগাযোগ:
মুফতী মুস্তফা কাসেমী
মুহতামিম, অত্র মাদ্রাসা
01924-867850
কিতাব বিভাগের জন্য শিক্ষক নিয়োগ আপাতত স্থগিত রাখা হয়েছে।
নতুন নোটিশ আসছে...
জামি’আতুল ইহসান ঢাকা
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
নিম্নোক্ত পদে শিক্ষক আবশ্যক:
📌 কিভাব বিভাগে ২ জন।
🎓📝 শিক্ষাগতা যোগ্যতা:
দাওরায়ে হাদীসে কমপক্ষে জাঃ জিঃ হতে
হবে। (দাওরায়ে হাদীসে মুমতাজ, তাখাসসুস ফিল
ইফতা এবং তাখাসসুস ফিল আদব পড়ুয়া হলে অগ্রাধিকার পাবে।)
💡💎 অভিজ্ঞতা: কমপক্ষে ১/২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে ।
📌হিফজ বিভাগে ১জন।
🎓📝 শিক্ষাগতা যোগ্যতা
১। হিফজের পাশাপাশি হুফ্ফাজের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে।
২। দাওরায়ে হাদীস পাশ অগ্রাধিকার দেয়া
হবে।
(মশক করানোর উপর পারদর্শী হলে
অগ্রাধিকার)
💡💎 অভিজ্ঞতা;
১। কমপক্ষে ১/২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
২। হদর তেলাওয়াতের উপর দক্ষ হতে হবে।
৩। বিবাহিত হতে হবে।
📢 আগ্রহী প্রার্থীগণ প্রয়োজনীয় সনদপত্র সহ সরাসরি মাদ্রাসায় উপস্থিত হওয়ার অনুরোধ করা হল।
🗓️ সাক্ষাতের তারিখ: ১৫ ই রমাদান/ ১৭ এপ্রিল ২০২২ ইং রোজ রবিবার এবং এই তারিখে নিয়োগ গ্রহণ সম্পন্ন না হওয়ার প্রেক্ষিতে পরবর্তি সাক্ষাত ৭ই শাওয়াল/৯ ই মে ২০২২ ইং রোজ সোমবার।
🔖বেতন ও অন্যান্য সুবিধা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।
(মান সম্মত হবে ইনশাআল্লাহ)
🛣️🛤️ যাতায়াত:
সায়দাবাদ জনপদ মোড় (গোল চত্বর সংলগ্ন) বাইতুল আবরার জামে মসজিদের পাশে, কমর উদ্দিন সরদার মসজিদের উপরে।
☎️ যোগাযোগ:
মুফতী মুস্তফা কাসেমী
মুহতামিম, অত্র মাদ্রাসা
01924-867850
জামি’আতুল ইহসান ঢাকা এর
ভর্তি বিজ্ঞপ্তি: সীমিত #কোটা য় নিম্নোক্ত বিভাগ সমূহে ভর্তি চলছে।
বিভাগ সমূহ: নূরানী, নজেরা, আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ। কিতাব বিভাগ (খুসুসী–কাফিয়া) ইফতা বিভাগ (এক বছর মেয়াদী)।
📢📢নূরানী বিভাগের বৈশিষ্ট্য📢📢
[১] দ্বীনি শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষার প্রতি পূর্ণ গুরুত্বারোপ।
[২] সৃজনশীল পদ্ধতিতে যুগপোযোগী পরিকল্পিত সিলেবাস ভিত্তিক পাঠদান।
[৩] নিয়মিত ক্লাস পরীক্ষা সাপ্তাহিক, মাসিক ও মডেল টেস্ট এর মাধ্যমে পাঠোন্নয়ন।
[৪] সুন্দর হস্তলিপি প্রশিক্ষণের পদক্ষেপ।
[৫] কোন প্রকার শারীরিক ও মানসিক অমূলক শাসন ব্যাতিরেকেই স্নেহময়ী পরিবেশে পাঠদান।
[৬] খুবই অল্প সময়ে আরবী হরফ চেনা ও বিশুদ্ধ উচ্চারণসহ মাসনুন দুআ, হাদীস ও তাজভীদ শিক্ষাদান।
[৭] সাময়িক ও বার্ষিক পরীক্ষা গ্রহণের পর ফলাফল অভিভাবকের হতে প্রদান।
📢📢হিফজ বিভাগের বৈশিষ্ট্য📢📢
[১] আন্তর্জাতিক হিফজ মাদ্রাসার নিয়ম অনুসরণ।
[২] অভিজ্ঞ ক্বারীর মাধ্যমে কেরাত প্রশিক্ষণ।
[৩] সম্পূর্ণ নিরিবিলি মনোরম ও আমলী পরিবেশে যত্নের সাথে শিক্ষার্থীদের পাঠদান।
[৪] আদর্শ দক্ষ শিক্ষকমন্ডলি দ্বারা পাঠদান।
[৫] শিক্ষার্থীদের পুরস্কারের মাধ্যমে পড়াশোনার প্রতি আগ্রহী করে গড়ে তোলা।
[৬] মানসম্মত ও স্বাস্থ্যকর তিন বেলা খাবার।
[৭] ক্লাস ভিত্তিক প্রতিযোগিতামূলক পড়াশোনার মনোভাব তৈরি করন।
📢📢কিতাব বিভাগের বৈশিষ্ট্য📢📢
[১] দৈনিক মুকালামা, সাপ্তাহিক বক্তৃতা (আরবি-বাংলা)
[২] কিতাব খানায় আরবীর উপর বিশেষ গুরুত্বদান
[৩] রোযনামচা (আরবি-বাংলা)
[৪] হাফেয ছাত্রদের হিফয ইয়াদ রাখতে শুনানী, এবং গাইরে হাফেযদের আমলের সূরা হিফযযকরণ।
[৫] বিষয়ভিত্তিক হাদীস মুখস্তকরণ।
[৬] সাপ্তাহিক তরবিয়তী বয়ান।
[৭] হাতের লেখা প্রশিক্ষণ।
[৮] সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা।
[৯] আরবী বাংলা দেয়ালিকা।
📢📢ইফতা বিভাগের বৈশিষ্ট্য📢📢
[১] কুরআন ও হাদীস থেকে যুগ জিজ্ঞাসার সমাধানে মৌলিক নীতিমালার পাঠদান।
[২] সরাসরি আরবি ফাতাওয়া থেকে তথ্য সংগ্রহের যোগ্যতা অর্জন।
[৩] কম্পিউটার ও ইংরেজি কোর্স ।
[৪] বিষয় ভিত্তিক কোরআন ও হাদীসের নস মুখস্ত করা।
[৫] সমসাময়িক বিষয়ের ওপর পর্যাপ্ত তামরীন।
[৬] সার্বক্ষণিক দক্ষ আসাতিযায়ে কেরামের তত্ত্বাবধানে দরস, ও মুতালা’আর সুব্যবস্থা।
[৭] দেশ বরেণ্য মুফতিয়ানে কেরামের মাধ্যমে নিয়মিত বিশেষ দরস ও মুহাজারা।
[৮] ভূমি জরিপ কোর্স
[৯] আধুনিক লেনদেন ও মাসআলা মাসায়েলের উপর বিশেষ প্রশিক্ষণ।
যাতায়াত: সায়দাবাদ জনপদ মোড় (গোল চত্বর সংলগ্ন) বায়তুল আবরার জামে মসজিদের পাশে, কমর উদ্দিন সরদার মসজিদের উপরে।
যোগাযোগ:
মুফতী মুস্তফা কাসেমী (মুদিরুল জামিআ)
+8801924867450
২০২২ ঈসায়ী/১৪৪৩ হিজরী সনের রোজার ক্যালেন্ডার..
খতমে নবুয়াত বিষয়ক মুহাজারা।
তাদের ভ্রান্ত দলিলের উচিত জবাব দেওয়ার কৌশল, তারা যেনো আপনাকে সহজে গায়েল করতে না পারে, সে পদ্ধতি সম্পর্কে সম্মক ধারণা পাবেন। ইন শা আল্লাহ্
তাই সাস্থ্য বিধি মেনে চলে আসুন। অন্যকে আসতে উৎসাহিত করুন।
আপনাদের উপস্থিতি কামনা করছি