ঈশ্বরদীতে উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত সকল শিক্ষার্থীকে ৩টি ফ্রি ক্লাস করার আহ্বান করা হলো...
সেপ্টেম্বর ২০২৪ থেকেই শুরু হচ্ছে HSC 1st year এর (বেসিক লার্নিং কোর্স ব্যাচ) ও HSC 2nd year এর (ফাইনাল প্রিপারেশন ব্যাচ)।
টার্গেট A+, প্রতি ব্যাচে আসন সংখ্যা সর্বোচ্চ ১২ জন।
ঠিকানা: Abir's Achiever , ঈশ্বরদী সরকারি কলেজ মসজিদের সামনে ৩য় তলা, 01726583343।
Abir's Achiever
Learn & Lead
Operating as usual

কি ভয়াবহ বন্যা এবার!!!
আল্লাহ সবাইকে রক্ষা করুন।
চাকরির বয়স ৩৫ হলে অনেকে যেমন উপকৃত হবে তার পাশাপাশি ২টা বিষয় আমাকে ভাবায়।
১.আমার মতো ২৬-২৮/২৯ বছর বয়সীরা কি ৩৪/৩৫ বছর বয়সী অভিজ্ঞদের সাথে প্রতিযোগীতায় টিকবো??? যদি না টিকি, তাইলে আমাদেরও তাদের বয়সে গিয়ে চাকরি হওয়ার সম্ভাবনাই বেশি💔
২.ইসলামী চেতনা থেকে আমাদের অভিভাবকদের মধ্যে সামাজিক চেতনার প্রভাব বেশি।১৮/২০ বছরে বয়সে পরিণত যুবক যুবতী হলেও চাকরির বাজারের প্রভাবে বিয়ে হতে ৯০% দের ৩০/৩২ হয়ে যায় বয়স।চাকরির বয়স ৩৫ হলে এ অপেক্ষা আরো বাড়বে,আরো প্রতিষ্ঠিত হয়ে বিয়ে এমন মানসিকতার মাঝে ছেলে মেয়েরা বিয়ের আগেই অনেক জাস্ট ফ্রেন্ড পার করে দিবে🙂
(ব্যক্তিগত ধারণা)
স্বাধীন হওয়ার সাথে সভ্য হওয়াটাও দরকার,দেশের মানুষ বিজয় উল্লাসের চেয়ে বেশি লুটতরাজ ও ধ্বংসলীলা শুরু করলো।
এজন্যই বোধ হয় ছোট বেলায় পড়েছিলাম, "স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন"।

একাদশ শ্রেণিতে ভর্তির সময়সীমা বৃদ্ধি। বিস্তারিত ছবির নোটিশে।

২০২০ এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাস,
২০২১ এইচএসসি পরীক্ষার্থীদের ৩টি বিষয়ে পরীক্ষা
২০২২ এইচএসসি পরীক্ষার্থীদের ৫০ মার্ক এর পরীক্ষা
২০২৩ এইচএসসি পরীক্ষার্থীদের ICT তে ৫০ মার্ক
২০২৪ এইচএসসি পরীক্ষার্থীদের মাত্র ১৪ মাস,আর পূর্ণ ১০০ মার্ক,চ্যালেন্জ একসেপ্ট করা HSC 24 ব্যাচের জন্য Abir's Achiever এর পক্ষ থেকে শুভকামনা ❤️
If our education system teach also,people won't leave their parents at old age home
Hope is the thing that keeps us moving forward after a hundred failures

অনার্স ২য় বর্ষের জন্য ৩ মাস মেয়াদি ইংরেজি স্পেশাল ব্যাচে ভর্তি চলছে।
যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ২য় বর্ষে অধ্যয়নরত,তাদের অনেকেরই দেখা যায় ইংরেজি নিয়ে সমস্যা হয়, হয়তো পড়ার মতো ব্যাচ বা স্যার পায়না অথবা পাশ না করতে পেরে আবার পরের বার দেয়া লাগে।তাদের জন্য এই স্পেশাল ব্যাচটি রাখা হয়েছে স্বল্প কোর্স ফি ও সময়ে ইংরেজিতে ভালো করার জন্য।
যোগাযোগ : আবির হাসান সিয়াম
Abir's Achiever,ঈশ্বরদী সরকারি কলেজের সামনে, ৩য় তলা, 01726583343
SSC 24 ব্যাচের সকল কৃতকার্য ছাত্রছাত্রীকে জানায় অভিনন্দন। পয়েন্ট কতো এসেছে সেটা নিয়ে টেনশন না করে এইচএসসি এর পড়া শুরু করে দাও কারণ এইচএসসি তে সময় কম।ভর্তির সময় কলেজ নিয়ে মাতামাতি করো নাহ,নিজে না পড়লে ভালো কলেজ তোমার এইচএসসি মার্কশীটটা চেঞ্জ করে দিবে নাহ।
আর যারা কোন কারণ বশত অকৃতকার্য হয়েছো,তাদের বলি,জীবনে কোন না কোন বিষয়ে ২য় চান্সই বেশি সফল করে,তুমি নাহয় এটাকেই ২য় চান্স হিসেবে নিলে।এবার GPA 2/3 পাওয়ার চেয়ে ৮ মাস পড়ে ৫ পেয়ে দেখাও।

সীমিত কোর্স ফি তে Hsc 24 short course ব্যাচে ভর্তির সময় প্রায় শেষের দিকে,আগামী ৭ দিনের মধ্যে সবাই ভর্তি হয়ে যাও।
যোগাযোগ : আবির হাসান সিয়াম (০১৭২৬৫৮৩৩৪৩)
আসসালামু আলাইকুম
আমাদের প্রতিষ্ঠানে প্রতি ব্যাচে সীমিত আসনে ছাত্রছাত্রী ভর্তি চলছে।
আমাদের বৈশিষ্ট্য :
১.দুর্বল ছাত্রছাত্রীদের প্রতি বিশেষ যত্ন ও অতিরিক্ত সময় প্রদান
২.সুন্দর ও মনোরম ক্লাসরুম
৩.প্রতি ব্যাচে সর্বোচ্চ ১৫ জন
৪.মুখস্থবিদ্যার ওপর নির্ভরশীলতা কমিয়ে সৃজনশীল মেধাবিকাশের প্রয়াস
৫.সাপ্তাহিক ও মডেল টেস্ট পরীক্ষা দ্বারা মূল্যায়ন
৬.অভিভাবকদের সাথে নিয়মিত মতবিনিময়
ঠিকানা: Abir's Achiever, ঈশ্বরদী সরকারি কলেজের সামনে ৩য় তলা,ঈশ্বরদী।
যোগাযোগ : আবির হাসান সিয়াম (০১৭২৬৫৮৩৩৪৩)
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Website
Address
Ishwardi
Ishurdi
Opening Hours
Monday | 06:00 - 20:00 |
Tuesday | 06:00 - 20:00 |
Wednesday | 06:00 - 20:00 |
Thursday | 06:00 - 20:00 |
Friday | 06:00 - 20:00 |
Saturday | 06:00 - 20:00 |
Sunday | 06:00 - 20:00 |