Habiganj High School & College

Habiganj High School & College

Share

One of the best boys high school in habiganj

04/04/2025

হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের রি-ইউনিয়ন বিষয়ক আলোচনা সভায় বর্তমান সহ সকল প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতি কামনা করছি।Habiganj High School and College
Habiganj High School

06/07/2023

🥹

#শৈশবের_স্মৃতি 😢

21/04/2023

পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী সকল প্রাক্তন ছাত্র সহ সকলকে জানাই ইদের শুভেচ্ছা।
ইদ মোবারক 🌙🕌🕋

25/03/2023

আমাদের Habiganj High School and College -এর সিনিয়র শিক্ষক মাওলানা আনোয়ার আলী স্যারের জানাজার নামাজে হাজার হাজার মানুষের উপসথিতিতে বুঝা যায় উনি কেমন মানুষ ছিলেন। উনি রুজা থাকা অবস্থায় মৃত বরণ করেন। তাছাড়া অন্য ধর্মের লোকজন স্যারকে শেষ শ্রদ্ধা জানাতে স্কুলের বারান্দায় ভিড় করছেন।
আল্লাহ তাআলা যেন রমজান মাসের উসিলায় উনার সকল গুনাহ্ মাফ করে দেন।
সবাই উনার জন্য দুয়া করবেন।

25/03/2023

একটি শোক সংবাদ
হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা মো: আনোয়ার আলী (বড় মাওলানা স্যার) অদ্য বিকাল ৩:৪০ মিনিটে নিজ বাড়িতে(আলমপুর) ইন্তেকাল করেছেন ( ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মরহুমের প্রথম জানাজার নামাজ অদ্য রাত ১০:৩০ মিনিটে হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

আপনারা সবাই উনার জানাজার নামাজে শরিক হয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করুন।

12/01/2023

নতুন বই পাওয়ার রাতে বাবা পুরোনো ক্যালেন্ডার দিয়ে মলাট করে দিতেন - আমি বসে বসে দেখতাম পৃথিবীর সবচেয়ে সুন্দর হ'স্ত'শি'ল্প...!!

17/10/2022

স্যার বেত আনার কথা বললে সাথে সাথেই অফিস থেকে নিয়া আসতো এমন একটারে আজ ঘাটিয়া বাজার এর রাস্তায় পাইছি!

কি করবো?🤨

😆

16/09/2022

একটি শোক সংবাদ

হবিগঞ্জ হাইস্কুল কলেজের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক জনাব নীহার রঞ্জন সরকার আজ সকাল ৭ ঘটিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন।
অদ্য দুপুর ২ ঘটিকায় হবিগঞ্জ পৌর মহা শশ্মান ঘাটে উনার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হইবে।
এতে শুভাকাঙ্ক্ষী সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হইল।

31/08/2022

হবিগন্জ হাই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা জনাবা শিরিন খান মেডার এর অকাল মৃত্যুতে হবিগন্জ হাই স্কুল এন্ড কলেজ পরিবার শোকাহত।

30/08/2022

হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের স্কুল শাখার শিক্ষক শিরিন খান আজ দুপুর ২.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহে রাজিওন।

ওনার জানাযার নামায আজ বাদ মাগরিব হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ।
উক্ত জানাযার নামাজে শরীক হওয়ার জন্য সকল শিক্ষক, শিক্ষার্থী সহ মুসলমান ভাইদের দাওয়াত করা হইল।

Want your school to be the top-listed School/college in Habiganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Town Hall Road Habiganj
Habiganj
3300