
আলহামদুলিল্লাহ।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ফুলবাড়ীয়া মুজিবিয়া ইসলামিয়া মাদ্রাসা, Education, Habiganj.
Operating as usual
আলহামদুলিল্লাহ।
বৃহস্পতিবার মাগরিবের পরের সময়টা ছাত্রদের খুব আনন্দে কাটে। কারন প্রতি বৃহস্পতিবার এই সময়টাতে তারা তাদের প্রিয় বড় হুজুরের কাছে সাহাবী এবং নবী জীবনের গল্প শুনতে পারে।
আল্লাহ তা'আলা সবাইকে নববী আদর্শে জীবন গড়ার তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ! আজ মাদরাসার ছাত্র ছাত্রীদের কোভিড-১৯ এর প্রথম ডোজ টিকা প্রদান করা হয়েছে।
৩১-১০-২০২২ ইং
মনোমুগ্ধকর 😍
আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন।
💕💕💕💕💕💕কারণ।
দ্বীনি ইলিম তলব করা প্রত্যেক
মুসলমানের উপর ফরজ।
ফুলবাড়ীয়া মুজিবিয়া ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার নূরানী প্রথম শ্রেণির ছাত্র আয়ান আহমেদ।
পাঠ্যবইয়ের প্রায় সবগুলো আরবি থেকে বাংলা শব্দার্থ মুখস্থ বলে দিতে পারে।
দোয়া করবেন আল্লাহ তা'আলা যেন তাকে দ্বীনের দায়ী হিসাবে কবুল করেন।
আলহামদুলিল্লাহ!
কুয়েতে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় ১১৭টি দেশের মধ্যে ৩য় স্থান অধিকার করায় হাফেজ আবু রাহাতকে অভিনন্দন ও মোবারকবাদ!
বান্দার দুটি বিষয় ঠিক হয়ে গেলে জীবনের বাকি সব জিনিসও ঠিক হয়ে যায়।
১. তার সালাত,
২. তার মুখের ভাষা।
- ইউনুস বিন উবাইদ (রাহিমাহুল্লাহ)
[আস-সিয়ার: ৬/২৯৩]
"বল, ‘আমার রবের কথা লেখার জন্য সমুদ্র যদি কালি হয়ে যায় তবে সমুদ্র নিঃশেষ হয়ে যাবে আমার রবের কথা শেষ হওয়ার আগেই। যদিও এর সাহায্যার্থে অনুরূপ আরো সমুদ্র নিয়ে আসি।" [সুরা কাহফ, ১০৯]
ফুলবাড়ীয়া মুজিবিয়া ইসলামিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানায় পবিত্র রমাদ্বান মাস উপলক্ষে মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ কোর্স আজ কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হলো, আলহামদুলিল্লাহ!
আলহামদুলিল্লাহ!
ফুলবাড়িয়া মুজিবিয়া ইসলামিয়া মাদ্রাসায় আজ খতমে কোরআন সমাপ্ত হলো।
আল্লাহ তায়া’লা যেনো এই খতম কে কবুল করেন, এবং ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আমিন।
মাদ্রাসা
আলহামদুলিল্লাহ ফুলবাড়ীয়া মুজিবীয় ইসলামিয়া মাদ্রাসার মসজিদ নির্মাণ কাজ শুরু করার প্রাথমিক পর্যায়। আস্তে আস্তে নির্মাণ সামগ্রী সংগ্রহ করা হচ্ছে।
সকলের নিকট দোয়ার দরখাস্ত রইল।
আল্লাহ যেন আমাদের জন্য তার ঘর নির্মাণ কাজ সহজ করে দেন।
আমিন।
আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তায়ালার অশেষ অনুগ্রহে ফুলবাড়ীয়া মুজিবিয়া ইসলামিয়া মাদরাসার মসজিদ কাম হিফজুল কোরআন ভবন নির্মানের জন্য ড্রয়িং ও ডিজাইন সম্পন্ন করা হয়েছে। মসজিদের জন্য যায়গাও নির্বাচন করা হয়েছে। দুতলা ফাঊন্ডেশনের উপর আপাততঃ একতলা নির্মান সম্পন্ন করার টার্গেট করা হয়েছে। মুল মসজিদের আয়তন হবে ৪০ ফুট দৈর্ঘ ও ২৬ ফুট প্রস্ত। একতলা সম্পন্ন করতে আনুমানিক ব্যয় ধরা হয়েছ ২০ (বিশ) লাখ টাকা। মসজিদের কাজ সম্পুর্ণ শেষ না হওয়া পর্যন্ত আস্তে আস্তে কাজ চলতে থাকবে ইনশাআল্লাহ। মসজিদের সাথে অজু খানা, টয়লেট ও পয়ঃনিস্কাশনের ব্যবস্থাও থাকবে ইনশাআল্লাহ। এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, এর সাথে একখানা সুপরিসর কিতাবখানা বা লাইব্রেরী থাকবে যেখানে কোরান, হাদিস, তাফসীর, ফেকাহ ও অন্যান্ন ইসলামী সাহিত্যের ভান্ডার থাকবে। পাঠকগণ যাতে আরামে বসে বই কিতাব পাঠ করতে পারে সেই ব্যবস্থাও থাকবে ইনশাআল্লাহ। আলেম উলামা ও ইসলামী ব্যক্তিত্বদের জন্য গবেষণারও সুযোগ থাকবে। এটি মসজিদ কাম হিফজুল কোরআন ভবন হিসেবে ব্যবহৃত হবে ইনশাআল্লাহ। এই বিশাল কাজ আঞ্জাম দেয়া আমাদের মত ক্ষুদ্র মানুষদের জন্য একটি দঃসাহসী কাজ বা দুঃসপ্নই বঠে। মহান আল্লাহ তায়ালার সাহায্যের উপর অগাধ বিশ্বাস ও ভরসাই আমাদের এই কাজে হাত দেয়ার সাহস যুগিয়েছে। আমরা প্রতিনিয়ত মহান রবের সাহায্য চাই। সকল বন্ধু ও শুভাকাংখী ভাই বোনদের নিকঠ দোয়া চাই। দোয়া করবেন আল্লাহ যেন তার অফুরন্ত ধনভান্ডার হতে তার পবিত্র ঘর নির্মানে আমাদের সাহায্য করেন। তিনি যেন তার প্রিয় বান্দাদের হৃদয়কে এই মাদরাসা মসজিদের প্রতি আকৃষ্ট করে দেন। মাদরাসার নামে বাংলাদেশ কৃষি ব্যাংক কালাউক শাখা, লাখাই, হবিগঞ্জ এ এক খানা হিসাব নম্বর রয়েছে। সঞ্চয়ী হিসাব নম্বরঃ ৩৯১৬০৩১১০৩৮৯২৪ । কেউ চাইলে এই হিসাব নাম্বারে অনুদান পাঠাতে পারবেন। অথবা ০১৭১৬৩৮৮৩২০ এই নাম্বারে বিকাশ করা যাবে। আল্লাহ তায়ালা আমাদের সকলের ভাল কাজগুলিকে কবুল করুন। আমীন।
ফুলবাড়িয়া মুজিবিয়া ইসলামিয়া মাদরাসার নূরানী বিভাগের শিক্ষার্থীদের কন্ঠে একটি ইসলামি সংগীত 🥰
বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিবের হৃদয়ছোয়া কোরআন তেলাওয়াত 😍
দ্বীনি শিক্ষা ও কোরআনের আলোকে এলাকার প্রতিটি ঘরে পৌছে দেয়ার উদ্দেশ্যকে সামনে রেখে এই মাদ্রাসার যাত্রা শুরু হয়েছে। অদূর ভবিষ্যতে আপনাদের দোয়া এবং সহযোগিতায় এটি ইসলামী শিক্ষার একটি বিরাট প্রতিষ্টান হিসাবে আত্মপ্রকাশ করবে ইনশাআল্লাহ।
ফুলবাড়ীয়া মিজিবিয়া ইসলামীয়া মাদ্রাসার ৩য় বার্ষিক ইসলামী মহা সম্মেলনে চার জন হাফেজে কোরআনকে পাগড়ী প্রদান করা হয়েছে, আলহামদুলিল্লাহ।
ফুলবাড়িয়া মুজিবিয়া ইসলামিয়া মাদ্রাসার ‘নুরানি বিভাগ’ দোয়ার মাধ্যমে উদ্ভোদন হলো আলহামদুলিল্লাহ।
মহান রবের ইচ্ছায় দ্বিতীয় ভবনের কাজ সমাপ্তির পথে।
ইনশাআল্লাহ!
কুরআন শুধু একটা কিতাবই নয়;
এটা কোটি মুমিনের জন্যে রহমত, হিদায়াত, শেফা, আশা ও নাজাতের আলো।
Shiekh Jahid Uddin (R:) Gunoi Alia madrasah
There is no alternative in studying with Protiva coaching. In this center we teach Class 6 to 12
চা শ্রমিক সন্তানদের পিছিয়ে পড়তে দেবোনা, এগিয়ে নিতে আবিস্কৃত হয়েছি আমরা। প্রতিষ্ঠাতাঃ রনি গোয়ালা।
বৈশ্বিক মহামারী করোনা দুর্যোগে ছাত্র
Hello dear Darul Hikmah Alumni, A cordial welcome to "Darul Hikmah Alumni Association-DHAA"Non Profit volunteer community platform in Bangladesh.Aims to achieve the satisfaction of Almighty Allah regarding Darul Hikmah's Socio-economic development.
The world’s greatest achievers have been those who have always stayed focussed on their goals and have been consistent in their efforts.
তোমাদের সুপ্ত মেধাকে বিকশিত করতে আমরা দৃঢ় অঙ্গীকারবদ্ধ