06/08/2024
আলহামদুলিল্লাহ 🇧🇩
৫ই আগষ্ট ২০২৪ দেশ স্বাধীন উপলক্ষে আগামিকাল ৭ই আগষ্ট ২০২৪ Habiganj Govt. High School Batch-19 (প্রাক্তন ছাত্র) এর আনন্দ-উল্লাস এবং গেট টুগেদারের আয়োজন করা হয়েছে এতে উনিশ ব্যাচের সকল বন্ধু-বান্ধবের উপস্থিতি কামনা করছি।
সময়:বিকাল ৫:০০ টা (হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়)
03/08/2024
সকলের প্রচেষ্টায় গুগলে আমাদের বিদ্যালয়ের নাম সংশোধন হয়েছে।
02/08/2024
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এটা ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের আবেগের নাম, ওই আবেগ হাত দেওয়াটা বেমানান।
আবেগ ভালো, অতি আবেগ ভালো না।
17/07/2024
হসউবি'য়ান-রা সরকার বিরোধী না,আমরা কোটা বিরোধী।
আর আমরা আমাদের শিক্ষার্থী ভাই-বোনদের উপর হওয়া অত্যাচারের বিচার চাই।
17/07/2024
আন্দোলনরত সাধারন শিক্ষার্থীদের ওপর আক্রমণের প্রতি নিন্দা জানিয়ে আগামিকাল দুপুর ১২ টায় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কর্মসূচি তাতে প্রাক্তন শিক্ষার্থী হিসাবে আমরা ব্যাচ-১৯ সংহতি প্রকাশ করছি।
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের আমাদের ছোট ভাইদের ডাকা এই কর্মসূচিতে যেন কেউ হামলা না করতে পারে, ছোট ভাইদের পরিহিত আমাদের সবার আবেগের সাদা পোষাক যেন রক্তে লাল না হয়, সেজন্য হবিগঞ্জের প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
কেউ যদি হামলা করতে আসেন, ছোট ভাইদের কোনো ক্ষয়ক্ষতি করার চেষ্টা করেন, তবে আপনি/আপনারা আমাদের হসউবির শত্রু হিসেবে বিবেচিত হবেন।
ছোট ভাইদের আবারো আশ্বস্ত করতে চাই, আমরা ব্যাচ-১৯ আছি তোমাদের পাশে। পাশাপাশি সকল ব্যাচকে আহ্বান করবো, প্রত্যেকে যেন যার যার জায়গা থাকে ছোট ভাইদের নিরাপত্তা নিশ্চিতে অবস্থান গ্রহণ করে।
16/07/2024
আমরা হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ-২০১৯ আমাদের ব্যাচ থেকে মোবাশ্বির হক রাজ কে বয়কট করছি। সে আর কোনোদিন আমাদের ব্যাচের কোনোকিছুতে(ফুটবল/ক্রিকেট টুর্নামেন্ট, ইফতার, রিইউনিয়ন) অংশ নিতে পারবে না।
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়
ব্যাচ-২০১৯ এর সকল শিক্ষার্থী
16/07/2024
আমরা হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ-২০১৯ এর পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি যে, আজকের কিংবা ভবিষ্যতে আমাদের কোনো সিনিয়র, জুনিয়র বা ব্যাচমেটকে যদি সাধারণ ছাত্রদের উপর হামলার সাথে সম্পৃক্ততা কিংবা হামলাকে সমর্থন করার কোনো প্রমাণ পাওয়া যায় তবে ওই সিনিয়র, জুনিয়র কিংবা ব্যাচমেটকে অবাঞ্চিত ঘোষণা এবং বয়কট করা হবে। আমরা সবাই নিপীড়িত সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আমাদের দৃঢ় অবস্থান ঘোষণা করছি।
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়
ব্যাচ-২০১৯
29/03/2024
আসসালামু আলাইকুম বন্ধুরা, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯ ব্যাচের উদ্যোগে আগামী ২৬ রমজান (৬ এপ্রিল, শনিবার) ইফতার মাহফিল ও সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়েছে।
উক্ত ইফতার মাহফিলে ব্যাচের সবার সার্বিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করছি।
টাকার পরিমাণ: ৩০০ টাকা
টাকা জমা দেয়ার শেষ তারিখ: ২৫ রমজান (৫ এপ্রিল, শুক্রবার)
টাকা দেয়ার মাধ্যম:
01738-787327 (নগদ)
01516-740956 (বিকাশ)
প্রয়োজনে: 01799-584461 (Adil Ebna Emdad)
21/03/2024
After 3 back to back win,tomorrow we will face Batch- 2007.Match winner will be the group champion.
Come and enjoy this exciting match
18/03/2024
Nineteen's amigos plays tomorrow.
17/03/2024
Nineteen's amigos ready for their next battle . Also our young star Mahin will join with us.
15/03/2024
Alhamdulillah first match 💥
14/03/2024
We are going to play our first match in this tournament against batch 2023(b).
Come and keep supporting us
Nineteen's Amigos💥
14/03/2024
Presenting our new jersey for the HGHS Cricket Tournament 2024!
Thank you Ajmain E A***n (2019) MD. Diganta Express ❤️
Nineteen's amigos ❤️
13/03/2024
Another signing to Nineteen's Amigos, welcome Sami Munshi from batch 2022.
10/03/2024
Let's welcome Mahin to our team .