Darul Hikmah Alumni Association-DHAA

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Darul Hikmah Alumni Association-DHAA, Education, Nabiganj, Habiganj.

Hello dear Darul Hikmah Alumni,
A cordial welcome to "Darul Hikmah Alumni Association-DHAA"Non Profit volunteer community platform in Bangladesh.Aims to achieve the satisfaction of Almighty Allah regarding Darul Hikmah's Socio-economic development.

Operating as usual

24/05/2021
17/04/2021

প্রিয় ক্যাম্পাস,ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার চিরস্থায়ী নামাজের সময়সূচী ও এই রামাদ্বানের সাহরী ও ইফতারের সময়সূচী নিয়ে চমৎকার একটা ক্যালেন্ডার। মোবাইলের ওয়ালপেপার এ রাখার মতো।

15/01/2021

আসসালামু আলাইকুম। আমাদের দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার দাখিল-২০০৮ ব্যাচের স্টুডেন্ট এবং নবীগঞ্জ ABC international school এর সম্মানিত টিচার আলী লিয়াকত উনার এই TRIPEZ ইংলিশ লার্নিং ইন্সটিটিউশনে আমাদের মাদ্রাসার আগ্রহী ছাত্র-ছাত্রীরা নিচে উল্লেখিত কোর্সগুলোতে এডমিশন হতে পারেন। আশা করি আমাদের মাদ্রাসার স্টুডেন্টরা অবশ্যই এক্সট্রা কেয়ারিং পাবেন উনারদের থেকে।
শুভকামনা রইল আমাদের মাদ্রাসার ২০০৮ ব্যাচের আলী লিয়াকত ভাইয়ের জন্য।

13/12/2020

আলহামদুলিল্লাহ💓

03/11/2020

আলহামদুলিল্লাহ..আজ রোজ মঙ্গলবার, ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) কে নিয়ে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে পূর্ব তিমিরপুর দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী ও তিমিরপুর গ্রামবাসীর বিক্ষোভ মিছিল সংঘটিত হয়।

28/10/2020

আমাদের নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় স্থানান্তর(হিজরত) করেছিলেন আবু বকর(রাঃ) এর সঙ্গে।
আর মুশরিকরা মানুষকে পুরস্কারের ঘোষণা দিল, যারা নবীকে ধরবে এবং মেরে ফেলবে তাকে পুরস্কৃত করা হবে। আবু বুরাইদা ছিল তাদের অন্যতম, যারা আমাদের নবীকে মারতে চেয়েছেন।
তিনি পুরস্কার পেতে আমাদের নবীকে মারতে চেয়েছিলেন। আমাদের নবী সেটা বুঝতে পেরেছেন। কিন্তু তারপরেও তাঁর সঙ্গে বন্ধুর মত আচরণ করলেন। আবু বুরাইদা, অভিভূত হলেন! আমাদের নবীজির আতিথেয়তা আর বন্ধুতে। চমকে উঠলেন তিনি। তিনি বুঝতে পারলেন, ওই ব্যাক্তিকে হত্যা করা অসম্ভব। প্রত্যেকটি মানুষকে তাকে অনুসরণ করা উচিত। তিনি সেখানে কালিমা পড়ে ইসলামে ধর্মান্তরিত হন। নবীজিকে হত্যা করে তিনি হয়ত কিছু স্বর্ণ পেতেন কিন্তু তিনি পেয়েছেন অকল্পনীয় সম্পদ। তার কালো হৃদয়, নবীজির আলোয় আলোকিত হলো।
আমাদের নবী এতই ভালো ছিলেন যে তার শত্রুও বন্ধুতে পরিণত হত। সুবাহানআল্লাহ
আজ যারা আমাদের এমন নবীকে ব্যঙ্গ করছে তারা হয়ত এটা বুঝতে পারছে না যে, বিশ্বের প্রতিটি প্রান্তরে নবীজির লক্ষ লক্ষ উম্মত রয়েছে যারা নবীর জন্য জীবন দিতে এবং জীবন নিতেও প্রস্তুত। যদি বিশ্বের মুসলমানরা নবীজির অপমানের বদলা নাও নিতে পারে তবে আল্লাহ নিশ্চয়ই তার রসুলের(সাঃ) অপমানের জবাব দিবেন।
"নিশ্চয়ই আল্লাহর পাকড়াও বড় কঠিন-আল কোরআন"

31/07/2020

May Almighty Allah accept all your sacrifices and rewards you with a life that is full of cheers and successes. A heartiest Eid ul Adha Mubarak to you on behalf of DHAA.

Photos from Darul Hikmah Alumni Association-DHAA's post 24/07/2020

দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকায় আজকের প্রকাশিত নিউজ।
দারুল হিকমাহ অ্যালামনাই এসোসিয়েশন’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি-২০২০পালিত। লাল চিহ্ন দিয়ে চিহ্নিত করা।

দারুল হিকমাহ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি 23/07/2020

দারুল হিকমাহ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ইকবাল হোসেন তালুকদার,নবীগঞ্জ প্রতিনিধি:নবীগঞ্জ পৌরসভার অন্তর্গত পূর্ব তিমিরপুর দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আ....

Photos from Darul Hikmah Alumni Association-DHAA's post 23/07/2020

#দারুল_হিকমাহ_অ্যালামনাই_অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২০ পালিত।

নবীগঞ্জ পৌরসভার অন্তর্গত পূর্ব তিমিরপুর দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় আজ(বৃহস্পতিবার, ২৩ জুলাই) মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের গড়া সংস্থা "দারুল হিকমাহ অ্যালামনাই অ্যাসোসিয়েশন" এর উদ্যোগে মাদরাসা প্রাঙ্গণে ২০০ টি বনজ,ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মাওলানা লুৎফুর রহমান, অ্যাসোসিয়েশন এর কার্যনির্বাহী পরিষদের সদস্য লিয়াকত আলী, তারেকুল ইসলাম,সাইদুর রহমান, মাহদী হাসান প্রমুখ।
এই সময় বৃক্ষরোপণের উপকারিতা ও প্রয়োজনীয়তার কথা উল্লেখ্য করে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জনাব মাওলানা লুৎফুর রহমান বলেন "প্রকৃতি সব সময়ই ভারসাম্য প্রতিষ্ঠার মাধ্যমে তার সে পরিবেশকে রক্ষা করে থাকে। এ ক্ষেত্রে তাকে সহায়তা করে বৃক্ষরাজি অর্থাৎ তার বিস্তৃত বনাঞ্চল। কিন্তু সভ্যতাকে প্রতিষ্ঠা করতে গিয়ে এবং নিজেকে সভ্য করে তুলতে মানুষ অবাধে আঘাত হেনেছে প্রকৃতির রক্ষাকবচ এই বৃক্ষের ওপরে। ফলে প্রকৃতির প্রতিক্রিয়া দেখতেও আমরা বাধ্য হয়েছি এবং হচ্ছি। একের পর এক আমাদের প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় যেখানে কোনো দেশের মোট আয়তনের অন্তত ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন সেখানে বেশিরভাগ দেশই তা রাখতে ব্যর্থ হয়েছে। এর ফলে বৃক্ষহীনতায় পৃথিবীর অনেক অঞ্চলে মরুভূমির সৃষ্টি হচ্ছে। বৃক্ষের সাথে জড়িয়ে আছে আমাদের অস্তিত্বের সম্পর্ক। আমাদের জীবন ও জীবিকার জন্য বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিহার্য। বৃক্ষ সমস্ত প্রাণীর সুমিষ্ট ও সুস্বাদু খাদ্য যোগান দেয়। বিশাল এ প্রাণীজগৎকে বাঁচিয়ে রাখার জন্য অক্সিজেন দেয়। যা মানুষ ও পশুপাখির প্রয়োজনীয়তা পূরণের মাধ্যমে বৃক্ষ রোপণকারীর জন্য সদকায়ে জারিয়া হিসেবে সাওয়াব লাভের মাধ্যমও বটে। বৃক্ষরোপণের উপকারিতা সম্পর্কে আনাস (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন, ‘যদি কোনো মুসলিম কোনো গাছ রোপণ করে অথবা ক্ষেতে ফসল বোনে। আর তা থেকে কোনো পোকামাকড় কিংবা মানুষ বা চতুষ্পদ প্রাণী খায়, তাহলে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে।’
এই ক্ষেত্রে দারুল হিকমাহ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর এমন মহৎ কর্মসূচি আল্লাহ পাক সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন-আমীন।"

19/07/2020

বিসমিল্লাহির রহমানির রহিম

প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আপনারা জেনে খুশি হবেন যে, গত(০৭-০৬-২০ তারিখে) আমাদের কার্যনির্বাহী পরিষদ দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ জনাব লুৎফুর রহমানের সাথে এক মিটিংয়ের মাধ্যমে "Darul Hikmah Alumni Association(DHAA)" এর শুভ উদ্ভোদন করতে সক্ষম হয়েছেন। আলহামদুলিল্লাহ
আমাদের এই সংস্থাটি ৫ টি ধারা এবং ২৪ টি উপধারার আলোকে পরিচালিত হবে।
সেগুলো নিম্নে তুলে ধরা হল-

(১) সংস্থার নামঃ Darul Hikmah Alumni Association (DHAA)

(২)লক্ষ্য ও উদ্দেশ্যঃ মাদ্রাসার আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ সাধন এবং সাধ্যানুযায়ী মানব সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।

(৩)নীতিমালাঃ

(ক)আমাদের এই সংস্থাটি থাকবে সম্পূর্ণ স্বাধীন, সামাজিক ও স্বেচ্ছাসেবী।

(খ)সংস্থাটি সম্পূর্ণ অরাজনৈতিক। অত্র সংস্থার কোনো সদস্য রাজনীতির সাথে জড়িত থাকলে এটা তার ব্যক্তিগত কাজ। এখানে সংস্থা হস্তক্ষেপ করবেনা বা সংস্থায় রাজনৈতিক প্রভাব কাটানো যাবেনা। যদি কোনো সদস্য সংস্থার বিভিন্ন কর্মকান্ডকে রাজনীতির সাথে সম্পৃক্ত করেন বা করার চেষ্টা করেন তবে তাকে সর্বসম্মতিক্রমে সংস্থা থেকে বহিষ্কার করা হবে।

(গ)আপাতত সংস্থার কোনো সভাপতি, সেক্রেটারি থাকবে না। তবে পরবর্তীকালে সর্বসম্মতিক্রমে সংস্থাটির সভাপতি ও সেক্রেটারি সিলেকশন হতে পারে। সংস্থাটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য একটি ফান্ড থাকবে। ফান্ডের জন্য ন্যূনতম তিনজন বিশ্বস্ত কোষাধ্যাক্ষ থাকবে যাদের নামে যৌথ ব্যাংক একাউন্ট থাকবে।

(ঘ)সংস্থার স্বার্থ ব্যতিত ব্যক্তি স্বার্থে কখনো ফান্ডের অর্থ ব্যবহার করা যাবে না।

(ঙ)সদস্যদের ত্রি মাসিক চাঁদা ফান্ডের প্রধান উৎস হিসেবে গণ্য হবে। তাছাড়া শুভাকাঙ্ক্ষীদের নিঃস্বার্থ দান, অনুদান বা সাহায্য এবং যাকাতের অর্থও তহবিলের উৎস হিসেবে গণ্য হবে। তবে যাকাতের অর্থ নির্ধারিত খাতে ব্যবহার করা হবে।

(চ)প্রত্যেক সদস্য প্রতি তিন মাস অন্তর অন্তর তার সামর্থ্যানুযায়ি চাঁদা প্রদান করবে। যদি কোনো সদস্য চাঁদা দিতে না পারে তবুও সে সংস্থাটির একজন সদস্য হিসেবে গণ্য হবে এবং তার সামর্থ্যানুযায়ী সহযোগিতা করবে। এক্ষেত্রে তার চাঁদা না দেওয়ার বিষয়টি গোপন রাখা হবে, যাতে করে কোনো সদস্য তাকে হেয় করতে না পারে।

(ছ)দানের স্বচ্ছতা বজায় রাখার জন্য শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে প্রাপ্ত অর্থ আদায়ের সময় দায়িত্বশীলদের মাধ্যমে অবশ্যই যাচাই-বাছাইয়ের ব্যবস্থা করে নিতে হবে।

(জ)সংস্থাটিতে কোনো কারণে কোনো ধরণের মতানৈক্য দেখা দিলে সেটা সিনিয়র ভাইয়েরা মিলে সমাধান করবেন।

(ঝ)বৎসরে কমপক্ষে একবার এই সংস্থাটি জরুরি সভায় সমবেত হবে।

(ঞ)প্রতিটি কর্মসূচির পূর্বে এবং পরে কর্মসূচি সংক্রান্ত সকল বিষয়ে জরুরি বৈঠকের মাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা করতে হবে।

(ট)বছর শেষে সংস্থার সমস্ত কাজের রিপোর্ট ও আয়-ব্যয়ের হিসাব এবং ব্যাংক স্টেটমেন্ট পেশ করতে হবে।

(ঠ)সংস্থার প্রয়োজনে সাধারণ সভায় উপস্থিতির দুই-তৃতীয়াংশের মতামতের ভিত্তিতে নীতিমালার যে কোনো ধারা বা উপধারার সংশোধন করা যাবে।

(৪)কর্মসূচিঃ

(ক) দারুল হিকমাহ'র আর্থিক/আবকাঠামোগত উন্নয়নে সামর্থ্যানুযায়ী ভূমিকা রাখা।

(খ) অত্র মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করা।

(গ) শিক্ষার্থীদের পড়াশুনার উৎসাহ যুগাতে বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করা।

(ঘ) প্রতি বছর দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংবর্ধনার ব্যবস্থা করা।

(ঙ) ইবতেদায়ী, জেডিসি, দাখিল, আলিম পরীক্ষায় জেপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনার ব্যবস্থা করা।

(চ) দরিদ্র/মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা।

(ছ) শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার ব্যবস্থা করা।

(জ) অতি দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা সহ মানবিক খাতে সহায়তা করা।

(৫) সংস্থা পরিচালনাঃ

(ক) সংস্থাটির পরিচালনায় দুটি পরিষদ থাকবে। যথা- ১. সাধারণ পরিষদ, ২. কার্য নির্বাহী পরিষদ।

(খ) সাধারণ পরিষদের নীতিমালা ও দৃষ্টিভঙ্গির আলোকে কার্য নির্বাহী পরিষদ সংস্থাটি পরিচালনা করবে।

(গ) কার্য নির্বাহী পরিষদের দায়িত্বশীলবৃন্দ সাধারণ পরিষদেরও দায়িত্বশীল থাকবেন। সাধারণ পরিষদের জন্য পৃথক কোনো কমিটি থাকবে না। উভয় পরিষদের মধ্যে মৌলিক পার্থক্য হলো কার্য নির্বাহী পরিষদের সদস্য হবেন সীমিত। আর সাধারণ পরিষদে সংস্থার সকলেই সদস্য হবেন। কার্য নির্বাহী পরিষদ সাধারণ পরিষদের নিকট জবাবদিহী করতে বাধ্য থাকবে।

(ঘ) কার্য নির্বাহী পরিষদ প্রতি দাখিল ব্যাচের প্রতিনিধি নিশ্চিত করে সাধারণ পরিষদের নীতিমালার ভিত্তিতে গঠিত হবে।

==========================

আমাদের কার্য নির্বাহী পরিষদের মাধ্যমে সর্বসম্মতিক্রমে তিন জন কোষাধ্যক্ষ নির্ধারণ করা হয়েছে, তারা হলেন-
১. লিয়াকত আলী (দাখিল-২০০৮ ব্যাচ)
২. শেখ নাজির রাহমান(দাখিল-২০০৯)
৩. তারেকুল ইসলাম (দাখিল-২০১২)

আমাদের সংস্থার অফিসিয়াল মেইলঃ [email protected]

আমাদের সংস্থার অফিসিয়াল ফেইসবুক গ্রুপঃ
https://www.facebook.com/groups/876526826090937/

আমাদের সংস্থার অফিসিয়াল ফেইসবুক পেইজঃ
https://www.facebook.com/Darul-Hikmah-Alumni-Association-DHAA-102829098173270/

নবীগঞ্জে অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে হোমিওপ্যাথি মেডিসিন বিতরণ 14/07/2020

https://www.inathganjbarta.com/archives/997

নবীগঞ্জে অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে হোমিওপ্যাথি মেডিসিন বিতরণ নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে করোনাভাইরাস .....

নবীগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে করোনা প্রতিরোধক হোমিওপ্যাথি মেডিসিন বিতরণ 13/07/2020

https://m.facebook.com/story.php?story_fbid=150699809970297&id=100050908371890

নবীগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে করোনা প্রতিরোধক হোমিওপ্যাথি মেডিসিন বিতরণ নবীগঞ্জ পৌরসভার অন্তর্গত পূর্ব তিমিরপুর দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় সোমবার (১৩ জুলাই) শিক্ষার্.....

Photos from Darul Hikmah Alumni Association-DHAA's post 13/07/2020

নবীগঞ্জ পৌরসভার অন্তর্গত পূর্ব তিমিরপুর দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় সোমবার (১৩ জুলাই) শিক্ষার্থীদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে হোমিওপ্যাথি মেডিসিন (ARS ALB-30) বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের গড়া সংগঠন দারুল হিকমাহ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর আর্থিক সহায়তায় এবং জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন এর তত্ত্বাবধানে (ARS ALB-30) বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে শারীরিক দূরত্ব বজায় রেখে এবং এলাকা/গ্রাম ভিত্তিক প্রতিনিধিদের মাধ্যমে উক্ত মাদ্রাসার প্রায় ৪০০ শিক্ষার্থীদের মাঝে ঔষধ বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান এর সভাপতিত্বে ও সাবেক শিক্ষার্থী, অ্যাসোসিয়েশন এর কার্যনির্বাহী পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার সাইদুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, সাবেক শিক্ষার্থী লিয়াকত আলী, তারেকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য আবুল হুসেন, আহনাফ মাসুম, জমির আলী, আফজাল হুসেইন ইমন, নুর উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রাক্তন ছাত্রদের এই মহতি উদ্যোগ সত্যিই আমাদের প্রেরণা যুগিয়েছে, বর্তমান এই আপদকালীন সময়ে আমাদের সবার উচিত যার যার সামর্থানুযায়ী মানুষের পাশে দাড়ানো।

10/07/2020

আসসালামু আলাইকুম।
"দারুল হিকমাহ অ্যালামনাই অ্যাসোসিয়েশন
এর পক্ষ থেকে করোনাভাইরাস প্রতিরোধে হোমিওপ্যাথি মেডিসিন (Ars alb 30) ফ্রি বিতরণ কর্মসূচি-২০২০" আগামী ১৩-০৭-২০ তারিখ রোজ সোমবার বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমাদের প্রোগ্রাম শুরু হবে সকাল ১০ টায়।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য বিধি মেনে আমরা খুব অল্প সংখ্যক স্টুডেন্টস সমাগমের মধ্যমে প্রোগ্রামটি সম্পন্ন করব। তবে এই অল্প সংখ্যক স্টুডেন্টদের মধ্যে আমরা অবশ্যই প্রত্যেক এলাকা/গ্রাম ভিত্তিক এক-দুই জন প্রতিনিধি উক্ত প্রোগ্রামে উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা করব। পরবর্তীতে আমাদের এই প্রতিনিধিগণ তাদের স্ব স্ব গ্রাম/এলাকায় আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ঔষধ বিতরণ করে দিবেন।
আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন-
সভাপতি :মাওলানা লুৎফুর রহমান, অধ্যক্ষ অত্র মাদরাসা।
প্রধান অতিথি : মাওলানা আশরাফ আলী, চেয়ারম্যান, নবীগঞ্জ ইসলামিক শিক্ষা সোসাইটি।
বিশেষ অতিথি :মোঃ আলাউদ্দিন,কমিশনার, পূর্ব তিমিরপুর ৯ নং ওয়ার্ড,নবীগঞ্জ পৌরসভা।

08/07/2020

Hello dear Darul Hikmah Alumni,
A cordial welcome to "Darul Hikmah Alumni Association(DHAA)" Non Profit volunteer community platform in Bangladesh. Aims to achieve the satisfaction of Almighty Allah regarding Darul Hikmah's socio-economic development, students welfare and human kindness as much as possible. In Sha Allah

Want your school to be the top-listed School/college in Habiganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Nabiganj
Habiganj
Other Education in Habiganj (show all)
ভাদিকারা উম্মে কুলসুম বালিকা মাদরাসা ভাদিকারা উম্মে কুলসুম বালিকা মাদরাসা
ভাদিকারা
Habiganj, 3340

একটি আদর্শ বালিকা শিক্ষালয়।

ধর্মঘর ডিগ্রি কলেজ ধর্মঘর ডিগ্রি কলেজ
Dhargamar, Madhabpur
Habiganj

ধর্মঘর ডিগ্রি কলেজ সম্পর্কিত সব ধরনে?

Mr.English Grammar Mr.English Grammar
Habiganj, 280503

হযরত ফাতেমাতুয যোহরা মহিলা মাদরাসা হযরত ফাতেমাতুয যোহরা মহিলা মাদরাসা
Habiganj

ভাটি এলাকায় একমাত্র মহিলা মাদ্রাসা

Shiekh Jahid Uddin R: Alia Madrasah,Baniyasong Shiekh Jahid Uddin R: Alia Madrasah,Baniyasong
Gunoi, , Baniyasong
Habiganj

Shiekh Jahid Uddin (R:) Gunoi Alia madrasah

Protiva Coaching Center Protiva Coaching Center
Habiganj

There is no alternative in studying with Protiva coaching. In this center we teach Class 6 to 12

বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়
Lalchand Tea Estate, Chunarughat
Habiganj

চা শ্রমিক সন্তানদের পিছিয়ে পড়তে দেবোনা, এগিয়ে নিতে আবিস্কৃত হয়েছি আমরা। প্রতিষ্ঠাতাঃ রনি গোয়ালা।

ছালেহাবাদ  মাদরাসা অনলাইন ক্লাস হবিগঞ্জ ছালেহাবাদ মাদরাসা অনলাইন ক্লাস হবিগঞ্জ
গ্রাম ছালেহাবাদ, ডাক শাহপুর বাজার, ১১নং বাঘাসুরা ইউনিয়ন।
Habiganj

বৈশ্বিক মহামারী করোনা দুর্যোগে ছাত্র

Bright Side Coaching Center Bright Side Coaching Center
Habiganj

The world’s greatest achievers have been those who have always stayed focussed on their goals and have been consistent in their efforts.

অনির্বাণ একাডেমিক কেয়ার অনির্বাণ একাডেমিক কেয়ার
Town Hall Road
Habiganj, 3300

তোমাদের সুপ্ত মেধাকে বিকশিত করতে আমরা দৃঢ় অঙ্গীকারবদ্ধ

Connecting Class Room 2019, Habiganj Connecting Class Room 2019, Habiganj
Sylhet
Habiganj, 3300

Core skills connecting classroom & CTPS