আজ সপ্তম ক্লাসের
জীবন ও জীবিকার রান্নার দক্ষতা বাস্তবায়ন পরিচালনা করেন জনাব আব্দাল স্যার
ছালেহাবাদ মাদরাসা অনলাইন ক্লাস হবিগঞ্জ
বৈশ্বিক মহামারী করোনা দুর্যোগে ছাত্র
Operating as usual

শেখ রাসেল দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা চলছে

শেখ রাসেল দিবস উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী

এস এম ফয়সাল
মেধাবৃত্তি 2023 বিতরন 80000/-
আলহামদুলিল্লাহ ছালেহাবাদ মুহিয়্যূচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার ২০২৩ দাখিল পরীক্ষার ফলাফল প্রতিবছরের ন্যায় এবারও শতভাগ। মোট পরীক্ষার্থী সংখ্যা ৩৩ জন পাশ ৩৩ জন। A+ ১ জন A ১৪ জন A- ১৬ জন B ২ জন

সিলেট বিভাগের শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় হবিগঞ্জ জেলার সু-যোগ্য শিক্ষা অফিসার জনাব Mohammad Ruhullah Deo স্যারকে ছালেহাবাদ মুহিয়্যূচ্ছুন্নাত দাখিল মাদরাসার শিক্ষক, ছাত্র,অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ ।
বাংলাদেশের স্বাধীনতা দিবস (২৬ মার্চ) রচনা
ভূমিকা: বিশ্বের মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা রয়েছে সুদীর্ঘ রক্তঝরা ইতিহাস। এক সাগর রক্ত ও লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে এ স্বাধীনতা।
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট: ১৯৪৭ সালে ভারত বিভক্তির পর পাকিস্তানের একটি অংশ হিসেবে বাঙালিরা পূর্ব পাকিস্তান লাভ করে। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা তাদের শাসন শোষণ ও বঞ্চনার মাধ্যমে দেশকে পাকিস্তানের একটি উপনিবেশে পরিণত করে। পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের বিভিন্ন রকম ভাবে শোষণ করা শুরু করে। এবং এর প্রথম আঘাত হানে আমাদের সংস্কৃতির উপর। ১৯৫২ সালে ভাষা আন্দোলন এর মধ্য দিয়ে বাংলাদেশে মানুষ স্বাধিকার আন্দোলনে সোচ্চার হয়। ১৯৫২ সালে ভাষা আন্দোলন, তারপর অনুষ্ঠিত হয় ৬২ সালে শিক্ষা আন্দোলন,৬৬ সালের ৬ দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, সর্বশেষ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এর মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।
পাকিস্তানি বাহিনীর আক্রমণ: ১৯৭১ সালের ২৫ শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি বাহিনীর অপারেশন সার্চলাইট নামে এদেশের নিরীহ মানুষের উপর গণহত্যা চালায়। তারা তৎকালীন ঢাকার ইউপিআর সদরদপ্তরে, ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন আবাসিক হলে ছাত্র দের ধরে নিয়ে গিয়ে নির্বিচারে গুলি করে হত্যা করে। এ সময় আশেপাশে যাদের পায় তাদের এ ক্রসফায়ার করে ঘটনাস্থলে মেরে ফেলা হয়। তারা শুরু করে পৃথিবীর নৃশংসতম গণহত্যা। এরপর বাঙালি বুদ্ধিজীবিদের বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ক্রসফায়ার করে মেরে ফেলা হয়। এদেশের নিরীহ মা বোনদের বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে। বীর বাঙালি তখন গেরিলা যুদ্ধের মধ্য দিয়ে সেই আক্রমণ প্রতিহত করার চেষ্টা করে। সর্বশেষ ভারতের মিত্রবাহিনী বাংলাদেশের মুক্তিবাহিনীর সাথে যোগ দিয়ে 16 ডিসেম্বর পূর্ণাঙ্গ স্বাধীনতা ছিনিয়ে আনে।
স্বাধীনতার ঘোষণা: ২৫ মার্চ মধ্যরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানে। গ্রেপ্তারের পূর্বে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। পরে বঙ্গবন্ধুর পক্ষ থেকে মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেয়।
গণপ্রজাতন্ত্রী সরকার গঠন: ১৯৭১ সালে 10 এপ্রিল মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত

২১ শে ফেব্রুয়ারী আর্ন্তজাতীক মাতৃভাষা দিবস
উদযাপন ফজরের নামাজ বাদ পবিত্র কোরআন তেলোয়াত করে ভাষা শহীদদের জন্য দোয়া ও পতাকা উত্তোলন এবং আলোচনা করা হয় ।
২১ শে ফেব্রুয়ারী আর্ন্তজাতীক মাতৃভাষা দিবস
উদযাপন ফজরের নামাজ বাদ পবিত্র কোরআন তেলোয়াত করে ভাষা শহীদদের জন্য দোয়া ও পতাকা উত্তোলন এবং আলোচনা করা হয় ।

দাখিল-পরীক্ষা-২০২৩-এর-সময়সূচি- নোটিশ Routine.pdf

দাখিল পরীক্ষা 2023 খ্রীঃ রটিন প্রকাশ

আমাদের মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান 2023 খ্রীঃ
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোঃ আবুল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার ,মাধবপুর
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রকিবুল হাসান চৌধুরী সভাপতি ম্যনেজিং কমিটি অত্র মাদ্রাসা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সুপার মহোদয়

অনলাইনে ভর্তি আবেদন"
https://salehabad.madrasha.cloud/online-admission
"যোগাযোগ " ✅0172415427 (পরিচালক), 01324175899(সহঃ পরিচালক), 01735 304831(সহঃ পরিচালক), 01324175905 (অফিস), 01833201046 (খুসুসী ক্লাসের দায়িত্বশীল উস্তায),
01736756107 (প্রধান হাফেজ সাহেব),
2023 সালের দাখিল পরীক্ষার্থীদের অবগতীর জন্য জানানো যাচ্ছে যে , চলতি মাসের 25/12/2022 তারিখের মধ্যে ফরম পূরণের জন্য নির্দেশ করা হলো।
আদেশক্রমে
সুপার অত্র মাদ্রাসা
যোগাযোগ নং 01724154277
ও 01745571436
ভর্তি চলছে ভর্তি চলছে
ছালেহাবাদ এম এস দাখিল মাদ্রাসা
* বালক ,বালিকা আলাদা ক্যাম্পাস
* গরীব ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি পাওয়ার সুযোগ।
* সুন্নাতে নববীর صلي الله عليه و سلم এর পুনার্ঙ্গ আদর্শ অনুসরণ।
*জেলা ও বিভাগীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত।
* আরবি ও ইংরেজি ভাষা শিক্ষার জন্য অতিরিক্ত প্রশিক্ষণ।
* ব্যাসিক কম্পিউটার প্রশিক্ষণ দানের জন্য আইসিটি ল্যাব রয়েছে।
* দুরবর্তী শিক্ষার্থীদের জন্য আবাসিকে থেকে লেখা পড়ার সুযোগ।
* আবাসিক শিক্ষার্থীদের জন্য সার্বক্ষনিক অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধায়ন।
যোগাযোগ নাম্বারঃ সুপার হুজুর 01724154277
রাজবাড়ীর হুজুর 01745571436
dakhil 2021 sonod
distribution from office

আবেদন করুন 21 /08/2022 তারিখের মধ্যে।


15 আগষ্ট ৪৭তম জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান 2022

দাখিল 2021 সালের পরীক্ষার্থীদের মার্কসীট মাদ্রাসা অফিস থেকে সংগ্রহ করার জন্য নির্দেশ করা হলো।
সুপার, অত্র মাদ্রাসা
সকাল 9.00 থেকে 3.00টা পর্যন্ত।

৫০তম বিজয় দিবস উপলক্ষে মাদ্রাসার পক্ষ থেকে শহিদদের রুহের মাগফিরাত কামনা।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
গ্রাম ছালেহাবাদ, ডাক শাহপুর বাজার, ১১নং বাঘাসুরা ইউনিয়ন।
Habiganj
Gunoi, , Baniyasong
Habiganj
Shiekh Jahid Uddin (R:) Gunoi Alia madrasah
Habiganj
There is no alternative in studying with Protiva coaching. In this center we teach Class 6 to 12
Lalchand Tea Estate, Chunarughat
Habiganj
চা শ্রমিক সন্তানদের পিছিয়ে পড়তে দেবোনা, এগিয়ে নিতে আবিস্কৃত হয়েছি আমরা। প্রতিষ্ঠাতাঃ রনি গোয়ালা।
Nabiganj
Habiganj
Hello dear Darul Hikmah Alumni, A cordial welcome to "Darul Hikmah Alumni Association-DHAA"Non Profit volunteer community platform in Bangladesh.Aims to achieve the satisfaction of Almighty Allah regarding Darul Hikmah's Socio-economic development.
Habiganj
The world’s greatest achievers have been those who have always stayed focussed on their goals and have been consistent in their efforts.
Town Hall Road
Habiganj, 3300
তোমাদের সুপ্ত মেধাকে বিকশিত করতে আমরা দৃঢ় অঙ্গীকারবদ্ধ