
৬ষ্ঠ এবং ৭ম শ্রেণির বাংলা বিষয় সম্পর্কিত দলীয় কাজ এবং সমন্বিত উপস্থাপন এর কিছু দৃশ্য।
হবিগঞ্জ এর অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।
৬ষ্ঠ এবং ৭ম শ্রেণির বাংলা বিষয় সম্পর্কিত দলীয় কাজ এবং সমন্বিত উপস্থাপন এর কিছু দৃশ্য।
আজ আমাদের স্কুলের কিছু সংখ্যক শ্রেণির সমাপনী ক্লাস উপলক্ষে আয়োজিত ক্লাস পার্টির বেশ কিছু দৃশ্য।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে দি রোজেস কালেক্টরেট স্কুল, হবিগঞ্জ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কিছু দৃশ্য।
আজ জেলা পরিষদ কর্তৃক আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের কিছু দৃশ্য। জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয়ের আমন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের স্কুলের অধ্যক্ষ মিসেস ইসমত আরা বেগম।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আমাদের স্কুলের আলোচনা সভা ও কবিতা আবৃত্তি পাঠ প্রতিযোগিতার কিছু দৃশ্য।
আমাদের স্কুলের সম্মানিত অধ্যক্ষ মিসেস ইসমত আরা বেগম মহোদয়ের ইংল্যান্ড হতে দেশে প্রত্যাগমণ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের কিছু চিত্র।
৬ষ্ঠ ও ৭ম শ্রেণির দলগত কাজ
বিতর্ক প্রতিযোগিতা : আধুনিক বিজ্ঞান ; আশির্বাদ না অভিশাপ। Organized by - Team Ninja vs Team Spartan Class 7, The Roses Collectorate School, Habiganj. Date - 10/08/2023
আজ স্কুলে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর বাংলা বিষয়ের বিভিন্ন টপিকের উপর দলীয় কাজের কিছু দৃশ্য।
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস
৭ম শ্রেণীর বিতর্ক প্রতিযোগিতা।
বিষয় : প্রযুক্তির সঠিক ব্যবহার ও অপব্যবহার।
নোটিশ!
আগামীকাল ০১/০৮/২০২৩ খ্রি. ( মঙ্গলবার) আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে স্কুল বন্ধ থাকবে। ০২/০৮/২০২৩ খ্রি. ( বুধবার) হতে স্কুল যথারীতি খোলা থাকবে।
অদ্য ২৬/০৭/২০২৩ খ্রি. হবিগঞ্জ এর নবাগত জেলা প্রশাসক জনাব দেবী চন্দ মহোদয়কে দি রোজেস কালেক্টরেট স্কুল, হবিগঞ্জ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
হিজরী নববর্ষ উপলক্ষে আগামীকাল ২০/০৭/২০২৩ খ্রি. ( বৃহস্পতিবার) স্কুল বন্ধ থাকিবে।
আজ জেলা প্রশাসন, হবিগঞ্জ কর্তৃক আয়োজিত দি রোজেস কালেক্টরেট স্কুল, হবিগঞ্জ ও বিয়াম ল্যাবরেটরি স্কুল, হবিগঞ্জ এর শিক্ষকবৃন্দদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান। উপস্থিত ছিলেন জেলা পরিষদ, হবিগঞ্জ এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব নুরুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব প্রিয়াঙ্কা পাল, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ এর ইউএনও জনাব আয়েশা আক্তার,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মঈন খান এলিস, সহকারী কমিশনার ( শিক্ষা ও কল্যান) জনাব তাসমিন জাহান। উক্ত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) জনাব মুহাম্মদ সাদিকুর রহমান। উক্ত সভায় সভায় স্কুলের শিক্ষাদান ও আনুসাঙ্গিক কার্যক্রম পরিচালনা প্রসঙ্গে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মাননীয় জেলা প্রশাসক মহোদয়।
শোক বার্তা 🏴
আমরা অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে, আমাদের স্কুলের সাবেক নৈশ প্রহরী, সকলের প্রিয় মুখ জনাব শফিক মিয়া অদ্য বেলা ১:৩০ মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন 😢
ওনার এই প্রয়াণে দি রোজেস কালেক্টরেট স্কুল, হবিগঞ্জ পরিবার গভীরভাবে শোকাহত।
এতদ্বারা সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদ - উল - আযহা উপলক্ষে আগামী ২১/০৬/২০২৩ খ্রি. (বুধবার) হতে ০৬/০৭/২০২৩ খ্রি. (বৃহস্পতিবার) পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। ০৯/০৭/২০২৩ খ্রি. (রবিবার) হতে স্কুল কার্যক্রম চলমান থাকবে।
বি.দ্র. - আগামী ১৯/০৬/২০২৩ (সোমবার) হতে মাসিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৫ জুন তারিখের পরিবর্তে ২০ জুন তারিখে মাসিক বেতন নেওয়া হবে।
আমাদের স্কুলের একটি পুরাতন কিন্তু অমলিন একটা চিত্র।
- সংগৃহীত
প্রচন্ড দাবদাহ এবং তীব্র লোডশেডিং এর কারণে আগামীকাল ০৮/০৬/২০২৩ খ্রি: রোজ- (বৃহস্পতিবার)
প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।
বি:দ্র:- আগামী ১১/০৬/২৩ খ্রি: (রবিবার) থেকে সকাল ৯:১৫ থেকে যথারীতি ক্লাস শুরু হবে।
অধ্যক্ষ
দি রোজেস কালেক্টরেট স্কুল, হবিগঞ্জ।
জরুরী নোটিশ।
দি রোজেস কালেক্টরেট স্কুল এর পুনর্মিলনী ২০২৩ , ঈদ -উল আযহার ৩য় দিনে ।
আজ থেকে অন্য লাইন এ রেজিস্ট্রেশন করা যাচ্ছে ।
আজ ই রেজিস্ট্রেশন করুন । রেজিস্ট্রেশন করতে নিচের লিংক এ ক্লিক করুন ।
Registration Link: https://therose.cronyco.net/
রেজিস্ট্রেশন ফি - ১০০০ টাকা মাত্র ।
বিঃ দ্রঃ রেজিস্ট্রেশন প্রক্রিয়া বুঝার জন্য নিচের ভিডিও টি দেখতে পারেন । তার্য পর ও যদি
অনলাইন রেজিস্ট্রেশন করতে যেয়ে কোন সমস্যা হয়,
যোগাযোগ করুন -নিহাদ ইশতিয়াক - ০১৭৩৯৫৮১০৩০ (হোয়াটস অ্যাপ)।
Video Tutorial YouTube Link: https://www.youtube.com/watch?v=2Mf-TL0Tvok&t=276s
'সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিতকরণ' বিষয়ক কর্মশালায় প্লে, নার্সারি, কেজি শ্রেণির অভিভাবকবৃন্দের সাথে আলাপচারিতায় স্কুলের অধ্যক্ষ মিসেস ইসমত আরা বেগম।
https://www.facebook.com/100070170473606/posts/526837769665234/?app=fbl
"যেথায় থাকি, যে যেখানে,মিলব সবাই হৃদয়ের টানে"
ঈদ-উল আযহার তৃতীয় দিনে।
📢 দি রোজেস কালেক্টরেট স্কুল এর পুনর্মিলনী ২০২৩ এর রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়েছে।
#রেজিষ্ট্রেশন চলবে আগামি ১০ ই জুন, ২০২৩ পর্যন্ত।
# অনলাইন রেজিষ্ট্রেশন এর জন্য যোগাযোগ করুন : নিহাদ ইশতিয়াক -০১৭৩৯৫৮১০৩০( Whatsapp)
#রেজিষ্ট্রেশন ফরম- https://app.jotform.com/230651788582466
আগ্রহীগণ আবেদন করতে পারেন।
মহান স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা।
জেলা প্রশাসন, হবিগঞ্জ কর্তৃক আয়োজিত কুচকাওয়াজ ও শারিরীক কসরত প্রদর্শনীতে আমাদের স্কুলের অংশগ্রহণের দৃশ্য। উল্লেখ্য শারিরীক কসরত প্রদর্শনীতে আমাদের স্কুল দ্বিতীয় স্থান অর্জন করেছে।
'অভিকর্ষ' কর্তৃক আয়োজিত বিজ্ঞান মেলা - ২০২৩ - এ আমাদের 'দি রোজেস কালেক্টরেট স্কুল, হবিগঞ্জ - এর অংশগ্রহণ।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জেলা প্রশাসন, হবিগঞ্জ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আমাদের স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের স্কুলের বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার গ্রহণের কিছু দৃশ্য।
"যেথায় থাকি, যে যেখানে,মিলব সবাই হৃদয়ের টানে"
ঈদুল আজহার ৩য় দিনে।
৬ই মার্চ, ২০২৩ ইং থেকে আনুষ্ঠানিক ভাবে দি রোজেস কালেক্টরেট স্কুল এর পুনর্মিলনী ২০২৩ এর রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়েছে। আজকের মতবিনিময় সভায় উপস্থিত হওয়া প্রাক্তন ছাত্র ছাত্রী দের মধ্য থেকে ১০ জন আজ রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করেছেন।
#রেজিষ্ট্রেশন চলবে আগামি ১০ ই জুন, ২০২৩ পর্যন্ত।
# রেজিস্ট্রেশন ফরম প্রাপ্তি স্থান:
১) দি রোজেস কালেক্টরেট স্কুল।
চিরনজিৎ দেব (তন্ময়) শিক্ষক।
📱০১৮৬৭ ৮০৪০৮০
বীরেন্দ্র দাস
অফিস সহকারী
📱০১৭২৪২৩৫৫৮৩
⌛সময়: সকাল ১০:০০- ১:৩০ মিনিট পর্যন্ত।
(রবিবার - বৃহস্পতিবার)।
২) স্যামসাং( ব্রান্ড শপ)
ডিজিটাল ভিশন।
আলী শাহ সেন্টার, (বনফুল এর পাশে)
বানিজ্যিক এলাকা, হবিগঞ্জ।
মাহমুদুর রহমান শোভন।
📱০১৭০৬ ১১১০০৮
⌛সময়: সকাল ১০টা- রাত ৮ টা।(শনিবার ছাড়া)
☀️ রেজিস্ট্রেশন ফি:- ১০০০/- টাকা।
# যোগাযোগ :
✳️মোতাচ্ছিরুল ইসলাম - ০১৭১১৯০৮৬৬১,
❇️কায়সার আহমেদ চৌধুরী জনি - ০১৭১১৪৭৬৯৬৫,
❇️চৌধুরী নিহাদ ইশতিয়াক -০১৭৩৯৫৮১০৩০,
❇️শুভ্র বিশ্বাস - ০১৭২০০৮৬৮০৩,
❇️মাহমুদ উল হাসান-০১৭১৭৩০৮৬৫৭
দি রোজেস কালেক্টরেট স্কুল এর পুনর্মিলনী ২০২৩ আয়োজন উপলক্ষে মত বিনিময় সভা ও রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে আগামি ৬ ই মার্চ ২০২৩ সালে দি রোজেস কালেক্টরেট স্কুল প্রাজ্ঞনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকার জন্য স্কুল এর সকল প্রাক্তন ছাত্র ছাত্রীদের কে বিনীত ভাবে অনুরোধ করা হচ্ছে।
#রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু ও মত বিনিময় সভা।
#স্থান: দি রোজেস কালেক্টরেট স্কুল, হবিগঞ্জ।
#তারিখ: ৬ ই মার্চ, ২০২৩।
#সময়: বিকাল ৪.০০ টা।
অনুরোধ ক্রমে
মোতাচ্ছিরুল ইসলাম
আহবয়ক
পুনর্মিলনী উৎযাপন কমিটি
দি রোজেস কালেক্টরেট স্কুল
যোগাযোগ :
মোতাচ্ছিরুল ইসলাম - ০১৭১১৯০৮৬৬১
কায়সার আহমেদ চৌধুরী জনি -
০১৭১১৪৭৬৯৬৫
চৌধুরী নিহাদ ইশতিয়াক -০১৭৩৯৫৮১০৩০
দি রোজেস কালেক্টরেট স্কুল এর পুনর্মিলনী ২০২৩ আয়োজন উপলক্ষে মত বিনিময় সভা ও রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে আসছে আগামি ৬ ই মার্চ ২০২৩ সালে দি রোজেস কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকার জন্য স্কুল এর সকল প্রাক্তন ছাত্র ছাত্রীদের কে বিনীত ভাবে অনুরোধ করা হচ্ছে।
#রেজিষ্ট্রেশন প্রক্রিয়ার শুরু ও মত বিনিময় সভা।
#স্থান: দি রোজেস কালেক্টরেট স্কুল, হবিগঞ্জ।
#তারিখ: ৬ ই মার্চ, ২০২৩।
#সময়: বিকাল ৪.০০ টা।
অনুরোধ ক্রমে
মোতাচ্ছিরুল ইসলাম
আহবয়ক
পুনর্মিলনী উৎযাপন কমিটি
দি রোজেস কালেক্টরেট স্কুল, হবিগঞ্জ।
যোগাযোগ :
মোতাচ্ছিরুল ইসলাম - ০১৭১১৯০৮৬৬১
কায়সার আহমেদ চৌধুরী জনি -
০১৭১১৪৭৬৯৬৫
চৌধুরী নিহাদ ইশতিয়াক -০১৭৩৯৫৮১০৩০
জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন
মহান ৭ ই মার্চ উপলক্ষে শিশু একাডেমির আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা গেল।
বার্ষিক মিলাদ মাহফিল ও অভিভাবক সমাবেশ ২০২৩ খ্রি.অনুষ্ঠিত হয় আজ আমাদের স্কুলে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ সাদিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব ড. মাসুদুল আলম, সম্মানিত অধ্যক্ষ, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ, জনাব খলিলুর রহমান, সহকারী অধ্যাপক, ইসলাম শিক্ষা বিভাগ, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ, জনাব মোঃ বায়জীদ সরদার, সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ, জনাব সামিউর রহমান, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ, মোঃ কলিম উল্লাহ সিকদার, সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা, সিভিল সার্জনের কার্যালয়, হবিগঞ্জ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করে আমাদের স্কুলের অধ্যক্ষ মিসেস ইসমত আরা বেগম। অনুষ্ঠানে সম্মানিত শিক্ষকমণ্ডলী, সম্মানিত অভিভাবকবৃন্দ আর প্রিয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসন, হবিগঞ্জ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আমাদের স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি নৃত্য।
"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।"
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দি রোজেস কালেক্টরেট স্কুল, হবিগঞ্জ - এর প্রভাত ফেরী এবং শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন।
আমাদের দি রোজেস কালেক্টরেট স্কুল, হবিগঞ্জ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান - ২০২৩ খ্রি. এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী পর্বের কিছু দৃশ্য।
আজ আমাদের দি রোজেস কালেক্টরেট স্কুল, হবিগঞ্জ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বেশ কিছু দৃশ্য। অনুষ্ঠানের উদ্বোধন করে মাননীয় জেলা প্রশাসক ও স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব ইশরাত জাহান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ, হবিগঞ্জ এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব নুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব সাদিকুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব এডভোকেট আলমগীর চৌধুরী সহ আরও অনেকে। অনুষ্ঠানের সভাপতিত্ব করে স্কুলের অধ্যক্ষ মিসেস ইসমত আরা বেগম।
আমাদের স্কুলের প্রাক্তন শিক্ষার্থী এবং হবিগঞ্জ -৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির মহোদয়ের একমাত্র পুত্র মোঃ ইফাত জামিল University of the West of England- UWE BRISTOL থেকে আজ সকল বিষয়ে কৃতকার্য হয়ে বার অ্যাট ল, সম্পন্ন করেছে।
তাঁর এই কৃতিত্বপূর্ণ সফলতার জন্য দি রোজেস কালেক্টরেট স্কুল, হবিগঞ্জ পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন।
Monday | 09:15 - 14:30 |
Tuesday | 09:15 - 14:30 |
Wednesday | 09:15 - 14:30 |
Thursday | 09:15 - 14:30 |
Saturday | 09:15 - 14:30 |
Sunday | 09:15 - 14:30 |
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ২০২১ এর ছাত্রদের দ্বারা পরিচালিত
Centenary Celebration Jagadishpur j.c High School-2024.
দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান
it is a page for Habiganj Girls High Schools students and teachers
চা শ্রমিক সন্তানদের পিছিয়ে পড়তে দেবোনা, এগিয়ে নিতে আবিস্কৃত হয়েছি আমরা। প্রতিষ্ঠাতাঃ রনি গোয়ালা।