HGHS batch 21
Nearby schools & colleges
Vadoi
হবিগঞ্জ, Habiganj Sadar
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ২০২১ এর ছাত্রদের দ্বারা পরিচালিত
Operating as usual
![Photos from HGHS batch 21's post](https://img3.schoolandcollegelistings.com/158/870/1005529141588706.jpg)
কিরে পোলাপান মনে আছেনি????????
![](https://img5.schoolandcollegelistings.com/165/267/971556081652679.jpg)
🥺🥺
![Photos from HGHS batch 21's post](https://img3.schoolandcollegelistings.com/194/463/968636541944633.jpg)
২৩/০৮/২৪ থেকে ৩১/০৮/২৪ অবদি ৮ দিনে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ফান্ডে জমাকৃত অনুদানের পরিমাণ ১,১৬,৯৪২/-
আজকে থেকে আমাদের সকল কর্যক্রমের সমাপ্তি।আমরা আর কোনোরকম ফান্ড জমা নিচ্ছি না।
আমাদের সকল কার্যক্রমের হিসাব বিস্তারিতভাবে ১ম কমেন্ট-
![Photos from HGHS batch 21's post](https://img5.schoolandcollegelistings.com/563/518/965064315635189.jpg)
আসসালামু আলাইকুম।
আমরা হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় পরিবার থেকে ইতিমধ্যে বন্যাগ্রস্থ পরিবারে ত্রাণ সহায়তা দেয়ার পর পরবর্তী কার্যক্রম বন্যার্তদের পুনর্বাসনের কাজ আজকে থেকে শুরু হলো।
আমরা আজকে ৩ পরিবারকে টিন,কাঠ, ফ্যান, নিত্যদিনের বাজারে সহায়তা প্রদান করেছি।
*আজকে থেকে পুর্নবাসনের কার্যক্রম শুরু হওয়া তিন জন ব্যক্তির নাম, ঠিকানা:
১.শামসুল হক(নদীর পাড়,উত্তর জালালাবাদ)
২. আলেমা খাতুন(উত্তর জালালাবাদ)
৩. জানেরা খাতুন, রুপবান(নোয়াগাও)
*গত শুক্রবার থেকে আজ পর্যন্ত আমাদের তোলা অনুদানের পরিমাণ ৯৯৫৪০টাকা( নিরানব্বই হাজার পাঁচশত চল্লিশ)
(চৌধুরী বাজারের সামান্য কিছু দোকান ব্যাতীত অন্য দোকানে গিয়ে কোনোরকম টাকা তোলা হয় নাই)
*যার মধ্যে খরচ হয়েছে ৭৮৭৯০ টাকা
*আমাদের হাতে বর্তমানে আছে টাকা-২০৭৫০টাকা
খরচের টোটাল হিসাব:
টিন+কাঠ+লোহা- ৪৮০০০ টাকা
টেবিল ফ্যান-১৭৫০ টাকা
নিত্যদিনের বাজার প্রদান-৩৫০০
ত্রান-২৫৫৪০ টাকা (৭৯টা ফ্যামিলি)
আমাদের ফান্ডিং আগামী শুক্রবার পর্যন্ত চলবে এবং ফান্ড তুলা শেষে এবং আমাদের পুর্নবাসনের কার্যক্রম সম্পুর্ণভাবে সম্পন্ন করার পর আমরা ফাইনাল একটা পোস্ট করবো বিস্তারিতভাবে।
ফান্ড এর বাকি সব টাকাই বন্যার্তদের পুনর্বাসনে ব্যবহৃত করা হবে।
যদি পুনর্বাসনে কেউ আর্থিক সহযোগিতা করতে চান
Rakib Rashu 01300544942(bKash)
Eftakhar Tahsin- 01609372425(Bkash/Nagad)
Remittance bKash :
Eftakhar Tahsin: 01609372425
![](https://img5.schoolandcollegelistings.com/572/662/964149945726626.jpg)
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৮৩ ব্যাচ এর প্রাক্তন শিক্ষার্থী এ এস এম আমানুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হওয়ায় অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা ।
![Photos from HGHS batch 21's post](https://img4.schoolandcollegelistings.com/906/458/964103659064588.jpg)
প্রথমে একটা সুখবর দিয়ে শুরু করতে চাইঃ
যে সাংবাদিক ভাই এই ভিডিওটি করেছিলেন উনি প্রাবসীদের সহযোগিতা + গ্রামবাসীর সহযোগিতায় উনার ঘর তৈরি করে দেয়ার উদ্যোগ নিয়েছেন৷ কয়েকদিনের মধ্যেই উনার ঘর তৈরির কাজ শুরু হয়ে যাবে।
তাই আমরা হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে যে টাকাগুলো তুলেছিলাম তা অন্য যাদের প্রয়োজন তাদের সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছি।
১) হবিগঞ্জের জালালাবাদে একজন মহিলা যার স্বামী নেই, উনারা ৫ জন মেয়ে মানুষ একটি বাড়িতে থাকে। যাদের বাড়ির অবস্থা নাজুক, টিন ছিদ্র হয়ে গেছে,বন্যার পানিতে সাইডের দেওয়ালের টিনও ছুটে গেছে। তার বাড়ি ঠিক করে দিতে ৬ বান টিন, মজুরি সহ মোট ৩৪ হাজার টাকা লাগবে। যেটার কাজ আমরা কালকে থেকেই শুরু করে দিব।
২) জালালাবাদে একজন লোক, যার পা ভাঙ্গা, উনার ও টিন ছিদ্র হয়ে গেছে। উনি শুধু ১ বান টিন চেয়েছেন। উনাকে ১ বান টিন কিনে দেয়া হবে আগামীকাল।
এছাড়াও টাকা আমাদের নিকট থেকে যাবে। ঐ টাকাগুলো সহ আরো আপনারা কেউ যদি অংশ নিয়ে চান, এভাবে যাদের প্রকৃতপক্ষে প্রয়োজন তাদের জন্য সহযোগিতা করা হবে। আপনার আশেপাশে যদি এমন কেউ থেকে থাকে, যাকে সহযোগিতা করা প্রয়োজন অবশ্যই জানাবেন।
আসসালামু আলাইকুম।
এই ভিডিও দেখার পর এমন কোনো মানুষ পাওয়া যায়নি যার অন্তর কাঁদে নি। আমরা হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উনার ঠিকানা বের করে নিশ্চিত হয়েছি যে ঘটনাটা সত্য। তাই আমাদের ২য় কার্যক্রম পুনর্বাসনের উদ্দেশ্য নিয়ে উনার ভেঙে যাওয়া স্বপ্নের ঘর টা নতুন করে তৈরীর উদ্যোগ নেওয়া হলো। যারা এই মহৎ কাজে অংশীদার হতে চান তারা নিম্নোক্ত নাম্বারে আর্থিক সহায়তা পাঠানোর জন্য অনুরোধ করা গেল।
রেমিট্যান্স বিকাশ:
01609372425(Eftakhar Tahsin)
বিকাশ পারসনাল:
01609372425(Eftakhar Tahsin/Nagad)
01300544942(Rakib Rashu)
রকেট পারসনাল:
01782082409(Rafiqul Rocky)
![](https://img3.schoolandcollegelistings.com/925/843/962165149258439.jpg)
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ হতে বন্যার্তদের জন্য সামান্য ত্রাণব্যবস্থা করা হয়েছে।
আমাদের পরবর্তী কার্যক্রম পুনর্বাসনের জন্য এখনো ফান্ড কালেকশন সচল রেখেছি। আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান তারা নিম্নোক্ত নাম্বার গুলোতে পাঠাতে পারেন।
রেমিট্যান্স বিকাশ:
01609372425(Eftakhar Tahsin)
বিকাশ পারসনাল:
01609372425(Eftakhar Tahsin/Nagad)
01300544942(Rakib Rashu)
রকেট পারসনাল:
01782082409(Rafiqul Rocky)
আসসালামু আলাইকুম।
ইতিমধ্যেই আমরা সকলে অবগত আছি যে আমাদের প্রাণের জেলা আজ বন্যা দুর্যোগে বিপর্যস্ত। যেখানে অসহায় হয়ে আছে জালালাবাদ, রিচি,দুর্লভপুর গ্রামবাসীরা।এই ক্রান্তিলগ্নে আমাদের সকলের উচিত বন্যায় হতাহত মানুষের পাশে দাঁড়ানো। হাজার হাজার মানুষ পানিতে তলিয়ে যাচ্ছে।
আপনার দেয়া সামান্য টাকাও একটা মানুষের জীবন বাচানোর কাজে লাগতে পারে। তাই আমরা হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে বন্যায় কবলিত এলাকার মামুষদের মধ্যে কিছু ত্রান বিতরনের চেষ্টা করব। ইন শা আল্লাহ আপনাদের আমানত আমরা যথাযতভাবে পৌছানোর ব্যবস্থা করব। এই ভরসা রেখে আপনারা যে যেভাবে পারেন নিজেদের জায়গা থেকে বন্যার্তদের পাশে দাঁড়ান।
বিকাশ পারসনাল
01609372425(Eftakhar Tahsin)
01300544942(Rakib Rashu)
01310618393(Saroar Hossain)
নগদ পারসনাল:
01609372425(Eftakhar Tahsin)
01310618393(Saroar Hossain)
রকেট পারসনাল:
01836106354(Sandip Soumik)
01782082409(Rafiqul Rocky)
বি:দ্র: টাকা পাঠানোর সময় রেফারেন্সে Flood লিখে পাঠাবেন। এবং পারলে কল বা ম্যাসেজ করে সিউর করবেন।
হবিগঞ্জে যদি এই টাকা কাজে না লাগাতে পারি(যদি দরকার না হয়) তাহলে আমরা এই টাকাগুলো আস সুন্নাহ ফাউন্ডেশনে দিয়ে দিব।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Website
Address
Habiganj Sadar, Sylhet, Bangladesh
Habiganj
3300
Sughar, Laskarpur, Habiganj Sadar, Habiganj, Sylhet
Habiganj, SHSSHS
Jagadishpur, Itakola, Madhabpur, Habigonj
Habiganj, 3333
Centenary Celebration Jagadishpur j.c High School-2024.
Brindaban College Road
Habiganj, 3300
হবিগঞ্জ এর অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।
Hakajura Ranigaw Cunarughat Habiganj
Habiganj
দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান
Mohila College Road
Habiganj
it is a page for Habiganj Girls High Schools students and teachers
Lalchand Tea Estate, Chunarughat
Habiganj
চা শ্রমিক সন্তানদের পিছিয়ে পড়তে দেবোনা, এগিয়ে নিতে আবিস্কৃত হয়েছি আমরা। প্রতিষ্ঠাতাঃ রনি গোয়ালা।
Devpur, Modina Market, Dharmaghar, Madhabpur
Habiganj, 3330
This School was established on 14 November, 2008. Founded by K U Ahamed Jashim, T A Hamza & Md Pial