Shahjalal High School,Sughar,Habiganj.

Shahjalal High School,Sughar,Habiganj.

Share

শাহজালাল উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত ফেইসবুক পেইজ। এটা স্কুলের কোন অফিশিয়াল ফেসবুক পেইজ নয়।

17/10/2024

বার্ষিক পরীক্ষা রুটিন ২০২৪

19/09/2024

ইসলামের ইতিহাস জানতে জুবায়ের ইসলামিক দাওয়াহ সেন্টারের পাশেই থাকুন! ইনশাআল্লাহ কুরআন এবং সুন্নাহ ভিত্তিক ইনফরমেশন পাবেন!

15/09/2024

পবিত্র সিরাতুন্নবী সাঃ উপলক্ষে সকল আশিকানে রাসূলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ!

15/09/2024

শাহজালাল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে সকল আশিকানে রাসূলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ!

01/09/2024

আমার সম্মানিত প্রিয় শিক্ষকগণের প্রতি বিনীত অনুরোধ নিজেদেরকে একজন আদর্শ, সৎ শিক্ষক হিসেবে গড়ে তুলুন। স্কুল কমিটির লোক যদি আপনাদেরকে অবৈধ কাজ করতে বল প্রয়োগ করে, আপনারা সবাই মিলে এর প্রতিবাদ করুন। ছাত্রছাত্রীরা আপনাদের পাশে আছে।

শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এই সিস্টেম চালু আছে, দ্রুত এসব নিয়মনীতি পরিবর্তন করতে হবে, এখনই সময়।

১. প্রশংসাপত্রের নামে ২০০/৩০০ টাকা করে আদায় করা।

২. মার্কশীট তুলতে ২০০/৩০০ টাকা আদায় করা।

৩.শিক্ষার্থীদের অর্জিত সার্টিফিকেট তুলতে ৫০০ টাকা নিয়ে মেরে খাওয়া।

৪. ফর্ম ফিলআপ বোর্ড ফির চেয়ে বেশি টাকা নিয়ে মেরে খাওয়া।

৫.কয়জন প্রধান শিক্ষক ভর্তি ফির টাকা বেশি নিয়ে আত্মসৎ করা?

৬.পরীক্ষার ফি বেশি নিয়ে আত্মসৎ করা।

৭. কয়জন প্রধান শিক্ষক নিয়োগ বানিজ্য করে না?

৮.কয়জন প্রধান শিক্ষক টিউশন ফি মেরে খায় না?

৮.কয়জন প্রধান শিক্ষক নিয়মিত ক্লাস নেন?

৯. কয়জন প্রধান শিক্ষক ঘুষ না দিয়ে প্রধান শিক্ষক হয়?

১০. কয়জন প্রধান শিক্ষক বছর শেষে ছাত্রদের কাছে পুরাতন বই নিয়ে বেঁচে খায় না।

১১. কোন প্রতিষ্ঠানে সভাপতিরা নিজেদের মন্ত্রি আর প্রধান শিক্ষকরা নিজেদের সচিব ভাবেন না?

এটা কি পরিবর্তন করা উচিত নয়?

#সংগৃহীত

18/07/2024

শুধু কোটা নয়;
গোটা দেশটাই
সংস্কারের প্রয়োজন!


07/07/2024

শাহজালাল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে জানাই হিজরি নববর্ষের শুভেচ্ছা!

হিজরি ১৪৪৬!

13/06/2024

Shahjalal High School,Sughar,Habiganj.
400 followers done!
Congratulations to our followers!

17/05/2024

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ একাদশ শ্রেণি!
নটর ডেম কলেজের ভর্তি বিজ্ঞাপ্তি

17/05/2024

ভর্তি চলছে! ভর্তি চলছে!
জুবায়ের স্টুডেন্ট কেয়ার একাডেমিতে! ভর্তি চলছে!
ইতিমধ্যে চারটি ব্যাচের ক্লাস শুরু হয়ে গিয়েছে!
নবম-দশম শ্রেণি, সকাল ৭ টা থেকে ৮ টা পর্যন্ত!
অষ্টম শ্রেণি, বিকাল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত!
সপ্তম শ্রেণি, সকাল ৮ টা থেকে ৯ টা পর্যন্ত!
পঞ্চম শ্রেণি, সন্ধ্যা ৭ টা থেকে ৮ টা পর্যন্ত!
তাই আর দেরি না করে ভর্তির জন্য এখনই Enrollment করে নাও! যোগাযোগের জন্য নিচের দেওয়া নম্বরে বা পেইজে মেসেজ করতে পারো!

27/03/2024

আজ ১৭ ই রমজান।
ঐতিহাসিক বদর দিবস।
ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিলো।

11/03/2024

Ramadan Kareem!

26/02/2024

বরকতময় রজনী!!
শবে বরাতে আল্লাহ সবাইকে মাফ করে করে দিন। আমিন।

09/11/2023

ভর্তি চলছে! ভর্তি চলছে!
শাহজালাল উচ্চ বিদ্যালয়

16/08/2023
Want your school to be the top-listed School/college in Habiganj?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

শাহজালাল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে সকল আশিকানে রাসূলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকব...

Location

Category

Telephone

Website

Address

Sughar, Laskarpur, Habiganj Sadar, Habiganj, Sylhet
Habiganj
SHSSHS