
Written question paper
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Exceptional Online Exam Care, Education, Gazipur.
Operating as usual
Written question paper
❤️❤️মাত্র ১০ মিনিটে উপসর্গ মুখস্ত করুন ❤️❤️
💥বাংলা উপসর্গ ২১টি: সু, হা, স, আ, নি, বি, অজ, ভর, সা, অ, অনা, কু, আড়, আব, ঊন, পাতি, কদ, আন, ইতি, অঘা, রাম।
💥মনে রাখার সহজ উপায়:
সুহাস,
আদর নিবি। তুই অজপাড়ার ভরসা বলে অনেকে অনাচার, কুকথা ও আড়চোখে দেখে। আবডালের ঊনত্রিশটি পাতিলেবু ও কদবেল আনবি।
ইতি-
অঘারাম
💥সংস্কৃত উপসর্গ ২০টি: অপি, অনু, অপ, প্রতি, সম, অধি, সু, প্র, অতি, উৎ, পরা, নির, বি,পরি, দূর, উপ, অব, অভি, আ, নি।
💥মনে রাখার সহজ উপায়:
অপি ও অনু অপরের প্রতি সম অধিকার সু প্রতিষ্ঠায় অতি উৎসাহ পরায়নির বিপরীতে দূর উপনিবেশে অবরোধ অভিযান আনিয়েছে।
💥আরবি উপসর্গ: গর আম খাস লা বাজে।
💥ইংরেজি: হেড-মাস্টার সাব হাফ-পাগল, ফুল-চালাক।
💥ফারসি: (বদ, বর্, নিম, ফি, কম, বে, দর, কার, না)
বদ বরকে নিম ফি কম-বেশ দেয়ার দরকার নাই।
💥হিন্দি উপসর্গ: হর।
📍 এগুলো জেনে রাখতে পারেন
✅ভাষার মূল উপকরণ – বাক্য
✅ ভাষার মূল উপাদান – ধ্বনি
✅ ভাষার বৃহত্তম একক – বাক্য
✅ ভাষার ক্ষুদ্রতম একক – ধ্বনি
✅ বাক্যের মৌলিক উপাদান – শব্দ
✅বাক্যের মূল উপাদান – শব্দ
✅ বাক্যের মূল উপকরণ – শব্দ
✅ বাক্যের ক্ষুদ্রতম একক – শব্দ
✅শব্দের মূল উপাদান – ধ্বনি
✅শব্দের মূল উপকরণ – ধ্বনি
✅ শব্দের ক্ষুদ্রতম একক – ধ্বনি
✅ধ্বনি নির্দেশক চিহৃ – বর্ণ
✅ভাষার ইট বলা হয় – বর্ণকে
✅ভাষার স্বর বলা হয় – ধ্বনিকে
✅ ভাষার ছাদ বলা হয় – বাক্যকে
রবিবার:
১৯৭১ এর ৭ই মার্চ
মঙ্গলবার :
১৯৭১ এর ১৪ই ডিসেম্বর
বুধবার :
১৯২০ সালের ১৭ই মার্চ
বৃহস্পতিবার :
১৯৫২ এর ২১শে ফেব্রুয়ারি
১৯৭১ এর ২৫ই মার্চ
১৯৭১ এর ১৬ই ডিসেম্বর
শুক্রবার :
১৯৭১ এর ২৬শে মার্চ
১৯৭৫ এর ১৫ই আগস্ট
ধন্যবাদ 🌹
✍️ সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদসমূহ:
➤১নং অনুচ্ছেদ; বাংলাদেশের নাম
➤২নং অনুচ্ছেদ; বাংলাদেশের সীমানা
➤২(ক) অনুচ্ছেদ; রাষ্ট্রধর্ম ইসলাম
➤৩নং অনুচ্ছেদ; রাষ্ট্রভাষা বাংলা
➤৪নং অনুচ্ছেদ; জাতীয় সঙ্গীত,পতাকা,প্রতীক
➤৪(ক) অনুচ্ছেদ; বঙ্গবন্ধুর প্রতিকৃতি
➤৬নং অনুচ্ছেদ; নাগরিকত্ব বাংলাদেশী
➤৭নং অনুচ্ছেদ; সংবিধানের প্রাধান্য
➤৮ নং অনুচ্ছেদ; মূলনীতি
➤১২নং অনুচ্ছেদ; ধর্ম নিরপেক্ষতা
➤১৫ (ক) অনুচ্ছেদ; মৌলিক প্রয়োজন
➤১৭ নং অনুচ্ছেদ; বাধ্যতামূলক শিক্ষা
➤২২নং অনুচ্ছেদ; নির্বাহী বিভাগ থেকে বিচার
বিভাগ পৃথকীকরণ
➤ ২৭নং অনুচ্ছেদ; আইনের দৃষ্টিতে সমান
➤ ২৮ অনুচ্ছেদ; ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য
➤ ২৯ অনুচ্ছেদ; সরকারী নিয়োগলাভের সমতা
➤ ৩১অনুচ্ছেদ; আইনের আশ্রয় লাভের অধিকার
➤ ৩২অনুচ্ছেদ; জীবন ও ব্যক্তি স্বাধীনতার
অধিকার রক্ষণ।
➤ ৩৬,৩৭,৩৮ নংঅনুচ্ছেদ; চলাফেরা,সমাবেশ,
সংগঠনের স্বাধীনতা
➤ ৩৯নং অনুচ্ছেদ; চিন্তা,বিবেকের ও
বাকস্বাধীনতা
➤ ৪১নং অনুচ্ছেদ; ধর্মীয় স্বাধীনতা
➤ ৫২নং অনুচ্ছেদ; রাষ্ট্রপতির অভিসংশন
➤ ৬৪ নং অনুচ্ছেদ; এটর্নি জেনারেল
➤ ৭৭নং অনুচ্ছেদ; ন্যায়পাল
➤ ৮১ নং অনুচ্ছেদ; অর্থবিল
➤ ৮৭ নং অনুচ্ছেদ; বার্ষিক আর্থিক বিবৃতি
➤ ৯৩অনুচ্ছেদ; রাষ্ট্রপতি অধ্যাদেশ জারী
➤৯৫ নং অনুচ্ছেদ; প্রধান বিচারপতি নিয়োগ
➤ ১০২ অনুচ্ছেদ; রিট করার অধিকার
➤১১৭ নং অনুচ্ছেদ; প্রশাসনিক ট্রাইব্যুনাল
➤১১৮ নং অনুচ্ছেদ; নির্বাচন কমিশন প্রতিষ্ঠা
➤ ১৩৭নং অনুচ্ছেদ; সরকারী কর্মকমিশন প্রতিষ্ঠা
➤ ১৪১নং অনুচ্ছেদ; জরুরি অবস্থা ঘোষণা
➤১৪২নং অনুচ্ছেদ; সংবিধান সংশোধন
জাতিসংঘের ৭৭তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
#শেখ_হাসিনা_নরেন্দ্র_মোদি_বৈঠকে ৭ সমঝোতা স্মারক সই
📝সমঝোতা স্মারকগুলো হচ্ছে-
১. রহমিপুর হয়ে বাংলাদেশের সিলেটে কুশিয়ারা নদী থেকে সুরমা-কুশিয়ারা প্রকল্পের আওতায় ১৫৩ কিউসেক পানি বণ্টনে সমঝোতা স্মারক।
২. ভারতের কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) এবং বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (বিসিএসআইআর) মধ্যে বৈজ্ঞানিক সহযোগিতায় সমঝোতা স্মারক।
৩. ভারতের ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের মধ্যে সমঝোতা স্মারক।
৪. বাংলাদেশ রেলওয়ের কর্মীদের ভারতীয় রেলওয়ের ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণের জন্য ভারত ও বাংলাদেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক।
৫. বাংলাদেশ রেলওয়ের আইটি বিষয়ক সহযোগিতার জন্য ভারত ও বাংলাদেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক।
৬. প্রসার ভারতী ও বাংলাদেশ টেলিভিশনের মধ্যে সমঝোতা স্মারক।
৭. মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার মধ্যে সমঝোতা স্মারক।
আগামী ৪ বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন (১২তম) গভর্নর হিসেবে দায়িত্ব নিলেন- ‘আব্দুর রউফ তালুকদার’ (১২ জুলাই,২০২২)।
#খুবই_গুরুত্বপূর্ণ....... ১
পিএসসি নির্ধারিত ১১ জন সাহিত্যিকের সংক্ষেপ পরিচিতিঃ
( সব এক্সামেই এই ১১ জন থেকে প্রশ্ন হয়)
#ঈশ্বরচন্দ্র_বিদ্যাসাগরঃ
(১৮২০-১৮৯১)
১। বিদ্যাসাগর কোন সালে জন্মগ্রহন করেন? - উঃ ১৮২০ সালে
২। বিদ্যাসাগর উপাধি দেয়া হয় কোথা থেকে?
উঃ সংস্কৃত কলেজ থেকে
৩। বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত কে? উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৪। বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্ন প্রথম স্থাপন করেন কে?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৫। ঈশ্বরচন্দ্রের কয়েকটি মৌলিক রচনার নাম কি কি?
উঃ অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা, রত্ন পরীক্ষা।
৬। ঈশ্বরচন্দ্রের কয়েকটি বিখ্যাত গদ্যগ্রন্থের নাম কি কি?
উঃ- বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস ও ভ্রান্তিবিলাস।
৭। বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
উঃ বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭)
৮। বিদ্যাসাগর রচিত ব্যাকরণগ্রন্থের নাম কি?
উঃ ব্যাকরণ কৌমুদী
৯। বিদ্যাসাগর কোন আন্দোলনের নেতৃত্ব দেন?
উঃ বিধবা বিবাহ আন্দোলন
১০। বিদ্যাসাগর কোন সালে মৃত্যুবরণ করেন? উঃ ১৮৯১ সালে।
ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন-লে. জে. মনোজ পাণ্ডে।আগামী ১ মে তিনি বর্তমান সেনাপ্রধান জে. মনোজ মুকুন্দ নারাভানের স্থলাভিষিক্ত হবেন।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) তে নিয়োগ প্রস্তুতি
© শুভংকর পোদ্দার, উপবিভাগীয় প্রকৌশলী, পিজিসিবি
=====================================
পিজিসিবিতে সহকারী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলী দুই ধরনের পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের ফরম্যাট একই ধরনের, তবে প্রশ্নের মান ভিন্ন ভিন্ন। দুই পদেই নিয়োগ পরীক্ষা দুই ধাপে হয়। প্রথমে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা, তারপর মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষায় কম নম্বর থাকায় লিখিত পরীক্ষা অনেক গুরুত্ব বহন করে। লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে রয়েছে মানসিক দক্ষতায় ২০ নম্বর, সাধারণ জ্ঞানে ২০ নম্বর, বাংলা, ইংরেজি ও পাওয়ার সেক্টরে ২০ নম্বর এবং বিষয়ভিত্তিক ৪০ নম্বর। ৪০ নম্বরের বিষয়ভিত্তিক অংশে লিখিত পরীক্ষা হয়। বাকি ৬০ নম্বরের পরীক্ষা হয় এমসিকিউ। এমসিকিউতে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। প্রার্থীকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত খালি পদের সর্বোচ্চ তিন গুণসংখ্যক প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হয়।
সাধারণত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রার্থীকে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হয়। লিখিত ও মৌখিক পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি সময়মতো পিজিসিবির ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়।
নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
♦ লিখিত পরীক্ষা : মানসিক দক্ষতা অংশে মূলত গাণিতিক যুক্তি থেকে প্রশ্ন আসে। সম্ভাব্যতা, সুদকষা, ঐকিক নিয়ম, সেট, সাধারণ পাটিগণিত থেকে গত বছর প্রশ্ন এসেছিল। এগুলো ভালো করে অনুশীলন করতে হবে। বিসিএস পরীক্ষার জন্য বাজারে পাওয়া মানসিক দক্ষতার যেকোনো একটি বই কিনে সেখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে হবে। এ ছাড়া মানসিক দক্ষতার ওপর অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট আছে। সেখান থেকে নিয়মিত অনুশীলন করলে এই অংশে ভালো নম্বর তোলা যাবে। বাংলা ও ইংরেজিতে অনেকে কম গুরুত্ব দেয়। বাংলা অংশে ব্যাকরণ ও সাহিত্য থেকে প্রশ্ন আসে। কারক, সমাস, সন্ধি, প্রকৃতি-প্রত্যয় সম্পর্কে নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই পড়া যেতে পারে। বাংলা সাহিত্য যেকোনো বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট বই থেকে পড়ে নেওয়া যায়। ইংরেজি অংশে শুধু ব্যাকরণ থেকে প্রশ্ন আসে। বাক্য গঠন, Analogy, Vocabulary, শূন্যস্থান পূরণ টাইপের প্রশ্ন দিয়ে থাকে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য লেখা যেকোনো ইংরেজি গ্রামার বই থেকে ওই বিষয়গুলো পড়লে এই অংশের প্রস্তুতি হয়ে যাবে।
সাধারণ জ্ঞানের জন্য সিলেবাস বেশ বড়। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ে যেকোনো প্রশ্ন আসতে পারে। সিলেবাসের তুলনায় নম্বর এই অংশে কম থাকায় বিস্তারিত পড়া নির্ভর করবে সময়ের ওপর। এ ক্ষেত্রেও যেকোনো একটি বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট বই থেকে বাংলাদেশ ও আন্তর্জাতিক অংশ পড়ে নিলে কম সময়ে প্রস্তুতি নেওয়া যাবে। Power Sector থেকে এমসিকিউ প্রশ্ন আসায় বাংলাদেশের Power Sector সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। Power Division, BPDB, PGCB-এর ওয়েবসাইটে এসংক্রান্ত যথেষ্ট তথ্য পাওয়া যাবে। বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষায় ৪০ নম্বর থাকায় এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল ও কম্পিউটার সায়েন্সের জন্য ৪০ নম্বরের বিষয়ভিত্তিক অংশে নিজ নিজ বিভাগ অনুযায়ী আলাদা প্রশ্ন থাকে। বাকি ৬০ নম্বর সবার জন্য একই থাকে। সাধারণত প্রতিটি ৫ নম্বরের মোট ৮টি প্রশ্ন থাকে। গাণিতিক সমস্যা, থিওরি—দুটিই থাকতে পারে। স্নাতক পর্যায়ের আবশ্যিক বিষয়গুলো থেকেই প্রশ্ন আসে। তাই তৃতীয়, চতুর্থ বর্ষের ঐচ্ছিক বিষয়গুলো না পড়লেও হবে। নিয়োগ পরীক্ষা যে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে, প্রশ্নপত্রের ধরন বুঝতে সেখানকার বিষয়ভিত্তিক ক্লাস লেকচার দেখে নিতে পারেন। কারণ, নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সাধারণত কিছু নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ই (যেমন—বুয়েট, এমআইএসটি, এইউএসটি) প্রণয়ন করে।
এই অংশে প্রতিটি প্রশ্নে ৫ নম্বর। সুতরাং ভুল করলে পিছিয়ে যেতে হবে। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গার মধ্যে উত্তর করার অনুশীলন করতে হবে। টাইম ম্যানেজমেন্ট এখানে একটি বড় বিষয়। টেকনিক্যাল অংশে কী ধরনের প্রশ্ন আসে সে ব্যাপারে ফেসবুকে বিভিন্ন জব প্রিপারেশন-সংশ্লিষ্ট গ্রুপ থেকে ধারণা নেওয়া যেতে পারে।
♦ মৌখিক পরীক্ষা : সাধারণত মৌখিক পরীক্ষায় একজন প্রার্থীকে প্রথমেই নিজের সম্পর্কে বলতে বলা হয়। নিজের বিষয়ে প্রার্থী যা বলেন সেখান থেকে কোনো পয়েন্ট নিয়ে মৌখিক পরীক্ষার পরবর্তী অংশ অগ্রসর হয়। ভাইভা বোর্ডে পিজিসিবির নির্বাহী পরিচালকরা এবং এক্সটার্নাল হিসেবে সাধারণত বুয়েটের একজন অধ্যাপক থাকেন। মৌখিক পরীক্ষায় টেকনিক্যাল বিষয়ের সঙ্গে সাধারণ বিষয় নিয়েও প্রশ্ন করা হয়। ফ্রেশার প্রার্থীরা নিজের থিসিস সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন। যাঁরা কোনো চাকরিতে আছেন, তাঁরা সংশ্লিষ্ট সংস্থা ও কাজের ব্যাপারে ভালোভাবে জেনে নেবেন। Power Sector সম্পর্কে লিখিত অংশে নেওয়া প্রস্তুতি আরেকবার ঝালিয়ে নেবেন। সাম্প্রতিক বিষয়গুলো জানতে নিয়মিত পত্রিকা দেখবেন। বাংলাদেশের ইতিহাস, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়, নিজ জেলা, উপজেলা, শিক্ষাপ্রতিষ্ঠান ও পিজিসিবি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। এ পরীক্ষায় ভালো করতে হলে প্রার্থীকে প্রস্তুতির পাশাপাশি নিজের ওপর আত্মবিশ্বাস বাড়াতে হবে।
প্রশিক্ষণ ও বেতন
চাকরিতে যোগদানের পর একজন নবীন কর্মকর্তাকে ৪৫ দিনের বিভাগীয় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করতে হয়। এ ছাড়া চাকরির বিভিন্ন সময়ে উপসহকারী প্রকৌশলী ও তদূর্ধ্ব কর্মকর্তারা দেশে, বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত হন। পিজিসিবি বেতন স্কেল ২০১৬ অনুযায়ী উপসহকারী প্রকৌশলী ৩৫,০০০ টাকা এবং সহকারী প্রকৌশলী ৫০,০০০ টাকা মূল বেতনসহ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা/বিল, যাতায়াত ভাতা, বৈশাখী ভাতা প্রভৃতি প্রাপ্ত হন। নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি, পরীক্ষার সময়, কেন্দ্র, ফলাফল ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে পাওয়ার গ্রিড কম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (www.pgcb.gov.bd)
পদসোপান
পিজিসিবিতে একজন উপসহকারী প্রকৌশলী বা সহকারী প্রকৌশলী পদোন্নতি বা উচ্চতর পদে নিয়োগ পান জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে। পিজিসিবির পদসোপান হলো
উপসহকারী প্রকৌশলী > সহকারী প্রকৌশলী (কমপক্ষে ৩ বছর) > উপবিভাগীয় প্রকৌশলী (কমপক্ষে ৪ বছর) > নির্বাহী প্রকৌশলী (কমপক্ষে ৪ বছর) > তত্ত্বাবধায়ক প্রকৌশলী (কমপক্ষে ৫ বছর) > প্রধান প্রকৌশলী > নির্বাহী পরিচালক।
একনজরে পিজিসিবি
নিয়োগ পরীক্ষায় পাওয়ার গ্রিড কম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) সম্পর্কে প্রশ্ন থাকতে পারে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলো পিজিসিবি। এটি বিদ্যুৎ সঞ্চালনের জন্য দেশের একমাত্র প্রতিষ্ঠান। দেশের সব উচ্চ বিভবের বিদ্যুৎ উপকেন্দ্রগুলো (High Voltage Sub-Station) পিজিসিবির মালিকানাধীন। বর্তমানে পিজিসিবি ১৩২ কিলোভোল্ট, ২৩০ কিলোভোল্ট এবং ৪০০ কিলোভোল্ট সঞ্চালন লাইনগুলো পরিচালনা করছে। এ ছাড়া ভারত থেকে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে পিজিসিবি নিয়ন্ত্রিত HVDC উপকেন্দ্রের মাধ্যমে। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে প্রকৌশলী হিসেবে ক্যারিয়ার গড়ার জন্য পিজিসিবি একটি ভালো প্রতিষ্ঠান। দেশের বাইরে থেকে স্নাতক সম্পন্ন করলে যথাযথ কর্তৃপক্ষের স্বীকৃতি সাপেক্ষে আবেদন করার সুযোগ রয়েছে। যোগ্যতা ও সিজিপিএ নিয়ে বিস্তারিত তথ্য নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
দৈনিক কালের কন্ঠ, ২৭ ফেব্রুয়ারী ২০২১
https://www.kalerkantho.com/print-edition/chakriache/2021/02/27/1008848
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সবচেয়ে বেশিবার যে সকল লেখক থেকে বাংলা ও ইংরেজি সাহিত্যের প্রশ্ন আসছে!
#রবীন্দ্রনাথ ঠাকুর......!
[৩৭, ৩৬, ৩৬, ৩৬, ৩৫, ৩৫, ৩৪, ৩৩, ৩১, ৩০, ২৮, ২৭, ২৬, ২৬, ২৫, ২৫, ২৪, ২৪, ২২, ২২, ২২, ২১, ২০, ১৯, ১৮, ১৬, ১৫, ১৩, ১০, ১০ তম বিসিএস]
১। রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতামাতার কততম সন্তান?
উঃ তিনি তাঁর মা বাবার চতুর্দশ সন্তান।
২। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা প্রকাশিত হয়? উঃ তের বছর বয়সে।
৩। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি?
উঃ কবি কাহিনী।
৪। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম কি?
উঃ বাল্মীকি প্রতিভা।
৫। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থেউপন্যাসের নাম কি?
উঃ বৌ ঠাকুরাণীর হাট।
৬। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কি?
উঃ ভিখারিনী।
৭। বাংলা ছোট গল্পের জনক বলা হয় কাকে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে।
৮। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি?
উঃ ভানুসিংহ ঠাকুর।
৯। গীতাঞ্জলি কাব্য কত সালে প্রকাশিত হয়?
উঃ ১৯১০ সালে।
১০। গীতাঞ্জলি বা Song Offerings এর ভূমিকা লেখেন কে?
উঃ ইংরেজ কবি ডব্লিউ বি ইয়েটস।
১১। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলো কি কি?
উঃ ভানুসিংহ, গীতাঞ্জলি, , প্রভাত সংগীত, সন্ধ্যা সংগীত , বিচিত্রা, পূরবী,, পত্রপুট, শ্যামলী, মহুয়া, সোনার তরী , খেয়া, হিন্দুমেলার উপহার , ক্ষণিকা, নবজাতক, নৈবেদ্য, জন্মদিন, রোগশয্যা, আরোগ্য , কণিকা, চৈতালি, চিত্রা, মানসী, বনফুল, মায়ার খেলা , ছবি ও গান , বলাকা, সানাই , গীতালি, কল্পনা, কড়ি ও কোমল ও শেষ লেখা।
ছন্দে ছন্দে কাব্যগ্রন্থগুলো মনে রাখা যায়ঃ
ভানুসিংহ গীতাঞ্জলির প্রভাত সংগীত, সন্ধ্যা সংগীত ও বিচিত্রা গাইতে গাইতে পূরবী, পত্রপুট, শ্যামলী ও মহুয়াকে সাথে নিয়ে সোনার তরী খেয়ায় করে হিন্দুমেলার উপহার কিনতে গেল। এদিকে সেদিন ছিলো ভানুসিংহের স্ত্রী ক্ষণিকার নবজাতক নৈবেদ্যর জন্মদিন। ক্ষণিকা রোগশয্যা থেকে আরোগ্য লাভ করার পর তার বোন কণিকা, চৈতালি, চিত্রা ও মানসীদের নিয়ে বনফুলের মিষ্টি খেলো। বাসায় ফেরার আগে তারা বলাকা সিনেমা হলে মায়ার খেলা ছবি ও গান দেখল। ভানু সিংহ তার নবজাতক পুত্রের কথা শুনে সানাই ও গীতালি বাজাতে বাজাতে কল্পনার রাজ্যে হারিয়ে যায় এবং কড়ি ও কোমল নিয়ে বাসায় ফিরে এসে তার বিখ্যাত শেষ লেখাটি পুত্রকে উৎসর্গ করেন।
১২। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো কি কি?
উঃ শেষের কবিতা, যোগাযোগ, চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে ও চার অধ্যায়।
১৩। রবীন্দ্রনাথের ’শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ?
উত্তরঃ উপন্যাস।
১৪। একখানি ছোট ক্ষেত আমি একেলা’ এই লাইনটি রবীন্দ্রনাথের কোন কাবিতার?
উত্তরঃ সোনার তরী।
১৫। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলো কি কি?
উঃ বিসর্জন, রাজা, ডাকঘর, অচলায়তন, চিরকুমার সভা, রক্তকবরী ও তাসের দেশ।
১৬। রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ঢাকায় আসেন?
উঃ ২ বার।
..............................কাজী নজরুল ইসলাম..........................
[৩৭, ৩৬, ৩৬, ৩২, ৩১, ২৯, ২৮, ২৭, ২৬, ২৬, ২৬, ২৫, ২৪, ২৪, ২৪, ২৪, ২৪, ২২, ২২, ২১, ২০, ২০, ১৯, ১৬, ১৪, ১০ তম বিসিএস]
১। কাজী নজরুল ইসলাম কোন সালে জন্মগ্রহন করেন?
উঃ ১৮৯৯ সালে
২। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে?
উঃ কাজী নজরুল ইসলাম
৩। নজরুলের কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন?
উঃ আনন্দময়ীর আগমনে
৪। কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ তাঁর কোন রচনাটি উৎসর্গ করন?
উঃ বসন্ত।
৫। রবীন্দ্রনাথ ঠাকুরকে নজরুল তার কোন রচনাটি উৎসর্গ করেন? উঃ সঞ্চিতা।
৬। নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি?
উঃ ব্যথার দান ( ১৯২২)
৭। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি?
উঃ মুক্তি
৮। নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি?
উঃ অগ্নিবীনা
৯। নজরুলের কাব্যগ্রন্থগুলো কি কি?
উঃ সন্ধ্যা, নতুন চাঁদ , ছায়ানট, প্রলয় শিখা , অগ্নিবীনা , সাত ভাই চম্পা, , সিন্দুহিন্দোল, ফনিমনসা, চক্রবাক, সর্বহারা,ঝড় হাওয়া, জিঞ্জির, সাম্যবাদী, মরুভাস্কর, শেষ সওগাত , ঝিঙ্গেফুল, বিষের বাশিঁ , দোলনচাঁপা
ছন্দে ছন্দে কাব্যগ্রন্থগুলো মনে রাখা যায়ঃ
কোনো এক সন্ধ্যায় নতুন চাঁদ দেখার সময় ছায়ানটে লাগা প্রলয় শিখার অগ্নিবীনা দেখে সাত ভাই চম্পা, দোলনচাঁপা ও ফনিমনসারা চক্রবাক হয়ে সর্বহারার মতো ঝড় হাওয়ার গতিতে জিঞ্জিরার দিকে ছুটতে লাগল। সাম্যবাদী মরুভাস্করেরা শেষ সওগাত ঝিঙ্গেফুল ও বিষের বাশিঁ হাতে নিয়ে সিন্দুহিন্দোলের দিকে এগিয়ে চললেন।
১০। নজরুলের উপন্যাসগুলো কি কি?
উঃ বাঁধনহারা, কুহেলিকা ও মৃত্যুক্ষুধা।
১১। নজরুলের গল্পগ্রন্থগুলোর নাম কি?
উঃ শিউলিমালা, ব্যথারদান ও রিক্তের বেদন।
১২। কাজী নজরুল ইসলাম কোন সালে প্রথম ঢাকায় আসেন?
উঃ ১৯২৬ সালে।
১৩। কাজী নজরুল ইসলাম মোট কতবার ঢাকায় আসেন?
উত্তরঃ ১৩ বার।
১৪। কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরন করেন?
উঃ ১৯৭৬ সালে
.............................বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়..............................
[৩৭, ৩৬, ৩৫, ৩৩, ৩২, ৩১, ৩০, ২৯, ২৪, ১৬, ১৬, ১৫, ১৩, ১২ তম বিসিএস]
১। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের জন্মস্থান কোথায়?
উত্তরঃ পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণার কাঁঠালপাড়া গ্রামে, ১৮৩৮ সালে।
২। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি?
উঃ ললিতা তথা মানস।
৩। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের রচিত প্রথম বাংলা উপন্যাসের নাম কি? উঃ দুর্গেশনন্দিনী।
৪। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের উপন্যাসগুলো কি কি?
উঃ ইন্দিরা, আনন্দ মঠ , বিষবৃক্ষ, দুর্গেষনন্দীনি, কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল , রাজসিংহ, দেবী চৌধুরানী , চন্দ্রশেখর, শীতারাম, মৃণালীনি, রাধারানী , রজনী ও যুগলাঙ্গুরীয়।
ছন্দে ছন্দে মনে রাখা যায়ঃ
এক রজনীতে ইন্দিরা রোডে আনন্দ মঠের সামনে বিষবৃক্ষের নিচে দাড়িয়ে দুর্গেষনন্দীনি ও কপালকুণ্ডলা কৃষ্ণকান্তের উইল পড়ছিলো। কিন্তু রাজসিংহ তা দেখে দেবী চৌধুরানীর দুই ছেলে চন্দ্রশেখর এবং শীতারাম ও দুই মেয়ে মৃণালীনি ও রাধারানীকে বলে দিলে তারা ঐ যুগলাঙ্গুরীয়কে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হলো।
৫। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের কাব্যগ্রন্থগুলো কি কি?
উঃ লোকরহস্য, কমলকান্তের দপ্তর, বিবিধ সমালোচনা, সাম্য, কৃষ্ণচরিত্র ও ধর্মতত্ত্ব অনুশীলন।
৬। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের ছদ্মনাম কি?
উঃ কমলাকান্ত।
৭। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের সম্পাদিত পত্রিকার নাম কি?
উঃ বঙ্গদর্শন ।
৮। বঙ্কিমচন্দ্রের ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাসের চরিত্র কি কি?
উত্তরঃ বিমলা, আয়েশা, জগৎসিংহ, তিলোত্তমা।
৯। বঙ্কিমচন্দ্রের ‘বিষবৃক্ষ’ উপন্যাসের চরিত্র কি কি?
উত্তরঃ কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ, সূর্যমুখী।
১০। বঙ্কিমচন্দ্রের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের চরিত্র কি কি?
উত্তরঃ রোহিণী, গোবিন্দলাল, ভ্রমর।
........................William Shakespeare..................................
[16th, 29th, 29th, 35th, 35th, 36th, 36th, 36th, 37th, 37th, 37th BCS]
Information about Shakespeare
1. Born – 23 April 1564
2. Died – 23 April 1616
3. A poet and playwright of – Elizabethan period
4. Mostly known for his – plays
5. He is called the national poet of – England
6. He is also called – the ‘Bard of Avon’
7. He is known as – Poet of human nature
8. Alfred Tennyson called him –The Dazzling Sun
9. He is the -- Father of English Drama
10. The number of his plays – 37
11. The number of his sonnets –154
12. The number of his long narrative poems –2
13. The number of his epitaphs –2,
14. His swan song / last work was –The Tempest
15. Wife – Anne Hathaway
16. He married in 18 years old
Shakespeare’s 37 plays are divided into three types:
1. Tragedy 2. Comedy 3. History
Tragedy;
Antony and Cleopatra , Cymbeline , Coriolanus , Hamlet , Julius Caesar , King Lear , Macbeth, Othello, Romeo Juliet, Timon of Athens , Titus Andronicus ,Troilus and Cressida
Comedy
A Midsummer Night’s Dream , All’s Well That Ends Well , As You Like It, Comedy of Errors . Love’s Lovers Lost , Measure for Measure , Merchant of Venice, Merry Wives of Windsor, Much Ado About Nothing , Pericles, Prince of Tale , Taming of the Shrew , Tempest, Twelfth Nights , Two Gentlemen of Verona, Winter’s Tale
History
Henry-IV, Henry-V, Henry-VI, Henry-VIII, King John, Richard-II, Richard-III
Previous BCS Questions about Shakespeare;
1. What is the last play of Shakespeare? [37th BCS]
Ans: Tempest
2. Shakespeare composed much of his plays in which sort of verse? [37th BCS]
Ans: Iambic pentameter
3. ‘Othelo’ gave Desdemona ………..as a token of love. [37th BCS]
Ans: Handkerchief
4. "Frailty thy name is women" is a famous dialogue form…….? [36th BCS]
Ans: W. Shakespeare.
5. Shakespeare's "Measure for Measure" is a successful…….? [36th BCS]
Ans: Comedy
6. The Merchant of Venice is a Shakespeare play about…….? [36th BCS]
Ans: A Jew
7. "To be or not to be that is the question "-is a famous dialogue from….? [35th BCS]
Ans: Hamlet
8. ‘Othello’ is a Shakespeare's play about……? [35th BCS]
Ans: A Moor
9. Who wrote the plays, "The Tempest "and" The Mid Summer Night's Dream"? [29th BCS]
Ans: Shakespeare.
10. “To be or not to be, that is the…..” [29th BCS]
Ans: question
11. Shakespeare is known mostly for his ……? [16th BCS]
Ans: Plays
........................William Wordsworth.....................................
....................[31st, 35th, 36th, 36th, 36th BCS]...................
Information about Wordsworth
1. Wordsworth was a romantic poet.
2. He was called poet of nature
3. He and S. T. Coleridge jointly published ‘Lyrical Ballads’ in 1798.
4. Romantic age began with the publication of ‘Lyrical Ballads’ in 1798.
5. He became poet laureate in 1843.
6. He was greatly inspired by French Revolution in 1789.
7. He believed in Pantheism ( ঈশ্বর সর্ববিরাজমান)
Wordsworth’s notable works;
Poems;
The Prelude, Tintern abbey, Ode on Intimidations of Immortality, Daffodils
Essay : Lyrical ballads
Other
The Solitary Reaper, The Excursion, A Complaint, Ode to Duty, My Heart Leaps Up, To the Cuckoo, The Recluse, Lucy, Michael, Written in March,
Previous BCS Questions about Wordsworth;
1. The romantic age in English Literature began with the publication of ………..? [36th BCS]
Ans: Preface to Lyrical Ballad. (Written by William Wordsworth & S. T. Coleridge)
2. Who is the known as "the poet of nature"? [36th BCS]
Ans: W. Wordsworth
3. Who wrote the poem "The Solitary Reaper"? [36th BCS]
Ans: W. Wordsworth.
4. Who wrote the following lines, "All at once I saw a crowd, a host of golden daffodils”? [35th BCS]
Ans: W. Wordsworth.
5.Wordsworth introduced the reader's --- a new kind of poetry. Fill in the gap. [31st BCS]
Ans: to
......S. T. Coleridge ........
.......[13th, 36th, 37th BCS]
Information about S. T. Coleridge
1. Samuel Taylor Coleridge was addicted to O***m.
2. He was known as ‘The Poet of Supernaturalism’
3. S.T. Coleridge and Wordsworth jointly published –Lyrical Ballad
4. Two famous quotations of Lyrical Ballad – a. Imagination is the soul of poetic genius b. Poetry is the first and last of all knowledge
S. T. Coleridge’s notable works;
Poems:
The Rime of the Ancient Mariner, Kubla Khan, Biographia Literaria, Dejection: An Ode, Christabel, A Christmas Carol, Fears in Solitude, The Nightingale: A Conversation Poem
Previous BCS Questions about Coleridge;
1. Who wrote ‘’Biographia Literaria’’? [37th BCS]
Ans: S.T. Coleridge
2.The romantic age in English Literature began with the publication of ………..? [36th BCS]
Ans: Preface to Lyrical Ballad.
3. The Literary work "Kubla Khan" is…..? [13th BCS]
Ans: A verse by Coleridge
4. Which of the following writer's belongs to the romantic period in English Literature? [36th BCS]
(a) A. Tennyson (b) Alexander Pope (c) John Dryden (d) S. T. Coleridge
Ans: S. T. Coleridge.
-
#যেভাবে ভাইভায় ভালো করবেন ?
বর্তমান প্রতিযোগিতামুলক বাজারে নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ দিতে প্রয়োজন চাকুরির ভাইভায় ভালো পারফরমেন্স করা । চলুন দেখে নেওয়া যা কিভাবে ভাইভায় কিভাবে যোগ্য বলে প্রমাণ করবেন তার কিছু গুরুত্বপূর্ণ টিপসঃ
কোন কোন বিষয়গুলো জানা আবশ্যক
✿ আপনার নিজের নাম , পিতার নাম , মাতার নাম এবং নামের অর্থ ।
✿ আপনার বংশ পরিচয় বা নামের সাথে পদবী থাকলে সে সর্ম্পকিত কিছু তথ্য ।
✿ নামের সাথে সর্ম্পকিত বিখ্যাত ব্যক্তির নাম ও তাদের সাথে সম্পৃক্ত বিখ্যাত ব্যাক্তি কিংবা ঘটনা সর্ম্পকে জেনে রাখুন ।
✿ জন্ম তারিখ বা একই জন্মদিনে মাসে বিখ্যাত ব্যাক্তি য ঘটনা সর্ম্পকিত তথ্য জেনে রাখুন ।
✿ নিজ গ্রাম , ইউনিয়ন , উপজেলা , জেলা ও বিভাগ ইত্যাদির নাম , আদিনাম ও নামকরনের ইতিহাস জেনে রাখুন ।
✿ জেলার আয়তন , লোকসংখ্যা , গ্রাম , ইউনিয়ন , পৌরসভা , উপজেলা সর্মপকে জেনে রাখুন ।
✿ আপনার জেলা কেন বিখ্যাত ? জেলার বিখ্যাত স্থান , ঐহিত্য পণ্য , কৃষিজ ও খনিজ সম্পদের নাম এবং অর্থনীতিতে নিজ জেলার অবদান ।
✿ জেলার বিখ্যাত নদী , জেলা কোন নদীর তীরে অবস্থিত , প্রধান নদীর উৎপত্তিস্থল ও শাখানদী ও উপনদীর নাম ।
✿ জেলার শিল্প সাহিত্য , সংস্কৃতি , রাজনীতি ও মুক্তিযুদ্ধে বিখ্যাত ব্যাক্তিত্ব ও তাদের অবদান সর্ম্পকে জেনে রাখুন ।
✿ আপনার ইউনিয়নের চেয়ারস্যান , উপজেলা চেয়ারম্যান , UNO সংসদীয় আসনসংখ্যা ও এমপি , D.C ও S.P এর নাম জেনে রাখুন ।
✿ আপনার জেলা থেকে বর্তমান মন্ত্রীর নাম , মনোনীত মহিলা সংসদ সদস্যের নাম জেনে রাখুন ।
✿ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান , মহান মুক্তিযুদ্ধ , জাতীয় চারনেতা , মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সংবিধান সর্ম্পকিত তথ্য জেনে রাখুন ।
✿ জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনাগুলো মনে রাখুন ।
✿ আপনার শখ কী ? আপনার শখ সর্ম্পকিত কিছু তথ্য গুছিয়ে প্রশ্ন ও উত্তর তৈরি করুন ।
✿ দৈনিক পঠিত পত্রিকার নাম ও বিখ্যাত সম্পাদকের নাম মনে রাখুন এবং ভাইভার দিন প্রকাশিত কয়েকটি পত্রিকার শিরোনাম মনে রাখুন ।
✿ ভাইভার দিনে ইংরেজি , বাংলা , হিজরি , দিন , মাস ও সাল সর্ম্পকে জানুন । ভাইভার দিনে সূর্য উদয় ও অস্ত কখন যাবে সে সর্ম্পকে জানুন ।
✿ আপনার পঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম , প্রতিষ্ঠাসাল , সর্বশেষ পঠিত প্রতিষ্ঠানের নাম ও প্রতিষ্ঠাসাল , ঐ প্রতিষ্ঠানের বিখ্যাত ব্যাক্তির নাম , প্রতিষ্ঠানের প্রথম ও বর্তমান ভিসি , আপনার ডিপার্টসেন্টের চেয়্যারম্যানের নাম ও কর্ম সর্ম্পকে জানুন ।
✿ Graduation এবং Post graduation পর্যায়ে পঠিত বিষয় সমুহের নাম এবং সংশ্লিষ্ট বিষয়ে খুটিনাটি জেনে রাখুন ।
✿ BCS ভাইভা প্রার্থীরা প্রথম ক্যাডার পচন্দ কোন ক্যাডার তার সর্ম্পকে ভালোভাবে জেনে যাবেন । প্রথম পচন্দ রাখার কারণ ও আপনার পঠিত বিষয়ের সাথে সামন্জস্যতা সর্ম্পকে জেনে যাবেন ।
ভাইভা বোর্ড কেন বিরক্ত হয় ?
আত্মবিশ্বাসের অভাব , সিদ্ধান্তহীনতা , কথা বলার সময় তোতলামি , মাথায় হাত বোলানো , হাতের আঙ্গুল তোলা , অহেতুক ভীতি , বারবার Suppose , বুঝলেন স্যার , মনে করেন কথাগুলো বলা , আঞ্চলিকভাষায় কথা বলা ইত্যাদি ।
উত্তর দেওয়ার সময় কৌশলের অভাব , যথেষ্ট বিনয়ী না হওয়া , To the point এ উত্তর না দেওয়া , উত্তর জানা না থাকলে ও জানার ভান করা ।
যেকোন বিষয়ে কোন অজুহাত খাড়া করা এবং কোনা তথ্য জানা না থাকলে ছলনার আশ্রয় নেওয়া
সৌজন্যতাবোধের অভাব , বোর্ডের সদস্যদের সাথে আই কন্টাক্ট না করে উত্তর দেওয়া , ভাইভা বোর্ডের সদস্যদের সাথে দুব্যবহার করা ।
ইংরেজি ভাষার উপর যথেষ্ট পরিমাণ দক্ষতা না থাকা ও ব্যাকরণের প্রয়োগগত ভুল ।
ভাইভার ড্রেস : ভাইভা বোর্ড পোশাক , Apperance , Expression and Manner এই বিষয়গুলো খুব ভালো করে দেখে । তাই একজন যোগ্য প্রার্থী হিসেবে আপনি ভাইভার জন্য ফরমাল পোশাক নির্বাচন করুন ।
ছেলেদের পোশাক :
শার্ট : সাদা ফুলশার্ট । সাদার উপর যেকোন স্টাইপ হলে ও চলবে ।
প্যান্ট : কালো বা অন্য রঙ্গের ফরমাল প্যান্ট ব্যবহার করুন । জিন্স প্যান্ট বর্জনীয় ।
জুতা , বেল্ট , ঘড়ি : চামড়ার ফিতার ফরমাল হাতঘড়ি , জুতা ও প্যান্টের সঙ্গে ম্যাচ করে কালো রঙ্গের চামড়ার বেল্ট ও ফরমাল জুতা ব্যবহার করুন ।
টাই : শার্ট , প্যান্ট ও জুতার সাথে ম্যাচ করে মার্জিত রঙ্গের টাই পড়ুন ।
স্যুট : শীতকালে স্যুট পরতে পারেন । তবে স্যুট পরলে অবশ্যই টাই পরতে হবে ।
ভাইভার ৫ - ৬ দিন আগে চুল কাটিয়ে নেন ।
ভাইভার ১ - ২ দিন আগে হাতের নখ ছোট করে নিন ।
ভাইভার আগের দিন / ভাইভার দিন সকালে সেভ করে নিন ।
মেয়েদের পোশাক :
মার্জিত রঙের শাড়ি বা সালোয়ার কামিজ পরিধান করুন ।
মার্জিত মাপের কানের দুল ও গলায় চেইন পরিধান করুন ।
হালকা মেকাপ ও হালকা রঙের লিপিস্টিক দিতে পারেন ।
এক হাতে ঘড়ি ও অন্য হাতে চুড়ি পরতে পারেন ।
চুল বেণী করে রাখুন ।
জুতা সালোয়ার / শাড়ির সাথে ম্যাচিং করে পরিধান করুন ।
#বৈশ্বিক ইতিহাস -
০১ ) মেসোপটেমিয়া কোন দেশের পূর্বনাম ? ➫ ইরাক ।
০২ ) পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি ? ➫ মেসোপটেমিয়া ।
০৩ ) সুমেরীয় সভ্যতা কেথায় গড়ে উঠেছিল ? ➫ মেসোপটেমিয়ায় ।
০৪ ) ব্যবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত ? ➫ ইরাক ।
০৫ ) পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া গিয়েছে কোথায় ? ➫ ব্যাবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে ।
০৬ ) কারা সপ্তাহকে সাত দিনে বিভক্ত করেন ? ➫ ক্যালডীয়রা ।
০৭ ) কারা ববর্ণমালার উদ্ভব করেন ? ➫ ফিনিশিয়রা ।
০৮ ) পৃথিবীর প্রাচীনতম শহর কোনটি ? ➫ জেরিকো ।
০৯ ) কোন দেশে গনতন্তের সূচনা হয়েছিল ? ➫ গ্রিস ।
১০ ) ‘ এলাম , দেখলাম , জয় করলাম ’ - ➫ জুয়িয়াস সিজার ।
১১ ) ব্যাবিলনের শূন্য উদ্যান কে গড়ে তুলেছিল ? ➫ নেবুচাঁদ নেজার ।
১২ ) মিশরীয় লিপির নাম কি ? ➫ হায়ারোগ্লিফিক ।
১৩ ) আরবের নাইটেঙ্গেল বলা হয় কাকে ? ➫ উম্মে কুলসুমকে ।
১৪ ) কোন খলিফার আমলে হিজরি সাল গণনা শুরু হয় ? ➫ হযরত ওমর ( রাঃ )
১৫ ) যীশু খ্রিস্টের জন্মস্থান কোথায় ? ➫ জেরুজালেম ।
১৬ ) জাপান পাল হারবার আক্রমণ করে কবে ? ➫ ৭ ডিসেম্বর , ১৯৪১ ।
১৭ ) কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয় ? ➫ জাপান ।
১৮ ) হিরোশিমায় নিক্ষিপ্ত বোমার নাম কি ? ➫ লিটল বয় ।
১৯ ) জুলিয়াস সিজার কেন বিখ্যাত ? ➫ রোমান সম্রাট হিসেবে ।
২০ ) আদিম যুগের মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কি ? ➫ আগুন ।
২১ ) ‘ স্ফিংস ’ কোথায় অবস্থিত ? ➫ মিশরে ।
২২ ) আল আকসা মসজিদ কোথায় অবস্থিত ? ➫ জেরুজালেম ।
২৩ ) ইমরুল কায়েস কোন ভাষার কবি ছিলেন ? ➫ আরবি ।
২৪ ) শিখদের ধর্মগ্রন্থের নাম কি ? ➫ গ্রন্থসাহিব ।
২৫ ) মিয়ানমারে রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় কখন ? ➫ ১৯৮২ সালে ।
২৬ ) জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি ? ➫ কুরিল দ্বীপপুন্জ ।
২৭ ) পূর্ব তিমুর এর বর্তমান মর্যাদা কি ? ➫ একটি স্বাধীন দেশ ।
২৮ ) বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার কোথায় অবস্থিত ? ➫ টোকিওতে ।
২৯ ) কোন দেশটি অতীতে অন্য দেশের উপনিবেশ ছিল না ? ➫ থাইল্যান্ড ।
৩০ ) উত্তর কোরিয়ার বার্তা সংস্থার নাম কি ? ➫ কেসি এন এন ।
৩১ ) সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ ? ➫ ইন্দোনেশিয়া ।
৩২ ) ‘ স্টাচু অব পিচ ’ কোন শহরে অবস্থিত ? ➫ নাগাসাকি ।
৩৩ ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া কোন দেশের অধীনে ছিল ? ➫ জাপান ।
৩৪ ) হো চি মিন কোন দেশের বিপ্লবী নেতা ছিলেন ? ➫ ভিয়েতনাম ।
৩৫ ) ‘ নাসাকা ’ কোন দেশের বর্ডার ফোর্স ? ➫ মায়ানমার ।
৩৬ ) কম্বোডিয়ার রাজধানীর নাম কি ? ➫ নমপেন ।
৩৭ ) ইন্দোনেশিয়ার জাতীয় বিমান সংস্থার নাম কি ? ➫ গারুদা ।
৩৮ ) মালয়েশিয়ার মুদ্রার নাম কি ? ➫ রিংগিট ।
৩৯ ) মুসলিম দেশ নয় কিন্তু পতাকায় চাঁদ তারা আছে কোন দেশের ? ➫ সিঙ্গাপুর ।
৪০ ) জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি ? ➫ ইন্দোনেনশিয়া ।
৪১ ) ‘ বান্দা আছেহ ’ কোথায় অবস্থিত ? ➫ ইন্দোনেশিয়া ।
৪২ ) স্বাধীনতার পূর্বে পূর্ব তিমুর কোন দেশের অধীনে ছিল ? ➫ ইন্দোনেশিয়া ।
৪৩ ) কম্বোডিয়ার রাজতন্ত্রের বিলোপ করেন কে ? ➫ প্রিন্স নারাধম সিহানুক ।
৪৪ ) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া কবে বিভক্ত হয় ? ➫ ১৯৪৫ সালে ।
৪৫ ) পিং পং অর্থ কি ? ➫ টেবিল টেনিস ।
৪৬ ) বর্তমান বিশ্বে ‘ নিউ সিল্ক রোড ’ এর প্রবক্তা কোন দেশ ? ➫ চীন ।
৪৭ ) ' The Art of War ' -গ্রন্থের লেখক কে ? ➫ সুন জু ।
৪৮ ) প্রথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক কোন ভাষায় কথা বলে ? ➫ মান্দারিন ।
৪৯ ) কনফুসিয়াস কে ? ➫ দার্শনিক ।
৫০ ) ‘ তিয়েন আনমেন স্কোয়ার ’ কোথায় অবস্থিত ? ➫ বেইজিং ।
৫১ ) হংকং চীনের সাথে একীভূত হয় কখন ? ➫ ১ জুলাই , ১৯৯৭ ।
৫২ ) কখন ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ? ➫ ১৯৪৮ সালে ।
৫৩ ) স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোন দেশ ? ➫ আলজেরিয়া ।
৫৪ ) পিএলও এর সদর দপ্তর কোথায় ? ➫ প্যালেস্টাইনের রামাল্লায় ।
৫৫ ) ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি ? ➫ মিশর ।
৫৬ ) ‘ গোলান মালভূমি ’ কোন দুই দেশের মধ্যে সংঘর্ষের কারণ ? ➫ ইসরাইল ও সিরিয়া ।
৫৭ ) বর্তমান ইসরাইলয়ের অধিবাসীরা কাদের বংশধর ? ➫ হিব্রুদের ।
৫৮ ) খ্রিস্টানদের ধর্মগ্রন্থের ভাষা কি ? ➫ ইবরাণী ।
৫৯ ) ‘ বেলফোর ঘোষণা ’ কোন রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পকিত ? ➫ ইসরায়েল ।
৬০ ) Walling Wall কোথায় অবস্থিত ? ➫ জেরুজালেম ।
৬১ ) আরব বসন্ত বলতে কী বুঝায় ? ➫ আরবের বিভিন্ন দেশে গণজাগরণ ।
৬২ ) আবু গারিব কি ? ➫ একটি কারাগার ।
৬৩ ) ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত ? ➫ তুরস্কে ।
৬৪ ) ‘ আলেপ্পো ’ শহরটি কোথায় অবস্থিত ? ➫ ইরাক ।
৬৫ ) ব্যবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত ? ➫ ইরাক ।
৬৬ ) কারবালা কোথায় অবস্থিত ? ➫ ইরাক ।
৬৭ ) কতসালে ইরানে বিপ্লবব সংগঠিত হয় ? ➫ ১৯৭৯ সালে ।
৬৮ ) দুই ইউমেন একত্রিত হয় কতসালে ? ➫ ১৯৯০ সালে ।
৬৯ ) গ্রে উলফ নামে কে পরিচিত ? ➫ কামাল আর্তাতুক ।
৭০ ) নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন ? ➫ রাজা জ্ঞানেন্দ্র ।
৭১ ) কোথায় সেনাবহিনী নেই ? ➫ মালদ্বীপ ।
৭২ ) দক্ষিণ এশিয়ার বৃহত্তম সেতু কোনটি ? ➫ ভুপেন হাজারিকা সেতু ।
৭৩ ) বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ? ➫ মার্গারেট থ্যাচার ।
৭৪ ) আয়তনে এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি ? ➫ মালদ্বীপ ।
৭৫ ) সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ? ➫ খান আবদুল গাফফার খান ।
৭৬ ) ভারতের সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল কোনটি ? ➫ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ।
৭৭ ) কালাপানি কোন দুই দেশের মধ্যে অমীমাংসিত ভূখন্ড ? ➫ ভারত ও নেপাল ।
৭৮ ) ভারতের কোন শহরকে Wifi শহর বলা হয় ? ➫ বেঙ্গালুর ।
৭৯ ) ' Wings of Fire ' গ্রন্থের লেখক কে ? ➫ এপিজে আব্দুল কালাম ।
৮০ ) ‘ ব্লাককেট ’ কোন দেশের কমান্ডো বাহিনী ? ➫ ভারত ।
৮১ ) ‘ কুতুব মিনার ’ কোথায় অবস্থিত ? ➫ ভারতে ।
৮২ ) মহাত্বা গান্ধীর হত্যাকারী কে ? ➫ নাথুরাম গর্ডসে ।
৮৩ ) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ? ➫ ইন্দিরা গান্ধী ।
৮৪ ) ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় সদস্য কে ছিলেন ? ➫ দাদাভাই নওরোজি ।
৮৫ ) বার্সালোনা নগরী কোথায় অবস্থিত ? ➫ স্পেনে ।
৮৬ ) পাবলো পিকাসো কে ছিলেন ? ➫ চিত্রশিল্পী ।
৮৭ ) বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটার লু কোথায় অবস্থিত ? ➫ বেলজিয়াম ।
৮৮ ) মাইকেল অ্যান্জেলো কোন দেশের শিল্পী ছিলেন ? ➫ ইতালি ।
৮৯ ) ইউরোপে রেঁনেসা শুরু হয় কোন শতাব্দীতে ? ➫ চতুর্দশ শতাব্দীতে ।
৯০ ) লৌহ মানবী নামে খ্যাত কে ? ➫ মার্গারেট থ্যাচার ।
৯১ ) ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত ? ➫ লন্ডন ।
৯২ ) মৃত্যু হচ্ছে নিছক ‘ A short Sleep ’ - এই উক্তিটি কার ? ➫ বায়রনের ।
৯৩ ) গীনিচ মানমন্দির কোথায় অবস্থিত ? ➫ যুক্তরাজ্যে ।
৯৪ ) জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক ? ➫ ব্রিটেন ।
৯৫ ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে ব্রিটেনের প্রধানমন্তী কে ছিলেন ? ➫ চার্চিল ।
৯৬ ) ১০ নং ড্রাইনিং স্ট্রীট কি ? ➫ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ।
৯৭ ) ‘ লেডি উইথ দ্যা ল্যাম্প ’ - কার উপাধি ? ➫ ফ্লোরেনন্স নাইটেঙ্গেল ।
৯৮ ) পলমল কী ? ➫ লন্ডনের একটি রাজপথ ।
৯৯ ) ' War and Peace ' - গ্রন্থের রচয়িতা কে ? ➫ লিও টলস্টয় ।
১০০ ) রাশিয়ার পার্লামেনেন্টর নিম্নকক্ষের নাম কি ? ➫ ডুমা ।
১০১) ‘ গ্লাসনস্ত ’ অর্থ কি ? ➫ খোলামেলা আলোচনা ।
১০২) রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয় কবে ? ➫ ১৯১৭ সালে ।
১০৩) সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে কয়টি রাষ্ট্র করা হয় ? ➫ ১৫ টি ।
১০৪) আইফেল টাওয়ার কোথায় অবস্থিত ? ➫ প্যারিস ।
১০৫) কোন সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয় ? ➫ ১৭৮৯ সালে ।
১০৬) বাস্তিল দূর্গের পতন ঘটেছিল কবে ? ➫ ১৪ জুলাই , ১৭৮৯ ।
১০৭) এলিসি প্রাসাদ কোথায় অবস্থিত ? ➫ প্যারিস ।
১০৮) ভার্সাই নগরী কোথায় অবস্থিত ? ➫ ফ্রান্সে ।
১০৯) কোথায় ‘ বিগ ব্যাং ’ এর পরীক্ষা করা হয় ? ➫ ফ্রান্স - সুইজারল্যান্ড সীমান্তে ।
১১০) ‘ ল্যুভর মিউজিয়াম ’ কোন দেশে অবস্থিত ? ➫ ফ্রান্সে ।
১১১) বার্লিন দেয়াল কতসালে নির্মিত হয় ? ➫ ১৯৬১ সালে ।
১১২) ‘ যুদ্ধই জীবন , যুদ্ধই সার্বজনীন ’ - উক্তিটি কার ? ➫ হিটলার ।
১১৩) দুই জার্মানি একত্রিত হয় কতসালে ? ➫ ১৯৯০ সালে ।
১১৪) কোন দ্বীপে নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয় ? ➫ সেন্ট হেলেনা ।
১১৫) বার্লিন প্রাচীরের ধর্বংস করা হয় কখন ? ➫ ১৯৮৯ সালের ৯ নভেম্বর ।
১১৬) বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী কে ? ➫ অ্যান্জেলো মার্কেল ।
১১৭) তাহরির স্কোয়ার কোথায় অবস্থিত ? ➫ কায়রো ।
১১৮) নক্রুমা কোন দেশের নাগরিক ছিলেন ? ➫ ঘানা ।
১১৯) সুয়েজ খাল কোন বৎসর চালু করা হয় ? ➫ ১৮৬৯ সালে ।
১২০) বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কোন দেশের নাগরিক ? ➫ মরক্কোর ।
১২১) কোন বিদেশী রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্র ভাষার মর্যাদা দিয়েছে ? ➫ সিয়েরা লিওন ।
১২৩) মিশরে রাজতন্ত্রের অবসান ঘটে কবে ? ➫ ১৯৫২ সালে ।
১২৪) ‘ বেনগাজি শহর কোথায় অবস্থিত ? ’ ➫ লিবিয়া ।
১২৫) ‘ দারফুন ’ কি ? ➫ সুদানের একটি অঞ্চলের নাম ।
১২৬) আরব বসন্তের সূচনা হয় কোন দেশে ? ➫ তিউনিশিয়া ।
১২৭) লুয়ান্ডা ও বুরুন্ডিতে যুদ্ধলিপ্ত দুটি জাতির নাম কি ? ➫ হুটু ও টুটসি ।
১২৮) দক্ষিণ সুদানের রাজধানীর নাম কি ? ➫ জুবা ।
১২৯) দক্ষিণ সুদান জাতিসংঘের সদস্যপদ লাভ করে কখন ? ➫ ১৪ জুলাই , ২০১১ ।
১৩০) দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে ছিলেন ? ➫ এফ ডব্লিউ ক্লার্ক ।
১৩১) নেলসন ম্যান্ডেলার ডাক নাম কি ? ➫ মাদিবা ।
১৩২) নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কি ? ➫ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ।
১৩৩) ' Long Walk to freedom ' - বইটি কার ? ➫ নেলসন ম্যান্ডেলা ।
১৩৪) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রথম প্রেসিডেন্ট কে ? ➫ জর্জ ওয়াশিংটন ।
১৩৫) ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোন দল থেকে অংশগ্রহণ করেন ? ➫ রিপাবলিকান ।
১৩৬) ডোনাল্ড ট্রাম্প কততম মার্কিন প্রেসিডেন্ট ? ➫ ৪৫ তম ।
১৩৭) গুয়াম এর গর্ভনরের নাম কি ? ➫ এ্যাডি ক্যালভো ।
১৩৮) প্রশান্ত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর কোথায় ? ➫ ইউকোসুক ।
১৩৯) যুক্তরাস্ট্রের কোন স্টেট এ Electoral vote এর সংখ্যা বেশি ? ➫ ক্যালিফোর্নিয়া ।
১৪০) চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণকারী ব্যাক্তির নাম কি ? ➫ যুক্তরাষ্ট্রের নেল আর্মস্ট্রং ।
১৪১) নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা ? ➫ যুক্তরাষ্ট্র ।
১৪২) ‘ ওয়াল সস্ট্রীট ’ কোথায় অবস্থিত ? ➫ নিউইর্য়ক ।
১৪৩) মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন ? ➫ ফ্রাংকলিন রুজভেল্ট ।
১৪৪) রেড ইন্ডিয়ান কারা ? ➫ আমেরিকার আদি আদিবাসী ।
১৪৫) ' I have a dream ' - শীর্ষক ভাষণটি কার ? ➫ মার্টিন লুথার কিং ।
১৪৬) গুয়ানতানামো বে বন্দিশালা কোথায় অবস্থিত ? ➫ কিউবা ।
১৪৭) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক হোসাইন ওবামা কততম প্রেসিডেন্ট ছিলেন ? ➫ ৪৪ তম ।
১৪৮) মার্কিন প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর ? ➫ ৪ বছর ।
১৪৯) জাপান পার্ল হারবার আক্রমণ করে কতসালে ? ➫ ১৯৪১ সালে ।
১৫০) হোয়াইট হাউস কোন শহরে অবস্থিত ? ➫ ওয়াশিংটনে ।
১৫১) বারাক হোসাইন ওবামা কোন দেশের অধিবাসী ছিলেন ? ➫ কেনিয়ার ।
১৫২) টাইটানিক জাহাজ কতসালে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় ? ➫ ১৯১২ সসালে ।
১৫৩) জিমি কাটার যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিলেন ? ➫ ৩৯ তম ।
১৫৪) কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো কতসালে মারা যান ? ➫ ২৫ নভেম্বর , ২০১৬ ।
১৫৫) বিপ্লবী চে গুয়েভারার জন্মস্থান কোথায় ? ➫ আর্জেন্টিনা ।
১৫৬) স্বাধীনতার পূর্বে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল ? ➫ অস্টেলিয়া ।
১৫৭) গ্রেট বেরিয়ার রীপ কোথায় অবস্থিত ? ➫ প্রশান্ত মহাসাগরে ।
১৫৮) কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার পায় ? ➫ নিউজিল্যান্ড ।
১৫৯) ফিজি কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে ? ➫ ব্রিটেনের ।
১৬০) মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েরা কখন ভোটাধিকার পায় ? ➫ ১৯২০ সালে ।
#বিখ্যাত সীমারেখা , ভৌগোলিক উপনাম , পুরাতন নাম ও রাজধানী -
০১ ) হট লাইন কোন দুই দেশের মধ্যে অবস্থিত ? ➫ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া ।
০২ ) হট লাইন কত ডিগ্রী অক্ষরেখা বরাবর অবস্থিত ? ➫ ৩৮ ডিগ্রী অক্ষরেখা ।
০৩ ) ভারত - পাকিস্তান এর মধ্যবর্তী লাইন কোনটি ? ➫ র্যাডক্লিপ লাইন ।
০৪ ) লাইন অব কন্টোল কোন দুই দেশের মধ্যে অবস্থিত ? ➫ ভারত - পাকিস্তান ।
০৫ ) পাকিস্তান - আফগানিস্তান এর মধ্যবর্তী লাইন কোনটি ? ➫ ডুরাল্ড লাইন ।
০৬ ) সনেরো লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত ? ➫ যুক্তরাষ্ট্র ও মেক্সিকো ।
০৭ ) ইসরাইল আরবের মধ্যে কোন লাইনটি অবস্থিত ? ➫ গ্রীন লাইন ।
০৮ ) ম্যাজিনো লাইন কোন দুই দেশের মধ্যে অবস্থিত ? ➫ জার্মানি - ফ্রান্স ।
০৯ ) ব্লু লাইন কোন দুই দেশের মধ্যে অবস্থিত ? ➫ ইসরাইল - লেবানন ।
১০ ) হট লাইন কি ? ➫ আকষ্মিক যুদ্ধ এড়ানোর জন্য ক্রেমলিন ও হোয়াইট হাউসের মধ্যে টেলিফোন সংযোগ ।
১১ ) ইউরোপের ককপিট বলা হয় হয় কোন দেশকে ? ➫ বেলজিয়াম ।
১২ ) ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় হয় কোন দেশকে ? ➫ সুইজারল্যান্ড ।
১৩ ) ইউরোপের রুগ্ন ব্যাক্তি বলা হয় হয় কোন দেশকে ? ➫ তুরস্ক ।
১৪ ) বাতাসের শহর কোনটি ? ➫ শিকাগো ।
১৫ ) চিরবসন্তের নগরী কোনটি ? ➫ কিটো ।
১৬ ) চির শান্তির শহর কোনটি ? ➫ রোম ।
১৭ ) চির সবুজের দেশ কোনটি ? ➫ নাটাল ।
১৮ ) জাকজমকের নগরী কোনটি ? ➫ নিউইর্য়ক ।
১৯ ) দ্বীপের মহাদেশ কোনটি ? ➫ ওশেনিয়া ।
২০ ) নিষিদ্ধ নগরী কোনটি ? ➫ নাসা ।
২১ ) সূর্য উদয়ের দেশ কোনটি ? ➫ জাপান ।
২২ ) নিশিত সূর্য এর দেশ কোনটি ? ➫ নরওয়ে ।
২৩ ) পঞ্চনদের দেশ কোনটি ? ➫ পাঞ্জাব ।
২৪ ) হাজার হ্রদের দেশ কোনটি ? ➫ ফনল্যান্ড ।
২৫ ) পীত নদীর দেশ কোনটি ? ➫ হোয়াংহো ।
২৬ ) প্রাচ্যের ডান্ডি কোন শহর ? ➫ নারায়ণগন্জ ।
২৭ ) ইউরোপের বুট বলা হয় কোন শহরকে ? ➫ ইতালি ।
২৮ ) স্বর্ণনগরী কোনটি ? ➫ জোহান্সবার্গ ।
২৯ ) উত্তরের ভেনিস কোন দেশ ? ➫ স্টকহোম ।
৩০ ) মসজিদ ও রিক্সার শহর কোনটি ? ➫ ঢাকা ।
৩১ ) মুক্তার দেশ কোনটি ? ➫ কিউবা ।
৩২ ) ম্যাপল পাতার দেশ কেকানটি ? ➫ কানাডা ।
৩৩ ) সকাল বেলার শান্তি কোন দেশকে বলা হয় ? ➫ কোরিয়া ।
৩৪ ) মুক্তার দ্বীপ বলা হয় কোন দেশকে ? ➫ বাহরাইন ।
৩৫ ) সোঁনালি তোরণের দেশ কোনটি ? ➫ সান ফ্রান্সিসকো ।
৩৬ ) সম্মেলনের শহর কোনটি ? ➫ জেনেভা ।
৩৭ ) সোনালী প্যাগোডার দেশ কোনটি ? ➫ মিয়ানমার ।
৩৮ ) সাদা শহর কোনটি ? ➫ বেলগ্রেড ।
৩৯ ) সমুদ্রের বধু কোন দেশকে বলা হয় ? ➫ ব্রিটেন ।
৪০ ) বিশ্বের রুটির ঝুরি বলা হয় কাকে ? ➫ প্রেইরি ।
৪১ ) ঘানার পূর্বনাম নাম কি ? ➫ গোল্ডকোস্ট ।
৪২ ) মদিনার পূর্বনাম নাম কি ? ➫ ইয়াসরিব ।
৪৩ ) ইন্দোনেশিয়ার পূর্বনাম নাম কি ? ➫ চাচ ইস্টি ইন্ডিজ ।
৪৪ ) মায়ানমারের পূর্বনাম নাম কি ? ➫ বার্মা ।
৪৫ ) শ্রীলংকার পূর্বনাম নাম কি ? ➫ সিংহলি / সিলন ।
৪৬ ) থাইল্যান্ডের পূর্বনাম নাম কি ? ➫ শ্যামদেশ ।
৪৭ ) জাপানের পূর্বনাম নাম কি ? ➫ নিপ্পন ।
৪৮ ) কানাডার জাতীয় প্রতীক কি ? ➫ শ্বেতপদ্ম / ম্যাপলপাতা ।
৪৯ ) ফান্সের জাতীয় প্রতীক কী ? ➫ লিলি ফুল ।
৫০ ) রাশিয়ার জাতীয় ফুল কী ? ➫ দুই মাথা যুক্ত ঈগল ।
৫১ ) তুরস্কের রাজধানীর নাম কি ? ➫ আঙ্কারা ।
৫২ ) জ্যামাইকার রাজধানীর নাম কি ? ➫ কিংস্টোন ।
৫৩ ) ভুটানের রাজধানীর নাম কি ? ➫ থিম্পু ।
৫৪ ) মিয়ানমারের রাজধানীর নাম কি ? ➫ নাইপিদো ।
৫৫ ) কম্বোডিয়ার রাজধানীর নাম কি ? ➫ নমপেন ।
৫৬ ) উজবেকিস্তানের রাজধানীর নাম কি ? ➫ তাসখন্দ ।
৫৭ ) ফিলিপাইনের রাজধানীর নাম কি ? ➫ ম্যানিলা ।
৫৮ ) লাওস রাজধানীর নাম কি ? ➫ ভিয়েন তিয়েন ।
৫৯ ) ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি ? ➫ জার্কাতা ।
৬০ ) ওমানের রাজধানীর নাম কি ? ➫ মাসকট ।
৬১ ) কানাডা রাজধানীর নাম কি ? ➫ অটোয়া ।
৬২ ) চিলির রাজধানীর নাম কি ? ➫ সান্তিয়াগো ।
৬৩ ) পেরুর রাজধানীর নাম কি ? ➫ লিমা ।
৬৪ ) ভেনেজুয়েলার রাজধানীর নাম কি ? ➫ কারাকাস ।
৬৫ বেলজিয়ামের রাজধানীর নাম কি ? ➫ ব্রাসেলস ।
৬৬ ) ইকুয়েটরের রাজধানীর নাম কি ? ➫ কিটো ।
৬৭ ) রোমানিয়ার রাজধানীর নাম কি ? ➫ বুখারেস্ট ।
৬৮ ) নরওয়ের রাজধানীর নাম কি ? ➫ অসলো ।
৬৯ ) অষ্টিয়ার রাজধানীর নাম কি ? ➫ ভিয়েনা ।
৭০ ) সার্বিয়ার রাজধানীর নাম কি ? ➫ বেলগ্রেড
৭১ ) আয়ারল্যান্ডের রাজধানীর নাম কি ? ➫ ডাবলিন ।
৭২ ) ফিনল্যান্ডের রাজধানির নাম কি ? ➫ হেলসিংকি ।
৭৩ ) লিথুয়ানিয়ার রাজধানীর নাম কি ? ➫ ভিনিয়াস ।
৭৪ ) ইউক্রেনের রাজধানীর নাম কি ? ➫ কিয়েভ ।
৭৫ ) বাস্তিল দূর্গ কোথায় অবস্তিত ? ➫ ফ্রান্সের রাজধানী প্যারিসে ।
#আন্তর্জাতিক সংস্থা , সংগঠন , সদর দপ্তর ও জোটসমুহ -
০১ ) জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ? ➫ ১৯৬১ সালে , বেলগ্রেডে ।
০২ ) মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামি সম্মেলন সংস্থার সদস্য ?
Hello friends, This is a Most uncommon channel. Which provide Interesting Facts, Mysteries, top 10, t
ইসলামি সাংস্কৃতিক মাধ্যমে শিক্ষার প্
Assalamulaikum Everyone, It's S.M Shanto. It's a page where you can know many things about english
Leading Spoken English and IELTS Center located in Gazipur. Elevate your English with us.
"" 🔮🔮Work as hard as you can and then be happy in the knowledge you couldn’t have done anymore....♦
Bangladesh nursing and midwifery council