Matrix BCS Series

Matrix BCS Series

Share

Matrix series, A helping aid for BCS, Primary Assistant Teacher, Bank jobs & other Jobs exam.

Operating as usual

27/12/2024

সাম্প্রতিক আপডেট
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মৃত্যুবরণ করেছেন - ২৬ ডিসেম্বর, ২০২৪।
🔹তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য :
📌ড. মনমোহন সিং-ই ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রী হয়েছিলেন।
📌জওহরলাল নেহরুর পরে ড. মনমোহন সিংই প্রথম ভারতীয় নেতা, যিনি প্রথমবার প্রধানমন্ত্রীর সম্পূর্ণ মেয়াদ পূর্ণ করার পরে দ্বিতীয়বার আবারও নির্বাচিত হয়ে এসেছিলেন।
📌মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দুই মেয়াদে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন।
📌ভারতের অর্থনীতিতে উদারনৈতিক সংস্কারের ‘স্থপতি’ বলা হয়।
🔸মনমোহন সিং জীবন নিয়ে রচিত স্মৃতিকথা-The Accidental Prime Minister(রচয়িতা:সঞ্জয় বারু)

Photos from Matrix BCS Series's post 27/12/2024

আজ শুক্রবার উপলক্ষে
লিখিত কম্বো অফার: ৫০০/- (৫টি বই)৷ রেগুলার প্রাইস ১২৫০/-
* লিখিত বাংলা (২০১৬ থেকে ফেব্রুয়ারি ২০২৪) টপিক ওয়াইজ
* লিখিত ইংরেজি (২০১৬ থেকে ফেব্রুয়ারি ২০২৪) টপিক ওয়াইজ
* লিখিত গণিত (২০১৬ থেকে ফেব্রুয়ারি ২০২৪) টপিক ওয়াইজ
* লিখিত সাধারণ জ্ঞান (২০১৬ থেকে ফেব্রুয়ারি ২০২৪) টপিক ওয়াইজ
* জব সলুওশন (জানুয়ারি টু ২৬ ডিসেম্বর ২০২৪): প্রশ্নসেট আকারে সাজানো।

MCQ কম্বো অফার
টপিক ওয়াইজ সাজানো: ব্যাখ্যা সহ
* Annual job solution (২০২২ সালের ১ জানুয়ারি টু ৩১ ডিসেম্বর): ১০০/-
* Annual job solution (২০২৩ সালের ১ জানুয়ারি টু ৩১ ডিসেম্বর): 200/-
* Job solution (২০২৪ সালের ১ জানুয়ারি টু ২২ ডিসেম্বর): ২০০/- (জানুয়ারি টু জুলাই: টপিক ওয়াইজ + আগস্ট টু ২৬ ডিসেম্বর: প্রশ্নসেট আকারে)

বিসিএস প্রিলি কম্বো অফার:
বাংলা ২০০/-(আগস্ট ২০২৪ এডিশন)
বাংলাদেশ ২০০/- (নভেম্বর ২০২৪ এডিশন)
আন্তর্জাতিক ২০০/-(নভেম্বর ২০২৪ এডিশন)
বিজ্ঞান ২০০/-(অক্টোবর ২০২৪ এডিশন)
কম্পিউটার ২০০/-(জুলাই ২০২৪ এডিশন)

প্রাইমারি প্রশ্ন ব্যাংক ২০০/-
নিবন্ধন প্রশ্ন ব্যাংক ২০০/-
নিবন্ধন ও প্রাইমারি নিয়োগ সহায়িকা ১৫০/-
নিবন্ধন ও প্রাইমারি স্পেশাল গণিত ১৫০/-

কুরিয়ার চার্জ ফ্রি (আজকের জন্য)।
আগামীকাল থেকে ৯০/-

ইনবক্সে যোগাযোগ করুন

লিখিত বাংলা এর ভিতরের পেইজ দেখতে চাইলে এই লিংকে দেখুন
https://www.facebook.com/share/p/1B2bh97BF6/

Photos from Matrix BCS Series's post 26/12/2024

অফিস সহায়ক প্রশ্ন ব্যাংক (২০২১,২২,২৩,২৪)
২১৮ পেইজ।
হার্ডকপি: ২৫০/- (কুরিয়ার চার্জ সহ)

পিডিএফ নিতে চাইলে, ইনবক্সে যোগাযোগ করুন। বিকাশ প্রযোজ্য।

26/12/2024

ব্রেকিং নিউজ ✴️.
৪৭তম বিসিএসের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত....
🔺মোট পদসংখ্যা-৩,৬৮৮ টি ।
📌ক্যাডার পদের সংখ্যা-৩৪৮৭টি।
📌নন-ক্যাডার পদের সংখ্যা-২০১ টি ।
✅আবেদন শুরু: ২৯ ডিসেম্বর,২০২৪।
⛔আবেদন শুরু: ৩০ জানুয়ারি,২০২৫।
📌আবেদন ফি: ২০০ টাকা
👉আবেদনের লিংকঃ http://bpsc.teletalk.com.bd

26/12/2024

সাম্প্রতিক আপডেট:
🔰বাংলা একাডেমি পরিচালিত ছয়টি সাহিত্য পুরস্কার এবং সাতটি সাম্মানিক ফেলোশিপ -২০২৪ 🔰
বাংলা একাডেমিতে সাহিত্য পুরস্কারে সিক্ত ৭ গুণীজন হলেনঃ
📌সা`দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার এ ভূষিত হয়েছেন -সদ্যপ্রয়াত অনুবাদক ও গবেষক মোহাম্মদ হারুন-উর-রশিদ।
📌সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার- প্রাবন্ধিক-গবেষক ড. ওয়াকিল আহমদ
📌কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার এ ভূষিত হয়েছেন- শিশুসাহিত্যিক আবু সালেহ।
📌অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার
এ ভূষিত হয়েছেন - নাট্যজন নায়লা আজাদ
📌আবু রুশ্দ সাহিত্য পুরস্কার এ ভূষিত হয়েছেন- কথাসাহিত্যিক নাসিমা আনিস।
📌রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার-কথাসাহিত্যিক সুশান্ত মজুমদার( সামগ্রিক অবদানের জন্য)
📌এছাড়া অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৩ সালে প্রকাশিত ‘রাইমঙ্গল’ উপন্যাসের জন্য ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৪’- এ ভূষিত হয়েছেন কথাসাহিত্যিক সুমন মজুমদার।

✳️সাতটি সাম্মানিক ফেলোশিপ-২০২৪ ✴️

👉এ বছর বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ প্রাপ্তরা হলেনঃ
১. মঈদুল হাসান (মুক্তিযুদ্ধ)
২. রিচার্ড এম ইটন (ইতিহাস)
৩. অধ্যাপক ডা. সায়েবা আখতার (চিকিৎসা বিজ্ঞান) ৪. ড. ফেরদৌসী কাদরী (বিজ্ঞান)
৫. সুগত চাকমা (ভাষা গবেষণা)
৬. শহিদুল আলম (শিল্পকলা)
৭.শম্ভু আচার্য (শিল্পকলা)

🔺জেনে রাখা ভালো:আগামী ২৮ ডিসেম্বর, শনিবার একাডেমির সাধারণ পরিষদের ৪৭তম বার্ষিক সভায় এ পুরস্কার আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হবে।

Photos from Matrix BCS Series's post 26/12/2024

🔥 নিয়োগ বিজ্ঞপ্তি 🔥
✳️শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ আজ থেকে আবেদন শুরু....
📌পদের সংখ্যা: ৬৫৮টি।
📌আবেদন শুরু:২৬-১২ ২০২৪
📌আবেদন শেষ: ২০-০১-২০২৫

26/12/2024

১৮৬ পদে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় (dcd) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ....

📌আবেদন শুরুঃ ১-০১- ২০২৫
📌আবেদন শেষঃ ৩১-০১-২০২৫

Photos from Matrix BCS Series's post 25/12/2024

কিছু বই available হয়েছে। আজকের জন্য অফার:
PSC: 300/-
BCS Q. Bank: 290/-
English Review: 200/-

কুরিয়ার চার্জ ফ্রি।
ইনবক্সে যোগাযোগ করুন।

24/12/2024

🔥ব্রেকিং নিউজ 🔥
৪৪তম বিসিএস এর মৌখিক সময়সূচি প্রকাশ....

📌পরীক্ষার তারিখঃ ৫ জানুয়ারি - ৫ ফেব্রুয়ারি ২০২৫

24/12/2024

কয়জন বিচারপতি নিয়ে সুপ্রীম কোর্টের আপিল বিভাগ গঠিত হয়?
ক. ৫ জন খ. ৬ জন গ. ৭ জন ঘ. ১১ জন

23/12/2024

সাম্প্রতিক আপডেট

* জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের জন্য যে অধিদপ্তর করতে যাচ্ছে অন্তবর্তী সরকার তার নাম কী?
- জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর

* সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্র এঁকেছিলেন কে?
- বাংলাদেশি বৈমানিক ফাহিম চৌধুরী

* সদ্য প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফ কোন কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন?
- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি।

* পদ্মা সেতু হয়ে ২৪ ডিসেম্বর চালু হতে যাওয়া ঢাকা-খুলনা রুটের নতুন ট্রেনের নাম কী?
- জাহানাবাদ এক্সপ্রেস

* প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের 'বর্ষসেরা ব্যক্তিত্ব' নির্বাচিত হয়েছেন-
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

* ২০২৪ সালের অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ-
- ব্রেন রট

* অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ ২০২৪: বাংলাদেশকে হারিয়ে শিরোপা জয় করেছে-
- ভারত

Photos from Matrix BCS Series's post 23/12/2024

লিখিত কম্বো অফার: ৫০০/- (৫টি বই)৷ রেগুলার প্রাইস ১২০০/-
* লিখিত বাংলা জব সলুওশন (২০১৬ থেকে ফেব্রুয়ারি ২০২৪) টপিক ওয়াইজ
* লিখিত ইংরেজি জব সলুওশন (২০১৬ থেকে ফেব্রুয়ারি ২০২৪) টপিক ওয়াইজ
* লিখিত গণিত জব সলুওশন (২০১৬ থেকে ফেব্রুয়ারি ২০২৪) টপিক ওয়াইজ
* লিখিত সাধারণ জ্ঞান জব সলুওশন (২০১৬ থেকে ফেব্রুয়ারি ২০২৪) টপিক ওয়াইজ
* জব সলুওশন (জানুয়ারি টু ২৩ ডিসেম্বর ২০২৪): প্রশ্নসেট আকারে সাজানো।

কুরিয়ার চার্জ ফ্রি (আজকের জন্য)।
আগামীকাল থেকে ৯০/-

ইনবক্সে যোগাযোগ করুন

লিখিত বাংলা এর ভিতরের পেইজ দেখতে চাইলে এই লিংকে দেখুন
https://www.facebook.com/share/p/1B2bh97BF6/

23/12/2024

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (bbal) এ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ...
👉আবেদনের লিঙ্কঃ http://bbal.teletalk.com.bd/

22/12/2024

সর্বশেষ/Just In
খাদ্যের শুধু প্রিলিমিনারি + ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোন রিটেন পরীক্ষা হবে না।

Photos from Matrix BCS Series's post 22/12/2024

আজকের জন্য অফার:
টপিক ওয়াইজ সাজানো: ব্যাখ্যা সহ
* Annual job solution (২০২২ সালের ১ জানুয়ারি টু ৩১ ডিসেম্বর): ১০০/-

* Annual job solution (২০২৩ সালের ১ জানুয়ারি টু ৩১ ডিসেম্বর): Sold out

* Job solution (২০২৪ সালের ১ জানুয়ারি টু ২২ ডিসেম্বর): ২০০/- (জানুয়ারি টু জুলাই: টপিক ওয়াইজ + আগস্ট টু ২২ ডিসেম্বর: প্রশ্নসেট আকারে)

কুরিয়ার চার্জ ফ্রি।

স্টক সীমিত। ইনবক্সে যোগাযোগ করুন।

22/12/2024

🔥সাম্প্রতিক আপডেট 🔥
📌ডি-৮ এর ৯ম সদস্য দেশ হলো- আজারবাইজান (১৯ ডিসেম্বর, ২০২৪)।
📌 ডি-৮ এর ১১তম সম্মেলন (২০২৪): কায়রো, মিশর।
📌 পরবর্তী সম্মেলন ২০২৫: ইন্দোনেশিয়া।

📌 ডি-৮-এর বর্তমান চেয়ার: বাংলাদেশ (ড. মুহাম্মদ ইউনূস)

📌 ডি-৮ বা ডেভেলপিং এইট একটি অর্থনৈতিক সহযোগিতা ভিত্তিক জোট, যা ১৯৯৭ সালে গঠিত হয়। এর সদস্য দেশগুলো হলো—বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক।
📌 জোটের লক্ষ্য হলো- অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মঞ্চে উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষা।

📌১১তম ডি-৮ সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বেশকিছু উল্লেখযোগ্য অর্জন হয়েছে। যেমন:

🔹শুল্কমুক্ত বাণিজ্য: বাংলাদেশের উদ্যোগে ডি-৮ সদস্য দেশগুলো শুল্ক কমানোর বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এতে বাংলাদেশের পোশাক শিল্প নতুন বাজারে প্রবেশের সুযোগ পাবে।

🔹জলবায়ু তহবিল: সম্মেলনে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য একটি বিশেষ তহবিল গঠনের প্রস্তাব দেয়, যা সদস্য দেশগুলো সর্বসম্মতভাবে গ্রহণ করে।

🔹খাদ্য নিরাপত্তা: বাংলাদেশের কৃষি প্রযুক্তি ও দক্ষতাকে কাজে লাগিয়ে খাদ্য উৎপাদন বাড়ানোর বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

🔹টেকসই উন্নয়ন: টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রযুক্তি স্থানান্তর এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের বিষয়ে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

✳এই সম্মেলনের গুরুত্বপূর্ণ দিকগুলো নিম্নরূপ—✴️

🔸গাজা ও লেবাননের মানবিক সংকট: ডি-৮ সম্মেলনের একটি বিশেষ অধিবেশনে ড. মুহাম্মদ ইউনূস গাজা ও লেবাননের মানবিক সংকট এবং পুনর্গঠন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের পক্ষ থেকে তিনি মানবিক সাহায্যের ওপর জোর দিয়েছেন।
🔸দ্বিপক্ষীয় বৈঠক: ডি-৮ সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে ড. ইউনূস দ্বিপক্ষীয় বৈঠক করেন। এই বৈঠকে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার প্রসার নিয়ে আলোচনা হয়। একইভাবে, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) মহাসচিব হুসেইন আল শেখের সঙ্গে আলোচনাও বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে দৃঢ় করেছে।
🔸আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে সহযোগিতা: ড. ইউনূসের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা এবং মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী ড. জাম্বরি আব্দুল কাদিরের সঙ্গে বৈঠক শিক্ষা ও সংস্কৃতির বিনিময়ে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার সম্ভাবনা উন্মোচন করেছে।
🔸বাংলাদেশের এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করে। বিশেষ করে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের প্রস্তাবকে ভবিষ্যৎ টেকসই উন্নয়নের জন্য মাইলফলক হিসেবে গণ্য করা হয়েছে। বাংলাদেশের নেতৃত্বে ডি-৮ এর এই সম্মেলন আন্তর্জাতিক অঙ্গনে বেশ সাড়া ফেলেছে।
🔸যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্র দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার এই প্রয়াসকে স্বাগত জানিয়েছে এবং ডি-৮ এর উন্নয়ন কার্যক্রমে তাদের সমর্থন প্রকাশ করেছে। তবে, তাদের দৃষ্টি থাকবে কীভাবে এই জোট চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) সাথে সামঞ্জস্য বজায় রাখে।
🔸ইউরোপীয় ইউনিয়ন (ইইউ): ইইউ এই ধরনের সহযোগিতাকে ইতিবাচক হিসেবে দেখছে এবং সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে।
🔸 ভারত: ভারত দক্ষিণ এশিয়ায় ডি-৮ এর ক্রমবর্ধমান প্রভাব সম্পর্কে সচেতন এবং এই জোটের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

Matrix Update

Photos from Matrix BCS Series's post 20/12/2024

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
পদ: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;
তারিখ: ২০/১২/২০২৪

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
পদের নাম: অফিস সহায়ক;
তারিখ: ২০/১২/২০২৪

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
পদের নাম: কম্পিউটার অপারেটর;
তারিখ: ২০/১২/২০২৪

২০২৪ সালের জানুয়ারি টু ডিসেম্বর পর্যন্ত ১০৯টি লিখিত নিয়োগ পরীক্ষার সমাধান: হার্ডকপি ১৫০/-
কুরিয়ার চার্জ ফ্রি। ইনবক্সে যোগাযোগ করুন।

Photos from Matrix BCS Series's post 20/12/2024

আপডেট সাম্প্রতিক

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Hatirpool
Dhaka