
"অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠন" কর্তৃক আয়োজিত অনুসন্ধিৎসু চক্র আন্তঃ স্কুল ও কলেজ বিজ্ঞান উৎসব-২০২৫ এর টীম।
তারিখ ৮ ফেব্রুয়ারি
Anushandhitshu Chokro Science Organization
Welcome to official page of Mohanagar Ideal School & College.
Operating as usual
"অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠন" কর্তৃক আয়োজিত অনুসন্ধিৎসু চক্র আন্তঃ স্কুল ও কলেজ বিজ্ঞান উৎসব-২০২৫ এর টীম।
তারিখ ৮ ফেব্রুয়ারি
Anushandhitshu Chokro Science Organization
এইচএসসি ২৫ এর আজ শেষ ক্লাস। ব্যবসায় শিক্ষা শাখার বালিকাদের আয়োজন। আয়োজন বেশ ভালোই ছিল। স্মৃতিময় হয়ে থাক মুহূর্তটি।
বিধি মোতাবেক ১জন ড্রইং শিক্ষক ও ১জন কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীগণ কাগজপত্রসহ ২২ জানুয়ারি বুধবার সকাল ১০টায় ১ম ক্যাম্পাস অধ্যক্ষের কার্যালয়, ৪৪ উত্তর মুগদা পাড়ায় সরাসরি সাক্ষাৎকার। বেতন ও অন্যান্য ভাতাদি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী।
সবাই রেডি তো?
ওরিয়েন্টেশন ও দু'আ অনুষ্ঠান -২০২৫
নোটিশ:(MISC)
১২ জানুয়ারি রবিবার ওরিয়েন্টেশন ও দু'আ:
মর্নিং শিফট ৮:৩০-১০টা, ডে শিফট ১২:৩০-২টা এবং প্লে, নার্সারি, জু.ওয়ান ১০:৩০-১১:৩০টা পর্যন্ত চলবে।
শিক্ষার্থীদের সময়মত উপস্থিত থাকার নির্দেশ দেওয়া যাচ্ছে।
ক্লাস পার্টিতে শিক্ষার্থীরা মজা করতে গিয়ে দারোয়ান আব্দুর রশিদকেও ছাড় দেয়নি😊
Academic Calendar -2025
সমগ্র দেশের মধ্যে আমাদের মহানগর আইডিয়াল স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী(নুসরাত জাহান নিসা) Action for Social Development - ASD থেকে ভিডিওগ্রাফি প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে।
মা শা আল্লাহ, অভিনন্দন।
মহান বিজয় দিবসে অত্র প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নোটিশ:(MISC)
১৬ ডিসেম্বর রোজ সোমবার ২য় ক্যাম্পাসে সকাল ১০ টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কেবলমাত্র অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
গ্রুপ-ক- নার্সারি ও জুনিয়র ওয়ান- মনের মতো আঁকা।
গ্রুপ-খ- ১ম ও ২য় শ্রেণি- ইচ্ছেমত আঁকা।
গ্রুপ-গ- ৩য় থেকে ৫ম শ্রেণি- বিজয় উল্লাস।
গ্রুপ-ঘ- ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি- মুক্তিযুদ্ধ।
একাদশ শ্রেণি, বালিকা।
কোন এক অধ্যক্ষের লেখা চিঠি
প্রিয় অভিভাবক,
কয়েক দিনের মধ্যেই আপনার সন্তানের পরীক্ষা শুরু হবে। আমি জানি, আপনারা খুব আশা করছেন যে, আপনাদের ছেলে-মেয়েরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে।
👉একটা বিষয় মনে রাখবেন যে, যারা পরীক্ষা দিতে বসবে, তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে, যার গণিত শেখার কোনো দরকার নেই।
👉একজন নিশ্চয়ই ভবিষ্যতে উদ্যোক্তা হবে, যার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্যে পাণ্ডিত্যের প্রয়োজন নেই।
👉একজন সংগীতশিল্পী হবে, যে রসায়নে কত নম্বর পেয়েছে তাতে তাঁর ভবিষ্যতে কিছু আসে-যায় না ৷
👉একজন খেলোয়াড় হবে, তাঁর শারীরিক দক্ষতা পদার্থবিজ্ঞান থেকে বেশি জরুরি।
👉যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায়, সেটা হবে খুবই চমৎকার। কিন্তু যদি না পায়, তাহলে প্লিজ, তাদের নিজেদের ওপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না।
👉তাদেরকে বুঝিয়ে বলবেন যে, পরীক্ষার নম্বর নিয়ে যেন তারা মাথা না ঘামায়, এটা তো একটা পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। তাদেরকে জীবনে আরো অনেক বড় কিছু করার জন্য প্রস্তুত করা হচ্ছে।
👉আপনি আপনার সন্তানকে আজই বলুন যে, সে পরীক্ষায় যত নম্বরই পাক, আপনি সব সময় তাকে ভালোবাসেন এবং কখনোই পরীক্ষার নম্বর দিয়ে তার বিচার করবেন না!
👉প্লিজ, এই কাজটি করুন, যখন এটা করবেন দেখবেন যে, আপনার সন্তান একদিন পৃথিবীটাকে জয় করবে!
👉একটি পরীক্ষা কিংবা একটি পরীক্ষায় কম নম্বর কখনোই তাদের স্বপ্ন কিংবা মেধা কেড়ে নিতে পারবে না ৷
👉প্লিজ, আরেকটা কথা মনে রাখবেন যে, এই পৃথিবীতে কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, প্রফেসর বা আইনজীবীরাই একমাত্ৰ সুখী মানুষ নন ৷
সংগৃহীত
❣️❣️❣️❣️❣️
এসএসসি ২৫, বিজ্ঞান বিভাগ, শেষ ক্লাসে তাদের সাথে আনন্দ ভাগাভাগি।
মহানগর আইডিয়াল স্কুল এন্ড কলেজ
২০২৫ শিক্ষাবর্ষে প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম চলছে।
➡ EIIN-134579, School Code-1308
ক্যাম্পাস-১: ৪৪ উত্তর মুগদা, ঢাকা।
ক্যাম্পাস-২: ১১১ উত্তর মুগদা, ঢাকা।
(মুগদা মেডিকেল এর পূর্ব পাশে)
যোগাযোগঃ 01556-630325, 01309134579
=======================
সাফল্যের ১৭ বছর। প্রতিষ্ঠালগ্ন থেকেই বোর্ড পরীক্ষায় Golden GPA-5 সহ ১০০% পাশ ও অভাবনীয় সাফল্যের দাবিদার।
=================================
🔶 স্কুলের বৈশিষ্ট্যঃ🔶
- ঢাকা মহানগরীর শীর্ষস্থানীয় কলেজ পরিচালনায় অভিজ্ঞতালদ্ধ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত।
- প্লে, নার্সারি ও জুনিয়র ওয়ান শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষ।
- ছাত্র-ছাত্রীদের আলাদা ক্লাসের ব্যবস্থা। প্রতি শাখায় সর্বোচ্চ ৩০/৪০ জন শিক্ষার্থী।
- দুর্বল শিক্ষার্থীদের জন্য গাইড টিচার নিয়োগ এবং ছুটির পর সংশোধনী ক্লাসের ব্যবস্থা।
- নিয়মিত শ্রেণি পরীক্ষা, মডেল টেস্ট, তিনটি পর্বে পরীক্ষা গ্রহণ।
- বাৎসরিক শিক্ষাসফর ও খেলাধুলার ব্যবস্থা।
- ধারাবাহিক সাফল্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।
- দৈনন্দিন কার্যক্রম ডায়েরির মাধ্যমে অভিভাবককে অবহিতকরণ।
- পাঠ্যসূচি ও একাডেমিক ক্যালেন্ডার যথাযথভাবে অনুসরণ।
- সু-সজ্জিত লাইব্রেরি ও উন্নত ল্যাবরেটরি ব্যবহারের অবাধ সুযোগ।
===============================
📢 স্কুলের পরিবেশঃ 📢
- রাজনীতি ও ধুমপানমুক্ত পরিবেশ।
- নিজ নিজ ধর্মচর্চার স্বাচ্ছন্দ্য পরিবেশ।
- আধুনিক স্বাস্থ্যসম্মত শ্রেণিকক্ষ।
- অভিভাবকদের ওয়েটিং রুম।
- সার্বক্ষণিক জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা।
- পুরো ভবন সিসি টিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।
- শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাকরণ।
- প্রার্থনা কক্ষ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা।
৩ নভেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু