সচেতনতা ও সতর্কতামূলক নোটিশ:
দেশে অভিনব কৌশলে বেড়ে চলেছে নানা প্রতারণা ও ছিনতাই। প্রতারণার নিত্যনতুন পন্থা অবলম্বন করে ভুক্তভোগীর কাছ থেকে সর্বস্ব লুটে নিচ্ছে একটি ভয়ংকর অপরাধী চক্র। শয়তানের নিশ্বাস তাদের নতুন হাতিয়ার। এটি কারো ওপর প্রয়োগ করা হলে ভিকটিম তার নিজের ওপর নিয়ন্ত্রণ হারায় এবং অপরাধীদের কথা মতো তার সবকিছু দিয়ে দেয়।
ভিজিটিং কার্ড, কাগজ, কাপড় কিংবা মোবাইল ফোনের স্ক্রিনে এই ড্রাগ রেখে যার ওপর প্রয়োগ করা হবে তার নাকের চার থেকে ছয় ইঞ্চি দূরত্বে নিয়ে আসা হয়। অপরিচিত কেউ একটা কাগজ দেখিয়ে ঠিকানা জিজ্ঞেস করে আস্তে টোকা দিয়ে পাউডারের মত জিনিস নাকে ঢুকিয়ে দেওয়া হয়। এ ড্রাগটি ছয় থেকে ১২ ইঞ্চি দূরত্ব থেকে শ্বাসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে, যার প্রতিক্রিয়া থাকে ২০ থেকে ৬০ মিনিট। খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়ালে এর প্রতিক্রিয়া থাকে দু-তিন দিন।
এটি শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের মস্তিষ্কের প্রাথমিক স্মৃতি ব্লক হয়ে যায়। ফলে আক্রান্ত ব্যক্তি আক্রমণকারীকে দেখতে পেলেও চিনতে পারেন না এবং কিছু মনে রাখতে পারেন না। এর প্রভাবে শরীরে কোনো প্রতিরোধ ক্ষমতা থাকে না, বা বাইরের কোনো আক্রমণে শরীর কোনো প্রতিক্রিয়া দেখানোর মতো অবস্থায়ও থাকে না। এ অবস্থায় ভুক্তভোগীর আচরণ হয়ে যায় বশীভূত বা সুতায় বাঁধা পুতুলের মতো। তীব্র হেলুসিনেশন শুরু হয়। অন্যের দেয়া আদেশকে যান্ত্রিকভাবে অনুসরণ করতে বাধ্য হয়। মানে আপনি নিজে কিছু করতে পারবেন না, শুধু সামনের লোক যা বলবে তা-ই করবেন রোবটের মতো।এ মাদকের সংস্পর্শে এলে ভুক্তভোগী নিজ ইচ্ছায় কোনো প্রতিবাদ ছাড়াই সবকিছু তুলে দেয় প্রতারকের হাতে।
এসব বিপদ থেকে নিজেকে মুক্ত রাখার সবচেয়ে বড় উপায় হচ্ছে নিজে সতর্ক থাকা এবং এ ব্যাপারে পরিবারের লোকজনকে সতর্ক রাখা। অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কাগজ, খাদ্য বা পানীয় ইত্যাদি গ্রহণ না করা, এমনকি টাকাপয়সা হাতে নেওয়ার সময় নাক-মুখ থেকে দূরে রাখাতে হবে। এবং মাস্ক পরা, নাকে-মুখে হাত না দেওয়া প্রভৃতি অভ্যাস ‘শয়তানের নিশ্বাস’ থেকে বাঁচার জন্য কার্যকর হতে পারে।
(শয়তানের নিঃশ্বাস একটি হেলুসিনেটিক ড্রাগ। রাসায়নিকভাবে এটি স্কোপোলামিন নামে পরিচিত। স্কোপোলামিন একটি প্রাকৃতিক বা কৃত্রিমভাবে উৎপাদিত ট্রোপেন অ্যালকালয়েড এবং অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। এটি হায়োসিন, ডেভিলস ব্রেথ, শয়তানের নিঃশ্বাস, বুরুন্ডাঙ্গা, রোবট ড্রাগ, জম্বি ড্রাগ বা কলম্বিয়ান ডেভিলের নিঃশ্বাস নামেও পরিচিত।)
Universal Coaching UC
An Academic & Admission Coaching Center
Jannat Villa, Matikata Main Road, Dhaka cant, Dhaka. Mobile:01844455988,01707166868
Operating as usual

শিক্ষক-শিক্ষিকা আবশ্যক
কোচিং-এ ৫ম থেকে ৭ম শ্রেণির গণিত পড়ানোর জন্য একজন অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকা প্রয়োজন। কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা না থাকলে এপ্লাই করার প্রয়োজন নেই।
আগ্রহী প্রার্থীদের কোচিং পেইজে বা WhatsApp - এ নাম, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর ইনবক্স করার জন্য অনুরোধ করা হলো।
WhatsApp: 01818-253425
ইউনিভার্স্যাল কোচিং (ইউ সি)
মাটিকাটা ফুটওভার ব্রিজ সংলগ্ন, ইসিবি চত্ত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট।

https://youtu.be/mTOc8sfLYQA?si=TvpPLiMbFidj4p2L
Highlights of Friday Game !!! Highlights of Friday Game !!!

https://youtu.be/yMnwZhjyl84?si=R3mIbwQcO1TWsDYJ
আজকের খেলা শেষে কিছু মুহূর্ত 😍 🔥 An Epic Encounter between STUDENTS XI vs TEACHERS XI TEACHERS XI WON THE TOSS AND TOOK BOWL FIRST THEN WONDERFUL CAMEO FROM ALL OF THEM SPECIALLY TAMIM PLAYE...

শিক্ষক-শিক্ষার্থী বন্ধন সবসময়ই মধুর হয়। আদর, যত্ন, শ্রদ্ধা আর ভালোবাসার সমন্বয়ে তৈরি হয় আগামির উজ্জ্বল ভবিষ্যৎ। ইউসি বরাবরই শিক্ষক-শিক্ষার্থীর মধুর বন্ধনে এক মনোরম পরিবেশে পাঠদানের মাধ্যমে প্রতিভা জাগ্রত করে।
শিক্ষক-শিক্ষার্থী ক্রিকেট ম্যাচ।
১০ই জানুয়ারি রোজ শুক্রবার।
সময়: দুপুর ২:০০ ঘটিকায়।
স্থান: রমিজউদ্দীন স্কুল মাঠ।
সবাই খেলাটি উপভোগ করার জন্য আমন্ত্রিত।

একাডেমিক কোচিং-এ ভর্তি চলিতেছে..
৫ম থেকে ১২শ শ্রেণি পর্যন্ত।
(২০০৬ সাল থেকে সফলতার শীর্ষে।)
[যত্রতত্র আর নয় সময় নষ্ট]
👉 প্রাক্তন প্রধান শিক্ষক ও কুমিল্লা বোর্ডের প্রধান পরীক্ষক (গণিত)- এর নির্দেশনায় এবং একাডেমিক ও Admission এ অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালিত।
👉 ডিজিটাল/ ইন্টারঅ্যাক্টিভ/ এনিমেটেড ক্লাসের ব্যবস্থা।
👉 প্রতিদিন প্রতিটি ক্লাসে মূল্যায়ন পদ্ধতি।
👉 প্রতিটি বিষয়ে সর্বোচ্চ সংখ্যক পরীক্ষা গ্রহণ।
👉 অমনোযোগী শিক্ষার্থীদের (ছুটির পর) ডিটেনশন আওতায় পড়া শিখিয়ে দেওয়ার বাধ্যবাধকতা।
👉 বোর্ড পরীক্ষায় সর্বোত্তম ভাল ফলাফল ও A+ পাওয়ার নিশ্চয়তা।
👉 সুনিয়ন্ত্রিত, সুশৃঙ্খল, নিয়মানুবর্তিত ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
👉 যে কোন বিষয়ে সর্বোচ্চ পারদর্শী করে তোলার জন্য প্র্যাক্টিক্যাল ক্লাসের ব্যবস্থা।
👉 গরীব মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে অধ্যয়নের সুযোগ।
# শুধু একাডেমিক শ্রেষ্ঠত্বই নয়, শিক্ষার্থীদের শারীরিক মানসিক ও নৈতিকভাবে সাফল্যের চূড়ায় পৌঁছাতে 'ইউ সি'-ই সেরা।
2024 comes to an end! As we wave goodbye to a year full of ups and downs, laughter and lessons, this is the perfect moment to reflect and express our gratitude. Let’s brighten the day of our loved ones with warm wishes and cheerful messages that will bring smiles to their faces. It’s time to celebrate the memories we’ve made and look forward to new beginnings. So, gather your thoughts, share some inspiring quotes, and let’s make this farewell a joyful one!

২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে..
ক্লাস শুরু: ৪ঠা জানুয়ারি।
নোটিশ
যারা বিভিন্ন অসুবিধার কারনে আজ (শনিবার) প্রিলিমিনারি টেস্ট ও ডেমো দিতে পারেন নি, তারা আগামীকাল (রবিবার) বেলা ৩:৩০টায় অংশগ্রহণ করতে পারবেন।
কোচিং এর জন্য অভিজ্ঞ শিক্ষক/ শিক্ষিকা আবশ্যক।
মাটিকাটায় অবস্থিত ইউনিভার্স্যাল কোচিং (ইউ সি)-এর জন্য নিম্নোক্ত বিষয়ে শিক্ষক/ শিক্ষিকা নিয়োগ দেয়া হবে।
১। গণিত (৫ম-৭ম) - ১ জন
২। জীববিজ্ঞান (৯ম-১২শ) - ১ জন
৩৷ বাংলা ১ম ও ২য় (৮ম-১০ম) - ১ জন
৪। রসায়ন (৯ম-১০ম)-১জন
৫। বিজিএস (৮ম-১০ম)-১জন
৬। ইংরেজি ২য় (৮ম-১০ম)-১জন
নোট:
১. প্রার্থীকে অবশ্যই পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।
২. ডেমো ক্লাসে উত্তীর্ণ হতে হবে।
৩. ডেমো ক্লাসের পারফরম্যান্সের ভিত্তিতে বেতন নির্ধারিত হবে। (যোগ্য প্রার্থীকে স্ট্যান্ডার্ড সেলারি দেওয়া হবে)
৪. একজন দুই বিষয়ের বেশি আবেদন করতে পারবে না।
আগ্রহী প্রার্থীকে নাম, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও বর্তমান ঠিকানা ইনবক্স করার জন্য জানানো যাচ্ছে। চাইলে CV ইমেইল করতে পারবেন।
ইমেইল: [email protected]
ঠিকানা : Universal Coaching [UC], মাটিকাটা মেইন রোড, (মাটিকাটা ওভার ব্রিজ সংলগ্ন), ঢাকা সেনানিবাস।
আজ jsc দিবস। প্রাচীন কালে এই দিনে jsc হতো।

প্রখ্যাত ভারতীয় কার্টুনিস্ট ইসমাইল লাহারির আঁকা এ ছবিটি ক'দিন আগে আন্তর্জাতিক মাতৃদিবসে আমরা সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াতে দেখেছি। শুধু একটি কার্টুন ছবির মাধ্যমে তিনি যেন একজন অসহায় মায়ের সামনে তার সন্তানদের মোবাইলের চোরাবালিতে ডুবে যেতে দেখিয়েছেন। আমি নিজেও মনে করি আমাদের স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের সামনে মোবাইল, নেট... একটা সামাজিক সমস্যা। লেখা পড়ার বাইরে যেটুকু সময় তারা পায় মোবাইলে ডুবে থাকে। এর ক্ষতিকর দিক বাবা মা'রা বোঝেন না এমন নয়। কিন্তু তারা যেন অসহায়। একজন শিক্ষক হিসাবে এমন অভিজ্ঞতাও হয়েছে অভিভাবক আমাদের অনুরোধ করছেন তার ছেলেমেয়ে যেন মোবাইল ব্যবহার না করে সেটা একটু বুঝিয়ে বলতে। তারা বাবা মা হয়ে সন্তানকে নিয়ন্ত্রণ করতে না পেরে শিক্ষকের শরণাপন্ন হচ্ছেন! এটা অসহয়তা নয়।
আমাদের ছোটবেলায় যখন মোবাইল স্বপ্নেও ছিল না, তখন পড়ার বাইরে আমাদের খেলা ছিল। আর ছিল গল্পের বই পড়া। আমি ক্লাসে যারা ভালো রেজাল্ট করে তাদেরও জিজ্ঞাসা করে দেখেছি, পড়ার বই এর বাইরে কোন বই তারা পড়ে না। চাঁদের পাহাড়, সবুজ দ্বিপের রাজা, ফেলুদা, ব্যোমকেশ ছাড়াই, শুধু মোবাইলকে সঙ্গী করে স্কুল জীবন পেরিয়ে কলেজে পৌঁছে যায়।
পৌঁছে যায়, কিন্তু কোথাও যেন একটা ফাঁক থেকে যায়। সে ফাঁকটা সব থেকে বেশি বুঝতে পারছেন একজন মা। তিনি যেন ডুবতে দেখছেন সন্তানদের কিন্তু তিনি অসহায়।
এই অসহয়তা থেকে মুক্তির উপায় আমার জানা নেই। কিন্তু ভাবতে হবে সবাইকে।
শেয়ার দিন....
#সংগৃীত
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Jannat Villa, Matikata Main Road, Dhaka Cantonment
Dhaka
1206
Opening Hours
Monday | 14:00 - 21:15 |
Tuesday | 14:00 - 21:15 |
Wednesday | 14:00 - 21:15 |
Thursday | 14:00 - 21:15 |
Saturday | 11:00 - 18:00 |
Sunday | 14:00 - 21:00 |