
২০২৫ শিক্ষাবর্ষে সহজপাঠ উচ্চ বিদ্যালয়ে ভর্তি চলছে।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন- www.shahajpath.com/admission
সহজপাঠে শিশুরা বড় হবে নির্ভয়ে ও আনন্দে Education
Operating as usual
২০২৫ শিক্ষাবর্ষে সহজপাঠ উচ্চ বিদ্যালয়ে ভর্তি চলছে।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন- www.shahajpath.com/admission
আজ সকল শ্রেণির শিশুরা এসেছে, সহজপাঠ প্রাণ ফিরে পেয়েছে। দেশের অস্বাভাবিক পরিস্থিতির কারণে নিহত সকলের জন্য আমরা গভীর শোক প্রকাশ করছি। আর যারা আহত হয়ে বেঁচে আছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি ।
দেশের সকল শিশু এত অল্প বয়সেই নানা নিষ্ঠুরতা দেখেছে, অস্থির সময় পার করেছে। সহজপাঠ শিশুদের মানসিক সুস্থতার জন্যে বিশেষ ব্যবস্থা নিচ্ছে। শিশুদের ভালো রাখাই এখন আমাদের বড় কাজ।
ইতালির রোমে ইংরেজি অলিম্পিয়াডের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৭ - ২৯ সেপ্টেম্বর ২০২৪। গত মার্চ থেকে কয়েকটি ধাপের প্রতিযোগিতা উত্তীর্ণ করে জাতীয় পর্যায়ে বাংলাদেশ থেকে ১১ জন আঞ্চলিক বা সেমিফাইনালের জন্যে নির্বাচিত হয়েছে, এর মধ্যে সহজপাঠের পাঁচজন। এ ছাড়া ঋদ্ধ সহজপাঠের চতুর্থ শ্রেণির শিশু , সরাসরি ফাইনালের জন্য নির্বাচিত হয়ে সেপ্টেম্বরে ইতালি যাওয়ার অপেক্ষায় আছে। সরাসরি চূড়ান্ত প্রতিযোগিতার জন্য বাংলাদেশের আর কেউ নির্বাচিত হয়নি। আঞ্চলিক প্রতিযোগিতা আজ ১৩ জুলাই অনুষ্ঠিত হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে।
ইংরেজি ক্লাসের ছবি।
শিশুদের সৃজনশীল কাজের মধ্যে দিয়ে কল্পনা শক্তির প্রকাশ ও ভাষার দক্ষতা বৃদ্ধির জন্য বাগান সাজানো হয় এবং রান্নার আয়োজন (রোল প্লে)করা হয়।
বাজার করা , রান্না, টেবিল সাজানো,এক সঙ্গে খাওয়ার মধ্যে দিয়ে ভাষার ব্যবহার রপ্ত করে।
দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বহিরাঙ্গন ক্লাস।
চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির জন্যে বিশেষ কার্যক্রম- সামরিক জাদুঘর ও নভোথিয়েটার।
সহজপাঠের শিক্ষাপদ্ধতিতে বহিরাঙ্গন ক্লাসকে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে আসছি। এর ধারাবাহিকতায় ৭ম-৯ম শ্রেণির শিশুরা গত সপ্তাহে জাতীয় বিজ্ঞান জাদুঘর পরিদর্শন করেছে। সেখানে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেছে।
সহজপাঠের শিক্ষাপদ্ধতিতে বহিরাঙ্গন ক্লাসকে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় ৭ম-৯ম শ্রেণির শিশুরা গত সপ্তাহে জাতীয় বিজ্ঞান জাদুঘর পরিদর্শন করেছে। সেখানে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেছে।
আজ নজরুল জয়ন্তী উদযাপন করেছে সহজপাঠের শিশুরা। ধারাবাহিক ভাবে পরিবেশনা ফেসবুকে দেওয়া হবে।
ইংলিশ অলিম্পিয়াডের রিজিওনাল রাউণ্ডে মালয়শিয়ার কুয়ালালামপুরে এবং সরাসরি বিশ্ব রাউণ্ডে ইতালির রোমে যাচ্ছে যথাক্রমে পাঁচ জন ও এক জন সহজপাঠের শিশু। সহজপাঠের আরো একজন আছে অপেক্ষমান তালিকায়।
ইংরেজি ভাষার দক্ষতার এই প্রতিযোগিতার প্রথম রাউন্ডে সহজপাঠের অনেকেই গিয়েছিল, তার মধ্যে থেকে বেশ কয়েকজন নির্বাচিত হয়েছিলো দ্বিতীয় রাউন্ডে। এরপরে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে বয়সভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে যাচ্ছে ওরা আন্তর্জাতিক পর্যায়ের রিজিওনাল রাউন্ড।
অন্যদিকে বিশ্ব তরুণ গণিত অলিম্পিয়াডের আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিতে আরও একজন শিশু যাচ্ছে ইন্দোনেশিয়া!
ওদের জন্য শুভকামনা।
সহজপাঠের নিত্যদিনের বৈচিত্র্যময় ক্লাসের ছবি।
বই পড়ার যে আনন্দ!
বই হাতে নেওয়া, বইয়ের ঘ্রাণ নেয়া, পৃষ্ঠা উল্টানো এগুলোর বড় বেশি অভাব! এই উদ্দেশ্যকে সামনে রেখে শিশুরা যেন বই পড়ে তারজন্য সহজপাঠ শিশুদের নিজস্ব বই দিয়ে বই উৎসবের আয়োজন করেছে ।
দীর্ঘ বন্ধের পর শিশুদের বৈচিত্র্যময় শ্রেণির কার্যক্রম শুরু হলো। শিশুরা আনন্দ উৎসাহ নিয়ে মন দিয়ে কাজগুলো করছে।
আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে সহজপাঠের শিশুরা রবীন্দ্রজয়ন্তী উদযাপন করেছে।
আজ সহজপাঠ উচ্চ বিদ্যালয়ে আধুনিক চিন্তার ধারক প্রয়াত ওয়াহিদুল হকের জন্মদিন উপলক্ষে বিজ্ঞানের হাট বসেছিল। সবচেয়ে দেখবার মতো ছিল শিশুদের বলার সাবলীল প্রকাশভঙ্গি ও আত্মবিশ্বাস। আমরা সব সময় বিশ্বাস করি শিশুরা অমিত সম্ভাবনার অধিকারী। বারবার আমাদের শিশুরা তা প্রমাণ করে।
ওয়াহিদুল হকের জন্মদিন উপলক্ষে বিজ্ঞান উৎসবের প্রস্তুতির ছবি।
আগামীকাল উৎসব শুরু হবে সকাল ০৯ টা থেকে, চলবে দুপুর ০২ টা পর্যন্ত। সকলের আমন্ত্রণ।
ওয়াহিদুল হকের জন্মদিন উপলক্ষে সহজপাঠের বিজ্ঞান উৎসবে সকলের আমন্ত্রণ। (২৪ মার্চ ২০২৪, সকাল ০৯.০০ থেকে দুপুর ০২.০০)
এই উৎসবে উপস্থিত থাকবেন মুহম্মদ জাফর ইকবাল সহ আরো অনেক সুধীজন।
আজ সহজপাঠ উচ্চ বিদ্যালয়ের শিশুরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উদযাপন করেছে।
আজ আমাদের প্রিয় মানুষ ওয়াহিদুল হকের জন্মদিন। তাঁর প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। মার্চের ২৩-২৪ তারিখে আনুষ্ঠানিকভাবে ওয়াহিদুল হকের জন্মদিন উপলক্ষে সহজপাঠের বিজ্ঞান উৎসব উদযাপিত হবে।
সহজপাঠের নানা কার্যক্রমের ছবি।
নিত্যদিনের বৈচিত্র্যময় ক্লাসের ছবি।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সহজপাঠের ছাত্র সংসদ নির্বাচন ২০২৪ শেষ হলো। সহজপাঠ সবসময় শিশুর সামগ্রিক বিকাশের লক্ষ্যে কাজ করে। শিশুর একাডেমিক পড়াশুনার পাশাপাশি দায়িত্ববোধ ও মমত্ববোধ যথাযথভাবে জাগ্রত হোক এটাও একটা লক্ষ্য।
নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নাগরিক অধিকার, গণতন্ত্র, নির্বাচন প্রক্রিয়া, সরকার গঠন ইত্যাদি সামাজিকবিজ্ঞানের বিষয়গুলো সম্পর্কেও শিশুরা গভীর ভাবে জানল।
অনেক কৌতূহল তৃতীয় থেকে পঞ্চমের শিশুদের,ভিন্ন ধারার পর্যবেক্ষণ করার ব্যবস্থা হলো মেট্রোরেলে চড়ে।
Dhaka Mass Transit Company Limited
সহজপাঠের বার্ষিক ক্রীড়া উৎসব!
সবাই আনন্দে মেতে উঠেছে!
ক্রীড়া উৎসব ২০২৪
বার্ষিক ক্রীড়া উৎসব ২০২৪
সবার জন্য বিশেষ করে শিশুদের জন্য প্রস্তুতি প্রায় শেষ।
#সহজপাঠ_বার্ষিক_ক্রীড়া_উৎসব
সহজপাঠের বার্ষিক ক্রীড়া উৎসবে স্কুলের সকল বর্তমান ও প্রাক্তন শিশু-অভিভাবক আমন্ত্রিত।
Monday | 08:00 - 17:00 |
Tuesday | 08:00 - 17:00 |
Wednesday | 08:00 - 17:00 |
Thursday | 08:00 - 17:00 |
Saturday | 10:00 - 17:00 |
Sunday | 08:00 - 17:00 |
Govt. Lab. (as it is popularly known) was established on 3 September 1961. The boys' school is a leading public school of the region.
আপনাদের কাছে যদি ছবি থাকে তবে অবশ্ব্য?
This is the facebook fan page for our beloved Motijheel Govt. Boys' High School;one of the most prom
Bir Shreshtha Noor Mohammad Public College at Peelkhana, Dhaka is one of the most reputed educationa
a fan page created by the ex-YWCA students
International Hope School Bangladesh was established in Dhaka in 1996.
Mohammadpur Govt. Boys High School a name of historic reputations...
Welcome to Biam Model School and college (Dhaka) page. BMSC comprises of the class 6-12. Fo
Notre Dame College; it's not just an institute, it's a place for making human