YWCA Higher Secondary Girls' School

YWCA Higher Secondary Girls' School

Share

Notice for Students & Guardians.

Operating as usual

Photos from YWCA Higher Secondary Girls' School's post 16/01/2025

নবীন বরণ -২০২৫
প্রভাতী শাখার ছোট সোনামণিদের স্কুলের প্রথম দিন।

Photos from YWCA Higher Secondary Girls' School's post 14/01/2025

বিদ্যালয়ের ২০২৪ সালের বার্ষিক মুখপত্র “দ্যুতি” উন্মোচন, ফলাফল ও মেধা পুরস্কার বিতরণ এবং মহান বিজয় দিবস উদযাপন

Photos from YWCA Higher Secondary Girls' School's post 18/12/2024

শিক্ষক সেমিনার

20/11/2024

আমরা শোকাহত

20/11/2024

শ্রদ্ধেয় প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ঊষা রকিব! তাঁর দক্ষ হাতে গড়ে ওঠা ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় আজ সুপ্রতিষ্ঠিত।
আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার প্রয়াসে তিনি সকলের মাঝে ছড়িয়ে দিয়েছেন জ্ঞান ও প্রজ্ঞা।
আজ ২০/১১/২০২৪ বুধবার তিনি পিতার কোলে আশ্রয় নিয়েছেন। আমরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার কীর্তির প্রতি সম্মান নিবেদন করি।

তাঁর প্রতি শ্রদ্ধা ও শোক জ্ঞাপনার্থে আগামীকাল ২১/১১/২০২৪, বৃহস্পতিবার প্লে-১২শ শ্রেণির সকল পরীক্ষা স্থগিত ও ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে। এই দিনের পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।

Photos from YWCA Higher Secondary Girls' School's post 19/11/2024

Annual Class Party 2024.

28/10/2024

অভিনন্দন !!
৪-৫ অক্টোবর, ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্বে আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণির (শাখা: ব্য.শিক্ষা, রোল নং ০১) ছাত্রী নুসাইবা তাজরিন তানিশা “ক্রিয়েটিভ মুভি ও ফিজিক্যাল কম্পিউটিং” এ দুটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করে এবং দুটিতেই স্বর্ণপদক লাভ করে।

Photos from YWCA Higher Secondary Girls' School's post 27/10/2024

বিশ্ব সাহিত্য কেন্দ্রের “ বই পড়া” কর্মসূচীর পুরস্কার বিতরণ-২০২৪
ওয়াই ডাব্লিউ সিএ উচ্চ মাধ‍্যমিক বালিকা বিদ্যালয়ের ১৪০ জন শিক্ষার্থী পুরস্কার অর্জন করে।
৭ম(গ) শাখার শিক্ষার্থী বিবি মারিয়ম “সেরা পাঠক” হিসেবে নির্বাচিত হয়।

25/10/2024

প্লে গ্রুপের জন্য ভর্তি বিজ্ঞপ্তি

05/10/2024

বিশ্ব শিক্ষক দিবসে সন্মানিত সকল শিক্ষককে জানাই প্রানঢালা শুভেচ্ছা ,অভিনন্দন ও শ্রদ্ধা

Photos from YWCA College Education's post 29/08/2024

অভিনন্দন!
২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের

19/08/2024

নোটিশ
(২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির জন্য)

নোটিশ
(২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির জন্য)

সম্মানিত অভিভাবক ও স্নেহের শিক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা জানাই।
এই মর্মে অবগত করা যাচ্ছে যে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম শুরু হবে ২৫/৮/২০২৪, রবিবার থেকে। ক্লাস শুরু হবে সকাল ৯:৪৫মিনিটে, ছুটি হবে বিকেল ৩:০০টায়।
শিক্ষার্থীদের কলেজ ইউনিফরম পরে যথাসময়ে কলেজে উপস্থিত থাকার জন্য বলা হলো।

ধন্যবাদান্তে-

অধ্যক্ষ
১৯/৮/২০২৪

14/08/2024

শ্রেণি কার্যক্রম সংক্রান্ত নোটিশ

সন্মানিত অভিভাবক ও স্নেহের শিক্ষার্থীবৃন্দ,
এতদ্বারা প্লে-দশম এবং দ্বাদশ শ্রেণির সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৮/৮/২০২৪, রবিবার থেকে পূর্বের রুটিন ও সময় অনুযায়ী শ্রেণি কার্যক্রম চলবে।

শিক্ষার্থীদের যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকতে বলা হলো।

অধ্যক্ষ
১৪/৮/২০২৪

13/08/2024

২০২৪ সালের
এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রতি
অভিনন্দন!

(বৃত্তির ধরণ: সাধারণ)
Sl. No Name Group
1. Ruhani Taskin  Science
2. Prionti Parvez Dima  Science
3. Ariya Binte Mizan  Science
4. SK. Mehjabin Binte Rashid  Business Studies
5. Jannatul Israt  Business Studies
6. Shaamaila Seraz Sushoma  Business Studies

অধ্যক্ষ
১৩/৮/২০২৪

13/08/2024

সন্মানিত অভিভাবক ও স্নেহের শিক্ষার্থীবৃন্দ,
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পদ্ধতিতে ক্লাস কার্যক্রম পরিচালিত হবে।

ধন্যবাদান্তে-
অধ্যক্ষ

বিশেষ বিজ্ঞপ্তি:

সন্মানিত অভিভাবক ও স্নেহের শিক্ষার্থীবৃন্দ,
সকলকে শুভেচ্ছা জানাই।
এই মর্মে সকলকে অবগত করা যাচ্ছে যে, আগামী ১১ আগষ্ট রবিবার থেকে ১৩ আগষ্ট মঙ্গলবার ২০২৪ পর্যন্ত প্রথম শ্রেণি থেকে দশম ও দ্বাদশ শ্রেণির শ্রেণি কার্যক্রম Google Classroom এর মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং প্লে-কেজি শ্রেণির শ্রেণি কার্যক্রম হবে ঐ সকল শ্রেণির Face Book Page এর মাধ্যমে।
ক্লাস রুটিন গুগল ক্লাসে দেওয়া হবে।

সকল শিক্ষার্থীকে ঘরে বসে এই কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য বলা হলো। সকলের সুস্থ ও নিরাপদ জীবন কামনা করি।

অধ্যক্ষ
ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়
ঢাকা।

08/08/2024

বিশেষ বিজ্ঞপ্তি:

সন্মানিত অভিভাবক ও স্নেহের শিক্ষার্থীবৃন্দ,
সকলকে শুভেচ্ছা জানাই।
এই মর্মে সকলকে অবগত করা যাচ্ছে যে, আগামী ১১ আগষ্ট রবিবার থেকে ১৩ আগষ্ট মঙ্গলবার ২০২৪ পর্যন্ত প্রথম শ্রেণি থেকে দশম ও দ্বাদশ শ্রেণির শ্রেণি কার্যক্রম Google Classroom এর মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং প্লে-কেজি শ্রেণির শ্রেণি কার্যক্রম হবে ঐ সকল শ্রেণির Face Book Page এর মাধ্যমে।
ক্লাস রুটিন গুগল ক্লাসে দেওয়া হবে।

সকল শিক্ষার্থীকে ঘরে বসে এই কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য বলা হলো। সকলের সুস্থ ও নিরাপদ জীবন কামনা করি।

অধ্যক্ষ
ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়
ঢাকা।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন। ফ্রি স্কুল,ঢাকা ওয়াইডব্লিউসিএ।
বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ওয়াইডাব্লিউসিএ ফ্রি স্কুলের পরিবেশনা
বিশ্ব মা দিবস উদযাপন, ফ্রী স্কুল, ঢাকা ওয়াইডব্লিউসিএ।
মা দিবসে ১ম শ্রেণির শিক্ষার্থীর পরিবেশনা...
খুব খুব আনন্দ নিয়ে শিক্ষার্থীরা তাদের মায়ের জন্য ছবিসহ ফ্রেম তৈরি করছে... পরিবেশনায় প্রভাতি শাখা।
রবীন্দ্র জয়ন্তী  উপলক্ষে প্রভাতী শাখার শিক্ষার্থীদের পরিবেশনা।
স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

Location

Category

Telephone

Address


10-11 Green Squre Green Road, Dhaka. Phone: 9671637
Dhaka
1205