08/11/2024
আলহামদুলিল্লাহ। আজ (০৮-১১-২০২৪ ইং) তারিখে উরি ইনস্টিটিউট-এর ২০২২ সালের ইপিএস টপিক ইউবিটি( লটারী} পরীক্ষায় উত্তীর্ণ জাকির হোসেন-এর এমপ্লয়মেন্ট পারমিট ইস্যু হল। উরি ইনস্টিটিউটের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। সিরিয়াল নং-৫৬২
উরি ইনস্টিটিউট (우리 학당)
১, ইন্দিরা রোড, চৌরঙ্গি সুপার মার্কেট (৪র্থ তলা), ফার্মগেইট, ঢাকা।
ফোন: ০১৮১৫-৪৭৪৩৫৬, ০১৩০০-২৯৯৬১৮
07/11/2024
আলহামদুলিল্লাহ। আজ (০৭-১১-২০২৪ ইং) তারিখে উরি ইনস্টিটিউট-এর ২০২২ সালের ইপিএস টপিক ইউবিটি( লটারী} পরীক্ষায় উত্তীর্ণ সাইফুল ইসলাম-এর এমপ্লয়মেন্ট পারমিট ইস্যু হল। উরি ইনস্টিটিউটের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। সিরিয়াল নং-৪৩৩
উরি ইনস্টিটিউট (우리 학당)
১, ইন্দিরা রোড, চৌরঙ্গি সুপার মার্কেট (৪র্থ তলা), ফার্মগেইট, ঢাকা।
ফোন: ০১৮১৫-৪৭৪৩৫৬, ০১৩০০-২৯৯৬১৮
06/11/2024
জরুরি নোটিশ
এইচআরডি কোরিয়ার তথ্য মোতাবেক ১২তম পয়েন্ট রিক্রুটমেন্ট (উৎপাদন শিল্প)-এ নিবন্ধনকৃতদে কোরিয়ান ভাষা পরীক্ষা ডিসেম্বর ২০২৪ এর ১ম সপ্তাহ শুরু হবে। এইচআরডি কোরিয়া থেকে চূড়ান্ত সময়সূচী প্রাপ্তি সাপেক্ষে এই পেইজে প্রচার করা হবে। সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকার জন্য পরামর্শ দেওয়া হলো।
সুত্র: বোয়েসেল
04/11/2024
আগামীকাল থেকে ২০২৪ সালের ৪র্থ পর্বে এমপ্লয়মেন্ট পারমিট ইস্যু হবে ইনশাআল্লাহ।
ইস্যু: ০৫,০৬,০৭,০৮ নভেম্বর ২০২৪ ইং
অতিরিক্ত ইস্যুঃ ১৯, ২০ নভেম্বর ২০২৪ ইং
রোষ্টারভুক্ত সকল প্রার্থীর জন্য উরি ইনস্টিটিউট (우리 학당)-এর পক্ষ থেকে শুভকামনা রইল।
উরি ইনস্টিটিউট (우리 학당)
১, ইন্দিরা রোড, চৌরঙ্গি সুপার মার্কেট (৪র্থ তলা), ফার্মগেইট, ঢাকা।
ফোন: ০১৮১৫-৪৭৪৩৫৬, ০১৩০০-২৯৯৬১৮
12/10/2024
২০২৫ সালের TOPIK পরীক্ষার সিডিউল ঘোষনা করা হয়েছে। প্রতি বছরের মতো ২০২৫ সালেও ০৬ বার TOPIK PBT পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মধ্যে ৯৮ তম TOPIK পরীক্ষাটি শুধুমাত্র কোরিয়াতে অনুষ্ঠিত হবে। এবং বাকী পরীক্ষাগুলো কোরিয়াসহ অন্যান্য দেশে অনুষ্ঠিত হবে। TOPIK PBT-এর পাশাপাশি ২০২৩ সাল থেকে শুরু হওয়া TOPIK IBT (Internet Based Test) পরীক্ষাও ২০২৫ সালে ০৬ বার অনুষ্ঠিত হবে। TOPIK IBT পরীক্ষাটি ২০২৪ সালে ০৬টি দেশ- কোরিয়া, মঙ্গোলিয়া, উজবেকিস্থান, ইন্দোনেশিয়া, চায়না এবং ফিলিপাইনে অনুষ্ঠিত হলেও ২০২৫ সালে এই ০৬ টি দেশসহ আরো ০৭ দেশ-রোমানিয়া, মালয়েশিয়া, আমেরিকা, ভিয়েতনাম, থাইল্যান্ড, প্যারাগুয়ে এবং পাকিস্থান-সহ মোট ১৩টি দেশে অনুষ্ঠিত হবে। বাংলাদেশে শুধুমাত্র TOPIK PBT পরীক্ষা হয়ে থাকে। বাংলাদেশে কততম TOPIK PBT পরীক্ষা হবে, তা এখনো জানা যায়নি।
সৌজন্যেঃ
উরি ইনস্টিটিউট (우리 학당)
১, ইন্দিরা রোড, চৌরঙ্গি সুপার মার্কেট (৪র্থ তলা), ফার্মগেইট, ঢাকা।
ফোন: ০১৮১৫-৪৭৪৩৫৬, ০১৩০০-২৯৯৬১৮।
01/10/2024
আপনি যদি EPS ফেরত E9 কর্মী হন, যিনি কোরিয়াতে 3-5 বছর বা তার অধিক সময় ধরে "MOULDING IN ROOT INDUSTRY CATEGORY / 뿌리산업 "-সম্পর্কিত কাজ করে থাকেন, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন।
Email: [email protected]
(Name, Phone number, Company Name send your Details)
অথবা আপনি আগামীকাল সরাসরি কোরিয়ান দূতাবাসেও আসতে পারেন।
আপনারা যারা ঢাকায় আছেন বিশেষ করে তারা চাইলে আগামীকাল ইপিএস সেন্টার ইন বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর এর সাথে সরাসরি দেখা করে সৌজন্য সাক্ষাৎ করতে পারবেন।
আপনাদের জন্য আকর্ষণীয় সারপ্রাইজ থাকবে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ
সূত্রঃ HRD Korea eps centre.
29/09/2024
স্পেশাল সিবিটি ২০২৪-পরীক্ষার রেজাল্ট HRD Korea এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
বিস্তারিত নীচের লিংকে দেখুনঃ
https://epstopik.hrdkorea.or.kr/.../sucessCandidateList... #
সৌজন্যেঃ
উরি ইনস্টিটিউট (우리 학당)
১, ইন্দিরা রোড, চৌরঙ্গি সুপার মার্কেট (৪র্থ তলা), ফার্মগেইট, ঢাকা।
ফোন: ০১৮১৫-৪৭৪৩৫৬, ০১৩০০-২৯৯৬১৮।
24/09/2024
২০২৪ সালে ৪র্থ পর্বের এমপ্লয়মেন্ট পারমিট ইস্যু তথ্যঃ
ম্যানুফেকচারিংঃ ২০,১৩৪ জন।
শিপবিল্ডিংঃ ১,৩০০ জন।
মৎস্যশিল্পঃ ২,২৪৯ জন।
নির্মাণশিল্পঃ ১,৪১৪ জন।
সৌজন্যেঃ
উরি ইনস্টিটিউট (우리 학당)
১, ইন্দিরা রোড, চৌরঙ্গি সুপার মার্কেট (৪র্থ তলা), ফার্মগেইট, ঢাকা।
ফোন: ০১৮১৫-৪৭৪৩৫৬, ০১৩০০-২৯৯৬১৮।
18/09/2024
আলহামদুলিল্লাহ দক্ষিণ কোরিয়ার শ্রম বাজার সম্প্রসারণের লক্ষ্যে বোয়েসেল পরিচালনা পর্ষদের ৩১৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের পক্ষে দক্ষিণ কোরিয়াতে এজেন্ট/উপযুক্ত প্রতিনিধি নিয়োগের জন্য বাংলাদেশ দূতাবাস সিউল-এর সহযোগিতায় বাস্তবায়ন করতে হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। তৎপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নিয়োগকর্তার সাথে আলোচনার মাধ্যমে বাংলাদেশি কর্মীকে নিয়োগের উদ্বুদ্ধ করার জন্য বোয়েসেলের পক্ষে এজেন্ট/ উপযুক্ত প্রতিনিধি নিয়োগের প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগের জন্য বাংলাদেশ দূতাবাস সিউলকে পত্রের মাধ্যমে অনুরোধ করা হয়েছে।
সুত্র: বোয়েসেল
10/09/2024
জরুরি নোটিশ
ইপিএস কর্মসূচির আওতায় সম্প্রতি শ্রম চুক্তি ইস্যুকৃত সকল কর্মীকে দক্ষিণ কোরিয়ায় কর্মস্থলে Dirty, Difficult, Dangerous (3D) কাজে মানিয়ে নেওয়ার লক্ষ্যে ৩ দিন ব্যাপী ওয়েল্ডিং ও গ্র্যান্ডিং এবং শারীরিক ব্যায়াম বা শরীরচর্চা সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হবে।
অপরদিকে উক্ত প্রশিক্ষণার্থীদের বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এ এক দিনের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট দেওয়া হবে। উক্ত ব্যয় বোয়েসেল থেকে বহন করা হবে। উক্ত কার্যক্রম ১৩ সেপ্টেম্বর ২০২৪ থেকে শুরু হবে।
প্রশিক্ষণার্থীদের কেডস ১ জোড়া, টাউজার ও টি-শার্ট দুই সেট সঙ্গে রাখার অনুরোধ করা হলো। সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হলো।
সুত্রঃ বোয়েসেল
Send a message to learn more
06/09/2024
ভাষা পারদর্শী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তি চলছে।
ক্লাস শুরু: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ইং
উরি ইনস্টিটিউট (우리 학당)
01815-474356, 01300-299618
05/09/2024
দৃষ্টি আকর্ষণ বিজ্ঞপ্তিঃ-
স্কিল টেষ্ট পরীক্ষাঃ ২১শে অক্টোবর থেকে ২৬ শে অক্টোবর পর্যন্ত।
Attention Notice
The 11th Manufacturing Skill Test will be held from October 21st to 26th for approximately 5,000 people.
All concerned are requested to be prepared in this regard.
Thank you.
সুত্রঃ HRD Korea EPS Center
04/09/2024
আলহামদুলিল্লাহ। আজ (০৪-০৯-২০২৪ ইং) তারিখে উরি ইনস্টিটিউট-এর ২০২৩ সালের ইপিএস টপিক ইউবিটি(ভাষা পারদর্শী} পরীক্ষায় উত্তীর্ণ মোঃ মিলন মিয়া -এর এমপ্লয়মেন্ট পারমিট ইস্যু হল। উরি ইনস্টিটিউটের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। সিরিয়াল নং-৭৩৮
উরি ইনস্টিটিউট (우리 학당)
১, ইন্দিরা রোড, চৌরঙ্গি সুপার মার্কেট (৪র্থ তলা), ফার্মগেইট, ঢাকা।
ফোন: ০১৮১৫-৪৭৪৩৫৬, ০১৩০০-২৯৯৬১৮