সবাইকে পোষ্টে নিজের ব্যাচ উল্লেখ্য করার অনুরোধ করা হলো। কোন সাহায্য চেয়ে পোষ্ট করলে অবশ্যই আপনার ও সাহায্য প্রার্থনাকারীর পরিচয় উল্লেখ্য করবেন।
Armanitola Govt. High School Dhaka (1904)
Armanitola Govt. High School was established in 1904 by the British government, as an experimental s Only since 1992, has it started to perform well.
This school was established in 1904 by the British government, as an experimental school of the only Teachers Training College of East Bengal at that time.The school started at a vast campus with red brick buildings constructed in the British style at a location in front of the Tara Masjid (Star Mosque), a famous monument of Muslim architecture.Within a few years after its establishment, it drew a
Operating as usual

আলহামদুলিল্লাহ। ভালো কিছুর সূচনা হলো। ঘোষণা আসছে। ❤️❤️

🚩 Alumni Info Database এ নিবন্ধিত প্রাক্তন ছাত্রদের সংখ্যা ১০০০+ হয়ে গেছে 😁😁। আর ২০০০ ব্যাচের ভাইয়েরা সবার থেকে এগিয়ে ✅। যারা এখনো ফর্ম পূরন করেন নাই করে ফেলতে পারেন। সবাইকে ধন্যবাদ। নিচেরটা আজকের statistics.
সবাইকে ছবি সহ পূরন করার অনুরোধ করা হল। লিঙ্ক নিচে দেয়া:
https://aghschool.blogspot.com/2024/04/alumni-information.html

আসসালামু আলাইকুম,
আজ আমাদের জন্য একটি বিশেষ দিন৷
গত ৪ অক্টোবর অ্যাডহক কমিটির আলোচনা সভায় সকলের সম্মতিক্রমে আমাদের শ্রদ্ধেয় ১৯৭২ ব্যাচের মোঃ সিদ্দিকুর রহমান ভাই কে ১০ যুগ পূর্তি ও পুণর্মিলনী আয়োজনের আহবায়ক মনোনয়ন করার পর, ৬ অক্টোবর একটি জুম মিটিং এ আসন্ন পুণর্মিলনীর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয় ১৭ ই জানুয়ারি। এই তারিখকে সামনে রেখেই আমাদের সম্মানিত আহবায়ক মোঃসিদ্দিকুর রহমান ভাই (১৯৭২) এর সম্মতি সাপেক্ষে আজ আমরা ২৮ জনের একটি টীম গিয়েছিলাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এ কে এম মোস্তফা কামাল স্যারের নিকট তার সাথে শুভেচ্ছা বিনিময় করতে এবং আসন্ন রিউনিয়নের তারিখ টি নিয়ে উনার চিন্তাভাবনা এবং সম্মতি জানতে। আমি অত্যন্ত আনন্দের সাথে সকলকে জানাতে চাই এই যে, প্রধান শিক্ষক স্যার আমাদের আয়োজনের প্রতি সম্মতি জ্ঞাপণ করেছেন, মৌখিক অনুমতি প্রদান করেছেন এবং ১৭ জানুয়ারি পুণর্মিলনীর সম্ভাব্য তারিখ ধরে এগিয়ে যাওয়ার জন্য সকল প্রকার সাহায্য করতে তিনি আশ্বাস প্রদান করেছে।
এই বিষয়টাকে অফিশিয়ালভাবে এগিয়ে নেয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি, প্রক্রিয়া চলমান রয়েছে এবং আমরা অত্যন্ত আশাবাদী যে, আমরা অতি দ্রুত অফিশিয়াল প্রসেস গুলো সম্পন্ন করতে পারব।
অ্যাডহক কমিটি যেটি গঠন করা হয়েছে, অতি দ্রুতই আমাদের সকলের একটি আলোচনা সভা আয়োজন করা হবে ইন শা আল্লাহ। এর মধ্যে আপনাদের সকলের মতামত আমরা নোট করে এগিয়ে যেতে চাই। আপনাদের সাহস ই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।
ইন শা আল্লাহ ১৩ বছর পর আবারো একটি পুণর্মিলনী আয়োজন হতে যাচ্ছে এবং আমরা সকলে মিলে একত্রিত হয়ে এটি সফল করব যেন ১০ যুগে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদযাপনটি বিদ্যালয়ের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকে।

আসসালামু আলাইকুম,
আমরা সবাই অবগত আছি যে, আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ যুগ পূর্তি উপলক্ষ্যে আমরা একটি পূণর্মিলনী আয়োজন করতে যাচ্ছি।
এই উদ্দেশ্যে একটি অ্যাডহক কমিটি গঠনের জন্য একটি রেজিস্ট্রেশন ফর্ম দিয়েছিলাম। উক্ত ফর্মে ১৬৯ জন রেজিস্ট্রেশন করেছিলেন এবং সকলকে নিয়ে গত ৪ অক্টোবর, ২০২৪ তারিখে একটি আলোচনা সভার আয়োজন করা হয় আমাদের স্কুল গ্যালারীতে। উক্ত সভায় সকলের মতামতের ভিত্তিতে অ্যাডহক কমিটি গঠনের জন্য আমরা ১৯৭২ ব্যাচের মোঃ সিদ্দিকুর রহমান ভাই এর নাম প্রস্তাবনা করলে সকলের সমর্থনে তাকে আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়।
বাকি সদস্যগণের অন্তর্ভুক্তি করণের জন্য আমরা সকলের কাছে ১ দিন সময় চেয়েছিলাম। আজ অ্যাডহক কমিটির সকল সদস্যগণের নাম উপস্থাপন করা হলো। উল্লেখ্য, এই কমিটিতে রাখার জন্য যারা রেজিস্ট্রেশন করেছিলেন, আমরা প্রতি ব্যাচ কে ফোনকল দিয়ে তাদেরকে নিজেদের মধ্যে আলোচনা পূর্বক ব্যাচ প্রতিনিধি হিসেবে সর্বোচ্চ ৩ জনের নাম প্রস্তাব করার আহবান করি। এই ক্ষেত্রে আমরা প্রাধান্য দিয়েছিলাম
১। সকল ব্যাচের পরিচিত মুখ , যারা নিজ নিজ ব্যাচের সকল প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয় করতে পারবেন বলে ধারনা করা যায়
২। যারা সংগঠন ও বিভিন্ন আয়োজনের সাথে জড়িত তাদের নাম এবং
৩। পূর্বে যারা পূণর্মিলনী আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন, এই মুহুর্তে ও এই রিউনিয়ন আয়োজনে আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের নাম।
যেসকল ব্যাচ থেকে রেজিস্ট্রেশন করেন নি, সিনিয়ার ভাইদের মাধ্যমে তাদের সাথে কথা হয়েছে এবং এই ম্যাসেজ পৌছানো হয়েছে।
যাদের কাছে আমরা পৌছাতে পেরেছিলাম, তন্মধ্যে সর্বোচ্চ ৩ জন করে অ্যাডহক কমিটিতে অন্তর্ভুক্ত করেছি।
আর যাদের নাম কমিটি থেকে বাদ পড়েছে, প্রথমেই তাদের জন্য দুঃখ প্রকাশ করছি এবং আশা করছি যারা রেজিস্ট্রেশন করেছিলেন এবং বাদ পড়ে গিয়েছেন, পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি কিংবা উপকমিটি কিংবা উপদেষ্টা পরিষদে তাদের আগ্রহ এবং সাংগঠনিক যোগ্যতার ভিত্তিতে অন্তর্ভুক্তির একটি সুযোগ রয়েছে।
এই কমিটির সদস্য সংখ্যা ১১৭ জন।
উক্ত অ্যাডহক কমিটি একটি অস্থায়ী কমিটি যার মেয়াদ ১৫ দিন।
এই কমিটির প্রধান দায়িত্ব গুলো হলোঃ
১। সকল জাতীয় অনুষ্ঠানাদি নিরীক্ষা করে রিউনিয়নের জন্য একটি সম্ভাব্য তারিখ নির্ধারন করা
২। একটি পূর্ণাঙ্গ কমিটি ও উপকমিটি ঘোষণা করে দায়িত্ব বণ্টন এবং কাজের পরিধি নির্ধারন করা
৩। আসন্ন রিউনিয়ন নিয়ে একটি পরিপূর্ণ প্ল্যান তথা রোডম্যাপ প্রদান করা
৪। রেজিস্ট্রেশন ফী এবং রেজিস্ট্রেশনের সময়কাল নির্ধারণ করা
৫। সকল প্রাক্তন শিক্ষার্থীকে সমন্বয় করে রিউনিয়নে জয়েন করতে উদ্বুদ্ধ করা।
অতিদ্রুত অর্থাৎ, ন্যূনতম সময়ে উক্ত দায়িত্ব পালনের করে একটি পাবলিক ঘোষণা দিয়ে এই কমিটি নিজেদের বিলুপ্ত ঘোষণা করবেন এবং পূর্ণাঙ্গ কমিটি নিজেদের দায়িত্ব অনুযায়ী বাকি কাজ সম্পন্ন করবেন।
আমরা আশাবাদী যে, আমরা সকলে মিলে কাজ করে একত্রিত হয়ে একটি সুন্দর ও স্বচ্ছ রিউনিয়ন সকলকে উপহার দিতে পারব এবং আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে স্বর্ণাক্ষরে এই রিউনিয়ন কে রিমার্কেবল করে রাখতে পারব।
অ্যাডহক কমিটিঃ
আহবায়কঃ জনাব মোঃ সিদ্দিকুর রহমান - ১৯৭২
সদস্যগণের নাম নিম্নরূপ
বিঃদ্রঃ কারো নামের বানানে ভুল থাকলে সংশোধনের জন্য কমেন্ট করার জন্য আনুরোধ করা হলো।

Are you a Bangladeshi high school student interested in studying for one year in the United States? The Kennedy-Lugar Youth Exchange and Study (KL-YES) Program may be the right experience for you!
It is a great opportunity to study at an American high school, live with a host family, and serve as a youth ambassador for your country. This program provides scholarships for Bangladeshi high school students (aged between 15 to 17 years).
For detailed application instructions, please visit 👉https://ow.ly/4L1550Tv4fU
𝗔𝗽𝗽𝗹𝗶𝗰𝗮𝘁𝗶𝗼𝗻𝘀 𝗮𝗿𝗲 𝗱𝘂𝗲 𝗼𝗻 𝗦𝘂𝗻𝗱𝗮𝘆, 𝗢𝗰𝘁𝗼𝗯𝗲𝗿 𝟮𝟳, 𝟮𝟬𝟮𝟰, 𝗮𝘁 𝟰:𝟬𝟬 𝗽.𝗺. (𝗕𝗦𝗧)
For additional information and to apply, please visit 👉 https://ow.ly/1iui50Tv4fT.
For further questions/inquiries, please reach out to [email protected] and/or the U.S. Embassy at [email protected]
U.S. Department of State
Exchange Programs - U.S. Department of State Youth Exchange and Study (YES)
The U.S. Embassy is Accepting Applications for the 2025-2026 Kennedy-Lugar Youth Exchange and Study (YES) Program The Kennedy-Lugar Youth Exchange and Study program may be the right opportunity for you! Applications are open until Sunday, October 27, 2024, at 4:00 p.m. (BST).

আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি এই মাসের ৪ তারিখ আমাদের সবার প্রিয় ওস্তাদ ফজলু ইন্তেকাল করেছেন।
আমরা কম বেশি সবাই তার পরিবারের অবস্থা জানি। তিনি দীর্ঘকাল আমাদের স্কুলের জন্য কাজ করে গেছেন। এখন আমাদেরও দরকার তার পরিবারকে কম বেশি সাহায্য করার। যে যতটুকু পারি।
নিচে তার ব্যাংক ডিটেলস দেয়া হলো যা স্কুল থেকেই খুলে দেয়া হয়েছিলো। ধন্যবাদ।
A/C Name: SALMA BEGUM (সালমা বেগম)
A/C No: 5531901002774
Bank Name: Sonali Bank PLC
Branch: Urdu Road, Dhaka

আসসালামু আলাইকুম,
আলহামদুলিল্লাহ, পুরোদমে শুরু হয়ে গিয়েছে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর তথা ১০ যুগ পূর্তি উপলক্ষ্যে পূণর্মিলনী আয়োজনের প্রস্তুতি। গত ২০ তারিখের সভায় আমাদের কথা হয়েছিল আমরা সকল আরমানিটোলিয়ান ঐক্যবদ্ধ হয়ে এই পূনর্মিলনী আয়োজন করব। আজ তাই একটি আহবায়ক কমিটির প্রয়োজন দেখা দিয়েছে। এজন্যেই আজকের এই উদ্যোগ।
আমরা যারা ২০ তারিখের সভা আয়োজন করেছিলাম, আমরা শুধুমাত্রই উদ্যোগ নিয়েছি। প্রকৃতপক্ষে একটি পূনর্মিলনী আয়োজন বিশাল কর্মযজ্ঞের ব্যাপার এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর তাই এবারের পূনর্মিলনীকে সফল করতে প্রয়োজন আমাদের সকল প্রাক্তন শিক্ষার্থীদের একতা ও সংহতি।
পূনর্মিলনী আয়োজনের শুরুতেই আমাদের প্রয়োজন একটি আহবায়ক কমিটি, যেখান থেকে পুরো প্রক্রিয়াগুলো সমন্বয় হবে এবং পরবর্তীতে সকলের মতামত অনুসারে একটি পরিপূর্ণ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে। এই আহবায়ক কমিটিতে যুক্ত হওয়ার জন্য নিম্নোক্ত ফর্মটি পড়ে পূরণ করুন। প্রতিটি ব্যাচ থেকে ৩-৪ জন ভাই এই ফর্মটি পূরণ করলেই হবে। ফর্ম পূরণকারী সকল অগ্রজ ও অনুজদের সাথে আমরা ফোন কলে যোগাযোগ করব এবং অতি শীঘ্রই পরবর্তী পদক্ষেপ বা সভা সম্পর্কে জানিয়ে দিব। আমরা আশা করি আমাদের এই উদ্যোগেও আপনাদের সকলকে আমাদের সাথে পাব।
উল্লেখ্য, আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৪ এর মধ্যে এই ফর্মটি ফিলাপ করুন। প্রাথমিক পর্যায়ে ২৫ তারিখ পর্যন্ত রেসপন্স গ্রহণ করা হবে। আহবায়ক কমিটিতে আমরা চাচ্ছি প্রতি ব্যাচ থেকে ৩-৪ জন জয়েন করুক। কারণ আমরা বিশ্বাস করি, প্রতিটি ব্যাচেই এমন একজন বা দুইজন থেকে থাকেন যার এক কথায় সকল বন্ধুবান্ধব রাজি হয়ে যায়। যেহেতু আমাদের কাজ মূলত সকলকে সমন্বিত করা, তাই যে নিজের ব্যাচ কে রিপ্রেজেন্ট করতে চান, তাকেই শুধু অনুরোধ করব ফর্মটি পূরণ করতে। ১০ যুগ পূণর্মিলনী সফল করতে এটি আমাদের দ্বিতীয় পদক্ষেপ। আশা করি এখানেও সকল ব্যাচ থেকে আমরা পজেটিভ রেসপন্স পাব।
ফর্ম লিঙ্কঃ https://forms.gle/jfigRiRxXLYb1Nyq9
যাদের ফর্ম পূরনে সমস্যা হচ্ছে তারা "ফেসবুক কমেন্ট বক্সে " আপনার নাম, ব্যাচ ও ফোন নাম্বার যুক্ত করতে পারেন।
আমরা সকল প্রাক্তন আরমানিটলিয়ান কে অনুরোধ করব, আপনাদের নিজ নিজ ব্যাচ থেকে আপনারা যাদেরকে মনে করেন পুরো ব্যাচ কে রিপ্রেজেন্ট করবে তাদেরকে কমেন্টে মেনশন দিন এবং আপনার লিস্টের সকল আরমানিটোলিয়ান কে জানিয়ে দিন, it's happening.
🚩🚩 স্কুলের প্রাক্তন ছাত্রদের তথ্য হালনাগাদ 🚩🚩
প্রথম ফর্ম এ ছবি দেয়ার অপশন আছে তাই ইমেইল দিয়ে লগইন করা ছাড়া ফর্ম পূরন সম্ভব না।
দ্বিতীয় ফর্ম পূরণে ছবি দেয়ার অপশন নাই, কোন প্রকার লগইন দরকার নাই। যদি ইমেইল দিয়ে লগইন করা সম্ভব না হয় তাহলে ২য় ফর্ম টা পূরন করুন।
Form 01: Login required (You can add your image)
https://forms.gle/axVqS84PjiNGjtR99
Form 02: No login required (You can not add your image)
https://forms.gle/biXLpvCBxGVgRmfp8
Website Link:
https://aghschool.blogspot.com/.../alumni-information.html

আলোচনা সভার সারমর্ম ও গৃহীত সিদ্ধান্তসমূহ (২০ সেপ্টেম্বর ২০২৪)
আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে শুধুমাত্র একটি ফেসবুক পোস্টের মাধ্যমে আলোচনা সভা ডাকার প্রেক্ষিতে গতকাল আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা যে পরিমান রেসপন্স দিয়েছেন এবং অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের ধন্য করেছেন, আমরা আপনাদের প্রতি সত্যি অনেক বেশি কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ আমাদের গতকালকের আলোচনা সভা সফল হয়েছে।
গতকালকে আমাদের প্রতিপাদ্য বিষয় ছিলঃ
১। বিগত দিনগুলোতে আমাদের দ্বারা স্কুলে পরিচালিত কার্যক্রম গুলোর সারমর্ম তুলে ধরা, যেমন স্কুল পরিষ্কার করা, গ্রাফিতি এবং বন্যার্তদের উপহার তহবিল নিয়ে স্পষ্ট তথ্য দেওয়া এবং
২। আমাদের স্কুলের ১০ যুগ পূর্তি উপলক্ষে একটি পুনর্মিলনী আয়োজন সম্পর্কে জনমত গ্রহণ এবং একটি সাম্ভাব্য পুনর্মিলনীর ঘোষণা দেওয়া।
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই, পুনর্মিলনী আয়োজন সম্পর্কে আমরা সিনিয়ার জুনিয়ার ও বন্ধুবান্ধব থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া পেয়েছি এবং আমরা অফিশিয়ালভাবেই এই পুনর্মিলনীর কাজ শুরু করার উদ্যোগ নিচ্ছি।
আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীদের আলোচনা সভার সারমর্ম ও গৃহীত সিদ্ধান্তসমূহ নিম্নরূপঃ
১। যেহেতু এটি একটি আলোচনা সভা ছিল, সেহেতু কাউকে প্রথমেই সভার সভাপতি ঘোষনা করা হয়নি, তবে উপস্থিত প্রাক্তনদের মাঝে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রাক্তণ শিক্ষার্থী হিসেবে ৩ জন কে পেয়ে আমরা ধন্য হয়েছিলাম। তন্মধ্যে ১ জন ছিলেন ১৯৭০ ব্যাচ এর ও ২ জন ছিলেন ৭২ ব্যাচের। তাদেরকেই সভার সভাপতি হিসেবে ঘোষণা করে আমরা সভা কন্টিনিউ করি।
২। আমাদের বিগত দিনগুলোর কাজ সমূহে সিনিয়ারদের ব্যাপক প্রশংসা পেয়েছি এবং বিশেষ করে বন্যার প্রোজেক্টে যে স্বচ্ছতার সাথে কাজ করেছি তার জন্য বেশ প্রশংসিত হয়েছি। তাই প্রাক্তন রা আমাদের আয়োজনের স্বচ্ছতার উপর ভরসা করতে পারেন বলে একটা বিশাল সাড়া পেয়েছি।
৩। পুনর্মিলনী আয়োজনে একটি আহবায়ক কমিটি করা হবে, তাতে প্রতি ব্যাচের ৩-৪ জন কিংবা ক্ষেত্রবিশেষে যদি এর চেয়ে বেশি প্রাক্তন শিক্ষার্থী পাওয়া যায়, সকলকে নিয়ে আমরা একটি আহবায়ক কমিটি করব যারা আমাদের সাথে একত্রে হাতে হাত মিলিয়ে ১২০ বছরপূর্তির পুনর্মিলনী আয়োজনে সহায়ক ভূমিকা পালন করবে। অতি শীঘ্রই এই প্রসেস সম্পর্কে একটি পাবলিক পোস্ট এর মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে।
৪৷ গতকালকের সভায় উপস্থিত ছিলেন মোট ৪৭৩ জন প্রাক্তন শিক্ষার্থী। উনাদের তথ্য আমাদের কাছে সংরক্ষন করেছি।
৫। অর্গানাইজিং কমিটির বিষয়ে এই মুহুর্তে কিছু জানানো যাচ্ছেনা, তবে আমাদের মূল টার্গেট একটি আহবায়ক কমিটি করা এবং এই কমিটির সিদ্ধান্ত মোতাবেক যারা কাজ করতে ইচ্ছুক, তাদের সমন্বয়ে একটি অর্গানাইজিং কমিটি গঠিত হতে পারে।
৬। পুনর্মিলনীর সাম্ভাব্য তারিখ ইন শা আল্লাহ বিভিন্ন ন্যাশনাল ইভেন্টস, হলিডেইজ চেক করে বিভিন্ন প্রজ এন্ড কন্স বিবেচনা করে তারপর একটি ফাইনাল ডেট নির্ধারন করতে পারব।
৭। পুনর্মিলনীর প্রচার প্রচারনার জন্য কিছু পদক্ষেপ গ্রহন করা হবে। তবে তা অবশ্যই সকলের সাথে আলোচনা করে নির্ধারন করা হবে কোন প্রসেসে আগানো যেতে পারে এবং কোন প্রসেসে আগালে সবার জন্য সুবিধা হবে।
৮। গতকালকের আয়োজন সফল করার পেছনে যারা সংশ্লিষ্ট ছিল,
তানভীর (২০১৫)
চয়ন (২০১৫)
দাঊদ (২০১৫)
নাকিব (২০১৬)
জুনায়েদ (২০১৬)
তানজীম (২০১৬)
তাওহীদ (২০১৭)
আফ্রিদী (২০১৭)
আবির (২০১৭)
অঞ্জন (২০১৭)
অর্পন (২০১৭)
সিদ্দিক (২০১৮)
অমিত (২০১৮)
মাশফিক (২০১৮)
রাইয়ান (২০১৮)
সাজিদ (২০১৯)
মেহেদি (২০১৯)
সাকিব (২০২০)
আরমান (২০২০)
ইফতি (২০২০)
রাজিন (২০২০)
সামি (২০২০)
রাফসান (২০২০)
রওনক (২০২২)
আনাস (২০২২)
আফওয়ান (২০২২)
আরাফ (২০২২)
সাফিন (২০২৩)
সহ অনেকে।
গতকালকের অনুষ্ঠানে উপস্থিত সকল সিনিয়ারের প্রতি আবারো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমরা ইন শা আল্লাহ বিগত দিনের সকল সিনিয়ারকে একত্রে নিয়েই পুনর্মিলনীর আয়োজন করতে চাই। আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আশা করি আমরা সবাই মিলে একটি সুন্দর এবং গ্র্যান্ড রিউনিয়ন আয়োজন করতে পারব ইন শা আল্লাহ।

আসসালামু আলাইকুম, পুনর্মিলনী আয়োজনের লক্ষ্যে সুন্দর একটি আলোচনা সভা আয়োজনের জন্য স্কুলের ছোট-বড় সকল ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের আলোচনা অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আমাদের লক্ষ্য ও পরিকল্পনা একটাই, সেটি হলো 'পুনর্মিলনী আয়োজন'। আজকের অনুষ্ঠানের কিছু ছবি শেয়ার করছি এবং সেইসাথে স্কুলের সকল প্রাক্তন ভাইদের নিচের লিঙ্কে গিয়ে Alumni Information ফর্মটি পূরণ করার অনুরোধ করছি। ধন্যবাদ।
https://aghschool.blogspot.com/2024/04/alumni-information.html

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়, যেখানে প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের জড়িত আছে হাজার রকম স্মৃতি। তবে আমাদের মধ্যে অনেকেই আছি যারা আমাদের সিনিয়ারদের সম্পর্কে খুব একটা ধারণা নেই কিংবা সিনিয়াররাও জুনিয়ারদের সম্পর্কে জানিনা। ঐতিহ্যবাহী এই স্কুলের সিনিয়ার জুনিয়ার সকলকে কাছাকাছি আনার জন্য, সিনিয়ার জুনিয়ার দের পরিচিত হওয়ার জন্য এবং সকলের স্মৃতি রোমন্থন করার জন্য একটি অনন্য উপায় হতে পারে একটি পুনর্মিলনী। অন্যদিকে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালে ১২০ বছর পূর্তি হয়েছে, অর্থাৎ ১০ যুগ। এই ১০ যুগ কে সামনে রেখে একটি পুনর্মিলনীর আয়োজন আমাদের অনেকের ই অনেক দিনের চাওয়া। তাই আগামী ২০ সেপ্টেম্বর, বিকাল ৩ টায়, জুম্মার পরে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে প্রাক্তন শিক্ষার্থীদের একটি সাধারণ আলোচনা সভা আয়োজন করা হয়েছে, আমরা আশা রাখতেই পারি, আমাদের সিনিয়ার ভাইয়েরা উক্ত সভায় যোগ দান করে এই উদ্দেশ্য সফল করতে এই সভায় যোগদান করবেন এবং আমরা পুনর্মিলনী নিয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা পাব। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি৷

পুনর্মিলনী আয়োজনের জন্য একটি প্রাথমিক সভা আগামী ২০ তারিখ (শুক্রবার), বেলা ৩ ঘটিকা, স্কুলের হল রুমে অনুষ্ঠিত হবে। সকল ব্যাচ থেকে অন্তত একজন করে উক্ত আলোচনায় উপস্থিত থাকার অনুরোধ করা হলো। ধন্যবাদ।

Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Website
Address
Abul Khairat Road, Bangshal
Dhaka
1100