Milestone College

Milestone College

Share

LEARN & LEAD, Milestone College Has Become One Of The Most Prestigious Colleges In Bangladesh within This has aroused a great interest amongst the guardians.

We offer a wide range of courses in this college, backed by experienced, specialist teaching staff excellent facilities and resources. Milestone College is a non-profitable organization run by MNRS TRUST. The institution, growing from a Kindergarten to a Junior School and then to a secondary school, has now emerged as a leading College of Bangladesh. Since inception, the institute has been enjoyin

Operating as usual

Photos from Milestone College's post 16/01/2025

Adviser's Special Meeting with School Section
Venue: Conference Room, Permanent Campus, Diabari
Date: 16 January 2025

Photos from Milestone College's post 16/01/2025

Principal's Special Meeting
Venue: Conference Room, Permanent Campus, Diabari
Date: 16 January 2025

Photos from Milestone College's post 14/01/2025

অদ্য ১৪ জানুয়ারি ২০২৫ তারিখে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে ঢাকা মহানগরী থানা পর্যায়ে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় "শ্রেষ্ঠ গাইড" হিসেবে মাইলস্টোন কলেজের (এইচএসসি পরীক্ষার্থী ২০২৪) পুরস্কার গ্রহণ করে মেহজাদ আকবর। গৌরবময় এ অর্জনে অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম আন্তরিক অভিনন্দন জানান এবং তার এই সাফল্যের জন্য উৎসাহিত করেন।

Photos from Milestone College's post 13/01/2025

গত ১২ জানুয়ারি ২০২৫ তারিখে ঢাকা শিক্ষা বোর্ডের উদ্যোগে মহানগরী জোন আন্তঃকলেজ (উচ্চ মাধ্যমিক) খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার ব্যাডমিন্টন খেলা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মোহাম্মদপুর, মাঠ প্রাঙ্গণে আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় মোট ২১টি কলেজ অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজ রানার্স আপ (ভলিবল পুরুষ), ভলিবল মহিলা (তৃতীয় স্থান) ও ব্যাডমিন্টন মহিলা ( তৃতীয় স্থান) স্থান অধিকার করে, যা একটি গৌরবময় অর্জন। বিজয়ী শিক্ষার্থীদের সর্বমান্য উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম ও উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের এই সাফল্যের জন্য উৎসাহিত করেন।

13/01/2025

ভর্তি ২০২৫ ।।
প্লে গ্রুপ থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে।
বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে ভর্তির সুযোগ।

সন্তানের সুশিক্ষার জন্য প্রয়োজন একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান। যেখানে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সৃজনশীলতা এবং মননশীলতার উৎকর্ষ সাধন হয়।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি একটি পরিবার। এখানে প্রতিটি শিশুকে ভালোবাসা, যত্ন এবং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে তার সম্ভাবনার শিখরে পৌঁছাতে সহায়তা করা হয়।

কেন মাইলস্টোন ?
# অত্যাধুনিক ক্যাম্পাস ও মনোরম পরিবেশ।
# যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকগণের নিবিড় তত্ত্বাবধান।
# সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ।
# পাবলিক পরীক্ষায় অসাধারণ ফলাফলের ধারাবাহিকতা।

বিশেষ বৈশিষ্ট্যসমূহ:
# বাংলা ও ইংরেজি মাধ্যমে অধ্যয়নের সুযোগ।
# জিমনেশিয়াম, অডিটোরিয়াম এবং সুইমিং পুলসহ আধুনিক সুযোগ-সুবিধা।
# একাডেমিক উৎকর্ষতার প্রতি বিশেষ গুরুত্বারোপ।
# শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক উন্নয়নে বিশেষ দৃষ্টি।

সহশিক্ষা কার্যক্রম:
বিতর্ক ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিএনসিসি, গার্ল গাইডস, ফটোগ্রাফি ক্লাব, রোবটিক্স ক্লাব, স্পোর্টস ক্লাব ইত্যাদি।
ভর্তি প্রক্রিয়া:
ভর্তির জন্য সরাসরি মাইলস্টোন কলেজের ভর্তি ডেস্কে যোগাযোগ করুন।
যোগাযোগ:
মোবাইল:
০১৭৭১৫৮১৬৫০, ০১৯১৩৮৪৩১৫৯, ০১৯২৭৫৪৯৮৫৯, ০১৮১৯০৬১০৫৮
০১৭১২২৭৯৭৬৮, ০১৯৮৪৫৪৮৬৩৩, ০১৯৭৩৮৫৭২২৫
ফোন:
০২-৫৮৯৫৭৭৩৩, ০২-৪৮৯৬৩৪৩৭
ইমেইল:
[email protected]
[email protected]
ঠিকানা:
মাইলস্টোন কলেজ
উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০

Photos from Milestone College's post 11/01/2025

MC English Club পূর্ব নির্ধারিত ঘোষনামতে আজ শনিবার, ১১ ই জানুয়ারী ২০২৫, মাইলস্টোন কলেজের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে Reading Sage Competition 2025 আয়োজন করে । দুটি ভেনুতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিয়া বাড়ি,মাইলস্টোন ক্যাম্পাসে ও সেক্টর ১১ উত্তরা ক্যাম্পাসে মোট ৭০ জন প্রতিযোগী অংশ গ্রহন করে ।অংশ গ্রহণকারী সকল প্রতিযোগীকে সার্টিফিকেট প্রদান করা হয় ।
MC English Club এর পরবর্তী ওয়ার্কশপ ও প্রতিযোগীতা Vocabulary Bee 2025. নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই প্রতিযোগিতা উন্মুক্ত ।

Photos from Milestone College's post 09/01/2025

আজ বৃহস্পতিবার , ৯ ই জানুয়ারী, ২০২৫ । মাইলস্টোন কলেজের ইংলিশ ভার্সনে অধ্যায়ন রত ছাত্র ছাত্রীদের আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ে IELTS ও TOEFL স্কোর বিহীন ভর্তির সুযোগ তৈরী করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হয়েছে ।

আজ টেক্সাস বিশ্ববিদ্যালের ইলেট্রিক্যাল ও কম্পিউটার সাইন্স বিভাগের চেয়ার প্রফেসর হাসিনা এফ হক মাইলস্টোন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের সাথে এই বিষয়ে দুটি সেমিনার করেছেন— অনুষ্ঠানে মোহাম্মদ জিয়াউল আলম, অধ্যক্ষ, মাইলস্টোন কলেজ ও রিফাত নবী আলম, নির্বাহী অধ্যক্ষ, মাইলস্টোন প্রিপারেটরি স্কুল, প্রধান অথিতি ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ।

যোগ্য ও ইচ্ছুক ছাত্র ছাত্রীরা যাতে টেক্সাস ইউনিভার্সিটিতে বৃত্তি সহ সহজে ভর্তি হতে পারে সেই বিষয়ে কার্যকরী দিক নির্দেশনা দেয়া হয়েছে ।

ইংরেজী ভাষায় দক্ষতা, ইংরেজিতে সুন্দর ভাবে রচনা লেখার পারদর্শিতা বা ভবিষৎ পরিকল্পনার কথা লিখতে পারা, সেবা মূলক কমিউনিটি সার্ভিসে যুক্ত থাকা, একট্রা কারিকুলার এক্টিভিটিসে যুক্ত থাকা ইত্যাদি বিষয় গুলি বিদেশী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ভীষন সহায়ক । তাই ছাত্রদের ভালো ফলাফলের পাশাপাশি ক্লাব এক্টিভিটিতেও সম্পৃক্ত থাকতে হবে— সর্বপরি সৎ মানুষিকতা ও কঠিন পরিশ্রম করার ইচ্ছা রাখতে হবে

মাইলস্টোন মেইন ক্যাম্পাস এ অনুষ্ঠিত সেমিনারে ৫০০ ও দিয়াবাড়ী ক্যাম্পাসে ১০০০ ছাত্র ছাত্রী অংশ গ্রহন করে ।

Photos from Milestone College's post 08/01/2025

Principal's Special Assembly
Venue: Central Hall, Main Campus
Date: 08 January 2025

Photos from Milestone College's post 07/01/2025

Principal's Special Assembly
Venue: Permanent Campus, Diabari
Date: 07 January 2025

06/01/2025
Photos from Milestone College's post 06/01/2025

Adviser's Special Meeting
Venue: Conference Room, Permanent Campus, Diabari
Date: 06 January 2025

Photos from Milestone College's post 06/01/2025

Principal's Special Assembly
Venue: Central Hall, Main Campus
Date: 06 January 2025

নবীন বরণ ২০২৪ 05/01/2025

মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও পুরস্কার বিতরণী-২০২৪ উপলক্ষ্যে ডিয়াবাড়ি স্থায়ী প্রাঙ্গণের সকল সাংস্কৃতিক অনুষ্ঠান।

নবীন বরণ ২০২৪ মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও পুরস্কার বিতরণী-২০২৪ উপলক্ষ্যে ডিয়াবাড়ি স্থায়ী প্রাঙ্....

Photos from Milestone College's post 05/01/2025

Principal's Special Meeting
Venue: Conference Room, Permanent Campus, Diabari
Date: 05 January 2025

Photos from Milestone College's post 05/01/2025

গত ০৪ জানুয়ারি ২০২৫ তারিখে ঢাকা শিক্ষা বোর্ডের উদ্যোগে মহানগরী জোন আন্তঃকলেজ (উচ্চ মাধ্যমিক) খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার ব্যাডমিন্টন খেলা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মোহাম্মদপুর, মাঠ প্রাঙ্গণে আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় মোট ৪৬টি কলেজ অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজ তৃতীয় স্থান অধিকার করে, যা একটি গৌরবময় অর্জন। বিজয়ী শিক্ষার্থীদের অধ্যক্ষ মহোদয় আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের এই সাফল্যের জন্য উৎসাহিত করেন।
এই সাফল্য কলেজের সুনাম বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Photos from Milestone College's post 05/01/2025

১ম পুলিশ স্কুল স্কাউট ফ্রেন্ডশীপ ক্যাম্প ও ১০ম বার্ষিক ক্যাম্প - ২০২৪

আয়োজনে: Armed Police Battalion Scout Group
উক্ত ক্যাম্পে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ স্কাউট এবং রোভার স্কাউট গ্রুপের দুইটি দল অংশগ্রহণ করে। এবং সাফল্যের সাথে তিন দিন অতিবাহিত করে।

সময়কাল: ২৯ই ডিসেম্বর-২০২৪ থেকে ১লা জানু়ারি-২০২৫।

স্থান: জাতীয় স্কাউট ট্রেনিং সেন্টার , মৌচাক , গাজীপুর।

উক্ত ক্যাম্পে মাইলস্টোন কলেজ রোভার স্কাউট দলের স্কাউট ১০জন এবং স্কাউট দলের স্কাউট ১০ সহ মোট ২০জন কাম্পে অংশগ্রহণ করে। ক্যাম্পে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম অভিনন্দন জানান।

উক্ত ক্যাম্পে স্কাউটরা তিন (৩) দিন ব্যাপি বিভিন্ন প্রশিক্ষণ, খেলাধুলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

ক্যাম্পের তাবু কলায় দ্বিতীয় দিন রোভার দল দ্বিতীয় ও স্কাউট দল তৃতীয় স্থান অধিকার করে ।

তবু জলসায় রোভার ও স্কাউট দলের অংশগ্রহণ ছিল অভাবনীয়।

Photos from Milestone College's post 01/01/2025

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), রমনা রেজিমেন্ট, ৩ ব্যাটালিয়ান কর্তৃক আয়োজিত হয়-ব্যাটালিয়ন ক্যাম্প ২০২৪।

সময়কাল: ১৬ ই ডিসেম্বর-২০২৪ থেকে ২৩ শে ডিসেম্বর -২০২৪।

স্থান: বিএনসিসি ট্রেনিং একাডেমি সাভার, বাইপাল।

উক্ত ক্যাম্পে মাইলস্টোন কলেজ বিএনসিসি প্লাটুনের পুরুষ ক্যাডেট ১৪ জন এবং মহিলা ক্যাডেট ৭ জন সহ মোট ২১ জন ক্যাডেট কাম্পে অংশগ্রহণ করে।

উক্ত ক্যাম্পে ক্যাডেটরা আট (৮) দিন ব্যাপি বিভিন্ন সামরিক প্রশিক্ষণ ও খেলাধুলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

বরাবরের মতো মাইলস্টোন কলেজ বিএনসিসির প্লাটুনের ক্যাডেটরা কৃতিত্বের সাথে এই বারও বেশ কয়েকটি পুরুষ্কার অর্জন করেছে।
পুরুষ্কার গুলো হলো:
১. ড্রিল কম্পিটিশনে চার জন।
২. ⁠একক মহিলা ক্যাডেট নৃত্যে এক জন।
৩. ব্যাডমিন্টনে এক জন এবং
৪.কুইজ টেস্টে এক জন সহ মোট সাতটি চ্যাম্পিয়ান ম্যাডেল অর্জন করে।

আজ নতুন বছরের প্রথম দিনে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় এবং উক্ত ক্যাম্পে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা সম্পর্কে কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয় মোহাম্মদ জিয়াউল আলম স্যারের সাথে প্লাটুন অধিনায়ক পিইউও মোঃ জাকারিয়া এবং পিইউও কুন্তলা গোপ ক্যাডেটদের নিয়ে সাক্ষাৎ করেন। উক্ত সাক্ষাৎকালীন অধ্যক্ষ মহোদয় ক্যাডেটদের ভুয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা প্রদান করেন।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

প্লে গ্রুপ থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে।
নবীন বরণ- ২০২৪
এটিএন বাংলার শিক্ষা বিষয়ক অনুষ্ঠান 'ই-ওয়াচ' এ প্রচারিত মাইলস্টোন কলেজের নবীনবরণ অনুষ্ঠান নিয়ে রিপোর্ট। আজ শনিবার, ২৮ ডিস...
নবম শ্রেণিতে ভর্তি চলছে, বাংলা ও ইংরেজী মাধ্যম।
মাইলস্টোন কলেজে ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন:জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ  প্রদর্শনের ভিডিও।
নবম শ্রেণির দ্বিতীয় ইন্ডাস্ট্রিয়াল ট্যুর- ২০২৪; মোট অংশগ্রহণকারী ছাত্র সংখ্যা ২৭৮ জনভেনু: ডেইরি ও এগ্রো ফার্ম , পূবাইল ...
ATN  bangla milestone college HSC news (19 10 2024)
শিক্ষকদের সম্মানার্থে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালিত হয়েছে গত ৫ অক্টোবর। মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর...
শিক্ষকদের সম্মানার্থে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালিত হয়েছে গত ৫ অক্টোবর। ‘শিক্ষকের কন্ঠস্বর:শিক্ষায় ন...

Location

Category

Address


Plot # 30 & 44, Gareeb-E-Newaz Avenue, Sector-11, Uttara
Dhaka
1230