Creative IT Institute

Creative IT Institute

Share

Creative IT is recently awarded as "South Asia's Best IT Training Institute". Creative IT is the leading IT Training institute in Bangladesh.

CIT began its journey in 2008 with a view to becoming a premier institute recognized for its diversity and known for its excellence in knowledge sharing. Creative IT has successfully completed 15 years of journey and now stepped into the 16th year. The institute is dedicated to serving the quality training programs under ISO 9001:2015 certification which remarks us in the IT world.

Operating as usual

Photos from Creative IT Institute's post 17/01/2025

শেখার ক্ষেত্রে নেই কোন বয়সের বাধা। বড়দের পাশাপাশি শিশু-কিশোরদের নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। এরই ধারাবাহিকতায় জুনিয়রদের মাঝে সৃজনশীলতা, মূল্যবোধ, এবং উদ্ভাবনী চিন্তাধারার সঞ্চার করতে আমাদের সহ-প্রতিষ্ঠান Creative Juniors এর বিশেষ আয়োজন-

প্রযুক্তির কল্যাণে বিশ্ব এগিয়ে যাচ্ছে তড়িৎ গতিতে। নতুন বিশ্বকে নেতৃত্ব দিবে উদ্ভাবনী চিন্তাধারার তরুণ সমাজ। শিশু-কিশোরদের আগামীর বিশ্বের জন্য তৈরি করতে কাজ করছে Creative Juniors. আর এই ধারাকে অব্যাহত রাখতে সম্প্রতি Space innovation camp -এর সাথে যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় MEET & GREET with a remarkable Young Global Changemaker, Maryam Masud.

আয়োজনে সরাসরি উপস্থিত ছিলেন বর্তমান তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব Maryam Masud এবং Fatima Masud. নিজেদের ব্যতিক্রমী গুণের কারণেই আজ তারা বিশ্বের কাছে পরিচিত মুখ। জুনিয়রদের মাঝে বিচক্ষণতা, একাগ্রতা, এবং সমাজের প্রতি দায়বদ্ধতা তৈরি করতে তারা তুলে ধরেন নিজ জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতা। এর মাধ্যমে প্রোগ্রামে অংশগ্রহণকারীরা ভবিষ্যতের জন্য নিজেদের নতুনভাবে তৈরি করার আগ্রহ খুঁজে পায়। আয়োজনের কিছু সুন্দর মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করা হলো-

16/01/2025

“ক্রিয়েটিভ বিজনেস” গ্রুপের কর্ণধার শ্রদ্ধেয় মনির হোসেন অবিস্মরণীয় যাত্রার সারাংশ।

১৬ বছর আগে শুরু হয়েছিল এক অসাধারণ স্বপ্নের যাত্রার। কিন্তু সেই স্বপ্ন দেখেছিলেন পঞ্চগড়ের এক সাধারণ যুবক। যার নাম,”মনির হোসেন”। স্বপ্ন দেখেছিলেন দেশের মানুষের আইটি স্কিল ডেভেলপমেন্ট করে বেকারত্ত্ব নিরসন করা।মাত্র কয়েক বছরের ব্যাবধানে সেই স্বপ্ন পৌঁছে যায় দেশের কয়েক হাজার তরুণের চোখে । ধীরে ধীরে তিনি হয়ে উঠেন লাখো তরুণের ভরসার জায়গা। তাদের স্বপ্ন পূরণের কারিগর। চলুন দেখে আসি তার অবিস্মরণীয় এই যাত্রার শুরুর দিনগুলোর ছোট্ট এক ঝলক ।

16/01/2025

গত ১৬ বছরে ক্রিয়েটিভের প্রাপ্তির ঝুলিটা বেশ বড় আর ভারী।

একজন মানুষের একটা অসাধারণ স্বপ্ন দেখার সাহস ১ যুগের কম সময়ে বদলে দিয়েছে দেশের তরুণ প্রজন্মের ক্যারিয়ার ভাবনাকে। গতানুগতিক ক্যারিয়ারের বাইরে গিয়ে স্কিল ডেভেলপমেন্ট করেও যে দারুণ একটা স্মার্ট ক্যারিয়ার তৈরি করা যায়।তা ক্রিয়েটিভ আইটি ভাবতে শেখায় নতুন করে। গত ১৬ বছরে দেশের আইটি সেক্টরকে বদলে দিতে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের অসামান্য অবদানের একাংশ দেখে নেয়া যাক ভিডিওতে।

16/01/2025

২০২৫ সালের মধ্যে ক্লাউড সেক্টরে ২০,০০০+ নতুন ক্যারিয়ার অপশন তৈরি হবে-

🌐 প্রযুক্তির দুনিয়া বদলে যাচ্ছে দ্রুতগতিতে। প্রতিনিয়ত নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে ক্লাউড কম্পিউটিং।

💼 এই সেক্টরেই ২০২৫ সালের মধ্যে সৃষ্টি হবে ২০,০০০+ নতুন ক্যারিয়ার অপশন—যা তরুণদের জন্য নতুন ভবিষ্যতের পথ তৈরি করবে।

👉 এই বিষয়ে দক্ষতা থাকলে আপনি এমন একটি জগতে প্রবেশ করবেন যেখানে-
✔️ডেটা ম্যানেজমেন্ট
✔️সাইবার সিকিউরিটি
✔️ক্লাউড আর্কিটেকচারের
মতো সেক্টরগুলোয় আপনার দক্ষতা আপনাকে সফলতার শীর্ষে পৌঁছে দিবে। বড় কোম্পানিগুলো দিন দিন আরও বেশি ক্লাউড সলিউশনে ঝুঁকছে। যার এর ফলে প্রয়োজন হচ্ছে দক্ষ মানুষের। এখনই সময় নিজেকে প্রস্তুত করার—এই বিপ্লবের অংশ হওয়ার।

❓আপনার কি জানা আছে এই সেক্টরে দক্ষ হলে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে আকর্ষণীয় ক্যারিয়ারের অফার। তাই আজ যে সিদ্ধান্তটি আপনি নেবেন, তা আগামীতে আপনাকে নিয়ে যেতে পারে গুগল, আমাজন, কিংবা মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানে।

⁉️ কিন্তু প্রশ্ন হচ্ছে—আপনি কি প্রস্তুত? আপনার কি সেই দক্ষতা রয়েছে যা ক্লাউড সেক্টরের ভবিষ্যৎ তৈরি করবে? যদি উত্তর 'না' হয়, তবে সময় নষ্ট করবেন না। আজকের সিদ্ধান্তই হতে পারে আগামী দিনের সাফল্যের চাবিকাঠি।

15/01/2025

ক্যারিয়ারে সফল হতে ৩ টি জিনিস থাকাটা অত্যন্ত জরুরী।

পরিশ্রম,প্যাশন ও অধ্যাবসায়। আর এই তিনটিই ছিল শিক্ষার্থী “আতিক মোর্শেদ রাব্বির”। করোনাকালীন সময়ে ভর্তি হয়েছিলেন “ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট” এর অনলাইন প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্সটিতে। মাত্র ১ বছরের চেষ্টায় নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। আজ তিনি বাংলাদেশের লিডিং একটি ফ্যাশন ব্র্যান্ডের গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছেন। পাশাপাশি কাজ করে যাচ্ছেন লোকাল মার্কেটেও।

14/01/2025

✨ 𝐁𝐢𝐠𝐠𝐞𝐬𝐭 𝐎𝐩𝐩𝐨𝐫𝐭𝐮𝐧𝐢𝐭𝐲 𝐨𝐟 𝐭𝐡𝐢𝐬 𝐘𝐞𝐚𝐫
আগে শিখুন, আয় করে কোর্স ফি পরিশোধ করুন

কোর্স ফি কিভাবে দিবো?? এই প্রশ্ন কী আপনার স্বপ্ন পূরণে বাধা দিচ্ছে?
নিজেকে এই প্রশ্ন করার দিন কিন্তু শেষ! ২০১৬ সালে বাংলাদেশে প্রথম ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট নিয়ে এসেছিল এক দুর্দান্ত সুযোগ; এবার ২০২৫ সালে পুনরায় আসছে ‘আগে শিখুন, আয় করে কোর্স ফি পরিশোধ করুন’ ক্যাম্পেইন।

👉 কি থাকছে এই বিশেষ ক্যাম্পেইনে?

সহজ কথায় এই ক্যাম্পেইনের অধীনে একেবারে কোন কোর্স ফি প্রদান না করেই আপনি ক্রিয়েটিভ আইটির স্পেশাল কোর্স করতে পারবেন। স্কিলড হওয়ার পাশাপাশি মার্কেটের জন্য আপনাকে এমনভাবে প্রস্তুত করা হবে যেন আপনি কোর্স শেষে পরবর্তীতে আয় করে কোর্স ফি পরিশোধ করতে পারেন।

👉 ক্রিয়েটিভ আইটির বিশেষ এই উদ্যোগের কারণ?

আমরা চাই না অর্থের অভাব কখনো আপনাকে পিছিয়ে রাখুক। আমরা বিশ্বাস করি প্রতিটি ছাত্রের ভিতরেই লুকিয়ে আছে অসীম সম্ভাবনা। সঠিক গাইডলাইন পেলে আপনার স্বপ্ন পূরণ করা সম্ভব। প্রতিযোগিতাপূর্ণ মার্কেটে আপনাকে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করে দিতে আমাদের এ উদ্যোগ।

👉 কাদের জন্য এই অফার?

বিশ্ববিদ্যালয়ের প্রথম এবং দ্বিতীয় বর্ষে থাকা ছাত্রছাত্রীরা এই সুযোগটি পাবেন। বর্তমান চাকরির বাজারে শুধুমাত্র একাডেমিক জ্ঞান যথেষ্ট নয়, পড়াশোনার পাশাপাশি আইটিতে দক্ষতা অর্জন করা জরুরী যা আপনার ক্যারিয়ারকে সঠিক পথে পরিচালিত করবে। নিজের ক্যারিয়ার তৈরি করার এখনই সেরা সময়।

👉 কোন কোন বিষয়ে থাকছে এই বিশেষ অফার?
এই ক্যাম্পেইনের আওতায় আমাদের যে কোর্সগুলো রয়েছে -

✅ Design Pro with AI
✅ Web Flow
✅ AI Marketing Mastery
✅ Cyber Protect & Earn

👉 কিভাবে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করবো?

✔️ প্রথম ধাপ - Facebook Group এ অবশ্যই যুক্ত হতে হবে
আমাদের বিশেষ ক্যাম্পেইনে অংশ নিতে ফেসবুক প্রাইভেট গ্রুপে জয়েন করতে হবে। এখানে আপনি পাবেন-

👉 ক্যাম্পেইন সম্পর্কিত সব আপডেট
👉 নিয়ম-কানুন ও নির্দেশিকা
👉 অংশগ্রহণকারীদের সাথে নেটওয়ার্কিং এর সুযোগ
👉 গ্রুপে যোগ দিতে ক্লিক করুন: https://www.facebook.com/groups/creativeitletp

✔️ দ্বিতীয় ধাপ - রেজিস্ট্রেশন
ক্যাম্পেইনের রেজিস্ট্রেশন ও প্রাথমিক বাছাই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সরাসরি আমাদের যে কোন ক্যাম্পাস ভিজিট করতে হবে। ভিজিট করার সময় অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ডটি সাথে করে আনতে হবে। আমাদের কাউন্সেলিং টিম ও এক্সপার্ট মেন্টরের মাধ্যমে পাবেন ক্যারিয়ার গাইডলাইন। রেজিস্ট্রেশন ও প্রাথমিক বাছাই প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে আপনি পরবর্তী ধাপে অংশগ্রহনের সুযোগ পাবেন।

✔️ তৃতীয় ধাপ - নির্বাচনী পরীক্ষা
রেজিস্ট্রেশনকৃত সকল শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হবে অনলাইন এক্সাম ও ভাইবা। সেখান থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের দেয়া হবে ক্রিয়েটিভ আইটির স্পেশাল কোর্স করার সুযোগ। এ প্রক্রিয়াটি আপনার মেধা যাচাইয়ের অন্যতম মাধ্যম।

✔️ চতুর্থ ধাপ - ফলাফল ও ভর্তি প্রক্রিয়া
নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজ এবং গ্রুপের মাধ্যমে। এরপর, আপনি অনলাইনে বা সরাসরি ক্যাম্পাসে এসে আপনার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

বিঃ দ্রঃ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে কোন প্রকার ফি প্রয়োজন নেই। সুযোগটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ও ২য় বর্ষ শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।

🌟 স্কিল ডেভেলপ করুন, ইনকাম করুন, তারপর কোর্স ফি পরিশোধ করুন

🎓 কেন Creative IT Institute?
✅ ১৭ বছরের অভিজ্ঞতা
✅ সফল শিক্ষার্থীদের অসংখ্য সাফল্যের গল্প
✅ সেরা মেন্টরদের তত্ত্বাবধানে প্রফেশনাল ট্রেনিং

📢 এখনই সিদ্ধান্ত নিন
আপনার স্বপ্ন পূরণে Creative IT Institute হতে পারে আপনার সেরা সঙ্গী। আজই যোগ দিন আমাদের এই বিশেষ ক্যাম্পেইনে এবং সরাসরি ভিজিট করুন আমাদের যে কোন ক্যাম্পাস।

🌟 স্কিল গড়ুন, সফলতার পথে এগিয়ে যান
👉 রেজিস্ট্রেশন করুন এখনই।

💫আমাদের ঠিকানাঃ

ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট [মেইন ক্যাম্পাস]
মমতাজ প্লাজা (৫মতলা)
(ল্যাবএইড হাসপাতালের বিপরীত পাশে),
বাড়ি # ৭, রোড # ৪,
ধানমন্ডি, ঢাকা- ১২০৫
ম্যাপঃ https://g.page/CreativeITInstitute?share
ফোনঃ +880 1777 308 777, +880 1624 888 444

ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট [উত্তরা ক্যাম্পাস]
কসমো শপিং কমপ্লেক্স (৭ম তলা)
হাউস # ৭১, রোড # ৫, সেক্টর # ৭,
আজমপুর বাস স্ট্যান্ড,
উত্তরা ঢাকা-১২৩০
ম্যাপঃ https://goo.gl/maps/63iwu81cGDP9scPv8
ফোনঃ +880199 077 9827, +880 1400 399 399

ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট [মিরপুর ক্যাম্পাস]
El Mercado, লিফট ৪,
১১৪ বেগম রোকেয়া এভিনিউ, মিরপুর ১০
মেট্রোরেলের পিলার P256 এর অপজিটে,
মিনা বাজারের উপরে
ম্যাপঃ https://maps.app.goo.gl
ফোনঃ +880 1310 010 027, +880 1924 222 999

13/01/2025

Python with Machine Learning অনলাইন ব্যাচ শুরু হতে যাচ্ছে আগামী ১৫ জানুয়ারী, ২০২৫।

Machine Learning মূলত Artificial Intelligence এর একটি সাবফিল্ড। একারণে বর্তমান তো বটেই ভবিষ্যতেও Python with Machine Learning এর ক্যারিয়ারে বেশ সম্ভাবনা রয়েছে। এই চাহিদাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে দক্ষতা অর্জন করা যেতে পারে। আমাদের কোর্সে যা যা শেখানো হবে :

✅ Data Science
✅ Advance Python Objects And Data Structures
✅ Statistics
✅ Decision Tree
✅ Object-oriented Programming -সহ গুরুত্বপূর্ণ আরও বেশ কিছু টপিক।

অনেকেই মনে করেন Python with Machine Learning শেখা কঠিন তবে এটি সঠিক নয়। আপনার আগ্রহ, ধৈর্য ও পরিশ্রম করার মানসিকতা থাকলেই এ বিষয়ে দক্ষতা অর্জন করতে পারেন সহজেই।

বিস্তারিত জানতে ইনবক্স করুনঃ m.me/creativeitinstitute

অথবা
কল করুনঃ +880 1777308777, +880 1624888444

12/01/2025

কোর্স শেষের আগেই ক্যারিয়ার শুরু-

ছোটবেলা থেকেই গেইমিং সেক্টরের সাথে পরিচিত থাকায় গ্রাফিক্সের ছোটখাটো একটা পোকা ছিল শুরু থেকেই। কিন্তু এই পোকা তখন বড় হয়ে ওঠে যখন CSE student হয়েও ডেভেলপমেন্ট টানছিল না তাকে। এরপর অনেক ভেবেচিন্তে বের করেন এমন একটা ব্রিজ যা কানেক্ট করে ডেভেলমেন্ট আর তার পছন্দের গ্রাফিক্সকে। আর তা হলো UX/UI ডিজাইন। প্যাশনের টানে UX/UI শিখে ক্যারিয়ার পরিবর্তনের সাহসী সিদ্ধান্ত নেন Stamford University এর শিক্ষার্থী সিয়াম আহমদ। শুরুটা চ্যালেঞ্জিং হলেও এখন দারুণ উপভোগ করছেন ক্যারিয়ার।

12/01/2025

Biggest Opportunity of the Year✨
শীঘ্রই আসছে দারুণ কিছু, জানতে হলে সাথেই থাকুন

11/01/2025

💡 মেশিন লার্নিং: ২০২৫ এর অন্যতম সেরা ক্যারিয়ার অপশন

🌐 মেশিন লার্নিং (ML) শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি শাখা নয়; এটি একটি বিপ্লব। ২০২৬ সালের মধ্যে একজন দক্ষ মেশিন লার্নিং স্পেশালিস্ট প্রতি বছর $১২০,০০০ বা তারও বেশি আয় করতে পারবেন। কারণ, প্রতিটি সেক্টরেই এক্সপার্টদের চাহিদা দিন দিন বাড়ছে।

🌏 ভাবুন এক পৃথিবী-
যেখানে গাড়ি নিজে নিজে চলছে, স্বাস্থ্য সেবার জন্য সঠিক রোগ নির্ণয় করছে কোন অটোমেটিক সিস্টেম, আর বিজনেসের ভবিষ্যৎ নির্ধারণ হচ্ছে AI দিয়ে— এই সবই কিন্তু মেশিন লার্নিংয়ের (ML) কল্যাণে করা সম্ভব।
❓আপনি কি জানেন??
এই বিপ্লবী প্রযুক্তির নেপথ্যে আছেন মেশিন লার্নিং এক্সপার্ট। যারা ডাটা, অ্যালগরিদম, এবং ভবিষ্যৎ প্রযুক্তিকে একত্রিত করে সম্ভাবনার নতুন দিগন্ত খুলছেন।

🌏 বিশ্বব্যাপী টেক ইন্ডাস্ট্রিতে মেশিন লার্নিং পেশার চাহিদা এখন আকাশচুম্বী। ২০২৬ সালের মধ্যে এই সেক্টরটি আরও বিস্তৃত হবে, যেখানে -
✔️AI
✔️Big Data
✔️Automation
এর উপর নির্ভরশীলতা বাড়তে থাকবে। Creative IT Institute এই চাহিদার প্রেক্ষিতে তৈরি করে চলছে ভবিষ্যতের ML এক্সপার্ট।

✨ এখন সময় এসেছে আপনার ভবিষ্যৎ নিজ হাতে গড়ার। কারণ মেশিন লার্নিং কেবল একটি স্কিল নয়; এটি আপনাকে সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ দিবে যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।

👉আপনার স্বপ্ন বাস্তবায়নের যাত্রা শুরু করুন আজই। Creative IT-এর মেশিন লার্নিং কোর্সে যোগ দিন।

মেশিন লার্নিং কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে,
জয়েন করুন ফ্রি সেমিনারে- https://forms.gle/yLcuaBTogTSh8bCv8
কল করুন হট লাইন নম্বরে- 01777308777, 01624666000, 01624888444
ইনবক্স করুন:- m.me/creativeitinstitute

ক্যাম্পাস ভিজিট করুন :-
ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট
মমতাজ প্লাজা (৫ম তলা),
ল্যাব এইড হাসপাতালের বিপরীত পাশে
বাড়ি- ৭, রোড- ৪, ধানমন্ডি, ঢাকা ১২০৫

Photos from Creative IT Institute's post 11/01/2025

“ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট” এর ১৬ বছর পূর্তী অনুষ্ঠানের দারুণ কিছু মুহুর্ত!

১৬ বছরে ক্রিয়েটিভের দূর্দান্ত পথচলায় ক্রিয়েটিভকে শুভেচ্ছা জানায়, ২৩ টি ডিপার্টমেন্ট ও ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের সকল অঙ্গ প্রতিষ্ঠানের সদস্যরা। চলুন দেখে নেয়া যাক এর ক্যামেরাবন্দী সুন্দর কিছু মুহুর্ত!

10/01/2025

Interior Design সেক্টরে টিকে থাকতে শুধু একাডেমিক পড়াশুনা যথেষ্ট নয়-

রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত পথ পাড়ি দিয়ে আমাদের এক শিক্ষার্থী তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছেন। আবার দুইজন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হওয়ার সত্ত্বেও Interior Design কোর্সের মাধ্যমে নতুন দক্ষতা অর্জন করছেন।

তারা বিশ্বাস করেন, ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে একাডেমিক পড়াশুনার পাশপাশি প্রয়োজন বাস্তব কাজের অভিজ্ঞতার। এছাড়া স্কিল ডেভেলপমেন্টের জন্য এমন প্রতিষ্ঠানকে বেঁছে নেয়া উচিৎ যেখানে ট্রেনিং এর পাশাপাশি গঠনমূলক ফিডব্যাকও দেয়া হয়। ক্রিয়েটিভ আইটির সাথে যাত্রা শুরুর পর এসব বিষয়ের বাস্তব প্রতিফলন তারা দেখতে পান।
শিক্ষার্থীদের মতে, ক্রিয়েটিভ আইটির গাইডলাইন এবং সাপোর্ট সিস্টেম তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার মূল চালিকা শক্তি। বিদায়বেলায় সকলের সাথে এই অভিজ্ঞতাগুলোই তারা শেয়ার করেন।

বিস্তারিত জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি-
আমাদের Interior & Exterior Design কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে,
📞 কল করুন হট লাইন নম্বরে-
01777308777, 01624666000, 01624888444
👉 ইনবক্স করুন:- m.me/creativeitinstitute

ক্যাম্পাস ভিজিট করুন:
ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট
মমতাজ প্লাজা (৫ম তলা),
ল্যাব এইড হাসপাতালের বিপরীত পাশে
বাড়ি- ৭, রোড- ৪, ধানমন্ডি, ঢাকা ১২০৫

10/01/2025

১৬ বছর পূর্তী উপলক্ষে উত্তরা ক্যাম্পাসের বিশেষ শুভেচ্ছাবার্তা!

"ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট"এর ১৬ বছর পূর্ণ হওয়ায়, ক্রিয়েটিভ পরিবারের সকল সদস্যের মত ক্রিয়েটিভের উত্তরা শাখার সদস্যরাও অত্যন্ত আনন্দিত। আর এই আনন্দঘন মুহুর্তে উত্তরা ক্যাম্পাসের মেন্টর আর সদস্যরাও ক্রিয়েটিভ আইটিকে জানায় জন্মদিনের শুভেচ্ছা।

09/01/2025

কোর্স শেষে ১ মাসের মধ্যেই প্রথম চাকরির সুযোগ!

মাদ্রাসা ছাত্র Sohel Rana তার জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন Creative IT Institute-এর গ্রাফিক ডিজাইন কোর্সের মাধ্যমে। কোর্স শেষ করার মাত্র এক মাসের মধ্যেই তিনি চাকরি পেয়ে প্রমাণ করেছেন যে কঠোর পরিশ্রম এবং সঠিক দিকনির্দেশনা জীবনের গতিপথ পাল্টে দিতে পারে।

💫Creative IT Institute-এর গ্রাফিক ডিজাইন কোর্স এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা শিক্ষার্থীদের বাস্তব কাজের জন্য প্রস্তুত করে। এই কোর্সের মাধ্যমে Shuhel Rana দক্ষতা অর্জন করেছেন। আমাদের মডিউল এবং প্রজেক্ট ভিত্তিক ট্রেনিং তাকে আত্মবিশ্বাস দিয়েছে নিজের জায়গা তৈরি করতে। তাঁর এই সফলতার গল্পই Creative IT-এর কোর্সের মানের প্রমাণ।

🏅যদি Sohel Rana-এর মতো আপনিও নিজের জীবন পরিবর্তন করতে চান, তাহলে Creative IT Institute-এর কোর্স আপনার জন্যই। Graphic Design কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে জয়েন করুন ফ্রি অনলাইন সেমিনারেঃ https://forms.gle/9FqXMkGZi4HXhXYr5

09/01/2025

এক ঝলকে ১৬ বছর পূর্তী সেলিব্রেশন!

গত পহেলা জানুয়ারি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট পূর্ণ করল ১৬ বছর। ষোড়শ হওয়ার এই সুন্দর দিনটাকে ঘিরে ক্রিয়েটিভের ছিল নানান আয়োজন। সারা বছরের বিভিন্ন প্রাপ্তির গল্প তো ছিলই সাথে ছিল আগামী দিনগুলোতে ক্রিয়েটিভের পথচলার গুরুত্ত্বপূর্ণ সব পরিকল্পনার ঘোষণা। এওয়ার্ডস,নাচ,গান ,কমেডি,ফ্যাশন শো,ফান গেইমস সবকিছু মিলিয়ে বছরের প্রথম দিনটিই গেছে দারুণ জমজমাট!

Photos from Creative IT Institute's post 08/01/2025

সফলতার ১৬ বছরে “ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট” এর মেধাবী কর্মীদের সম্মানিত করা হয় বিশেষ পুরষ্কারে!

ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এর সবচেয়ে বড় শক্তি আর সাহস তার ট্যালেন্টেড আর ডেডিকেটেড কর্মীরা। তারা তাদের কাজের প্রতি সৎ বলেই ক্রিয়েটিভকে তারা প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাচ্ছে এক দুর্দমনীয় গতিতে। ক্রিয়েটিভের সমস্ত সফলতায় তাই রয়েছে তাদের অংশীদারিত্ত্ব। এমন কিছু প্রমিসিং আর ডেডিকেটেড কর্মীদেরকে, তাদের কাজের প্রতি এই অবিচল নিষ্ঠাকে সম্মান জানাতেই ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ১৬ বছর পূর্তী উপলক্ষে দেয়া হয় বিশেষ কিছু পুরষ্কার।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

You will change, You will grow and You will succeed.

Creative IT is an institution where empowering the community for excellent standard of learning is what we desire. We endeavor for the continuous improvement of our leaders who will work for constructing a better future. The institute is dedicated for serving the quality training programs under ISO 9001:2015 certification which remarks us in the IT world. We will continue to share our knowledge for contributing in the success of individuals and to serve the society with the best interest.

We are committed to provide our students a platform where superiority is the mantra. We nurture the young talent by sharing knowledge, providing supports in learning techniques, co-operating them for international standard projects, making successful freelancers and driving our youth towards a world of entrepreneurship and thus reducing inequalities. Our culture is important to us and our team of experts drive our culture. The skilled human resource make our deliverable valuable that really helps us to set our standard internationally.

Videos (show all)

“ক্রিয়েটিভ বিজনেস” গ্রুপের কর্ণধার শ্রদ্ধেয় মনির হোসেন অবিস্মরণীয় যাত্রার সারাংশ
গত ১৬ বছরে ক্রিয়েটিভের প্রাপ্তির ঝুলিটা বেশ বড় আর ভারী
ডিজাইনটাই Wrong যদি ভুল হয় রঙের।#CREATIVEITINSTITUTE #graphicdesign #colortheory
ক্যারিয়ারে সফল হতে ৩ টি জিনিস থাকাটা অত্যন্ত জরুরী
Women Special Batch সম্পর্কে বিস্তারিত জানতে ইনবক্স করুনঃ m.me/creativeitinstitute#CREATIVEITINSTITUTE #womenspecial
কোর্স শেষের আগেই ক্যারিয়ার শুরু
Interior Design সেক্টরে টিকে থাকতে শুধু একাডেমিক পড়াশুনা যথেষ্ট নয়
১৬ বছর পূর্তী উপলক্ষে উত্তরা ক্যাম্পাসের বিশেষ শুভেচ্ছাবার্তা
কোর্স শেষে ১ মাসের মধ্যেই প্রথম চাকরির সুযোগ!
এক ঝলকে ১৬ বছর পূর্তী সেলিব্রেশন
সূচনা থেকে শিখরে, মোশন গ্রাফিক্সের জার্নি
বিশ্ব দরবারে বৃহৎ পরিসরে ক্রিয়েটিভ আইটির পদচারণের মাধ্যমে ১৭ বছরে পদার্পণ

Location

Telephone

Website

https://www.creativeit.institute/, https://www.bn.creativeitinstitute.com/

Address


Momtaz Plaza (4th Floor), House#7, Road#4, Dhanmondi
Dhaka
1205

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00