17/01/2025
শেখার ক্ষেত্রে নেই কোন বয়সের বাধা। বড়দের পাশাপাশি শিশু-কিশোরদের নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। এরই ধারাবাহিকতায় জুনিয়রদের মাঝে সৃজনশীলতা, মূল্যবোধ, এবং উদ্ভাবনী চিন্তাধারার সঞ্চার করতে আমাদের সহ-প্রতিষ্ঠান Creative Juniors এর বিশেষ আয়োজন-
প্রযুক্তির কল্যাণে বিশ্ব এগিয়ে যাচ্ছে তড়িৎ গতিতে। নতুন বিশ্বকে নেতৃত্ব দিবে উদ্ভাবনী চিন্তাধারার তরুণ সমাজ। শিশু-কিশোরদের আগামীর বিশ্বের জন্য তৈরি করতে কাজ করছে Creative Juniors. আর এই ধারাকে অব্যাহত রাখতে সম্প্রতি Space innovation camp -এর সাথে যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় MEET & GREET with a remarkable Young Global Changemaker, Maryam Masud.
আয়োজনে সরাসরি উপস্থিত ছিলেন বর্তমান তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব Maryam Masud এবং Fatima Masud. নিজেদের ব্যতিক্রমী গুণের কারণেই আজ তারা বিশ্বের কাছে পরিচিত মুখ। জুনিয়রদের মাঝে বিচক্ষণতা, একাগ্রতা, এবং সমাজের প্রতি দায়বদ্ধতা তৈরি করতে তারা তুলে ধরেন নিজ জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতা। এর মাধ্যমে প্রোগ্রামে অংশগ্রহণকারীরা ভবিষ্যতের জন্য নিজেদের নতুনভাবে তৈরি করার আগ্রহ খুঁজে পায়। আয়োজনের কিছু সুন্দর মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করা হলো-
16/01/2025
২০২৫ সালের মধ্যে ক্লাউড সেক্টরে ২০,০০০+ নতুন ক্যারিয়ার অপশন তৈরি হবে-
🌐 প্রযুক্তির দুনিয়া বদলে যাচ্ছে দ্রুতগতিতে। প্রতিনিয়ত নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে ক্লাউড কম্পিউটিং।
💼 এই সেক্টরেই ২০২৫ সালের মধ্যে সৃষ্টি হবে ২০,০০০+ নতুন ক্যারিয়ার অপশন—যা তরুণদের জন্য নতুন ভবিষ্যতের পথ তৈরি করবে।
👉 এই বিষয়ে দক্ষতা থাকলে আপনি এমন একটি জগতে প্রবেশ করবেন যেখানে-
✔️ডেটা ম্যানেজমেন্ট
✔️সাইবার সিকিউরিটি
✔️ক্লাউড আর্কিটেকচারের
মতো সেক্টরগুলোয় আপনার দক্ষতা আপনাকে সফলতার শীর্ষে পৌঁছে দিবে। বড় কোম্পানিগুলো দিন দিন আরও বেশি ক্লাউড সলিউশনে ঝুঁকছে। যার এর ফলে প্রয়োজন হচ্ছে দক্ষ মানুষের। এখনই সময় নিজেকে প্রস্তুত করার—এই বিপ্লবের অংশ হওয়ার।
❓আপনার কি জানা আছে এই সেক্টরে দক্ষ হলে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে আকর্ষণীয় ক্যারিয়ারের অফার। তাই আজ যে সিদ্ধান্তটি আপনি নেবেন, তা আগামীতে আপনাকে নিয়ে যেতে পারে গুগল, আমাজন, কিংবা মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানে।
⁉️ কিন্তু প্রশ্ন হচ্ছে—আপনি কি প্রস্তুত? আপনার কি সেই দক্ষতা রয়েছে যা ক্লাউড সেক্টরের ভবিষ্যৎ তৈরি করবে? যদি উত্তর 'না' হয়, তবে সময় নষ্ট করবেন না। আজকের সিদ্ধান্তই হতে পারে আগামী দিনের সাফল্যের চাবিকাঠি।
14/01/2025
✨ 𝐁𝐢𝐠𝐠𝐞𝐬𝐭 𝐎𝐩𝐩𝐨𝐫𝐭𝐮𝐧𝐢𝐭𝐲 𝐨𝐟 𝐭𝐡𝐢𝐬 𝐘𝐞𝐚𝐫
আগে শিখুন, আয় করে কোর্স ফি পরিশোধ করুন
কোর্স ফি কিভাবে দিবো?? এই প্রশ্ন কী আপনার স্বপ্ন পূরণে বাধা দিচ্ছে?
নিজেকে এই প্রশ্ন করার দিন কিন্তু শেষ! ২০১৬ সালে বাংলাদেশে প্রথম ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট নিয়ে এসেছিল এক দুর্দান্ত সুযোগ; এবার ২০২৫ সালে পুনরায় আসছে ‘আগে শিখুন, আয় করে কোর্স ফি পরিশোধ করুন’ ক্যাম্পেইন।
👉 কি থাকছে এই বিশেষ ক্যাম্পেইনে?
সহজ কথায় এই ক্যাম্পেইনের অধীনে একেবারে কোন কোর্স ফি প্রদান না করেই আপনি ক্রিয়েটিভ আইটির স্পেশাল কোর্স করতে পারবেন। স্কিলড হওয়ার পাশাপাশি মার্কেটের জন্য আপনাকে এমনভাবে প্রস্তুত করা হবে যেন আপনি কোর্স শেষে পরবর্তীতে আয় করে কোর্স ফি পরিশোধ করতে পারেন।
👉 ক্রিয়েটিভ আইটির বিশেষ এই উদ্যোগের কারণ?
আমরা চাই না অর্থের অভাব কখনো আপনাকে পিছিয়ে রাখুক। আমরা বিশ্বাস করি প্রতিটি ছাত্রের ভিতরেই লুকিয়ে আছে অসীম সম্ভাবনা। সঠিক গাইডলাইন পেলে আপনার স্বপ্ন পূরণ করা সম্ভব। প্রতিযোগিতাপূর্ণ মার্কেটে আপনাকে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করে দিতে আমাদের এ উদ্যোগ।
👉 কাদের জন্য এই অফার?
বিশ্ববিদ্যালয়ের প্রথম এবং দ্বিতীয় বর্ষে থাকা ছাত্রছাত্রীরা এই সুযোগটি পাবেন। বর্তমান চাকরির বাজারে শুধুমাত্র একাডেমিক জ্ঞান যথেষ্ট নয়, পড়াশোনার পাশাপাশি আইটিতে দক্ষতা অর্জন করা জরুরী যা আপনার ক্যারিয়ারকে সঠিক পথে পরিচালিত করবে। নিজের ক্যারিয়ার তৈরি করার এখনই সেরা সময়।
👉 কোন কোন বিষয়ে থাকছে এই বিশেষ অফার?
এই ক্যাম্পেইনের আওতায় আমাদের যে কোর্সগুলো রয়েছে -
✅ Design Pro with AI
✅ Web Flow
✅ AI Marketing Mastery
✅ Cyber Protect & Earn
👉 কিভাবে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করবো?
✔️ প্রথম ধাপ - Facebook Group এ অবশ্যই যুক্ত হতে হবে
আমাদের বিশেষ ক্যাম্পেইনে অংশ নিতে ফেসবুক প্রাইভেট গ্রুপে জয়েন করতে হবে। এখানে আপনি পাবেন-
👉 ক্যাম্পেইন সম্পর্কিত সব আপডেট
👉 নিয়ম-কানুন ও নির্দেশিকা
👉 অংশগ্রহণকারীদের সাথে নেটওয়ার্কিং এর সুযোগ
👉 গ্রুপে যোগ দিতে ক্লিক করুন: https://www.facebook.com/groups/creativeitletp
✔️ দ্বিতীয় ধাপ - রেজিস্ট্রেশন
ক্যাম্পেইনের রেজিস্ট্রেশন ও প্রাথমিক বাছাই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সরাসরি আমাদের যে কোন ক্যাম্পাস ভিজিট করতে হবে। ভিজিট করার সময় অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ডটি সাথে করে আনতে হবে। আমাদের কাউন্সেলিং টিম ও এক্সপার্ট মেন্টরের মাধ্যমে পাবেন ক্যারিয়ার গাইডলাইন। রেজিস্ট্রেশন ও প্রাথমিক বাছাই প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে আপনি পরবর্তী ধাপে অংশগ্রহনের সুযোগ পাবেন।
✔️ তৃতীয় ধাপ - নির্বাচনী পরীক্ষা
রেজিস্ট্রেশনকৃত সকল শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হবে অনলাইন এক্সাম ও ভাইবা। সেখান থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের দেয়া হবে ক্রিয়েটিভ আইটির স্পেশাল কোর্স করার সুযোগ। এ প্রক্রিয়াটি আপনার মেধা যাচাইয়ের অন্যতম মাধ্যম।
✔️ চতুর্থ ধাপ - ফলাফল ও ভর্তি প্রক্রিয়া
নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজ এবং গ্রুপের মাধ্যমে। এরপর, আপনি অনলাইনে বা সরাসরি ক্যাম্পাসে এসে আপনার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
বিঃ দ্রঃ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে কোন প্রকার ফি প্রয়োজন নেই। সুযোগটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ও ২য় বর্ষ শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।
🌟 স্কিল ডেভেলপ করুন, ইনকাম করুন, তারপর কোর্স ফি পরিশোধ করুন
🎓 কেন Creative IT Institute?
✅ ১৭ বছরের অভিজ্ঞতা
✅ সফল শিক্ষার্থীদের অসংখ্য সাফল্যের গল্প
✅ সেরা মেন্টরদের তত্ত্বাবধানে প্রফেশনাল ট্রেনিং
📢 এখনই সিদ্ধান্ত নিন
আপনার স্বপ্ন পূরণে Creative IT Institute হতে পারে আপনার সেরা সঙ্গী। আজই যোগ দিন আমাদের এই বিশেষ ক্যাম্পেইনে এবং সরাসরি ভিজিট করুন আমাদের যে কোন ক্যাম্পাস।
🌟 স্কিল গড়ুন, সফলতার পথে এগিয়ে যান
👉 রেজিস্ট্রেশন করুন এখনই।
💫আমাদের ঠিকানাঃ
ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট [মেইন ক্যাম্পাস]
মমতাজ প্লাজা (৫মতলা)
(ল্যাবএইড হাসপাতালের বিপরীত পাশে),
বাড়ি # ৭, রোড # ৪,
ধানমন্ডি, ঢাকা- ১২০৫
ম্যাপঃ https://g.page/CreativeITInstitute?share
ফোনঃ +880 1777 308 777, +880 1624 888 444
ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট [উত্তরা ক্যাম্পাস]
কসমো শপিং কমপ্লেক্স (৭ম তলা)
হাউস # ৭১, রোড # ৫, সেক্টর # ৭,
আজমপুর বাস স্ট্যান্ড,
উত্তরা ঢাকা-১২৩০
ম্যাপঃ https://goo.gl/maps/63iwu81cGDP9scPv8
ফোনঃ +880199 077 9827, +880 1400 399 399
ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট [মিরপুর ক্যাম্পাস]
El Mercado, লিফট ৪,
১১৪ বেগম রোকেয়া এভিনিউ, মিরপুর ১০
মেট্রোরেলের পিলার P256 এর অপজিটে,
মিনা বাজারের উপরে
ম্যাপঃ https://maps.app.goo.gl
ফোনঃ +880 1310 010 027, +880 1924 222 999
13/01/2025
Python with Machine Learning অনলাইন ব্যাচ শুরু হতে যাচ্ছে আগামী ১৫ জানুয়ারী, ২০২৫।
Machine Learning মূলত Artificial Intelligence এর একটি সাবফিল্ড। একারণে বর্তমান তো বটেই ভবিষ্যতেও Python with Machine Learning এর ক্যারিয়ারে বেশ সম্ভাবনা রয়েছে। এই চাহিদাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে দক্ষতা অর্জন করা যেতে পারে। আমাদের কোর্সে যা যা শেখানো হবে :
✅ Data Science
✅ Advance Python Objects And Data Structures
✅ Statistics
✅ Decision Tree
✅ Object-oriented Programming -সহ গুরুত্বপূর্ণ আরও বেশ কিছু টপিক।
অনেকেই মনে করেন Python with Machine Learning শেখা কঠিন তবে এটি সঠিক নয়। আপনার আগ্রহ, ধৈর্য ও পরিশ্রম করার মানসিকতা থাকলেই এ বিষয়ে দক্ষতা অর্জন করতে পারেন সহজেই।
বিস্তারিত জানতে ইনবক্স করুনঃ m.me/creativeitinstitute
অথবা
কল করুনঃ +880 1777308777, +880 1624888444
12/01/2025
Biggest Opportunity of the Year✨
শীঘ্রই আসছে দারুণ কিছু, জানতে হলে সাথেই থাকুন
11/01/2025
💡 মেশিন লার্নিং: ২০২৫ এর অন্যতম সেরা ক্যারিয়ার অপশন
🌐 মেশিন লার্নিং (ML) শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি শাখা নয়; এটি একটি বিপ্লব। ২০২৬ সালের মধ্যে একজন দক্ষ মেশিন লার্নিং স্পেশালিস্ট প্রতি বছর $১২০,০০০ বা তারও বেশি আয় করতে পারবেন। কারণ, প্রতিটি সেক্টরেই এক্সপার্টদের চাহিদা দিন দিন বাড়ছে।
🌏 ভাবুন এক পৃথিবী-
যেখানে গাড়ি নিজে নিজে চলছে, স্বাস্থ্য সেবার জন্য সঠিক রোগ নির্ণয় করছে কোন অটোমেটিক সিস্টেম, আর বিজনেসের ভবিষ্যৎ নির্ধারণ হচ্ছে AI দিয়ে— এই সবই কিন্তু মেশিন লার্নিংয়ের (ML) কল্যাণে করা সম্ভব।
❓আপনি কি জানেন??
এই বিপ্লবী প্রযুক্তির নেপথ্যে আছেন মেশিন লার্নিং এক্সপার্ট। যারা ডাটা, অ্যালগরিদম, এবং ভবিষ্যৎ প্রযুক্তিকে একত্রিত করে সম্ভাবনার নতুন দিগন্ত খুলছেন।
🌏 বিশ্বব্যাপী টেক ইন্ডাস্ট্রিতে মেশিন লার্নিং পেশার চাহিদা এখন আকাশচুম্বী। ২০২৬ সালের মধ্যে এই সেক্টরটি আরও বিস্তৃত হবে, যেখানে -
✔️AI
✔️Big Data
✔️Automation
এর উপর নির্ভরশীলতা বাড়তে থাকবে। Creative IT Institute এই চাহিদার প্রেক্ষিতে তৈরি করে চলছে ভবিষ্যতের ML এক্সপার্ট।
✨ এখন সময় এসেছে আপনার ভবিষ্যৎ নিজ হাতে গড়ার। কারণ মেশিন লার্নিং কেবল একটি স্কিল নয়; এটি আপনাকে সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ দিবে যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।
👉আপনার স্বপ্ন বাস্তবায়নের যাত্রা শুরু করুন আজই। Creative IT-এর মেশিন লার্নিং কোর্সে যোগ দিন।
মেশিন লার্নিং কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে,
জয়েন করুন ফ্রি সেমিনারে- https://forms.gle/yLcuaBTogTSh8bCv8
কল করুন হট লাইন নম্বরে- 01777308777, 01624666000, 01624888444
ইনবক্স করুন:- m.me/creativeitinstitute
ক্যাম্পাস ভিজিট করুন :-
ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট
মমতাজ প্লাজা (৫ম তলা),
ল্যাব এইড হাসপাতালের বিপরীত পাশে
বাড়ি- ৭, রোড- ৪, ধানমন্ডি, ঢাকা ১২০৫
11/01/2025
“ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট” এর ১৬ বছর পূর্তী অনুষ্ঠানের দারুণ কিছু মুহুর্ত!
১৬ বছরে ক্রিয়েটিভের দূর্দান্ত পথচলায় ক্রিয়েটিভকে শুভেচ্ছা জানায়, ২৩ টি ডিপার্টমেন্ট ও ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের সকল অঙ্গ প্রতিষ্ঠানের সদস্যরা। চলুন দেখে নেয়া যাক এর ক্যামেরাবন্দী সুন্দর কিছু মুহুর্ত!
08/01/2025
সফলতার ১৬ বছরে “ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট” এর মেধাবী কর্মীদের সম্মানিত করা হয় বিশেষ পুরষ্কারে!
ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এর সবচেয়ে বড় শক্তি আর সাহস তার ট্যালেন্টেড আর ডেডিকেটেড কর্মীরা। তারা তাদের কাজের প্রতি সৎ বলেই ক্রিয়েটিভকে তারা প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাচ্ছে এক দুর্দমনীয় গতিতে। ক্রিয়েটিভের সমস্ত সফলতায় তাই রয়েছে তাদের অংশীদারিত্ত্ব। এমন কিছু প্রমিসিং আর ডেডিকেটেড কর্মীদেরকে, তাদের কাজের প্রতি এই অবিচল নিষ্ঠাকে সম্মান জানাতেই ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ১৬ বছর পূর্তী উপলক্ষে দেয়া হয় বিশেষ কিছু পুরষ্কার।