পরীক্ষার আগে জরুরি কিছু বিষয়:
১. এডমিট কার্ড,কলম ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস পরীক্ষার আগের রাতে রেডি করে রাখা।
২. আজকের মধ্যেই যতটুকু পড়ার/ রিভিশন দেয়ার আছে সেটুকু শেষ করে ফেলা।
৩. রাতে যাতে ভালো ঘুম হয় সেদিকে লক্ষ্য রাখা।
৪. সকালে পরীক্ষার হলে যাওয়ার আগে নাস্তা করে যাওয়া ভালো।
৫. পরীক্ষার কেন্দ্রে গিয়ে কোনো ধরনের পড়াশুনা করা উচিত না। এতে মস্তিষ্কের উপর চাপ পড়তে পারে। পরীক্ষার পূর্বে মস্তিষ্ক ফ্রি রাখা গুরুত্বপূর্ণ।
৬. প্রশ্ন পাওয়ার পর ভালো ভাবে প্রশ্নের নির্দেশনা পড়ে উত্তর দেয়া। অবশ্যই প্রশ্ন সম্পূর্ণরূপে পড়া। আংশিক পড়লে গুরুত্বপূর্ণ কিছু মিস হয়ে যেতে পারে।
৭. এমসিকিউ/রিটেনের কোনো প্রশ্ন কমন না পরলে কোনো ভাবেই নিজেকে উদ্বিগ্ন না করা। কারণ আনকমন হলে সবার জন্যই আনকমন। সেক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে পারলে ভালো করা যাবে।
৮. সর্বোপরি নিজের সামর্থ্যের উপর পুরোপুরি নির্ভর না করে আল্লাহর সাহায্যের ব্যাপারে আশাবাদী হওয়া।
৯. পরীক্ষার আগের রাতে নিজের আনন্দদায়ক কাজ করে নিজেকে প্রফুল্ল রাখার চেষ্টা করা।
১০. পরীক্ষায় ভালো করার জন্য আল্লাহর রহমতের বিকল্প নেই। তাই নামজের পর বেশি বেশি দোয়া করা।
শেষ কথা হলো, তোমারা পুরো ফোকাস কোচিং এর টপ ২০০-৩০০ স্টুডেন্ট এর একজন। সেই হিসেবে তোমরা ইনশাআল্লাহ ভালো ভাবেই চান্স পাবে বলে আশা করি। কিন্তু পরীক্ষার হলে যতটা মাথা ঠান্ডা রাখতে পারবা তত ভালো পজিশন করবা বলে আশা করি ইনশাআল্লাহ।
আল্লাহ তায়ালা তোমাদের সকলের জন্য পরীক্ষাকে সহজ করে দিক।
Mentor- মেন্টর
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে ভর্তি তথ্য ও সহযোগিতা প্ল্যাটফর্ম৷
Operating as usual
আর একটা রাত সেজদা অবনত কাটুক।
আর একটা রাত কিছুটা নির্ঘুম হোক।
আর একটা রাত অশ্রুসিক্ত নয়নে থাকুক।
আর একটা রাত নিজের ও প্রভুর সাথে নিজের একান্ত কথা হোক।
বহুদূর হেঁটে এসেছি আমরা।
আমাদের পায়ের ছাপে রক্ত মাখা ছিলো।
বিক্ষিপ্ত সময়ের অভিজ্ঞতা আমাদের,
অভূতপূর্ব, অবর্ননীয়, অনন্য।
আমরা তবুও ক্লান্ত হইনি৷
আমরা হারিয়েছি প্রিয় মানুষ তাই আমাদের হারাবার ভয় নেই।
আমরা নির্ভিক ছিলাম, আমরা ছিলাম সাহসী, নতুন দিগন্তের উন্মোচন আমরাই করেছি। আমরা ঘুমন্ত জাতিকে স্বপ্ন দেখিয়েছি।
ব্যর্থতা আমাদের চোখ রাঙ্গাবে, এমন সাহস কোথায় ওর?
আমরা এইটুকু বয়সেই জানি,
উই আর লার্জার দ্যান লাইফ।
শুধু, আর একটা রাত, সেজদা অবনত কাটুক।
শুধু, আর একটা রাত, নিজের সাথে নিজের কথা হোক।
- আমাদের ২৪ ব্যাচকে ভালোবাসা।

ব্রেকিং জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত, বিস্তারিত দেখে নাও☞
▪️আবেদনের তারিখ: ২১ জানুয়ারি ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।
▪️প্রাথমিক আবেদন ফি বাবদ ৭০০/- (সাতশত) টাকা
▪️ভর্তি পরীক্ষা: ০৩ মে ২০২৫, শনিবার(সময়: সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত)৷


খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের আবেদনের নিয়মাবলি৷

৩৫ টাকায় ঢাবির সূর্যসেন হলের সকাল বেলার খাবার৷

জেনে রাখুন৷
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হবে ৪৮ নম্বর লিখিত, ২৪ নম্বর এমসিকিউ ও ২৮ নম্বর জিপিএ থেকে।

বন্ধুকে আনতে এয়ারপোর্টে যাওয়ার সময় বাসে একটা ছেলে আমার পাশে বসলো। খেয়াল করে দেখলাম ছেলেটা বাহিরের দিকে তাকিয়ে ছিলো। একটু খেয়াল করে দেখি ছেলেটি কান্না করছে। নিজেকে কন্ট্রোল না করতে পেরে জিজ্ঞেস করলাম কি হয়েছে ভাই আপনার।
উনি বলতে চাচ্ছিলো নাহ, অনেক জোর করলাম উনি বললো,, আজকে আমি বিদেশে চলে যাচ্ছি একটু পর আমার ফ্লাইট,, তারপর আমি বললাম ছেলেদের বিদেশ তো স্বাভাবিক এতে কান্না করার কি আছে তারপর ছেলেটা বললো
আমি আমার মরা মা কে বাড়িতে রেখে এসেছি!
আমার বের হওয়া ৪০ মিনিট আগে আমার মা মা&রা গেছে স্টোক করে। আর আমার বাবার এতো আহামরি টাকা নেই যে আজকের টিকিট টা কেনসেল করে দিয়ে আরেক দিন যাবো! তারপর আমি আসতে চায়নি আমাকে জোড় করে পাঠিয়ে দিয়েছে সবাই।
লেখা: জে এইচ আকাশ

ঢাবির সূর্যসেন হলে!

ধানমন্ডী সাতাশ পার হলাম৷ মোহাম্মদপুরের ওসির সাথে দেখা করতে যা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এবছরে প্রায় সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে।
এইবার রাবিতে মোটামুটি সবাই পরীক্ষা দিতে পারবে নূন্যতম জিপিএ থাকলেই, তবে পরীক্ষা হবে বিশাল এক কম্পিটিশন। ৪ লাখ পরীক্ষা দিলেও আসনপ্রতি লড়বে প্রায় ১০২ জন!
এ বছর রাবিতে প্রতি ইউনিটে ১ লাখ ৪০ হাজার করে পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে। সিলেকশন হতে পারে, যদি আবেদন ৪ লাখ ২০ হাজারের বেশি ক্রস করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪ জানুয়ারি শুরু হচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ জানুয়ারি চারুকলা ইউনিট, ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১ ফেব্রুয়ারী বিজ্ঞান ইউনিট, ৮ ফেব্রুয়ারি ব্যবসা শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া আইবিএ ইউনিটের পরীক্ষা ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ৪ নভেম্বর দুপুর ১২টা হতে। চলবে ২৫ নভেম্বর রাত ১১.৫৯ পর্যন্ত। ভর্তি পরীক্ষার আবেদন ফি ১০৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির একাধিক সদস্য দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। কমিটির এক সদস্য জানান, ২৫ জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর প্রস্তাবনা ছিল। তবে বিশ্ব ইজতেমার জন্য আইবিএসহ দুইটি পরীক্ষা এগিয়ে আনা হয়েছে।

এজন্যই ছাত্রলীগ ক্যান্টিনে খাবার খেয়ে টাকা দিতো না৷
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Address
Nilkhet
Dhaka
7200