
ADUST Law Club.
Nearby schools & colleges
House, 42, Road
Uttarati 1230
Uttara
Road # 3, Uttara Sector # 13
Uttara
Road # 10, House # 7, Sector # 6, Uttarati
House
1230
Uttara
Rd 9, Near Jahura Market Road sector 5 Uttara Dhaka
Road 10
Road 10
Uttarati
Nawab Habibullah Road
Uttara Model Town
Atish Dipankar University of Science and Technology. ADUST Law Club



Superb, outstanding, dynamic team…
International Standard & Pure class!
Wrapped with
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ‘মুট কোর্ট’- এর শুভ উদ্বোধন ১৭ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার সকাল ১১:০০ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারক ও বর্তমানে বাংলাদেশ আইন কমিশনের সদস্য মাননীয় বিচারপতি আবু বক্কর সিদ্দিকী। তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর বক্তব্যে বিচার বিভাগের বর্তমান পরিস্থিতির উপর আলোকপাত করেছেন। তিনি বলেন, নতুন প্রজন্মকে বিচারক এবং আইনজীবী হিসেবে যে প্রতিবন্ধকতাগুলোর সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে মুট কোর্ট শিক্ষার্থীদেরকে দক্ষ বিচারক এবং আইনজীবী হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান অ্যাডভোকেট লিয়াকত সিকদার বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থিতির সামনে তুলে ধরেন এবং সম্মানিত অতিথিবৃন্দকে ভোট অব থ্যাংকস প্রদান করেন। একই সাথে মুট কোর্টের ভবিষ্যৎ সকল কর্মকান্ডে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সার্বিক সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেন। প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর মধ্যে অতীশ দীপঙ্করকে লিডারশিপ ভূমিকায় দেখার প্রত্যাশায় এ বছরের শেষে একটি আন্তর্জাতিক মানের মুট কোর্ট সামিট আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগকে তিনি আহ্বান জানান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান মাননীয় বিচারপতি শওকত হাসান। কীভাবে একটি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ আরো সমৃদ্ধশালী হতে পারে তার অন্যতম উপাদান হিসেবে মুট কোর্টকে তাঁর বক্তব্যে উল্লেখ করেন। মুট কোর্টকে কীভাবে প্রাতিষ্ঠানিক পড়াশোনার মধ্যে অন্তর্ভূক্ত করা যায় সে বিষয়ে উদ্যোগ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নাঈমা হক। তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুট কোর্ট উদ্বোধনকে তার বক্তব্যে স্বাগত জানিয়েছেন। তাছাড়াও তিনি মুট কোর্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা দেশে বিদেশে বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার খালেদ হামিদ চৌধুরী, মুটিং এর আন্তর্জাতিক খ্যাতি সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করেন এবং মিডিয়েশন ও আরবিট্রেশন এর সাথে মুট কোর্ট কীভাবে তাদের সাহায্য করবে সে ব্যাপারে আলোকপাত করেন। বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য জনাব সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন মুট কোর্টের উদ্বোধনকে স্বাগত জানান এবং সম্মানিত অতিথিবৃন্দ সম্পর্কে শিক্ষার্থীদের অনুপ্রাণিত হয়ে নিজেদের দক্ষ আইনজীবী ও বিচারক হিসেবে গড়ে উঠার আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মুট কোর্ট সোসাইটি (ঢাকা বিশ্ববিদ্যালয়) প্রতিষ্ঠাতা মডারেটর এবং অতীশ দিপঙ্কর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উপদেষ্টা ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া তাঁর বক্তব্যে বাংলাদেশে মুট কোর্ট সংস্কৃতি প্রতিষ্ঠা এবং বর্তমান বিশ্বে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক র্যাংঙ্কি এ মুট কোর্টের ভূমিকা বিষয়ে তাঁর অভিজ্ঞতা বর্ণনা করেন।
স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান এবং অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ এ এম মোঃ সাঈদ।
অনুষ্ঠানের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম সমাপনী বক্তব্যে আইন বিভাগকে ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ে নিয়মিত মুট কোর্ট চর্চা ও পরিচালনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য জনাব গোলাম সারোয়ার কবির। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মোঃ কামরান চৌধুরী, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ শাহরুখ আদনান খান, রেজিস্ট্রার মোঃ আব্দুল কাইউম সরদার, বিভিন্ন বিভাগের উপদেষ্টা, চেয়ারম্যান, কো-অডিনেটর, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, আইন বিভাগের শিক্ষক শিল্পী রানী সেন, ইমরান হাসান, ব্যারিষ্টার মামুন খান, মেহেরবা সাবরীন, মোঃ সাকিবুজ্জামান, মেহজাবীন সাইদা কথা সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

২৮/১১/২০২৩ইং, মঙ্গলবার ঢাকা আইনজীবী সমিতি প্রাঙ্গনে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ADUST) হতে আইন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী আইনজীবীগণ এবং সাবেক ছাত্র-ছাত্রীদের আইন অঙ্গনের প্রাণের সংগঠন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল' এলামনাই এসোসিয়েশন (ADUSTLAA) দীর্ঘদিনের অপেক্ষার পর "সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি" গ্রহন করেছে, কেক কাটা ও মিষ্টি মুখের মাধ্যমে উক্ত অনুষ্ঠানে দলমত নির্বিশেষে আইনজীবীরা উপস্থিত ছিলেন l
উক্ত অনুষ্ঠানেএডভোকেট মিজানুর রহমান মামুন, সভাপতি, ঢাকা আইনজীবী সমিতি, এডভোকেট খন্দকার গোলাম কিবরিয়া জোবায়ের, সাধারণ সম্পাদক, ঢাকা আইনজীবী সমিতি ও বিভিন্ন সময়ে নির্বাচিত বিভিন্ন পদের সম্পাদক ও সদস্যবৃন্দ এবং বিভিন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন। উক্ত অনুষ্ঠানের সাব-কমিটির দায়িত্ব পালন করেছেন আহ্বায়ক বি.এম. সাজিদ হোসেন সোহাগ এবং সদস্য সচিব এস.এম. সোহান হাসনাত আলম এবং উক্ত অনুষ্ঠানে আরো সদস্য হিসেবে সহযোগিতা করেছেন- মহিউদ্দিন খন্দকার, মোঃ সাজ্জাদুল ইসলাম, মোঃ ইমাম হাসান খান মামুন, তারেক আহমেদ তরী, মোঃ আতিকুল হক চৌধুরী (আতিফ), মোঃ সোহাগ ইব্রাহিম। উক্ত অনুষ্ঠানে সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন হুমায়ন কবির (সবুজ) এবং রুহুল হোসেন তানভীর। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল' এলামনাই এসোসিয়েশন (ADUSTLAA) সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন মোঃ রহমত উল্লাহ এবং সভাপতি এস.এম. ইমরুল কায়েস। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ইতিমধ্যে ৩(তিন) জন সদস্য এবং ৩(তিন) জন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, এছাড়াও বিভিন্ন জেলা আইনজীবী সমিতিতে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়ে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর নাম গৌরবের সহিত উজ্জ্বল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।

Many congratulations to team Atish Dipankar University of Science & Technology.
ADUST won by 26 runs!
Man of the match Arafat Hossain, Batting 16 (5), Bowling 4-14.

Clemon Indoor Uni Cricket 2023
GROUP PICTURE OF
Atish Dipankar University of Science & Technology

Congratulations!
Best wishes for passing the Advocateship exam and good luck with more excellent achievements. Exams may not be the test for your life but they are a milestone that leads you to different paths. We feel proud of your success.

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির আইন বিভাগের শিক্ষক,
আতিকুল ইসলাম আতিক স্যার Atiqul Ist Atif
#সুপারিশপ্রাপ্ত_সহকারী_জজ/_জুডিসিয়াল_ম্যাজিস্ট্রেট। অভিনন্দন প্রিয় স্যার অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।

Congratulations Team 🎉🎉❤️❤️
🇦🇷🇧🇩🇦🇷🇧🇩🇦🇷🇧🇩

যারা আগামীতে ইন্টিমেশন জমা দিবেন তাদের সুবিধার্থে একটি ইন্টিমেশন (নমুনা) ফরম পূরণ করে পোস্ট দেওয়া হল।

Atish Dipankar University of
Science & Technology (ADUST)
3rd Convocation- 2022
দুইজনেই অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র-ছাত্রী ছিলেন

বার কাউন্সিল এনরোলমেন্ট প্রিলিমিনারি (MCQ) পরীক্ষায় ফিলাপ করার নিয়মাবলীঃ
মোট প্রশ্নঃ ১০০টি।
সময়ঃ ১ ঘন্টা (৬০ মিনিট।)
পূর্ণমানঃ ১০০ নম্বর।
পাস নম্বরঃ ৫০
নেগেটিভ মার্কিংঃ - ০.২৫
১। OMR Sheet এ পরীক্ষার্থীর নাম Capital/Block Letters এ লিখতে হবে এবং পরীক্ষার্থীর স্বাক্ষর প্রদান করতে হবে। স্বাক্ষরের ক্ষেত্রে অনলাইনে সাবমিটকৃত স্বাক্ষর প্রদান করাই উত্তম হবে।
২। OMR Sheet এ Registration No. দিয়ে বৃত্ত ভরাট করতে হবে না, শুধুমাত্র Roll No. লিখে তারপর বৃত্ত ভরাট করতে হবে। রোল নম্বর লেখার ক্ষেত্রে ডান পাশ থেকে শুরু করে বান পাশের দিকে রোল নম্বরের ডিজিট লিখতে হবে। সম্পূর্ণ রোল নম্বর লেখার পরে যদি বাম পাশে অতিরিক্ত বৃত্ত খালি থাকে তা ভরাট করার দরকার নেই। তবে কোনো অবস্থাতে অতিরিক্ত বৃত্ত ভরাট করা যাবেনা এবং একটি বৃত্ত ভরাট করে পরের একটি বৃত্ত খালি রেখে তার পরের বৃত্ত ভরাট করা যাবেনা।
৩। Set Code (Ex. 1/2/3/4) লিখে বৃত্ত ভরাট করতে হবে। Set Code না লিখে শুধুমাত্র বৃত্ত ভরাট করলে সেক্ষেত্রে উত্তর পত্রটি বাতিল হওয়ার সমূহ সম্ভাবনা থাকে।
৪। OMR Sheet এ Set Code না লিখলে/বৃত্ত ভরাট না করলে উত্তর পত্রটি বাতিল বলে গণ্য হবে।
৫। OMR Sheet এ বৃত্ত ভরাট করার ক্ষেত্রে কোনো প্রকার Gel Pen ব্যবহার করা যাবেনা। শুধুমাত্র Ball Pen দিয়ে বৃত্ত ভরাট করতে হবে। এক্ষেত্রে Matador Alltime ব্যবহার করাই উত্তম। প্রয়োজনে সাথে একটি টিস্যু রাখতে পারেন। কারণ অনেক সময় কলমের বলে কালি জমে যায়। তখন টিস্যু দিয়ে সেই কালি আলতোভাবে মুছে নিতে পারেন।
৬। একই প্রশ্নের উত্তরে একাধিক বৃত্ত ভরাট করলে কিংবা একটি বৃত্ত ভরাট করে সেইটি কেটে দিলে কিংবা ছিঁড়ে ফেললে উক্ত প্রশ্নের উত্তর বাতিল বলে গণ্য হবে।
৭। OMR Sheet এ কোনো প্রকার কাঁটা ছেঁড়া করা, ঘষামাজা করা কিংবা Ball Pen এর কালি লাগানো যাবে না। অন্যথায় উত্তর পত্রটি বাতিল হওয়ার সমূহ সম্ভাবনা থাকে।
৮। পরীক্ষার হল রুমে শুধুমাত্র প্রবেশ পত্র নিতে হবে। রেজিস্ট্রেশন কার্ড নেওয়া বাধ্যতামূলক না। তবে নিলে অবশ্যই অরিজিনাল রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাবেন। প্রিলি পরীক্ষায় পেন্সিল, স্কেল ইত্যাদি জিনিসপত্র নেওয়ার কোনো প্রয়োজন নেই। বিঃ দ্রঃ চূড়ান্ত নোটিশে উক্ত বিষয়ে উল্লেখ থাকবে।
৯। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্কস কর্তন যাবে। অর্থাৎ ৪টি ভুল উত্তর প্রদানের জন্য প্রাপ্ত নম্বর হতে ১ মার্কস কর্তন যাবে।
১০। OMR Sheet কোনো অবস্থাতেই ভাঁজ করা যাবে না।

Day 05 | Match 40
Victory ✌️
Congratulations Team ❤️
Keep this spirit up 🏏
Long way to go. Keep our team in your prayers.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Dhaka
1230
141-142 Love Road, Tejgaon Industrial Area
Dhaka
AUST (www.aust.edu) is a top listed private engineering university located in Dhaka, Bangladesh. The university was founded by the Dhaka Ahsania Mission (www.ahsaniamission.org.bd) in 1995.
Road#2, Dhanmondi R/A
Dhaka, 1205
Dhaka City Collge is one of the oldest colleges in Bangladesh located at Dhanmondi,kudrat-e-khuda road in Dhaka city. It offers HSC, three years bachelor's and four years honour's course in various majors. The college is affiliated with the National Uni.
Pillkhana (Near Gate # 3 Of BGB (BDR) Head Quarters), Post Office: Newmarket
Dhaka, 1205
Don't forgot see our college buildings in WELCOME tab==> Birshreshtha Munsi Abdur Rouf Rifles College (formerly known as Bangladesh Rifles College) is one of the largest and most renowned educational institutions in Bangladesh.It situated in BDR HQ.
12 Akshay Das Len , Gandaria
Dhaka, 1204
This page will play a special role in communication with students and the development of women's edu
Rampura Dhaka
Dhaka, 1219
Technical and commerce college under Bangladesh Technical Education Board. Intermediate course of 2 years ● Diploma in Commerce ● HSC Business Management
United City, Madani Avenue, Badda
Dhaka, 1212
Shariatpur
Dhaka
Shariatpur Govt. College- শরীয়তপুর সরকারী কলেজ
Mirzanagar, Nobinagar, Savar
Dhaka, 1344
This is the official page of the one and only private University in Bangladesh that offers quality B.Sc. Vet. Sc. & AH degree.
Dhaka
Lecturer Applied Chemistry & Chem. Eng. at NITER A Constituent Institute of the University of Dhaka.