
ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক সকলের জীবন।
ঈদ মোবারক।
Celebrating the communal spirit of Eid-ul-Adha and the power of collaborative design, we create connections that inspire and unite.
Intern Academy is a Creative Professional Institute. Based On Advance Education & Skills
ইন্টার্ন একাডেমি অব আর্ট এন্ড ডিজাইন এর মাধ্যমে গড়ে তুলুন স্বপ্নের ক্যারিয়ার, বেছে নিন পছন্দের চাকুরী এবং বৃদ্ধি করুন নিজের দক্ষতা।
Operating as usual
ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক সকলের জীবন।
ঈদ মোবারক।
Celebrating the communal spirit of Eid-ul-Adha and the power of collaborative design, we create connections that inspire and unite.
For small changes to big moves- Every hero needs a right Mentor.
Our father is the best mentor.
- Happy Father's Day
USP এর Full Meaning কি ?
আমরা যারা ডিজাইনার আমরা সব সময় ই ব্র্যান্ড এবং প্রোডাক্ট সেল বা প্রোমোশন করার জন্য ডিজাইন করে থাকি।
একটা ডিজাইন সেল এবল হতে হলে বেশ কিছু জিনিস চিন্তা করতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে প্রোডাক্ট এর USP। যদি USP টা ভালো করে বুঝাতে পারেন ডিজাইন এর মাধ্যমে তাহলে আপনার ডিজাইন টা পার্ফেক্ট এবং সেলএবল হবে।
আর সেই ডিজাইন ব্র্যান্ডের সেল বৃদ্ধি করবে এবং ব্র্যান্ড ভ্যালু বাড়াবে । আর তখন ই ডিজাইনার এর ডিজাইন সার্থক। আমরা শতকারা ৯০% ডিজাইনার ই জানি না USP কি বা কেন ইউজ করে ডিজাইনে। চলুন শিখি এক সাথে।
উদাহরণ সরুপ: ইন্টার্ন একাডেমির USP হচ্ছে থিওরি এন্ড প্যাক্টিক্যাল বেজড এডভান্স গ্রাফিক্স ডিজাইন লার্নিং। একজন ডিজাইনার এর মাষ্ট দরকার যদি সে ভালোমানের ডিজাইনার হতে চাই।
আর এমন সব দারুন দারুন টেকনিক এপ্লাই করে ডিজাইন করে ইন্টার্ন একাডেমির স্টুডেন্ট। যা আমাদের ক্লাসে শেখানো হয়। নতুন ব্যাচে জয়েন করতে মেসেজ করুন। ঈদের আগে অফার পেতে মেসেজ করুন।
নলেজ শেয়ার করতে হয়। শেয়ার করে সকল কে জানিয়ে দিন।
-
Sabbir Ahmmed
WhatsApp- 01796808044
ব্র্যান্ড এবং বিজ্ঞাপন নিয়ে গুরুত্বপূর্ণ কথাঃ
৬-৭ বছর আগের কথা । আমি তখন এক বিশ্বখ্যাত কোম্পানীতে ব্রান্ড ম্যানেজার হিসেবে কাজ করি । আমার ব্র্যান্ডের নতুন ক্যাম্পেইন শুরু করলাম । টিভি মিডিয়া ব্রেক হলো শনিবার রাতে । পরের দিন রবিবার সকালে আমাদের মাসিক অপারেশনাল মিটিং, যেখানে হেড-অফ-ফাংশনরা উপস্থিত থাকেন । মিটিং বসে প্রথমেই আমার তৎকালিন CFO, ভদ্রলোক ইন্ডিয়ান, প্রফেশনাল ক্যারিয়ারের বয়স আমার চাইতে অন্ত:ত দ্বিগুণ, জিজ্ঞাসা করলেন
"গালীব, কাল রাত থেকে তো আপনার টিভি শুরু হলো । তা সেলসে ইম্প্যাক্ট কি ?"
উত্তরে আমি কি বলব অনেক্ষণ ভেবেও বুঝে উঠতে পারলাম না ।
এত বছর এই পুরানো গল্প কেন ? কারণ, শুধু সেই CFO ভদ্রলোকই নন, অনেকের মাথার ভিতর এই ধারণা আছে যে এ্যাড দেয়া মানেই সাথে সাথে লাফিয়ে লাফিয়ে সেলস্ বাড়তে থাকা ! এমন কি আমরা যারা মার্কেটিং প্রফেশনালস তাঁদের অনেকের ভেতরেও এই ধারণা কাজ করে ।
মার্কেটিং প্রফেশনে আমি এ পর্যন্ত ঠেকে এবং দেখে যতটুকু শিখেছি তাতে এতটুকু বলতে পারি যে এ্যাড দিয়ে সাথে সাথে সেলসে বাড়ে না । অন্ত:ত FMCG ইন্ডাস্ট্রীতে না । কখনই না । ভাবছেন তাহলে এ্যাড দেবো কেন ? কেনই বা কোম্পানীগুলো তাহলে কাঁড়ি কাঁড়ি টাকা এ্যাডের পেছনে খরচ করে ?
উত্তরটা একটু পরে দিচ্ছি । তার আগে একটু মনে করে দেখুন তো শেষ কবে আপনি নিজে এ্যাড দেখার সাথে সাথে কোন প্রোডাক্ট কেনার জন্য দোকানে দৌড় দিয়েছেন ? বেশীর ভাগের উত্তরই হবে কোনদিনই না । তাই যদি হয় তবে আপনার কনজ্যুমার কোন আক্কেলে টিভি-রেডিও-অনলাইনে-পেপারে এ্যাড দেখেই জিনিষটি কেনার জন্য দৌড়ে দোকানে চলে যাবে ? বিচার-বুদ্ধি তো তাঁদেরও আছে । না কি !
তাহলে এ্যাডের কাজটা কি ? এ্যাডের আসল কাজ ‘পারচেজ’ ঘটানো না । বরং বরং এ্যাডের আসল কাজটি হলো ‘প্রোডাক্ট’ কিংবা ‘সার্ভিস’টি নিয়ে মাথার ভেতর একটু খানি জায়গা করে নেয়া । যাকে মার্কেটিংএর ভাষায় বলা হয় 'Consideration set' । এখনকার পৃথিবীর হাজার হাজার একই ধরণের প্রোডাক্টের রাজ্যে আপনার এ্যাডটি যদি আপনার ব্র্যান্ডটিকে কনজ্যুমারের মাথার ভেতর এতটুকু জায়গা করিয়ে দিতে পারে সেটি কিন্তু মোটেও ফেলনা কিছু নয়, বরং রীতিমত যুদ্ধ জয়ের মতই কঠিন কাজ । এরকম হাজার-হাজার, লাখ-লাখ মানুষের মাথার ভেতর যখন আপনার ব্র্যান্ডটি সামান্য হলেও জায়গা করে ফেলে, তখন আস্তে আস্তে শুরু হয় এক জটিল সাইকলিজিক্যাল প্রক্রিয়া, যাকে মনো:বিজ্ঞানের ভাষায় Active decision making process-ও বলে । আগ্রহী কনজ্যুমারগণ তখন ধীরে ধীরে আপনার ব্র্যান্ড নিয়ে ইনফর্মেশন খুঁজতে থাকে । কি আছে এতে ? কি নেই ? কি কি ব্যপারে এটি অন্য ব্রান্ডের চাইতে ভাল কিংবা খারাপ ? একে অন্যকে এটির ব্যপারে জিজ্ঞাসা করে, সাজেশন দেয়া নেয়া করে । এই কথা-বার্তা কিন্তু আপনার ব্র্যান্ডের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার । এটিকে মার্কেটিংএর ভাষায় বলে Word of Mouth (WoM)। আর যাঁরা রকীব হাসানের তিন গোয়েন্দা পড়েছেন তারা বলতে পারেন 'ভুত-থেকে-ভুতে' । Empirical evidence বলে যে যেসব ব্র্যান্ড WoM ডমিনেট করে, সেসব ব্র্যান্ডই ক্যাটাগরীতে সবচেয়ে বেশী সেলস জেনারেট করে ।
অবশেষে, সমস্ত ইনফর্মেশন-ধাঁধা-অনিশ্চয়তা আর সাইকলিজির হাজারটা জটিল পথ পাড়ি দিয়ে একজন মানুষ আপনার ব্র্যান্ডটি কেনার কিংবা না-কেনার ডিসিশন নেন । এই পুরো যাত্রা পথে আরও অনেক কিছুই প্রভাব রাখে - ডিস্ট্রবিউশন, প্যাকেজিং, দাম, কম্পিটিটিরের এ্যাক্টিভিটি, দোকানদারের সাজেশন, দোকানের ভিজিবিলিটি ইত্যাদি । এর কোনটি তাকে পজেটিভলি প্রভাবিত করে, আবার কোনটি নেগেটিভলি । অনেকটা সেই সাপ-লুডু খেলার মত - কখনও সাপে খেয়ে পেছনে পাঠিয়ে দেবে আবার কখনও মই পেয়ে ধাঁই ধাঁই করে উপরে উঠতে যাবে । একজন মার্কেটিয়ারের কাজ যতটা সম্ভব সাপগুলো মেরে, সিঁড়ি বিছানোর ব্যবস্থা করা । সেই জন্যই একজন মার্কেটিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভ্যালু চেইনের উপর দখল থাকতে হয় । এ্যাড সেই ভ্যালু চেইনের অতি সামান্য একখানা অংশ মাত্র ।
সুতরাং, একমাত্র জীবন বাঁচানো ইমার্জেন্সী ঔষধ আর স্বল্প-সময়ের জন্য দেয়া অসম্ভব টাইপের আকর্ষণীয় অফার ছাড়া এ্যাড দিয়ে সাথে সাথে সেলস্ বাড়িয়ে ফেলার পরিকল্পনা করাটা বোকামী ছাড়া আর কিছুই না । এ্যাড অবশ্যই আপনার ব্র্যান্ডের সেলসকে প্রভাবিত করবে । তবে তা সাথে সাথে নয় । কয়েক মাস, কয়েক কোয়ার্টার এমনকি অনেকক্ষেত্রে বছরও লেগে যায় একখানা থিমেটিক এ্যাডের প্রভাব আসতে এবং বুঝতে । তবে একবার যখন সেটি আসা শুরু করে, আর আপনি যদি পথের সাপগুলো সরিয়ে রাখতে পারেন, তবে আপনার ব্র্যান্ডটিও কনজ্যুমারের মাথার ভেতর বাড়ি-ঘর বানিয়ে চীরস্থায়ী রাজত্ব শুরু করে দেয় । সেলস নাম্বারের ঘোড়াটাও তখন ছুটতে থাকে জোরে । তবে তার জন্য সময় দিতে হয় । ইনভেস্টমেন্ট করে যেতে হয় । ধৈর্য্য থাকতে হয় । যদি সেই সময়, ক্যাপিটাল ব্যাকাপ আর ধৈর্য্যটুকু না থাকে তবে খামোখা এ্যাড দিয়ে টাকা নষ্ট না করাই ভাল ।
আর তাই এ্যাডের পেছনে খরচ শুরু করার আগে মার্কেটিয়ারদের উচিৎ ম্যানেজমেন্টের সাথে এই ব্যপারগুলো পরিষ্কার করে নেয়া - এই এ্যাড ক্যাম্পেইন থেকে বিজনেসে ঠিক কি ইম্প্যাক্ট আসবে এবং তা কবে । সেটি ঠিক না করে গেলে পরবর্তিতে যে ভয়ানক প্রেশারে পরবেন তখন এমনকি চাকরী এমনকি পুরো ক্যারিয়ারেরও বারোটা বেজে যেতে পারে ।
লেখাঃ Galib Bin Mohammad
Head of Marketing Arla
ডিয়ার ডিজাইনার্স
বৃষ্টির সময় ইলেক্ট্রিকাল ডিভাইস ব্যবহারে সাবধানতা অবলম্বন করবেন। যে কোন মুহুর্তে আপনার পিসি নষ্ট হয়ে যেতে পারে । এতে আপনার মূল্যবান ডাটা নষ্ট হয়ে যেতে পারে।
সম্ভব হলে IPS / UPS ব্যবহার করুন।
সচেতনতায়ঃ ইন্টার্ন একাডেমি
একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে ক্যারিয়ার নিয়ে আপনি কতটুকু চিন্তা করতে পারেন? সোশ্যাল মিডিয়া, লোগো, ব্র্যান্ডিং, প্যাকেজিং নাকি প্রিন্ট অন ডিমান্ড ডিজাইনার?
এখানেই কি শেষ? কেন আপনি নিজেকে ক্রিয়েটিভ ডিরেক্টর, সিনিয়র ভিজুয়ালাইজার কিংবা ব্র্যান্ড কনসালটেন্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চিন্তা করেন না?
ইন্টার্ন একাডেমি চেষ্টা করছে আপনাকে ডিজাইন জগতের সর্বোচ্চ অবস্থানে পৌঁছে দেওয়ায় সহযোগী হতে। আমরা আপনাদের শেখায় কিভাবে ক্রিয়েটিভ ডিরেক্টর, সিনিয়র ভিজুয়ালাইজার কিংবা ব্র্যান্ড কনসালটেন্ট হওয়া যায়। ডিজাইনার হিসেবে কোন বিষয় গুলো আপনার জানা একান্ত জরুরি।
আমরা আজকে পরিচয় করিয়ে দিব আমাদের রানিং ব্যাচের (Batch-04)(Ultimate Design Hacks) ক্রিয়েটিভ আর্মিদের সাথে, যারা দীর্ঘদিন ডিজাইন সেক্টরে কাজ করার পরও আমাদের সাথে যুক্ত হয়েছেন।
সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো ইন্টার্ন একাডেমির পক্ষ থেকে, আমরা সর্বদাই আপনাদের সফলতা কামনা করি। ধন্যবাদ।
যারা ব্যাচ Batch-04 মিস করেছেন তাদের জন্য Batch-05 এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আগ্রহীরা দ্রুত সীট কনফার্ম করুন।
-Intern Academy
আমরা ডিজাইনার,
বিজ্ঞাপনের মানুষ !
কোন বিজ্ঞাপনের কথা মনে আছে! যেটার গল্প অসাধারণ ।
সকলের একমাত্র আস্থার জায়গা তার "মা"। মায়ের আদর, ভালোবাসা, শাসন এবং পরম স্নেহে একটা সন্তান তার সঠিক রেডম্যাপ খুঁজে পায়।
একজন মা ই জানে তার সন্তানের কি কি দরকার, কখন কি প্রয়োজন। এবং একজন মা সেভাবে তার সর্বোচ্চ তার সন্তান কে দিয়ে দেয়।
ইন্টার্ন একাডেমির প্রতিটা স্টুডেন্টই একাডেমির সন্তান। একজন সন্তানের সাফল্যের জন্য যা যা করতে হয় প্রতিনিয়ত সেটাই করে যাচ্ছে ইন্টার্ন একাডেমি।
বিশ্ব মা দিবসে সকল মায়ের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা।
ডিজাইনঃ Janet Tigga (Design Hacks B:04)
একদম Basic to Advance ডিজাইন শিখতে চান যারা দ্রুত ইনবক্স করেন !
স্পেশাল একটা ব্যাচ রান হচ্ছে।
Intern Academy এর ডিজাইন হ্যাক্স এর ব্যাচ ০৪ এর থিওরি ক্লাস এর পর প্রথম টেস্ট ওয়ার্ক দিয়েছিলাম তাদের স্টোরি টেলিং এবং আইডিয়া জেনারেট কতটা স্ট্রং হইলো এটা দেখার জন্য !
কাজ গুলা কেমন হয়েছে কমেন্ট করে উৎসাহ দিবেন।
মাশাআল্লাহ্ সবাই দুর্দান্ত কাজ করেছে । যাস্ট হাল্কা একটু ট্রিটমেন্ট করেছি কনসেপ্ট বিল্ডিং এবং আইডিয়া জেনারেট এর উপর । এতেই এই অবস্থা ।
ইন্ডাট্রি তে ভিন্ন কিছু ক্রিয়েটিভ ডিজাইনার তৈরি হচ্ছে ইন্টার্ন একাডেমির মাধ্যমে যেটা আগামীতে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি সুপার লেভেলের কিছু ডিজাইনার পাবে।
যাদের ডিজাইন হ্যাক্স নিয়ে আগ্রহ তারা আমাদের স্টুডেন্টসদের সাথে কথা বলতে পারেন। জিজ্ঞাসা করতে পারেন তাদের কিভাবে ক্রিয়েটিভ আই সি ইউ তে রাখা হয়েছে। ইন্টার্ন একাডেমি গদবাধা সিলাবাস এবং টুলস এর মধ্যে সীমাবদ্ধ থাকে না। ভিন্ন লার্নিং প্রসেস এ আগাচ্ছে।
Cheers to the designers on Labour Day, whose contributions to our country's growth are as vibrant and impactful as their designs.
International Labour Day
Happy Designing.
এক ঝাঁক ক্রিয়েটিভ আর্মি নিয়ে গতকাল শুরু হলো Ultimate Design Hacks Batch- 04 । বিভিন্ন ইন্সটিটিউট থেকে ডিপ্লোমা করা, এডভান্স কোর্স কমপ্লিট করা, এডভার্টিজিং এজেন্সির ডিজাইনার এবং কর্পোরেট এর ডিজাইনার, টপ রেটেড ফ্রিলান্সারদের নিয়েই শুরু হলো ফিউচার ক্রিয়েটিভ ডিরেক্টর হওয়ার তিন মাসের স্পেশাল জার্নি - ডিজাইন হ্যাক্স ।
কোর্স আসলে এই ইন্টার্ন একাডেমির ডিজাইন হ্যাক্স ?
এক কথায় ডিজাইন হ্যাক্স মানে লাইফ হ্যাক্স , ইন্টার্ন একাডেমি শুধু ডিজাইন ই শেখাই না লাইফ হ্যাক্স শেখানো হয় ! একটা ডিজাইনার এর প্রোডাক্টিভিটি , আইডিয়া জেনারেট, ক্লাইন্ট হান্টিং, পার্সোনাল গ্রোথ, স্যোসাল এক্টিভিটি সহ দুর্দান্ত কিছু সিক্রেট নলেজ শেয়ার করা হয় !
শুধু টুলস জানলেই হবে না। টুলস এর বাইরের জগৎ টা জানা সব থেকে বেশি ইমপর্ট্যান্ট। ইন্টার্ন একাডেমি ডিজাইনের থিওরির দিকে বেশি ফোকাস দেয় যা বাংলাদেশে প্রথম এবং ব্যাতিক্রম একটি কোর্স ।
ডিজাইন, মার্কেটিং এর ডিপ নলেজ জানতে হলে অবশ্যই ইন্টার্ন একাডেমি তে আসতেই হবে।
যারা ব্যাচ ০৪ মিস করেছেন তাদের জন্য ব্যাচ ০৫ এর রেজিস্ট্রেশন চলছে... কমেন্ট এ লিংক।
ইন্টার্ন একাডেমির ফাউন্ডার Sabbir Ahmmed এর পিছনের গল্প যেটা কেউ ই জানে না ! সুইসাইড থেকে কামব্যাক করে সাফল্যের পথে হাঁটা অনেক টাফ ছিলো !
অনেক ধন্যবাদ Nur Rahman ভাই ! এত্ত সুন্দর আয়োজন করার জন্য !
হেরে যাওয়া ছেলেটি আজ ৮ টি কোম্পানির মালিক !!! চ্যানেল টা সাবস্ক্রাইব না করে থাকলে করে ফেলতে পারবেন এখানেঃ https://www.youtube.com/ার ফেসবুক পেজ: https://www.facebook.com/nurrahman333আমার ফ...
"ইন্টার্ন একাডেমীর সাথে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির উজ্জ্বল জগতে চলুন একসাথে পথ চলি, যেখানে সূর্যের সোনালী আলোয় ক্রিয়েটিভিটির বিকাশ লাভ করে!
প্রতিটি ডিজাইনের স্টোরি টেলিং এর উষ্ণতা ফিল করে সবাই, যখন আমরা ক্রিয়েটিভিটির উপর তাপ বাড়িয়ে দিই।
আপনার ডিজাইন, আপনার আইডিয়াকে আলোকিত করার জন্য প্রস্তুত তো?
ইন্টার্ন একাডেমির সাথে যোগ দিন, এবং আসুন একসাথে জ্বলে উঠি!"
অভিনন্দন, আল্টিমেট ডিজাইন হ্যাক্স ব্যাচ ০৪ এর সকল শিক্ষার্থীদের।
আজ থেকে আপনি একজন ইন্টার্ন একাডেমির " ক্রিয়েটিভ আর্মি "।
ব্যাচ ০৪ এর সিক্রেট সাপোর্ট গ্রুপ লিংক মেইল করা হয়েছে।
যারা ব্যাচ ০৪ এ জয়েন করতে পারেন নি তারা অনেক কিছু মিস করে ফেলছেন। ৫ম ব্যাচের জন্য রেডি হন । ইনশাআল্লাহ দেখা হবে ৫ম ব্যাচে ।
নিজের প্রোডাক্টিভিটির জন্য কি কি করেন?
কাজ করতে অনেক সময় লাগার অন্যতম কারণ শর্টকাট না জানা। দ্রুত ডিজাইন করতে কি-বোর্ডের শর্টকাট জানা খুব জরুরী।
শেয়ার করে রেখে দিন আপনার ওয়ালে।
লোগো ডিজাইন করতে
কোন সফটওয়্যার টা ব্যবহার করেন?
Art Using Everyday Objects. So Creative!! 😍🤩🔥
Artist: Christoph Niemann
এক তার এক ছন্দে ডিজাইন শিখি মনের আনন্দে।
সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা ! শুভ নববর্ষ !
ইন্টার্ন একাডেমির সাথে ডিজাইন ক্যারিয়ার হোক ঈদের মতই আনন্দময়। সবার জীবনে ঈদ বয়ে আনুক সুখ-সমৃদ্ধি!
সবাইকে ঈদ মোবারক।
Intern Academy ইফতার মাহফিল ২০২৪ ( পার্ট-০১)
ডিজাইন ইন্ডাস্ট্রির একঝাঁক তরুন ফিউচার ক্রিয়েটিভ ডিরেক্টরদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিলো।
ইন্টার্ন একাডেমি ইফতার মাহফিলে বিভিন্ন এডভার্টিজিং ইন্ডাস্ট্রির ক্রিয়েটিভ ডিরেক্টর, বেশ কয়েকদিন ব্র্যান্ড ওনার এবং ইন্ডাস্ট্রির সিনিয়র ডিজাইনারগন উপস্থিত ছিলেন। ডিজাইন এর কিছু সিক্রেট নিয়ে বেশ আলোচনা করেছিলেন ইন্ডাস্ট্রি এক্সপার্টরা।
অন্যতম একটা ভালো সুন্দর মুহূর্ত কেটেছে। যারা ইদের ছুটির জন্য আসতে পারেন নি সবাইকে মিস করেছি।
ধন্যবাদ উপস্থিত সবাইকে এবং অরগানাইজার ক্রিয়েটিভ আর্মি ওসমান গনি এবং আবু সায়েম কে।
বিশেষ ধন্যবাদ ইন্ডাস্ট্রি এক্সপার্ট তুহিন ভাই, আমজাদ ভাই, সোহেল ভাই, ইয়াকুব ভাই এবং জুবায়ের কে।
UI এর Full Meaning কি ?
কেন
ইন্টার্ন একাডেমি
আপনার পছন্দের তালিকায়?
হয় পড়ুন না হয় পিছিয়ে পরুন। আমরা আইডিয়া জেনারেট করা নিয়ে সবাই খুব পেরেশান হয়ে যায়, তবে আইডিয়ার মুল উৎস প্রচুর রিসার্চ করা এবং বই পড়া। একজন ডিজাইনার হিসাবে প্রচুর বই পড়তে হবে।
আপনি লাষ্ট কোন বই টা পড়েছেন? কমেন্ট করুন।
বিভিন্ন অফারের প্রলোভনে পড়ে এপ্রিলফুল হচ্ছেন না তো ?
এপ্রিলফুল না হয়ে চলুন একসাথে Skillfull হই ইন্টার্ন একাডেমির সাথে।
দুষ্টু পোলাপান গুলা মার্কেট রিসার্চ করা শিখে গেছে, বড় বড় ব্র্যান্ডের কাজ কিভাবে করতে হয় এটা শিখে গেছে, স্টোরি টেলিং উইথ এডস মেকিং শিখে গেছে, নিজে নিজে আইডিয়া করে কাজ করতে পারে এখন। এখন আর ভয় পায় না।
ওদের কে যাষ্ট কাজের ব্রিফ দিলেই কাজ তুলে ফেলতে পারে। বুঝতে পারে ব্র্যান্ড এর টি জি কারা। এবং তাদের কথা মাথায় রেখে কাজ করতে পারে এখন।
হ্যাঁ এরাই হচ্ছে Ultimate Design Hacks 03 এর দুষ্টু ক্রিয়েটিভ স্টুডেন্ট। ভালোলাগে ওদের কাজ দেখে। দিন দিন বড় হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ।
দোয়া করি আগামীদিনের ক্রিয়েটিভ ডিরেক্টরদের জন্য। এদের হাতেই তৈরি হবে বাংলাদেশের Apple, Nike এর মত বড় বড় ব্র্যান্ড।
নেক্সট ব্যাচের জন্য প্রস্তুত নেন বাকিরা।
আসসালামু ওয়ালাইকুম!
আশাকরি সবাই ভালো আছেন। যারা যারা ডিজাইন রোডম্যাপ ওয়ার্কশপ করেছিলেন এবং সার্টিফিকেট এর জন্য ফর্ম পূরণ করেছিলেন সবাইকে " ডিজাইন রোডম্যাপ বাই সাব্বীর আহম্মেদ- পি ডি এফ বই এবং সার্টিফিকেট মেইল করা হয়েছে। প্লিজ চেক করবেন সবাই।
এটা আমার প্রথম বই ! ভুলত্রুটি ক্ষমা করবেন !
২য় টা খুব শিগ্রই পাবলিশ হবে এবং সেটা হার্ড কপি। ডিজাইন এর সিক্রেট সব ডিটেইলস আকারে বলবো!
- সাব্বীর আহম্মেদ
বাংলাদেশ ইন্টার্ন একাডেমীর এর মাধ্যমে গড়ে তুলুন স্বপ্নের ক্যারিয়ার, বেছে নিন পছন্দের চাকুরী এবং বৃদ্ধি করুন নিজের দক্ষতা।
আমাদের পেজে আপনাকে সু-স্বাগতম 私たちのページへようこそ
BCS-সহ সকল সরকারি চাকরি প্রত্যাশীদের পড়াশুনা মূলক একটি পেইজ। আশা করি, লাইক/Follow দিয়ে সাথে থাকবেন।
মারকাযু তাহযীবিল উম্মাহ ঢাকা একটি উ?
First complete science academy in zinzira For creative education and pleasure, you can rely on.
পবিত্র কুরআনে আল্লাহ বলেন, "পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন" (সূরা আলাক্ব:-১)
"আসসালামুয়ালাইকুম,, আশা করি সবাই ভালো আছেন।আমাদের ফেসবুক পেইজে নিয়মিত কুরআন তিলাওয়াত সুনতে পারবেন।।
Best Academy for Learning Building Information Modeling.
একুশ শতকের দক্ষতার বিকাশের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিয়োজিত বাংলাদেশী শিক্ষকদের প্লাটফর্ম।