Al-Jibran Darul Quran Academy-আল জীবরান দারুল কুরআন একাডেমী

Al-Jibran Darul Quran Academy-আল জীবরান দারুল কুরআন একাডেমী

Share

A Quranic Academy

আমাদের একাডেমী সম্পর্কে বিস্তারিত তথ্য:
-----------------------------------------------------------------
আপনার সন্তানের বাংলা, ইংরেজীতে গুরুত্ব দিতে গিয়ে দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন কিংবা দ্বীনি শিক্ষার দিকে ঝুঁকতে গিয়ে বাংলা,ইংরেজীতে দূর্বলতার আশংকা জাগছে আপনার মনে? তাহলে আলহামদুলিল্লাহ, আপনার জন্য সহজ সমাধান
হিফজুল কুরআন ও জেনারেল শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ

Operating as usual

24/12/2024

বিজয় উৎসবে আমাদের শিক্ষার্থীদের পারফরম্যান্স দেখে অভিভূত হলেন সম্মানিত ভিসি মহোদয়!
প্রফেসর ডঃ মোঃ শামসুল আলম।
ভাইস চ্যান্সেলর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা।

ডেমরায় আল-জীবরানে বিজয় উৎসব পালিত 19/12/2024

আলহামদুলিল্লাহ!
আজকের দৈনিক নয়া দিগন্তে
আমাদের বিজয় উৎসবের সংবাদ প্রকাশিত হয়েছে।

ডেমরায় আল-জীবরানে বিজয় উৎসব পালিত মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার ডেমরার আল-জীবরান দারুল কুরআন অ্যাকাডেমিতে মঙ্গলবার বিজয় উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অ....

18/12/2024

আলহামদুলিল্লাহ!
একুশে টি.ভি.তে আমাদের বিজয় উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার সংবাদটি প্রচারিত হয়েছে।
----------------------------
২০২৫ শিক্ষাবর্ষে মাত্র ৩০ টি আসনে ভর্তি নেয়া হবে,ভর্তি ফরম বিতরণ চলছে! আমাদের সম্পর্কে বিস্তারিত তথ্য:
-----------------------------
আপনার সন্তানের বাংলা, ইংরেজীতে গুরুত্ব দিতে গিয়ে দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন কিংবা দ্বীনি শিক্ষার দিকে ঝুঁকতে গিয়ে বাংলা,ইংরেজীতে দূর্বলতার আশংকা জাগছে আপনার মনে? তাহলে আলহামদুলিল্লাহ, আপনার জন্য সহজ সমাধান
হিফজুল কুরআন ও জেনারেল শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান
"আল-জীবরান। ফলে আপনার সন্তান বাংলা,ইংরেজীর পাশাপাশি আরবী ভাষা, কোরআন-সুন্নাহ হিফজুল কুরআন শিক্ষায়ও হবে সমান পারদর্শী
ইনশাল্লাহ।

👉 আমাদের একাডেমী কেন ব্যতিক্রম?
হিফজুল কোরআন ও জেনারেল শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রমধর্মী কারিকুলাম।

১. বিশুদ্ধ আকীদা ও মানহাজে পাঠদান।
২. জাতীয় শিক্ষা কারিকুলাম ও ইসলামী শিক্ষার
সমন্বিত সিলেবাস।
৩. আরবি ও ইংরেজি ভাষায় দক্ষ বানানোর লক্ষ্যে যোগ্য এবং অভিজ্ঞ শিক্ষক প্যানেল।
৪. পর্যাপ্ত আলো-বাতাস, পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ ও নিরিবিলি আবাসন ক্যাম্পাস।
৫•প্রতিটি ব্যাচে আসন সংখ্যা 15 জন
৬⦁ ক্লাসের পড়া ক্লাসেই কমপ্লিট করার ব্যবস্থা
৭•প্রত্যেক ছাত্রদের জন্য রয়েছে মাসিক প্রতিবেদন পর্যালোচনা।
৮. জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্বারিদের মাধ্যমে নিয়মিত ক্বিরাতের মাশকের সুব্যবস্থা।
৯. প্রবাসী ও ব্যস্ত অভিভাবকগণের সন্তানদের দায়িত্ব গ্রহণ।
১০⦁ অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ ও মতামত গ্রহনের ব্যবস্থা।
১১⦁ দেশসেরা শিক্ষাবিদ ও মোটিভেশনাল স্পিকার দিয়ে মোটিভেশন দেয়ার ব্যবস্থা।
১২⦁শরীরচর্চার জন্য রয়েছে নিয়মিত অ্যাসেম্বলি ও পিটি প্যারেড।

এছাড়াও রয়েছে

নসীহাতমূলক প্রোগ্রাম ।
বিষয়ভিত্তিক আলোচনা ।
হাদিস পাঠ ।
সংশোধন মূলক আলোচনা সভা
বিষয়ভিত্তিক দোয়া,হাদিস
ও মাসাআলা মুখস্ত করন ।
মনীষীদের জীবনী আলোচনা
সালাত,অযু,পবিত্রতার প্রশিক্ষণ।

👉 আমাদের প্রতিষ্ঠানটি ২ টি বিভাগে বিভক্ত:

১। তাহফীযূল কুরআন বিভাগ
ক) প্রি-তাহফীযুল কুরআন (নুরানী ও নাযেরা)
খ) তাহফীযুল কুরআন(শুরু হওয়ার পর থেকে ৩ বছরের মধ্যে হিফজ সম্পন্ন ইনশাআল্লাহ)
গ) হিফয রিভিশন বা শুনানী

২। জেনারেল বিভাগ(প্লে থেকে অষ্টম শ্রেণী)

প্লে,নার্সারি ও প্রথম শ্রেণীর পাশাপাশি
বিশুদ্ধ নূরানী পদ্ধতিতে কায়দা,আমপারা,নাজেরা সম্পন্ন।

এরপর ধারাবাহিকভাবে হিফজ চলবে
এবং শুনানির পাশাপাশি জেনারেল ক্লাসও চলবে ৮ম শ্রেনী পর্যন্ত

👉 মাদরাসার কার্যক্রম:
• আবাসিক
• অনাবাসিক
• ডে-কেয়ার

👉 আমাদের একাডেমির বৈশিষ্ট্যাবলী:
---------------------------------------------------
• লিফট সমৃদ্ধ ১১ তলা বিশিষ্ট ভবন(প্রস্তাবিত
কাজ চলমান)

• ২৪ ঘন্টা বিদ্যুৎ সুবিধার জন্য রয়েছে পাওয়ারফুল জেনারেটর এর সুব্যাবস্থা।

• সিসিটিভি ও সার্বক্ষণিক গেইটলক নিরাপত্তা ব্যবস্থা ।

• সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী।

• আরবি ও ইংরেজিতে অনর্গল কথা বলার যোগ্যতা অর্জন।

• আবাসিক শিক্ষার্থীদের জন্য ৩ বেলা স্বাস্থ্যসম্মত খাবার ও ২ বেলা নাস্তা এবং রাতের শেষ খাবার হিসেবে ফল, দুধ ও মিষ্টি পরিবেশন।

• পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের সমন্বয়ে পরিচ্ছন্ন
ক্লাসরুমের সুব্যবস্থা।

• নিরিবিলি ও মনোরম পরিবেশে আবাসন ব্যবস্থা।

• প্রত্যেকের জন্য উন্নত মানের এস এস খাট ও লকার এর সুব্যবস্থা(প্রস্তাবিত)

⦁আবাসিক শিক্ষার্থীদের পোশাক পরিচ্ছদ পরিস্কারের জন্য রয়েছে অত্যাধুনিক ওয়াশিং মেশিনের সুব্যবস্থা।

• খেলাধুলা ও বিনোদনের জন্য রয়েছে দোলনা, স্লাইডার,স্লিপার ও বিভিন্ন রাইডস এর সুব্যবস্থা।
এছাড়াও রয়েছে আসর থেকে মাগরিব মাঠে খেলাধুলার সু ব্যবস্থা।

• বিশুদ্ধ পানি পানের জন্য রয়েছে গরম,ঠান্ডা, ও নরমাল পানির অটোমেটিক ইলেকট্রিক ফিল্টার।

•শিশুদের শিক্ষা উপযোগী ডিজিটাল উপকরণ, (স্মার্ট টিভি, স্মার্ট বোর্ড, সাউন্ড সিস্টেম)

•শিক্ষার্থীদের হাজিরা কল এবং অভিভাবকদের মোবাইলে এসএমএস প্রদানের জন্য রয়েছে বায়োমেট্রিক পদ্ধতির ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ।

• নিয়মিত হেলথ চেকাপ ও চিকিৎসা সেবার জন্য রয়েছে প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত অভিজ্ঞ চিকিৎসক।

•সুন্দর হস্তাক্ষর প্রশিক্ষণ ও প্রতিযোগিতা।

•শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে জাতীয় বেতার ও টেলিভিশনের শিল্পীদের মাধ্যমে নিয়মিত ইসলামিক সংগীত ও নাশিদ প্রশিক্ষণ।

•এছাড়া শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে আন্তঃ, বিভাগীয়,জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুব্যবস্থা।

✍️ ভর্তির বিস্তারিত নিয়মাবলী:
*যে শ্রেণীতে ভর্তি করা হয়:

"নূরানী বিভাগ:(কায়দা ও আমপারা)
"হিফজুল কুরআন বিভাগ (নাজেরা ও হিফজ)
"জেনারেল বিভাগ:(প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত)

✍️ ভর্তি পরীক্ষার ধরন:
কি/ লিখিত পরীক্ষা,খ/মৌখিক পরীক্ষা

যে ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক তাকে পূর্ববর্তী ক্লাসের আরবি, ইংরেজি, বাংলা ও গণিত বিষয়ের উপর ১০০ নাম্বারের লিখিত ও মৌখিক ভর্তি পরিক্ষায় অংশগ্রহণ করতে হবে।

👉 ভর্তি প্রক্রিয়া:
(১) ৩০০টাকার বিনিময়ে অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।
(২) প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত ফরমে সকল তথ্য প্রদান করতে হবে।
(৩) ভর্তির সময় ছাত্রের জন্ম নিবন্ধন সার্টিফিকেট জমা দিতে হবে।
(৪) ফরমের সাথে দুই কপি পাসপোর্ট ও দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি জমা দিতে হবে।
(৫) অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিতে হবে।
(৬) অভিভাবকের এক কপি করে পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
(৭) ভর্তির সময় অভিভাবক ও শিক্ষার্থীকে স্বশরীরে উপস্থিত থাকতে হবে।
(৮) প্রতিষ্ঠানের নির্ধারিত ফি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
(৯) কেবলমাত্র ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হলেই প্রার্থী ক্লাসে ভর্তি হতে পারবে নতুবা এক ক্লাস নিচে (আসন খালি থাকা সাপেক্ষে) ভর্তি হতে পারবে।
ভর্তি পরিক্ষার পাস নাম্বার হবে শতকরা ৬০% ।

👉 ভর্তি ফি:
*নতুন ছাত্র ৮০০০টাকা
(সাথে যুক্ত হবে প্রথম মাসের বেতন)

*পুরাতন ছাত্র ৪৫০০ টাকা
(সাথে যুক্ত হবে প্রথম মাসের বেতন)

👉 মাসিক ফি:
*শিশু শ্রেণী ২,৫০০টাকা-
(ক্লাস ২ বেলা,হোমওয়ার্ক নেই)

*নার্সারি থেকে চতুর্থ শ্রেণী:৩৫০০টাকা
(হিফজের সাথে জেনারেল+জেনারেলের সাথে হিফজ)

*৫ম থেকে ৮ম শ্রেণী ৪০০০ টাকা
(অর্থসহ কোরআন ও জেনারেলের সমন্বয়)

👉আবাসিক শিক্ষার্থীদের থাকা ফি:
নরমাল বেড ৫০০ টাকা,
ভি.আই.পি বেড ২৫০০ টাকা
*ডে-কেয়ারে থাকা ফি: ৩০০টাকা।

👉হোস্টেল চার্জ:
*৩ বেলা প্রধান খাবার ৪০০০ টাকা।
*২ বেলা টিফিন ও রাতের শেষ খাবার ২৫০০ টাকা।(ঐচ্ছিক)
*পোশাক পরিচ্ছেদ পরিষ্কার ও আয়রন ফি ৩০০ টাকা(ঐচ্ছিক)।
*কালচারাল ক্লাস ফি ৫০০ টাকা(ঐচ্ছিক)।
*ক্বিরাত প্রশিক্ষণ ক্লাস ফি ৫০০ টাকা(ঐচ্ছিক)
*ইংলিশ স্পোকেন ক্লাস ফি ৫০০ টাকা(ঐচ্ছিক)
*এরাবিক স্পোকেন ক্লাস ৫০০ টাকা(ঐচ্ছিক)
*উপস্থাপনা ও আবৃত্তি ক্লাস ফি ৫০০ টাকা (ঐচ্ছিক)

👉 সার্বিক যোগাযোগ:
আল-জীবরান দারুল কুরআন একাডেমী,
পঙ্খুমিয়া জামে মসজিদের সামনে,
সারুলিয়া,ডেমরা-ঢাকা।

🔷 যোগাযোগ:
পরিচালক☎️০১৭১৬৯৩৬২৫৭
অফিস ☎️০১৮৯৮৩২৪২৭৭

👉 আমাদের সম্পর্কে আরো জানতে
চোখ রাখুন

👉ফেইসবুক:
https://www.facebook.com/AlJibranDQAcademy?mibextid=ZbWKwL

👉ইউটিউব:
https://youtube.com/?si=dfgtvnXGcn-zj6ZY

👉ওয়েবসাইট:
https://aljibrandqa.com

👉ইমেইল:
[email protected]

*** আল-জীবরান দারুল কুরআন একাডেমী প্রতিষ্ঠিত হয়,

১ জানুয়ারি ২০১৯ এ রাজধানী ঢাকার,ডেমরা থানার সারুলিয়া এলাকার রানীমহলের পশ্চিম পাশে
বহুল পরিচিত পংখুমীয়া জামে মসজিদের সামনে,
নির্মানাধীন ১১ তলা বিশিষ্ট বহুতল ভবনের
২য় এবং ৩য় তলায় ৩৫০০স্কয়ার ফিট সমৃদ্ধ জায়গায় উক্ত একাডেমী অবস্থিত।
মাদরাসার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে কুরআন এবং সহীহ হাদীসের আলোকে বিশুদ্ধ আকীদা, মানহাজ ও আমল শিক্ষাদানের মাধ্যমে একটি উন্নত, দক্ষ ও শিক্ষিত জাতি গড়ে তোলা।
আপনার সন্তানকে হিফজুল কুরআন এর পাশাপাশি আরবি ও ইংরেজিতে দক্ষ বানানোর অঙ্গিকার নিয়ে এগিয়ে চলেছে আমাদের একাডেমীর সার্বিক শিক্ষা কার্যক্রম।
আপনার সন্তানকে আধুনিক ও দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়"আল-জীবরান দারুল কুরআন একাডেমী"

ডেমরায় আল-জীবরানে বিজয় উৎসব 18/12/2024

আলহামদুলিল্লাহ!
বাংলাভিশন অনলাইন পোর্টালে আমাদের বিজয় উৎসবের সংবাদ প্রকাশিত হয়েছে।

ডেমরায় আল-জীবরানে বিজয় উৎসব মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার ডেমরাস্থ আল-জীবরান দারুল কুরআন একাডেমীতে বিজয় উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান.....

Photos from Al-Jibran Darul Quran Academy-আল জীবরান দারুল কুরআন একাডেমী's post 16/12/2024

আলহামদুলিল্লাহ!
মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের আল-জীবরান দারুল কুরআন একাডেমী'র উদ্যোগে বিজয় উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা সফলতার সাথে সম্পন্ন হয়েছে।

প্রতিষ্ঠানের প্রধান পরিচালক -মাওলানা মুহাম্মাদ জহির বিন বাশারের পরিচালনায়,মালয়শিয়ান সফল সি-আই-পি উদ্যোক্তা দাতুশ্রী মোঃ মোয়াজ্জেম হোসাইন জাম এর সভাপতিত্বে স্থানীয় অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামি আরবি বিশ্বদ্যালয় ঢাকা'র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মোঃ শামছুল আলম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন -
একটি টেকসই সুখী সমৃদ্ধশালি সমাজ গঠনের জন্য, বিজয়ের সত্যিকারের সুফল ভোগ করার জন্য এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ইসলাম ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। আল-জীবরান সেই স্বপ্ন বাস্তবায়নের কাজ করে যাচ্ছে। তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান দুনিয়া-আখেরাতে শান্তি সুখে থাকার জন্য আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে। তাহলেই কেবল আমরা শান্তির ঠিকানা খুঁজে পাবো।

প্রতিষ্ঠানের ইনচার্জ মাওলানা মোঃ মাহবুবুর রহমান উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট লেখক ও গবেষক এমদাদুল হক চৌধুরী, পেনভিশন টিভি'র নির্বাহী পরিচালক মাহবুব মুকুল। এনটিভি'র সিনিয়র অনলাইন এডিটর এমএ তাওহিদ,।
তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখার সাবেক শিক্ষক মাওলানা তাজুল ইসলাম কাউসার।
আলোচনা পর্ব শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা কর্মকর্তা-কর্মচারী,ছাত্র-ছাত্রী, অভিভাবক,শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ী বৃন্দ। দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের নান্দনিক পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা।
বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিনোদন বন্ধু -জনাব খান সাহেব। সাংস্কৃতিক সন্ধ্যায় ভিন্নমাতার আয়োজনে উপস্থিত দর্শকদের মধ্যে এক আনন্দ ও আবেগঘন পরিবেশ তৈরি হয়।

13/12/2024

চলছে আল-জীবরান দারুল কুরআন একাডেমি কর্তৃক আয়োজিত বিজয় উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধা
প্রিয়জনদের লাইভটি শেয়ার করে সাথে থাকার অনুরোধ রইলো.

13/12/2024

চলছে আল-জীবরান দারুল কুরআন একাডেমি কর্তৃক আয়োজিত বিজয় উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধা
প্রিয়জনদের লাইভটি শেয়ার করে সাথে থাকার অনুরোধ রইলো

08/12/2024
06/12/2024

অনুষ্ঠানের সফলতার জন্য প্রিয়জনদের নিকট দোয়ার দরখাস্ত রইল।

06/12/2024
06/12/2024
Photos from Al-Jibran Darul Quran Academy-আল জীবরান দারুল কুরআন একাডেমী's post 24/11/2024

আলহামদুলিল্লাহ!
সাফল্যের ধারাবাহিকতায় আল-জীবরান, এবারও কৃতিত্বের গৌরব অর্জন করলো।
-------------------------
সীরাতুন্নবী (সাঃ) উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে,সাহিত্য সংস্কৃতি কেন্দ্র কর্তৃক আয়োজিত, ক্কিরাত প্রতিযোগিতায় থানা এবং জোন পর্যায়ে বাছাই পর্ব শেষে ফাইনাল রাউন্ডে জাতীয় পর্যায়ে আমাদের হিফজ শুনানি বিভাগের ছাত্র - হাফেজ ফাইয়াদ আফ্রিদি, একই সাথে উস্তাদ - হাফেজ মাওলানা ইমাম হোসাইন। সম্মানজনক সাফল্য অর্জন করেন।
অতিথিদের কাছ থেকে নগদ অর্থ,ক্রেস্ট এবং সার্টিফিকেট গ্রহণ করেন। গতকাল রাজধানী ঢাকার বেইলী রোডে, গাইড হাউজ মিলনায়তনে, এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার,-বিচারপতি আব্দুর রউফ,বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন,সুস্থ ধারার সাংস্কৃতিক পৃষ্ট পোষক -জনাব নুরুল ইসলাম বুলবুল,জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম - হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান , বিশিষ্ট গীতিকার তোফাজ্জল হোসেন খান,আশীর দশকের সারা জাগানো কবি, -জনাব মোশারফ হোসেন খান,এছাড়াও অনেক গুণীজন উপস্থিত ছিলেন। আল- জীবরান দারুল কুরআন একাডেমি, আগামীতেও যেন এই ধারাবাহিকতা বজায় রেখে,সফলতার স্বর্ণ শিখরে পৌছতে পারে। প্রিয়জনদের নিকট দোয়ার দরখাস্ত রইল।

24/11/2024
15/11/2024

***আমার ১৯ বছর জাপান লাইফে কোথাও কোনদিন দেখলাম না কোন জাপানিজ মা খাবার নিয়ে বাচ্চার পিচ পিচ ঘুরে ঘুরে বা কার্টুন দেখিয়ে ঠেসে ঠুসে বাচ্চাকে খাবার খাওয়ায়।

অথচ এ আমাদের প্রতিটি ঘরের কমন দৃশ্য ! ঘন্টার পর ঘন্টা ব্যায় করতে হয় মায়েদের প্রতিদিন বাচ্চাকে খাবার খাওয়ানোর এই যুদ্ধে কিন্তু কেন করি এই কাজ আমরা হয়তো ভেবেই দেখিনা।

আমি নিজেও প্রথম সন্তানের বেলায় এই অত্যাচার মাঝে মধ্যে করেছি বটে অনভিজ্ঞতার কারণে। ভুলিয়ে ভালিয়ে জোর করে খাওয়াতে খাওয়াতে শেষমেশ যখন বমি করে দিতো তখন আফসোস করতাম, ইশ এই শেষ লোকমা টা কেন খাওয়ালাম ! এতো সময় আর পরিশ্রম তো পন্ড হলো !

ছোট একটা মানুষ তার স্টমাক আর কত বড় হবে, অল্পতে তার চাহিদা পূরণ হয়ে যায় কিন্তু আমাদের মন ভরেন, পারলে আমরা নিজেদের মতো এক প্লেট খাবার খাওয়াতে পারলে খুশি হতাম। এই কাজ যদি আমার উপর কেউ প্রয়োগ করতো, প্রতিদিন আমার পেট ভরে যাওয়ার পরেও কেউ জোর জবরদস্ত আমাকে খাওয়াতো যে পর্যন্তনা আমি বমি করি ! আহা নিজের সন্তাদের প্রতি এই জুলুমের কারণে এখনো আমি কষ্ট পাই।

চাহিদার অতিরিক্ত খাওয়া কারোর জন্যই উপকারী বয়ে আনেনা, ক্ষতি ছাড়া। নাদুস নুদুস শরীর ওয়ালা বাচ্চা দেখলে আমার কষ্ট হয়, মনে হয় মাগুলোকে বকা দিই !

বহু সুন্নাহর অনুসরণ আমি করতে দেখি জাপানিজদের মধ্যে যা আমাদের মধ্যে নেই, কি লজ্জার বিষয়! এর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয় দ্রুত ঘুমানো দ্রুত জেগে ওঠা।

এটা যেমন জরুরি বড়দের জন্য তেমনি ছোটদের। বাচ্চার শারীরিক মানসিক বৃদ্ধিতে এটা খুই জরুরি একটা বিষয়। রাতে দ্রুত ঘুমালে সকালটাও হয় দ্রুত, সারাদিনের রুটিন টাই বদলে যায়। আমার বড় মেয়েটা কিছুদিন ডে-কেয়ারে ছিল আমার জব করার কারণে, তখন যে চমৎকার রুটিন টা আমি দেখেছি তা নিজেও কিছুটা মানার চেষ্টা করেছি। জাপানে একটা বাচ্চা বছর খানিক বয়স হলেই নিজে হাতে খাওয়া শিখানো হয়, চামুচ অথবা চপস্টিক দিয়ে, পরিবার বর্গের সাথে একসাথে খাবার খায়, ছোটদেরও একটা আলাদা চেয়ার থাকে, যতক্ষণ স্বেচ্ছায় খাবে ততক্ষনই, কোন জোরাজুরি নেই।

এরপর বেলা ১০ টার দিকে স্নাক্স খেতে দেয় এরপর দুপুর ১২:৩০ এর দিকে তাদের লঞ্চ খাবার সময়। এরপর দুপুরের ঘুম দিয়ে ৩টার দিকে একটু হালকা খাবার খেয়ে মাঠে খেলতে যায়। খাওয়া যেমন জরুরি তেমনি জরুরি খেলাধুলা শারীরিক ব্যায়াম আর মেইন খাবারের আগে আগে তারা কখনো স্নাক্স খেতে দেয়না যাতে ক্ষুদা নষ্ট না হয়।

৫টার দিকে ঘরে ফিরে গোসল সেরে ৬-৭ টার মধ্যে রাতের খাবার খেয়ে ব্রাশ করে ৮টায় বেডে যাওয়া, ৯টার আগেই ঘুম !

যখন ঘরে খাবার থাকেনা তখন আমাদেরও ক্ষুদা বেড়ে যায়, মেন্টাল কিছু ব্যাপার এখানে আছে। বাচ্চা যখন দেখবে খাবার টাইম শেষ হলে সে আর খাবার পাবেনা সে তখন ঠিকই খেয়ে নিবে। মা কে একটু শক্ত হতে হবে, দরকার হলে এক বেলা না খাইয়ে রাখতে হবে, দু এক বেলা না খেলে কিছু হয়না।

কোন কিছু নিয়ে অলওয়েজ চাপা চাপা করলে এক ধরণের অনীহা আসতে পারে, উল্টা ক্ষুধামন্দা হতে পারে।

আপুরা রুটিন টা যদি ফলো করতে পারো তাহলে গৃহকর্তা ঘরে ফিরলে তার সাথে কিছুটা নিরিবিলি সময় কাটাতে পারবে। সে ঘরে ফেরার আগে নিজেকে একটু প্রস্তুত করতে পারবে এবং এটা খুব জরুরি একটা বিষয়। বাচ্চা হওয়ার পর স্বাভাবিকভাবে স্বামীকে আগের মতো কোয়ালিটি টাইম দেয়া সম্ভব হয়না তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন দূরত্ব তৈরী হয়ে না যায়। বাচ্চার খাওয়া দাওয়ার পিছে প্রয়োজনাতিরিক্ত সময় না দিয়ে কিছুটা সময় বাঁচিয়ে রাখবে স্বামীর জন্যে।

আমার কাছে ও এই বিষয়টি খুব বিরক্তিকর।
ঘন্টার পর ঘন্টা সময় অথবা কার্টুন দেখিয়ে বাচ্চাদের খাওয়ানো।

হয়ত অনেকেই বলবেন আপনার বাচ্চা ভালো তাই আপনি বুঝবেন না।

আচ্ছা একটা প্রশ্নের উত্তর দিন- কার্টুন দেখিয়ে বাচ্চাদের খাওয়ানো এটা কি আপনার বাচ্চা আপনাকে শিখিয়েছে?
না কি আপনি আপনার বাচ্চা কে শিখিয়েছেন??

সময় থাকতে সাবধান হওয়া উচিত,,,,

~~~~~সংগৃহীত ~~~~~

Photos from Al-Jibran Darul Quran Academy-আল জীবরান দারুল কুরআন একাডেমী's post 12/11/2024

মাত্র ৩০ টি আসনে ভর্তি নেয়া হবে,
ভর্তি ফরম বিতরণ শুরু ১লা নভেম্বর থেকে।
আমাদের সম্পর্কে বিস্তারিত তথ্য:
-----------------------------
আপনার সন্তানের বাংলা, ইংরেজীতে গুরুত্ব দিতে গিয়ে দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন কিংবা দ্বীনি শিক্ষার দিকে ঝুঁকতে গিয়ে বাংলা,ইংরেজীতে দূর্বলতার আশংকা জাগছে আপনার মনে? তাহলে আলহামদুলিল্লাহ, আপনার জন্য সহজ সমাধান
হিফজুল কুরআন ও জেনারেল শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান
"আল-জীবরান। ফলে আপনার সন্তান বাংলা,ইংরেজীর পাশাপাশি আরবী ভাষা, কোরআন-সুন্নাহ হিফজুল কুরআন শিক্ষায়ও হবে সমান পারদর্শী
ইনশাল্লাহ।

👉 আমাদের একাডেমী কেন ব্যতিক্রম?
হিফজুল কোরআন ও জেনারেল শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রমধর্মী কারিকুলাম।

১. বিশুদ্ধ আকীদা ও মানহাজে পাঠদান।
২. জাতীয় শিক্ষা কারিকুলাম ও ইসলামী শিক্ষার
সমন্বিত সিলেবাস।
৩. আরবি ও ইংরেজি ভাষায় দক্ষ বানানোর লক্ষ্যে যোগ্য এবং অভিজ্ঞ শিক্ষক প্যানেল।
৪. পর্যাপ্ত আলো-বাতাস, পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ ও নিরিবিলি আবাসন ক্যাম্পাস।
৫•প্রতিটি ব্যাচে আসন সংখ্যা 15 জন
৬⦁ ক্লাসের পড়া ক্লাসেই কমপ্লিট করার ব্যবস্থা
৭•প্রত্যেক ছাত্রদের জন্য রয়েছে মাসিক প্রতিবেদন পর্যালোচনা।
৮. জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্বারিদের মাধ্যমে নিয়মিত ক্বিরাতের মাশকের সুব্যবস্থা।
৯. প্রবাসী ও ব্যস্ত অভিভাবকগণের সন্তানদের দায়িত্ব গ্রহণ।
১০⦁ অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ ও মতামত গ্রহনের ব্যবস্থা।
১১⦁ দেশসেরা শিক্ষাবিদ ও মোটিভেশনাল স্পিকার দিয়ে মোটিভেশন দেয়ার ব্যবস্থা।
১২⦁শরীরচর্চার জন্য রয়েছে নিয়মিত অ্যাসেম্বলি ও পিটি প্যারেড।

এছাড়াও রয়েছে

নসীহাতমূলক প্রোগ্রাম ।
বিষয়ভিত্তিক আলোচনা ।
হাদিস পাঠ ।
সংশোধন মূলক আলোচনা সভা
বিষয়ভিত্তিক দোয়া,হাদিস
ও মাসাআলা মুখস্ত করন ।
মনীষীদের জীবনী আলোচনা
সালাত,অযু,পবিত্রতার প্রশিক্ষণ।

👉 আমাদের প্রতিষ্ঠানটি ২ টি বিভাগে বিভক্ত:

১। তাহফীযূল কুরআন বিভাগ
ক) প্রি-তাহফীযুল কুরআন (নুরানী ও নাযেরা)
খ) তাহফীযুল কুরআন(শুরু হওয়ার পর থেকে ৩ বছরের মধ্যে হিফজ সম্পন্ন ইনশাআল্লাহ)
গ) হিফয রিভিশন বা শুনানী

২। জেনারেল বিভাগ(প্লে থেকে অষ্টম শ্রেণী)

প্লে,নার্সারি ও প্রথম শ্রেণীর পাশাপাশি
বিশুদ্ধ নূরানী পদ্ধতিতে কায়দা,আমপারা,নাজেরা সম্পন্ন।

এরপর ধারাবাহিকভাবে হিফজ চলবে
এবং শুনানির পাশাপাশি জেনারেল ক্লাসও চলবে ৮ম শ্রেনী পর্যন্ত

👉 মাদরাসার কার্যক্রম:
• আবাসিক
• অনাবাসিক
• ডে-কেয়ার

👉 আমাদের একাডেমির বৈশিষ্ট্যাবলী:
---------------------------------------------------
• লিফট সমৃদ্ধ ১১ তলা বিশিষ্ট ভবন(প্রস্তাবিত
কাজ চলমান)

• ২৪ ঘন্টা বিদ্যুৎ সুবিধার জন্য রয়েছে পাওয়ারফুল জেনারেটর এর সুব্যাবস্থা।

• সিসিটিভি ও সার্বক্ষণিক গেইটলক নিরাপত্তা ব্যবস্থা ।

• সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী।

• আরবি ও ইংরেজিতে অনর্গল কথা বলার যোগ্যতা অর্জন।

• আবাসিক শিক্ষার্থীদের জন্য ৩ বেলা স্বাস্থ্যসম্মত খাবার ও ২ বেলা নাস্তা এবং রাতের শেষ খাবার হিসেবে ফল, দুধ ও মিষ্টি পরিবেশন।

• পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের সমন্বয়ে পরিচ্ছন্ন
ক্লাসরুমের সুব্যবস্থা।

• নিরিবিলি ও মনোরম পরিবেশে আবাসন ব্যবস্থা।

• প্রত্যেকের জন্য উন্নত মানের এস এস খাট ও লকার এর সুব্যবস্থা(প্রস্তাবিত)

⦁আবাসিক শিক্ষার্থীদের পোশাক পরিচ্ছদ পরিস্কারের জন্য রয়েছে অত্যাধুনিক ওয়াশিং মেশিনের সুব্যবস্থা।

• খেলাধুলা ও বিনোদনের জন্য রয়েছে দোলনা, স্লাইডার,স্লিপার ও বিভিন্ন রাইডস এর সুব্যবস্থা।
এছাড়াও রয়েছে আসর থেকে মাগরিব মাঠে খেলাধুলার সু ব্যবস্থা।

• বিশুদ্ধ পানি পানের জন্য রয়েছে গরম,ঠান্ডা, ও নরমাল পানির অটোমেটিক ইলেকট্রিক ফিল্টার।

•শিশুদের শিক্ষা উপযোগী ডিজিটাল উপকরণ, (স্মার্ট টিভি, স্মার্ট বোর্ড, সাউন্ড সিস্টেম)

•শিক্ষার্থীদের হাজিরা কল এবং অভিভাবকদের মোবাইলে এসএমএস প্রদানের জন্য রয়েছে বায়োমেট্রিক পদ্ধতির ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ।

• নিয়মিত হেলথ চেকাপ ও চিকিৎসা সেবার জন্য রয়েছে প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত অভিজ্ঞ চিকিৎসক।

•সুন্দর হস্তাক্ষর প্রশিক্ষণ ও প্রতিযোগিতা।

•শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে জাতীয় বেতার ও টেলিভিশনের শিল্পীদের মাধ্যমে নিয়মিত ইসলামিক সংগীত ও নাশিদ প্রশিক্ষণ।

•এছাড়া শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে আন্তঃ, বিভাগীয়,জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুব্যবস্থা।

✍️ ভর্তির বিস্তারিত নিয়মাবলী:
*যে শ্রেণীতে ভর্তি করা হয়:

"নূরানী বিভাগ:(কায়দা ও আমপারা)
"হিফজুল কুরআন বিভাগ (নাজেরা ও হিফজ)
"জেনারেল বিভাগ:(প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত)

✍️ ভর্তি পরীক্ষার ধরন:
কি/ লিখিত পরীক্ষা,খ/মৌখিক পরীক্ষা

যে ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক তাকে পূর্ববর্তী ক্লাসের আরবি, ইংরেজি, বাংলা ও গণিত বিষয়ের উপর ১০০ নাম্বারের লিখিত ও মৌখিক ভর্তি পরিক্ষায় অংশগ্রহণ করতে হবে।

👉 ভর্তি প্রক্রিয়া:
(১) ৩০০টাকার বিনিময়ে অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।
(২) প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত ফরমে সকল তথ্য প্রদান করতে হবে।
(৩) ভর্তির সময় ছাত্রের জন্ম নিবন্ধন সার্টিফিকেট জমা দিতে হবে।
(৪) ফরমের সাথে দুই কপি পাসপোর্ট ও দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি জমা দিতে হবে।
(৫) অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিতে হবে।
(৬) অভিভাবকের এক কপি করে পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
(৭) ভর্তির সময় অভিভাবক ও শিক্ষার্থীকে স্বশরীরে উপস্থিত থাকতে হবে।
(৮) প্রতিষ্ঠানের নির্ধারিত ফি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
(৯) কেবলমাত্র ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হলেই প্রার্থী ক্লাসে ভর্তি হতে পারবে নতুবা এক ক্লাস নিচে (আসন খালি থাকা সাপেক্ষে) ভর্তি হতে পারবে।
ভর্তি পরিক্ষার পাস নাম্বার হবে শতকরা ৬০% ।

👉 ভর্তি ফি:
*নতুন ছাত্র ৮০০০টাকা
(সাথে যুক্ত হবে প্রথম মাসের বেতন)

*পুরাতন ছাত্র ৪৫০০ টাকা
(সাথে যুক্ত হবে প্রথম মাসের বেতন)

👉 মাসিক ফি:
*শিশু শ্রেণী ২,৫০০টাকা-
(ক্লাস ২ বেলা,হোমওয়ার্ক নেই)

*নার্সারি থেকে চতুর্থ শ্রেণী:৩৫০০টাকা
(হিফজের সাথে জেনারেল+জেনারেলের সাথে হিফজ)

*৫ম থেকে ৮ম শ্রেণী ৪০০০ টাকা
(অর্থসহ কোরআন ও জেনারেলের সমন্বয়)

👉আবাসিক শিক্ষার্থীদের থাকা ফি:
নরমাল বেড ৫০০ টাকা,
ভি.আই.পি বেড ২৫০০ টাকা
*ডে-কেয়ারে থাকা ফি: ৩০০টাকা।

👉হোস্টেল চার্জ:
*৩ বেলা প্রধান খাবার ৪০০০ টাকা।
*২ বেলা টিফিন ও রাতের শেষ খাবার ২৫০০ টাকা।(ঐচ্ছিক)
*পোশাক পরিচ্ছেদ পরিষ্কার ও আয়রন ফি ৩০০ টাকা(ঐচ্ছিক)।
*কালচারাল ক্লাস ফি ৫০০ টাকা(ঐচ্ছিক)।
*ক্বিরাত প্রশিক্ষণ ক্লাস ফি ৫০০ টাকা(ঐচ্ছিক)
*ইংলিশ স্পোকেন ক্লাস ফি ৫০০ টাকা(ঐচ্ছিক)
*এরাবিক স্পোকেন ক্লাস ৫০০ টাকা(ঐচ্ছিক)
*উপস্থাপনা ও আবৃত্তি ক্লাস ফি ৫০০ টাকা (ঐচ্ছিক)

👉 সার্বিক যোগাযোগ:
আল-জীবরান দারুল কুরআন একাডেমী,
পঙ্খুমিয়া জামে মসজিদের সামনে,
সারুলিয়া,ডেমরা-ঢাকা।

🔷 যোগাযোগ:
পরিচালক☎️০১৭১৬৯৩৬২৫৭
অফিস ☎️০১৮৯৮৩২৪২৭৭

👉 আমাদের সম্পর্কে আরো জানতে
চোখ রাখুন

👉ফেইসবুক:
https://www.facebook.com/AlJibranDQAcademy?mibextid=ZbWKwL

👉ইউটিউব:
https://youtube.com/?si=dfgtvnXGcn-zj6ZY

👉ওয়েবসাইট:
https://aljibrandqa.com

👉ইমেইল:
[email protected]

*** আল-জীবরান দারুল কুরআন একাডেমী প্রতিষ্ঠিত হয়,

১ জানুয়ারি ২০১৯ এ রাজধানী ঢাকার,ডেমরা থানার সারুলিয়া এলাকার রানীমহলের পশ্চিম পাশে
বহুল পরিচিত পংখুমীয়া জামে মসজিদের সামনে,
নির্মানাধীন ১১ তলা বিশিষ্ট বহুতল ভবনের
২য় এবং ৩য় তলায় ৪০০০স্কয়ার ফিট সমৃদ্ধ জায়গায় উক্ত একাডেমী অবস্থিত।
মাদরাসার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে কুরআন এবং সহীহ হাদীসের আলোকে বিশুদ্ধ আকীদা, মানহাজ ও আমল শিক্ষাদানের মাধ্যমে একটি উন্নত, দক্ষ ও শিক্ষিত জাতি গড়ে তোলা।
আপনার সন্তানকে হিফজুল কুরআন এর পাশাপাশি আরবি ও ইংরেজিতে দক্ষ বানানোর অঙ্গিকার নিয়ে এগিয়ে চলেছে আমাদের একাডেমীর সার্বিক শিক্ষা কার্যক্রম।
আপনার সন্তানকে আধুনিক ও দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়"আল-জীবরান দারুল কুরআন একাডেমী"

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

বিজয় উৎসবে আমাদের শিক্ষার্থীদের পারফরম্যান্স দেখে অভিভূত হলেন সম্মানিত ভিসি মহোদয়! প্রফেসর ডঃ মোঃ শামসুল আলম। ভাইস চ্য...
আলহামদুলিল্লাহ!একুশে টি.ভি.তে আমাদের বিজয় উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার সংবাদটি প্রচারিত হয়েছে। ------------------...
চলছে আল-জীবরান দারুল কুরআন একাডেমি কর্তৃক আয়োজিত বিজয় উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধা.
চলছে আল-জীবরান দারুল কুরআন একাডেমি কর্তৃক আয়োজিত বিজয় উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধা
চলছে আল-জীবরান দারুল কুরআন একাডেমি কর্তৃক আয়োজিত বিজয় উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধা
আমাদের কার্যক্রমের কিছু খন্ড চিত্র।----------------------------মাত্র ৩০ টি আসনে ভর্তি নেয়া হবে,ভর্তি ফরম বিতরণ শুরু ১লা...
থিম সং|✍️কথাঃ Zahir Bin Bashar  জহির বিন বাশার🎙️সুরঃ প্রখ্যাত শিল্পী অ্যাডভোকেট Rokonuzzaman Mintu----------------------...
হৃদয়ে প্রশান্তির জন্য উপভোগ করুন ছোট্ট সোনামনির সুন্দর এ তিলাওয়াতটি।
খুছুছী ক্লাস নিচ্ছেন|হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এর কেন্দ্রীয় উস্তাদ|-ক্বারী আব্দুল কাদের সাহেব।--------------------------...
হদর ক্লাস নিচ্ছেন|হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এর কেন্দ্রীয় উস্তাদ|-ক্বারী আব্দুল কাদের সাহেব।-----------------------------...

Location

Telephone

Address


Dhaka