
What do you have for you Business Expansion?
1. Professional Website.
2. Mobile Apps.
3. Both.
4. None of the above.
Dacademy is for the Freelancer, by the Freelancer platform. You can learn or you can teach here and
Operating as usual
What do you have for you Business Expansion?
1. Professional Website.
2. Mobile Apps.
3. Both.
4. None of the above.
আপনি অপেক্ষা করছেন, কেউ এসে আপনার আপনার ভাগ্য পরিবর্তন করে দিয়ে যাবে? যদি তাই না হয়, তাহলে আজকে থেকে, এই মুহূর্ত থেকে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন। যারা চেষ্টা করেন, তারা কোনোদিন ব্যর্থ হন না। ফ্রীল্যানসিং এর কমপ্লিট গাইডলাইন পেতে কমেন্ট করুন।
পুরো পোস্ট টি পড়ুন নয়তো আপনার অবস্থাও এই গল্পের মতন হবে।
এক লোক রাস্তায় দৌড়াচ্ছে আর চিৎকার করছে, “হুজুর বলছেন নামাজ পড়া নিষেধ”। এই শুনে তো এলাকার লোকজন খেপে গিয়ে হুজুরকে ধরেছে, "হুজুর, আপনি কি বলেছেন নামাজ পড়া নিষেধ"? হুজুরের উত্তর "হ্যা আমি বলেছি, নামাজ পড়া নিষেধ, নাপাক অবস্থায়"। ওই লোক অর্ধেক শুনেছেন আর অর্ধেক শুনবার টাইম তার ছিল না আর তাতেই তার এই অবস্থা।
আর পুরাটা যারা পড়বেন না, যারা সবকিছুতেই সর্টকাট (পরুন তাবিজ) খোঁজেন, ফ্রীল্যানসিং তাদের জন্য না। যদিও আমি বলি ফ্রীল্যানসিং সবার জন্য, আসলে ফ্রীল্যানসিং সবার জন্য না (যদি আপনি ফাঁকিবাজ হন)।
এই পোস্টটি মূলত যারা নতুন ফ্রীল্যানসিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য তবে অন্য কেউ পড়লেও কোনো ক্ষতি নেই। কারণ শেখার আছে অনেক কিছুই। আমিও একদিন এমন হুদাই ফ্রীল্যানসিং সম্পর্কে জানতে গিয়ে আজকে অনেক কিছু শিখেছি। চলুন শুরু করা যাক।
পুরো পোস্ট জুড়ে বেশ কিছু ভিডিও টিউটোরিয়াল থাকবে যাতে করে বুঝতে সহজ হয়। (পড়ার চাইতে কানে শোনা বেশি কাজে লাগে)। অনেকেই দেখা করে ফ্রীল্যানসিং সম্পর্কে কথা বলতে চান, আমিও যথাসাধ্য চেষ্টা করি কিন্তু সময় এবং দুরুত্বের জন্য সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না তাই এই ডিজিটাল ব্যাবস্হা 😊
সবার প্রথমে মাথায় প্রশ্ন আসে ফ্রীল্যানসিং বেপারটা কি?
উত্তরঃ https://youtu.be/2DCysz8zWmI
বোঝা গেলো ফ্রীল্যানসিং কি? না বুঝলে কমেন্ট করুন।
ফ্রীল্যানসিং কি সবাই করতে পারে? মানে আমি কি ফ্রীল্যানসিং করতে পারবো?
উত্তর, হ্যা, ফ্রীল্যানসিং যেকোনো বয়সের যেকোনো পেশার মানুষ ই করতে পারেন। জব করেও কিভাবে ফ্রীল্যানসিং করা যেতে পারে তার বিস্তারিত এখানেঃ
https://www.youtube.com/watch?v=88eC5_Y0IEk
ভিডিও টা দেখার পর বুঝলাম জব করেও ফ্রীল্যানসিং করা যাবে বা জব না করেও শুধুমাত্র ফ্রীল্যানসিং কে ক্যারিয়ার হিসেবে নেয়া যাবে। কিন্তু আমার তো ভয় হয়, আমি কি পারবো ফ্রীল্যানসিং করতে? এই প্রশ্নের উত্তর আপনি যদি নেক্সট ভিডিও তে না পান তাহলে আপনার জন্য আমার লাঞ্চ ট্রিট (Promise)
https://www.youtube.com/watch?v=Uxvu7YFPklM&t
হাহাহা, ভাই কি দেখাইলেন এইটা। গএবার তো মনে মনে একটু সাহস পাচ্ছি। শুরু করবো খুব শীঘ্রই।
এপর্যন্ত পরে আপনার পড়ালেখা ও শেষ, ফ্রীল্যানসিং ও শেষ। কেন জানেন? উত্তরটা এখানেঃ
https://www.youtube.com/watch?v=K4FzJnC_1d8&t
লজ্জা দিলেন ভাই, আচ্ছা শুরু করবোই। তারপর ও কেমন যেন ভয় ভয় লাগে। যদি না পারি?
আরে ভাই যদি না পারেন, যদি ফেইল করেন তাতেও আপনার হারানোর কি আছে? আরো বিস্তারিত এখানে বলা আছেঃ
https://www.youtube.com/watch?v=eA6C-IjOvhc&t
আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে, শুরু করবো। কিন্তু একটা রিকোয়েস্ট ছিল। ফ্রীল্যানসিং শুরু করার আগে আপনার সাথে একটু কাজ করার সুযোগ দেন। ছোট খাটো কাজ গুলো দেন, আমি করে দেব। কোনো টাকা পয়সা দিতে হবে না, আর দিলে অল্প দিয়েন। আগে একটু অভিজ্ঞতা নেই তারপর নিজে শুরু করবো, কি বলেন?
বিশ্বাস করেন, এই কথাটা আমাকে সবচেয়ে বেশিবার শুনতে হয়েছে। তাই এটার উত্তর এখানেঃ
https://www.youtube.com/watch?v=xclUoxCOlVs&t
এই পর্যন্ত যারা পোস্ট টা পড়েছেন, ফ্রীল্যানসিং তাদের জন্যই। তাড়াহুড়া করে ফ্রীল্যানসিং হয় না। এখনো পোস্ট এর সাথে থাকলে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে পারেন।
যাই হোক, কাজের কোথায় আসি। তাহলে সিদ্ধান্ত নিয়ে নিলাম ফ্রীল্যানসিং শুরু করে নিজের পায়ে দাঁড়াবো। কি নিয়ে কাজ শুরু করবো? কোনটা শিখলে তাড়াতাড়ি টাকা ইনকাম করা যাবে? অমুক ভাই তো তমুক কাজ করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, তমুক ভাই বলেছে অমুক কাজের অনেক ডিমান্ড। আপনি একটা এক্সপার্ট সিদ্ধান্ত দেন, কি নিয়ে কাজ শুরু করবো?
উত্তরঃ সবার প্রথমে, কাউকে জিজ্ঞেসই করবেন না, "কি নিয়ে ফ্রীল্যানসিং শুরু করবেন বা করা উচিত"। সবাই আপনাকে সেই উত্তর টাই দেবেন যা সে নিজে পারেন বা নিজে করেন বা উনি যেই প্রতিষ্ঠানের কমিশন এজেন্ট হিসেবে কাজ করেন। যেই উত্তরে আপনার কোনো লাভ ও হবে না আর কোনো গাইডলাইন ও পাবেন না। অমুক আইটি তে এই কোর্স ভালো করে, তমুক আইটি তে ওই কোর্স ভালো করে, এই কথা গুলো বেশিরভাগ তারাই বলে যারা সেখানে লোক পাঠালে কমিশন পান। আপনি কি শিখলেন আর কি পারলেন তাতে তাদের কিছু যায় আসে না। "কি নিয়ে ফ্রীল্যানসিং শুরু করবেন বা করা উচিত" এই প্রশ্নটা আগে নিজেকে করুন। আপনার কোনটা ভালো লাগে? আপনি কোনটা করতে পারবেন? অমুক ভাই ডিজিটাল মার্কেটিং করে মাসে লক্ষ টাকা ইনকাম করে, তমুক ভাই গ্রাফিক্স ডিজাইন করে মাসে লক্ষ টাকা ইনকাম করে, এসব দেখে বা শুনে আপনি ও যদি ডিসিশন নেন ডিজিটাল মার্কেটিং করবেন বা গ্রাফিক্স ডিজাইনার হবেন তাহলে আপনি মস্ত ভুল করছেন। আপনি হয়তো ওয়েব ডিজাইন শিখলে এর চেয়ে অনেক ভালো করতেন (হয়তো)। তাই যেটা সম্পর্কে আপনার আগ্রহ আছে সেটা সম্পর্কে আগে একটু গুগলে বা ইউটিউবে ঘাটাঘাটি করুন। দেখুন আপনার ভালো লাগে কিনা এবং আপনি পারবেন কিনা। ফাইভার এ গিয়ে সেখানে দেখুন অসংখ্য ক্যাটাগরি আছে কাজের, তার মধ্যে আপনার কোনটা ভালো লাগে (ভালো লাগা টা অনেক বেশি ইম্পরট্যান্ট)। আর বিশেষ করে ইনবক্স ওয়ালাদের থেকে সাবধান। আরো বিস্তারিত জানার জন্য এই ভিডিওঃ
https://www.youtube.com/watch?v=Ab-DeU8mZgw&t
ওকে ওকে ভাই, বুঝতে পারছি, আর জিজ্ঞেস করবো না, নিজে নিজে একটু ঘেঁটে বের করবো। কিন্তু ট্রেনিং করবো কথা থেকে আর কত টাকা লাগবে?
যেহেতু ফ্রীল্যানসিং একটা অনিশ্চিত পেশা আর এটার সফলতা অনেক কিছুর উপর নির্ভর করে তাই আমার ব্যক্তিগত মতামত, কোথাও টাকা দিয়ে শেখার আগে ফ্রি যেসব কাজ শিখে ফ্রীল্যানসিং শুরু করা যায় সেটা আগে শুরু করেন যেমনটা আমি নিজেও শুরু করেছিলাম। এখন থেকে তার পুরো আইডিয়া পেয়ে যাবেনঃ
https://www.youtube.com/watch?v=Q3wy1ftIIRU&t
অনেক কিছুই দেখলেন, বুঝলেন, শুধু আসল কাজটাই করলেন না। ফ্রীল্যানসিং টা শুরু করলেন না। আমাদের স্বপ্ন গুলো কেন পূরণ হয় না জানেন? উত্তর টা এখানেঃ
https://www.youtube.com/watch?v=3jq5pZBShHg&t
ঠিক আছে ভাই, আর পঁচায়েন না। যান শুরু করে দেব ফ্রি ট্রেনিং আজকে থেকেই। এখন কাজ শেখার পর প্রোফাইল কিভাবে তৈরী করবো? আর গিগ না কি যেন বলে সেটা কিভাবে বানাবো? আর প্রোফাইল খোলার সময় SEO কিভাবে করবো?
অনেক গুলো প্রশ্ন করে ফেলেছেন। এই যে একের পর এক উত্তরঃ
https://www.youtube.com/watch?v=n50AccFEwwg&t
https://www.youtube.com/watch?v=Sxb0nDrGbqA&t
অনেক কিছুই শিখলাম ভাই যেগুলো আগে কোনো ধারণাই ছিল না। প্রোফাইল তৈরী করার পর ফেইল মারার কি চান্স আছে?
অবস্যই আছে যদি এই ভুল গুলো আপনিও করেনঃ
https://www.youtube.com/watch?v=US_3AqdIqlE&t
ভাই, আপনার কথা মতন কাজ শিখলাম, প্রোফাইল তৈরী করলাম কিন্তু কাজ পাই না কেন? কাজ পেতে কত দিন লাগে? আর রাত না জাগলে কি কাজ পাওয়া যায় না?
আবার অনেক গুলো প্রশ্ন করলেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ.
এই যে আপনার উত্তরঃ
https://www.youtube.com/watch?v=6zhnbklPvSA
https://www.youtube.com/watch?v=N4p5FYQnr8E
https://www.youtube.com/watch?v=fXRVKZ_m7oQ
এই পর্যন্ত ধৈর্য নিয়ে যারা পুরো পোস্ট টা পড়েছেন তাদের দ্বারা দুনিয়ার যেকোনো কিছু এচিভ করা সম্ভব। কমেন্ট করে জানাবেন যারা পুরো পোস্ট পড়েছেন আর ভিডিও গুলো দেখেছেন। তাদের জন্য আমার তরফ থেকে কলিজা শিঙাড়ার ট্রিট।
গরু ছাগল ও টাকা ($) ইনকাম করছে। কথাটা শুনে হাস্যকর এবং অবাস্তব মনে হলেও ইটা ই সত্যি। কি বিশ্বাস হচ্ছে না? ভিডিওটি দেখুন, তারপর নিজেকে কোশ্চেন করুন "তাহলে আমি কি করছি"?
ভিডিও লিংক কমেন্ট বক্স এ।
Tutorial is coming soon. Stay connected.
https://youtube.com/KayasHossain
ফ্রীল্যানসিং শুরু করার আগে জেনে নিন ফ্রীল্যানসিং বা অনলাইনে আয় করতে ব্যর্থ হওয়ার কারণ গুলো। যেন শুরু করে মাঝ পথে হোঁচট খেতে না হয় আপনাকে। এছাড়া আরো বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও পেতে সাথে থাকুন।
https://www.youtube.com/KayasHossain
https://youtu.be/US_3AqdIqlE
ভিডিও আপলোড হয়ে গেছে।
https://youtu.be/gOO9RbiPK0k
লিড জেনেরেশান, খুব কঠিন কোন কাজ?
লিড জেনেরেশানের কাজ শিখে খুব সহজেই শুরু করতে পারেন ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ার।
কিভাবে লিড জেনেরেশানের কাজ করবেন তার স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল ভিডিও শীঘ্রই আপলোড হয়ে যাবে চ্যানেলে। Channel link:
https://youtube.com/c/KayasHossain
Stay connected, Happy Freelancing.
আমার চ্যানেল এর উল্লেখযোগ্য ভিডিও গুলো এক নজরে সবার জন্য |
ফ্রীল্যানসিং শুরু করার জন্য আপনাকে কি করতে হবে?
যারা নতুন ফ্রীল্যানসিং শুরু করবেন তারা কোন মার্কেটপ্লেস এ কাজ শুরু করবেন?
কিভাবে প্রোফাইল ক্রিয়েট করবেন?
ফ্রীল্যানসিং এ ব্যর্থ হওয়ার প্রধান কারন গুলো |
কিভাবে SEO করবেন?
কিভাবে ক্লায়েন্ট ম্যানেজ করবেন?
ডাটা এন্ট্রির কাজ কিভাবে করবেন?
টেলিগ্রাম থেকে আমি কিভাবে ১৬০০$ এক মাসের মধ্যে ইনকাম করেছি তার টিউটোরিয়াল ভিডিও |
ডাটা এন্ট্রি করে কিভাবে মাসে ৫০০$ এর উপরে ইনকাম করবেন তার টিউটোরিয়াল ভিডিও |
ফ্রীল্যানসিং করে আপনার কি কি লস হতে পারে?
এক্সেল এর ৪০ টি গুরুত্বপূর্ণ ফাংশন এবং ফর্মুলা নিয়ে ২২ টি ভিডিও |যেটা থেকে আপনি ফ্রীল্যানসিং এর পাশাপাশি অফিস এর দৈনন্দিক কাজগুলো নিজে নিজে করতে পারবেন |
সাথে বোনাস হিসেবে আছে জীবনের মোড় ঘুরিয়ে দেয়ার মতো কিছু বাস্তব সম্মত নির্দেশনা |
যদি এই ভিডিও গুলো একজন এর ও কাজে লাগে সেটাই আমার সার্থকতা
Upload hoye geche “Pivot” Er video বাংলায় 🤗
মজার Xcel!
Who knows about the magic of Auto Correction in Excel?
Video Uploaded. Link in comment box.
আমাকে দিয়ে ফ্রীল্যানসিং হবে তো? কিভাবে শুরু করবো সেটাই তো বুঝতে পারছি না? কি দিয়ে কাজ শুরু করবো? কোথায় প্রোফাইল ক্রিয়েট করবো? কিভাবে প্রোফাইল ক্রিয়েট করবো? বায়ার পাবো কোথায়? বায়ার এর সাথে কিভাবে কথা বলতে হয়? আরো অনেক কোয়েশ্চেন সহ সব কিছুর উত্তর পেয়ে যাবেন এক ভিডিওতে | চোখ রাখুন চ্যানেল এ |
১০ ডলার খুব বড় কোনো টাকার অংক না I ৮৫০ টাকা মাত্র I কিন্তু সেই ৮৫০ টাকা যদি আসে বিশ মিনিটে, আর আপনার হাতে যদি যথেষ্ট কাজ থাকে তাহলে ৮৫০ টাকা ৮৫০০০ হতে কয় দিন লাগে? ডাটা এন্ট্রির সিম্পল কাজ করে সেটা আপনার দাড়াও সম্ভব I তার জন্য বড় বড় প্রতিষ্ঠান থেকে কাড়িকাড়ি টাকা দিয়ে ট্রেনিং ও নেয়ার দরকার নেই I আপনার কাছে যদি অবসর সময় থাকে তাহলে সেটাকে কাজে লাগিয়ে ফ্রীল্যানসিং এর কাজ আপনিও শুরু করতে পারেন I
তাহলে আপনার অজুহাত টা কি?
06. IF Formula in Excel Microsoft Excel is very important in our regular life. In this video tutorial we are going to learn some functions & formulas.These videos will help you to d...
মজার Xcel এর তৃতীয় ভিডিও, and (&) Function.
Important and interesting!
ভিডিও লিংক কমেন্ট বক্সে।
মজার Xcel এর ধারাবাহিক পর্ব।
এবারের টপিক Left, Right Function.
কি হয় এই Function দিয়ে, ভিডিও দেখার পর কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না 😀
শুরু হচ্ছে মজার Xcel এর ধারাবাহিক পর্ব।
আজকের টপিক Zero (0).
What will you do when you are helpless in fiverr | Fiverr Help | Kayas Hossain In many weird situation we feel really helpless in marketplace i.e. Fiverr.What will you do? To whom you should seek help/support?In which cases service prov...
General Awareness | Kayas Hossain Hello Viewers!This is Kayas Hossain. A Lean six sigma black belt and Microsoft Certified professional. I have started my journey with freelancing since March...
Gig ranking secret reveal | গিগ র্যাঙ্ক কেন হারায়
Gig ranking secret reveal | গিগ র্যাঙ্ক কেন হারায় | Kayas Hossain Gig ranking secret reveal,From this video you will come to know the secret of gig ranking. Why Gig loses rank. What are the activities should be avoided to k...
Coming soon 😊
Fiverr : The Beginner friendly marketplace.
https://youtu.be/sKN9iF9wuuU
Fiverr: The Beginner Friendly Marketplace (Part-1) | Kayas Hossain Hello Viewers!Fiverr, the best beginner-friendly marketplace.In this video, I'll discuss some vital facts about Fiverr and Freelancing. How to start, how is ...
Golden opportunity of Freelancing.
https://youtu.be/48typccX0HE
Freelancing: The Golden opportunity Hi there,This is kayas. A Lean Six Sigma Black Belt & Microsoft Certified professional. Working as Head of the call center and started the journey with free...
Dacademy is for the Freelancer, by the Freelancer platform. You can learn or you can teach here and either way you can earn.
Welcome to Dacademy!
Welcome To The Page Of B. A. F. Shaheen College Kurmitola.
Shaikh Burhanuddin Post Graduate College Established in 1965. The name of Shaikh Burhanuddin was taken from the name of Imaamut Tareeqat Allama Shaykh Sayyid Muhammad Burhanuddin Uwaysi (Rad.) to commemorate his holly name.
Little Jewels Nursery Infant and Junior School
Mohammadpur Preparatory and Higher Secondary School is a higher secondary school located at Mohammad
Greetings from your Alma Mater! Enjoy walking down the memory lane from our posts and photos. If you
Sher-e-Bangla Nagar Govt. Boy's High School is a public school located at Agargaon, Dhaka, Establis
Monipur High School is a secondary school located in Dhaka, Bangladesh. Monipur High School is also
FAME TEACHING HOME is one of the most well known academic coaching in Shewrapara. We will not say th