
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, শুভ নববর্ষের শুভেচ্ছা।
নববর্ষের অনুষ্ঠানে সাজসজ্জায় সার্বিক দ্বায়িত্ব পালন করে Dhaka Commerce College General Knowledge Club DCC Language Club DCC nature study club
এসো নবীন দলে দলে আলোর অভিমুখে
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, শুভ নববর্ষের শুভেচ্ছা।
নববর্ষের অনুষ্ঠানে সাজসজ্জায় সার্বিক দ্বায়িত্ব পালন করে Dhaka Commerce College General Knowledge Club DCC Language Club DCC nature study club
প্রস্তুতি চলছে
General knowledge club × Nature Study club ×Language club ❤️
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ঢাকা কমার্স কলেজ সাধারণ জ্ঞান ক্লাব পরিবার প্রেমার মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং মর্মাহত।
ঢাকা কমার্স কলেজ এর এইচএসসি ব্যাচ-২০২৫, B-15 সেকশন এর শিক্ষার্থী তাসনিম ইসলাম প্রেমা(48937) ০১-০৪-২০২৫ তারিখে পরিবারের সাথে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্য বের হয়।
চট্টগ্রাম টু কক্সবাজার হাইওয়েতে রিল্যাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাসের নিয়ন্ত্রণ হারিয়ে প্রেমাদের মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রেমার বাবা-মা সহ পরিবারের সদস্যরা(১০জন) নিহত হন এবং প্রেমা ও একজন গুরুতরভাবে আহত হয়।
আজ সকালে প্রেমাও হাসপাতালে ১১:০৫ মিনিটে ইন্তেকাল করে।
সকলে তার জন্য ও তার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তায়ালা যেন তাকে ও তার পরিবারের সদস্যদের জান্নাত নসিব করেন।
আলোর অভিমুখে এগিয়ে চলার পথে আমরা সব সময়ই অঙ্গীকারবদ্ধ। জ্ঞানের এই যাত্রা আগামীতেও অব্যাহত থাকবে।
ঢাকা কমার্স কলেজ সাধারণ জ্ঞান ক্লাব আয়োজিত "জুলাই বিপ্লব বাংলাদেশ" শীর্ষক
সাধারণ জ্ঞান প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সফলভাবে সমাপ্ত হয়। উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি :
আবু মাসুদ, অধ্যক্ষ ঢাকা কমার্স কলেজ,
বিশেষ অতিথি :
নাঈম মোঃ মোজাম্মেল হোসেন
উপাধাক্ষ (প্রশাসন) ঢাকা কমার্স কলেজ
বিশেষ অতিথি :
ডঃ কাজী ফয়েজ আহমেদ
উপাধ্যক্ষ,(একাডেমিক) ঢাকা কমার্স কলেজ
সহ উপস্থিত ছিলেন আমন্ত্রিত অন্যান্য সম্মানিত শিক্ষকগণ।
ঢাকা কমার্স কলেজ সাধারণ জ্ঞান ক্লাবের সম্মানিত কো-মডারেটর নুরুল হক (গণিত বিভাগ)
সহকারী অধ্যাপক পদে উন্নীত হওয়ায় ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন এবং অভিবাদন। ❤️
ঢাকা কমার্স কলেজ সাধারণ জ্ঞান ক্লাবের সম্মানিত মডারেটর রত্না খানম (ইংরেজি বিভাগ) সহকারী অধ্যাপক পদে উন্নীত হওয়ায় ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন এবং অভিবাদন। ❤️
ঢাকা কমার্স কলেজ সাধারণ জ্ঞান ক্লাব-আয়োজিত "জুলাই বিপ্লব ও বাংলাদেশ" শীর্ষক সাধারণ জ্ঞান প্রতিযোগিতার প্রাথমিক পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে।
আগামী ২৬/০২/২০২৫ তারিখে ঢাকা কমার্স কলেজ সাধারণ জ্ঞান ক্লাব - আয়োজন করতে যাচ্ছে "জুলাই বিপ্লব ও বাংলাদেশ" বিষয়ক কুইজ প্রতিযোগিতার। আপনারা সকলে আমন্ত্রিত।
সময় : দুপুর ১:০০।
স্থান : ৯০৩/১ কাজী ফারুকী ভবন
@