20/04/2025
অদ্য ২০/০৪/২০২৫ তারিখ গভর্নিং বডির ১৫৬ তম জরুরী সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব শাহিদা বেগমকে অবসরজনিত কারণে অব্যাহতি দিয়ে ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ রোজিনা ইয়াসমিন'কে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে দায়িত্ব প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে জনাব নুর আলম এবং জনাব শফিউদ্দিন বিশ্বাসকে দায়িত্ব প্রদান করা হয়।
29/06/2024
দ্বিতীয় মেয়াদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য মনোনীত হওয়ায় আলহাজ্ব মকবুল হোসেন কলেজের সুযোগ্য ও সফল অধ্যক্ষ প্রফেসর আ.ফ.ম রেজাউল হাসান মহোদয়কে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন!
21/12/2023
মকবুল হোসেন কলেজের একাডেমিক প্রধান হলেন অধ্যাপক পুরঞ্জয়।। দেশ আলো
অনলাইন ডেস্ক: দেশবরেণ্য শিক্ষক, ঢাকা কলেজের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস আলহাজ্.....
30/11/2023
আলহাজ্ব মকবুল হোসেন কলেজের গভর্নিং বডির মাননীয় সভাপতি আলহাজ্ব গোলাম ফাতেমা তাহেরা খানম মহোদয়ের আজ "শুভ জন্মদিন"
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,মকবুল হোসেন কলেজের পক্ষ থেকে ম্যামকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।
01/11/2023
🎂শুভ জন্মদিন হে জীবন পথের রাহবার, Shaneuaj Khanom ম্যাম ❤ (চেয়ারম্যান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)।
যার নিবিড় ছায়ায় অসংখ্য পুষ্পকলি আজ পরিপূর্ণ ফুলে প্রস্ফুটিত হয়ে সুভাস ছড়াচ্ছে।
আল্লাহ আপনাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুক। এবং আমাদের উপর আপনার স্নেহছায়া দীর্ঘ করুন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,মকবুল হোসেন কলেজ এর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং দোয়া।
22/10/2023
সফল অধ্যক্ষ হিসাবে ১৫তম বর্ষে পর্দাপন করায় আমাদের প্রিয় অভিভাবক অধ্যক্ষ আ ফ ম রেজাউল হাসান স্যারকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন🎉🎉
আমরা মকবুল হোসেন কলেজ খুবই গর্বিত আপনার মত একজন আদর্শ অধ্যক্ষ আমাদের কলেজ এ পেয়ে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,মকবুল হোসেন কলেজ এর পক্ষ হতে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।🌹
19/10/2023
শত তাসলিম, ওহে রেঁনেসার কবি!!
আজ, ইসলামী রেনেসার কবি, ইসলামী পুনর্জাগরণের অনিবার্য কন্ঠস্বর কবি ফররুখ আহমদের মৃত্যুবার্ষিকী।
ব্রিটিশ শোষণ পরবর্তী সময়ে বাংলা ভাষা, ও মুসলিম জাগরণের স্বার্থক সারথি, সপ্ত সাগরের সিন্দাবাদ কবি ফররুখ আহমদ। কাব্যের অমোঘ চাবুকাঘাতে জাগ্রত করেছিলেন বাঙ্গালী মুসলমানের সুপ্ত আত্মবিশ্বাস ও বিজয়ী চেতনা।
আল্লাহ এ মহান কবিকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করুন।
05/10/2023
শিক্ষক হলেন জাতির আলোকবর্তিকাবাহী এবং মানব জাতির ভবিষ্যতের রূপকার।
তিনি আমাদের বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক।
শুধু পুঁথিগত বিদ্যাই নয়, শিক্ষকদের থেকে যে নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা অর্জন করি, তা জীবনের বাকি দিনগুলোতে বহন করে থাকি আমরা।
যে শিক্ষক প্রকৃতপক্ষে জ্ঞানী তিনি আমাদেরকে তার জ্ঞানের ঘরে প্রবেশ করার জন্য অনুরোধ করেন না বরং নিজেকে নিজের মনের দ্বারপ্রান্তে নিয়ে যায়।
বিশ্ব শিক্ষক দিবসে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে প্রাণপ্রিয় অভিভাবক সুযোগ্য এবং সফল অধ্যক্ষ প্রফেসর আ ফ ম রেজাউল হাসান স্যার সহ বিভাগীয় শিক্ষকবৃন্দের প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো।
05/09/2023
আলহাজ্ব মকবুল হোসেন কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ছিলো আজ। ২০১৫ সালের এই দিনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যাত্রা শুরু হয়। আমাদের অধ্যক্ষ মহোদয়ের অক্লান্ত পরিশ্রমে রাষ্ট্রবিজ্ঞান সহ আজকে ১৪টি বিষয়ে অনার্স এবং ৩টি বিষয়ে প্রফেশনাল ও ৫টি বিষয়ে মাষ্টার্স চলমান।
এখন বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এই কলেজের বড় একটি বিভাগে পরিনত হয়েছে,আলহামদুলিল্লাহ।