01/07/2024
বিনা খরচে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য Ostadjee Education Abroad কর্তৃক আয়োজিত ওয়েবিনার সিরিজের ২য় ওয়েবিনার “Mastering TOEFL” এ অংশগ্রহণের জন্য ফ্রি রেজিস্ট্রেশন করুন।
টোয়েফল (TOEFL) বা Test of English as a Foreign Language হল ইংরেজি ভাষাভাষী নয় এমন শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা যাচাই করার পরীক্ষা। স্নাতক কিংবা স্নাতকোত্তর পর্যায়ে যারা যুক্তরাষ্ট্র, কানাডা কিংবা যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ।
TOEFL নিয়ে বিস্তারিত আলোচনা করতে এবং এই সম্পর্কিত আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে উপস্থিত থাকবেন মাস্টার ট্রেইনার তাসনিম জামান লাবিব।
ওয়েবিনারের হাইলাইটস:
১. TOEFL এর পরিচিতি এবং এর প্রয়োজনীয়তা।
২. পরীক্ষার ফরম্যাট ও প্রশ্নের ধরণ: পরীক্ষার সময়কাল, প্রশ্ন ধরণ এবং উত্তর প্রদানের পদ্ধতি।
৩. সঠিক স্কোর প্রাপ্তির পথে পরামর্শ ও দিকনির্দেশনা।
৪. বিষেশজ্ঞের সাথে প্রশ্নোত্তর পর্ব।
এই ওয়েবিনারে জয়েন করতে ৫ জুলাই রাত ৭.৪০ টার মধ্যে নিম্নোক্ত পদক্ষেপসমূহ অনুসরণ করুন:
১. ওস্তাদজী ডটকম (https://ostadjee.com ) –এ প্রবেশ করুন,
২. পূর্বে রেজিস্ট্রেশন করা না থাকলে রেজিস্ট্রেশন করুন ও লগইন করুন,
৩. ওয়েবিনার ও সেমিনার পেজে যান (https://ostadjee.com/seminars-workshops/),
৪. Mastering TOEFL: Road to Higher Education –এ Enroll করুন। (https://ostadjee.com/courses/mastering-toefl-road-to-higher-education/)
বিঃদ্রঃ এনরোলমেন্টের পর ওয়েবসাইট থেকেই সরাসরি জুমের মাধ্যমে ওয়েবিনারে জয়েন করা যাবে। সার্টিফিকেট-সহ সকল আপডেট ওয়েবসাইটেই শিক্ষার্থী ড্যাশবোর্ডে পাওয়া যাবে।
ওয়েবিনারের সময়সূচী:
📅তারিখ: ৫ জুলাই ২০২৪
🕒সময়: রাত ৮.০০ টা
📍প্ল্যাটফর্ম: Zoom via Ostadjee
যোগাযোগের ঠিকানা:
Ostadjee Education Abroad
Mobile: +880-1329-738963
Email: [email protected]
Website: www.ostadjee.com
Address: 69/D/1, Road 6/A, Dhanmondi, Dhaka-1209
24/06/2024
ওস্তাদজী’র ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিন!
আপনি কি একজন সৃজনশীল, উদ্যমী এবং ক্যাম্পাসের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়? তাহলে "ক্যাম্পাস অ্যাম্বাসেডর" হিসেবে ওস্তাদজী আপনাকেই খুঁজছে!
ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে আপনি পাবেন:
- আপনার ক্যাম্পাসে ওস্তাদজী’র প্রতিনিধি হওয়ার গৌরব
- ওস্তাদজী’র সকল শিক্ষামূলক কার্যক্রম ও ইভেন্টে নেতৃত্ব দেওয়ার সুযোগ
- অনলাইন ও অফলাইন ইভেন্টের আয়োজন ও ব্যবস্থাপনায় অংশগ্রহণ
- নেটওয়ার্কিং এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ
- আকর্ষণীয় উপহার ও সার্টিফিকেট, এবং
- ওস্তাদজী কর্তৃক বিশেষ সুযোগ-সুবিধা।
আবেদন করার যোগ্যতা:
- যে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী
- সৃজনশীল চিন্তা-ভাবনা এবং নেতৃত্বের গুণাবলীসম্পন্ন
- সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় এবং জনপ্রিয়তা থাকা বাঞ্ছনীয়
- ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক-সাংগঠনিক কর্মকান্ডের দক্ষ।
ক্যাম্পাস এম্বাসেডরদের দায়িত্বসমূহ:
- ওস্তাদজী’র পণ্য বা সার্ভিস সমূহ সম্পর্কে তার ক্যাম্পাসের শিক্ষার্থীদের অবগত করা।
- ক্যাম্পাসের বাহিরে বিভিন্ন স্থানে প্রচার করা।
- বিভিন্ন সোস্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে প্রচার করা।
- বিভিন্ন সেমিনার এবং ক্যাম্পেইন আয়োজন করা।
- ওস্তাদজী টিমকে ক্যাম্পাসে প্রচারণামূলক উদ্যোগে সহায়তা করা।
আবেদন করার লিংক: https://forms.office.com/r/tU5Hz38ush
আবেদনের শেষ তারিখ: ১৫ জুলাই, ২০২৪ ইং
24/08/2022
আইনস্টাইন যথার্থ বলেছেন তবে এমন ভুল করার আগেই সতর্ক হওয়া উচিত। টিউশনি পাওয়ার ব্যাকুলতায় আমরা যেন ভুল না করি তাই পাশে আছে ওস্তাদজী। ওস্তাদজী অ্যাপ ইন্সটল করে বেছে নিন আপনার পছন্দমত টিউশনি।
📱App Link👉 https://lnkd.in/ekRe9n2c
🌎Website👉 https://ostadjee.com/
23/08/2022
শুভ সন্ধ্যা! চলে এসেছি ওস্তাদজীর ধারাবাহিক সাপ্তাহিক আয়োজন Ostadjee Fridayfun Quiz contest নিয়ে।কুইজে অংশ নিতে এখনই আমাদের অ্যাপটি ডাউনলোড করে রেজিষ্ট্রেশন করুন। (অ্যাপ লিংক ডেস্ক্রিপশন বক্সে দেয়া আছে) কুইজের সঠিক উত্তরদাতার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার!!!
📱App Link👉 https://lnkd.in/ekRe9n2c
🌎Website👉 https://ostadjee.com/
নিয়মাবলি-
* অংশগ্রহকারীকে অবশ্যই ওস্তাদজী পেইজের সদস্য হতে হবে।
* নির্ধারিত সময়ের মধ্যে রেজিষ্ট্রেশন কোডসহ পেইজে সঠিক উত্তর ইনবক্স করতে হবে।
বিজয়ী নির্ধারণ -
* কুইজ পোস্টটি উত্তর ব্যতীত নিজের ওয়ালে পোস্ট করতে হবে।
* নির্ধারিত সময় অতিবাহিত হবার পর শেয়ারকৃত পোস্টের রিয়াক্ট সংখ্যা স্ক্রিনশট নিয়ে পেইজে ইনবক্স করতে হবে।
* সর্বোচ্চসংখ্যক রিয়াক্ট পাওয়া পোস্ট যাচাইয়ের মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে।
বিঃ দ্রঃ -
* কুইজ পোস্টের নিচে কমেন্ট এর মাধ্যমে প্রদত্ত উত্তর গৃহীত হবেনা।
* নির্ধারিত সময় অতিবাহিত হবার পর সঠিক উত্তর বাতিল বলে গণ্য হবে।
* শেয়ার পোস্টের স্ক্রিনশট ব্যতীত উত্তর বাতিল করা হবে।
* প্রত্যেকটি কুইজ পোস্ট করার পর পরবর্তী ১২ ঘন্টা পর্যন্ত উত্তর প্রেরণ করা যাবে।
* নির্ধারিত সময় শেষ হবার পর সর্বোচ্চ ৬ ঘন্টার মধ্যে ফল প্রকাশ করা হবে।
(উল্লেখ্যঃ মডারেটর কর্তৃক গৃহীত যেকোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচনা করতে হবে)
20/08/2022
অর্জিত জ্ঞান হচ্ছে ছড়িয়ে দেয়ার বিষয়। মেধা থাকার পরও যদি আপনি জ্ঞানকে কাজে লাগাতে না পারেন তবে সেই শিক্ষা মূলত অকার্যকর হয়ে পড়ে। আর তাই শিক্ষক হিসাবে নিজের জ্ঞানকে শাণিত ও সমৃদ্ধ করতে পাশে আছে ওস্তাদজী।
ওস্তাদজী অ্যাপে চলছে বিনামূল্যে রেজিষ্ট্রেশন!!! দেরী না করে এখনি ডাউনলোড করুন অ্যাপটি।
📱App Link👉 https://lnkd.in/ekRe9n2c