পৃথিবীতে সেই সবচেয়ে কৃপন ,
যে মুসলমান অন্য মুসলমানকে
সালাম দিতে কৃপনতা করে ।
জীবন গড়ার পাঠশালা
Nearby schools & colleges
Sonargaon Road
Barisal 8224
Comilla 3500
Bogura, Rajshahi
Kishoreganj 2310
Kadirganj, Rajshahi
Road 24
Razzak Plaza
Cumillla, Comilla
Gopalganj GOPALGANJ
Hat Naogaon 6500
1230
Suite-331
Comments
যারা নিবেন যোগাযোগ করুন
call +Whats App + imo = 01792221373
হাদিয়া মাত্র 60 টাকা + কুরিয়
জীবনটাকে সুন্দর ও সুখময় করতে কুরআন সুন্নাহ এর বিকল্প নেই।জীবনের প্রয়োজনীয় বিষয় সহ জীবন গঠন মূলক পেইজ।
Operating as usual
দুআ,
সে তো কবেই কবুল হয়ে গেছে শুধু এখন উত্তম সময়ে তা নিজের করে পাবার পালা ইনশাআল্লাহ.....❣️
যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে, আল্লাহ তাআলা তিনভাবে তাকে সম্মানিত করবেন।
.
১. দ্রুত তওবা করার সুযোগ দিবেন।
২. অন্তরে প্রশান্তি এনে দিবেন।
৩. ইবাদতে আগ্রহ সৃষ্টি করে দিবেন।
.
যে ব্যক্তি মৃত্যুকে ভুলে যায় সে তিনটি ক্ষেত্রে ভুগান্তি পড়বে ।
.
১. তওবা দেরিতে করা
২. অন্তরে শান্তির অভাব।
৩. ইবাদতে অলসতা।
.
(আরশিফু মুলতাকা আহলিল হাদিস: ১, ৮০/১০৩)
#জীবন_গড়ার_পাঠশালা
ছয় লাইনে ছয়টি দামী উপদেশ।
.
১) যে ব্যক্তি দুনিয়ার ধন-সম্পদের কারণে বিষণ্ন অবস্থায় ঘুম থেকে উঠল, সে যেন আল্লাহর ওপর ক্ষুব্ধ অবস্থায় ঘুম থেকে উঠল।
.
২) যে ব্যক্তি নিজের উপর আপতিত কোনো বিপদের অভিযোগ করল, সে যেন আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করল।
.
৩) যে ব্যক্তি রিযক অন্বেষণে হালাল-হারামের পরওয়া করে না, সে যেন জাহান্নামের কোন দরজা দিয়ে ঢুকবে তার পরওয়া করে না।
.
৪) যে ব্যক্তি হাসতে হাসতে পাপ কাজ করে, সে কাঁদতে কাঁদতে জাহান্নামে প্রবেশ করবে।
.
৫) যে ব্যক্তির মনের বাসনা পূরণ করাই প্রধান চিন্তা, আল্লাহ্ তার অন্তর থেকে আখিরাতের ভয় তুলে নেন।
.
৬) যে ব্যক্তি দুনিয়ার সম্পদের লোভে কোনো ধনবান ব্যক্তির সামনে বিনয়ী, নম্র হয়, দরিদ্রতা সবসময় তার দুই চোখের সামনে থাকে।
.
সংগৃহীত।
যার সৃষ্টি এত সুন্দর..
না জানি তিনি স্রষ্টা কত সুন্দর 😊
তুমি উপদেশ দিতে থাকো, কারন উপদেশ মু'মিনদেরই উপকারে আসে!
(সূরা যারিয়াতঃ ৫৫)
এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা ও প্রার্থনা ।
সকল পরীক্ষার্থীদের পরীক্ষা সহজ হোক এবং সুন্দর হোক, সে দোয়া মহান আল্লাহর দরবারে জীবন গড়ার পাঠশালা পরিবারের পক্ষ থেকে
পরীক্ষার ফলাফল যা-ই হোক, আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে সততার সাথে পরীক্ষা দিতে পারাটাই সব থেকে বড় পরীক্ষা।
আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য চাই আল্লাহর ভয় ও একটা সৎ মন।
মহান আল্লাহ্ রাব্বুল আলামীন আমাদের জীবনের শুরু থেকেই সেই সততা চর্চার তাউফিক দান করুন আমীন।🤲
#জীবন_গড়ার_পাঠশালা

কথা বলার নীতি:-
১. কথা বলার পূর্বে সালাম দেয়া।
সূরা নূর : ৬১
২. সতর্কতার সাথে কথা বলা।
সূরা ক্বফ : ১৮
৩. সুন্দরভাবে ও উত্তমরূপে কথা বলা।
সূরা বাক্বারাহ : ৮৩
৪. অনর্থক ও বাজে কথা পরিহার করা।
সূরা নূর : ০৩
৫. কন্ঠস্বর নিচু করে কথা বলা।
সূরা লুকমান : ১৯
৬. বুদ্ধি খাটিয়ে কথা বলা।
সূরা নামল : ১২৫
৭. সঠিক কথা বলা ও পাপ মোচনের
দোয়ার উন্মুক্ত করা।
সূরা আহযাব : ৭১ - ৭২
৮. গাধার মত কর্কশ স্বরে কথা না বলা।
সূরা লুকমান : ১৯
৯. উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত করা।
সূরা হা- মীম সাজদাহ : ৩৪
১০. উত্তম কথায় দাওয়াত দেয়া।
সূরা হা- মীম সাজদাহ : ৩৪
১১. ঈমানদারদের কথা ও কাজ এক হওয়া।
সূরা ছফ : ০২
১২. পরিবারের সদস্যদের প্রতি ক্ষমারনীতি
অবলম্বন করা।
সূরা আ'রাফ : ১৯৯
১৩. মেয়েরা পর পুরুষের সাথে আকর্ষণীয়ও
কোমল ভাষায় কথা না বলা।
সূরা আহযাব : ৩২
১৫. মূর্খ ও অজ্ঞদের সাধ্যমত এড়িয়ে চলা।
সূরা ফুরকান : ৬৩
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ.।
#স্বামী_গরীব_হলে
.
নারী সাহাবিদের রীতি ছিল, যখন তাঁদের কারও স্বামী ঘর থেকে বের হতো, তিনি স্বামীকে বলতেন, ‘হারাম উপার্জন থেকে অবশ্যই বেঁচে থাকবেন। কারণ, ক্ষুধা লাগলে আমরা তা সহ্য করতে পারব; কিন্তু জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারব না।’
.
কিন্তু বর্তমানে বহু নারী এমন আছে, যে তার স্বামীর আর্থিক সংকটে ধৈর্যধারণ করে না; বরং তার কাছে এমন কিছু চায়, যার সামর্থ্য সে রাখে না। তাহলে স্বামী বেচারা কী করবে? সে কি চুরি করবে বা ঘুষ নেওয়া শুরু করবে? স্ত্রী এটা বোঝে না যে, ধৈর্য ঈমানের অঙ্গ। শুধু তাই নয়, ধৈর্যশীলদের আল্লাহ অফুরন্ত ও বেহিসাব প্রতিদান দেবেন।
.
কাজেই প্রিয় বোন, তুমি এমন স্ত্রী হও, যে বিপদের বিরুদ্ধে স্বামীকে শক্তি জোগায়; স্বামীর বিরুদ্ধে বিপদকে শক্তি জোগায় না।
🍀 নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীটি ভালো করে মনে রেখো :
‘আদমসন্তানের সৌভাগ্যের উপকরণ তিনটি, আর দুর্ভাগ্যের উপকরণও তিনটি। সৌভাগ্যেরগুলো :
👉সতী নারী,
👉উত্তম বাসস্থান ও
👉উত্তম বাহন।
আর দুর্ভাগ্যেরগুলো :
👉অসতী নারী,
👉নিকৃষ্ট বাসস্থান,
👉নিকৃষ্ট বাহন।’ (আহমাদ)
.
Collected from : 'দাম্পত্যের ছন্দপতন' বই থেকে।
মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকুন, কারণ মৃত্যুর দূত আপনার পিছে দাঁড়িয়ে আছেন। তার ডাক দেয়ার পর আর প্রস্তুত হওয়ার সময় থাকবে না।




স্ত্রী চাইলে স্বামীকে রোমান্টিক করে তুলতে পারে যদি স্ত্রী বুদ্ধিমতি হয় 💞
#খুব_চমৎকার_একটি_নসিহাহ্।
খাবারে প্রিয় মানুষটির চুল পেলে কি করবেন? যখনই চুল পাবেন তখন বলবেন, দেখো কি কাণ্ড! তোমাকে ভালোবাসি বলে তোমার চুলও আমার পিছু ছাড়লো না, খাবারেও চলে আসে। এরপর হি হি হি করে হেসে দিবেন।
অথবা চুল যদি মুখের ভিতর চলে যায়, তখন তাকে বলবেন, এই আমাকে একটু হেল্প করো তো। আমার মুখে তোমার একটা বিশাল লম্বা চুল এসে গেছে! প্লিজ একটু হেল্প করো, এটাকে বের করতে হবে তো। চুলটা বের করে মুখে লুকমা দিতে দিতে বলবেন, কী হয়েছে তোমার?
আজকাল চুলের যত্ন নিচ্ছ না কিন্তু! এভাবে চুল পড়লে তোমার চুল তো শেষ হয়ে যাবে। তখন কিন্তু তোমাকে আর ভালোবাসবো না আমি। এই বলে দিলাম কিন্তু...।
ব্যস, কেইস ডিশমিশ। একদিকে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা অটল এবং আরো বৃদ্ধি পেলো, অন্যদিকে প্রিয়তমা মনে মনে লজ্জিত হয়ে শাসনও পেলো। সে এখন থেকে খুব সাবধানে থাকবে। এখানে রাগ করার বা উত্তপ্ত বাক্য ছুড়ার কোন প্রয়োজন নেই। প্রিয়তমার চুল তো আর কারোর নয়, আপনারই মানুষের।❣️🌸
প্রকাশিতব্য 'বিবেকের মিনারে ফেরেশতার আজান' বই থেকে। পৃ.৭৩।
[]- নফসকে নিয়ন্ত্রণে
রাখার ১৫ টি কৌশল
১. ফজরের পরে না ঘুমানোর অভ্যাস করুন। প্রয়োজনে কাইলুলা (দুপুরের হালকা ঘুম) করা যাবে।
২. দিনে ম্যক্সিমাম তিনবার খাবার অভ্যাস করুন। সকাল, দুপুর ও রাতের খাবারের মাঝখানে হাবিজাবি খাবার- যেমন ফাস্টফুড, স্ট্রিটফুড খাওয়া যাবে না। ক্ষুধা লাগলে খেজুর, আপেল এগুলো খাওয়া যায়।
৩. প্রতিবেলা খাবার সময় যেটুকু খাবার যথেষ্ট বলে মনে হবে তার থেকে একটু কম খাবেন।
৪. অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে। কোন মন্তব্য করার আগে একবার চিন্তা করুন এই কথাটা আপনি না বললে কি কোন লস আছে? বলা কি আবশ্যক? উত্তর না হলে; ওই কথা বলার দরকার নাই।
৫. সকাল সন্ধ্যার জিকির-আযকার পাঠ করুন।
৬. ইশরাকের সালাত আদায়ের অভ্যাস করুন।
৭. প্রতিদিন নিয়মত কুরআন পড়ার অভ্যাস করুন। হতে পারে ১ রুকু থেকে ১ পারা - যেকোন পরিমাণ।
৮. ঘুমের পরিমাণ কমাতে হবে।
৯. ফজরের পরে কিছুক্ষণ ব্যায়ামের অভ্যাস করুন। আর কিছু না পারলে ১৫-২০ মিনিট জগিং করে এসে গোসল করে ইশরাকের সালাত পড়ার অভ্যাস করা।
১০. দৃষ্টি অবনত রাখুন। না পারলে ওইসব জায়গা এড়িয়ে চলার সর্বাত্মক চেষ্টা করতে হবে।
১১. ফেসবুক, ইউটিউব, টুইটার (সোশ্যাল মিডিয়া) কম ব্যবহার করা।
১২. প্রতিদিন হিফজের একটা টার্গেট নেয়া। এটা প্রতিদিন এক আয়াতও হতে পারে৷ কিন্তু টার্গেট পুরা করতে হবে। এটা খুব খুব গুরুত্বপূর্ণ।
১৩. বিশেষ করে রাতে ভরপেট খাওয়া পরিহার করতে হবে৷
১৪. রাতে ঘুমানোর পূর্বে অযু করে দুই রাকাত নফল সালাত আদায় করে নিন এবং ঘুম না আসা পর্যন্ত আসতাগফিরুল্লাহ পড়তে থাকুন।
১৫. নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায়ের অভ্যাস করুন। ইনশাআল্লাহ, রাব্বে কারিম আপনার অন্তরকে প্রশান্ত করে দিবেন।
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা লেখার প্রতিটি কথার উপর প্রথমে আমাকে ও আমাদের সবাইকে আমল করার তাওফিক দান করুন। আমিন🤲🌸
প্রত্যেক জিনিসের যাকাত আছে,জ্ঞানের যাকাত হলো
মূর্খ লোকের কথা সহ্য করা।
____হযরত আলী (রাঃ)

জীবন গড়ার পাঠশালা updated their address.

পবিত্র কুরআনে জীবন সুন্দর করার উপদেশ
সুন্দর পরিচ্ছন্ন ও উন্নত জীবনের পথ দেখায় কুরআন। মানুষের কথা বলা থেকে শুরু করে চলাফেরা, দেখাশোনা, খাওয়া-দাওয়া কোনো কিছুই বাদ যায়নি। সবই আলোচিত হয়েছে কুরআনে। প্রয়োজন শুধু তা পড়ে দেখার এবং বুঝে আমল করার। তবেই উন্নততর হবে মানুষের জীবনমান। মানুষের জীবন ঘনিষ্ঠ কুরআনের উপদেশগুলো হলো-
- কথা বলার আওয়াজ
'আর কণ্ঠ স্বর নিচু কর। নিঃসন্দেহে গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর।' (সুরা লোকমান : আয়াত ১৯)
- কথা বলার ধরন
'মানুষের সঙ্গে সুন্দর ও উত্তম তথা প্রাঞ্জল ভাষায় কথা বল।' (সুরা বাকারা : আয়াত ৮৩)
'যে বিষয়ে জ্ঞান নেই, সে সম্পর্কে কথা না বলা অর্থাৎ জ্ঞানহীন অসাড় কথা না বলা।' (সুরা বনি ইসরাঈল : আয়াত ৩৬)
কুরআনের যত স্থানেই কথা বলার বর্ণনা এসেছে, সব স্থানেই সঙ্গত ন্যায় কথা বলার কথা বলা হয়েছে।
- চলাফেরা
পৃথিবীতে দম্ভভরে (অহংকারের সঙ্গে) পদচারণা করো না। নিশ্চয় তুমি তো ভূ-পৃষ্ঠকে কখনই বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনই পর্বত প্রমাণ হতে পারবে না।' (সুরা বনি ইসরাঈল : আয়াত ৩৭)
- দৃষ্টি
আপনি দৃষ্টি তুলে ওই বস্তুর দিকে (লোভাতুর দৃষ্টিতে) তাকাবেন না, যা আমি তাদের মধ্যে কয়েক প্রকার লোককে ভোগ করার জন্যে দিয়েছি, তাদের জন্য চিন্তিত হবেন না আর ঈমানদারদের জন্য স্বীয় বাহু নত করুন।' (সুরা হিজর : আয়াত ৮৮)
- সামাজিক ভারসাম্য রক্ষা
'যদি মুমিনদের দুই দল যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে, তবে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দেবে। অতপর যদি তাদের একদল অপর দলের ওপর চড়াও হয়, তবে তোমরা আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে; যে পর্যন্ত না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। যদি ফিরে আসে, তবে তোমরা তাদের মধ্যে ন্যায়ানুগ পন্থায় মীমাংসা করে দেবে এবং ইনছাফ করবে। নিশ্চয় আল্লাহ ইনছাফকারীদেরকে পছন্দ করেন।' (সুরা হুজুরাত : আয়াত ৯)
'মুমিনগণ, কেউ যেন অপর কাউকে উপহাস না করে। কেননা, সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোন নারী অপর নারীকেও যেন উপহাস না করে। কেননা, সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকা গোনাহ। যারা এহেন কাজ থেকে তওবা না করে তারাই জালেম।' (সুরা হুজুরাত : আয়াত ১১)
হিংসা বিদ্বেষ, ধারণা ও পরনিন্দা না করা
'মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাক। নিশ্চয় কতক ধারণা গোনাহ। আর গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারও পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবে? বস্তুত তোমরা তো একে ঘৃণাই কর। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তওবাহ কবুলকারী, পরম দয়ালু।' (সুরা হুজরাত : আয়াত ১২)
- অপচয় না করা
'হে বনি আদম! তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা পরিধান করে নাও, খাও ও পান কর এবং অপব্যয় করো না। তিনি অপব্যয়ীদের পছন্দ করেন না।' (সুরা আরাফ : আয়াত ৩১)
কুরআনের এ সুন্দর গুণগুলো মানুষের জীবনে বাস্তবায়িত হলে হিংসা ও ঘৃণামুক্ত সুন্দর সমাজ তৈরি হতো। প্রতিটি পরিবার কুরআনের সৌন্দর্য রঙ ছিটিয়ে জীবন ও জগৎকে সুখ ও সমৃদ্ধিতে ভরে দিতো।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআনের উল্লেখিত গুণে ব্যক্তি পরিবার ও সমাজ জীবন সাজানোর তাওফিক দান করুন। আমিন।

জীবন গড়ার পাঠশালা updated their phone number.

দু'আ কবুল হওয়ার ২৩টি স্থান, ক্ষেত্র ও সময়:
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
১)সুরা ফাতিহা পাঠ করার পর, সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করে দু'আ করলে দু'আ কবুল হয়।
(মুসলিম)
২) অনুপস্থিত ব্যক্তির জন্য দু'আ, কোন মুসলিমের অগোচরে অন্য মুসলিমের জন্য দু'আ করলে দু'আ কবুল হয়। (মুসলিম -৬৮২২)
৩) জালিমের বিরুদ্ধে মাজলুম ব্যক্তির দু'আ কবুল হয়। (তিরমীযি-৩৪৪৮)
৪) মা-বাবা তার সন্তানের জন্য দু'আ করলে দোয়া কবুল হয় ৷ (তিরমীযি-৩৪৪৮)
৫) নেককার সন্তানের দু'আ কবুল হয়। (বাবা-মায়ের জন্য তাদের মৃত্যুর পর)। (আবু দাউদ-২৮৮০)
৬) আরাফাতের ময়দানে দু'আ করলে দু'আ কবুল হয়। (তিরমীযি-৩৫৮৫)
৭) বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দু'আ তাড়াতাড়ি কবুল হয়। (সূরা নমল ৬২,৫৭ ও সূরা ইসরার ৬৭ নাম্বার আয়াত)
৮) সেজদায় দু'আ করলে দু'আ কবুল হয়। (নাসায়ী১০৪৫)
৯) হজ্জের স্থানসমূহের দু'আ তাড়াতাড়ি কবুল হয়। যেমন: আরাফাহ, মুজদালিফা, মিনা...। (ইবনে মাজাহ-২৮৯২)
১০) হজ্জ করা অবস্থায় হাজ্জীর দু'আ কবুল হয়। (ইবনে মাজাহ-২৮৯৩)
১১) উমরাহ করার সময় উমরাহকারীর দু'আ কবুল হয়। (নাসায়ী-২৬২৫)
১২) আযানের পর দু'আ কবুল হয়। (তিরমীযি-২১০)
১৩) ক্বিতাল চলাকালীন সময় দু'আ করলে দু'আ কবুল হয়। (আবু দাউদ-২৫৪০)
১৪) বৃষ্টি বর্ষণকালে দু'আ করলে দু'আ কবুল হয়। (আবু দাউদ-২৫৪০)
১৫) শেষ রাতের দু'আ, তাহাজ্জুদের সময়কার দু'আ কবুল হয়। (বুখারী-১১৪৫)
১৬) জুম্মার দিনে দু'আ কবুল হয়, আসরের শেষ দিকে তালাশ করার জন্য নির্দেশ আছে। (নাসায়ী-১৩৮৯)
১৭) লাইলাতুল ক্বদরের রাত্রির দু'আ কবুল হয়। (বুখারী ও মুসলিম)
১৮) আযান ও ইকামতের মধ্যবর্তী সময়কার দু'আ কবুল হয়। (আহমাদ-১৪৬৮৯, মুসলিম -৬৬৮)
১৯) ফরয সালাতের শেষ অংশে দু'আ করলে কবুল হয়। (সালাম ফিরানোর আগে)। (রিয়াদুস স্বালেহীন ১৫০৮, তিরমীযি-৩৪৯৯)
২০),মুসাফিরের দু'আ কবুল হয়। (সফর অবস্থায়)। (তিরমীযি-৩৪৪৮)
২১) রোজাদার ব্যক্তির দু'আ কবুল হয়। (রোজা অবস্থায়) । (ইবনে মাজাহ-১৭৫২)
২২) ন্যায়পরায়ণ শাসকের দু'আ কবুল হয়। (তিরমীযি-২৫২৬)
২৩) দু'আ ইউনুস পাঠ করে দু'আ করলে দু'আ কবুল হয়। (তিরমীযি-৩৫০৫) দোয়া ইউনুস: লা ইলাহা ইল্লা-আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমীন।
#জীবন_গড়ার_পাঠশালা
মানুষ জীবনে সবচেয়ে বড় শিক্ষা অর্জন করতে পারে জীবনের দুঃসময়ে ।


আমাদের স্থায়ী বাসভবন হবে এটা😢
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেছেন, ‘যতক্ষণ একজন মানুষ অন্য মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে, আল্লাহ তাআলাও তার কল্যাণে রত থাকবেন।’
(সহীহ মুসলিম, হাদিস : ৬৭৪৬)

পুরুষের পোশাকে ঘরনির
পরিচ্ছন্নতাবোধের ছাপ ফুটে ওঠে।
স্ত্রীর পোশাকে স্বামীর
পৌরষের ছাপ ফুটে ওঠে।
আর মেয়ের পোশাকে
মায়ের আখলাক ফুটে ওঠে।
#জীবন_গড়ার_পাঠশালা

ব্যস্ত এই শহরে হরেক গল্পের ভীড়ে
আমার না বলা গল্প গুলো আড়ালেই থাকুক !
ভালো থাকুক ভালোলাগার আর শ্রদ্ধার পরম প্রিয় মানুষ গুলো।
মাঝেমাঝে বিষন্নতা
হৃদয়কে দুর্বল করে দেয়...!
রাগ নিয়ন্ত্রণ নিয়ে ছোট একটি দারণ শিক্ষণীয় গল্প।
পড়ুন উপকারে আসবে ইনশাআল্লাহ।
ছোট একটি ছেলে খুব রাগী।
বাবা কিছুতেই ছেলের রাগ নিয়ান্ত্রণে আনতে পারছেন না।
একদিন বাবা ছেলেকে স্নেহের পরশে কাছে ডাকলেন।
একটু পেরেকভর্তি ব্যাগ দিয়ে বললেন,যতবার তুমি রেগে যাবে,ততবার একটি করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। এটি তোমার প্রতি আমার আদেশ।
প্রথম দিনেই ছেলেটিকে ৩৭টি পেরেক মারতে হয়েছে।
কারণ,সে এদিন ৩৭বার রেগে গিয়েছিল। ক্রমষ সে উপলব্ধি করছিল,তার রাগ অনেক বেশি-৩৭বার পেরেক মারতে হয়েছে। আরও ভাবল,কষ্ট করে পেরেক মারার চেয়ে রাগ কমিয়ে দেওয়া সহজ। ছেলেটি পেরেক মারার কষ্ট লাঘব করতে করতে রাগ নিয়ন্ত্রণে আনা শিখে গেল। ধীরে ধীরে পেরেনক মারা কমতে থাকল এবং অবশেষে একদিন তাকে আর একটি পেরেকও মারতে হলোনা।
বাবা বুঝলেন, তার প্রিয় সন্তান রাগ নিয়ন্ত্রণে এনেছে। এবার তিনি তাকে প্রতিদিন বাগানের বেড়ার একটি করে পেরেক তুলে ফেলতে বলতেন। বাবার আদেশ পালন করল ছেলেটি। পেরেক তুলা শেষ হয়ে গেলে তার বাবা তাকে বাগানে নিয়ে গিয়ে কাঠের বেড়াটি দেখিয়ে বললেন- দেখ, কাঠে পেরেকের গর্তগুলো এখনো রয়েগেছে। কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় আনা যাবেনা।
যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো, তখন তার মনে ঠিকএমন একটা আঁচড় লেগে যায়-যা কখনোই আর মুছে যায়না বেটা। তাই রাগ নিয়ন্ত্রণ করতর শিখো। মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও ভয়ংকর।
মহানবী হযরত মুহম্মদ (সঃ) বলেন, তোমাদের মধ্যে কেউ রাগান্বিত হলে সে যেন নিরবতা অবলম্বন করে। (ইমাম বুখারি,আদাবুল মাফারাদঃ ২৪৪)
আল্লাহ আমাদের সবাইকে রাগ নিয়ন্ত্র করার তৌফিক দান করুন আমিন।
মনেরাখবেন পরিস্থিতি যেমনই হোক না কেন..
মেনে নেওয়ার ক্ষমতা রাখবেন। আপনার ধৈর্য্য আপনার সাফল্যের চাবিকাঠি,
ধৈর্য্যশীল মানুষরাই ইন শা আল্লাহ্ একদিন সফল হয়।
একবার ভাবুন তো ....!
এত মানুষের প্রিয় হয়ে কি লাভ হবে...?
যদি আল্লাহর কাছে প্রিয় হতে না পারেন ...!
#জীবন_গড়ার_পাঠশালা।

মুসলিম রমণীরা নিজেদের ইজ্জত রক্ষার জন্য কাপড়ে তালিও লাগায়...
অপর দিকে এমন ব্যক্তি আছে যারা নিজেদের কাপড় খুলে রেখে ইজ্জতের প্রদর্শনী করে...
"চোখের পানি ".... কোনো সাধারন পানি নয়!!
চোখের পানি নিয়ে উইলিয়াম ফ্রে নামে একজন বিজ্ঞানী প্রায় ১৫ বছর গবেষণা করেছেন। গবেষণা শেষে তিনি বলেছেনঃ
"চোখের পানি কোনো সাধারণ কিছু নয়। এটি পানি, শ্লেষ্মা, তেল, ইলেক্ট্রোলাইট-এর এক জটিল মিশ্রণ।
.
এটি ব্যাকটেরিয়া প্রতিরোধী, যা চোখকে ইনফেকশন থেকে রক্ষা করে।
এটি কর্নিয়াকে মসৃণ করে, যা পরিষ্কার দৃষ্টির জন্য অত্যাবশ্যকীয়।
.
এটি কর্নিয়াকে যথেষ্ট আর্দ্র রাখে এবং অক্সিজেন সরবরাহ দেয়।
.
এটি চোখের জন্য ওয়াইপার হিসেবে কাজ করে, যা চোখকে ধুয়ে ধুলোবালি থেকে পরিষ্কার করে।"
.
চোখের পানি যদি শুধুই পানি হতো, তাহলে তা ঘর্ষণের কারণে চোখ শুকিয়ে জ্বালা পোড়া করত। শীতকালে তাপমাত্রা শূন্য ডিগ্রি হলে পানি শুকিয়ে জমে বরফ হয়ে যেত!
.
আবার চোখের পানি যদি শুধুই এক ধরনের তেল হতো, তাহলে তা চোখের ধুলাবালি পরিষ্কার না করে উলটো আরও ঘোলা করে দিত।
.
চোখের পানির মধ্যে প্রকৃতির লক্ষ উপাদান থেকে এমন বিশেষ কিছু উপাদান ব্যবহার করা হয়েছে, যার এক বিশেষ মিশ্রণ একই সাথে পরিষ্কার, মসৃণ এবং জীবাণু মুক্ত করতে পারে এবং অক্সিজেন সরবরাহ করতে পারে।
.
চোখের পানির এই ব্যাপারটা চিন্তা করলেই আল্লাহ্'র প্রতি কৃতজ্ঞতায় মস্তক অবনত হয়ে যায়।
.
সুবহান'আল্লাহ্!
এক চোখের পানিতেই আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা কত-শত অনুগ্রহ দেখিয়েছেন, কত সুক্ষ্ম, কত পরিকল্পনা করে সৃষ্টি করেছেন! একটু উনিশ থেকে বিশ হলেই ঘ্যাচাং! ভাবনার মোড়কে আটকানো অসম্ভব!
.
.
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
"অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?"
|সূরাহ আর-রহমান,আয়াত-১৩|
#জীবন_গড়ার_পাঠশালা
সংগৃহীত
০১/০৯/২২ ইং
শ্রেষ্ঠতম আমল
.
আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবার একটি কারণ হলো, ঘৃণা-বিদ্বেষ।
যেমন হাদীসে এসেছে, ‘প্রতি সোম এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করা হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয়, যারা আল্লাহর সঙ্গে শরিক স্থাপন করে না। তবে সে ব্যক্তিকে ক্ষমা করা হয় না, যার ভাই এবং তার মধ্যে শত্রুতা বিদ্যমান। তখন (তাদের ব্যাপারে) বলা হয়, এই দুজনকে আপসে রফা করে নেওয়ার জন্য অবকাশ দাও।' (সহীহ মুসলিম, ২৫৬৫)
.
অতএব শ্রেষ্ঠতম আমল হচ্ছে অন্তরকে সবধরনের বিদ্বেষ থেকে মুক্ত রাখা। এটার সর্বোচ্চ স্তর হলো প্রবৃত্তির অনুসারী এবং সেসব বিদআতিদের প্রতি বিদ্বেষ না রাখা, যারা উম্মাতের পূর্ববর্তীদের সমালোচনা করে, তাঁদেরকে ঘৃণা করে এবং তাঁদের ব্যাপারে কুফরি, বিদআতী কিংবা গোমরাহির আকিদা পোষণ করে। এর পরবর্তী স্তর হলো সাধারণ মুসলমানদের প্রতি কোনোরূপ বিদ্বেষ না রাখা, তাদের কল্যাণ কামনা করা। এবং নিজের জন্য যা পছন্দ করবে অপরের জন্য তাই পছন্দ করা।
.
সাহাবিদের উদ্দেশ্যে নবিজি (সা.) পরপর তিনদিন বলেছিলেন, ‘তোমাদের সামনে একজন জান্নাতি লোক আসবে।' ঘটনাচক্রে তিনদিন একই ব্যক্তি এসেছেন। তখন নবির কথার উদ্দেশ্য বোঝার জন্য আবদুল্লাহ ইবনু আমর সে ব্যক্তির আতিথেয়তা গ্রহণ করেন। তিনি কী এমন আমল করেন সেটা দেখার জন্য তিনদিন তাঁর সাথে রাত কাটান। কিন্তু তাঁকে তেমন কোনো বেশি আমল করতে দেখেননি। তারপর তাঁকে সবকিছু খুলে বললে তিনি জানান, ‘আমার আমল তো আপনি যেটা দেখলেন সেটাই। তবে আমি অন্তরে কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ পোষণ করি না।' তখন আবদুল্লাহ ইবনু আমর বললেন, ‘এই আমলের মাধ্যমেই আপনি এই মর্যাদা পেয়েছেন।' (আহমাদ, ১২৬৯৭)
.
অন্য আরেকদিনের কথা। আবদুল্লাহ ইবনু আমর বলেন, রাসূলুল্লাহ -এর কাছে জানতে চাওয়া হলো, ‘কোন ব্যক্তি সর্বোত্তম?' তিনি বললেন, ‘বিশুদ্ধ অন্তরের অধিকারী প্রতিটি সত্যভাষী ব্যক্তি (উত্তম)।' সাহাবীরা বললেন, ‘সত্যভাষীকে তো আমরা চিনি, কিন্তু বিশুদ্ধ অন্তরের ব্যক্তিকে কীভাবে চিনব?' নবীজি বললেন, ‘সে হলো পূত-পবিত্র ব্যক্তি, যার কোনো গুনাহ নেই, (যার অন্তরে) নেই কোনো জেদ, বিদ্বেষ এবং অহমিকা।’ (ইবনে মাজাহ, ৪২১৬)
.
জনৈক সালাফ বলেছেন, শ্রেষ্ঠতম আমল হলো মনের স্বচ্ছতা, ব্যক্তির উদারতা এবং উম্মাতের প্রতি কল্যাণকমিতা। এই গুণগুলোর মাধ্যমে এমন পর্যায়ে পৌঁছা যায়, যেখানে পৌঁছতে অনেক সাধনার সালাত এবং সিয়াম প্রয়োজন হয়।
.
ইমাম ইবনু রজব (রহ.)-এর লেখা 'জীবনকে কাজে লাগান' বই থেকে
ওয়াফিলাইফ থেকে সংগৃহীত।
লাইফ নিয়ে দুঃচিন্তা করবেন না,কারণ আমাদের পুরো জীবনটাই আল্লাহর জন্য।
রিযিক নিয়ে পেরেশান হবেন না, রিযিকের বন্টন আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত।
ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হবেন না, ভবিষ্যৎ ফায়সালাও আল্লাহর জিম্মায়।🖤
-ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ্
চারটি বস্তু মানুষের জন্য
দুর্ভাগা হওয়ার চিহ্ন।
১/চোখে পানি না আসা।
২/অন্তর শক্ত হয়ে যাওয়া।
৩/লম্বা লম্বা আশা করা।
৪ /দুনিয়ার প্রতি বেশি লোভ-লালসা তৈরী হওয়া।
জীবন গড়ার পাঠশালা
'আল্লাহ মুমিনের শক্তি দিয়েছেন হৃদয়ে, শরীরের অঙ্গ-প্রত্যঙ্গে না।
আপনি কি দেখেন না কীভাবে একজন দুর্বল বৃদ্ধ লোক তপ্ত দুপুরে রোজা রাখে, রাতে তাহাজ্জুদ পড়ে; অথচ একজন যুবক সেটা করতে পারে না?!'
— শুমাইত্ব (রাহিমাহুল্লাহ)
(হিলয়াতুল আউলিয়া: ১০/১২৪)

এই যে বোন শুনছেন,
আমি লক্ষ্য করে দেখেছি যেসব মেয়েরা অনেকগুলো ছেলের মধ্যেখানে বসে গল্প আর আড্ডাবাজিতে মেতে ওঠে, কারণে-অকারণে হাসতে হাসতে পাশে বসে থাকা কোনো ছেলেবন্ধুর গায়ের উপর পড়ে যেতে উপক্রম হয়...
এই টাইপের মেয়েদেরকে ছেলেরা শুধু মেয়েবন্ধু হিসেবেই গ্রহণ করে।
কখোনো তাদের "বধূ" বানাতে চায়না। আপনি কি জানেন সব পুরুষেরাই যে বিবাহের উদ্দেশ্যে রক্ষণশীল পরিবারের "ভদ্র" মেয়েদেরকেই অধিক পছন্দ করে ? তা নিজের চরিত্র যেমনি হোক না কেনো !
.
এর দ্বারাও কি আমার বোনেরা, আপনারা কিছুই বুঝেন না ? এর মানে হচ্ছে সহজপ্রাপ্য জিনিসের কোনো মূল্য নেই। যখনই আপনি পুরুষ প্রজাতির কাছে সহজলভ্য হয়ে গেলেন তখনই তারা আপনাকে বধূর মর্যাদা দেওয়ার পরিবর্তে শুধুই তাদের আড্ডাবাজির সদস্য হিসেবেই রাখাটাকেই যথেষ্ঠ মনে করল। জানেন কি ?
তাই বলছি, দয়া করে ঝিনুকের ভিতরে থাকা "মুক্তা" হয়ে থাকুন, "ঝিনুক" হবেন না!!
আল্লাহ কাদের ভালোবাসেন না >>
😢😢
আল্লাহ অবিশ্বাসী পাপীদের ভালোবাসেন না। ’ –সূরা বাকারা: ২৭৬
(Allah does not like every sinning disbeliever.)
আল্লাহ কাফিরদেরকে ভালবাসেন না। সূরা আলে ইমরান: ৩২
(Allah does not like the disbelievers.)
আল্লাহ অকৃতজ্ঞ ব্যক্তিদের ভালোবাসেন না। সূরাঃ আল-হজ্জ: ৩৮
(Allah does not like everyone treacherous and ungrateful.)
আল্লাহ জালেমদের (অত্যাচারী) ভালোবাসেন না। ’ –সূরা আলে ইমরান: ৫৭
(Allah does not like the wrongdoers.)
আল্লাহ গর্বিত উৎফুল্লকারীদের ভালোবাসেন না। সূরা কাসাস: ৭৬
(Allah does not like the exultant.)
আল্লাহ অহঙ্কারীদেরকে ভালবাসেন না। সূরা আন নাহল: ২৩
(Indeed, He does not like the arrogant.)
আল্লাহ অপব্যয়কারীদের ভালোবাসেন না। ’ –সূরা আনআম: ১৪১
(He does not like those who commit excess.)
আল্লাহ বিশ্বাসঘাতকদের পছন্দ করেন না। সূরা আনফাল: ৫৮
(Allah does not like traitors.)
আল্লাহ খেয়ানতকারী পাপীদের ভালোবাসেন না। ’ –সূরা আন নিসা: ১০৭
(Allah loves not one who is a habitually sinful deceiver.)
আল্লাহ কথায় (ভাষায়) মন্দ প্রকাশ করা ভালোবাসেন না। ’ –সূরা আর নিসা: ১৪৮
(Allah does not like the public mention of evil)
আল্লাহ ফাসাদকারীদের ভালবাসেন না। সূরা মায়িদা: ৬৪
(Allah does not like corrupters.)
সংগৃহিত
মর্যাদা লাভ হয় জ্ঞানের মাধ্যমে, রক্ত সর্ম্পকের মাধ্যমে নয়, সৌন্দয্যের সুষমা বিকশিত হয় শিষ্টাচারের মাধ্যমে, সুন্দর পোশাকে নয়!”
______ইমাম গাজ্জালী (রহঃ)।


❤️❣️
একদিন ঠিকই আফসোস হবে আমাদের !
কারণ আমরা এবিষয়টা ভালো করে জানতাম যে___
১: ঘুমের চেয়ে নামাজ উত্তম সেটা জেনেও আমি আপনি ফজরে ঘুমিয়ে ছিলাম।
২: কুরআন তিলাওয়াতে অন্তরে প্রশান্তি আসে, তারপরও আমি আপনি কুরআন তিলাওয়াত ত্যাগ করেছিলাম।
৩. আল্লাহর যিকির আমার সারাদিনের কাজেকর্মে বরকত আনে জেনেও, অলসতা করে যিকির ছেড়েদিয়েছিলাম।
৪. ইস্তেগফারে আমার আপনার রিযিক বৃদ্ধি কারণ সেটা জেনেও, গাফেল থেকেছি।
৫. তাহাজ্জুদ আমার আপনার জন্য শান্তি, শৃঙ্খলা, সুস্থিরতাসহ আরো অসংখ্য উপকারিতা নিয়ে আসে জেনেও, আমি আপনি এমন মহার্ঘ তাহাজ্জুদও হেলাভরে ছেড়ে দিয়ে ঘুমিয়েছি।
৬. তাওবার দরজা সদা-সর্বদা উন্মুক্ত, আমি আপনি আজ করছি, কাল করছি করে শুধু পিছিয়েছি।
৭. গুনাহে লিপ্ত হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ ত্যাগ করলে, আল্লাহ আমার বিপদ দুর করে দিতেন। আমার দুশ্চিন্তা লাঘব করতেন। এটা জেনেও আমি আপনি গুনাহে অনঢ় থেকেছি। গুনাহে লিপ্ত থেকেছি।
৮. যে কোনো ভালো কাজ করলেই আমি জান্নাতের আরেকটুউচ্চ স্থানে চলে যেতাম। জাহান্নাম থেকে দূরে সরে আসতাম। এটা জেনেও আমি আপনি উদাসীন থেকেছি।
একদিন ঠিকই আফসোস করবো।
ইয়া আল্লাহ আপনি আমাদের সকলকে সুমতি দান করুন। আমীন।
#জীবন_গড়ার_পাঠশালা_পরিবারের_সবাইকে_আই_আল্লাহ্_আপনি_মেহেরবানী_করে_কবুল_করুন_আমীন।

ছবিটা খেয়াল করেন–––
একজন প্রকৃত মুসলিমের কাছে তার স্ত্রী স্বর্ণের চেয়েও দামী।
দারিদ্র্যতা কখনো ইসলামের সৌন্দর্যকে দমিয়ে রাখতে পারেনা!
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
House #2B, Road #12, Mirpur Road, Dhanmondi, Dhaka/
Dhaka, 1209
As the country’s largest skills development center, BSDI has been working since 2003 to develop th
Fatema Mohol, 2nd Floor, House#23 (Old-660), Road#11 (Old-32), Dhanmondi
Dhaka, 1209
Odhyyon ERP- a pioneer Learning Management Tool admired by 500+ institutions in Bangladesh, since 20
Luxmibazar Campus: 3/1, Nobodip Bosak Lane, Luxmibazar, Dhaka-1100, Bangladesh.
Dhaka
Our mission is to make skilful & educated manpower by giving world standard education. We provide ea
House: 40, Road: 27(old) 16(new), Dhanmondi. Concord Royal Court (3rd Floor)
Dhaka, 1209
Embark on your academic journey overseas with Executive Study Abroad.
Akmol Shopping Complex, Ground Floor, Staff Quater, Demra
Dhaka, 1361
Study Abroad & Scholarship service since more than 10 years.
House 17, Level-2 (F-4), Road 14, Sector-13, Uttara
Dhaka, 1230
Dream Abroad Educational Consultancy (DAEC) place for interested people those who dream of studying
Tongi, Gazipur
Dhaka
hi, I'm Shakib professional digital marketer and Marketing expert. My Core skill are total social
Ka, 74, Shahjadpur, Gulshan, Dhaka. 1212
Dhaka, 1212
Greenhouse tutorial is an uncompromising endeavour for the academic and moral development of our nex