
SSC-25 রিভিশন ও মডেল টেস্ট আপডেট:
কেনো শিক্ষার্থী দের উচিত এসএসসি মডেল টেস্ট রসায়ন দরবার -এ দেয়া তার ১০ টি কারণ বন্দনা:
আগেই বলে নিচ্ছি আপনি যদি এসএসসি ২৫ এর শিক্ষার্থী না হন তাহলে পড়ে সময় নষ্ট করবেন না।আর এসএসসি ২৫ হলে আপনার জন্য পড়া খুব জরুরী।
১)রিভিশন: রসায়ন দরবার এইবার সম্পূর্ণ ভিন্ন ভাবে রিভিশন করাবে।এই পদ্ধতির নাম হচ্ছে ফোকাস রিভিশন। মানে বোর্ড পরীক্ষার প্রশ্ন এনালাইসিস করে যে রিভিশন এইটাই ফোকাস রিভিশন।আপনার এই মুহূর্ত থেকে আসলে সামনের এসএসসি পরীক্ষায় বেশি নজর দেয়া উচিত তাই এই পদ্ধতি।
২)টেস্ট পেপার সলভ ক্লাস: প্রতি বছর আসলে টেস্ট পরীক্ষা আসলেই আমরা একদম গরম গরম ফ্রেশ প্রশ্ন পাই।এই প্রশ্নের জন্য শুধু আমরা কোচিং গুলো না বরং যারা বোর্ডের প্রশ্ন করেন তারাও অপেক্ষা করেন।তাই আমরা মনে করি শিক্ষার্থী দের প্রায় ৫০ সেট রচনামূলক(প্রতিটিতে প্রায় ৮ করে প্রায় ৪০০/৫০০ টি সৃজনশীল) প্রশ্ন সলভ করানো হবে।আর ৫০ সেট এমসিকিউ (প্রায় ১২০০+ প্রশ্ন) ব্যাখ্যা সহ সলভ দেয়া হবে।টিভি কেনার আসল কারণ এটা আর কি বাচ্চারা।
৩) ক ও খ বুস্টার: প্রি-টেস্ট এর খাতা দেখতে গিয়ে আমরা খেয়াল করলাম আমাদের এখনকার বাচ্চারা কোনো সংজ্ঞা ই মুখস্ত করতে চায় না।ওরা হয়ত জানে না ওদের গ ও ঘ নাম্বার প্রশ্নের উত্তর মূলত ক ও খ এর উপর নির্ভর করে।যারা ক ও খ নাম্বার ভালো লিখে তাদের উপর শিক্ষক মহা প্লিজড থাকে তাতে গ ও ঘ এই দুই টি প্রশ্নে নাম্বার তোলা অনেক সহজ হয়। ক ও খ যেনো ভালো হয় এজন্য রসায়ন দরবার রেখেছে ক ও খ বুস্টার।এতে বাচ্চাদের সংজ্ঞা লেখার দক্ষতা অনেক বেশি বাড়বে।
৪)এমসিকিউ বুস্টার: মজার ব্যাপার হচ্ছে আমাদের এমসিকিউ বুস্টার হতে হুবহু প্রশ্ন কমন পড়ে-আলহামদুলিল্লাহ।আরেকটি বিশেষ ব্যাপার হচ্ছে শিক্ষার্থী রা বুস্টার দিতে গিয়ে কম সময়ে কিভাবে বেশি প্রশ্ন আন্সার করবে এই দক্ষতা অর্জন করে।
৫)খাতা ও প্রশ্নের আউটলুক: এইবারের খাতা হবে ঠিক বোর্ড পরীক্ষার খাতার মত।প্রশ্ন ও হবে বোর্ডের মতই দেখতে আর অবশ্যই বোর্ড স্ট্যান্ডার্ড মানের।নিচে একটি উত্তরপত্র ও প্রশ্নপত্রে ছবি দেয়া হয়েছে।যেহেতু প্রশ্ন জাফর স্যার করছে না সেহেতু প্রশ্ন সহজ হবে ইন শা আল্লাহ।
৬)সাজেশন:একটি অসাধারণ সাজেশন দেয়া হবে টেস্ট ও বোর্ড পরীক্ষার প্রশ্ন এনালাইসিস করে। তবে রসায়ন দরবারের প্রশ্ন পড়লেই বোর্ডে কমন পড়ে।
৭)এইটা সিক্রেট তাই পাবলিক প্লেসে বলা যাবে না।
৮) থাকবে ২৪/৭ ডাউট সলভিং সেশন।
৯)রিভিশন ক্লাস নিবেন মুজাহিদ স্যার ও টেস্ট পেপার সলভ ক্লাস নিবেন জাফর স্যার।
১০)মক ভাইভা:এই প্রোগ্রাম টি মূলত এসএসসি লিখিত পরীক্ষার পর ও ব্যবহারিক পরীক্ষার আগে নেয়া হবে।রিয়েল ভাইভা ও ব্যবহারিকের খুঁটিনাটি সেশন।এমন সেশন হবে ৪ টি।
****পরীক্ষা শুরু হবে ২রা ডিসেম্বর । সব শিক্ষার্থী দের দরবারের সার্ভিস ফিল করানোর জন্য এই পরীক্ষাটি উন্মুক্ত ঘোষনা করা হলো।
সিলেবাস: অধ্যায়-২,৩,৪
মানবন্টন : ৪ টি সিকিউ হতে যে কোনো ৩ টি সিকিউ উত্তর করবেন তাতে ৩০ নাম্বার ও ২০ তি এমসিকিউ তে থাকবে ২০ নাম্বার।মানে মোট ৫০ নাম্বারের পরীক্ষা।
যেহেতু ছাড়ের সময় শেষ সেহেতু আপাতত ফুল পেমেন্ট দিয়ে ভর্তি হতে হবে।
ব্যাচ টাইম থাকবে ৩ টি
ব্যাচ-০১)শুক্র, শনি -সকাল ১১:৩০ থেকে দুপুর ১ টা(এক্সাম হবে সোম বার)এই ব্যাচে শুক্রবার মুজাহিদ স্যার রিভিশন নিবেন ও জাফর স্যার টেস্ট পেপার সলভ নিবেন।
এই ব্যাচের ক্লাস শুরু হবে আগামী ২২ নভেম্বর শুক্রবার।
ব্যাচ-০২)শনি, সোম, বুধ-দুপুর ১২:৩০ থেকে দুপুর ০১:৩০(এই ব্যাচ শনি বার মুজাহিদ স্যারের ক্লাস করবে ১ টা থেকে ২:৩০ আর জাফর স্যারের ক্লাস করবে বুধবার ১২:০০ টা থেকে ১:৩০ আর এক্সাম দিবে সোমবার ১২ টা থেকে ১:৩০)।এই ব্যাচ টি কেবল মেয়েদের জন্য সংরক্ষিত।এই ব্যাচ তির ক্লাস শুরু হঅবে আগামী ২০ নভেম্বর বুধবার।
ব্যাচ-০৩)শুক্র, মঙ্গল, -এই ব্যাচের শিক্ষার্থী রা জাফর স্যারের ক্লাস করবেন মঙ্গলবার সকাল ১১ টায় আর শুক্রবার মুজাহিদ স্যারের ক্লাস করবেন শুক্রবার ১১:৩০ থেকে ১ টায়।রবি আর মুজাহিদ স্যারের শিডিউল দেয়া যাচ্ছে না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত।আপনাদের ব্যাচের অ এক্সাম হবে সোমবার।এই ব্যাচটির একটি এক্সট্রা ক্লাস হবে ২১ নভেম্বর।
আশা করছি একটি সেরা সার্ভিস দিতে পারবো আল্লাহ সহায় হলে।
পেমেন্ট ও আরো ডিটেলস জানার জন্য অফিসে যোগাযোগ করবেন বা কল করবেন 01619101325 নাম্বারে।
আমাদের ঠিকানা:
রসায়ন দরবার
২৯/১ পূর্ব তেজতুরীবাজার, সরকারী বিজ্ঞান কলেজের বিপরীত গলি,ফার্মগেট, ঢাকা।
০৯৬১৭১৭১৭২৯