
আমাদের সামান্য প্রচেষ্টা।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from National Ideal School & College Scout Group, Education & Learning, 730/5/1, Block-C, Khilgaon, Dhaka.
Operating as usual
আমাদের সামান্য প্রচেষ্টা।
16 December| Shahriar Islam
জলবায়ু সংরক্ষণ ও দেশকে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জনে বাংলাদেশ স্কাউট নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ৫৯৭তম ন্যাশনাল আইডিয়াল স্কুল স্কাউট গ্রুপ এর উপদল-গ উদ্বোধন করেছিল প্রজেক্ট, "পরিষ্কার ও সবুজ শহর"।
যেখানে তারা টেকসই উন্নয়ন অভিষ্টের লক্ষ্যমাত্রা :
১১. টেকসই নগর ও জনপদ
১৩. জলবায়ু কার্যক্রম
১৫.স্থলজ জীবন নিয়ে কাজ করেছে
পৃথিবীতে দ্রুত হারে বৃক্ষ নিধন বেড়ে যাচ্ছে এবং বৈশ্বিক উষ্ণায়ন বেড়ে যাচ্ছে । ফলে পৃথিবীর স্বাভাবিক জলবায়ু হুমকির মধ্যে পড়ছে। এই পৃথিবী আমাদের , আমাদের বসবাসের জন্য আমাদেরকেই এই পৃথিবীতে বাসযোগ্য করতে হবে । তাই আমাদের উচিত বেশি বেশি বৃক্ষরোপণ করা। পরিবেশ দূষণ রোধে সম্মিলিতভাবে এগিয়ে আসা।
পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে বৃক্ষরোপনে কার্যক্রমে অংশ নিয়েছে ।
উপদল- ঘ
ইউনিট লিডার এবং নেতৃত্ব প্রদানকারী স্কাউট সদস্যরা।
শ্রদ্ধেয় সভাপতি,
ন্যাশনাল আইডিয়াল স্কুল স্কাউট গ্রুপ।
The Reformer of NISSG. Thank you so much Umayar Hosen for your service.
স্মরণ করি শোকে...
এডিস মশা ও ডেঙ্গু বিরোধী জনসচেতনতামূলক প্রচারণা
Eid Mubarak.
❝নববর্ষ – বাঙালির প্রাণ❞
পহেলা বৈশাখ– বাঙালির প্রাণের উৎসব, প্রাণের মিলনমেলা । ঋতুরাজ বসন্তকে বিদায় জানিয়ে প্রখর গ্রীষ্ম এবং কালবৈশাখীর বার্তা নিয়ে হাজির হয় বৈশাখ। গ্রীষ্মের প্রখর দুপুরে ক্লান্ত পথিককে একটুকরো প্রশান্তি দেয় গ্রীষ্মকালীন ফল ।
বাংলা সনের প্রবর্তন করেছিলেন মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক সম্রাট আকবর ৷ বাংলা বৈশাখ ও জৈষ্ঠ্যমাস মিলে আগমন ঘটে গ্রীষ্মের ৷ বাঙালির প্রাণের এ উৎসব পহেলা বৈশাখের শুরু হয় নতুন পোশাক, বাঙালিয়ানা খাবার, পান্তা-ইলিশ, হালখাতা আর সাহিত্য আড্ডায় ।
মাঝে মাঝে কোনো রুক্ষ দিনের অগ্রভাগে কিংবা কাঠফাটা কোনো দুপুরে হঠাৎ ঘন কালো মেঘ জড়ো হয় আকাশে । ভারি বাতাস আর তীব্র বর্ষণে বৈশাখ দেখায় তার রুদ্ররূপ। লণ্ডভণ্ড করে পরিবেশ, চালায় ধ্বংসলীলা। তবে বর্ষণ শেষে প্রকৃতিতে দেখা দেয় স্বর্গীয় হাতছানি। বৎসরভর জমাট হওয়া ময়লা নিমেষে পরিষ্কার করে পরিবেশে আনে নতুনত্ব, নতুন বছর সাজে নতুন রূপে।
বাংলাদেশ স্কাউটস এর পক্ষ থেকে সকলকে নববর্ষের শুভেচ্ছা!
#বাংলানববর্ষ #নববর্ষ১৪৩০
❝রক্তঝরা মার্চের রক্তিম সূর্য❞
অগ্নিঝরা চৈত্র, রক্তঝরা মার্চ;
যে মার্চ নিয়ে এসেছিল বিজয়ের আগাম বার্তা ।
যে মার্চ দিয়েছে ‘বাংলার আকাশে রক্তিম সূর্য’ !
“This maybe my last massage. From today Bangladesh is independent...” — স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টার এই এক আদেশেরই প্রতীক্ষায় ছিল বাঙালি।
২৫শে মার্চ বাঙালির উপর বর্বর হত্যাকাণ্ড চালানো হলে ২৬শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়ারলেস বার্তার মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেন।
বাংলার প্রতিটি মানুষকে যার যা কিছু আছে তাই নিয়ে শেষপর্যন্ত সংগ্রাম করে যেতে বলেন তিনি।
দেশ-মাকে রক্ষার জন্য দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে অশান্ত বাঙালি।
ত্রিশ লাখ প্রাণ আর আড়াই লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে বাংলায় উঠেছে স্বাধীন সূর্য।
২৬শে মার্চ – মহান স্বাধীনতা দিবসে ‘এক নদী রক্ত পেরিয়ে, বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা’ — সেই সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
#স্বাধীনতা_দিবস
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ 🤍
ইচ্ছেটা যখন সেবার, একটু হাসি তো অবশ্যই দরকার।
• খিলগাঁও, ঢাকা-১২১৯
• উপদল "খ"
10/01/2023
০৫/০১/২০২৩
০৩/০১/২০২৩
The year is new, the hopes are new, new is the resolution, new are the spirits, and new the warm wishes to all of you. Have a promising and fulfilling New Year.
Happy new year!
আমাদের প্রচেষ্টা,
ছড়িয়ে পড়ুক উষ্ণতা।
বছরঘুরে আবারো ফিরে আসছে কুয়াশার চাদরে ঢাকা সেই শীতের সকালগুলো। চার দেয়ালের মাঝে বন্দি এই শহরে,শীতের বাহারি পিঠা পুলি, গরম জামা কাপড় গায়ে দিয়ে, সুন্দর সকালের লেপের উষ্ণতা অনুভবকারী কি কখনো অনুভব করতে পারবে, শীতের আসল মর্মার্থটি। কত শত মানুষ এই হাড় কাঁপানো শীতে গরম কাপড়ের ব্যবস্থা না করতে পেরে আগুনের দ্বারস্থ হয়, নির্ঘুম রাত কাটায়। বিশেষ করে দরিদ্র অশহায় পথশিশুদের, কত কষ্টে তাদের স্মৃতির দিনগুলো কাটে আমরা কি একবার ভেবে দেখেছি? আমরা কি চেয়েছি তাদের কষ্টগুলো অনুভব করতে?
শীতের প্রকোপ থেকে সেসব শিশুদেরকে একটু পরিত্রান দিতে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের যতটুকু সম্ভব সাহায্য করতে। ৫৯৭ তম ন্যাশনাল আইডিয়াল স্কুল স্কাউট গ্রুপের সিনিয়র উপদল নেতা মোঃ উমায়ের হোসেনের উদ্যোগে দলের উপদল নেতাদের সহযোগিতায় খিলগাঁও এবং এর পার্শ্ববর্তী এলাকায় পথ শিশুদের এবং দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রত্যেক স্কাউট সদস্যরা তাদের মূল নীতি পালনে নিজেদের অতিরিক্ত ব্যবহারযোগ্য কাপড় গুলো জমা করে এবং এক দল স্কাউট তা সুন্দর ভাবে বিতরণ করে।
শহিদের স্বপ্ন ,
তারুন্যের চেতনায় হোক সমুন্নত।
বিজয়ের মাসে আসুন নিজেদের সোনার বাংলাদেশকে পরিচ্ছন্ন রাখার শপথ করি।
📌উপদল "গ" নিজেদের খেলার মাঠ দিয়ে শুরু করেছে।
🤍
১৬/১২/২০২২
বিজয় দিবসের দিন বাংলাদেশের সর্বপ্রথম অনুষ্ঠিত হাফ অরেঞ্জ ম্যারাথন প্রতিযোগিতায় দায়িত্ব পালনরত স্কাউটস।
Spacial session about "Structure & policy" by Umayar Hosen (Senior Petrol leader).
05/11/2022
Troop Meeting.
🤍💚🤍
Monday | 10:00 - 13:00 |
Tuesday | 10:00 - 13:00 |
Wednesday | 00:00 - 13:00 |
Thursday | 10:00 - 13:00 |
Sunday | 10:00 - 13:00 |