নার্সিংয়ে অতি আধুনিকতার নামে অভদ্রতা দিন দিন বেড়েই যাচ্ছে।
Student Nurse BD
This page is for all nursing students. Everyone will be fine here and everyone will respect everyone.
Operating as usual
বাংলাদেশ থেকে ভুয়া নার্স নির্মুল করা সম্ভব?
যেই পুরুষের বউ থাকে নার্স, সেই পুরুষের কপালে দুঃখ ১২ মাস 🤣🥱
-কবিগুরু সাইদুল
দেশে নতুন ভাইরাস HMPV তে আক্রান্ত সানজিদা আক্তার আজ সৃষ্টিকর্তার ডাকে ওপারে চলে গিয়েছেন।
শুনলাম কোন নার্স নাকি এনেস্থিসিয়া দিয়ে রোগী মেরে ফেলেছেন, তা নার্সেরা আবার এনেস্থিসিয়া দেওয়ার ডিগ্রি নিলো কবে থেকে?

নার্সদের জীবন মানোন্নয়নে তাদের কাজের পরিবেশ জানা বুঝার জন্য, তাদের জব সেটিসফেকশনের উপর কোনো ডাটা পাওয়া যায়নি এখন পর্যন্ত আমার জানামতে। এইজন্য আমরা ব্যক্তিগত উদ্যোগে একটা প্রাইমারী ডাটা কালেকশন শুরু করেছি, যা সকলের সহযোগিতায় সাফল্যের মুখ দেখতে পারবে বলে আশা রাখছি।
আমরা চাই যত বেশি সম্ভব ডাটা দিয়ে আপনারা আমাদেরকে নার্সদের ব্যক্তিগত কাজের বর্তমান চিত্র সম্পর্কে জানতে সহযোগিতা করুন!
সবাই বাস্তব অভিজ্ঞতা থেকে সঠিক ডাটা প্রদান করবেন কাইন্ডলি।
সাথে থাকার জন্য ধন্যবাদ 🤍
~Hiyaa
Job Satisfaction Survey For Nurses In Bangladesh যেকোনো পরামর্শের জন্য WhatsApp 01606093413 ( একটি ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত গবেষণা কার্যক্রম )

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ)-র নির্বাচন ২০২৫ এর জন্য নির্বাচন কমিশন ঘোষনা দিয়েছে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ।

শেষ পর্যন্ত দেখুন......
#ব্রেকিং_নিউজ
দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত।

এইচএমপিভি সংক্রান্ত প্রেস ব্রিফিং
হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি):
কোভিডের পর চীনে ‘এইচএমপিভি’ ভাইরাসের প্রকোপ, ছড়ায় কীভাবে?
কোভিড-১৯ মহামারির পর চীনে বাড়ছে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)-এর সংক্রমণ, যা আরেক স্বাস্থ্য সংকটের উদ্বেগ সৃষ্টি করছে।
বিভিন্ন প্রতিবেদন এবং সোশ্যাল মিডিয়ার পোস্টে চীনের হাসপাতালগুলোতে রোগীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারীর দাবি, দেশটিতে এইচএমপিভি, ইনফ্লুয়েঞ্জা এ, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এমনকি কোভিড-১৯ এর মতো একাধিক ভাইরাসের উপস্থিতি বেড়েছে। খবর এনডিটিভি’র।
প্রতিবেদন মতে, এইচএমপিভি ফ্লু’র মতো উপসর্গ, বিশেষ করে শিশু এবং অসুস্থ ব্যক্তিদের মধ্যে গুরুতর শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করতে পারে।
এইচএমপিভি কী এবং কেন এটি চীনে উদ্বেগ সৃষ্টি করছে?
সিডিসির তথ্যানুসারে, এইচএমপিভি একটি শ্বাসযন্ত্রের ভাইরাস, যা ওপরের এবং নীচের শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায়। এটি সব বয়সের ব্যক্তিদের প্রভাবিত করে। তবে শিশু, বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য ভাইরাসটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ।
এইচএমপিভি ২০০১ সালে প্রথম সনাক্ত করা হয়।
এইচএমপিভির উপসর্গগুলো কী?
এইচএমপিভির উপসর্গগুলো ফ্লু এবং অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের মতোই। সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে কাশি, জ্বর, নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট। গুরুতর ক্ষেত্রে, ভাইরাস ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো জটিলতা সৃষ্টি করতে পারে।
এইচএমপিভির ইনকিউবেশন পিরিয়ড:
সাধারণত তিন থেকে ছয় দিনের মধ্যে হয়। তবে সংক্রমণের তীব্রতার ওপর নির্ভর করে লক্ষণগুলো বিভিন্ন সময়কালের জন্য স্থায়ী হয়।
কীভাবে ছড়ায়?
এইচএমপিভি অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের মতোই ছড়ায়। যার মধ্যে রয়েছে-
১. কাশি এবং হাঁচি থেকে নিঃসরণ।
২. হাত মেলানো বা স্পর্শ করা।
৩. সংক্রমিত স্থান স্পর্শ করা এবং তারপর মুখ, নাক বা চোখ হাত দিয়ে স্পর্শ করা।
রেফারেন্স-এ চাকরি পাওয়া বড় আপা ভাইয়েরা, অন্যদের চাকরি না পাওয়ার ফ্রাস্ট্রেশন এর পোস্ট এ যেয়ে কমেন্ট করে - "যোগ্যতা থাকলে ঠিক ই ভালো চাকরি পাওয়া যায়"।
#হাউ_ফানি 🙂
নার্সিং পাস করলেই নিশ্চিত চাকরি, যদি আপনার স্ট্রং রেফারেন্স থাকে।
১০০ টাকা মোবাইল রিচার্জে কর দিতে হবে ৫৬ টাকা!

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীভূক্ত নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে (২০২৩ সাল পর্যন্ত) অনুষ্ঠিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পরীক্ষায় উত্তীর্ণদের মূল সনদপত্র সংগ্রহের জন্য অনুরোধ করা যাচ্ছে।
এক বড় ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম পোস্ট বেসিক ফাস্ট ইয়ারেই বর্তমানে ৩ ব্যাচ রানিং স্টুডেন্ট রয়েছে।
আহা সেশনজট 😑🥺

সাধারণ পাবলিক মুভি সিন দেখবে,আর নার্সরা অন্য কিছু দেখবে।
লিজেন্ডদের চোখ ফাঁকি দেওয়া মুশকিল.....
জুলাই গণঅভ্যুত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লক এলাকায় সংগঠিত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়টিতে কর্মরত চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্সসহ ১৫ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Website
Address
Tejgaon
Dhaka