পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ইউনাইটেড ব্রাদার্স ফোরাম আয়োজিত শিশুদের কিরাত ও হামদ-নাত প্রতিজগিতায় সিরাজুল হক ভুইয়া স্কুলের অংশগ্রহনকারিরা। এমন সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য সিরাজুল হক ভুইয়া স্কুলের পক্ষ থেকে ইউনাইটেড ব্রাদার্স ফোরামকে জানাই আন্তরিক ধন্যবাদ।
Serajul Huque Bhuiyan School & College
We are registered with Education institute Identification number : 135456. We are currently providing
Operating as usual

education is important but what kind of education?
জঙ্গলের রাজা বাঘ মশাই ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিলো - "কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না।সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে।"
সব ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে হবে।। পড়াশুনা শেষ হলে, সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে।।
সব বাচ্ছারা স্কুলে এ্যডমিশন হয়ে গেলো।। রাজামশাইয়ের স্কুল ,সবাইকে যথাযথ শিক্ষা দেওয়া হবে।
শুরু হলো সর্ব শিক্ষা অভিযান!
হাতির বাচ্চা স্কুলে এলো।বাঁদর,মাছ,কচ্ছপ, বিড়াল, উট ,জিরাফ,সবার বাচ্চা স্কুলে পৌঁছে গেলো।
শুরু হলো ধুমধাম করে পড়াশোনা।
"ফাষ্ট ইউনিট টেষ্ট" হলো।
হাতির বাচ্চা ফেল।।
- "কোন সাবজেক্টে ফেল?" হাতি এসে প্রশ্ন করে।।
-- "গাছে ওঠা" সাবজেক্টে ফেল করেছে।।
হাতি পড়লো মহা চিন্তায়।। তার ছেলে ফেল ?এটা কোনো ভাবেই মেনে নেওয়া যাবে না।।
শুরু হলো খোঁজাখুঁজি,, ভালো টিউটর পেতেই হবে।। সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না।।
হাতির এখন একটাই টেনশন,যেভাবেই হোক,, ছেলেকে গাছে চড়া শেখাতে হবে !! "গাছে ওঠা' সাবজেক্টে টপার করে তুলতে হবে।।
ফাষ্ট সেশন অতিক্রান্ত।। ফাইনাল রেজাল্ট আউট হলো।
দেখা গেলো হাতি,উট ,জিরাফ,মাছ, সবার বাচ্চা ফেল।
বাঁদরের বাচ্ছা টপার হয়ে গেছে।।
প্রকাশ্য মঞ্চে বিভিন্ন গেষ্টদের আমন্ত্রিত করে, বিরাট অনুষ্ঠান আয়োজন করা হলো।সেখানে টপার হিসাবে বাঁদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো।
বাঁদর আনন্দে আত্মহারা। তার ছেলে টপার হয়েছে।এ গাছ থেকে সে গাছে,কি ভীষণ লাফালাফি করে চলেছে।
চুড়ান্ত অপমানিত হয়ে হাতি,উট ,জিরাফ,নিজ নিজ সন্তানকে দারুণ পিটুনি দিলো।। এতো টিউশন,এতো খরচ,এর পরেও চূড়ান্ত অসম্মান!
তারা মেনে নিতে পারলো না।
-- "ফাঁকিবাজ...এতো চেষ্টা করেও তোর দ্বারা গাছে চড়া সম্ভব হলো না ? নিকম্মা কোথাকার।। শেখ, বাঁদরের বাচ্চা র কাছে শিক্ষা নে,কিভাবে গাছে চড়তে হয়।।"
ফেল কিন্তু মাছের ছেলেও হয়ে গেছে। সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল,কেবলমাত্র "সাঁতার" কাটা ছাড়া।।
প্রিন্সিপাল বললো -- "আপনার সন্তানের এ্যটেন্ডেন্স প্রবলেম। খুব অমনোযোগী !
পাঁচ মিনিটের বেশী ক্লাসে থাকতে পারে না।।"
মাছ নিজের সন্তানের দিকে ক্রোধান্বিত হয়ে তাকিয়ে রইলো।।
বাচ্ছা বলে --" মা-গো,, দম নিতে পারি না, ভীষণ কষ্ট হয়।। আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে হতো না ?"
মাছ বলে -- "চুপ কর বেয়াদব।। এতো ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবি না।। পড়াশোনায় মন দে, স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না।।"
হাতি, উট ,জিরাফ,নিজের নিজের অকৃতকার্য বাচ্চাকে পিটুনি দিতে দিতে বাড়ি ফিরে চলেছে।। পথিমধ্যে বুড়ো খেঁকশিয়ালের সঙ্গে দেখা।।
শিয়াল বলে -- "আহা,তোমরা মারো কেন গো ছোট ছোট বাচ্চাদের ??"
উট বলে - "মেরেই ফেলবো একে।আমার মানসম্মান কিছু বজায় রাখলো না।।"
শিয়াল বলে -- "কি হয়েছে সেটা তো বলো ??"
হাতি বলে -- "এত বড়ো শরীর নিয়ে,গাছে চড়তে পারলো না।বাঁদরের ছেলে টপার হলো,, মান ইজ্জত কিছুই অবশিষ্ট থাকলো না।।"
শিয়াল অট্টহাসিতে ফেটে পড়ে।।
-- "আচ্ছা,তোমরা গাছে চড়তে পারো?? "
জিরাফ বলে -- "আমরা তো নিরক্ষর।। তখন এসব স্কুল-টুল ছিলো না।। থাকলে শিখে নিতাম,অবশ্যই গাছে চড়তে পারতাম।।"
শিয়াল বলো -- "তোমাদের গাছে চড়ার কি প্রয়োজন সেটাই বুঝতে পারলাম না।। শোনো ভাই হাতি,তুমি নিজের বিশালাকার শুঁড় উঠিয়ে ধরো,গাছের সবচেয়ে বড়ো ফলটি পেড়ে ভক্ষণ করো।তোমার তো গাছে ওঠা লাগবে না।।"
-- "উট ভাই, তোমার অনেক উঁচু ঘাড় রয়েছে।। ঘাড় বাড়িয়ে দাও,গাছের সর্বশ্রেষ্ঠ ফল,পাতা পেড়ে খাও|"
-- "বোন মাছ,তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও।ওকে মনভরে সাঁতার কাটতে শেখাও।দেখবে...একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে।সাত সমুদ্র পার করে,তোমার নাম উজ্জ্বল করে দেবো।। ওকে রাজার স্কুলে মোটেও পাঠিও না।ও মারা যাবে।"
মনে রাখতে হবে, শিক্ষা আপনার সন্তানের জন্য, শিক্ষার জন্য আপনার সন্তান নয়!
প্রত্যেক শিশুর মধ্যেই কিছু না কিছু বিশেষত্ব আছে ।
আমাদের দায়িত্ব হলো, সেটা খুঁজে বের করা। তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া। তাহলেই দেখবেন,সে নিজেই নিজের গন্তব্য খুঁজে নেবে।
হাতির বাচ্চাকে জোর করে গাছে চড়াতে যাবেন না। মনে রাখবেন , মাছের বাচ্চা জল বিহীন স্কুলে গেলে দম ফেটে মারা যাবে।
শিক্ষা-দীক্ষা , খেলা-ধুলা, নাচ-গান, শিল্প-কলা, অভিনয়, ব্যাবসা,যে কোনো ক্ষেত্রেই হোক, সন্তানের প্রতিভার মূল্যায়ন করে নিন। ওদের ইচ্ছেগুলো চিনে নিন, ওদের প্রতিভার মূল্য দিন।
আপনার দায়িত্ব শুধু একটাই, সন্তানকে সদাচারণ, নৈতিকতা, মূল্যবোধ ও মানবতার শিক্ষা দিয়ে যাওয়া।
(ইন্টারনেট হতে সংগৃহীত)
Student of SHBS&C Performing at 26th March 2022 cultural program.
&C

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান। 2022

Year 2022, Book giving ceremony at Serajul Huque Bhuiyan School & College


Covid-19 vaccination program for school children's. Alhamdullillah all our Serajul Hoque Bhuiyan School and College students got their first dose of vaccine today.
&C

Celebrating Independance Day at Serajul Huque Bhuiyan School & College
Celebrating Independence Day at Serajul Huque Bhuiyan School & College
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Telephone
Website
Address
Habib Nagar, Khanka Shorif Rood, Rayerbag, Dhaka/
Dhaka
1362
Opening Hours
Monday | 07:30 - 13:30 |
Friday | 07:30 - 01:30 |
Dhaka, 1205
Govt. Lab. (as it is popularly known) was established on 3 September 1961. The boys' school is a leading public school of the region.
হুঁমায়ূন রোড, মোহাম্মদপুর, Humayun Road, Mohammadpur
Dhaka, 1207
আপনাদের কাছে যদি ছবি থাকে তবে অবশ্ব্য?
Peelkhana (Near Gate # 5 Of BGB Headquarters)
Dhaka, 1205
Bir Shreshtha Noor Mohammad Public College at Peelkhana, Dhaka is one of the most reputed educationa
12, Greensquare, Greenroad
Dhaka, 1205
a fan page created by the ex-YWCA students
Plot:7, Road:6, Sector:4, Uttara
Dhaka, 1230
International Hope School Bangladesh was established in Dhaka in 1996.
Shajahan Road, Mohammadpur
Dhaka, 1207
Mohammadpur Govt. Boys High School a name of historic reputations...
63, New Eskaton
Dhaka, 1000
Welcome to Biam Model School and college (Dhaka) page. BMSC comprises of the class 6-12. Fo
Motijheel Circular Road, Arambagh, Motijheel
Dhaka, 1000
Notre Dame College; it's not just an institute, it's a place for making human