CPI EDU- Bangladesh

CPI EDU- Bangladesh

Share

CPI EDU is the leading Education Consultancy and Student Recruitment Agency of Bangladesh.

Operating as usual

22/01/2025

𝐒𝐓𝐔𝐃𝐘 𝐌𝐁𝐁𝐒 𝐈𝐍 𝐊𝐘𝐑𝐆𝐘𝐙𝐒𝐓𝐀𝐍

কিরগিজস্তানে ভর্তির প্রক্রিয়া খুবই সহজ। এখানে কোন ভর্তি পরীক্ষা, IELTS, Bank Sponsor, Donation এর প্রয়োজন হয় না এবং ভিসা সর্বোচ্চ ৭-১০ দিনের মধ্যে পাওয়া যায়। তবে অনেকেই সঠিক দিকনির্দেশনার অভাবে এবং কিছু অসৎ এজেন্সি ও শিক্ষার্থীর অনেক কম ও অবাস্তব টিউশন ফি এর প্রলোভনে পড়ে প্রতারণার শিকার হন।

কিরগিজস্তানে এমবিবিএস শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে 𝐂𝐏𝐈 𝐄𝐃𝐔 আছে আপনাদের পাশে। দীর্ঘ ৭ বছরের পথচলায় ৩০০+ শিক্ষার্থীদের ডাক্তার হবার স্বপ্ন পূরণে সঙ্গি হতে পেরে আমরা গর্বিত। আমাদের রয়েছে কিরগিজস্তান ও বাংলাদেশে নিজস্ব অফিস যেখান থেকে শিক্ষার্থীরা সকল প্রকার সাহায্য সুবিধা পেয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ে রয়েছে আমাদের নিজস্ব প্রতিনিধি, সার্বক্ষনিক নজরদারির মাধ্যমে প্রতিটা শিক্ষার্থীর নিরাপত্তা এবং শিক্ষার ব্যাপারে আমাদের রয়েছে পর্যাপ্ত ব্যাবস্থা। আমাদের দক্ষ ভিসা এক্সপার্ট টিম দিচ্ছে আপনাদের ১০০% ভিসার নিশ্চয়তা। তাছাড়া সরাসরি বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত রিপ্রেজেন্টেটিভ হওয়ায় আমাদের অতিরিক্ত কোন সার্ভিস চার্জ ও নেই।

তাই অনুমোদনহীন কোন এজেন্সি বা কোন শিক্ষার্থীর প্রলোভনে পড়ে প্রতারিত না হয়ে আজই যোগাযোগ করুন আমাদের সাথে, এবং নিশ্চিত করুন সুন্দর ভবিষ্যৎ।

📞 আমাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ
CPI EDU
R H Home Center, Suite #244 (2nd floor), 74/B/1 Green Road, Farmgate, Dhaka-1215
Office time: 10AM-6PM
Mobile: 01978-499644
Whatsapp: +996709896335, 01978-499644
Email: [email protected]
Visit our website: www.cpi.com.bd

21/01/2025

𝐒𝐓𝐔𝐃𝐘 𝐌𝐁𝐁𝐒 𝐈𝐍 𝐊𝐘𝐑𝐆𝐘𝐙𝐒𝐓𝐀𝐍

কিরগিজস্তানে এমবিবিএস প্রোগ্রামের সার্বিক তথ্যঃ
সম্প্রতি মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে,অনেকেই SSC এবং HSC তে ভালো ফলাফল করেও আসন স্বল্পতার জন্য সরকারি মেডিকেলে চান্স না পেয়ে আশাহীনতায় ভুগছেন। কারন আমাদের দেশের হাতে গোনা কিছু মেডিকেল ছাড়া বাকি অধিকাংশ প্রাইভেট মেডিকেলের মান নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মনে দুশ্চিন্তা রয়েছে।

বিগত কয়েকদিনে কিরগিজস্তানের এমবিবিএস সম্পর্কিত বিস্তারিত জানতে প্রচুর ফোন কল ও ম্যাসেজ করছেন আমাদের ভর্তিইচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা। তাই আমরা আজ কিরগিজস্তানে এমবিবিএস সম্পর্কিত সকল তথ্য আপনাদের দেওয়ার চেস্টা করবোঃ

১। বিশ্ববিদ্যালয়ের নামঃ কিরগিজস্তানে বেশ কিছু বিশ্বমানের মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে আন্তর্জাতিক ছাত্ররা এমবিবিএস অধ্যয়ন করতে পারে। এর মধ্যে জনপ্রিয় কয়েকটি হলো:
🎓Avicenna International Medical University (AIMU)
🎓International Medical University (IMU)
🎓Kyrgyz State Medical Academy (KSMA)
🎓Al-Tamimi Bachelor Clinical University (ABC)

২। বিশ্ববিদ্যালয় নির্বাচনঃ প্রথমে কিরগিজস্তানে আপনার পছন্দের মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্বাচন করুন। এক্ষেত্রে Avicenna International Medical University (AIMU) বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে রয়েছে। কারন এটি কিরগিজস্তানের টপ র‍্যাংক বিশ্ববিদ্যালয় এবং রাজধানী বিশকেকে অবস্থিত হলেও এর টিউশন ফি তুলনামূলক কম। এবং এটি WHO, BMDC, NMC, UNESCO, ECFMG (Education Commission for Foreign Medical Graduates), AMSE (The Association of Medical Schools in Europe), AMC (Australian Medical Council) কর্তৃক স্বীকৃত। এছাড়া শুধুমাত্র এখানেই বাংলাদেশিদের জন্য পৃথক হোস্টেল রয়েছে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ২০০+ বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন।

৩। কোর্সের মেয়াদ: এমবিবিএস প্রোগ্রামের মেয়াদ ৫ বছর। সর্বমোট ১০ টি সেমিস্টার (প্রতি ৬ মাসে ১টি সেমিস্টার)।

৪। বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি: কিরগিজস্তানের বেশিরভাগ মেডিকেল বিশ্ববিদ্যালয় WHO (World Health Organization), BMDC (Bangladesh Medical & Dental Council), NMC (National Medical Commission, India), এবং UNESCO কর্তৃক স্বীকৃত। কিরগিজস্তানের ডিগ্রি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং ইউরোপ, আমেরিকা ও এশিয়ায় উচ্চশিক্ষার জন্য যোগ্য।

৫। শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন, এবং জীববিজ্ঞান সহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (SSC+HSC) মিলিয়ে ৬০% নম্বর থাকতে হবে।

৬। বয়স: ভর্তির বছর ডিসেম্বরে ছাত্রছাত্রীর বয়স কমপক্ষে ১৭ বছর হতে হবে। তবে কোনো সর্বোচ্চ বয়সসীমা নেই।

৭। সেমিস্টারঃ এখানে বছরে ২টা সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি করা হয়। ফেব্রুয়ারি-মার্চ এবং সেপ্টেম্বর সেমিস্টার।

৮। ভর্তির জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
📌 মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নম্বরপত্র এবং সার্টিফিকেটের কপি।
📌 পাসপোর্ট সাইজের ছবি।
📌 পাসপোর্ট (কমপক্ষে ৬ মাসের জন্য বৈধ)।

৯। ভর্তি প্রক্রিয়াঃ
ধাপ-১: এডমিশন লেটার ইস্যুঃ প্রথমে এডমিশন লেটারের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নম্বরপত্র এবং সার্টিফিকেটের কপি, পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। এক্ষেত্রে সরাসরি আমাদের অফিসে এসে, অথবা স্ক্যান কপি আমাদের মেইল বা WhatsApp এ দিতে পারবেন। আমরা ১/৩ কর্মদিবসের মধ্যে ভার্সিটি থেকে আপনার এডমিশন লেটার এনে দিব। এটার জন্য কোন অগ্রিম টাকা দিতে হয় না।

ধাপ-২: ভিসার আবেদনঃ এডমিশন লেটার পাওয়ার পর পাসপোর্টের কপি এবং ভিসা ফি ২০০ ডলার সমপরিমান টাকা (২৪ হাজার টাকা) প্রদান করতে হয়। আপনারা চাইলে সরাসরি আমাদের ঢাকা অফিসে এসে বা ব্যাংকের মাধ্যমে প্রদান করতে পারবেন। তাছাড়া পরিচিত কেউ কিরগিজস্তানে থাকলে আমাদের কিরগিজস্তানের অফিসে যেয়েও দিতে পারবেন। ই-ভিসা হতে সর্বোচ্চ ৭/১০ দিন সময় লাগে। এর জন্য শিক্ষার্থীদের কোন ধরনের এম্বাসি ফেস বা ইন্টারভিউ দেওয়া লাগবে না। এবং আমরা শতভাগ নিশ্চয়তার সাথে সকল প্রসেসিং আমরা করে দিব। এবং টিউশন ফি সহ সম্পূর্ন খরচ সরাসরি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর দিতে পারবেন।

ধাপ-৩: ফ্লাইট ও যাত্রা: ভিসা পাওয়ার পর, ফ্লাইট টিকিট বুক করতে সকল সহায়তা আমরা করবো। শিক্ষার্থীদের সব থেকে কম মূল্যে টিকিট নিশ্চিতে আমাদের রয়েছে সিভিল এভিয়েশনের লাইসেন্স প্রাপ্ত নিজস্ব ট্রাভেল এজেন্সি। টিকেটের মূল্য সাধারণত ৭০/৮০ হাজার টাকার মধ্যে থাকে।

ধাপ-৪: কিরগিজস্তানে এয়ারপোর্ট থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে পৌঁছে দিবে এবং পৌঁছানোর পর রেজিস্ট্রেশন থেকে শুরু করে সকল প্রক্রিয়া আমরা সম্পন্ন করে দিয়ে দিবো।

১০। শিক্ষার খরচ: কিরগিজস্তানের মেডিকেল শিক্ষা তুলনামূলকভাবে সাশ্রয়ী। টিউশন ফি প্রতি সেমিস্টারে বিশ্ববিদ্যালয় ভেদে ১৫০০-২৩০০ ডলার হয়ে থাকে। তবে অনেকেই কম টিউশন ফি দেখে এবং কিছু অসৎ এজেন্সি ও শিক্ষার্থীদের প্রলোভনে পড়ে নতুন এবং মানহীন ভার্সিটিতে ভর্তি হয়ে পড়েন, যার সার্টিফিকেট পরবর্তীতে কোন কাজেই আশে না। তাই অবশ্যই ভর্তির পূর্বে ভার্সিটির মান যাচাই করে নিবেন। Avicenna International Medical University বাংলাদেশি স্টুডেন্টদের পছন্দের তালিকায় প্রথমেই আছে, এখানে টিউশন ফি প্রতি সেমিস্টারে ১৭৫০ ডলার বা ২ লক্ষ ১০ হাজার টাকা।

১১। হোস্টেল ও খাবার খরচঃ প্রথম ১ বছর শিক্ষার্থীদের অবশ্যই ভার্সিটির হোস্টেলে থাকতে হয়। থাকা ও খাওয়ার খরচ প্রতি সেমিস্টারে ১ লক্ষ ২০ হাজার টাকা। মেয়ে শিক্ষার্থীদের জন্য পৃথক হোস্টেল রয়েছে, যা ২৪/৭ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ও সম্পূর্ণ নিরাপদ।

কিরগিজস্তানে ভর্তির প্রক্রিয়া খুবই সহজ। এখানে কোন ভর্তি পরীক্ষা, IELTS, Bank Sponsor, Donation এর প্রয়োজন হয় না এবং ভিসা সর্বোচ্চ ৭-১০ দিনের মধ্যে পাওয়া যায়। তবে অনেকেই সঠিক দিকনির্দেশনার অভাবে এবং কিছু অসৎ এজেন্সি ও শিক্ষার্থীর অনেক কম ও অবাস্তব টিউশন ফি এর প্রলোভনে পড়ে প্রতারণার শিকার হন।

কিরগিজস্তানে এমবিবিএস শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে 𝐂𝐏𝐈 𝐄𝐃𝐔 আছে আপনাদের পাশে। দীর্ঘ ৭ বছরের পথচলায় ৩০০+ শিক্ষার্থীদের ডাক্তার হবার স্বপ্ন পূরণে সঙ্গি হতে পেরে আমরা গর্বিত। আমাদের রয়েছে কিরগিজস্তান ও বাংলাদেশে নিজস্ব অফিস যেখান থেকে শিক্ষার্থীরা সকল প্রকার সাহায্য সুবিধা পেয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ে রয়েছে আমাদের নিজস্ব প্রতিনিধি, সার্বক্ষনিক নজরদারির মাধ্যমে প্রতিটা শিক্ষার্থীর নিরাপত্তা এবং শিক্ষার ব্যাপারে আমাদের রয়েছে পর্যাপ্ত ব্যাবস্থা। আমাদের দক্ষ ভিসা এক্সপার্ট টিম দিচ্ছে আপনাদের ১০০% ভিসার নিশ্চয়তা। তাছাড়া সরাসরি বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত রিপ্রেজেন্টেটিভ হওয়ায় আমাদের অতিরিক্ত কোন সার্ভিস চার্জ ও নেই।

তাই অনুমোদনহীন কোন এজেন্সি বা কোন শিক্ষার্থীর প্রলোভনে পড়ে প্রতারিত না হয়ে আজই যোগাযোগ করুন আমাদের সাথে, এবং নিশ্চিত করুন সুন্দর ভবিষ্যৎ।

📞 আমাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ
CPI EDU
R H Home Center, Suite #244 (2nd floor), 74/B/1 Green Road, Farmgate, Dhaka-1215
Office time: 10AM-6PM
Mobile: 01978-499644
Whatsapp: +996709896335, 01978-499644
Email: [email protected]
Visit our website: www.cpi.com.bd

18/01/2025

কম খরচে বিদেশে এমবিবিএস পড়ে ডাক্তার হওয়ার সূবর্ণ সুযোগ!!!

STUDY MBBS IN KYRGYZSTAN

অত্যন্ত কম খরচে সেন্ট্রাল এশীয়ার দেশ কিরগিজস্তানে রয়েছে মাত্র ১৭৫০ ডলার (২ লক্ষ টাকা) প্রতি সেমিস্টারে ৫ বছরের (মোট ১০ সেমিস্টার ) MBBS কোর্সের সুবর্ন সুযোগ। BMDC এবং WHO অনুমোদিত Avicenna International Medical University তে ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ, রয়েছে অভিঙ্গ বাংলাদেশি শিক্ষক।

৩য় বর্ষ থেকে BMDC লাইসেন্স এক্সাম কোচিং করানো হয় যা একমাত্র এই বিশ্ববিদ্যালয়েই প্রথম, এই সুযোগ অন্য কোথাও নেই।

🔴 ১০০% কনফার্ম ভর্তি ও ভিসা৷
🔴 ২৪ ঘন্টার মধ্যে এডমিশন লেটার এবং ৭ দিনের মধ্যে কনফার্ম ভিসা৷

কেন AVICENNA INTERNATIONAL MEDICAL UNIVERSITY তে MBBS পড়বেন?
✅ ভর্তির সময় কোন ডোনেশন দিতে হয়না।
✅ বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (BMDC) কর্তৃক স্বীকৃত।
✅ Avicenna International Medical University তে রয়েছে অভিঙ্গ বাংলাদেশি শিক্ষক।
✅ ইউরোপিয়ান কারিকুলামে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পড়াশুনার সুবিধা।
✅ কোনও ভর্তি পরীক্ষা, IELTS বা Bank Sponsor এর প্রয়োজন নেই।
✅ সেমিস্টার হিসেবে টিউশন ফি দেওয়া যায়।
✅ বাংলাদেশের প্রাইভেট মেডিকেলের তুলনায় টিউশন ফি অনেক কম।
✅ বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক মানসম্পন্ন এবং WHO অনুমোদিত।
✅ ৫ বছরে পড়াশুনা শেষ করে বাংলাদেশের সরকারি মেডিকেলে ইন্টার্ণী করা যাবে।
✅ ছেলে মেয়ে আলাদা হোষ্টেলে থাকা এবং তিন বেলা হালাল খাবারের ব্যবস্থা।
✅ মুসলিম দেশ হওয়ায় সকল ধরনের হালাল খাবার পাওয়া যায়।

♦️♦️ ১৫০+ বাংলাদেশি শিক্ষার্থী বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে পড়াশুনা করছে। ♦️♦️
CPI EDUCATIONAL ADVISOR সম্পুর্ন ডাক্তারদের মাধ্যমে পরিচালিত প্রতিষ্ঠান তাই এখান থেকে পাবেন ক্যারিয়ারের খুঁটিনাটি সকল বিষয়ে বিস্তর সমাধান। শিক্ষার্থী এবং অভিবাবকদের সাথে সেতু বন্ধন রেখেই আমরা প্রতিটা শিক্ষার্থীর প্রতি বিশেষ ভাবে যত্ন নিয়ে থাকি, Avicenna International Medical University তে আমাদের রয়েছে নিজস্ব অফিস যেখান থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে থাকে। সার্বক্ষনিক নজরদারির মাধ্যমে প্রতিটা শিক্ষার্থীর নিরাপত্তা এবং শিক্ষার ব্যাপারে আমাদের রয়েছে পর্যাপ্ত ব্যাবস্থা।

সময় নষ্ট না করে চলে আসুন আমাদের অফিসে এবং নিশ্চিত করুন সুন্দর ভবিষ্যৎ।

📞 আমাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ
CPI EDU
R H Home Center, Suite #244 (2nd floor), 74/B/1 Green Road, Farmgate, Dhaka-1215
Office time: 10AM-6PM
Mobile: 01978-499644
Whatsapp: +996709896335
Email: [email protected]
Visit our website: www.cpi.com.bd

31/12/2024

May 2025 bring endless joy, success, and cherished moments to light up your year!

26/12/2024

🎓𝐒𝐭𝐮𝐝𝐲 𝐢𝐧 𝐌𝐚𝐥𝐚𝐲𝐬𝐢𝐚 𝐖𝐈𝐓𝐇𝐎𝐔𝐓 𝐈𝐄𝐋𝐓𝐒!🎓
𝐆𝐞𝐭 𝐔𝐩𝐭𝐨 𝟓𝟎% 𝐌𝐞𝐫𝐢𝐭 𝐁𝐚𝐬𝐞𝐝 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩!

𝐂𝐏𝐈 𝐄𝐝𝐮 𝐢𝐬 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥 𝐏𝐚𝐫𝐭𝐧𝐞𝐫 𝐭𝐨 𝐫𝐞𝐜𝐫𝐮𝐢𝐭 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡𝐢 𝐬𝐭𝐮𝐝𝐞𝐧𝐭𝐬 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐟𝐨𝐥𝐥𝐨𝐰𝐢𝐧𝐠 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐢𝐞𝐬:
1. Taylor's University
2. Asia Pacific University
3. University of Cyberjaya (UoC)
4. University of Malaya
5. Universiti Teknologi Malaysia (UTM)
6. Universiti Putra Malaysia (UPM)
7. City University
8. Nilai University
9. Infrastructure University Kuala Lumpur (IUKL)
10. Lincoln University College
11. MAHSA University
12. Multimedia University (MMU)
13. UCSI University
14. University of Kuala Lumpur (UniKL)
15. Universiti Tenaga Nasional (UNITEN)
16. Universiti Teknologi PETRONAS (UTP)
17. Xiaman University
18. INTI International University
19. International Islamic University
20. Genovasi University College
And 30+ more universities in Malaysia.

𝐂𝐏𝐈 𝐄𝐃𝐔 𝐡𝐚𝐬 𝐛𝐫𝐨𝐮𝐠𝐡𝐭 𝐭𝐡𝐞 𝐨𝐩𝐩𝐨𝐫𝐭𝐮𝐧𝐢𝐭𝐲 𝐨𝐟 𝐟𝐮𝐥𝐟𝐢𝐥𝐥 𝐲𝐨𝐮𝐫 𝐝𝐫𝐞𝐚𝐦. 𝐒𝐭𝐚𝐫𝐭 𝐲𝐨𝐮𝐫 𝐚𝐜𝐚𝐝𝐞𝐦𝐢𝐜 𝐚𝐝𝐯𝐞𝐧𝐭𝐮𝐫𝐞 𝐰𝐢𝐭𝐡 𝐭𝐨𝐩-𝐪𝐮𝐚𝐥𝐢𝐭𝐲 𝐞𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐢𝐧 𝐌𝐚𝐥𝐚𝐲𝐬𝐢𝐚, 𝐰𝐡𝐞𝐫𝐞 𝐲𝐨𝐮 𝐜𝐚𝐧 𝐞𝐚𝐫𝐧 𝐠𝐥𝐨𝐛𝐚𝐥𝐥𝐲 𝐫𝐞𝐜𝐨𝐠𝐧𝐢𝐳𝐞𝐝 𝐝𝐞𝐠𝐫𝐞𝐞𝐬 𝐟𝐫𝐨𝐦 𝐰𝐨𝐫𝐥𝐝 𝐭𝐨𝐩 𝟓𝟎𝟎 𝐫𝐚𝐧𝐤𝐢𝐧𝐠 𝐮𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐢𝐞𝐬.

🔷𝐀𝐯𝐚𝐢𝐥𝐚𝐛𝐥𝐞 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦𝐬 𝐚𝐫𝐞:
1. Foundation
2. Diploma
3. Bachelors
4. Masters
5. PHD

✅𝑻𝒖𝒊𝒕𝒊𝒐𝒏 𝒇𝒆𝒆𝒔 𝒂𝒇𝒕𝒆𝒓 𝒗𝒊𝒔𝒂
✅𝑪𝒓𝒆𝒅𝒊𝒕 𝒕𝒓𝒂𝒏𝒔𝒇𝒆𝒓 𝒕𝒐 𝑼𝑲/𝑼𝑺𝑨/𝑪𝒂𝒏𝒂𝒅𝒂/𝑨𝒖𝒔𝒕𝒓𝒂𝒍𝒊𝒂
🎓𝐆𝐞𝐭 𝐨𝐟𝐟𝐞𝐫 𝐥𝐞𝐭𝐭𝐞𝐫 𝐰𝐢𝐭𝐡𝐢𝐧 𝐣𝐮𝐬𝐭 𝟏 𝐝𝐚𝐲

𝔸𝕡𝕡𝕝𝕪 𝕟𝕠𝕨 𝕗𝕠𝕣 𝕟𝕖𝕩𝕥 𝕚𝕟𝕥𝕒𝕜𝕖!

👉𝗖𝗼𝗻𝘁𝗮𝗰𝘁 𝘂𝘀 𝗮𝘁:
𝗖𝗣𝗜 𝗘𝗗𝗨
𝗥 𝗛 𝗛𝗼𝗺𝗲 𝗖𝗲𝗻𝘁𝗲𝗿, 𝗦𝘂𝗶𝘁𝗲 #𝟮𝟰𝟰 (𝟮𝗻𝗱 𝗳𝗹𝗼𝗼𝗿), 𝟳𝟰/𝗕/𝟭 𝗚𝗿𝗲𝗲𝗻 𝗥𝗼𝗮𝗱, 𝗙𝗮𝗿𝗺𝗴𝗮𝘁𝗲, 𝗗𝗵𝗮𝗸𝗮-𝟭𝟮𝟭𝟱
𝗢𝗳𝗳𝗶𝗰𝗲 𝘁𝗶𝗺𝗲: 𝟭𝟬𝗔𝗠-𝟲𝗣𝗠
𝗠𝗼𝗯𝗶𝗹𝗲: 𝟬𝟭𝟵𝟳𝟴-𝟰𝟵𝟵𝟲𝟰𝟰
𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽: +𝟵𝟵𝟲𝟳𝟬𝟵𝟴𝟵𝟲𝟯𝟯𝟱
𝗘𝗺𝗮𝗶𝗹: 𝗰𝗽𝗶.𝗲𝗱𝘂.𝗯𝗱@𝗴𝗺𝗮𝗶𝗹.𝗰𝗼𝗺
𝗩𝗶𝘀𝗶𝘁 𝗼𝘂𝗿 𝘄𝗲𝗯𝘀𝗶𝘁𝗲: 𝘄𝘄𝘄.𝗰𝗽𝗶.𝗰𝗼𝗺.𝗯𝗱

21/12/2024

𝐔𝐧𝐥𝐨𝐜𝐤 𝐘𝐨𝐮𝐫 𝐅𝐮𝐭𝐮𝐫𝐞 𝐚𝐭 𝐓𝐚𝐲𝐥𝐨𝐫'𝐬 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 𝐢𝐧 𝐌𝐚𝐥𝐚𝐲𝐬𝐢𝐚!🎓

Taylor's University is one of the world’s top 1% of elite universities globally with a Ranking at #251 in the QS World University Rankings 2025 and the #1 private university in Southeast Asia for 5 years in a row (2025 QS World University Rankings). In addition, it ranks #41 in Asia (2024 QS Asia University Rankings). The university is also proud to be one of few Asian universities rated 5 Stars for Online Learning.

It is known for its diverse programs, modern facilities, and vibrant campus life, it offers a wide range of courses, from business and engineering to arts and social sciences. The university emphasizes practical learning, with opportunities for internships and industry partnerships, which can really enhance your experience. Plus, the multicultural environment is perfect for networking and making friends from around the world.

𝘠𝘰𝘶𝘳 𝘑𝘰𝘶𝘳𝘯𝘦𝘺 𝘉𝘦𝘨𝘪𝘯𝘴 𝘏𝘦𝘳𝘦!🚀

𝘌𝘯𝘳𝘰𝘭𝘭 𝘯𝘰𝘸 𝘢𝘯𝘥 𝘵𝘢𝘬𝘦 𝘵𝘩𝘦 𝘧𝘪𝘳𝘴𝘵 𝘴𝘵𝘦𝘱 𝘵𝘰𝘸𝘢𝘳𝘥𝘴 𝘢𝘯 𝘦𝘹𝘤𝘪𝘵𝘪𝘯𝘨 𝘧𝘶𝘵𝘶𝘳𝘦 𝘢𝘵 𝘛𝘢𝘺𝘭𝘰𝘳'𝘴 𝘜𝘯𝘪𝘷𝘦𝘳𝘴𝘪𝘵𝘺! 𝘝𝘪𝘴𝘪𝘵 𝘰𝘶𝘳 𝘸𝘦𝘣𝘴𝘪𝘵𝘦 𝘧𝘰𝘳 𝘮𝘰𝘳𝘦 𝘪𝘯𝘧𝘰𝘳𝘮𝘢𝘵𝘪𝘰𝘯.

👉𝗖𝗼𝗻𝘁𝗮𝗰𝘁 𝘂𝘀 𝗮𝘁:
𝗖𝗣𝗜 𝗘𝗗𝗨
𝗥 𝗛 𝗛𝗼𝗺𝗲 𝗖𝗲𝗻𝘁𝗲𝗿, 𝗦𝘂𝗶𝘁𝗲 #𝟮𝟰𝟰 (𝟮𝗻𝗱 𝗳𝗹𝗼𝗼𝗿), 𝟳𝟰/𝗕/𝟭 𝗚𝗿𝗲𝗲𝗻 𝗥𝗼𝗮𝗱, 𝗙𝗮𝗿𝗺𝗴𝗮𝘁𝗲, 𝗗𝗵𝗮𝗸𝗮-𝟭𝟮𝟭𝟱
𝗢𝗳𝗳𝗶𝗰𝗲 𝘁𝗶𝗺𝗲: 𝟭𝟬𝗔𝗠-𝟲𝗣𝗠 (𝗧𝘂𝗲𝘀𝗱𝗮𝘆 𝗰𝗹𝗼𝘀𝗲𝗱)
𝗠𝗼𝗯𝗶𝗹𝗲: 𝟬𝟭𝟵𝟳𝟴-𝟰𝟵𝟵𝟲𝟰𝟰
𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽: +𝟵𝟵𝟲𝟳𝟬𝟵𝟴𝟵𝟲𝟯𝟯𝟱
𝗘𝗺𝗮𝗶𝗹: 𝗰𝗽𝗶.𝗲𝗱𝘂.𝗯𝗱@𝗴𝗺𝗮𝗶𝗹.𝗰𝗼𝗺
𝗩𝗶𝘀𝗶𝘁 𝗼𝘂𝗿 𝘄𝗲𝗯𝘀𝗶𝘁𝗲: 𝘄𝘄𝘄.𝗰𝗽𝗶.𝗰𝗼𝗺.𝗯𝗱

20/12/2024

🎓 Study Medicine at Avicenna International Medical University, Kyrgyzstan! 🏥🌍

Dreaming of a career in medicine? Avicenna International Medical University (AIMU) in Kyrgyzstan offers an incredible opportunity to study medicine and become a globally recognized healthcare professional. 🌟

Why Choose Avicenna International Medical University?
✅ World-Class Medical Education
✅ Globally Recognized Degree: AIMU is internationally accredited, and its degrees are recognized by WHO, UNESCO, and medical councils worldwide.
✅ Affordable Education: Get a top-tier medical education at a fraction of the cost compared to many Western countries.
✅ International Student Community: Join a diverse student body from across the globe and gain a truly international perspective on healthcare.
✅ Experienced Faculty
✅ Modern Facilities: Study in state-of-the-art classrooms, labs, and clinical environments, ensuring practical exposure and hands-on training.

🎓 Embark on your medical journey at AIMU! With a strong academic foundation, you’ll be prepared to practice medicine anywhere in the world.

👉𝗖𝗼𝗻𝘁𝗮𝗰𝘁 𝘂𝘀 𝗮𝘁:
𝗖𝗣𝗜 𝗘𝗗𝗨
𝗥 𝗛 𝗛𝗼𝗺𝗲 𝗖𝗲𝗻𝘁𝗲𝗿, 𝗦𝘂𝗶𝘁𝗲 #𝟮𝟰𝟰 (𝟮𝗻𝗱 𝗳𝗹𝗼𝗼𝗿), 𝟳𝟰/𝗕/𝟭 𝗚𝗿𝗲𝗲𝗻 𝗥𝗼𝗮𝗱, 𝗙𝗮𝗿𝗺𝗴𝗮𝘁𝗲, 𝗗𝗵𝗮𝗸𝗮-𝟭𝟮𝟭𝟱
𝗢𝗳𝗳𝗶𝗰𝗲 𝘁𝗶𝗺𝗲: 𝟭𝟬𝗔𝗠-𝟲𝗣𝗠
𝗠𝗼𝗯𝗶𝗹𝗲: 𝟬𝟭𝟵𝟳𝟴-𝟰𝟵𝟵𝟲𝟰𝟰
𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽: +𝟵𝟵𝟲𝟳𝟬𝟵𝟴𝟵𝟲𝟯𝟯𝟱
𝗘𝗺𝗮𝗶𝗹: 𝗰𝗽𝗶.𝗲𝗱𝘂.𝗯𝗱@𝗴𝗺𝗮𝗶𝗹.𝗰𝗼𝗺
𝗩𝗶𝘀𝗶𝘁 𝗼𝘂𝗿 𝘄𝗲𝗯𝘀𝗶𝘁𝗲: 𝘄𝘄𝘄.𝗰𝗽𝗶.𝗰𝗼𝗺.𝗯𝗱

20/12/2024

🎓 Ready to Take Your Education to the Next Level? Study at Lincoln University College, Malaysia! 🌏

Looking for a dynamic, diverse, and quality education? 📚 Join Lincoln University College in the heart of Petaling Jaya, Malaysia, where opportunities to grow, learn, and succeed await! 💡
📍 Location: Petaling Jaya, Selangor, Malaysia
📅 Start your journey with Lincoln University College today! Visit our website for more details about programs, scholarships, and admissions. ✨

𝔸𝕡𝕡𝕝𝕪 𝕟𝕠𝕨 𝕗𝕠𝕣 𝕟𝕖𝕩𝕥 𝕚𝕟𝕥𝕒𝕜𝕖!
👉𝗖𝗼𝗻𝘁𝗮𝗰𝘁 𝘂𝘀 𝗮𝘁:
𝗖𝗣𝗜 𝗘𝗗𝗨
𝗥 𝗛 𝗛𝗼𝗺𝗲 𝗖𝗲𝗻𝘁𝗲𝗿, 𝗦𝘂𝗶𝘁𝗲 #𝟮𝟰𝟰 (𝟮𝗻𝗱 𝗳𝗹𝗼𝗼𝗿), 𝟳𝟰/𝗕/𝟭 𝗚𝗿𝗲𝗲𝗻 𝗥𝗼𝗮𝗱, 𝗙𝗮𝗿𝗺𝗴𝗮𝘁𝗲, 𝗗𝗵𝗮𝗸𝗮-𝟭𝟮𝟭𝟱
𝗢𝗳𝗳𝗶𝗰𝗲 𝘁𝗶𝗺𝗲: 𝟭𝟬𝗔𝗠-𝟲𝗣𝗠
𝗠𝗼𝗯𝗶𝗹𝗲: 𝟬𝟭𝟵𝟳𝟴-𝟰𝟵𝟵𝟲𝟰𝟰
𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽: +𝟵𝟵𝟲𝟳𝟬𝟵𝟴𝟵𝟲𝟯𝟯𝟱
𝗘𝗺𝗮𝗶𝗹: 𝗰𝗽𝗶.𝗲𝗱𝘂.𝗯𝗱@𝗴𝗺𝗮𝗶𝗹.𝗰𝗼𝗺
𝗩𝗶𝘀𝗶𝘁 𝗼𝘂𝗿 𝘄𝗲𝗯𝘀𝗶𝘁𝗲: 𝘄𝘄𝘄.𝗰𝗽𝗶.𝗰𝗼𝗺.𝗯𝗱

19/12/2024

🎓 Unlock Your Future at SEGi University! 🌟

Looking for an education that combines academic excellence and real-world experience? SEGi University, located in the heart of Kuala Lumpur, Malaysia, offers everything you need to succeed! 🌍

📍 Location: Kuala Lumpur, Malaysia

Why Choose SEGi University?
✅ World-Class Education: Choose from a wide range of programs in Business, Engineering, Health Sciences, IT, Design, and more.
✅ Industry-Relevant Learning
✅ Global Opportunities: With partnerships with top universities around the world, you’ll have opportunities to broaden your horizons.
✅ Experienced Faculty
✅ Prime Location

🎓 Join SEGi University and take your education to the next level! Whether you're pursuing a degree, diploma, or postgraduate program, SEGi has the right course for you.

📅 Apply Now and start your journey toward a brighter future! Visit our website for more details on programs, scholarships, and admissions.

𝔸𝕡𝕡𝕝𝕪 𝕟𝕠𝕨 𝕗𝕠𝕣 𝕟𝕖𝕩𝕥 𝕚𝕟𝕥𝕒𝕜𝕖!

👉𝗖𝗼𝗻𝘁𝗮𝗰𝘁 𝘂𝘀 𝗮𝘁:
𝗖𝗣𝗜 𝗘𝗗𝗨
𝗥 𝗛 𝗛𝗼𝗺𝗲 𝗖𝗲𝗻𝘁𝗲𝗿, 𝗦𝘂𝗶𝘁𝗲 #𝟮𝟰𝟰 (𝟮𝗻𝗱 𝗳𝗹𝗼𝗼𝗿), 𝟳𝟰/𝗕/𝟭 𝗚𝗿𝗲𝗲𝗻 𝗥𝗼𝗮𝗱, 𝗙𝗮𝗿𝗺𝗴𝗮𝘁𝗲, 𝗗𝗵𝗮𝗸𝗮-𝟭𝟮𝟭𝟱
𝗢𝗳𝗳𝗶𝗰𝗲 𝘁𝗶𝗺𝗲: 𝟭𝟬𝗔𝗠-𝟲𝗣𝗠
𝗠𝗼𝗯𝗶𝗹𝗲: 𝟬𝟭𝟵𝟳𝟴-𝟰𝟵𝟵𝟲𝟰𝟰
𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽: +𝟵𝟵𝟲𝟳𝟬𝟵𝟴𝟵𝟲𝟯𝟯𝟱
𝗘𝗺𝗮𝗶𝗹: 𝗰𝗽𝗶.𝗲𝗱𝘂.𝗯𝗱@𝗴𝗺𝗮𝗶𝗹.𝗰𝗼𝗺
𝗩𝗶𝘀𝗶𝘁 𝗼𝘂𝗿 𝘄𝗲𝗯𝘀𝗶𝘁𝗲: 𝘄𝘄𝘄.𝗰𝗽𝗶.𝗰𝗼𝗺.𝗯𝗱

19/12/2024

STUDY MBBS IN KYRGYZSTAN

🔴 ১০০% কনফার্ম ভর্তি ও ভিসা৷
🔴 ৩ দিনের মধ্যে এডমিশন লেটার এবং ১০ দিনের মধ্যে ভিসা৷

✅ বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (BMDC) কর্তৃক স্বীকৃত।।
✅ ইউরোপিয়ান কারিকুলামে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পড়াশুনার সুবিধা।
✅ কোনও ভর্তি পরীক্ষা, IELTS বা Bank Sponsor এর প্রয়োজন নেই।
✅ সেমিস্টার হিসেবে টিউশন ফি দেওয়া যায়।
✅ বাংলাদেশের প্রাইভেট মেডিকেলের তুলনায় টিউশন ফি অনেক কম।
✅ বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক মানসম্পন্ন এবং WHO অনুমোদিত।
✅ ৫ বছরে পড়াশুনা শেষ করে বাংলাদেশে ইন্টার্ণী করা যাবে।
✅ ছেলে মেয়ে আলাদা হোষ্টেলে থাকা এবং তিন বেলা হালাল খাবারের ব্যবস্থা।
✅ মুসলিম দেশ হওয়ায় সকল ধরনের হালাল খাবার পাওয়া যায়।

সময় নষ্ট না করে চলে আসুন আমাদের অফিসে এবং নিশ্চিত করুন সুন্দর ভবিষ্যৎ।

📞 আমাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ
CPI EDU
R H Home Center, Suite #244 (2nd floor), 74/B/1 Green Road, Farmgate, Dhaka-1215
Office time: 10AM-6PM
Mobile: 01978-499644
Whatsapp: +996709896335
Email: [email protected]
Visit our website: www.cpi.com.bd

18/12/2024

Studying Computer Science and Engineering (CSE) in Malaysia 🎓

🔷𝐖𝐡𝐲 𝐒𝐭𝐮𝐝𝐲 𝐢𝐧 𝐌𝐚𝐥𝐚𝐲𝐬𝐢𝐚:
⮊Top-ranked university
⮊Affordable tuition fees
⮊No Application & Admission Fee
⮊Scholarship available
⮊No IELTS/Bank Statement/Bank Solvency Certificate Required
⮊High visa ratio

✅𝑻𝒖𝒊𝒕𝒊𝒐𝒏 𝒇𝒆𝒆𝒔 𝒂𝒇𝒕𝒆𝒓 𝒗𝒊𝒔𝒂
✅𝑪𝒓𝒆𝒅𝒊𝒕 𝒕𝒓𝒂𝒏𝒔𝒇𝒆𝒓 𝒕𝒐 𝑼𝑲/𝑼𝑺𝑨/𝑪𝒂𝒏𝒂𝒅𝒂/𝑨𝒖𝒔𝒕𝒓𝒂𝒍𝒊𝒂

🎓𝐆𝐞𝐭 𝐨𝐟𝐟𝐞𝐫 𝐥𝐞𝐭𝐭𝐞𝐫 𝐰𝐢𝐭𝐡𝐢𝐧 𝐣𝐮𝐬𝐭 𝟏 𝐝𝐚𝐲
𝗘𝘅𝗽𝗹𝗼𝗿𝗲 𝗘𝗻𝗱𝗹𝗲𝘀𝘀 𝗢𝗽𝗽𝗼𝗿𝘁𝘂𝗻𝗶𝘁𝗶𝗲𝘀 𝗶𝗻 𝗠𝗮𝗹𝗮𝘆𝘀𝗶𝗮!
𝔸𝕡𝕡𝕝𝕪 𝕟𝕠𝕨 𝕗𝕠𝕣 𝕟𝕖𝕩𝕥 𝕚𝕟𝕥𝕒𝕜𝕖!

👉𝗖𝗼𝗻𝘁𝗮𝗰𝘁 𝘂𝘀 𝗮𝘁:
𝗖𝗣𝗜 𝗘𝗗𝗨
𝗥 𝗛 𝗛𝗼𝗺𝗲 𝗖𝗲𝗻𝘁𝗲𝗿, 𝗦𝘂𝗶𝘁𝗲 #𝟮𝟰𝟰 (𝟮𝗻𝗱 𝗳𝗹𝗼𝗼𝗿), 𝟳𝟰/𝗕/𝟭 𝗚𝗿𝗲𝗲𝗻 𝗥𝗼𝗮𝗱, 𝗙𝗮𝗿𝗺𝗴𝗮𝘁𝗲, 𝗗𝗵𝗮𝗸𝗮-𝟭𝟮𝟭𝟱
𝗢𝗳𝗳𝗶𝗰𝗲 𝘁𝗶𝗺𝗲: 𝟭𝟬𝗔𝗠-𝟲𝗣𝗠 (𝗧𝘂𝗲𝘀𝗱𝗮𝘆 𝗰𝗹𝗼𝘀𝗲𝗱)
𝗠𝗼𝗯𝗶𝗹𝗲: 𝟬𝟭𝟵𝟳𝟴-𝟰𝟵𝟵𝟲𝟰𝟰
𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽: +𝟵𝟵𝟲𝟳𝟬𝟵𝟴𝟵𝟲𝟯𝟯𝟱
𝗘𝗺𝗮𝗶𝗹: 𝗰𝗽𝗶.𝗲𝗱𝘂.𝗯𝗱@𝗴𝗺𝗮𝗶𝗹.𝗰𝗼𝗺
𝗩𝗶𝘀𝗶𝘁 𝗼𝘂𝗿 𝘄𝗲𝗯𝘀𝗶𝘁𝗲: 𝘄𝘄𝘄.𝗰𝗽𝗶.𝗰𝗼𝗺.𝗯𝗱

17/12/2024

🎓𝐒𝐭𝐮𝐝𝐲 𝐢𝐧 𝐌𝐚𝐥𝐚𝐲𝐬𝐢𝐚 𝐖𝐈𝐓𝐇𝐎𝐔𝐓 𝐈𝐄𝐋𝐓𝐒!🎓
𝐆𝐞𝐭 𝐔𝐩𝐭𝐨 𝟓𝟎% 𝐌𝐞𝐫𝐢𝐭 𝐁𝐚𝐬𝐞𝐝 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩!

𝐂𝐏𝐈 𝐄𝐝𝐮 𝐢𝐬 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥 𝐏𝐚𝐫𝐭𝐧𝐞𝐫 𝐭𝐨 𝐫𝐞𝐜𝐫𝐮𝐢𝐭 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡𝐢 𝐬𝐭𝐮𝐝𝐞𝐧𝐭𝐬 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐟𝐨𝐥𝐥𝐨𝐰𝐢𝐧𝐠 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐢𝐞𝐬:
1. Taylor's University
2. Asia Pacific University
3. University of Cyberjaya (UoC)
4. University of Malaya
5. Universiti Teknologi Malaysia (UTM)
6. Universiti Putra Malaysia (UPM)
7. City University
8. Nilai University
9. Infrastructure University Kuala Lumpur (IUKL)
10. Lincoln University College
11. MAHSA University
12. Multimedia University (MMU)
13. UCSI University
14. University of Kuala Lumpur (UniKL)
15. Universiti Tenaga Nasional (UNITEN)
16. Universiti Teknologi PETRONAS (UTP)
17. Xiaman University
18. INTI International University
19. International Islamic University
20. Genovasi University College
And 30+ more universities in Malaysia.

𝐂𝐏𝐈 𝐄𝐃𝐔 𝐡𝐚𝐬 𝐛𝐫𝐨𝐮𝐠𝐡𝐭 𝐭𝐡𝐞 𝐨𝐩𝐩𝐨𝐫𝐭𝐮𝐧𝐢𝐭𝐲 𝐨𝐟 𝐟𝐮𝐥𝐟𝐢𝐥𝐥 𝐲𝐨𝐮𝐫 𝐝𝐫𝐞𝐚𝐦. 𝐒𝐭𝐚𝐫𝐭 𝐲𝐨𝐮𝐫 𝐚𝐜𝐚𝐝𝐞𝐦𝐢𝐜 𝐚𝐝𝐯𝐞𝐧𝐭𝐮𝐫𝐞 𝐰𝐢𝐭𝐡 𝐭𝐨𝐩-𝐪𝐮𝐚𝐥𝐢𝐭𝐲 𝐞𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐢𝐧 𝐌𝐚𝐥𝐚𝐲𝐬𝐢𝐚, 𝐰𝐡𝐞𝐫𝐞 𝐲𝐨𝐮 𝐜𝐚𝐧 𝐞𝐚𝐫𝐧 𝐠𝐥𝐨𝐛𝐚𝐥𝐥𝐲 𝐫𝐞𝐜𝐨𝐠𝐧𝐢𝐳𝐞𝐝 𝐝𝐞𝐠𝐫𝐞𝐞𝐬 𝐟𝐫𝐨𝐦 𝐰𝐨𝐫𝐥𝐝 𝐭𝐨𝐩 𝟓𝟎𝟎 𝐫𝐚𝐧𝐤𝐢𝐧𝐠 𝐮𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐢𝐞𝐬.

🔷𝐀𝐯𝐚𝐢𝐥𝐚𝐛𝐥𝐞 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦𝐬 𝐚𝐫𝐞:
1. Foundation
2. Diploma
3. Bachelors
4. Masters
5. PHD

✅𝑻𝒖𝒊𝒕𝒊𝒐𝒏 𝒇𝒆𝒆𝒔 𝒂𝒇𝒕𝒆𝒓 𝒗𝒊𝒔𝒂
✅𝑪𝒓𝒆𝒅𝒊𝒕 𝒕𝒓𝒂𝒏𝒔𝒇𝒆𝒓 𝒕𝒐 𝑼𝑲/𝑼𝑺𝑨/𝑪𝒂𝒏𝒂𝒅𝒂/𝑨𝒖𝒔𝒕𝒓𝒂𝒍𝒊𝒂
🎓𝐆𝐞𝐭 𝐨𝐟𝐟𝐞𝐫 𝐥𝐞𝐭𝐭𝐞𝐫 𝐰𝐢𝐭𝐡𝐢𝐧 𝐣𝐮𝐬𝐭 𝟏 𝐝𝐚𝐲

𝔸𝕡𝕡𝕝𝕪 𝕟𝕠𝕨 𝕗𝕠𝕣 𝕟𝕖𝕩𝕥 𝕚𝕟𝕥𝕒𝕜𝕖!

👉𝗖𝗼𝗻𝘁𝗮𝗰𝘁 𝘂𝘀 𝗮𝘁:
𝗖𝗣𝗜 𝗘𝗗𝗨
𝗥 𝗛 𝗛𝗼𝗺𝗲 𝗖𝗲𝗻𝘁𝗲𝗿, 𝗦𝘂𝗶𝘁𝗲 #𝟮𝟰𝟰 (𝟮𝗻𝗱 𝗳𝗹𝗼𝗼𝗿), 𝟳𝟰/𝗕/𝟭 𝗚𝗿𝗲𝗲𝗻 𝗥𝗼𝗮𝗱, 𝗙𝗮𝗿𝗺𝗴𝗮𝘁𝗲, 𝗗𝗵𝗮𝗸𝗮-𝟭𝟮𝟭𝟱
𝗢𝗳𝗳𝗶𝗰𝗲 𝘁𝗶𝗺𝗲: 𝟭𝟬𝗔𝗠-𝟲𝗣𝗠
𝗠𝗼𝗯𝗶𝗹𝗲: 𝟬𝟭𝟵𝟳𝟴-𝟰𝟵𝟵𝟲𝟰𝟰
𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽: +𝟵𝟵𝟲𝟳𝟬𝟵𝟴𝟵𝟲𝟯𝟯𝟱
𝗘𝗺𝗮𝗶𝗹: 𝗰𝗽𝗶.𝗲𝗱𝘂.𝗯𝗱@𝗴𝗺𝗮𝗶𝗹.𝗰𝗼𝗺
𝗩𝗶𝘀𝗶𝘁 𝗼𝘂𝗿 𝘄𝗲𝗯𝘀𝗶𝘁𝗲: 𝘄𝘄𝘄.𝗰𝗽𝗶.𝗰𝗼𝗺.𝗯𝗱

Photos from CPI EDU- Bangladesh's post 17/12/2024

16.12.2024

CPI EDU organized freshers party for first year Bangladeshi students of Avicenna International Medical University. we encouraged our students to study well by giving them gifts. We're always with our students to give them a good environment for study. That's why, We're saying proudly that Avicenna International Medical University is the best medical university in Kyrgyzstan for Bangladeshi students.

17/12/2024

চীনে ১০০% স্কলারশীপে উচ্চশিক্ষার সূবর্ণ সুযোগ!!!
🇨🇳STUDY IN CHINA🇨🇳

সাশ্রয়ী অথচ উন্নত মানের শিক্ষায় শুধু ইউরোপই নয়; এগিয়ে রয়েছে এশিয়ার দেশগুলোও। পৃথিবীর বৃহত্তম এ মহাদেশের বিশ্ববিদ্যালয়গুলোও স্থান করে নিয়েছে বিশ্বের প্রথম সারির বিদ্যাপীঠগুলোর তালিকায়। এগুলোর মধ্যে সর্বাপেক্ষা এগিয়ে চীনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। যুগ যুগ ধরে স্বতন্ত্র শিক্ষাব্যবস্থার পাশাপাশি ক্যারিয়ার গঠনের সুযোগ নিয়ে দেশটি স্বাগত জানিয়ে আসছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের। আন্তর্জাতিক শিক্ষার্থীদের অধ্যয়ন ও জীবনযাত্রাকে সহজলভ্য করতে চীনে রয়েছে বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রাম।

কেন China তে পড়বেন?
✅১০০% স্কলারশীপে সরকারী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ।
✅চীনে বিশ্ববিদ্যালয় গুলোতে পড়তে কোন ভর্তি পরিক্ষা দিতে হয় না।
✅মাসিক শিক্ষাবৃত্তি পাওয়ার সুযোগ।
✅ইংরেজী মাধ্যমে পড়ার সুযোগ।
✅বাংলাদেশের চেয়েও কম খরচে বিশ্বের টপ-র‍্যাংকিং সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ।
✅কোনো সেশনজট নেই
✅IELTS এর প্রয়োজন নেই।

CPI EDU বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি, স্কলারশিপ ও ভিসা প্রসেস সহ নানামুখি সেবা প্রদানের ক্ষেত্রে একটি বিশ্বস্ত ও স্বনামধন্য প্রতিষ্ঠান। আমরা চীনে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে ৮০+ টিরও অধিক বিশ্ববিদ্যালয়ে ১০০+ টিরও অধিক বিষয়ে ভর্তিতে শিক্ষার্থীদের সহায়তা করে আসছি।

সময় নষ্ট না করে চলে আসুন আমাদের অফিসে এবং নিশ্চিত করুন সুন্দর ভবিষ্যৎ।

📞 আমাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ
CPI EDU
R H Home Center, Suite #244 (2nd floor), 74/B/1 Green Road, Farmgate, Dhaka-1215.
Office time: 10AM-6PM (Tuesday closed)
Mobile: 01978-499644
Whatsapp: +996709896335
Email: [email protected]
Visit our website: www.cpi.com.bd

16/12/2024

🎓𝐒𝐭𝐮𝐝𝐲 𝐢𝐧 𝐌𝐚𝐥𝐚𝐲𝐬𝐢𝐚 𝐖𝐈𝐓𝐇𝐎𝐔𝐓 𝐈𝐄𝐋𝐓𝐒!🎓
𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 𝐮𝐩 𝐭𝐨 𝐑𝐌𝟒𝟎𝟎𝟎𝟎!

𝐂𝐏𝐈 𝐄𝐃𝐔 𝐡𝐚𝐬 𝐛𝐫𝐨𝐮𝐠𝐡𝐭 𝐭𝐡𝐞 𝐨𝐩𝐩𝐨𝐫𝐭𝐮𝐧𝐢𝐭𝐲 𝐨𝐟 𝐟𝐮𝐥𝐟𝐢𝐥𝐥 𝐲𝐨𝐮𝐫 𝐝𝐫𝐞𝐚𝐦. 𝐒𝐭𝐚𝐫𝐭 𝐲𝐨𝐮𝐫 𝐚𝐜𝐚𝐝𝐞𝐦𝐢𝐜 𝐚𝐝𝐯𝐞𝐧𝐭𝐮𝐫𝐞 𝐰𝐢𝐭𝐡 𝐭𝐨𝐩-𝐪𝐮𝐚𝐥𝐢𝐭𝐲 𝐞𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐢𝐧 𝐌𝐚𝐥𝐚𝐲𝐬𝐢𝐚, 𝐰𝐡𝐞𝐫𝐞 𝐲𝐨𝐮 𝐜𝐚𝐧 𝐞𝐚𝐫𝐧 𝐠𝐥𝐨𝐛𝐚𝐥𝐥𝐲 𝐫𝐞𝐜𝐨𝐠𝐧𝐢𝐳𝐞𝐝 𝐝𝐞𝐠𝐫𝐞𝐞𝐬 𝐟𝐫𝐨𝐦 𝐰𝐨𝐫𝐥𝐝 𝐭𝐨𝐩 𝟓𝟎𝟎 𝐫𝐚𝐧𝐤𝐢𝐧𝐠 𝐮𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐢𝐞𝐬.

🔷𝐀𝐯𝐚𝐢𝐥𝐚𝐛𝐥𝐞 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦𝐬 𝐚𝐫𝐞:
1. Foundation
2. Diploma
3. Bachelors
4. Masters
5. PHD

🔷𝐖𝐡𝐲 𝐒𝐭𝐮𝐝𝐲 𝐢𝐧 𝐌𝐚𝐥𝐚𝐲𝐬𝐢𝐚:
⮊Top ranked university
⮊Affordable tuition fees
⮊No Application & Admission Fee
⮊Scholarship available
⮊No IELTS/Bank Statement/Bank Solvency Certificate Required
⮊High visa ratio

✅𝑻𝒖𝒊𝒕𝒊𝒐𝒏 𝒇𝒆𝒆𝒔 𝒂𝒇𝒕𝒆𝒓 𝒗𝒊𝒔𝒂
✅𝑪𝒓𝒆𝒅𝒊𝒕 𝒕𝒓𝒂𝒏𝒔𝒇𝒆𝒓 𝒕𝒐 𝑼𝑲/𝑼𝑺𝑨/𝑪𝒂𝒏𝒂𝒅𝒂/𝑨𝒖𝒔𝒕𝒓𝒂𝒍𝒊𝒂

🎓𝐆𝐞𝐭 𝐨𝐟𝐟𝐞𝐫 𝐥𝐞𝐭𝐭𝐞𝐫 𝐰𝐢𝐭𝐡𝐢𝐧 𝐣𝐮𝐬𝐭 𝟏 𝐝𝐚𝐲

𝗘𝘅𝗽𝗹𝗼𝗿𝗲 𝗘𝗻𝗱𝗹𝗲𝘀𝘀 𝗢𝗽𝗽𝗼𝗿𝘁𝘂𝗻𝗶𝘁𝗶𝗲𝘀 𝗶𝗻 𝗠𝗮𝗹𝗮𝘆𝘀𝗶𝗮!
𝔸𝕡𝕡𝕝𝕪 𝕟𝕠𝕨 𝕗𝕠𝕣 𝕟𝕖𝕩𝕥 𝕚𝕟𝕥𝕒𝕜𝕖!

👉𝗖𝗼𝗻𝘁𝗮𝗰𝘁 𝘂𝘀 𝗮𝘁:
𝗖𝗣𝗜 𝗘𝗗𝗨
𝗥 𝗛 𝗛𝗼𝗺𝗲 𝗖𝗲𝗻𝘁𝗲𝗿, 𝗦𝘂𝗶𝘁𝗲 #𝟮𝟰𝟰 (𝟮𝗻𝗱 𝗳𝗹𝗼𝗼𝗿), 𝟳𝟰/𝗕/𝟭 𝗚𝗿𝗲𝗲𝗻 𝗥𝗼𝗮𝗱, 𝗙𝗮𝗿𝗺𝗴𝗮𝘁𝗲, 𝗗𝗵𝗮𝗸𝗮-𝟭𝟮𝟭𝟱
𝗢𝗳𝗳𝗶𝗰𝗲 𝘁𝗶𝗺𝗲: 𝟭𝟬𝗔𝗠-𝟲𝗣𝗠 (𝗧𝘂𝗲𝘀𝗱𝗮𝘆 𝗰𝗹𝗼𝘀𝗲𝗱)
𝗠𝗼𝗯𝗶𝗹𝗲: 𝟬𝟭𝟵𝟳𝟴-𝟰𝟵𝟵𝟲𝟰𝟰
𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽: +𝟵𝟵𝟲𝟳𝟬𝟵𝟴𝟵𝟲𝟯𝟯𝟱
𝗘𝗺𝗮𝗶𝗹: 𝗰𝗽𝗶.𝗲𝗱𝘂.𝗯𝗱@𝗴𝗺𝗮𝗶𝗹.𝗰𝗼𝗺
𝗩𝗶𝘀𝗶𝘁 𝗼𝘂𝗿 𝘄𝗲𝗯𝘀𝗶𝘁𝗲: 𝘄𝘄𝘄.𝗰𝗽𝗶.𝗰𝗼𝗺.𝗯𝗱

16/12/2024

কম খরচে বিদেশে এমবিবিএস পড়ে ডাক্তার হওয়ার সূবর্ণ সুযোগ!!!

STUDY MBBS IN KYRGYZSTAN

অত্যন্ত কম খরচে সেন্ট্রাল এশীয়ার দেশ কিরগিজস্তানে রয়েছে মাত্র ১৭৫০ ডলার (২ লক্ষ টাকা) প্রতি সেমিস্টারে ৫ বছরের (মোট ১০ সেমিস্টার ) MBBS কোর্সের সুবর্ন সুযোগ। BMDC এবং WHO অনুমোদিত Avicenna International Medical University তে ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ, রয়েছে অভিঙ্গ বাংলাদেশি শিক্ষক।
৩য় বর্ষ থেকে BMDC লাইসেন্স এক্সাম কোচিং করানো হয় যা একমাত্র এই বিশ্ববিদ্যালয়েই প্রথম, এই সুযোগ অন্য কোথাও নেই।

🔴 ১০০% কনফার্ম ভর্তি ও ভিসা৷
🔴 ৩ দিনের মধ্যে এডমিশন লেটার এবং ১০ দিনের মধ্যে ভিসা৷

কেন AVICENNA INTERNATIONAL MEDICAL UNIVERSITY তে MBBS পড়বেন?
✅ ভর্তির সময় কোন ডোনেশন দিতে হয়না।
✅ বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (BMDC) কর্তৃক স্বীকৃত।
✅ Avicenna International Medical University তে রয়েছে অভিঙ্গ বাংলাদেশি শিক্ষক।
✅ ইউরোপিয়ান কারিকুলামে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পড়াশুনার সুবিধা।
✅ কোনও ভর্তি পরীক্ষা, IELTS বা Bank Sponsor এর প্রয়োজন নেই।
✅ সেমিস্টার হিসেবে টিউশন ফি দেওয়া যায়।
✅ বাংলাদেশের প্রাইভেট মেডিকেলের তুলনায় টিউশন ফি অনেক কম।
✅ বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক মানসম্পন্ন এবং WHO অনুমোদিত।
✅ ৫ বছরে পড়াশুনা শেষ করে বাংলাদেশের সরকারি মেডিকেলে ইন্টার্ণী করা যাবে।
✅ ছেলে মেয়ে আলাদা হোষ্টেলে থাকা এবং তিন বেলা হালাল খাবারের ব্যবস্থা।
✅ মুসলিম দেশ হওয়ায় সকল ধরনের হালাল খাবার পাওয়া যায়।

♦️♦️ ১৫০+ বাংলাদেশি শিক্ষার্থী বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে পড়াশুনা করছে। ♦️♦️
CPI EDUCATIONAL ADVISOR সম্পুর্ন ডাক্তারদের মাধ্যমে পরিচালিত প্রতিষ্ঠান তাই এখান থেকে পাবেন ক্যারিয়ারের খুঁটিনাটি সকল বিষয়ে বিস্তর সমাধান। শিক্ষার্থী এবং অভিবাবকদের সাথে সেতু বন্ধন রেখেই আমরা প্রতিটা শিক্ষার্থীর প্রতি বিশেষ ভাবে যত্ন নিয়ে থাকি, Avicenna International Medical University তে আমাদের রয়েছে নিজস্ব অফিস যেখান থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে থাকে। সার্বক্ষনিক নজরদারির মাধ্যমে প্রতিটা শিক্ষার্থীর নিরাপত্তা এবং শিক্ষার ব্যাপারে আমাদের রয়েছে পর্যাপ্ত ব্যাবস্থা।

সময় নষ্ট না করে চলে আসুন আমাদের অফিসে এবং নিশ্চিত করুন সুন্দর ভবিষ্যৎ।

📞 আমাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ
CPI EDU
R H Home Center, Suite #244 (2nd floor), 74/B/1 Green Road, Farmgate, Dhaka-1215
Office time: 10AM-6PM
Mobile: 01978-499644
Whatsapp: +996709896335
Email: [email protected]
Visit our website: www.cpi.com.bd

15/12/2024

বিদেশে পড়াশুনার প্রয়োজনীয় সকল তথ্য দিতে আমরা আছি আপনার পাশে । ✈📚

𝗖𝗣𝗜 𝗘𝗗𝗨 -কে কেন আপনার সঙ্গী হিসেবে বেছে নিবেন?
✅IELTS ছাড়াই আবেদন।
✅স্কলারশিপের ব্যবস্থা।
✅Study Gap? সমস্যা নয়! – আমরা আছি আপনার পাশে।
✅ব্যাংক স্টেটমেন্ট ছাড়া আবেদন – দ্রুত এবং ঝামেলা ছাড়া।
✅100% Admission সাপোর্ট।
✅ভিসা প্রোসেসিং সাপোর্ট।
✅আমাদের কোনো File Opening চার্জ নেই।
✅আমাদের কোনো hidden চার্জ নেই।
✅ইমিগ্রেশন এক্সপার্ট এর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসিং করা হয়।

🏢আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :
𝗖𝗣𝗜 𝗘𝗗𝗨
মোবাইল:
☎️ 𝟎𝟏𝟗𝟕𝟖-𝟒𝟗𝟗𝟔𝟒𝟒
☎️ 𝟎𝟏𝟗𝟕𝟗-𝟒𝟗𝟗𝟔𝟒𝟒
☎️ 𝟎𝟏𝟔𝟖𝟖-𝟑𝟕𝟕𝟏𝟐𝟓
𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩: 𝐰𝐚.𝐦𝐞/+𝟖𝟖𝟎𝟏𝟗𝟕𝟖𝟒𝟗𝟗𝟔𝟒𝟒
𝐰𝐚.𝐦𝐞/+𝟖𝟖𝟎𝟏𝟔𝟖𝟖𝟑𝟕𝟕𝟏𝟐𝟓
অফিস: 𝐑 𝐇 𝐇𝐨𝐦𝐞 𝐂𝐞𝐧𝐭𝐞𝐫, 𝐒𝐮𝐢𝐭𝐞 #𝟐𝟒𝟒 (𝟐𝐧𝐝 𝐟𝐥𝐨𝐨𝐫),
𝟕𝟒/𝐁/𝟏 𝐆𝐫𝐞𝐞𝐧 𝐑𝐨𝐚𝐝 (𝐍𝐞𝐚𝐫 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 𝐨𝐟 𝐀𝐬𝐢𝐚 𝐏𝐚𝐜𝐢𝐟𝐢𝐜)
𝐅𝐚𝐫𝐦𝐠𝐚𝐭𝐞, 𝐃𝐡𝐚𝐤𝐚-𝟏𝟐𝟏𝟓.
ইমেইল: 𝐜𝐩𝐢.𝐞𝐝𝐮.𝐛𝐝@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐜𝐩𝐢.𝐜𝐨𝐦.𝐛𝐝
Office time: 10AM-6PM (Friday closed)

15/12/2024

আমাদের অস্তিত্বে মিশে আছে বিজয়ের সুর। সেই সুরের ঝংকার ছড়িয়ে পড়ুক সবখানে।
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

CPI Educational Advisor

CPI Educational Advisor is the leading overseas MBBS education consultants in Bangladesh. We are the one stop solution for students, specialize in abroad education counseling, documentation support & admission guidance. We are helping students to find the various educational opportunities in abroad.

We are the team of young & enthusiastic professionals who helped hundreds of students to fulfill their dreams. With 4+ years of experience, CPI Educational Advisor helped more than 300 students to achieve their goal & successfully placed them in their desired medical universities across the world.

A WORD FROM COMPANY OWNER & CEO:

Dear prospective students,

Videos (show all)

𝐒𝐓𝐔𝐃𝐘 𝐌𝐁𝐁𝐒 𝐈𝐍 𝐊𝐘𝐑𝐆𝐘𝐙𝐒𝐓𝐀𝐍কিরগিজস্তানে ভর্তির প্রক্রিয়া খুবই সহজ। এখানে কোন ভর্তি পরীক্ষা, IELTS, Bank Sponsor, Donation এ...
Study in Malaysia
🎓𝐒𝐭𝐮𝐝𝐲 𝐢𝐧 𝐌𝐚𝐥𝐚𝐲𝐬𝐢𝐚 𝐖𝐈𝐓𝐇𝐎𝐔𝐓 𝐈𝐄𝐋𝐓𝐒!🎓𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 𝐮𝐩 𝐭𝐨 𝐑𝐌𝟒𝟎𝟎𝟎𝟎!𝐂𝐏𝐈 𝐄𝐃𝐔 𝐡𝐚𝐬 𝐛𝐫𝐨𝐮𝐠𝐡𝐭 𝐭𝐡𝐞 𝐨𝐩𝐩𝐨𝐫𝐭𝐮𝐧𝐢𝐭𝐲 𝐨𝐟 𝐟𝐮𝐥𝐟𝐢𝐥𝐥 𝐲𝐨𝐮𝐫 𝐝𝐫𝐞𝐚𝐦. 𝐒...
চীনে ১০০% স্কলারশীপে উচ্চশিক্ষার সূবর্ণ  সুযোগ!!!🇨🇳STUDY IN CHINA🇨🇳সাশ্রয়ী অথচ উন্নত মানের শিক্ষায় শুধু ইউরোপই নয়; এগিয়ে...
কম খরচে বিদেশে এমবিবিএস পড়ে ডাক্তার হওয়ার সূবর্ণ সুযোগ!!!STUDY MBBS IN KYRGYZSTANঅত্যন্ত কম খরচে সেন্ট্রাল এশীয়ার দেশ কি...
STUDY IN CHINA🇨🇳সাশ্রয়ী অথচ উন্নত মানের শিক্ষায় শুধু ইউরোপই নয়; এগিয়ে রয়েছে এশিয়ার দেশগুলোও। পৃথিবীর বৃহত্তম এ মহাদেশের ...
চীনে ১০০% স্কলারশীপে উচ্চশিক্ষার সূবর্ণ  সুযোগ!!!🇨🇳STUDY IN CHINA🇨🇳কেন China তে পড়বেন? ✅১০০% স্কলারশীপে সরকারী বিশ্ববিদ্...
চীনে ১০০% স্কলারশীপে উচ্চশিক্ষার সূবর্ণ  সুযোগ!!!কেন China তে পড়বেন? ✅১০০% স্কলারশীপে সরকারী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ...
Bangladeshi Guardian's Review about Avicenna International Medical University, Kyrgyzstan
Beautiful city Bishkek, Kyrgyzstan.

Location

Telephone

Address


R H Home Center, Suite#244 (2nd Floor), 74/B/1 Green Road, Farmgate
Dhaka
1215

Opening Hours

Monday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Friday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00