18/08/2024
ভর্তি চলছে
( নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত )
স্মার্ট এডুকেশন ইনস্টিটিউট অব বাংলাদেশ - SEIB হল এমন একটি প্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলি শিখতে এবং খুব সহজে বুঝতে পারবে।
আমাদের বিশেষ কিছু বৈশিষ্ট্য:
● শুধু গণিত ও বিজ্ঞানের বিষয়গুলো নিয়ে সপ্তাহে ০৫ দিন ক্লাস
● প্রতিদিন ৫০ মিনিট করে ১০০ মিনিটে ২টি ক্লাস
● বিজ্ঞান বইয়ের বিষয়ভিত্তিক ব্যবহারিকের সুযোগ
● রবি-বৃহস্পতিবার ৪টা-৫টা ৪০ মিনিট পর্যন্ত ক্লাস
● এক ব্যাচে সর্বোচ্চ ১০ জন
● আমাদের রয়েছে প্রায় ২০০ বই সংরক্ষিত লাইব্রেরি
● শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি এবং পরিচ্ছন্ন ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে
● রয়েছে ডিজিটাল মাল্টিমিডিয়া সংযুক্ত আধুনিক ক্লাসরুম, যা সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয়।
এছাড়াও পাঠদানের জন্য আমাদের রয়েছে বিভিন্ন সনামধন্য বিশ্ববিদ্যালয়ের একঝাঁক অভিজ্ঞ মেন্টর, যারা জাতীয় পর্যায়ে নানা ধরনের শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত।
আরো বিস্তারিত জানার জন্য, আমাদের সাথে যোগাযোগ করুন:
ফোন: +880 1601-108332
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২য় তলা, বেপারী টাওয়ার, হাসনাবাদ হাউজিং রোড, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১১
#স্মার্টশিক্ষা
16/08/2024
শিক্ষা মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। বিকেলে বঙ্গভবনে শপথ নেওয়ার পর শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় তাদের দপ্তর বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে বিকেলে বঙ্গভবনে নতুন ৪ উপদেষ্টার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। নতুন উপদেষ্টারা হলেন- সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো ২১ জনে।
#স্মার্টশিক্ষা
10/08/2024
নতুন শিক্ষাক্রম স্থগিত করা হয়নি। শিক্ষাক্রম স্থগিত করা–সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সত্য নয়।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন শিক্ষাক্রম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মর্মে একটি সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যমে (প্রিন্ট ও ইলেকট্রনিক) প্রকাশিত হচ্ছে, তা সত্য নয়। তবে ১১ আগস্ট থেকে বগুড়ায় অনুষ্ঠেয় শিক্ষাক্রমসংক্রান্ত কর্মশালা স্থগিত করা হয়েছে।
সূত্র : প্রথম আলো
#স্মার্টশিক্ষা
09/08/2024
গতকাল বৃহস্পতিবার নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। প্রধান উপদেষ্টাসহ এই সরকারে আছেন ১৭ জন।
রাত ৯টার পর বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ১৩ জন (তিনজন ঢাকার বাইরে থাকায় আজ শপথ নিতে পারেননি) উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রথমে প্রধান উপদেষ্টা এবং এরপর অন্য উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই দপ্তর বণ্টন করেন। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সূত্র : প্রথম আলো
#স্মার্টশিক্ষা
01/08/2024
স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি
25/07/2024
সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে আগামী ১ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ জুলাই থেকে আগামী ১ আগস্ট পর্যন্ত সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো।
আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাসার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
সূত্র : প্রথম আলো
#স্মার্টশিক্ষা
16/07/2024
সারা দেশে সব স্কুল–কলেজে ক্লাস বন্ধ ঘোষণা।
শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান) এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র : প্রথম আলো
15/07/2024
🎯 স্মার্ট এডুকেশন ইনস্টিটিউট অব বাংলাদেশ - SEIB হল এমন একটি প্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীদের খুব যত্ন সহকারে পড়ানো হয়। বর্তমানে শিক্ষার্থীদের নানাবিধ কারণে পড়াশোনার প্রতি আগ্রহ কমে যাচ্ছে তাই তাদের এমন কৌশলের মাধ্যমে পড়ানো হয় যাতে , তারা পড়াশোনা আগ্রহ ফিরে। পায় লক্ষ্য করলে দেখা যাবে শিক্ষার্থীরা বেশিরভাগ বিজ্ঞান বইকে এড়িয়ে চলে।
এখানে শিক্ষার্থীদের বিজ্ঞান বইয়ের অধ্যায় ভিত্তিক আলোচনা করা হয়, যাতে তারা বিজ্ঞান বইকে ভয় না পায় ।২০২৪ সালের নতুন কারিকুলামে বিষয়ের হয়তো কিছু পরিবর্তন থাকলেও যথেষ্ট শেখার মত অধ্যায় আছে। নতুন কারিকুলাম নিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠানে নানা ধরনের বিষয়ভিত্তিক কার্যক্রমের ব্যবস্থা করেছি। এই কার্যক্রম গুলো শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদানের সময় দেখানো হবে , যাতে তারা বিজ্ঞানকে আর ভয় না পায়। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ তাই তাদের পড়াশোনার উন্নতির জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়াশোনার কোনো বিকল্প নেই। বিজ্ঞানকে শিক্ষার্থীরা যেন আনন্দের সাথে গ্রহণ করতে পারে তাই আমাদের ছোট্ট এই আয়োজন।
☛ আমাদের পাঠদানের বিষয়গুলির মধ্যে রয়েছে:
● পদার্থবিজ্ঞান
● রসায়ন
● জীববিজ্ঞান
● গণিত
● উচ্চতর গণিত
● আইসিটি
☛ আমাদের বিশেষ কিছু বৈশিষ্ট্য:
● শুধু গণিত ও বিজ্ঞানের বিষয়গুলো নিয়ে সপ্তাহে ০৫ দিন ক্লাস
● প্রতিদিন ৫০ মিনিট করে ১০০ মিনিটে ২টি ক্লাস
● বিজ্ঞান বইয়ের বিষয়ভিত্তিক ব্যবহারিকের সুযোগ
● রবি-বৃহস্পতিবার ৪টা-৫টা ৪০ মিনিট পর্যন্ত ক্লাস
● এক ব্যাচে সর্বোচ্চ ১০ জন
● আমাদের রয়েছে প্রায় ২০০ বই সংরক্ষিত লাইব্রেরি
● শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি এবং পরিচ্ছন্ন ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে
● রয়েছে ডিজিটাল মাল্টিমিডিয়া সংযুক্ত আধুনিক ক্লাসরুম, যা সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয়।
এছাড়াও শিক্ষার্থীদের পাঠদানের জন্য আমাদের রয়েছে বিভিন্ন সনামধন্য বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক, যারা জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের পড়াশোনার উন্নতির জন্য কাজ করছে।
আরো বিস্তারিত জানার জন্য, আমাদের সাথে যোগাযোগ করুন:
ফোন: +880 1601-108332
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২য় তলা, বেপারী টাওয়ার, হাসনাবাদ হাউজিং রোড, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১১
#স্মার্টশিক্ষা
13/07/2024
♻️ ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই মশা সাধারণত ভোরবেলা এবং সন্ধ্যার পূর্বে কামড়ায়। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু জ্বর সেরে যায়, তবে ডেঙ্গু শক সিনড্রোম ও হেমোরোজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে। বর্ষার সময় সাধারণত এই রোগের প্রকোপ বাড়ে। এডিস মশা বংশবৃদ্ধির রোধের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা যায়।
⚫️ ডেঙ্গু প্রতিরোধের সচেতনতা:
◾️ ফুলের টব এসি ফ্রিজে নিসহ বাসার যে কোন স্থানের আবদ্ধ পানি নিয়মিত পরিষ্কার করা।
◾️ বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজনে জমে থাকা পানিতে ব্লিচিং পাউডার ব্যবহার করা।
◾️ বাড়ির আশেপাশে পরিত্যক্ত স্থানে পানি থাকলে তার তিন দিনের মধ্যে পরিষ্কার করতে হবে।
◾️ দিনে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
◾️ মশা নিধনের ঔষধ স্প্রে কিংবা কয়েল ব্যবহার করতে হবে।
◾️ শিশু এবং বয়স্কদের বিশেষ যত্ন নিয়ে নিরাপদে রাখতে হবে।
◾️ আমাদের সবার বাড়ির আঙ্গিনা ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখতে হবে।
11/07/2024
‘বিনামূল্যে কম্পিউটার এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’
মানুষ শিক্ষিত হয় বা হচ্ছে ঠিকই, কিন্তু চাকরির বাজারে ‘অপ্রতুলতা’ বিশেষভাবে লক্ষণীয়। কতশত শিক্ষিত বেকার যে ধরনা দিয়ে বেড়ান, তার কোনো ইয়ত্তা নেই! যে সব চাকরির দ্বার খোলা আমাদের দেশে, তাতে চাকরি করার মতো পর্যাপ্ত দক্ষতাশক্তি নেই আমাদের—এ কথাও সত্য অনেকাংশে। ‘প্রয়োজনীয় দক্ষতার অভাব’ চাকরির বাজারে বিশেষ ভোগান্তির নাম। এই যখন অবস্থা, তখন দক্ষতা উন্নয়নে বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
দ্রুত পরিবর্তনশীল এবং ক্রমবর্ধমান বিশ্বে দক্ষতা উন্নয়ন অত্যন্ত জরুরি। দক্ষতা উন্নয়নের মাধ্যমে শুধুমাত্র চাকরি পাওয়ার সম্ভাবনাই বাড়াই না, নতুন দক্ষতা অর্জন মানুষের আত্মবিশ্বাস বাড়ায় এবং নতুন নতুন সমস্যার সমাধান করতে সক্ষম করে। দক্ষতা উন্নয়ন সমাজে বৈচিত্র্য ও সৃজনশীলতা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্যের পথ সুগম করে।
‘বিশ্ব যুব দক্ষতা দিবস’ উপলক্ষে সেইভ এর পক্ষ থেকে যুব দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে মোট ৩০ জনকে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে, তিন ধাপে কার্যক্রমটি ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। ১৮ থেকে ২৫ বছরের ছেলে-মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। প্রতি ধাপে আবেদনকারীদের মধ্যে থেকে মোট ১০ জনকে প্রাথমিক কম্পিউটার এবং বিভিন্ন দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হবে।
এই উদ্যোগের মাধ্যমে আমরা যুব সমাজকে আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে চাই। এই প্রশিক্ষণ তাদের ভবিষ্যৎ জীবনে সহায়ক হবে এবং তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। সবার অংশগ্রহণ কাম্য।
আবেদন ফরমের লিংক: https://forms.gle/CNC3QMKfk6WeipGB7
09/07/2024
‘বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৪ উপলক্ষে বিনামূল্যে কম্পিউটার এবং দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ’
২০১৪ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ সভায় বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং যুব সম্প্রদায়ের জন্য অধিকতর আর্থ-সামাজিক পরিবেশ নিশ্চিত করার উদ্দেশ্যে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জুলাই মাসের ১৫ তারিখকে ‘বিশ্ব যুব দক্ষতা দিবস’ হিসাবে উদযাপনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এরপর থেকে প্রতিবছর অন্যান্য দেশের মতো বাংলাদেশও দিনটি যথাযথ গুরুত্বের সঙ্গে উদযাপন করে আসছে।
এই দিনের মূল উদ্দেশ্য হল তরুণদের বিভিন্ন দক্ষতা উন্নয়নের প্রতি মনোযোগ আকর্ষণ করা এবং তাদের কর্মক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সুযোগ প্রদান করা। শিক্ষা, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করে এই দিনটি বিশ্বব্যাপী যুবসমাজকে আরও দক্ষ এবং সফল করে তুলতে সহায়তা করে।
বর্তমান যুগে স্কিল ডেভেলপমেন্ট ছাড়া জীবনযাত্রার মান উন্নয়ন করা কঠিন। আগামী বিশ্বের বিপ্লবকে বলা হচ্ছে চতুর্থ শিল্পবিপ্লব। এই রেভোল্যুশনে যারা যত বেশি স্কিলড তারা তত বেশি এগিয়ে থাকবে। প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে প্রতিযোগিতাও দিন দিন বাড়ছে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে স্কিল ডেভেলপমেন্ট করা ছাড়া কোন বিকল্প নেই। নিজে দক্ষ হলে কর্মজীবনে এর ব্যাপক সুবিধা পাওয়া যায়। আর ব্যক্তিগত উন্নয়নও ঘটে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে। যে যত বেশি স্কিল ডেভেলপ করবে, সে কর্মক্ষেত্রে তত এগিয়ে থাকবে।
বর্তমান সময়ে উচ্চ শিক্ষা অর্জনের পরও বেশির ভাগ মানুষ বেকার অবস্থায় জীবনযাপন করে। একাডেমিক পড়াশোনার সাথে ভাল কোন স্কিল না থাকায় অনেকে চাকুরী পাচ্ছে না অথবা চাকুরী পেলেও অল্প বেতনে কাজ করছে। তরুণদের এ কর্মক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণের লক্ষ্য নিয়ে Smart Education Institute of Bangladesh - SEIB ২০২২ সালের ডিসেম্বর থেকে একাডেমিক এবং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা শুরু করে।
এ বছর বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সেইব এর পক্ষ থেকে যুব দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে মোট ৩০ জনকে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে, তিন ধাপে কার্যক্রমটি ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। ১৮ থেকে ২৫ বছরের ছেলে-মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। প্রতি ধাপে আবেদনকারীদের মধ্যে থেকে মোট ১০ জনকে প্রাথমিক কম্পিউটার এবং বিভিন্ন দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হবে।
এই উদ্যোগের মাধ্যমে আমরা যুব সমাজকে আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে চাই। এই প্রশিক্ষণ তাদের ভবিষ্যৎ জীবনে সহায়ক হবে এবং তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। সবার অংশগ্রহণ কাম্য।
প্রথম ধাপের আবেদনের নিয়ম:
এখানে আমরা একটি ছোট গুগল ফর্ম দিয়েছি। ফর্মটি পূরণ করতে হবে। ১৫ই জুলাই ফলাফল ঘোষণা করা হবে। ফলাফল ই-মেইল এবং সেইব এর অফিস থেকে সরাসরি জানা যাবে।
🔹 আবেদন ফর্ম লিংক: https://forms.gle/CNC3QMKfk6WeipGB7
🔹 আবেদনে শেষ: ১৩ ই জুলাই, ২০২৪
🔹 প্রশিক্ষণ শুরু: ১৯ শে জুলাই
🔹 সর্বমোট ক্লাস সংখ্যা: ০৮ টি
🔹 প্রশিক্ষণ সময়: শুক্রবার ও শনিবার (সন্ধ্যা ০৭ টা থেকে রাত ০৮ টা)
🔹 ভেন্যু: Smart Education Institute Of Bangladesh- SEiB
🔹 ম্যাপ লিংক: https://maps.app.goo.gl/zXWNMF5dkbxtU6jT9
সুযোগ সুবিধা:
🔹 সনদ লাভের সুযোগ।
🔹 বিনামূল্যে কোর্স ম্যাটেরিয়ালস ও লজিস্টিক সুবিধা।
🔹 কোর্স শেষে পারফরম্যান্স এর উপর ভিত্তি করে বৃত্তি লাভের সুযোগ।
🔹 প্রফেশনালদের সাথে নেটওয়ার্কিং এর সুযোগ।
🔹 ইন্টার্ণশিপ লাভের সুবিধা।
তো দেরী কিসের!
আজ-ই আবেদন করুন।
#স্মার্টশিক্ষা
05/07/2024
Grand Master Ziaur Rahman passed away from a heart attack while competing in the 12th-round match of the National Chess Championship in Dhaka today.
Ziaur Rahman received the FIDE title of Grandmaster in 2002. He holds the highest FIDE rating ever achieved by a Bangladeshi chess player (2,570 in October 2005).
Ziaur Rahman passed his SSC from Government Laboratory High School. He later graduated from the Sociology Department, at the University of Dhaka. He earned the International Master (IM) title in 1993 and the GM title in 2002. His playing style was solid positional. In 2022, he made history by representing Bangladesh in the 44th Chess Olympiad with his son, Tahsin Tajwar Zia. They were the first father-son duo to be on a national chess team.
His sudden departure during the National Chess Championship has left an irreplaceable void in our hearts. Our deepest condolences to his family and loved ones. May his legacy continue to inspire future generations.
05/07/2024
বর্ষায় যত ফুল ফোটে তার মধ্যে সাদা ফুলের সংখ্যাই বেশি। সাদা ফুলেরা আবার ফোটে রাতে, তার সুগন্ধ বিলিয়ে জানান দেয় যে ওরা এসেছে। রাতে কেন এসব সাদা ফুলেরা ফোটে, সেটাও এক রহস্য! ওদের পরাগায়নের জন্য আকৃষ্ট করতে হয় পতঙ্গদের। রাতে রঙিন ফুলে পতঙ্গদের চোখ পড়ে না, যতটা ওরা দেখতে পায় সাদা ফুলদের। না দেখতে পেলেও ওদের ক্ষতি নেই। ওসব ফুলের সৌরভই পতঙ্গদের কাছে টেনে আনে। আর নিশাচর পতঙ্গেরা সেসব ফুলের পরাগায়ন ঘটায়।
#স্মার্টশিক্ষা
03/07/2024
সফট স্কিল মানুষের এমন কিছু চারিত্রিক ও ব্যক্তিগত বৈশিষ্ট্য, যা অন্যের সঙ্গে ভালোভাবে কাজ করতে বা মিথস্ক্রিয়ার মাধ্যমে মানুষকে কাজ করতে শেখায়। এই দক্ষতাগুলো মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে, আস্থা বাড়াতে এবং দলগতভাবে কাজ করতে দারুণভাবে সাহায্য করে।
পাঠ্যবই পড়ে অনেক সফট স্কিলই তৈরি করা সম্ভব নয়। সফট স্কিল বৃদ্ধি করতে চাইলে আগে জানতে হবে সফট স্কিল কী। তারপর সচেতনভাবে চর্চা করতে থাকলে সহজাতভাবেই নিজের সফট স্কিলগুলো বৃদ্ধি পাবে। ক্যারিয়ারে উল্লেখযোগ্য উন্নতি করতে চাইলে বেশ কিছু সফট স্কিল অবশ্যই থাকতে হয়। নিয়োগকারীরা কর্মী নিয়োগের সময় একজন চাকরিপ্রত্যাশীর কাছ থেকে আশা করেন—এমন ৬টি প্রধান সফট স্কিল নিচে উপস্থাপন করা হলো:
১. যোগাযোগ
যোগাযোগ দক্ষতা প্রতিটি কাজের জন্যই গুরুত্বপূর্ণ। আপনি চাকরিই করেন বা উদ্যোক্তাই হোন, আপনাকে গ্রাহক, ক্রেতা, বিক্রেতা, অন্য প্রতিষ্ঠানের লোকজন, সহকর্মী, নিয়োগকর্তাসহ আরও অনেকের সঙ্গেই যোগাযোগের প্রয়োজন হয়। মৌখিক ও লিখিত—দুই ধরনের যোগাযোগেই ভালো হতে হবে। এখন ই–মেইল ও এসএমএসের মাধ্যমেও অনেক লিখিত যোগাযোগ করতে হয়।
মনে রাখতে হবে ভালো যোগাযোগ রক্ষার্থে আপনাকে অবশ্যই একজন ভালো শ্রোতাও হতে হবে। গ্রাহকসেবা প্রদানের ক্ষেত্রে তা বিশেষভাবে কাজে লাগে। প্রত্যেক নিয়োগকারীই চান তাঁর প্রতিষ্ঠানে এমন কর্মী নিয়োগ দিতে, যাঁরা সবার সঙ্গে ভালো যোগাযোগ রক্ষা করতে পারবেন। আপনি যে উদেশ্যে যোগাযোগ করছেন, তা পূরণ হলেই বলা যাবে আপনার যোগাযোগ ক্ষমতা ভালো।
২. দলগত কাজ
দলগত কাজের মাধ্যমে একটি দলের প্রত্যেক সদস্যের সর্বোচ্চ প্রচেষ্টা নিশ্চিত করে সম্মিলিতভাবে ভালো ফল নিশ্চিত করা সম্ভব। দলে কোনো দুর্বল সদস্য থাকলেও দলগতভাবে কাজ করে তাঁদের কাজ শিখিয়ে নেওয়া যায় এবং তাঁদের সেরা কাজটি বের করে নেওয়া যায়। কাজের সঠিক বণ্টন নিশ্চিত করতে পারলে দলের সবাই উৎসাহ নিয়ে কাজ করেন। তাই প্রতিষ্ঠানের উন্নতির লক্ষ্যে দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে।
৩. নেতৃত্বদানের ক্ষমতা
কর্মজীবনের প্রথম দিন থেকেই আপনি পুরো দলের বা প্রতিষ্ঠানের নেতৃত্ব দেবেন, তা আশা না করা হলেও নিয়োগকারীরা অবশ্যই যাচাই করতে চান যে আপনি ভবিষ্যতে নেতৃত্ব দান করতে পারবেন কি না। যদি আপনি নেতৃত্বদানের ক্ষমতা তৈরি করতে না পারেন, তাহলে আপনি কোনো দল চালাতে পারবেন না। সে ক্ষেত্রে আপনাকে প্রতিষ্ঠানের উঁচু পদে বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রাখা হবে না। তাই কর্মক্ষেত্রে উন্নতি করতে চাইলে নেতৃত্বদানের ক্ষমতা তৈরি করুন।
৪. সমস্যা সমাধানের ক্ষমতা ও সৃজনশীলতা
আপনার প্রতিষ্ঠানে কোনো সমস্যা বা সংকট তৈরি হলে শুধু সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে সঙ্গে সম্ভাব্য কিছু সমাধানের কথাও জানান। এতে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে বহুগুণ। তাই নিজের জ্ঞান বাড়াতে হবে, ভাবতে হবে, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলতে হবে ও সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করতে হবে। আর আপনার কাজের মধ্যে সৃজনশীলতা না থাকলে শুধু গতানুগতিক কাজের মাধ্যমে আপনি অন্য সবার থেকে নিজেকে শ্রেষ্ঠভাবে উপস্থাপন করতে পারবেন না।
৫. চাপের মধ্যে কাজ করার ক্ষমতা ও সময় ব্যবস্থাপনা
আপনি যে প্রতিষ্ঠানেই কাজ করুন না কেন, আপনার কাজের চাপ থাকবেই। এটাই বাস্তবতা। আর নিয়োগ বিজ্ঞপ্তিতেও এই দক্ষতাগুলো চাওয়া হয়। আপনাকে একসঙ্গে একাধিক কাজ করতে হবে এবং প্রতিটি কাজ নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে হবে। যদি আপনি সব কাজ সামাল দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে না পারেন, তাহলে আপনার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। সে ক্ষেত্রে উন্নতি তো দূরের কথা, চাকরিতে টিকে থাকাই কঠিন হয়ে পড়বে। তাই ভাবতে হবে, আপনি এখন যে কাজটি যত সময় নিয়ে করছেন, তা আরও কম সময়ে দক্ষতার সঙ্গে কীভাবে করা যায়। প্রয়োজনে অন্যের পরামর্শ নিন। একসঙ্গে একাধিক কাজ আসলে কোনো কাজটি আগে করবেন, তা ঊর্ধ্বতনের কাছে জেনে নিন। কাজের অগ্রাধিকার বুঝতে শিখুন।
৬. খাপ খাওয়ানোর ক্ষমতা ও ইতিবাচক মনোভাব
ক্যারিয়ারে উন্নতি করতে চাইলে আপনাকে যে ধরনের প্রতিষ্ঠানেই কাজ করতে দেওয়া হোক না কেন, যে কাজের দায়িত্বই দেওয়া হোক না কেন বা যে কর্মপরিবেশেই কাজ করতে দেওয়া হোক না কেন, তার সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হবে। নতুনকে স্বাগত জানাতে হবে।
পৃথিবী দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই টিকে থাকতে হলে এই পরিবর্তনের সঙ্গে নিজেকেও পরিবর্তিত ও উন্নত করতে হবে। চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় নিজেকে প্রস্তুত রাখতে হবে। সবার সঙ্গে সহযোগিতাপূর্ণ ও ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে হবে।
সততা ও নৈতিকতা বজায় না রাখলে আপনি কারও আস্থা অর্জন করতে পারবেন না। আর আস্থা অর্জন ছাড়া উন্নতি অসম্ভব।
01/07/2024
মাধ্যমিক স্কুলগুলোয় মোট গণিত শিক্ষকের সংখ্যা ৬৪ হাজার ১৪৭। তাদের মধ্যে গণিতে স্নাতক (অনার্স) ডিগ্রিধারী শিক্ষকের সংখ্যা ৩ হাজার ৮৩৬, যা মোট শিক্ষকের ৫ দশমিক ৯৮ শতাংশ। স্নাতকোত্তর ডিগ্রিধারী আছেন ৪ হাজার ৬৪৩ জন, যা মোট শিক্ষকের ৭ দশমিক ২৪ শতাংশ। সে অনুযায়ী গণিতের শিক্ষকদের মধ্যে বিষয়টিতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী আছেন মাত্র ১৩ দশমিক ২২ শতাংশ। অর্থাৎ গণিতে স্নাতক বা স্নাতকোত্তর ছাড়াই শিক্ষার্থীদের বিষয়টি শেখাচ্ছেন ৮৬ দশমিক ৭৮ শতাংশ শিক্ষক।
-বণিক বার্তা