নার্সিং এ উচ্চশিক্ষা অর্জনে বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে গেলো। নতুন করে আরো ৬০ টি আসনে ২ বছর মেয়াদি MSc কোর্স চালু করার অনুমোদন দেওয়া হয়েছে ঢাকা নার্সিং কলেজকে।
PULSE For Nurses
Job Coaching, Admission Care & Professional Consultation Service for Nurse's.
Operating as usual
মানুষের দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি?
ক যকৃত খ, চোখ
গ,ত্বক . ঘ, ব্রেইন
বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নূন্যতম বয়স-
ⓐ ৩০ বছর ⓑ ৩৫ বছর
ⓒ ২৫ বছর ⓓ ৪০ বছর
প্রতিবার ই নার্সিং এ পরীক্ষা দেয় প্রায় ১ লক্ষ + পরীক্ষার্থী। চান্স পাবে মাত্র ৬৬৫৫(বিএসসি+ ডিপ্লোমা +মিডওফারি)
এই ৬৬৫৫ পরীক্ষার্থী এই হবে ইউনিক ও তাদের প্রিপারেশন ও হবে ইউনিক। তুমি ১ লক্ষ পরীক্ষার্থীর মতো same একটা ভর্তি গাইড পড়ে কিভাবে আশা করো ৬৬৫৫ জনের মধ্যে থাকার?
তাই সময় থাকতে নিজেকে প্রস্তুত করো, ইউনিক ভাবেই প্রস্তুতি নিতে হবে ৬৬৫৫ এ থাকার মত লড়াই করতে হবে!
একটা গাইড পড়ে প্রিপারেশন নিলে একটু ভালো শিক্ষার্থী না হলে ৪০ পেতেই অবস্থা খারাপ হয়ে যায়। মনে রাখবা যতজন পরীক্ষা দিবে তার ৩৫-৪০% ফেইল করবে। সো তোমাকে পারতে হবে। সেই ভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। ইনশাআল্লাহ তুমি পারবে, সফলতা তোমার আসবেই।
🔺 সবার চেয়ে আলাদা প্রিপারেশন নিতে চাইলে আজ ই জয়েন হতে পারো আমাদের এক্সাম ব্যাচ এ।
যারা ভর্তি হতে চাও তারা পেইজ এ নক করো।
বাংলা ব্যাকরণ
#বাগধারা
সাদিয়ার সাথে আমার "আদা কাচকলা" সম্পর্ক। এখানে "আদা কাচকলা" বাগধারাটির অর্থ কী?
পৃথিবীর দিবা রাত্রি সমান হয় কোন তারিখ ?
ক) ১৯শে মার্চ
খ) ২১শে মার্চ
গ) ২১শে জুন
ঘ) ২১শে জুলাই
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের 'Pulse For Nurses'পরিবারের পক্ষ থেকে জানাই প্রীতি ও শুভেচ্ছা।
তাপে কোন ভিটামিন নষ্ট হয়?
১: ভিটামিন এ
২: ভিটামিন সি
৩: ভিটামিন ডি
৪: ভিটামিন বি
ইনসুলিন নিঃসরণকারী গ্ৰন্থির নাম হলো
ক ) যকৃত
খ ) ফুসফুস
গ ) প্লীহা
ঘ ) আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স
These instructions are written in the doctor's prescription
■ Rx = Treatment
■ Hx = History
■ h/o = history of
■ Dx = Diagnosis
■ C/c = chief complaint PULSE For Nurses🥰
■ gtt., gtt = drop(s)
■ h., h = hour
■ qd = Every day
■ qod = Every other day
■ qh = Every Hour
■ SOS = If needed
■ AC = Before Meals
■ PC = After meals
■ BID, BD = Twice a Day
■ B.d.s, bds, BDS = 2 times a day
■ TDS, t.d.s, tds = 3 times a day
■ TID, t.i.d = Thrice a Day
■ QID = Four times a day PULSE For Nurses
■ OD = Once a Day
■ BT = Bed Time PULSE For Nurses
■ BBF = Before Breakfast
■ BD = Before Dinner
■ Tw = Twice a week
■ SQ = sub cutaneous
■ IM = Intramuscular PULSE For Nurses
■ ID = Intradermal
■ IV = Intravenous
নিচের কোনটি কাজী নজরুল ইসলামের লেখা
ক. বনফুল খ.গীতাঞ্জলি
গ. বিদ্রোহী ঘ. ওরা ১১ জন
নিচের কোনটি রক্ত সংবহন তন্ত্রের অংশ নয়?
a.রক্ত b.রক্তবাহিকা
c.হার্ট d. যকৃত
প্রিয় নাসিং ভর্তিচ্ছু শিক্ষার্থীরা, এখন থেকে নিয়মিত অনলাইনে পরীক্ষা নেওয়া গেলে কেমন হয়?
দেহের ওজনের কতটুকু রক্ত মানবদেহে পাওয়া যায়।
a.10% b.7%
c.9% d.8%
PULSE For Nurses
💚💚Some medical term,commonly used in prescription.❤️🔥❤️🔥❤️🔥
যাদের স্বপ্ন ডাক্তার বা নার্স হওয়া, তাদের অবশ্য জানা ফরজের মতোই
■ Abd = Abdomen = তলপেট।
■ CBC = Complete blood count = একধরনের রক্তের পরীক্ষা। ( মূলত রক্তের Red blood cells, White blood cells, Platelets, Haemoglobin, Hematocrit (PCV), Mean corpuscular volume (MCV) পরীক্ষা করা হয়)।
■ BT = Bleeding time = রক্তপাতের সময়।
■ CT = Clotting time = রক্তজমাটের সময়।
■ LAP = Lower Abdominal pain = তলপেটে ব্যথা।
■ LBP = Low Back Pain = মাজাব্যথা।
■ HTN = Hypertension = উচ্চরক্তচাপ।
■ PUO = Pyrexia of Unknown Origin = যে জ্বরের কারন নির্নয় করা যায় না।
■ CXR = X-ray chest (PA view) = বুকের এক্স-রে।
■ RA = Rheumatoid Arthritis = বাতজনিত সন্ধিপ্ৰদাহ। PULSE For Nurses
■ OA = Osteoarthritis = অস্থি এবং অস্থিসন্ধিমূলক প্রদাহ।
■ MI = Myocardial Infarction = হৃৎপিন্ডের আক্রমণ।
■ DUB = Dysfunctional Uterine Bleeding = জরায়ু থেকে একাধিকবার, দীর্ঘস্থায়ী, অনিয়মিত রক্তক্ষরন।
■ DM = Diabetes Mellitus = রক্তে গ্লুকোজের মাত্রার অপর্যাপ্ত নিয়ন্ত্রণ।
■ NIDDM = Non-Insulin Dependent Diabetes Mellitus = ইনসুলিন অনির্ভর ডায়াবেটিস মেলিটাস।
■ IDDM = Insulin Dependent Diabetes Mellitus = ইনসুলিন নির্ভর ডায়াবেটিস মেলিটাস।
■ CKD = Chronic Kidney Disease = দীর্ঘস্থায়ী কিডনি রোগ
■ LVeF = Left Ventricle Failure = বাম নিলয়ের কার্যকারীতার অভাব।
■ COPD = Chronic Obstructive Pulmonary Disease = ফুসফুসের দীর্ঘস্থায়ী প্রকৃতির প্রতিবন্ধকতামূলক রোগ।
■ RTI = Respiratory Tract Infection = শ্বাসতন্ত্রে সংক্রামসজনিত প্রদাহ।
■ RTA = Road Traffic Accident = সড়ক দূর্ঘটনা।
■ UTI = Urinary Tract Infection = মূত্রনালীর সংক্রামনজনিত রোগ।
■ GBS = Guillain-Barre Syndrome = গুলিয়েন-বেরী সিনড্রোম, একধরনের স্নায়ু রোগ।
■ IBS = Irritable Bowel Syndrome= অন্ধ্রের বিশেষ ধরনের এক রোগ।
■ IBD = Irritable Bowel Disease / Inflammatory Bowel Disease = অন্ত্রের বিশেষ ধরনের এক রোগ।
■ DU = Duodenal Ulcer = ডুওডেনামের ক্ষত
■ GU = Gastric Ulcer = পাকস্থলীর ক্ষত।
■ GU = Ge***al Ulcer = জননাঙ্গের ক্ষত।
■ ARI = Acute Respiratory Infection = সদ্য
শ্বাসতন্ত্রের প্রদাহ।
■ VD = Venereal Disease = যৌনরোগ।
■ VD = Village Doctor = পল্লী চিকিৎসক।
■ STD = Sexually Transmitted Disease = যৌন সংক্রামক রোগ।
■ NS = Nephrotic Syndrome = কিডনী সংক্রান্ত রোগ।
■ ALL = Acute Lymphocytic Leukemia = রক্ত এবং অস্থি মজ্জার ক্যান্সার।
■ AML = Acute Myelogenous Leukemia = অস্থি মজ্জা প্রচুর পরিমাণে অস্বাভাবিক রক্তকণিকা তৈরি করে। for nurses
■ CML = Chronic Myeloid Leukemia = এক ধরনের রক্তরোগ বিশেষ।
■ AAA = Abdominal Aortic Aneurysm = পেটে অবস্থিত মহাধমনী বেলুনের মতো ফুলে যাওয়া।
■ TAA = Thoracic Aortic Aneurysm = বক্ষ গহ্বরে অবস্থিত মহাধমনী বেলুনের মতো ফুলে যাওয়া।
■ PUO = Pyrexia of Unknown Origin = যে জ্বরের কারন নিয়য় করা যায় না।
■ GERD = Gastro-esophageal Reflex Disease = পাকস্থলী থেকে অন্ননালীর দিকে খাদ্যকনার রিফ্লেক্স জনিত উপসর্গ।PULSE For Nurses
■ NSAID = Non-Steroidal Anti Inflammatory Drugs = এ্যালোপ্যাথিতে ব্যবহৃত বেদনানাশক ঔষধ।
■ IHD = Ischemic Heart Disease = হৃৎপিন্ডে "ইস্কেমিয়া জনিত রোগ।
■ A N = Anxiety Neurosis = একধরনের মানসিক রোগের অকারনে উদ্বিঘ্নতা।
■ IBD = Irritable Bowel Disease / Inflammatory Bowel Disease.= অস্ত্রের বিশেষ ধরনের এক রোগ।
■ DU = Duodenal Ulcer = ডুওডেনামের ক্ষত।
■ GU = Gastric Ulcer.= পাকস্থলীর ক্ষত।
■ GU Ge***al Ulcer = জননাঙ্গের ক্ষত।
■ ARI = Acute Respiratory Infection = শ্বাসতন্ত্রের প্রদাহ।
■ VD = Venereal Disease যৌনরোগ।
■ ALL = Acute Lymphocytic Leukemia = রক্ত এবং অস্থি মজ্জার ক্যান্সার।
■ GERD = Gastro-esophageal Reflex Disease = পাকস্থলী থেকে অন্ননালীর দিকে খাদ্যকনার রিফ্লেক্স জনিত রোগ।
■ GIT = Gastrointestinal Tract = পরিপাক নালী।
■ HTN = Hypertension = উচ্চরক্তচাপ।
■ VD = Village Doctor = পল্লী চিকিৎসক।
■ STD = Sexually Transmitted Disease যৌন সংক্রামক রোগ।
■ NS = Nephrotic Syndrome = কিডনী সংক্রান্ত রোগ।PULSE For Nurses
■ CML = Chronic Myeloid Leukemia = এক ধরনের রক্তরোগ বিশেষ।
■ AAA = Abdominal Aortic Aneurysm = পেটে অবস্থিত মহাধমনী বেলুনের মতো ফুলে যাওয়া।
■ TAA = Thoracic Aortic Aneurysm = বক্ষ গহ্বরে অবস্থিত মহাধমনী বেলুনের মতো ফুলে যাওয়া।
■ MR = Menstruation Regulation = ঋতুস্রাব নিয়মিতকরনের জন্য ছোট একধরনের সার্জারী। সাধারনত: ভ্রুন নষ্ট করার পদ্ধতি।
■ D & C = Dilatation & Curettage = একধরনের স্ত্রী প্রজননতন্ত্রের সার্জারী। এতে জরায়ু মুখ সম্প্রোসারিত হয়।
■ VSD = Ventricular Septal Defect. হৃৎপিন্ডের ব্যবধায়ক পেশীর ত্রুটি।
■ DNS = Deviation Nasal Septum = নাকের
মাঝখানের নরম অস্তি বাঁকা।PULSE For Nurses
These instructions are written in the doctor's prescription
■ Rx = Treatment
■ Hx = History
■ h/o = history of
■ Dx = Diagnosis
■ C/c = chief complaint
■ gtt., gtt = drop(s)
■ h., h = hour
■ qd = Every day
■ qod = Every other day
■ qh = Every Hour
■ SOS = If needed
■ AC = Before Meals
■ PC = After meals
■ BID, BD = Twice a Day
■ B.d.s, bds, BDS = 2 times a day
■ TDS, t.d.s, tds = 3 times a day
■ TID, t.i.d = Thrice a Day
■ QID = Four times a day
■ OD = Once a Day
■ BT = Bed Time PULSE For Nurses
■ BBF = Before Breakfast
■ BD = Before Dinner
■ Tw = Twice a week
■ SQ = sub cutaneous
■ IM = Intramuscular
■ ID = Intradermal
■ IV = Intravenous
1.মানুষের রক্তের PH কত?
a.6.5 b.7.0
c.7.4 d.7.8
মানুষের দেহকোষে সেক্স-ক্রোমোজমের সংখ্যা-
Ⓐ ৪৪টি Ⓑ ৪২ টি
Ⓒ ৪৬ টি Ⓓ ২ টি
Invite your friends, for more information ☝️
ব্রেকিংঃ
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময় অন্তত একমাস এগিয়ে ফেব্রুয়ারিতে আনার পরিকল্পনা করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।এ নিয়ে আলোচনা সভা আগামী বৃহস্পতিবার।
নার্সিং ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন-উত্তরঃ
১. এসএসসি পাশ করে নার্সিং পড়া যায়?? নার্সিং পড়ার যোগ্যতা কি??
উত্তরঃ না, নার্সিং এ পড়তে গেলে আপনাকে অবশ্যই এইচএসসি পরীক্ষায় পাশ করতে হবে।
২. মানবিক বা বানিজ্য বিভাগ থেকে কি নার্সিং এ পরীক্ষা দেওয়া যায়???পালস নার্সিং ভর্তি কোচিং
উত্তরঃ হ্যা পারবেন, তবে বিএসসি পড়তে সাইন্স ব্যাকগ্রাউন্ড লাগবে।ডিপ্লোমা বা মিডওয়াইফারি পড়তে মানবিক বা বানিজ্য বিভাগ থেকে পাশ করলেও হবে।
👉 বিএসসি নার্সিং এর আবেদনের যোগ্যতা:(SSC=কমপক্ষে 3.00,HSC=কমপক্ষে 3.00 GPA সহ মোট 7.00 থাকতে হবে।)
👉ডিপ্লোমা ইন নার্সিং/ মিডওয়াইফারি এর আবেদনের যোগ্যতা: SSC=কমপক্ষে 2.50 HSC=কমপক্ষে 2.50 সহ মোট 6.00 থাকতে হবে।) পালস নার্সিং ভর্তি কোচিং
৩. নার্সিং এ কি সেকেন্ড টাইম আছে??
উত্তরঃ হ্যা, নার্সিং ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম আছে।
৪. ছেলেরা কি নার্সিং কোর্স করতে পারে??
উত্তরঃ হ্যা, ছেলেরা বিএসসি ইন নার্সিং এবং ডিপ্লোমা কোর্স করতে পারবে। সকল নার্সিং কলেজ / ইন্সটিটিউট ১০% আসন ছেলেদের জন্য।
মিডওয়াইফারী তে শুধু মাত্র ফিমেল ক্যান্ডিডেট।
৫. কোন কোর্সটি সবচেয়ে বেস্ট হবে??
উত্তরঃ আপনি যদি সাইন্সের স্টুডেন্ট হোন তাহলে ৪ বছর মেয়াদী অর্নাস সমমানের বিএসসি ইন নার্সিং করতে পারেন।
আর মানবিক কিংবা ব্যবসায়-শিক্ষা এর শিক্ষার্থীদের জন্য ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারী এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারী বেস্ট হবে। দুটি কোর্স সম্পন্ন করার পর পোস্ট গ্রাজুয়েশন করার সুযোগ পাবেন। পালস নার্সিং ভর্তি কোচিং
৬. নার্সিং করার পর কি চাকুরীর সুযোগ কেমন ??
উত্তরঃ সব প্রফেশনের মত প পরীক্ষার মাধ্যমে নার্সিং এ সরকারী চাকুরী পাওয়া যায়। যেহেতু নার্সিং এখন ২য় শ্রেনির মর্যাদার একটি পদ, এ কারনে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (BPSC) প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে নন ক্যাডারে নিয়োগ দেয়। এছাড়া বেসরকারি কলেজ,হাসপাতাল, এনজিওতে ভালো বেতনে চাকরির সুযোগ রয়েছে।
৭. নার্সিং এ প্রমোশন আছে??
উত্তরঃ অন্যান্য প্রফেশনের মত নার্সিং এও প্রমোশন আছে। এন্ট্রি পদ সিনিয়র স্টাফ নার্স এ প্রবেশের পর আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে ১ম শ্রেণির পদে প্রমোশন হয়ে থাকে।
৮. নার্সিং এ ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং ইন্টার্নশীপ...
উত্তরঃ ১ম বর্ষ থেকেই নার্সিং স্টুডেন্ট কে ক্লিনিক্যাল প্রাকটিশ এ অংশ গ্রহন করতে হয়।
প্রতিটি কোর্স সম্পন্ন করার পর ৬ মাসের ইন্টার্নশিপ রয়েছে । এসময় ইন্টার্ন নার্সগণ নিদিষ্ট সম্মানী পেয়ে থাকেন। আর কোর্স চলাকালীন সময়ে প্রতিমাসে সম্মানী পেয়ে থাকেন। পালস নার্সিং ভর্তি কোচিং
৯. নার্সিং শিক্ষা কি ইংলিশ মিডিয়াম???
উত্তরঃ হ্যা, । সুতরাং নার্সিং প্রফেশন ইংরেজিতে আপনাকে দক্ষ হতে সাহায্য করবে। যা পরবর্তীতে আপনাকে ভালো অবস্থানে যেতে সহযোগিতা করবে।
১০. মাদ্রাসা/ কারিগরি/ বিএম / ও লেভেল এর শিক্ষার্থীরা কি নার্সিং এ পরীক্ষা দিতে পারবে??
ক্যারিয়ার নির্বাচনে সাবধান..... নার্সিং এর মত কর্মমুখী শিক্ষা নিন, ভবিষ্যৎ জীবন বদলে দিন।
ধন্যবাদ
পালস নার্সিং ভর্তি কোচিং
Sold Out 🟥
১. PULSE Post Basic B. Sc Nursing Admission Guide & Model Test বইটির ১ম সংস্করণ শেষ হয়ে গেছে। মার্কেটে বইটির কোন কপি না থাকার দরুন আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত এবং আশাতীত সাড়া পাওয়ায় আমরা আনন্দিত ও উচ্ছসিত 😊
আশা করছি খুব দ্রুতই দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হবে, এ বিষয়ে আপনাদের ধৈর্য, সহযোগিতা ও আন্তরিকতার জন্য আমরা অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি
Available ✅
২. এমএসসি ইন নার্সিং (MSN) ভর্তি প্রস্তুতির জন্য আপনাদের অন্যতম পছন্দের "PULSE MSN Admission Guide & Model Test" বইটির তৃতীয় সংস্করণ (February, 2023) ঢাকাসহ সারাদেশে পাওয়া যাচ্ছে 😊
সুন্দর ও সাবলীল ভর্তি প্রস্তুতির জন্য
📘Volume I: Basic Subjects &
📗Volume II: Specialty Subjects হিসেবে মোট দুই খন্ডে, Short Note & MCQ এর সমন্বয়ে বইটি সাজানো হয়েছে।
* PULSE MSN Admission Guide & Model Test
* 3rd Edition (February 2023), Volume I & II
* Publisher: Meghla Medical Book Centre
যোগাযোগঃ
মেঘলা মেডিকেল বুক সেন্টার
দোকান নং: ৮৬, ইসলামিয়া মার্কেট, নীলখেত, ঢাকা।
মোবাইল: 01833700087, 01752773299
(কুরিয়ার করা হয়- সারাদেশে)
★★ Nursing Course সম্পন্ন করার পর চাকরির কিছু ক্ষেত্র :
১. BPSC এর অধীনে general BCS এর মাধ্যমে পররাষ্ট্র , প্রশাসন , পুলিশ ট্যাক্স ইত্যাদি সহ আরও গুরুত্বপূর্ণ পদে চাকরির সুযোগ রয়েছে ।
২. বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় , বেসরকারি বিশ্ববিদ্যালয় , বেসরকারি নার্সিং কলেজ ও ইনস্টিটিউট সমূহে শিক্ষকতার সুযোগ রয়েছে।
৩. নার্সিং পড়া শেষ করেই BPSC এর মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করেও উত্তীর্ণ হয়ে সরাসরি নার্সিং কর্মকর্তা হিসেবে বিভিন্ন সরকারি হাসপাতাল এ যোগদান করার সুযোগ রয়েছে।
৪. সরকারি হাসপাতালে নার্সিং কর্মকর্তাগন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ৫ বছর পর দেশের বিভিন্ন নার্সিং কলেজ বা ইনস্টিটিউট এ শিক্ষকতা করার সুযোগ পেয়ে থাকেন ।
৫. WHO, UNICEF, UNFPA, ICDDRB, MSF, IOM, ACP, BRAC, RED, C RESCENT , সহ বড় বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠানে নার্সিং কর্মকর্তা , নার্স গবেষক , নার্স কনসালটেন্ট হিসেবে কাজ করার সুযোগ রয়েছে।
৬. বাংলাদেশ ব্যাংক এ নার্সিং কর্মকর্তা হিসেবে কাজ করার সুযোগ রয়েছে।
৭. বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীতে নার্সিং কর্মকর্তা হিসেবে কাজ করার সুযোগ রয়েছে।
৮. দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে মেডিকেল সেন্টার এ নার্সিং কর্মকর্তা হিসেবে কাজ করার সুযোগ রয়েছে ।
৯ . সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নার্সিং এ পড়ে বিভিন্ন ব্যাংকের জেনারেল ম্যানেজার , সিনিয়র অফিসার , অফিসার ( জেনারেল) , অফিসার ( ক্যাশ) , অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার , অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করার সুযোগ রয়েছে ।
১০. বাংলাদেশ পুলিশ বাহীনিতে সাব- ইন্সপেক্টর হিসেবে কাজ করার সুযোগ রয়েছে ।
১১. দুর্নীতি দমন কমিশনে পরিচালক বা বিভিন্ন চাকরির সুযোগ রয়েছে ।
১২. স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জন প্রশাসন মন্ত্রণালয়ে নার্সিং কর্মকর্তা হিসেবে কর্মের সুযোগ রয়েছে ।
১৩. দেশের স্বনামধন্য বড় হাসপাতাল গুলোতে নার্সিং কর্মকর্তা , নার্স ম্যানেজার , নার্সিং সুপারভাইজার , নার্সিং সুপারিন্টেনডেন্ট হিসেবে কাজের সুযোগ রয়েছে ।
PULSE For Nurses
১৪ . বিদেশে বিভিন্ন বড় বড় হাসপাতালে নার্সিং কর্মকর্তা হিসেবে কাজের সুযোগ রয়েছে । যেমন : কানাডা , অস্ট্রেলিয়া , যুক্তরাজ্য , যুক্তরাষ্ট্র , মালয়েশিয়া , সৌদি আরব।, দুবাই , লিবিয়া , ইত্যাদি ।
একজন নার্স বিভিন্ন বিশেষায়িত ক্ষেত্রে কাজ করার সুযোগ পায় এবং তাদের সেই নাম এ অভিহিত করা হয়। যেমন :
- OIU Nurse
-OT Nurse
-Cardiac care Nurse
-Emergency Nurse
-Psychiatric Nurse
-Paediatric Nurse
-Geriatric Nurse
-Dialysis Nurse
-Scrub Nurse
Orthopaedic Nurse
ধন্যবাদ PULSE For Nurses
গত২৬/৫/২০২৩ ইংতারিখে অনুষ্ঠিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি,
বিএসসি নার্সি,
ডিপ্লোমা ইন মিডওয়াইফারি।
ভর্তি পরীক্ষা র ফলাফল প্রকাশিত হয়েছে । http://www.bnmc.gov.bd/sites/default/files/files/bnmc.portal.gov.bd/notices/f2fd6585_0e98_45fb_b290_cf7914a8cb36/2023-05-27-19-11-e4baa4d77fe00c3c08ecd2d27858598f.pdf?fbclid=IwAR2SbhVkj_n4srTQtPT8jl-0R9T_eue7Ttkh2ayPjG6X5T-rE1_Htu-yUbo
রাত পোহালেই নার্সিং এর ভর্তি পরীক্ষা।
সর্বশেষ সাজেশন দেওয়া হলো ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের জন্য।
"সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল"
https://drive.google.com/file/d/1-0F1u55ZimRqeJtR01mFWg3JiQgSW_XW/view?usp=drivesdk
ঢাকাসহ সারাদেশে বইটি পাওয়া যাচ্ছে 😊
যোগাযোগঃ
মেঘলা মেডিকেল বুক সেন্টার
দোকান নং: ৮৬, ইসলামিয়া মার্কেট, নীলখেত, ঢাকা-১২০৫
মোবাইল: 01833700087, 01752773299
(কুরিয়ার করা হয়- সারাদেশে)
সুখবর!!
এমএসসি ইন নার্সিং (MSN) ভর্তি প্রস্তুতির জন্য পালস ফর নার্সেস (PULSE For Nurses) নিয়ে এসেছে আপনাদের অন্যতম পছন্দের "PULSE MSN Admission Guide & Model Test" বইটির তৃতীয় সংস্করণ (February, 2023)।ঢাকাসহ সারাদেশে বইটি পাওয়া যাচ্ছে 😊
সুন্দর ও সাবলীল প্রস্তুতির জন্য
📘Volume I: Basic Subjects &
📗Volume II: Specialty Subjects
হিসেবে মোট দুই খন্ডে Short Note & MCQ এর সমন্বয়ে বইটি সাজানো হয়েছে।
* PULSE MSN Admission Guide & Model Test
* 3rd Edition (February 2023)
* Volume I & II
* Publisher: Meghla Medical Book Center
যোগাযোগঃ
মেঘলা মেডিকেল বুক সেন্টার
দোকান নং: ৮৬, ইসলামিয়া মার্কেট, নীলখেত, ঢাকা-১২০৫
মোবাইল: 01833700087, 01752773299
(কুরিয়ার করা হয়- সারাদেশে)
নার্সিং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী ১৮মে ২০২৩, সকাল ১০টা থেকে ডাউনলোড করা যাবে।
Admission Notice for Master of Science in Nursing (MSN) Program July 2023.
এভাবে কি কোনদিন ভেবে দেখেছেন???
NEGATIVE এ ৮টি অক্ষর,
POSITIVE এও তাই!
FAILURE এ ৭টি অক্ষর,
SUCCESS এও তাই!
MASJID এ ৬টি অক্ষর ,
TEMPLE ও CHURCH এও তাই !
QURAN তে ৫টি অক্ষর,
GEETA ও BIBLE এও তাই !
RIGHT এ ৫টি অক্ষর,
WRONG এও তাই!
BELOW তে ৫টি অক্ষর,
ABOVE এও তাই!
ANGER এ ৫টি অক্ষর,
HAPPY তেও তাই!
LIFE এ ৪টি অক্ষর আছে,
DEAD এও তাই!
HATE এ ৪টি অক্ষর আছে,
LOVE এও তাই!
RICH এ ৪টি অক্ষর ,
POOR এও তাই!
FAIL এ ৪টি অক্ষর ,
PASS এও তাই!
CRY এ ৩টি অক্ষর,
JOY তেও তাই!
বিপরীত শব্দে এত মিল!
তবে
মানুষ মানুষের মধ্যে এতো প্রভেদ
কেনো ?
(সংগৃহীত)
নার্সিং ভর্তি পরিক্ষার তারিখ পরিবর্তন বিষয়ক নিউজ:
১৯ মে "বিসিএস পরীক্ষার" কারণে নার্সিং ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করে "২৬ মে" তারিখ করা হয়েছে।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Dania, Sanirakhra, Jatrabari
Dhaka
1211
Opening Hours
Monday | 09:00 - 17:00 |
Tuesday | 09:00 - 17:00 |
Wednesday | 09:00 - 17:00 |
Thursday | 15:00 - 17:00 |
Friday | 15:00 - 17:00 |
Saturday | 15:00 - 17:00 |
Sunday | 09:00 - 17:00 |
Dhaka, 1217
I am working as an Associate Professor of Marketing at the University of Dhaka, Bangladesh. Besides that I am an edupreneur, multipotentialite and work as a digital transformationist.
7A, 89/2, Haque Chamber West Panthapath ( Beside Shomorita Hospital )
Dhaka, 1215
শিখার জন্য শিক্ষা চাই
Sector-6, Uttara Model Town
Dhaka, 1230
RAJUK Uttara Model College(RUMC) is a co-educational Bangladeshi High school(Grade VI-XII) situated in Uttara, Dhaka about a Kilometre north from Shahjalal International Airport.
Dhaka, 1212
The idea of establishing a private university to provide quality education at an affordable cost in
College Campus (Science Faculty) 44 Gareeb-e-Newaz Avenue & Plot# 43, Road # 01 Sector # 11
Dhaka, 1230
Central Office: 48/1, South Mugdapara
Dhaka, 1214
অনুসন্ধিৎসু চক্র (Science Seekers Group)
Chiriakhana Road, Rainkhola, Mirpur, Dahaka-1216
Dhaka, 880
Dhaka Commerce College (Bengali: ঢাকা কমার্স কলেজ) is a graduate college in Mirpur, Dhaka city, Bangladesh. Established in 1989, this was the first college
64 Ga, Gha, Umo West Tejturi Bazar, 2nd Floor (Opposite Of Jahanara Garden) Green Road, Farmgate
Dhaka, 1205
Siraj Academy was established in 1989, the first defense coaching center in the country.
BAF Base Bashar, Tejgaon
Dhaka, 1206
A non official forum page of the Shaheens, Present & Ex. Share your thoughts, reach each other !
78, Green Road (3rd Floor), Farmgate
Dhaka, 1205
Welcome to the official page of Udvash Academic & Admission Care