EuroZone Education

EuroZone Education

Share

EuroZone Education is your trusted partner for Higher education in Europe, and beyond! 🙂

Operating as usual

23/01/2025

‼️Notice‼️
Our office is closed from today till January 27. We will open again from January 28. Thank you!

17/01/2025

২১ জানুয়ারী পর্যন্ত Without any IELTS TOEFL PTE স্কোর, নার্সিং ব্যাচেলর ডিগ্রী অথবা এমবিএ তে এপ্লাই করা যাবে ফিনল্যান্ডে।

- নার্সিং ব্যাচেলর ডিগ্রী টিউশন ফিঃ ৬০০০ ইউরো (১ম বছর)

- এমবিএ তে এপ্লাই করতে হলে আপনার ব্যাচেলর ডিগ্রী রেজাল্ট পাবলিশ হবার পর থেকে (৩১ জুলাই ২০২৫ পর্যন্ত) কমপক্ষে ২ বছরের ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকতে হবে।

এমবিএ টিউশন ফিঃ ১০৩৫০ ইউরো/প্রথম বছর (১.৫ বছর ডিগ্রী)

___________________________________________________________________

আপনার যদি কমপক্ষে IELTS স্কোর ৬.০, TOEFL স্কোর ৬০, অথবা PTE স্কোর ৫৫ থাকে, তাহলে আপনি কমপক্ষে ৬টি ব্যাচেলর বা এমবিএ প্রোগ্রামে এপ্লাই করতে পারবেন।

ডেডলাইনঃ ২১ জানুয়ারী

অরিজিনাল একাডেমিক ডকুমেন্টস, পাসপোর্ট নিয়ে সরাসরি আমাদের অফিসে চলে আসুন।

Office Address: Sophia Villa, House 38, 3rd Floor (Lift-3), Garib-E-Newaz Avenue, Sector 11, Uttara, Dhaka

Office Hours: 10AM-6PM

12/01/2025

২০২৪ সেপ্টেম্বর ইনটেকে Without IELTS - Bachelor Degree in Nursing Program এ আমাদের ৮জন স্টুডেন্ট চান্স পায় এবং পরবর্তীতে আরো ২জন ওয়েটিং থেকে চান্স পায়।

গত বছর এই ইউনিভার্সিটিতে টোটাল ৩০জন স্টুডেন্ট নেয়া হয়েছিল, এই বছর ওরা টোটাল ৫০ জনকে নিবে।

ডেডলাইন: ১৫ জানুয়ারী

আমরা এই মুহূর্তে সব থেকে ব্যস্ত থাকায় ফোন কিংবা ম্যাসেজের রিস্পন্স শতভাগ করতে পারছিনা তাই এই বিষয়ে বিস্তারিত জানতে, আপনার অরিজিলাল একাডেমিক ডকুমেন্টস সাথে নিয়ে সরাসরি আমাদের অফিসে চলে আসুন।

Sophia Villa, House 38, 3rd Floor (Lift - 3)
Garib-E-Newaz Avenue
Sector 11, Uttara, Dhaka
Office Hours: 10AM-6PM

11/01/2025

বছরের এই সময়টাতে আমরা সব থেকে ব্যস্ত থাকি, তাই শুধুমাত্র যারা অফিসে সরাসরি আসছেন, তাদেরকে প্রায়োরিটি দেয়া লাগছে।

অনেকেই ফোন, ম্যাসেজ দিচ্ছেন কিন্তু আমাদের পক্ষে সম্ভব হচ্ছেনা সবার কল বা ম্যাসেজের সময়মতো রেসপন্স করা।

তাই ফিনল্যান্ডে অটাম ইনটেকে আপনার অ্যাপ্লিকেশনের অপশনগুলো জানতে বা রেজিস্ট্রেশন করতে সরাসরি আমাদের অফিসে চলে আসুন।

EuroZone Education
Bangladesh Office Address:
House 38, Sophia Villa,
3rd Floor (Lift 3),
Gareeb-E-Newaz Avenue,
Sector-11 Uttara,
Dhaka 1230.

Our Office Hours:
10PM-7PM

11/01/2025

ফিনল্যান্ডে এখন ২০২৫ সালের জন্য এপ্লিকেশন চলছে

সব ধরনের প্রোগ্রামে এপ্লাই করতে ন্যূনতম IELTS স্কোর ৬.০, TOEFL স্কোর ৬০ অথবা PTE স্কোর ৫৫ লাগবে। এমবিএ তে এপ্লাই করতে ব্যাচেলর ডিগ্রী রেজল্টের পর কমপক্ষে ২ বছরের জব এক্সপেরিয়েন্স (জুলাই, ২০২৫ পর্যন্ত) বাধ্যতামূলক।

ভোকেশনাল প্রোগ্রাম এপ্লাই করতে ডুয়োলিঙ্গো ইংলিশ টেস্ট স্কোর ন্যূনতম ৮৫ লাগবে।

IELTS, TOEFL, PTE অথবা Duolingo না থাকলেও নার্সিং ব্যাচেলর ডিগ্রী (ডেডলাইনঃ ১৫ জানুয়ারী) এবং এম বি এ প্রোগ্রামে (২ বছরের জব এক্সপেরিয়েন্স বাধ্যতামূলক) এপ্লাই করা যাচ্ছে।

এপ্লিকেশন ডেডলাইনঃ ২১ জানুয়ারী

ঠিকানাঃ
Sophia Villa, House 38, 3rd Floor (Lift - 3), Garib-E-Newaz Avenue
Sector 11, Uttara, Dhaka Office Hours: 10AM-6PM

এই সময়টাতে আমরা সব থেকে ব্যস্ত থাকি তাই শুধুমাত্র যারা অফিসে সরাসরি আসবেন, তাদেরকে প্রায়োরিটি দিচ্ছি । অনেকেই ফোন, ম্যাসেজ দিচ্ছেন কিন্তু আমাদের পক্ষে সম্ভব হচ্ছেনা সবার কল বা ম্যাসেজের রিস্পন্স করা।

আপনি যদি ব্যাচেলর, এমবিএ কিংবা ভোকেশনাল ডিগ্রীতে এপ্লাই করতে চান, তাহলে অরিজিনাল একডেমিক ডকুমেন্টস নিয়ে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন। ধন্যবাদ

10/01/2025

First in 2025!!
আলহামদুলিল্লাহ, গতকাল আমাদের জানুয়ারী ২৫ ইনটেক ব্যাচের একজন এপ্লিকেন্ট এই ব্যাচ থেকে প্রথম পসিটিভ ডিসিশন পেলো। ইন্টারভিউ এর পর ডিসিশন হতে সময় লেগেছে মাত্র ৭ দিন। এবং কার্ডের পারমিট টোটাল ৫ বছরের।

ওর VFS ইন্টারভিউ ছিল জানুয়ারী ২ তারিখে আর ১ তারিখে ও ইন্ডিয়ান ভিসা হাতে পায়। শেষ মুহুর্তে অনেক কিছুই আমাদেরকে অতিদ্রুত সম্পন্ন করতে হয় কারণ আমাদের এপ্লিকেন্ট বা আমরা কেউই আসলে জানতাম না ১ তারিখে ওর ইন্ডিয়ান ভিসা আদৌ হবে কিনা। ওর স্পন্সরের নামের স্পেলিংয়েও সমস্যা ছিলো। সময় খুব স্বল্প থাকা সত্ত্বেও আমাদের মেন্টর ওর ডকুমেন্ট গুলো ঠিকঠাক মতো গুছিয়ে দেন (স্পনসরশিপ ফান্ড বা লিস্ট অফ ডকুমেন্টস, ফান্ড ট্রান্সফার ডেট/মেথড ইত্যাদি নিয়ে আরো অনেক আগে থেকেই আমরা কাজ করছিলাম), এবং অফিস থেকেই আমরা ওর ডকুমেন্টস ট্রান্সলেশন ও নোটারির ব্যবস্থা করে দেই এবং হেলথ ইন্সুরেন্স কিনতে হেল্প করি। সবকিছুই খুব দ্রুততার সাথে এবং নির্ভুলভাবেই সম্পন্ন করতে হয় আমাদের, কারণ এখানে মার্জিন অফ এরর ছিল জিরো।

রাতের ফ্লাইটে ও দিল্লী পৌঁছানোর পর সেই রাতেই মেন্টর ওকে ইন্টারভিউ প্রিপারেশন এবং পরেরদিনের VFS অফিসে যা যা করতে হবে সেটার সব স্টেপস বুঝিয়ে দেন। পরদিন সকালে VFS এর সময়ও আমাদের এপ্লিক্যান্টের কিছু কিছু জায়গায় কনফিউশন ছিল, আমাদের মেন্টর তখনো রিয়েল টাইমে এপ্লিক্যান্টের সাথে কানেক্টেড থেকে ইসু গুলো ক্লিয়ার করে দেন। সর্বোপরি এপ্লিকেন্ট ও আমাদের - দুইদিক থেকেই একে অপরের সাথে কো-অপারেট করার রেজাল্ট হলো এটা! আশা করছি জানুয়ারী ২৫ ইনটেক ব্যাচের বাকিদের পর্যায়ক্রমে পসিটিভ ডিসিশন চলে আসবে।

07/01/2025

Saurav (Batch: Autumn 24) got an opportunity to pursue MBA degree WITHOUT IELTS in Finland.

Let’s hear his journey and overall experience working with EuroZone Education.

07/01/2025

কোনোরকম IELTS, TOEFL বা PTE স্কোর ছাড়াই 🇫🇮 ফিনল্যান্ডে ব্যাচেলর 🎓 বা মাস্টার্স-MBA 📚 প্রোগ্রামে এডমিশন পেতে পারেন আমাদের মাধ্যমে এপ্লাই করে!

✅ ফিনল্যান্ডে পড়াশোনা করতে লং স্টাডিগ্যাপ বা বয়স কোনো সমস্যাই নয়! সেইসাথে স্পাউস বা ফ্যামিলি সহ এপলাই করার সুযোগ তো থাকছেই! ✈️

বর্তমানে IELTS ছাড়া ব্যাচেলরে নার্সিং এবং কালচার এন্ড আর্টস প্রোগ্রাম এবং মাস্টার্সে এমবিএ প্রোগ্রামে এপলাই করতে পারছেন। 💡

ফিনল্যান্ডে বসবাসরত ইউরোজোন এডুকেশনের দক্ষ মেন্টর টীমের 🧑‍🏫 এক্সাম 🎯 এবং ইন্টারভিউ প্রিপারেশন 🗣️ গাইডেন্স নিয়ে আপনিও নিশ্চিত করতে পারেন পরবর্তী ইনটেকে এডমিশনের সুযোগ। 🔥

Without IELTS ✈️ শুধুমাত্র গতবছরই আমাদের ২৫+ এপ্লিক্যান্টস 📋 ফিনল্যান্ডের একাধিক ইউনিভার্সিটিতে ব্যাচেলর 🎓 বা মাস্টার্স 📚 প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছে! 🎉

বিস্তারিত জানতে 📞 নিচের দেয়া নম্বর গুলোতে যোগাযোগ করুন অথবা ঢাকায় উত্তরা সেক্টর ১১-তে আমাদের অফিসে সরাসরি ভিজিট করুন। 🏢

EuroZone Education
📍 House 38, Sophia Villa, 3rd Floor (Lift 3), Garib-E-Newaz Avenue, Sector-11 Uttara, Dhaka 1230.

📱 Phone/WhatsApp:
📞 +88 01328 90 43 40
📞 +88 01326 72 46 12

⏰ Our Office Hours:
🕙 Everyday: 10AM-7PM
🛑 Saturday: Closed

29/12/2024

🎓𝐑𝐞𝐠𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐎𝐩𝐞𝐧 𝐟𝐨𝐫 𝐅𝐢𝐧𝐥𝐚𝐧𝐝 𝐀𝐮𝐭𝐮𝐦𝐧 𝟐𝟎𝟐𝟓 𝐈𝐧𝐭𝐚𝐤𝐞!🔥

উন্নত-শিক্ষাব্যবস্থার দেশগুলোর মধ্যে ফিনল্যান্ডের অবস্থান অন্যতম। দেশের বাইরে যারা ক্যারিয়ার গড়তে চান তাদের জন্যে প্রথম পছন্দের দেশ হতে পারে বিশ্বের অন্যতম সুখী দেশ ফিনল্যান্ড।

এখন Autumn 2025 Intake এর জন্য আমাদের রেজিস্ট্রেশন চলছে।

♦️উচ্চ শিক্ষার জন্য কেন ফিনল্যান্ডে যাবেন:
✨ পরিবারের সাথে আবেদন করার সুযোগ 👫
✨ দীর্ঘ স্টাডি গ্যাপ গ্রহণযোগ্য 📅
✨ ভিসা সাকসেস ১০০% ✅
✨ স্কলারশিপ ১০০% পর্যন্ত 🎓
✨ স্পন্সরশিপ সাপোর্ট 🤝
✨ PR ও Citizenship এর সুযোগ 🏡
✨বাচ্চাদের ফ্রীতে পড়াশোনার সুযোগ

🔰𝐅𝐢𝐧𝐥𝐚𝐧𝐝 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 নিয়ে কাজ করার দীর্ঘ দিনের অভিজ্ঞতা এবং দক্ষতা রয়েছে আমাদের EuroZone Education মেন্টরদের, যারা দীর্ঘদিন ধরে ফিনল্যান্ডে আছেন এবং সেখান থেকে গাইডেন্সের কাজগুলো করছেন, তাই ফিনল্যান্ডে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে চাইলে দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।

𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡, 𝐰𝐞 𝐚𝐫𝐞 𝐭𝐡𝐞 𝐍𝐨. 𝟏 𝐞𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐜𝐨𝐧𝐬𝐮𝐥𝐭𝐚𝐧𝐜𝐲 𝐬𝐞𝐫𝐯𝐢𝐜𝐞𝐬 𝐩𝐫𝐨𝐯𝐢𝐝𝐞𝐫 𝐢𝐧 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡 𝐟𝐨𝐫 𝐅𝐢𝐧𝐥𝐚𝐧𝐝, 𝐟𝐨𝐫 𝐭𝐡𝐞 𝐥𝐚𝐬𝐭 𝐟𝐞𝐰 𝐲𝐞𝐚𝐫𝐬!

👉 বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে আজই যোগাযোগ করুন!

📍বাংলাদেশ (ঢাকা) অফিস: Sophia Villa, House 38, 3rd Floor (Lift - 3), Garib-E-Newaz Avenue, Sector 11
Uttara, Dhaka 1230
📅 রবিবার থেকে শুক্রবার
🕙 সকাল ১০টা - সন্ধ্যা ৭টা
☎ যোগাযোগ: +88 01328 904 340 / +88 01326 724 612 / +88 01771 210 686

🇫🇮

24/12/2024

Notice: Finland imposes 100 Euro application fee starting from January 2025!

15/12/2024

‼️Notice‼️
We are open tomorrow! Office hour: 10AM - 7PM
Feel free to drop by! 🙂

04/12/2024

আমাদের পূর্ববর্তী ব্যাচের আরো একজন এপ্লিকেন্ট আমাদের সঠিক গাইডেন্স ফলো করে ফিনল্যাণ্ড থেকেই ভোকেশনাল প্রোগ্রামে এডমিশন পেলেন! অভিনন্দন আরিফকে!

বাংলাদেশ থেকে ভোকেশনাল এডমিশনের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশ থেকে যারা ফিনল্যান্ডের ভোকেশনাল প্রোগ্রামগুলোতে এপলাই করতে চান, অথবা ফিনল্যান্ডে ব্যাচেলর বা মাস্টার্স পড়তে এসে এখন ভোকেশনাল প্রোগ্রামে সুইচ করতে চাচ্ছেন যারা - সবাইকেই আমরা চেষ্টা করি এডমিশন পেতে ও পরবর্তীতে ভিসা এপ্লিকেশনে সঠিক গাইডেন্স প্রোভাইড করতে!

01/12/2024

We are moving to a new address from TODAY!!
But don't worry, both our previous and current office buildings stand right next to each other!

Our previous office: House 42
Our current office: House 38
Everything else is just the same!

We look forward to serving you in our new bigger, better, cozier and more comfortable office space from today! 😊

21/11/2024

আমাদের ফিনল্যান্ডের মেন্টরদের সহযোগিতা ও গাইডলাইন ফলো করে আরো একজন এপ্লিকেন্ট পেয়ে গেলেন ফিনল্যান্ডে ফ্রি ভোকেশনাল প্রোগ্রামে পড়ার সুযোগ! অভিনন্দন হামিদা আপুকে!

ফিনল্যান্ডের টিউশন ফ্রি ভোকেশনাল প্রোগ্রামগুলোতে আমাদের মাধ্যমে এপ্লাই করতে চাইলে অতিসত্তর আপনার একাডেমিক ডকুমেন্টস নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন!

আপনার নতুন ভবিষ্যতের শুরু হোক ইউরোজোন এডুকেশনের হাত ধরেই!

20/11/2024

🌟 Congratulations to Saurav! 🌟

Saurav’s Residence Permit has just been handed to him, which will allow him to study for a master's degree in Business Administration (International Business Management) in SeAMK - Seinäjoki University of Applied Sciences in Finland autumn 2024!

This is the sleepless night you have been waiting for. A long night, in particular, filled with anxiety wondering what the call would be like.
Best of luck for what’s to come!

12/11/2024

ফিনল্যান্ডে ২ বছরের মাস্টার্স ডিগ্রী 👨🏻‍🎓👩🏻‍🎓📚

Deadline : ৩১ মার্চ, ২০২৫

Requirement:
IELTS 6.5 | TOEFL 92| PTE 62

যোগাযোগ করুন:
০১৩২৮৯০৪৩৪০ || ০১৩২৬৭২৪৬১২

হাউস-৪২, সেক্টর-১১, উত্তরা, ঢাকা ১২৩০, বাংলাদেশ

05/11/2024

Image: Collected. Image right goes to the legitimate creator.

স্থান : জাতীয় প্রেস ক্লাব

ইউরোপিয়ান কাউন্ট্রিগুলোতে যারা স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট বা অন্য যেকোনো ভিসার আবেদন করেন, তারাই জানেন এম্ব্যাসি বাংলাদেশ না থাকলে কতটা জটিলতা/ঝামেলা/ভোগান্তি পোহাতে হয়।

কারা এই উদ্যোগটি নিয়েছেন আমাদের জানা নেই, কিন্তু যদি আপনার/আপনাদের পক্ষে সম্ভব হয়, তাহলে অবশ্যই উপস্থিত থাকবেন।

ব্যক্তিগত মতামত: জাতীয় প্রেসক্লাব এর সামনে না করে EU এর অফিসের সামনে (EEAS) করতে পারলে হয়তো আরো ফলপ্রসূ হত। যাইহোক, শুরু টা হোক অন্তত।

04/11/2024

বছরের প্রথম Snowfall এর অনুভূতি কতটা blissful হতে পারে? সেটাও যদি আবার লাইফের প্রথম snowfall এর অভিজ্ঞতা হয়!

আমাদের Autumn 24 ব্যাচের যারা সম্প্রতি ফিনল্যান্ডে গিয়েছে তাদের কমবেশি সবার জন্যই এটি ছিল চমৎকার এক অভিজ্ঞতা! একদম unedited ফরম্যাটেই ভিডিওটি আমাদের ফলোয়ারদের জন্য শেয়ার করলাম।

ভিডিওটি আমাদের Autumn 23 ব্যাচের আশিকের ধারণ করা। ধন্যবাদ আশিক!

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

MBA Without IELTS - VISA Success Story 🇫🇮
Saurav (Batch: Autumn 24) got an opportunity to pursue MBA degree WITHOUT IELTS in Finland. Let’s hear his journey and o...
🎓𝐑𝐞𝐠𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐎𝐩𝐞𝐧 𝐟𝐨𝐫 𝐅𝐢𝐧𝐥𝐚𝐧𝐝 𝐀𝐮𝐭𝐮𝐦𝐧 𝟐𝟎𝟐𝟓 𝐈𝐧𝐭𝐚𝐤𝐞!🔥উন্নত-শিক্ষাব্যবস্থার দেশগুলোর মধ্যে ফিনল্যান্ডের অবস্থান অন্যতম। দেশ...
সুমাইয়া আমাদের স্প্রিং ২০২৪ ব্যাচের স্টুডেন্ট, সে এখন ফিনল্যান্ডে শেফ হবার লক্ষ্যে কুকিং এর ওপর ফ্রী ভোকেশনাল প্রোগ্রাম...
🇫🇮 ফিনল্যান্ডে পড়াশোনা করার সুবর্ণ সুযোগ! 🎓𝐑𝐞𝐠𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐎𝐩𝐞𝐧 𝐟𝐨𝐫 𝐅𝐢𝐧𝐥𝐚𝐧𝐝 𝐀𝐮𝐭𝐮𝐦𝐧 𝟐𝟎𝟐𝟓 𝐈𝐧𝐭𝐚𝐤𝐞!🔥🔥🎯 𝙐𝙥𝙩𝙤 𝟏𝟎𝟎% 𝒔𝒄𝒉𝒐𝒍𝒂𝒓𝒔𝒉𝒊𝒑 ন...
বছরের প্রথম Snowfall এর অনুভূতি কতটা blissful হতে পারে? সেটাও যদি আবার লাইফের প্রথম snowfall এর অভিজ্ঞতা হয়! আমাদের Aut...
🇧🇩❤️
টিউশন ফি ছাড়া বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছেন? 🎓🌟 ফিনল্যান্ড আপনার অপেক্ষায়! ভোকেশনাল কোর্সে এপ্লাই করুন এবং আপনার ক্যারি...
নতুন দিনের আলোয় ঝলমলে, পহেলা বৈশাখ আসুক ভালোবাসায় মিশে।বাঙালির নববর্ষের এই উৎসবে, সকল দুঃখ ভুলে গেয়ে উঠুক জীবনের নতুন...
আমাদের অটাম ২০২৩ ব্যাচের শিক্ষার্থী আতিয়া ফিনল্যান্ডে ভোকেশনাল প্রোগ্রামে পড়াশোনা করছে যেখানে কোনো টিউশন ফী নেই। চলুন শু...
Tanvir Rezwan sharing his experience with EuroZone Education. He is going to study at LAB University of Applied Sciences...

Location

Telephone

Address


Sophia Villa, House 38, 3rd Floor (Lift/3), Garib-E-Newaz Avenue , Sector 11, Uttara
Dhaka
1230

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Friday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00