
আল বাত্তানি বিজ্ঞান ক্লাব।
বাড্ডা রেসিডেন্সিয়াল হাই-স্কুল
ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, কম্পিউটার ল্যাব, ক্ষুদে ডাক্তার, স্কাউট, কাব, ডিবেট, কুরআন ও নামাজ শিক্ষা
Operating as usual
আল বাত্তানি বিজ্ঞান ক্লাব।
বাড্ডা রেসিডেন্সিয়াল হাই-স্কুল
আমাদের আদরের ছোট্ট জুবায়ের। যে শিশুটি একদিন ছোট্ট হাতে বই আর খাতা নিয়ে আমাদের স্কুলের আঙিনায় পা রেখেছিল, আজ সেই জুবায়ের আমাদের থেকে বিদায় নিচ্ছে। পাঁচটি বছরের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত এখন যেন স্মৃতির পাতায় ভেসে উঠছে।
আজ দুপুরে জুবায়েরের মা স্কুলে এসেছিলেন। কিন্তু জুবায়ের আসেনি। সে আসতে পারেনি, কারণ নিজেকে ধরে রাখতে পারেনি। বিদায়ের এই কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার সাহস হয়তো তার হয়নি। তার সেই ছোট্ট মন এই বিচ্ছেদ মেনে নিতে পারেনি। তার মায়ের চোখে জল, কণ্ঠে বেদনার কম্পন—সবই যেন আমাদের হৃদয়কে গভীরভাবে নাড়া দিয়েছে।
জুবায়েরের মাকে দেখে আমার মনে পড়ল সেই প্রথম দিনের কথা। স্কুল তখন নির্মাণাধীন। ভবনের ছাদ ছিল অসম্পূর্ণ, বাঁশ আর ত্রিপলের আড়ালে নির্মাণকাজ চলছিল। সেই ছাদ থেকে পানি পড়ে সেদিন জুবায়েরের মায়ের মাথায় পড়েছিল। তবুও তিনি হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন, এক হাতে ছেলেকে ধরে আর অন্য হাতে আমাদের দিকে আস্থা আর ভালোবাসার এক গভীর বার্তা দিয়েছিলেন। সেই মুহূর্ত থেকেই তিনি এবং তার পরিবার আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন।
জুবায়ের ছিল আমাদের গর্ব। নার্সারি থেকে চতুর্থ শ্রেণি—প্রতিটি ক্লাসে সে তার মেধা আর নিষ্ঠার পরিচয় দিয়েছে। বার্ষিক পরীক্ষায় সে দ্বিতীয় স্থান অর্জন করেছে। কিন্তু তার এই সাফল্যের চেয়েও বেশি আমাদের মুগ্ধ করেছে তার বিনয় আর আন্তরিকতা।
আজ, বিদায়ের এই মুহূর্তে, আমাদের হৃদয় ভারাক্রান্ত। জুবায়ের, তুমি হয়তো দূরে চলে যাবে, কিন্তু তোমার স্মৃতি চিরকাল আমাদের সঙ্গে থাকবে। ক্লাসরুমের প্রতিটি কোণে, তোমার দুষ্টুমি আর হাসি যেন এখনও গুঞ্জরিত হয়।
তোমার মা সবসময় আমাদের পাশে থেকেছেন। সুখে-দুঃখে, স্কুলের প্রতিটি কাজে তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ অভিভাবক। আজ তিনি যখন বিদায় জানিয়ে গেলেন, তখন আমাদের মনে হলো, আমরা শুধু একজন মেধাবী শিক্ষার্থী নয়, বরং আমাদের পরিবারের একজন সদস্যকে হারালাম।
জুবায়ের, তোমার জন্য আমাদের দোয়া রইল। নতুন স্কুল, নতুন পরিবেশ—সবখানে তুমি সাফল্যের আলো ছড়াবে। যেখানেই থাকো, ভালো থেকো। আমাদের জন্য তুমি চিরকাল বিশেষ হয়ে থাকবে।
ভালো থেকো, প্রিয় জুবায়ের। তুমি আমাদের মনের কোণে সবসময় অমলিন থাকবে। আল্লাহ তোমার মঙ্গল করুন।
একজন গর্বিত পিতার গল্প—আব্দুর রব ভাই। যিনি তাঁর সন্তানদের সাফল্যে নিজেকে প্রতিনিয়ত নবায়ন করেন। আব্দুর রব ভাইয়ের বড় ছেলে আমাদের প্রতিষ্ঠান থেকে গত বছর এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে সকলকে গর্বিত করেছিল। এ যেন পরিবারের এক অনন্য অর্জন! কিন্তু গল্প এখানেই শেষ নয়। তাঁর দুই সন্তানের মধ্যে ছোট ছেলেটিও ২০২৪ সালে নবম থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে প্রথম স্থান অধিকার করেছে। এই সাফল্যের ধারায় সে আমাদের প্রতিষ্ঠান থেকে "বেস্ট স্টুডেন্ট" পুরস্কার অর্জন করে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি যখন গর্বিত পিতার হাতে তুলে দেওয়া হলো, তখন তাঁর চোখেমুখে ফুটে উঠেছিল এক অসীম তৃপ্তির আলো। এটি কেবল একটি পুরস্কার নয়, বরং তাঁর সুশিক্ষা ও পরিশ্রমের মধুর ফল। এমন এক বাবার সন্তানরা আমাদের সমাজের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে, এ আমাদের দৃঢ় বিশ্বাস।
নবম ও দশম শ্রেণীর গণিতের নতুন মানবন্টন
শিক্ষার্থীদের সাফল্য আমাদের হৃদয়ে এক অনির্বচনীয় আনন্দের জোয়ার বইয়ে দেয়। তাদের প্রতিটি অর্জন যেন একেকটি দীপশিখা, যা আমাদের জীবনের অন্ধকার দূর করে আলোকিত করে তোলে। জ্ঞানের প্রতি তাদের অনুরাগ আর অধ্যবসায়ের প্রতিফলন আমাদের শিক্ষকের জীবনকে গৌরবময় করে তোলে।
প্রত্যেক শিক্ষার্থীর বিজয় আমাদের কাছে এক অমূল্য রত্নের মতো, যা কেবল আমাদের গর্বিত করে না, বরং আমাদের দায়িত্ববোধও আরও সুদৃঢ় করে। এই সাফল্যের পথে তাদের প্রতিটি পদক্ষেপ আমাদের মনে জাগিয়ে তোলে আশার আলো, যে আলোর পথে হাঁটতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
চতুর্থ শ্রেণির বাংলা বইয়ের অংশ বিশেষ
#চতুর্থ_শ্রেণি
#বাংলা
৫ম শ্রেণির বাংলা নতুন বই।
#বাংলা
#পঞ্চম
১ম শ্রেণী | প্রাথমিক গণিত
২০২৫ সালের নতুন বই
২০২৫ সালে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির বিষয় ও মানবন্টন...
ছোটবেলার সেই বিখ্যাত ৭৮টি ছড়া ও কবিতা একসাথে। যে কবিতাগুলো পাঠ করলে মনে হয় কিছু সময়ের জন্য শৈশবে ফিরে গেছি!
আহা! কত সুন্দর ছিল সেই ছড়া ও কবিতাগুলো। খুব মিস করি।
***বি.দ্র. আপনার একটি Share এর মাধ্যমে এই সুন্দর কবিতাগুলো পৌঁছে যেতে পারে আরও অনেক মানুষের মাঝে। প্রিয় কবিতাগুলো ছড়িয়ে পড়ুক সবার মাঝে।
#বাংলা_কবিতা #বাংলাকবিতক #ছোটদেরছড়াওকবিতা
#ছোটদেরছড়া #ছোটদেরকবিতা
#বিখ্যাতকবিতা
যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এইগুলো থেকেই Voice Changing আসার সম্ভাবনা আছে
পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধের বিষয় তুলে ধরা হয়েছে।শেষের ৫ টি বিষয় (অধ্যায়) পরিবর্তন করা হয়েছে।
When= যখন ,যাতে ,যদিও ,পরে
So= অতএব , অতটা , ও
As= কারন, যেহেতু, যে সময়ে, যিনি
Who= কে, যে, কেকে, যেযে, যিনি
And= এবং ,ও, আর
But= কিন্তু, তথাপি, যিনি---না, ছাড়া
Which= যেটি , যা
Similarly= অনুরূপভাবে, একইভাবে
Therefore=অতএব , সুতরাং
Firstly= প্রথমত, প্রধানত
Finally= সর্বষেশ , শেষে
Beside= পাশাপাশি , অধিকন্ত
That= যে ,যা, কারন, যাতে, ফলে
Even---এমনকি , ...এমন হয়
At first=প্রথমত,সর্বপ্রথম
At last=অবশেষে,সবশেষে,সর্বশেষ
If=যদি, ...হলে
Although=যদিও ,সত্বেও
Though=যদিও,সত্বেও
Both=উভয়ে,সাথে
Becouse=কারন,হেতু,যেহেতু
Moreover=তাছাড়া,অধিকন্তু
In order to=উদ্দেশ্যে,জন্যে
Even if=এমনটি যদিও,এমন যদিও হয়
Frist of all=প্রথমত
Rather=বরং,চেয়ে,ঢেড়
So that= যাতে ,যেন, উদ্দেশ্যে
As if=যেন ,যেন মনে হয়
All though=যাতে ,যেন মনে হয়
While=যখন ,যে সময় যদিও ,সত্বেও
Such as=তেমনই
Last of all=সর্বশেষ
As if= যেন ,যেন মনে হয়
However=যাইহোক
Incidentally=ঘটনাক্রমে
Then=তারপর ,তখন
Than= চেয়ে ,থেকে
For a while= একটু ক্ষনের জন্য ,আপাতত
Suddenly=হঠাৎ , আচমকা
Unless=যদিও না, ... না হলে
Above all=সর্বপরি
Usually=সাধারনত , প্রথাগত
As well as=সাথে ,এবং,ও,আরো
For example=ঊদাহরনস্বরূপ
Yet=তথাপি ,তবুও
Secondly=দ্বীতিয়ত
Most= প্রায় , বেশির ভাগ
Now= এখন
Actually= প্রকৃতপক্ষে
But also= এমনি , এটিও , তিনিও
Not only...but also=শুধু এটিই নয়..ওটিও
Where as= পক্ষান্তরে ,যেখানে
After that=তারপর
Instead of= পরিবর্তে ,বদলে
Again=পুনরায় , আবার
In addition=অধিকন্তু , মোটের উপর
Thus= এইভাবে
Unfortunately=দূর্ভাগ্যবশত
Infact= পকৃত পক্ষে ,মূলত
Likewise=মত , তদ্রমন
In this connection=এই ক্ষেত্রে ,এই বষয়ে
Furthermore=আরো
Once=একদা , অনেক আগের কথা
Gradually= ধিরে ধিরে
Since=কারন, যেহেতু , যে সময়ে
Sometimes=মাঝে মাঝে
Above all=সর্বপরি
Yet=তথাপি, তবুও
As a result=ফলে ,ফলশ্রুতিতে
On the other hand=পক্ষান্তরে, অপরপক্ষে
In that=কারন
Or=নচেৎ ,তা না হলে, নতুবা,অথবা
Still=তথপি ,তারপরও
Either=দুয়ের যে কোন একটি
Nevertheless=তথাপি ,তবুও ,তারপরও
For=জন্য ,তুলনায় ,সুতরাং,সত্বেও ,কারন
Write done.....
📢
নবম ও দশম শ্রেণীর বিজ্ঞানের নতুন মানবন্টন
নতুন কারিকুলামে বিজ্ঞানের প্রশ্নপত্রে সৃজনশীলতা ও বিশ্লেষণী দক্ষতার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে পরিবর্তিত মানবন্টন দেওয়া হলো:
২০২৫ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক এবং প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত সকল পাঠ্য বইয়ের PDF কমেন্ট বক্সে।
১.শিক্ষার্থীদের ইংরেজি ভীতি দূর করতে English spoken শিখানো এবং English কে subject নয় বরং Language হিসেবে পাঠদান। ২.শিশুদের খেলনা, puzzle sheet, wordfun sheet ও কম্পিউটারের মাধ্যমে পাঠদান ৩. মাল্টিমিডিয়া ক্লাস রুম ও কম্পিউটার ল্যাব। ৪। সি সি টিভি দ্বারা সার্বক্ষণিক ক্লাস / শিক্ষকদের পর্যবেক্ষণ করা। ৫- Lesson Plan অনুযায়ী দৈনন্দিন পাঠদান। ৬.ফিঙ্গার প্রিন্ট ও স্মার্ট আইডি কার্ড ব্যবহারের মাধ্যমে ছাত্র - ছাত্রীদের স্কুলে উপস্থিতি পর্যবেক্ষণ ও অভিবাবকদের অভিহিত করা। ৭. সমন্বিত সফটওয়ার ব্যবহারের মাধ্যমে প্রত্যেক ছাত্র-ছাত্রীর অগ্রগতি তত্বাবধান করা ৮.বাধ্যতামূলক কুরআন ও মাসয়ালা মাসায়েল শিক্ষার ব্যবস্হা